Lifeplus Creative Magazine

Lifeplus Creative Magazine Creative - Lifestyle Magazine For The Smarter Generation. Visit www.lifeplusmag.com
(2)

এবারে আমাদের নিবেদন সৃজনশীল ব্যক্তিত্ব কলকাতার নিউ টাউন নিবাসী অভিনেতা অনুজিত সরকার । থিয়েটারের স্টেজে অভিনয় জীবনের সল...
20/04/2024

এবারে আমাদের নিবেদন সৃজনশীল ব্যক্তিত্ব কলকাতার নিউ টাউন নিবাসী অভিনেতা অনুজিত সরকার । থিয়েটারের স্টেজে অভিনয় জীবনের সলতে পাকানো অনুজিত কাজ করেছেন টিভি সিরিয়ালে এবং বিভিন্ন শর্ট ফিল্মে। লাইফপ্লাস ম্যাগাজিনের তরফে সুদীপ চক্রবর্তী কথা বলেছিলেন এই তরুন প্রতিভাবান অভিনেতার সাথে। কথোপকথনে মাধ্যমে অনুজিত শেয়ার করেছেন তাঁর অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা। নিজেকে প্রতিষ্ঠা করার নিরলস প্রচেষ্টার কথা। বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে তাঁর আশা ভরসার কথা।

সুদীপঃ আপনি অভিনয় জীবন কিভাবে শুরু হয়েছিল?

অনুজিতঃ গ্রুপ থিয়েটার থেকে আমার অভিনয় জগতে আসা।

সুদীপঃ অভিনয়ের জন্য আপনি কি কোন প্রথাগত প্রশিক্ষণ নিয়েছিলেন?

অনুজিতঃ প্রথগত শিক্ষা বলতে,আমি যতটুকু শিখেছি সবটাই থিয়েটার থেকে শিখেছি।

সুদীপঃ আপনার প্রথম ব্রেকের ব্যাপারে কিছু বলুন!

অনুজিতঃ Commercially আমি প্রথম কাজ পাই Zee Bangla-র আমলকি সিরিয়াল এ। যদিও খুব ছোট একটা চরিত্র ছিল। কিন্তু আমার কাছে সেটাই অনেক বড় ব্যাপার ছিল।

সুদীপঃ অভিনয়ের সাথে আপনি আর কি করেন?

অনুজিতঃ অভিনয় টাই করি। তবে সত্যি বলতে যখন কাজ থাকেনা তখন বিভিন্ন সামাজিক কাজের সাথে নিজেকে যুক্ত রাখি।

সুদীপঃ আপনার পরিবার কারা আছেন? আপনার অভিনয় জীবনের স্ট্রাগলে তারা কতটা সহযোগিতা করেন?

অনুজিতঃ পরিবারে সবাই আছেন। বাবা, মা, স্ত্রী ও এক পুত্র। এরা প্রত্যেকেই আমাকে support করে। Infact আমার ছেলেও অভিনয় করে। ফাগুনের মোহনা সিরিয়াল এ Hero -র ছোটোবেলা টা ওই করতো।

সুদীপঃ আপনি নিজে কিছু শর্ট ফিল্ম করেছিলেন, সেই ব্যাপারে কিছু বলুন

অনুজিতঃ একদম। আসলে কিছু কাজ করতে চেয়েছিলাম যা মানুষকে অনুপ্রাণিত করবে। সেখান থেকেই আমার Youtube Channel এর যাত্রা শুরু। আজও কাজ করছি।আজও শর্ট ফিল্ম বানাচ্ছি।

সুদীপঃ ইদানিং আপনি কি কাজ করছেন?

অনুজিতঃ Recently একটা Hindi ছবির কাজ করলাম,যেখানে আমাকে একজন News Anchor এর ভূমিকায় দেখা যাবে, তাছাড়া "সত্যি ভূতের গপ্পো" নামে একটা Horror Web Series এও কাজ করলাম,গল্পটা পাঁচ বন্ধুকে নিয়ে। পাঁচ জনই এখানে lead character। তাঁর মধ্যে আমিও একজন।বাকিটা এখন বলা যাবেনা,তার জন্য একটু অপেক্ষা করতে হবে।

সুদীপঃ আপনার অভিনয় জীবনে এমন কোনো ঘটনা মনে করতে পারেন কি, যা আপনি ভুলতে পারেননি?

অনুজিতঃ অভিনয় জীবনের কোনো ঘটনাই আমি ভুলিনি। নেতিবাচক বা ইতিবাচক সবই কম বেশি মনে রেখেছি। তবে কারোর প্রতিই কোনো রাগ বা ক্ষোভ নেই।

সুদীপঃ সোশ্যাল মিডিয়ায় আপনি উপস্থিত আছেন। এই মিডিয়া কোনোভাবে আপনাকে অনুপ্রেরণা বা সাহার্য্য করে?

অনুজিতঃ না। বর্তমানে social media কে মানুষ যেভাবে ব্যবহার করছে তাতে আমি চিন্তিত। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটাই বোঝা দায়। তবুও যোগাযোগের মাধ্যম হিসেবে ঠিক আছে।

সুদীপঃ আপনার নিজের প্রিয় অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক কে?

অনুজিতঃ প্রিয় অভিনেতা উত্তম কুমার।অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। প্রিয় পরিচালক সত্যজিৎ রায় , ঋত্বিক ঘটক।

সুদীপঃ বর্তমানে মোবাইল আর ইন্টারনেটের যুগে প্রচুর পরিমাণে শর্ট ফিল্ম হচ্ছে। প্ভুরি ভুরি শর্ট ফিল্ম ডিজিট্যালি মুক্তি পায় রোজ। আপনার মতে এর ফলে কি সিনেমার মনের উন্নতি বা অবনতি হচ্ছে?

অনুজিতঃ ব্যাপার টা উন্নতি বা অবনতির নয়। প্রত্যেকে নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করছে। কিছু কাজ ভালো হচ্ছে কিছু কাজ হচ্ছেনা,সেটাই স্বাভাবিক। আমি এটাকে পসিটিভ ভাবেই দেখি। End of the day আমরা নতুন কিছু একটা দেখতে পাচ্ছি। অজানা অনেক কিছুই উঠে আসছে।এটা তো ভালোই।

সুদীপঃ বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে আপনি কতটা আশাবাদী?

অনুজিতঃ বাংলায় আজও ভালো ছবির কমতি নেই। কিন্তু দর্শক অদ্ভুত ভাবে সেটাকে উপেক্ষা করছে। এটা অনেকটা যেনো ছেলে মেয়েকে বাংলা মিডিয়াম এ পড়ালে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে সেরকম ব্যাপার। খুব অবাক লাগে যখন দেখি বাঙালি বাংলা কে উপেক্ষা করে। এটা তখনই বদলাবে যখন বাঙালি নিজের ভাষাকে আবার ভালবাসবে। নাহলে যেমন চলছে তেমনই চলবে।

সুদীপঃ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?

অনুজিতঃ ভালো ভালো কাজ করা। মানুষের পাশে থাকা। অনেক নতুন চরিত্রে কাজ করতে চাই। দেখা যাক কি হয়।

সুদীপঃ লাইফপ্লাস ম্যাগাজিনের পাঠকদের উদ্দেশে কিছু বলবেন?

অনুজিতঃ লাইফপ্লাস ম্যাগাজিন যেভাবে উদ্যোগ নিয়ে মানুষের পাশে আছে সেটাকে সাধুবাদ জানাই। এমন ম্যাগাজিন আজকের দিনে খুবই দুর্লভ।সবাই পড়ুন এবং পাশে থাকুন নতুন নতুন অজানা গল্পকে জানার জন্য।

অনুজিতের সোশ্যাল মিডিয়া লিঙ্কঃ https://www.facebook.com/anujit.sarkar.18

শুভ নববর্ষ। নতুন বছরে বাঙালি জীবন  সমৃদ্ধ হোক  সৃজনশীলতায়। পড়তে ক্লিক করুন www.lifeplusmag.com
14/04/2024

শুভ নববর্ষ। নতুন বছরে বাঙালি জীবন সমৃদ্ধ হোক সৃজনশীলতায়। পড়তে ক্লিক করুন www.lifeplusmag.com

একজন চিত্রকরের আঁকা ছবি সবসময় অবিকল বাস্তব মেনে হয় না। অনেক সময় তাঁর কাজ অলীক কল্পনা বোধ হয়। তা বলে কি চিত্রকরের সৃষ...
13/04/2024

একজন চিত্রকরের আঁকা ছবি সবসময় অবিকল বাস্তব মেনে হয় না। অনেক সময় তাঁর কাজ অলীক কল্পনা বোধ হয়। তা বলে কি চিত্রকরের সৃষ্টি মিথ্যা? একেবারেই না! একজন চিত্রকর তাঁর নিজের মতন করে সত্য সৃষ্টি করেন তাঁর কাজের মধ্য দিয়ে।

ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শ্রী সুবিমলেন্দু বিকাশ সিনহা গত ১৩ই এপ্রিল তাঁর এই বক্তব্যের মাধ্যমে বাঘাযতীনের কাছে পঞ্চসায়রে Cave 31 - আর্ট গ্যালারিতে "FREEWINGS" এবং "সুলেখা ইঙ্ক"এর নিবেদিত চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী উদ্বোধন করলেন।

এছাড়াও “Sum of all Emotions” শীর্ষক প্রদর্শনীতে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতার ললিত কলা একাডেমির আঞ্চলিক সেক্রেটারি শ্রী প্রমোদ বড়ুয়া, প্রখ্যাত চিত্রকর শ্রী সন্দীপ চ্যাটার্জী এবং সুলেখা ইঙ্কের কর্ণধার শ্রী কৌশিক মৈত্র।

মনোজ্ঞ উবোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন "Freewings" এর বৈশিষ্ট্য চিত্রকর শ্রী সুদীপ্ত অধিকারী।

প্রদর্শনীতে রেখা, কালী এবং জলরঙের বেশ কিছু মনমাতানো চিত্র ডিসপ্লে করা হয়েছে। প্রদর্শনী চলবে ১৭ই এপ্রিল পর্যন্ত প্রত্যেকদিন বেলা ২টো থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

লিংকের জন্যে চোখ রাখুন এই পেজে।রাহুল মজুমদারের লিখিত - নির্দেশিত ফিল্ম " সত্যি কি সত্যি" রিলিজ হবে ১৪ই এপ্রিল।নির্দেশনা ...
12/04/2024

লিংকের জন্যে চোখ রাখুন এই পেজে।

রাহুল মজুমদারের লিখিত - নির্দেশিত ফিল্ম " সত্যি কি সত্যি" রিলিজ হবে ১৪ই এপ্রিল।

নির্দেশনা এবং স্ক্রিপ্ট : রাহুল মজুমদার
সিনেমাটোগ্রাফার: শান্তনু দত্ত ও রাহুল দে
অভিনয়: সৌরভ, সুচিস্মিতা চন্দ, আয়ুস ভট্টাচার্য্য, প্রসেনজিৎ সিনহা
মিউজিক: অ্যাড অরূপ ( ডার্ক স্টোন স্টুডিও)
পোষ্টার: পুলক ঘোষ
বেঙ্গল মেড এর প্রযোজনায় সিনেমাটির অফিসিয়াল ট্রেলারের লিংক : https://youtu.be/FfDfn7eSNLM

হুল মজুমদারের লিখিত - নির্দেশিত ফিল্ম " সত্যি কি সত্যি" রিলিজ হবে ১৪ই এপ্রিল। নির্দেশনা এবং স্ক্রিপ্ট : রাহুল মজুমদ....

OKOLPONIYO - A Thriller Beyond Imagination. ১৪ই এপ্রিল বাংলা নববর্ষে ইউ টিউবের অফিসিয়াল চ্যানেলে রিলিজ হতে চলেছে সাইকোলজ...
12/04/2024

OKOLPONIYO - A Thriller Beyond Imagination.

১৪ই এপ্রিল বাংলা নববর্ষে ইউ টিউবের অফিসিয়াল চ্যানেলে রিলিজ হতে চলেছে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা "অকল্পনীয়"। সিনেমাটিতে মানব মনের গভীরতার খোঁজ করা হয়েছে। আপাত ভাবে একজন মানসিক ভাবে অস্থির মানুষের মনের অন্তরালে হিংস্রতার উপর আলকপাত করে তার বাস্তব স্বরূপ উন্মোচন করা হয়েছে এই সিনেমায় ।

"বাক্সবন্দী" সিনেমার লেখক - নির্দেশক সৌরদীপ ঘোষের লিখিত - নির্দেশিত আগামী নিবেদন "অকল্পনীয়" ফিল্মে প্রিয়াঙ্কা সাহার সাথে সৌরদীপ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অনুপম দাস এই ফিল্মে সিনেমাটোগ্রাফি করেছেন। সিনেমাটির অফিশিয়াল প্রমো এবং পোস্টার ইতিমধ্যেই সামাজিক ম্যাধমে প্রকাশ হয়েছে।

"অকল্পনীয়"র সম্পূর্ণ টিম এই প্রজেক্টটির ব্যাপারে ভীষণভাবে আশাবাদী যে সিনেমাটি দর্শকদের কাছে সমাদৃত হবে। টিমের বক্তব্য "সিনেমাটি শুরু থেকেই দর্শকের প্রবল আগ্রহ বজায় রাখবে এবং অন্তিমের টুইস্ট চমকিত করেবে"।

যামিনী রায় (1887-1972) ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী যা তাঁর অনন্য শৈলীর জন্য পরিচিত। যামিনী রায় ঐতিহ্যগত ভারত...
11/04/2024

যামিনী রায় (1887-1972) ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী যা তাঁর অনন্য শৈলীর জন্য পরিচিত। যামিনী রায় ঐতিহ্যগত ভারতীয় এবং আধুনিক পশ্চিমা শিল্পকে একত্রিত করে এক নতুন চিত্রধারার সুছনা করেছিলেন । তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট-এ ব্রিটিশ একাডেমিক স্টাইলে প্রশিক্ষিত, পরে তিনি বাংলার লোকশিল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজস্ব শৈলী বিকাশের পথে এগিয়ে যান।

যামিনী রায়ের চিত্রকর্ম গুলি গাঢ় রেখা, প্রাণবন্ত রং এবং একটি সমতল, আলংকারিক শৈলী যা কালীঘাটের চিত্রকর্মের কথা মনে করিয়ে দেয়। তিনি প্রায়শই তার চিত্রকর্মের জন্য কাপড়, কাঠ, এমনকি গোবরের থলির মতো দেশীয় উপকরণ ব্যবহার করতেন। তার বিষয়ের মধ্যে পৌরাণিক চিত্র, পশুপাখি, গ্রামের দৃশ্য এবং দৈনন্দিন জীবন অন্তর্ভুক্ত ছিল, তাঁর কাজ সরলতার সাথে চিত্রিত হয়েছে যা তার শিল্পকে বৃহৎ চিত্র অনুরাগীদের কাছে সমাদৃত করে তুলেছে।

এই বিখ্যাত বাঙালী চিত্রকর আজকের দিনে (১১ এপ্রিল) ১৮৮৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন।

আপনার গৃহ যামিনী রায়ের চিত্রকর্ম দিয়ে সজ্জিত করতে এই লিঙ্কে যান - https://amzn.to/3TVpZJP

-------------------------
আপনি কি একজন সৃজনশীল ব্যাক্তি ? আপনার শিল্প কর্মের কথা আমাদের ম্যাগাজিনের মাধ্যমে বৃহৎ পাঠক সমুহের কাছে পৌঁছোতে চাইলে যোগাযোগ করুন ঃ Call/Whatsaap : 094777 64615

The Gond art rendezvous with the belief that "viewing a good image begets good luck".Are you a talented painter? Get sho...
05/04/2024

The Gond art rendezvous with the belief that "viewing a good image begets good luck".

Are you a talented painter? Get showcased in our creative magazine. Contact 094777 64615

সিনেমা ফর এ কজ এবং ডক্টর শাশ্বতী বিশ্বাসের যৌথ পরিবেশনায় শীঘ্রই প্রকাশ পেতে চলেছে একটি মানবিক সল্প দৈর্ঘ্যের সিনেমা - "...
01/04/2024

সিনেমা ফর এ কজ এবং ডক্টর শাশ্বতী বিশ্বাসের যৌথ পরিবেশনায় শীঘ্রই প্রকাশ পেতে চলেছে একটি মানবিক সল্প দৈর্ঘ্যের সিনেমা - "বেঁচে থাকা"

অভিষেক গাঙ্গুলীর নির্দেশনায় এবং অরুন্ধতী চৌধুরীর চিত্রনাট্যে নির্মীয়মান এই শর্ট ফিল্মটি অঙ্গদানের মতন গুরুত্ব পূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছ।

অভিনেত্রী মৌমিতা ঘোষ ( Moumita Ghosh ) শেয়ার করেছেন "ছোঁয়া" শর্ট ফিল্মে তাঁর অভিনয়ের অনুভূতির কথা....
31/03/2024

অভিনেত্রী মৌমিতা ঘোষ ( Moumita Ghosh ) শেয়ার করেছেন "ছোঁয়া" শর্ট ফিল্মে তাঁর অভিনয়ের অনুভূতির কথা....

Title: CHHOYAAN: Daring to be Different | LGBTQ+ Movement FilmDescription:Welcome to "CHHOYAAN: Daring to be Different," a compelling independent Bengali sho...

Sony Alpha ILCE-6100L ক্যামেরা রিভিউএটি একটি উন্নত মানের মিররলেস ক্যামেরা যা সৌন্দর্যের মান এবং উচ্চ কার্যক্ষমতার সঙ্গে ...
31/03/2024

Sony Alpha ILCE-6100L ক্যামেরা রিভিউ
এটি একটি উন্নত মানের মিররলেস ক্যামেরা যা সৌন্দর্যের মান এবং উচ্চ কার্যক্ষমতার সঙ্গে ফটো ও ভিডিও প্রদান করে। এই ক্যামেরাটির ২৪.২ মেগাপিক্সেল APS-C সিএমওস সেন্সর এবং BIONZ X ছবি প্রসেসিং ইঞ্জিন সাথে প্রসেস করে, যা স্পষ্ট এবং ব্রিলিয়ান্ট ছবি তৈরি করে। ক্যামেরাটির বিস্তারিত স্পেসিফিকেশনের জন্য ফটোতে ক্লিক/ ট্যাপ করুন

The Sony Alpha ILCE-6100L camera is a fantastic choice for both beginners and enthusiasts looking to step up their photography game. With its 24.2-megapixel APS-C CMOS sensor, this camera delivers clear and sharp images with excellent detail. The real-time eye autofocus feature ensures that your sub...

অভিনয়ের ক্যারিয়ারের জন্য কিভাবে প্রস্তুত হতে হয় তা নিয়ে একটি সহায়ক গাইড।১. শিক্ষা ও প্রশিক্ষণ: অভিনয়ে ক্যারিয়ার গ...
31/03/2024

অভিনয়ের ক্যারিয়ারের জন্য কিভাবে প্রস্তুত হতে হয় তা নিয়ে একটি সহায়ক গাইড।

১. শিক্ষা ও প্রশিক্ষণ: অভিনয়ে ক্যারিয়ার গড়তে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করুন। নাটক বা চলচ্চিত্র পর্দায় যাওয়ার জন্য অভিনয় শ্রেণী, কাস্টিং ডিরেক্টরের কাছে কাস্টিং ডায়েলী, এবং অন্যান্য অভিনয় প্রশিক্ষণ কোর্স গ্রহণ করুন।

২. দক্ষতা উন্নতি: অভিনয়ে দক্ষতা উন্নতির জন্য নিয়মিত অভ্যাস করুন। মুখ প্রকাশের অভ্যাস, ভাষা ও শরীরের ভাবনা ব্যক্ত করার উপায় সম্পর্কে শিক্ষা নিন।

৩. নাটক বা চলচ্চিত্রে অংশগ্রহণ: নাটক বা চলচ্চিত্রে অংশগ্রহণ করুন যাতে আপনার অভিনয় ক্যারিয়ার শুরু হতে পারে। নাটকে, সিনেমায় সাধারণত কাস্টিং কল প্রকাশ করা হয়, তাই তাদের কাছে আপনার নাম্বার ও প্রোফাইল প্রেমানে পাঠান।

৪. সেটিং আপ একটি নেটওয়ার্ক: অভিনয় ইন্ডাস্ট্রিতে একটি নেটওয়ার্ক সেট আপ করুন। এটা আপনাকে অভিনয় ইন্ডাস্ট্রিতে মান এবং পরিচিতি দিতে সাহায্য করবে।

৫. সম্প্রদায়ে যোগদান: নাটক কর্মসূচি, চলচ্চিত্র প্রচার, অভিনয় প্রতিযোগিতা ইত্যাদি সম্প্রদায়ে অংশগ্রহণ করুন। এটি আপনার কারিয়ার এবং সামাজিক জীবনে একটি ভূমিকা প্রদান করবে।

মনে রাখতে হবে আর পাঁচটা পেশার মতই অভিনয়ও পেশাতে জিবিকা অর্জন করতে হলে উপযুক্ত প্রশিক্ষন প্রয়োজন। পেশার প্রতি অনুগত্ত এবং দক্ষতাই একমাত্র আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য নির্ভরযোগ্য অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত থাকতে পারলে কাজটা অনেক অংশে সহজ হয়ে যায়।

নির্ভরযোগ্য অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যোগাযোগের জন্য ফোন বা Whatsapp করুন 094777 64615

Shout out to my newest followers! Excited to have you onboard! Tapas Debnath, Kartick Chandra Sarkar, Sukanta Mukherjee,...
29/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Tapas Debnath, Kartick Chandra Sarkar, Sukanta Mukherjee, Sourav Roy, Roshni Majumdar, Sukrishna Khatua Maity, Apurba Sundar Pradhan, Krishna Banik, Rupsa Ganguly, Sanjeeta Dutta

28/03/2024
‘গান-Tea’ শুধু একটি গান নয়; এটি একটি সঙ্গীতের আখ্যান। প্রজাপতির মৃদু উড়ানের মতো দিনের পর দিন, ধীরে ধীরে প্রকাশ পায়। স...
24/03/2024

‘গান-Tea’ শুধু একটি গান নয়; এটি একটি সঙ্গীতের আখ্যান। প্রজাপতির মৃদু উড়ানের মতো দিনের পর দিন, ধীরে ধীরে প্রকাশ পায়। সুরকার, গীতিকার, যন্ত্রশিল্পী, গায়ক, পারফর্মার, সাউন্ড ইঞ্জিনিয়ার, সঙ্গীত প্রযোজক এবং ইমপ্রেসারিও সহ বিভিন্ন পরিসরের উত্সাহীরা সঙ্গীত জগতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছেন।

প্রতিটি সঙ্গীত সৃষ্টি নিছক একটি গান নয় বরং ব্যাপক অভিজ্ঞতার সমষ্টি, যা একটি সংগীতযাত্রার অনন্য অধ্যায় গঠন করে।

দুর্ভাগ্যবশত, সঙ্গীত সৃষ্টির ঘটনাগুলি সম্পূর্ণরূপে সংরক্ষিত হয়নি নতুন প্রজন্মের জন্য, যারা এই সঙ্গীত যাত্রার সমৃদ্ধ উত্তরাধিকার এবং অনাবিষ্কৃত গভীরতাকে পুরোপুরি উপলব্ধি করতে পারে না।

সঙ্গীত বিনোদনের অতীত, একটি আখ্যান—একটি যাত্রা যা আবেগের জাল বুনতে এবং প্রজন্মকে সংযুক্ত করা যায়।

"গান Tea" এই অবিরাম যাত্রার প্রতীক, যা সঙ্গীত জগতে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করে। কলকাতার একটি ক্যাফের প্রাণবন্ত পরিবেশে প্রখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক শ্রী শঙ্করলাল ভট্টাচার্য এই সিরিজটির নামকরণ করেছিলেন।

বর্তমান ভিডিও এপিসোডে কলকাতা কলিং এর তরফে ঋত্বিক মিত্র কথা বলেছেন প্রখ্যাত সঙ্গীতকার রামানুজ দাশগুপ্তর সাথে রবিবারের গান tea er আড্ডায়। এই দুর্লভ কথোপকথনের মাধ্যেমে আমাদের ভ্রমণ করিয়েছেন তাঁদের অবিস্মরণীয় সঙ্গীত যাত্রার।

The series is a Creative collaboration of creative platforms Cinema For A Cause and kolkata kalling

Shot & Directed by Abhishek Ganguli (Founder-Chief; Cinema for a Cause & Indie Filmmaker )
Researched; Curated; presented & musically enriched by Ritwik Mitra (Frontman; Kolkata Kalling & a leading musician-composer of the country)
Created by Learning System @ Walking With Photos

Digital Promotion: Lifeplus Magazine (www.lifeplusmag.com)

Video link for the current episode: https://youtu.be/1PFaEsiSATA?si=Ou5fgZDb1zeS6WqN

কলকাতায় জওহরলাল নেহেরু রোডে এভারেস্ট হাউসের ১২ তম ফ্লোরে Craftkulture 22 র ক্রাফট স্টোর । এই দোকানে বিভিন্ন ক্রাফট আইটে...
23/03/2024

কলকাতায় জওহরলাল নেহেরু রোডে এভারেস্ট হাউসের ১২ তম ফ্লোরে Craftkulture 22 র ক্রাফট স্টোর ।

এই দোকানে বিভিন্ন ক্রাফট আইটেম পাওয়া যায় এদের নিজেদের ডিজাইন করা। সুতরাং অন্য দোকানে একই রকম আইটেম পাবেন না । এনাদের দাবী মতন এই ধরনের ক্রাফট স্টোর কলকাতাতে প্রথম।

একজন সন্তুষ্ট ক্রেতা জানিয়েছেন - A perfect place for a crafter to go and buy items. I personally loved their resin products collection on insta. Quality was amazing & loved their way of interaction

আপনাদের জন্য রইল Craftkulture22 র ইনস্টাগ্রাম লিংক
www.instagram.com/craftkulture22?r=nametag

এই সপ্তাহে আমাদের ব্যক্তিত্ব একজন ছোট্ট আর্টিস্ট, বাঁকুড়াবাসী অনুষ্কা  মন্ডল। যদিও স্কুল ছাত্রী, কিন্তু ইতিমধ্যেই ছবি এ...
20/03/2024

এই সপ্তাহে আমাদের ব্যক্তিত্ব একজন ছোট্ট আর্টিস্ট, বাঁকুড়াবাসী অনুষ্কা মন্ডল। যদিও স্কুল ছাত্রী, কিন্তু ইতিমধ্যেই ছবি এঁকে জগৎজোড়া নাম করে ফেলেছে ছোট্ট মেয়েটি। পরিণত চিত্রকরদের মতন আঁকার হাত অনুষ্কার। দেশ বিদেশ থেকে অগুনতি পুরষ্কার পেয়েছে অনুষ্কা।

লাইফপ্লাস ম্যাগাজিনের তরফে সুদীপ চক্রবর্তী কথা বলেছিলেন অনুষ্কার সাথে । পাঠকদের জন্য রইলো অনুষ্কার সাথে আমাদের কথোপকথনের অংশবিশেষ।

সুদীপ: অনুক্ষা তুমি কোন ক্লাসে পড়ো?
অনুষ্কা: আমি এখন ক্লাস এইটে পড়ি, এপ্রিলে ক্লাস নাইন হবে।

সুদীপ: আঁকাঝোঁকার প্রতি তোমার আগ্রহ কবে থেকে? কিভাবে শুরু হলো?
অনুষ্কা: অনেক ছোট বেলা থেকে। আমার মা ছেলেবেলাতেই আমাকে নাচ গান অঙ্কন সব শেখানো শুরু করেছিলেন। তারপর অঙ্কনে আমার বিশেষ আগ্রহ দেখে বাকি সব বাদ দিয়ে শুধু অঙ্কন নিয়ে এগিয়ে যাচ্ছি।

সুদীপ: তোমার পরিবারে কারা আছেন? তাদের সমন্ধে কিছু বলো।
অনুষ্কা: আমার ফ্যামিলিতে বাবা মা আর একটা পাপ্পি আছে। আমার বাবার গিফট শপ আছে। মার বিউটি পার্লার আছে।

সুদীপ: বাড়িতে, তোমার অঙ্কন শিক্ষার উৎসাহ কার কাছে সব থেকে বেশি পাও?
অনুষ্কা: বাবা মা দুজনের কাছেই পাই।

সুদীপ: তোমাকে যিনি আঁকা শেখান তাঁর সমন্ধে কিছু বলো।
অনুষ্কা: আমার ড্রয়িং টিচারের নাম গণপতি পাল। আমার ভুল ভ্রান্তি ধরিয়ে দেন। অনেক যত্ন নিয়ে আমাকে আঁকা শেখান।

সুদীপ: তুমি দেশে বিদেশে বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরস্কার পেয়েছো। কোনো বিশেষ প্রতিযোগিতা বা পুরস্কার সমন্ধে বলতে চাও?
অনুষ্কা: প্রতিটা পুরস্কার আমার প্রিয়। যত পুরস্কার পাই ততই আঁকার আগ্রহ বেড়ে যায়।

সুদীপ: সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্ট করা আঁকার ফটোতে অনেক লাইক পরে কমেন্টস আসে। তোমার কেমন লাগে ?
অনুষ্কা: আমি অনেক উৎসাহ পাই সবার কমেন্টস দেখে। আরো নতুন ছবি আঁকার ইচ্ছে হয়।

সুদীপ: তোমার এই কে খ্যাতি, তোমার সহপাঠীরা কি ভাবে দেখে?
অনুষ্কা: আমার সহপাঠীরা আমার সাফল্যে খুশী হয়। তারা শুভেচ্ছা আর অভিনন্দন জানায়।

সুদীপ: তোমার প্রিয় আর্টিস্ট কে? বা কোন আর্টিস্টের কাজ তোমার সব থেকে ভালো লাগে? আর কেনো?
অনুষ্কা: জন ড্রাই আর আল্পে এফে আমার প্রিয় আর্টিস্ট। হাইপার রিয়ালিস্টিক পেন্সিল স্কেচ এর জন্য জন ড্রাই এর ড্রয়িং ভালো লাগে, আর রিয়ালিস্টিকে আল্পে এফের পেইন্টিংস ভালো লাগে।

সুদীপ: অঙ্কন ছাড়া আর কোন বিষয় আগ্রহ আছে তোমার?
অনুষ্কা: পড়াশোনা আর চেস খেলায় (দাবা) আগ্রহ আছে।

সুদীপ: ইদানিং কোন বিশেষ পুরস্কার পেয়েছো তুমি?
অনুষ্কা: রিসেন্টলি বেঙ্গল এক্সেলেন্স আওয়ার্ড পেয়েছি সাইন্স সিটিতে।

সুদীপ: তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি আর্টিস্ট হিসাবে পরিচিত হতে চাও?
অনুষ্কা: আমি পেইন্টিংস চালিয়ে যাবো। তার সাথে আর্কিটেক্ট হতে চাই।

লাইফপ্লাস ম্যাগাজিন এবং তার সমস্ত পাঠকদের তরফ থেকে অনুষ্কার জন্য রইলো অনেক শুভেচ্ছা।

অনুষ্কার ফেসবুক প্রোফাইল: https://www.facebook.com/anupam.suparna.5

---
আপনিও কি একজন শিল্প মনস্ক মানুষ ? অভিনেতা অভিনেত্রী? সঙ্গীতকার? নৃত শিল্পী? চিত্রকর? মডেল? ফটোগ্রাফার? আপনার কথা Lifeplus Magazine এ জনাতে চাইলে যোগাযোগ করুন 094777 64615


ম্যাগাজিনের অন্যান্য বিষয়ের উপর লেখা পড়তে আমাদের ওয়েবসাইট দেখুন
www.lifeplusmag.com

SAITAAN - হিন্দি সিনেমার বাংলা রিভিউসিনেমার শুরুতে ডিসক্লেইমার ভেসে উঠলো- এই সিনেমাটি কালো জাদু, তন্ত্র মন্ত্র বা কুসংস্...
10/03/2024

SAITAAN - হিন্দি সিনেমার বাংলা রিভিউ

সিনেমার শুরুতে ডিসক্লেইমার ভেসে উঠলো- এই সিনেমাটি কালো জাদু, তন্ত্র মন্ত্র বা কুসংস্কারে বিশ্বাস করতে উৎসাহিত করে না। যদিও পুরো সিনেমাটি অপ্রাকৃতিক ঘটনার উপরেই ভিত্তি করে বানানো।

দেশের বিজ্ঞান যতই অগ্রগতি করুক না কেন! ইসরো যতই চাঁদে - সূর্যে মহাকাশ যান পাঠাক না কেন, প্যারানরমাল বিষয়ের উপর গল্প বা সিনেমার প্রতি মানুষের আকর্ষণ দুনির্বার। সাধারণ দর্শকদের শিক্ষার মানের সাথে এই অপ্রাকৃতিক বিষয় আকর্ষণের কোনো সম্পর্কই নেই।

মাল্টিপ্লেক্সে, বিকাশ ভালের নির্দেশনায় ‘শয়তান’ সিনেমার দর্শকদের দেখে মালুম হয় এনারা আর যাই হন অশিক্ষিত নন। এনারা প্যারানরমাল বিষয়ের উপর সিনেমা উপভোগ করার সাথে প্রায় দ্বিগুণ দাম দিয়ে কোল্ড ড্রিংকস আর পপকর্ন কেনার ক্ষমতা রাখেন। তাই শিক্ষা সামাজিক অবস্থান দিয়ে মানুষের রুচির বিচার করা অনাবশ্যক।

শহুরে দর্শকদের জন্য ‘ শয়তান ‘ এর মতন আজগুবি সিনেমা ভরা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে যখন বুঝতে হবে সিনেমাটির দর্শক ধরে রাখার মতন মশলা আছে।

নব্বইয়ের দশকে ভুতবাংলা, ভিরানা, ডাকবাংলা জাতীয় ভৌতিক বি - গ্রেড সিনেমা বেশ জনপ্রিয় ছিল। প্রচুর পরিমাণে যৌনতা ঠুসে সেসময় প্রযোজকরা চট জলদি টাকা তুলে নিতেন এই জাতীয় সিনেমা বানিয়ে।

অজয় দেবগন প্রযোজিত এবং অভিনীত ‘ শয়তান ‘ সিনেমাটি এখানেই তফাৎ গড়ে দিয়েছে। যৌনতার নাম গন্ধ নেই সিনেমাটিতে। হিন্দি সিনেমার ট্রেডমার্ক গান নাচ নেই। চার জনের একটি পরিবার আর একটি অন্টাগনিস্ট চরিত্রকে ঘিরে একরাতের টান টান ঘটনা, আপনার মন যতই আধুনিক বিজ্ঞানমনস্ক হোক না কেনো ঘটনার স্রোতে ভেসে যেতেই হবে।

আর একটা কথা, সিনেমাটি বি - গ্রেডর মতন সস্তায় বানানো সিনেমা নয়। অজয় দেবগন সহ আরো তিনজন প্রযোজক উদার ভাবে টাকা ঢেলে উচ্চমানের ফটোগ্রাফি লাইটিং সহকারে বর্তমান সময়ের সাথে মানানসই যথেষ্ট স্মার্ট সিনেমা বানিয়েছেন।

কবীর (অজয় দেবগন) একজন পুরো দস্তুর ফ্যামিলি ম্যান এবং আধুনিক মনস্ক পিতা। তার এক তরুণী কন্যা জাহ্নবী (জানকী বরিওলা) কিশোর পুত্র রুফ (আঙ্গদ) এবং স্ত্রী জ্যোতিকে ( জ্যোতিকা সারাভানান) নিয়ে সুখের সংসার।

গন্ডগোলের সূত্রপাত হয় ফার্ম হাউসে ছুটি কাটানোর সময় পরিবারটির মাঝে বনরাজ (আর মধাবন) রূপী অশুভ এক চরিত্রের অপ্রত্যাশিত আবির্ভাবে।

বনরাজ তার অপ্রাকৃতিক শক্তির দ্বারা তরুণী জাহ্নবীর গতি বিধি, চিন্তা শক্তি নিয়ন্ত্রিত করতে থাকে। কবীরের পরিবার কন্যার প্রাণের স্বার্থে অসহায় ভাবে বনরাজের অশুভ শক্তির কাছে আত্মসমর্পণে বাধ্য হয়।

এরপর ঘটনা শুধুমাত্র একটা অপ্রাকৃতিক ছবি হয়ে থাকে না। হয়ে যায় একটি প্যারানরমাল পারিবারিক থ্রিলার।

আঁতকে উঠতে হয় শয়তান দ্বারা নিয়ন্ত্রিত তরুণী জাহ্নবীর হাতে তার পিতার গালে সপাটে চরের দৃশ্যে। পিতা কবীরের অসহায়তা দর্শকদের বিচলিত করে। এইখানেই সিনেমাটির সার্থকতা। স্রেফ আজগুবি অলৌকিক ঘটনা জেনেও দর্শক গল্পের সাথে একাত্ম বোধ করেন। সিনেমার শেষ পর্যন্ত হলে বসে থাকতে বাধ্য হন।

একটা প্রশ্ন যদিও মাথায় ঘুরতে থাকে বনরাজের এহেন আচরণের উদ্যেশ্য কি? পরিবারে চারজন থাকলেও কেনো শুধু তরুণীটিকে নিয়ন্ত্রণ করে ? সিনেমার শেষে উত্তরও কিছুটা মেলে যখন বনরাজ ঘোষণা করে তার উদ্যেশ্য দুনিয়া নিয়ন্ত্রণ করা। তবুও বোঝা যায় না এই উদ্যেশ্য সফল করতে শুধু মাত্র মেয়েদেরই কেনো প্রয়োজন?

আসলে বিষয়টাই যখন অদ্ভুতুড়ে, তখন কি? কেন? কবে? কোথায়? অত প্রশ্ন মনে না এনে অতি অভিনয় বর্জিত, ঝরঝরে অভিনয় পুষ্ট সিনেমাটি উপভোগ করাই শ্রেয়।

কবীরের ভূমিকায় অজয় দেবগন যিনি সাধারণত অ্যাকশান ধর্মী সিনেমা করে থাকেন এই সিনেমাতে নিজের ইমেজ ভেঙেছেন ঘরোয় এক সাধারণ পিতার চরিত্রে অভিনয় করে।

তরুণী জাহ্নবীর যথেষ্ট কঠিন চরিত্রে জানকী ভালো ভাবেই উৎরেছেন।

দুই সন্তানের মা এবং কবীরের স্ত্রীর চরিত্রে জ্যোতিকা জোরালো অভিনয় করেছেন।

কিশোর অঙ্গদ রুফের চরিত্রে একদম ঠিক থাক। ছোটরা যথেষ্ঠ পরিণত অভিনয় করে অঙ্গদ তার প্রমাণ।

সবশেষে বনরাজের চরিত্রে আর মধবনের শক্তিশালী নেগেটিভ চরিত্রটির কথা বলতেই হয়। যথার্থ ভাবেই মেলোড্রামার প্রয়োগে এই চরিত্রটি কিন্তু গল্পের মূল আকর্ষণ।

শেষ পর্যন্ত কি হলো? কবীর কি সমর্থ হবে নিজ কন্যা জাহ্নবীকে অশুভ শক্তির হাত থেকে উদ্ধার করে পরিবারকে বিপদ মুক্ত করতে? জানতে হলে টিকিট কেটে কবীরের পরিবারের সাথে বৃষ্টি মুখর একটি আতঙ্কে ভরা রাত না হয় কাটিয়ে আসুন।

কৃষ্ণদেব ইয়াগনিকের লেখা, অমিল কিয়ানের টান টান চিত্রনাট্য, সুধাকর রেড্ডির স্মার্ট সিনেমাটোগ্রাফি ও অমিত ত্রিবেদী যোগ্য আবহ সঙ্গীতে সঙ্গত ঘটনার ঘনঘটায় আপনার টিকিটের দাম ঠিকই উসুল হয়ে যাবে।

রিভিউ - সুদীপ চক্রবর্তী
www.Lifeplusmag.com

বাংলা গান একটা স্বর্ণ যুগ পার করে এসেছে। কিন্তু সঙ্গীতপ্রেমী বাঙ্গালী ডুবে আছে সেই সুরের মূর্ছনায়। গান-tea র স্টুডিওতে ...
10/03/2024

বাংলা গান একটা স্বর্ণ যুগ পার করে এসেছে। কিন্তু সঙ্গীতপ্রেমী বাঙ্গালী ডুবে আছে সেই সুরের মূর্ছনায়।

গান-tea র স্টুডিওতে প্রখ্যাত সঙ্গীতকার ঋত্বিক মিত্র কথা বলেছেন প্রবাদপ্রতিম সঙ্গীত নির্দেশক রামানুজ দাশগুপ্তর সাথে।

লাইফপ্লাস ম্যাগাজিনের পেজে রইলো সেই কথোপকথনের অংশ বিশেষর ভিডিও লিংক এবং রামানুজ দাশগুপ্তর ব্যক্তিগত ওয়েবসাইটের লিংক

https://www.ramanujdasgupta.co.in/

E shudhu gaan noy gaaner golpo , Shey dalamele ure jay olpo olpo ekdin pratidin ………."Gaan Tea" is not just a song; it's a musical narrative. It gracefully un...

সুদেষ্ণা দে -  উদয় শঙ্কর ঘরানার নৃত্যশিল্পী !!!আমরা আজ লাইফপ্লাস ম্যাগাজিনের পাঠকদের পরিচয় করাবো নৃত্যশিল্পী, কোরিওগ্রা...
04/03/2024

সুদেষ্ণা দে - উদয় শঙ্কর ঘরানার নৃত্যশিল্পী !!!
আমরা আজ লাইফপ্লাস ম্যাগাজিনের পাঠকদের পরিচয় করাবো নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং নৃত্য শিক্ষিকা সুদেষ্ণা দের সাথে। সুদেষ্ণা উদয় শঙ্কর স্টাইলে প্রশিক্ষিত এবং তনুশ্রী শঙ্কর ডান্স ট্রুপের একজন প্রাক্তন সদস্যা। উনি নিয়মিত ডান্স পারফর্ম করেন এবং শেখান। এছাড়াও বিভিন্ন ক্রিয়েটিভ আর্ট ফর্মের সাথে যুক্ত আছেন। সুদেষ্ণা কলকাতারই মেয়ে। আপনারা অনেকেই হয়ত সুদেষ্ণার নৃত্য পরিবেশনার সাক্ষী হয়েছেন বা হবেন। আসুন এই বহুমুখী প্রতিভায় উজ্জ্বল, সুদর্শনা সুদেষ্ণার কথা তাঁর কাছেই শুনি। লাইফপ্লাস ম্যাগাজিনের এডিটর সুদীপ চক্রবর্তী কথা বলেছিলেন সুদেষ্ণার সাথে।

সুদীপ : সুদেষ্ণা, লাইফপ্লাস ম্যাগাজিনের পাঠকদের কাছে নিজেকে কিভাবে পরিচয় করাতে চাইবেন?

সুদেষ্ণা : আমার নাম সুদেষ্ণা দে, এবং আমি একজন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং নৃত্যশিক্ষক। আমি উদয় শঙ্কর স্টাইলে প্রশিক্ষিত। আমি তনুশ্রী শঙ্কর ডান্স কোম্পানির একজন প্রাক্তন সদস্য।

সুদীপ : সুদেষ্ণা, নৃত্য শিল্পের প্রতি আপনার আগ্রহ কখন থেকে ? আর এর কারণ কি?

সুদেষ্ণা : আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমি যে হাউজিংয়ে থাকতাম সেখানে পুজোর সময় নাচ করেছিলাম গ্রুপে। তাই দেখে হাউজিংয়ের সদস্যরা বাবাকে অনুরোধ করেন আমাকে নাচ সেখাতে। এরপর বাবা তনুশ্রী শংকর ডান্স একাডেমিতে আমায় ভর্তি করে দেন। সেখান থেকে নাচের প্রতি ভালোবাসা তৈরি হয়।

সুদীপ: নাচ আপনি শখ হিসাবে শুরু করেছিলেন। এখন নাচ আপনার কেরিয়ার। নাচ ছাড়া অন্য কোনো পেশায় যেতে ইচ্ছে করেনি?
সুদেষ্ণা :নাচ এমন একটা মাধ্যম যার মধ্যে দিয়ে আমি আমার সমস্ত দুশ্চিন্তা কষ্ট ভুলে থাকতে পারি এটাই ছিল নাচের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার কারন। পরবর্তীকালে নাচের মধ্যে দিয়ে যে শান্তি আনন্দ পেতাম সেটা আর কোনো কিছুর মধ্যেই পাইনি। কোন একটা গান শুনলে যেভাবে একটা কনসেপ্ট চট করে মাথায় চলে আসে, বা নাচটাকে নিয়ে যতটা পরিশ্রম করতে ইচ্ছে করে, কিম্বা যখন নাচ শেখাই তখন হাজার শারীরিক সমস্যা সত্ত্বেও থেমে যাই না, তখন উপলব্ধি করি যে এই শিল্পটার মধ্যেই আমার প্রাণ শক্তি লুকিয়ে আছে তাই সবকিছু ছেড়ে নাচের জগতেই রয়ে গেছি।

সুদীপ : কবে থেকে আপনি নৃত্য শিক্ষা শুরু করেন?
সুদেষ্ণা :যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে

সুদীপ : আপনার নৃত্য শিক্ষার প্রথম গুরু কে?
সুদেষ্ণা : শ্রীমতী তনুশ্রী শংকর

সুদীপ : আপনার পরিবার সম্বন্ধে কিছু বলুন।
সুদেষ্ণা : আমার বাবা ছিলেন প্রেসিডেন্সি কলেজের লাইব্রেরিয়ান মা মেডিকেল হসপিটালে হেড নার্স। আর বোন এলাহাবাদ ইউনিভার্সিটি'র শিক্ষিকা। নাচের প্রোগ্রাম এ নিয়ে যাওয়া থেকে শুরু করে আর কোথায় কোথায় নাচ শিখলে আরো ভালোভাবে নাচ করা যেতে পারে, সবই বাবার উৎসাহে শেখা।
বাবা চলে যাওয়ার পরে আমার হাজব্যান্ড সেই জায়গাটা নিয়েছেন। পেশায় আইটি সেক্টরে জব করলেও উনি আসলে একজন রাইটার। বিয়ের পর যত জায়গায় প্রোগ্রাম করতে গেছি আমার হাজব্যান্ড অরিন্দম সব সময়ের সঙ্গে সঙ্গে থেকেছেন ভিডিও করে দেওয়া থেকে শুরু করে নিজের মোবাইলে সেই দিনের প্রোগ্রামের গান পর্যন্ত ক্যারি উনি করেন।
কখনও ক্লান্তি - হতাশা গ্রাস করলে সেই সময় অরিন্দম কিন্তু পাশে স্ট্রং পিলারের মত পাশে থেকে নাচ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বত ভাবে উৎসাহ দিয়ে থাকে। তাই মাঝে মাঝে ভেঙে পড়লেও শুধু এই মানুষটার জন্যই নাচ নিয়ে অনেক উঁচুতে যেতে চাই

সুদীপ : নৃত্য জগতে আপনার সন্মান আর প্রাপ্তি বিষয় কিছু বলুন
সুদেষ্ণা : আমি একজন অসাধারণ নৃত্যশিল্পী হিসেবে টেলিগ্রাফ স্কুল এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেছি। আমি উদয় শঙ্কর পুরষ্কার জিতেছিলাম যা লন্ডনের দ্য প্লেস-এ নাচের পাঠ গ্রহণের জন্য একটি বৃত্তি ছিল, যার জন্য আমি 2005 সালে যুক্তরাজ্য ভ্রমণ করি। আমি পরে আর্টস বেঙ্গল (একটি বাঙালি ডাক্তার সমিতি) এর জন্য কোরিওগ্রাফ 'তাশের দেশ'-এর জন্য বার্মিংহামও ভ্রমণ করি।

আমি দুটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলাম। আমাকে EZCC (সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার) দ্বারা নৃত্য ও সঙ্গীত উৎসবে দুবার অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

আমার নাচের পারফরম্যান্স কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি দ্বারা ব্রিটিশ কাউন্সিল দ্বারা সমর্থিত, ওয়েবিনার সিরিজ, 2021-এর জন্য জেন্ডার-সেক্সুয়ালিটি থিমে নির্বাচিত হয়েছিল।

সুদীপ : নৃত্য শিল্পী হিসেবে আপনার কোন পারফরমেন্স আপনাকে সব থেকে বেশি তৃপ্তি দেয়।

সুদেষ্ণা : আমার প্রতিটি পারফরমেন্স প্রিয়। তবে আমার অন্যতম সেরা পারফরম্যান্স "বৃহন্নলা" ফেসবুকে 9 লাখ ভিউ পেয়েছে।

সুদীপ : আমরা জানতে পেরেছি আপনি একজন ব্যস্ত এবং সফল নৃত্য শিক্ষীকা!
সুদেষ্ণা : বর্তমানে, আমি নিউ টাউন স্কুল অফ পারফর্মিং আর্টসে একজন নৃত্য পরামর্শদাতা হিসাবে নিযুক্ত আছি।

সুদীপ : নাচ আপনার প্রথম প্রেম নিঃসন্দেহে নাচ ব্যাতিত আর কি করেন?

সুদেষ্ণা : আমার পরিচালনায় প্রথম শর্ট ফিল্ম 'স্পিরিট' অষ্টম শর্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম জিতেছে। বেশ কিছু মিউজিক ভিডিও এবং টিভি সিরিয়ালেও আমি অংশ গ্রহণ করেছি । এছাড়া বিভিন্ন রচনা প্রতিযোগিতা থেকে আমি দুটি পুরস্কারও জিতেছি। আমার নিবন্ধগুলি পিপলস রিফ্লেকশন ওয়েবসাইটে প্রকাশিত হয়। 2023 সালের আগস্টে, আমার একটি নিবন্ধ 'Srot Magazine' দ্বারা প্রকাশিত হয়েছিল। আমি পিকল ফ্যাক্টরি এবং আর্টসউড দ্বারা আয়োজিত 'লিপ' থিমে একটি নৃত্য পরিবেশন করেছি। এই ইভেন্টে অস্ট্রিয়ার একটি নৃত্য সংস্থা Cielaroque-এর শিল্পীরাও পারফর্ম করেন।

সুদীপ : আপনি একজন সাংস্কৃতিক মানুষ। নিত্য ছাড়াও শিল্প ও সাংস্কৃতিক বিষয় আগ্রহ এবং অবদান আছে আপনার। আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

সুদেষ্ণা : নাচের একটা ইনস্টিটিউট খোলা, দেশে-বিদেশে উদয়শঙ্কর ঘরানাকে ফেমাস করে তোলা। এটা খুবিই দুঃখজনক যে এখনো এই ঘরানাকে অতটা ফেমাস নয় যতটা অন্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল অর ট্রেডিশনাল ডান্স ফর্ম ফেমাস।

অথচ উদয় শংকর ঘটনা ততটাই ইন্ডিয়ান যতটা অন্য ক্লাসিকাল ডান্স ফর্ম। যেকোনো ডান্স ফর্ম সুন্দর সেটা যদি যথাযথভাবে ফুটিয়ে তোলা যায় নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই যেখানে আগামী প্রজন্ম উদয়শঙ্কর ঘটনাকে ভালোবেসে শিখতে চাইবে।

আমাদের সাথে কথা বলার জন্য সুদেষ্ণাকে লাইফপ্লাস ম্যাগাজিনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সুদেষ্ণার ক্রিয়েটিভ জার্নি সফল হোক আমরা সেই কামনা করি

সুদেষ্ণাকে যোগাযোগ করতে তাঁর সুদেষ্ণার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট এ অথবা আমাদের ফোন / whatsapp এ বার্তা দিতে পারেন। আমরা আপনার বার্তা পৌঁছে দেবো 094777 64615

সুদেষ্ণার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক https://www.facebook.com/sudeshnadey.official

---
আপনিও কি একজন শিল্প মনস্ক মানুষ ? অভিনেতা অভিনেত্রী? সঙ্গীতকার? নৃত শিল্পী চিত্রকর? মডেল? ফটোগ্রাফার? আপনার কথা Lifeplus Magazine এর পাঠকদের জানাতে চাইলে যোগাযোগ করুন 09477764615

কুঁচবরণ কন্যা তোর মেঘবরণ চুল!!চোখে দেখার সৌভাগ্য না হলেও রূপকথার রাজকন্যার রূপের বর্ণনা এইরকমই আমরা জেনে এসেছি। কিন্তু জ...
27/02/2024

কুঁচবরণ কন্যা তোর মেঘবরণ চুল!!

চোখে দেখার সৌভাগ্য না হলেও রূপকথার রাজকন্যার রূপের বর্ণনা এইরকমই আমরা জেনে এসেছি। কিন্তু জানেন কি রাজকন্যা সম একটি অতীব সুন্দরী মিষ্টি বাঙ্গালী মেয়ে কলকাতায় আমাদের কাছে পিঠেই আছে?

সোশ্যাল মিডিয়ায় পৃথা সরকারের ফটো দেখে মনে হয়েছিল সত্যিই যেন রূপকথার পাতা থেকে নেমে এসেছেন। কিম্বা বঙ্কিমচন্দ্র – শরৎচন্দ্রের কোনো দ্রুপদী সাহিত্যের এক নারী চরিত্রের যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।

ফেসবুক পেজে পৃথার বিশাল ফ্যান ফলোয়িং। প্রতিটি ফটো আর রীলসের পোস্ট তাঁর ফ্যানদের মাঝে আলোড়ন সৃষ্টি করে, লাইক আর কমেন্টসে ভরে যায় নিমেষে।

আমাদের কৌতূহল হয়েছিল জানার এই অসাধারণ সুন্দরী মেয়েটি কে? কি করেন? কোথায় থাকেন?

আমরা পৃথার সাথে আলাপ করেছিলাম। ওনার ব্যবহার অমায়িক এবং বিনম্র। পৃথার রূপের মতোই মিষ্টি ওনার বন্ধুত্বপূর্ন আচরণ।

কথা বলে জানা গেলো পৃথা এক পুরদস্তুর শিল্পমনস্ক মানুষ। তিনি নিজে দুর্দান্ত ছবি আঁকেন, বাচ্চাদের আঁকা শেখান। এছাড়াও মডেলিং শুরু করেছেন। তার অভিনয়ে আগ্রহ আছে। তাই নিয়ে পড়াশোনা এবং চর্চা করেন। একজন প্রকৃতই মাল্টি ট্যালেন্টেড ক্রিয়েটিভ পার্সোনালিটি।

এইরকম একটি উজ্জ্বল ব্যক্তিত্বের কথা আমাদের আমাদের পাঠকদের কাছে তুলে ধরার লোভ সামলাতে পারলাম না। পাঠকদের জন্য রইলো পৃথার সাথে লাইফপ্লাস ম্যাগাজিনের এডিটর সুদীপ চক্রবর্তীর কথোপকথনের অংশ বিশেষ

সুদীপ: পৃথা আপনার সমন্ধে লাইফপ্লাস ম্যাগাজিনের পাঠকদের কিছু বলুন।

পৃথা: আমি একজন খুবই সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই আমি বড় হয়েছি।

সুদীপ: সোশ্যাল মিডিয়াতে আপনার ফটো ভিডিও দেখে মনে হয় ফ্যাশন জগতের ব্যাপারে আপনার বিশেষ আগ্রহ আছে!

পৃথা: একেবারেই ঠিক বলেছেন। ছোটবেলা থেকে ফ্যাশন মডেলিংয়ে আমার আগ্রহ। যত দিন যাচ্ছে আমার মধ্যে সেই প্রবণতা ক্রমশ বাড়ছে। বস্তুত ফ্যাশন, মডেলিং অভিনয়কে সফলভাবে পেশা করে অনেক কাজ করার লক্ষে আমি এগোচ্ছি।

সুদীপ: আপনার পড়াশোনার বিষয় কিছু বলুন।

পৃথা: আমি গ্র্যাজুয়েশন করেছি।

সুদীপ: সোশ্যাল মিডিয়ার আপনার উজ্জ্বল উপস্থিতি আছে। আপনার প্রচুর ফ্যান । আপনার পরিবার ব্যাপারটা কি ভাবে দেখে? তাদের কাছে উৎসাহ পান?

পৃথা: হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ফ্যান ফলোয়িং, কিছুই সম্ভব হতো না পরিবারের সমর্থন না থাকলে বা তাঁরা পাশে না থাকলে।

সুদীপ : মডেলিং অভিনয় ছাড়াও আপনি আর কি করেন ?

পৃথা: আমার জগৎ হলো শিল্পের জগৎ। একসময় আমি স্কুলে শিক্ষয়িত্রী ছিলাম। এখন স্কুলে না হলেও ব্যক্তিগত ভাবে শিক্ষা জগতের সাথে যুক্ত আছি। ছাত্র ছাত্রীদের পড়াশোনা আর আঁকা শেখাই। এর সাথে সাথে মডেলিং অভিনয় পেন্টিং চালিয়ে যাচ্ছি।

সুদীপ: মডেলিং আর অভিনয়ের সাথে আপনি কি পেশাদারী ভাবে যুক্ত?

পৃথা: হ্যাঁ আমি পেশাদারী মডেলিংয়ের সাথে যুক্ত। বিভিন্ন ফটোগ্রাফার এবং একটি ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি। সবে শুরু করেছি।

সুদীপ: আপনি সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ফটো পোস্ট করলে নিমেষে শখানেক লাইক পড়ে যায়। আপনি কিভাবে দেখেন বিষয়টা?

পৃথা: এখনও পুরোপুরি আমার স্বপ্ন ছুঁতে পারিনি, তবে আংশিক সফলতা যেমন বিভিন্ন কাজ বা আমার ফোটো পোস্ট করলে মুহূর্তে অনেক লাইকেস পেলে অনেক উৎসাহ এবং অনুপ্রেরণা পাই।

সুদীপ: আপনার ফটো পোস্ট করলে প্রচুর কমেন্ট পান। স্মরণীয় কোনো কমেন্ট আছে কি?

পৃথা: পজিটিভ নেগেটিভ কমেন্ট সব নিয়েই চলতে হয়। তবে পজিটিভ অনেক অনেক বেশি। অনেক কমেন্টই মনে রয়ে যায়। এত বলা সম্ভব না। একটা কথা বলতে পারি এইসব রিয়েকশন আর কমেন্টস আমাকে পরিচিতি দিয়েছে। এগুলো ছাড়া আমি কিছুই না।

সুদীপ: যিনি বা যারা আপনার ফটো তোলেন মানে যাদের জন্য বস্তুত আপনার সোশ্যাল মিডিয়ায় পরিচিতি, তাদের সমন্ধে কিছু বলবেন?

পৃথা: আমার এক প্রিয় ফটোগ্রাফার বন্ধুর উৎসাহ আর সহযোগিতায় আমার এই ফ্যাশন জগতের যাত্রা শুরু। এখন অন্যান্য ফটোগ্রাফারদের সাথেও কাজ করছি। প্রত্যেকেই আমাকে সহযোগিতা করে।

সুদীপ: শাড়িতেই আপনার বেশী ফটো ভিডিও দেখা যায়। ওয়েস্টার্ন ড্রেসে প্রায় দেখাই যায় না। আপনি কি ট্র্যাডিশনাল পোশাকই স্বাচ্ছন্দ্য?

পৃথা: ওয়েস্টার্ন পরতেও খুব পছন্দ করি। তবে ট্র্যাডিশনাল ছাড়া বাঙ্গালী অসম্পূর্ণ বলে মনে করি। আর সেটা আমার ব্যক্তিত্বকে ভীষণ ভাবে কমপ্লিমেন্ট করে। ট্র্যাডিশনাল ড্রেসে আমি খুবই স্বাচ্ছন্দ্য

সুদীপ: আপনার ফটো/ভিডিও শুটের সময় এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনি ভুলতে পারেননি?

পৃথা: ফটোশুটের প্রতিটি ঘটনা আমার মনে আছে। তবে জীবনের প্রথম ব্র্যান্ড শুটের দিনটা সত্যি স্পেশাল।

সুদীপ: গ্ল্যামার আর বিনোদনের জগতের আপনার কেরিয়ার নিয়ে ভবিৎসত্ পরিকল্পনা কি?

পৃথা: সিনেমা বা টিভির পর্দায় আত্মপ্রকাশ এবং সফলতা পাবার স্বপ্ন দেখি। নামী ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে চাই। দেশে বিদেশের এক পরিচিত মুখ হয় ওঠার আশা রাখি।

আমাদের সাথে কথা বলার জন্য পৃথাকে লাইফপ্লাস ম্যাগাজিনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ওনার জন্য অনেক শুভেচ্ছা রইলো

পৃথার অফিসিয়াল ফেসবুক লিংক https://www.facebook.com/oyendrila.sen.31?mibextid=ZbWKwL

পৃথাকে পেশাদারী মডেলিং / অভিনয়ের জন্য যোগাযোগ করতে আমাদের ফোন / whatsaap এ বার্তা দিতে পারেন। আমরা পৃথাকে আপনার বার্তা পৌঁছে দেবো 094777 64615
------------------------------------
আপনিও কি একজন শিল্প মনস্ক মানুষ ? অভিনেতা অভিনেত্রী? সঙ্গীতকার? নৃত শিল্পী চিত্রকর? মডেল? ফটোগ্রাফার? আপনার কথা আমাদের জানতে চাইলে যোগাযোগ করুন 094777 64615

Address

Purbachal Bidhan Road
Kolkata
700078

Alerts

Be the first to know and let us send you an email when Lifeplus Creative Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lifeplus Creative Magazine:

Videos

Share

Category

Nearby media companies