#kolkataboimela #newbooks #Bengalibooks #collegestreet #storybook #bengals #historical #geographical
বইমেলার চতুর্থ দিন......সেজে উঠছে আমাদের তাক
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাথে আমাদের গত দুবছরের যে সংক্ষিপ্ত পরিচয় তাতে তাঁকে খুব একটা উচ্ছ্বসিত হতে দেখিনি। পরিমিত কথাবার্তা এবং আবেগের প্রকাশ, বাংলার সাহিত্য সম্রাট কে হয়তো এরকমই মানায়।
সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে উচ্ছ্বসিত হতে দেখেছিলাম যেদিন প্রথমবার প্রেস থেকে বৈঠকী নিয়ে পৌঁছে গেছিলাম তাঁর বাড়ি। বারবার করে বলছিলেন বৈঠকী র বুকমেকিং তাঁর খুব পছন্দ হয়েছে। গত পরশু বইটির উদ্বোধনে এসে তিনি প্রথমবার দেখতে পান বৈঠকীর সম্পূর্ণ প্যাকেজ অর্থাৎ কাস্টমাইজড বক্স এবং ব্যাগ সাথে পোস্টার এবং বুক মার্কস। বেরোনোর সময় নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেন সম্পূর্ণ একটি প্যাকেজ যেন তাঁকে দেওয়া হয়। তিনি বলেছিলেন আধ ঘণ্টার বেশি থাকতে পারবেন না, সেই তিনিই ছিলেন প্রায় দু'ঘণ্টার কাছাকাছি, অনুষ্ঠান শেষে সবার সাথে কথা বললেন, ছবি তুললেন এবং সই দিলেন।
আর স্ম
আগামীকাল অর্থাৎ ২২শে ডিসেম্বর চলে আসুন ধর্মতলার অজিত রায় ভবনে আনুষ্ঠানিক প্রকাশ পেতে চলেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৈঠকী।
এর পাশাপশি প্রকাশ পাবে পিয়া সরকারের নিশিগন্ধা, হিয়া মুখোপাধ্যায়ের নিয়ন ও নন্দনের দেবী এবং রজত শুভ্র কর্মকারের সাপ সিঁড়ি মোক্ষ।
অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছেন যে এতোগুলো প্রি-বুক করা বইয়ে শীর্ষেন্দুবাবু স্বাক্ষর করবেন কিনা। তাই আবার রইলো শীর্ষেন্দুবাবুর এই ভিডিও। পাশাপাশি বলি, যেই মুহূর্তে একটা নির্দিষ্ট সংখ্যা প্রি-বুকের পর লেখক নিজে বলবেন আর স্বাক্ষর করবেন না তখন আর এই বিজ্ঞাপনও রাখবো না। ততক্ষণ অবধি যারা প্রি-বুক করবেন তারা অবশ্যই তাঁর স্বাক্ষর পাবেন। আমরা নিয়মিত লেখকের সঙ্গে কথাবার্তায় আছি। নীচে রইলো শীর্ষেন্দুবাবুর 'বৈঠকী' বইটি প্রি-বুক অফার।
*****************
শুরু হয়ে গেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 'বৈঠকী'-র বইটির প্রি-বুকিং। প্রি-বুকিংয়ে থাকছে লেখকের স্বাক্ষর। নীচে রইলো সমস্ত ডিটেইলস।
১. প্রত্যেকটা প্রি-বুক কপিতে থাকবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্বাক্ষর। কোনো ফ্যাক্সিমিলি নয়। লেখক ৮৮ বছর বয়সে প্রত্যেকটা প্রি-বুক কপিতে অটোগ্রাফ দেবেন। নিজের আত্মজীবনীমূলক এই বইয়ে থা
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পর আমাদের পরবর্তী কাজ। প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষাল আমাদেরকে পাঠালেন তার শুভেচ্ছা বার্তা।
এই কাজটি সরাসরি বই আকারে প্রকাশিত হবে, অর্থাৎ আগে কোনো পত্রপত্রিকায় এই উপন্যাসটি প্রকাশিত হয়নি। উপন্যাসটির বিষয়বস্তু কি বা সেটি কবে প্রকাশিত হচ্ছে, সেইসব ক্রমপ্রকাশ্য। সবচেয়ে আগে আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে।
#smellofbooks #smellofbooksofficial #binodghoshal
কথায় বলে আনন্দ ভাগ করে নিতে হয়। আমাদের তিন হাজারি হওয়ার আনন্দে আমরা নিয়ে আসছি তিন দিনের মহা ধামাকা সেল। চোখ রাখুন আমাদের পেজে।
গতবছর পয়লা বৈশাখের দিন দুয়েক আগে, আমাদের নতুন বিপনীর উদ্বোধন উপলক্ষে তার বাড়ি গিয়ে যে বই নিয়ে আলোচনার সূচনা, যে বই হতে পারত আমাদের প্রথম প্রকাশিত বই, আজ দীর্ঘ এক বছর পর সেই বই বাস্তব হতে চলেছে।
মঙ্গলবার দিন এই ব্যাপারে ঘোষণা আসার পর বহু পাঠক, শুভানুধ্যায়ী আমাদের জিজ্ঞেস করেছেন বৈঠকী র বিষয়বস্তু নিয়ে। সে নিয়ে বিস্তারিত পোস্ট তো আসছেই, আজ দেখে নিন বাংলা সাহিত্যের ঈশ্বর কয়েকদিন আগে ঠিক কি বলেছিলেন :
চীনের এই বিশাল লাইব্রেরিতে আপনি একটি বইয়ের পাহাড় আরোহণ করতে পারবেন,
একটি উচ্চ মানের বইয়ের আশ্চর্যজনক হাতে তৈরি প্রক্রিয়া
টোকিও শহরের একটি হোস্টেল যেখানে আপনি বইয়ের সাথে থাকতে পারবেন।
সেজে উঠেছে গোবরডাঙ্গা বইমেলার নতুন বই
যাত্রা শুরু নিউটাউন বইমেলার।
সিঙ্গুর বইমেলায় আমরা তৈরী