Smell of Books Publication

Smell of Books Publication Ultimate destination for old and new books!!!
(5)

স্মেল অফ বুকস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর সকলের জীবন সুখ ও সমৃদ্ধ...
14/04/2024

স্মেল অফ বুকস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

10/04/2024

শুরু হয়ে গেল স্মেল অফ বুকস এর চারটি নতুন বইয়ের প্রী বুকিং।

লেখক স্বাক্ষর সহ ২৫% ডিসকাউন্টে এই বইগুলি প্রীবুক করা যাবে পয়লা বৈশাখ অব্দি। তাই দেরি না করে ঝটপট নিচের লিংকে গিয়ে বইগুলি সংগ্রহ করুন.

অর্থম অনর্থম প্রথম খন্ড
সোমনাথ সেনগুপ্ত
প্রচ্ছদ:- কৃষ্ণেন্দু মন্ডল
মুদ্রিত মূল্য ₹৩৪৯
https://www.smellofbooks.in/product-page/artham-anartham-somnath-sengupta

একটি বিশুদ্ধ পাল্প ফিকশন
সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল
প্রচ্ছদ:- রত্নদীপ চ্যাটার্জী এবং তথাগত চৌধুরী
অলংকরণ প্রজ্ঞাপারমিতা ঘোষাল
মুদ্রিত মূল্য ₹২৪৯
https://www.smellofbooks.in/product-page/ekti-bissudho-pulp-fiction-suparna-chatterjee-ghoshal

মন একে একে দুই
পার্থ দে
প্রচ্ছদ:- সৌরভ মিত্র
মুদ্রিত মূল্য ₹২৯৯
https://www.smellofbooks.in/product-page/mon-eke-eke-dui-partha-de

ইলেক্টোরাল বন্ড : গিফট,নাকি স্ক্যাম!
অভীক পোদ্দার
প্রচ্ছদ:- সুহাঞ্জু দাস এবং রত্নদ্বীপ চ্যাটার্জি
মুদ্রিত মূল্য ₹২০০
https://www.smellofbooks.in/product-page/electoral-bond-gift-or-scam-avik-podder

হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে চাইলে 9874540616 নাম্বারে যোগাযোগ করুন।

Ultimate destination for old and new books!!!

আগামী পয়লা বৈশাখ ১৪৩১, রবিবার(১৪ই এপ্রিল, ২০২৪) স্মেল অফ বুকস পদার্পণ করতে চলেছে তাদের কলেজস্ট্রিট অভিযানের তৃতীয় বছরে...
10/04/2024

আগামী পয়লা বৈশাখ ১৪৩১, রবিবার(১৪ই এপ্রিল, ২০২৪) স্মেল অফ বুকস পদার্পণ করতে চলেছে তাদের কলেজস্ট্রিট অভিযানের তৃতীয় বছরে। এই উপলক্ষে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের কলেজ স্ট্রিট বিপণি তে, দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত। গল্পে, আড্ডায় এবং তর্কে জমে উঠুক নববর্ষের এই দিনটি।

এইদিন উদ্বোধন হবে আমাদের পাবলিকেশনের চারটি নতুন বই। সোমনাথ সেনগুপ্তর কর্পোরেট ফ্রড থ্রিলার "অর্থম অনর্থম", পার্থ দের ভালোবাসা এবং গানকে একই সুরে বাঁধার দুটি উপন্যাসের সংকলন "মন একে একে দুই", সুপর্ণা চ্যাটার্জী ঘোষালের ডার্ক কমেডি "একটি বিশুদ্ধ পাল্প ফিকশন" এবং ইলেক্টোরাল বন্ড দুর্নীতি নিয়ে লেখা অভীক পোদ্দারের গবেষণামূলক গ্রন্থ "ইলেক্টোরাল বন্ড : গিফট, নাকি স্ক্যম!" গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বিকেল সাড়ে তিনটেয়।

এই শুভদিনে আপনাদের সবান্ধব উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলবে এই আশা করি।

টিম স্মেল অফ বুকস

যে কোন নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল "লেভেল প্লেয়িং ফিল্ড", অর্থাৎ নির্বাচন শুরু হওয়ার আগে এবং চলাকালীন সমস্...
08/04/2024

যে কোন নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল "লেভেল প্লেয়িং ফিল্ড", অর্থাৎ নির্বাচন শুরু হওয়ার আগে এবং চলাকালীন সমস্ত রাজনৈতিক দলগুলি যেন একই রকমের সুযোগ সুবিধা পেতে পারেন। কিন্তু ২০২৪ এ অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি এক ভয়ংকর দুর্নীতি, যার মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন শুরুর আগেই অনেক ক্রোশ এগিয়ে থাকছে প্রতিদ্বন্দ্বী দলগুলির তুলনায়। ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক অবস্থায় বেশিরভাগ মিডিয়া চ্যানেলগুলি এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু আমরা চুপ থাকতে পারি না। প্রকাশক হিসেবে এবং তার থেকেও বেশি একটি সচেতন নাগরিক হিসেবে এই ব্যাপারে মুখ খোলা এবং জনসাধারণকে এই ব্যাপারে সজাগ করা আমরা আমাদের কর্তব্য বলে মনে করি। সেই ভাবনা থেকে এই বইয়ের প্রকাশ। আমরা আশা করব যে কোন সচেতন বাঙালি পাঠক তাদের ভোটদানের আগে এই বইটি একবার হাতে তুলে নেবেন এবং তাদের যদি মনে হয় এই বই বর্তমান সময়ের একটি জরুরী দলিল তাহলে তাদের আশেপাশের লোকদেরকেও এই বইয়ের ব্যাপারে জানাবেন।

বইয়ের ব্লারব থেকে :

স্বাধীনতা-উত্তর ভারতবর্ষ নানা সময় প্রত্যক্ষ করেছে ভিন্ন ভিন্ন ধারার অর্থনৈতিক জালিয়াতির। প্রতিটি ঘোটালার ক্ষেত্রে কখনও নেওয়া হয় চুকলিবাজির আশ্রয়, কখনও-বা ফাঁদ বোনা হয় লোভনীয় স্কীমের মাধ্যমে। তবে, 'ইলেক্টোরাল বন্ড' প্রকল্পে যে চিত্র উঠে আসছে, তা ভিন্ন ও ভয়ঙ্কর। তার পরিধি বিস্তীর্ণ, রাজনৈতিক দলগুলির মজ্জায় মজ্জায়, এমনকি প্রশাসনের অন্দরমহল পর্যন্ত। যদি কখনও ভয় দেখিয়ে উন্নয়নের নামে জোরপূর্বক চাঁদা নেওয়া হয়, নিপুণতার সঙ্গে প্রয়োগ করা হয় প্রশাসনিক ক্ষমতা, কিংবা, সমঝোতা করা হয় দেশীয় প্রকল্প কিংবা সাধারণ মানুষের প্রাণের সঙ্গে, তবে তা ভয়ানক বৈকি!

গণতন্ত্রে গণ নয়, বরং টাকাই যখন হয়ে ওঠে রাজনৈতিক দলগুলির এক ও একমাত্র চাহিদা, তখন তা দেশ ও দশের শত্রু! গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অর্থাৎ মিডিয়ার কর্তব্য এইসব বিষয়ে প্রশ্ন তোলার, উত্তর চাওয়ার। কিন্তু, যখন প্রচলিত সংবাদমাধ্যম এসব বিষয় এড়িয়ে চলে তখন প্রশ্ন করা আমার-আপনার মৌলিক কর্তব্য হয়ে দাঁড়ায়। কারণ,— "হ্যাঁ-তে হ্যাঁ মেলানো" নয়, বিরুদ্ধমতই টিকিয়ে রাখে আসল গণতন্ত্র!

গণতন্ত্রে গণই যদি হয় ব্রাত্য,

তবে প্রশ্ন করার অধিকার আমার আপনার সর্বত্র।

আসছে... নির্বাচন শুরুর আগেই, এই বৈশাখে।

প্রচ্ছদ : সুহাঞ্জু দাস এবং Ratnadip Chatterjee

    অডিটিং। এই একটা শব্দ শুনলেই চাকুরীজীবী মাত্রই গায়ে জ্বর আসে। অদ্ভুত অদ্ভুত এভিডেন্স, অদ্ভুতুড়ে আর্টিফ্যাকট জোগাড় ...
07/04/2024


অডিটিং। এই একটা শব্দ শুনলেই চাকুরীজীবী মাত্রই গায়ে জ্বর আসে। অদ্ভুত অদ্ভুত এভিডেন্স, অদ্ভুতুড়ে আর্টিফ্যাকট জোগাড় করতে করতে জীবন জেরবার হয়ে যায়। সবচেয়ে বেশি রাগ গিয়ে পড়ে সেই অডিটার ভদ্রলোক বা ভদ্রমহিলার ওপর। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি সেই অডিটরের তরফের চাপ বা কর্তব্য। আমি অন্তত অতটা ভেবে দেখিনি যতদিন না আমার হাতে এসে পৌঁছেছিল সোমনাথবাবুর এই পান্ডুলিপি। সিরিয়াস থ্রিলার এর বড্ড অভাব আমাদের বাংলা সাহিত্যে। আশা করি সেই অভাব মিটিয়ে দিতে পারবে এই বইটি। আসছেন রনি, তার প্রথম কয়েকটি কর্পোরেট ফ্রড এক্সপোজ করার অভিজ্ঞতা নিয়ে।
Corporate Fraud !
সারা পৃথিবী জুড়েই এই কোম্পানী-দুনিয়াতে প্রতিদিন ঘটতে থাকে ছোট-বড় নানাধরণের চুরি, জোচ্চুরি – কখনো তাতে যুক্ত থাকেন শীর্ষ কর্পোরেট কর্তা থেকে প্ল্যান্ট ম্যানেজার, কোম্পানীর ক্যাশিয়ার, অফিস ম্যানেজার বা সেলসের লোকজন। অথবা, কখনো কোম্পানীর ডিলার বা এজেন্ট থেকে কোম্পানির সাপ্লায়ার। কর্পোরেট দুনিয়ার এই ‘তৃতীয় রিপু’র প্রকোপ নিয়ে ঘটনাগুলো থাকে খুবই গোপনীয় – অধিকাংশ কোম্পানি এইসব সংবেদনশীল ঘটনাগুলো নিয়ে বাইরে কিছু বলতে চায়না। সাধারণ মানুষের কাছে এ এক অজানা পৃথিবী।
সেই জালিয়াতি দুনিয়ার কিছু থ্রিলার গল্পকে উপজীব্য করে এই নতুন বই ‘ অর্থম অনর্থম’। এই বইয়ের লেখক নিজে পেশায় চার্টার্ড একাউন্টেন্ট এবং তিন দশকের বেশী সময় ধরে বিভিন্ন কোম্পানিতে কর্পোরেট অডিটর হিসেবে কাজ করছেন । পেশাসূত্রে, লেখক নিত্যদিনের কাজে মানুষের লোভের বিভিন্ন বহিঃ প্রকাশ খুব কাছ থেকে দেখতে পেয়েছেন বা এখনো পান , দেখতে পান মানুষের মুখ ও মুখোশ দুই। যদিও এই গল্পগুলোতে স্থান, পাত্র, নাম পরিবর্তন হয়েছে এবং তাতে মিশে গেছে লেখকের কল্পনাও- তবু দিনের শেষে, ‘ অর্থমনর্থম’আসলে, লেখকের বিগত ৩৪ বছরের নিত্যকার কর্পোরেট অভিজ্ঞতা নিয়েই তৈরি। এই বইয়ে, লেখক টেকনিক্যাল দিকগুলোকে যথাসম্ভব সহজভাবে পাঠকদের সামনে উপস্থিত করতে চেষ্টা করেছেন , যাতে তাঁদের বুঝতে সুবিধা হয় এবং ইংরেজীতে জনপ্রিয় বাণিজ্যিক লব্জগুলোকে ইংরেজিতেই যথাসম্ভব রাখতে চেয়েছেন । বলা বাহুল্য, বাংলা সাহিত্যে এইদিক নিয়ে খুব বেশী কাজ হয়নি।
প্রচ্ছদ : কৃষ্ণেন্দু মন্ডল
Smell of Books Publication

গান। প্রেম। এই দুই রাশি নিয়ে আরও জটিলতর দ্বিঘাত সমীকরণ হল 'মন'। যার অঙ্ক মেলানো কঠিন। মনের দিঘিতে কখন তরঙ্গ উঠল, কখনই বা...
06/04/2024

গান। প্রেম। এই দুই রাশি নিয়ে আরও জটিলতর দ্বিঘাত সমীকরণ হল 'মন'। যার অঙ্ক মেলানো কঠিন। মনের দিঘিতে কখন তরঙ্গ উঠল, কখনই বা মিলিয়ে গেল, কেউ কি বলতে পারে?

আঙুল বাড়িয়ে শরীর ছোঁয়া যায়, বৃষ্টিফোঁটায় শরীর ভেজানো যায়। কিন্তু মন ছোঁয়ার মন ভেজানোর কৃৎকৌশল কি গান জানে? উদারা মুদারা তারায় এত শক্তি?

যৌবন আর প্রৌঢ়ত্ব। যেন তারসপ্তক আর মন্দ্রসপ্তক। কখনও কি এই দুই ঢেউয়ের শীর্ষবিন্দু আর লয়বিন্দু একে অপরকে ছুঁয়ে ফেলতে পারে?

এ বইয়ে 'একে তো ফাগুন মাস' এবং 'কী লিখি তোমায়' এই দুটি উপন্যাসে এই প্রশ্নের উত্তরগুলি খোঁজার চেষ্টা করেছেন সুসাহিত্যিক Partha De । বোঝার চেষ্টা করেছেন গান, প্রেম আর মনের রঙগুলি কেন বহুবিধ। এদের ত্র‍্যহস্পর্শ কি শুভ না অশুভ!

বইয়ের দুটি উপন্যাসই সামাজিক গোত্রের। তবে প্রেম আর গান এখানে শুধু 'একচিমটে লবণের মত' হিসেবে আসেনি; কাহিনির আত্মার অংশ হতে চেয়েছে, স্পটলাইটের আলো হতে চেয়েছে। সেই আলোর বিন্যাসের তলায় মঞ্চে এসে দাঁড়িয়েছে কাহিনির পাত্রপাত্রীরা—প্রথম কাহিনির লেখক অনিমেষ, কীর্তনীয়া কুমুদিনী, রিকশাওয়ালা প্রহ্লাদ, পঞ্চদশী পুঁটি কিংবা দ্বিতীয় কাহিনির গৃহবধূ লহমা, মালবিকা, শ্যামলকান্তি।

Smell of Books থেকে আসছে খুব শিগগিরই.....

প্রচ্ছদ : Sourav Mitra

পাঠক মনোরঞ্জনের পাশাপাশি একটি প্রকাশকের কিছু সামাজিক দায়িত্বও থেকে যায় পাঠকদের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিত...
01/04/2024

পাঠক মনোরঞ্জনের পাশাপাশি একটি প্রকাশকের কিছু সামাজিক দায়িত্বও থেকে যায় পাঠকদের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি সম্বন্ধে সজাগ করার। দায়িত্ব থেকে যায় আগামী নির্বাচনে যখন তারা এবং আমরা ভোট দিতে যাব তখন তাদের সচেতন করা । সেই চিন্তা থেকেই স্মেল অফ বুকস এর আগামী বই।

QWIK SUPPLY CHAIN, বম্বে বেসড্ একটি কোম্পানি।
থুড়ি, এরা হল চ্যারিটেবল ট্রাষ্ট!
এমনটা বলার কারণ কী?

তিনটি ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ অর্থবর্ষে এদের সর্বমোট মুনাফার পরিমাণ ২১.৭২ কোটি টাকা। না না, আমি বলছি না, ট্যাক্স সাইটে অন্তত সেটাই দেখলাম। আর, সে-বছর SBI মারফত তারা ইলেক্টরাল বন্ড কিনছে ৩৬০ কোটি টাকার। ওয়াও না ব্যাপারখানা!

আসছে...
"ইলেক্টোরাল বন্ড— Gift, নাকি SCAM?"

রাজনীতির সাথে অপরাধ জগতের সম্পর্ক খুব একটা নতুন কিছু নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার সাথে অপ...
30/03/2024

রাজনীতির সাথে অপরাধ জগতের সম্পর্ক খুব একটা নতুন কিছু নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার সাথে অপরাধ জগতের সম্পর্ক দেখলে মনে হয় কোন সিরিও-কমিক ডিস্টপিয়া তে আছি। এরকমই এক সিরিও কমিক ডিস্টপিয়া অথবা ইউটোপিয়া ( ওই জিনিসটা যার যার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে) নিয়ে আসছে স্মেল অফ বুকস, Suparna Chatterjee Ghoshal র কলমে।

সামান্য একটা ডোর হ্যাঙ্গার চুরি করতে গিয়ে এমন ছুঁচোবাজি টাইপের কেস খেয়ে যাবে, পলি মনে হয় তা জীবনেও কল্পনা করেনি। আর সে একাই ওই কেলোর কীর্তিতে ফাঁসল না, সঙ্গে ডুবল নাগিন কন্যাও।

ঘটনাক্রমে এই কদিনের মধ্যে তাদের জীবনে ঝড়ের মতো এসে হাজির হল সর্দার উর্ফ খলনায়ক টু পয়েন্ট ও, বেদেবুড়ো থেকে শুরু করে ভানু লাহিড়ী হয়ে হাসানগঞ্জের পুলিশ, মায় সতু দস্তিদার অবধি।

মার-মার কাট-কাট চেজিং সিন, বিচিত্রতর চরিত্র আর ধুমধাড়াক্কা ঘটনায় ভরা এই বই হাতে তুলে নিলে পাক্কা পাল্প ফিকশনের স্বাদ পাবেন। এই গোলমেলে নাগরদোলায় একবার চাপলে আর কিন্তু রেহাই নেই।

অতএব, সাধু, ভেরি ভেরি সাবধান!

প্রচ্ছদ : Ratnadip Chatterjee এবং Tathagata Chaudhuri
অলংকরণ: ওটা আপাতত সারপ্রাইজ থাক

22.03.2024 থেকে শুরু হতে চলেছে আমাদের প্রিয় মধ্যমগ্রাম বইমেলা। চলবে 31.03.2024 পর্যন্ত। সবার জন্য রইলো সাদর আমন্ত্রণ।
22/03/2024

22.03.2024 থেকে শুরু হতে চলেছে আমাদের প্রিয় মধ্যমগ্রাম বইমেলা। চলবে 31.03.2024 পর্যন্ত। সবার জন্য রইলো সাদর আমন্ত্রণ।

নিশিগন্ধালেখক - পিয়া সরকার,প্রকাশক - স্মেল অফ বুকস,মুদ্রিত মূল্য - ₹399/-ভয়ের অনুভূতি মানুষের মৌলিকতম অনুভূতি।বয়স বাড়ার ...
22/03/2024

নিশিগন্ধা
লেখক - পিয়া সরকার,
প্রকাশক - স্মেল অফ বুকস,
মুদ্রিত মূল্য - ₹399/-

ভয়ের অনুভূতি মানুষের মৌলিকতম অনুভূতি।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভয় পাব কিসে, তা বদলে যায়। ভয়ের গল্পেরও তাই নানা বিস্তৃতি রয়েছে। অকাল্ট, সুপারন্যাচারাল, এনভায়রনমেন্টাল, গোর, গথিক এসব শাখাপ্রশাখায় ঘুরে ঘুরে মানুষকে সেই উদগ্র, আদিম অসহায় পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়াই ভয়ের গল্পের উদ্দেশ্য।

Join our WhatsApp group to access old books' stock!!!
11/03/2024

Join our WhatsApp group to access old books' stock!!!

WhatsApp Group Invite

স্বাগতম 🙏🙏
08/03/2024

স্বাগতম 🙏🙏

চলে আসুন তাহলে।।।
08/03/2024

চলে আসুন তাহলে।।।

07/03/2024

Smell of Books এর নতুন বই।

Send a message to learn more

Smell of Books এর বই!!
06/03/2024

Smell of Books এর বই!!

আমেরিকায় রক্তপাত ঘটলে কেন সমগ্র বিশ্বকে রক্তাক্ত হতে হয়? তৃতীয় বিশ্বের একজন নিরীহ নির্বিরোধী এবং নিরস্ত্র মা....

বইমেলায় প্রথম দফায় বই ঢোকার পর প্রথমে কাড়াকাড়ি এবং শেষের দিকে এবং মাঝের দু'দিন না পেয়ে ফিরে যাওয়ার হতাশা।দ্বিতীয় ...
27/02/2024

বইমেলায় প্রথম দফায় বই ঢোকার পর প্রথমে কাড়াকাড়ি এবং শেষের দিকে এবং মাঝের দু'দিন না পেয়ে ফিরে যাওয়ার হতাশা।

দ্বিতীয় দফায় বই আনার পরও সমস্ত পাঠকদেরকে বই দেওয়া যায়নি। কারণ লম্বা প্রীঅর্ডারের লিস্ট এবং অন্যান্য সেলারদের চাহিদা।

সমস্ত প্রী অর্ডার এবং আংশিক সেলারদের দাবি মেটানোর পর অনিকেত মিত্রর "কথার কথা" বইটির প্রথম এডিশন শেষ। সমস্ত পাঠকদের কাছে এত ভালবাসা পেয়ে লেখক এবং প্রকাশক দুজনেই আপ্লুত।

পরবর্তী খবর খুব শিগগিরই। চোখ রাখুন আমাদের পাতায়।

আমাদের মত তথ্যপ্রযুক্তি সংস্থায় যারা কাজ করেন, তাদের প্রতি বছর কিছু বিরক্তিকর ম্যান্ডেটরি ট্রেনিং করতেই হয়। এই ট্রেনিং...
25/02/2024

আমাদের মত তথ্যপ্রযুক্তি সংস্থায় যারা কাজ করেন, তাদের প্রতি বছর কিছু বিরক্তিকর ম্যান্ডেটরি ট্রেনিং করতেই হয়। এই ট্রেনিং গুলো যেকোনো আইটি কোম্পানির ক্ষেত্রেই সত্যি।
এই ম্যান্ডেটরি ট্রেনিং এর একটি ট্রেনিং হল "অ্যান্টি ব্রাইবারি এন্ড অ্যান্টি করাপশন" ট্রেনিং।
প্রত্যেকবার ট্রেনিংটি নেওয়ার সময় আমাদের অনেকেরই মনে হয় ধুর এর থেকে বোকা বোকা ট্রেনিং আবার হয় নাকি?? এরকম কিছু সত্যি করা কি সম্ভব??

আচ্ছা ওয়ারকার্ডের নাম শুনেছেন?? এটি একটি জার্মান ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি। বিগত কুড়ি বছর ধরে কোম্পানিটি তরতরিয়ে বেড়ে চলেছিল। শেয়ারহোল্ডাররাও দারুন খুশি। সম্প্রতি হওয়া একটি অডিটে জানা গেল কম্পানিটির বইয়ে প্রায় দুই বিলিয়ন ডলারের ঘাপলা, মানে কোম্পানি বছর বছর তাদের ফিনান্সিয়ালে যা প্রফিট দেখাচ্ছে তার মধ্যে দু বিলিয়ন ডলারের ফাঁকিবাজি। অডিটের দুদিনের মধ্যে কোম্পানিটি উঠে যায় এবং তার সিইও নিখোঁজ হয়ে জান।
নিশ্চয়ই ভাবছেন যে ছোটখাটো কোম্পানিতে এরকম হয়েই থাকে। কিন্তু ভাবুন দেখি যখন সেখানে নাম চলে আসে ওয়েলস ফারগো, ভক্সওয়াগন বা এনরণের মত কোম্পানির নাম।

ভাবছেন শুধু বিদেশেই হচ্ছে এসব?? ভুলে গেলেন সত্যমের সেই স্ক্যান্ডাল?? সাম্প্রতিক অতীতে বিজয় মালিয়া বা নীরব মোদী??

কর্পোরেট ফ্রড। গোটা বিশ্বজুড়ে যাবতীয় ছোট বড় কোম্পানিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এরকম আর্থিক তছরুপ এর কাহিনী। ঘটাচ্ছেন একদম শীর্ষস্থানীয় এমপ্লয়ী থেকে ছোট,বড়,মেজ সমস্ত এমপ্লয়ি। ঘটাচ্ছে সেই কোম্পানিগুলোর থার্ড পার্টি সাপ্লায়ার রাও।

স্মেল অফ বুকস থেকে আসতে চলেছে এরকমই কিছু কর্পোরেট ফ্রডের একগুচ্ছ ফিকশন কাহিনী। সত্যিই কি সেগুলো ফিকশন?? কারণ এই বইয়ের কাহিনীকার পেশায় চার্টাড অ্যাকাউন্টেন্ট এবং বিগত তিন দশক ধরে বিভিন্ন কোম্পানিতে কর্পোরেট অডিটর হিসেবে কাজ করেছেন। খুব কাছ থেকে দেখেছেন কর্পোরেট দুনিয়ার এই "তৃতীয় রিপু"

আসছে "অর্থম-অনর্থম"। বাকিটা ক্রমশঃ প্রকাশ্য।

Smell of Books Publication Smell of Books

10/02/2024

সুধী পাঠক, স্মেল অফ বুকসের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি। বইমেলা শেষ হয়েছে ঠিক ১০ দিন আগে, ইতিমধ্যে বইমেলায় প্রকাশিত আমাদের সমস্ত বই স্মেল অফ বুকস এর নিজস্ব ওয়েবসাইটে এবং অ্যামাজনে উপস্থিত। নির্দিষ্ট কিছু বইয়ের অর্ডার করার লিংক চলে এসেছিল মেলা চলাকালীন। কিছু ক্ষেত্রে লিঙ্ক দেরি করে আসায় লেখক নিজের দায়িত্বেই অর্ডার নিচ্ছিলেন। সংখ্যার বিচারে যে বিপুল ভালবাসা আমরা আপনাদের কাছ থেকে গত কয়েকদিনে পেয়েছি তাতে আমরা অভিভূত। যখন এই পোস্ট লেখা হচ্ছে অর্থাৎ শনিবার দশই ফেব্রুয়ারি সেই সময় আমরা বেশিরভাগ অর্ডার ডিসপ্যাচ করে দিয়েছি। যেহেতু আগের অর্ডারের পাশাপাশি নতুন অর্ডারও ঢুকছে এবং আমাদের সীমিত স্টাফিং এবং পোস্ট অফিসের কিছু সীমাবদ্ধতার জন্য এই সমস্ত অর্ডার ডিসপ্যাচ করতে এতদিন টাইম লাগল। ইতিমধ্যে যারা অর্ডার করেছেন তাদের ডেলিভারি বা প্রোডাক্ট নিয়ে যদি কোন জিজ্ঞাসা বা অভিযোগ থাকে সেক্ষেত্রে অনুরোধ করা হচ্ছে সরাসরি স্মেল অফ বুকস এর সাথে যোগাযোগ করার জন্য অর্থাৎ আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা পেজে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আজ এইটুকুই। সবার পাঠ শুভ হোক ।

এবার কথার কথা চলে এলো Amazon এ।।
04/02/2024

এবার কথার কথা চলে এলো Amazon এ।।

Boimelar boi by Aniket Mitra

বইমেলা অর নো বইমেলা........বৈঠকী রান কন্টিনিউসশনিবাসরীয় দুপুরে আরো কিছু বৈঠকী চললো বাংলাদেশ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ...
03/02/2024

বইমেলা অর নো বইমেলা........বৈঠকী রান কন্টিনিউস

শনিবাসরীয় দুপুরে আরো কিছু বৈঠকী চললো বাংলাদেশ।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনন ও দর্শন নিয়ে তাঁর নিজের কলমেই এরকম আকরগ্রন্থ আর নেই বললেই চলে।

বইয়ের মেকিং নিয়ে আলাদা করে আর নাইবা কিছু বললাম।

প্রকাশক : Smell of Books Publication Smell of Books
মুদ্রিত মূল্য: ₹১১৯৯

আপনার কপিটি বুক করতে কমেন্টে দেওয়া আমাজন লিংকে চলে যান।

আজ বইমেলার শেষ দিন, অনেক ভালোবাসা পেলাম আপনাদের কাছ থেকে। আগামী দিনে আরও ভালোবাসা পাবো সেই আশাই রাখলাম আমাদের মনে। চলে আ...
31/01/2024

আজ বইমেলার শেষ দিন, অনেক ভালোবাসা পেলাম আপনাদের কাছ থেকে। আগামী দিনে আরও ভালোবাসা পাবো সেই আশাই রাখলাম আমাদের মনে। চলে আসুন আর একবার দেখা হোক, আড্ডা হোক উৎসবের প্রাঙ্গনে। আর যাঁরা আস্তে পারবেন না তাদের সাথে দেখা হবে কলেজ স্ট্রীটে (Techno world building)।🙏📚

আপনাদের ভালোবাসা পেয়ে লেখক এবং আমরা খুবই আপ্লুত। আর মাত্র ৩ দিন বইয়ের উৎসব চলবে, তাই দেরি না করে চলে আসুন ৫৩৯ নম্বর স্...
29/01/2024

আপনাদের ভালোবাসা পেয়ে লেখক এবং আমরা খুবই আপ্লুত। আর মাত্র ৩ দিন বইয়ের উৎসব চলবে, তাই দেরি না করে চলে আসুন ৫৩৯ নম্বর স্টলে। আমরা তো আছিই, লেখক ও থাকবেন।
Priyam Sengupta
Smell of Books

28/01/2024
সাত সমুদ্র পার করে অবশেষে লেখক আজকে তাঁর নিজের বই দেখতে এলেন ৫৩৯ নম্বর স্টলে এবং আমাদের কথা দিয়েছেন উনি কাল থাকছেন বইমে...
28/01/2024

সাত সমুদ্র পার করে অবশেষে লেখক আজকে তাঁর নিজের বই দেখতে এলেন ৫৩৯ নম্বর স্টলে এবং আমাদের কথা দিয়েছেন উনি কাল থাকছেন বইমেলায়। তাহলে আর দেরি কেন? আপনারাও চলে আসুন কাল এক দান লুডো খেলা যাবে!!!
Rajat Subhra Karmakar
Smell of Books

কাল চলে আসুন ঠিক সন্ধে ৬টা নাগাদ ৫৩৯ নম্বর স্টলে। আর নিয়ে যান আপনার পছন্দের বই 'কথার কথা' স্বয়ং লেখকের কাছ থেকে।Aniket...
28/01/2024

কাল চলে আসুন ঠিক সন্ধে ৬টা নাগাদ ৫৩৯ নম্বর স্টলে। আর নিয়ে যান আপনার পছন্দের বই 'কথার কথা' স্বয়ং লেখকের কাছ থেকে।
Aniket Mitra
Smell of Books

আজ এবং কাল স্মেল অব বুকসের স্টলে(৫৩৯) উপস্থিত থাকবেন আমাদের প্রিয় শিল্পী ও লেখক শ্রী অনিকেত মিত্র।অনিকেত মিত্র মানেই অভি...
28/01/2024

আজ এবং কাল স্মেল অব বুকসের স্টলে(৫৩৯) উপস্থিত থাকবেন আমাদের প্রিয় শিল্পী ও লেখক শ্রী অনিকেত মিত্র।

অনিকেত মিত্র মানেই অভিনবত্ব। দেখা হচ্ছে আজ।

আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ।

Smell of Books Publication Smell of Books

বইমেলায় Smell of Books এর কিছু মুহূর্ত।
27/01/2024

বইমেলায় Smell of Books এর কিছু মুহূর্ত।

26/01/2024

Address

90/6A, M. G Road
Kolkata
700007

Alerts

Be the first to know and let us send you an email when Smell of Books Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smell of Books Publication:

Videos

Share

Category

Nearby media companies



You may also like