11/01/2026
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিতব্য
****************************************
#মহাগুরু
সৌরভ চক্রবর্তী
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিতব্য
****************************************
শ্রী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা।
দ্য গ্রেট ক্যালকাটা কিলিং-র সময় তিনি কলকাতার রক্ষাকর্তা। কিন্তু ৪৬ পরবর্তী সময়ে সেই গোপালবাবুই কিনা কলকাতার মহাগুরু! তাবড় রাজনীতিবিদ থেকে মাস্তান সবার যোগাযোগ গোপালবাবুর সঙ্গে। কালিপুজো করেন, দান ধ্যান করেন অথচ ইতিহাস তাঁকে মনে রেখেছে অন্যভাবে। বেঁচেছিলেন দীর্ঘ ৯৩ বছর। পুরো জীবনে ঘটেছে বহু গোপনীয় ঘটনা। একা হাতে মোড় ঘুরিয়ে দিয়েছেন বহু ঐতিহাসিক ঘটনার। এবার গোপালবাবুর গোটা জীবনটাই উঠে এল 'মহাগুরু' গ্রন্থে।
নেহাত দু'মলাটের বই নয়, এক গোপন ইতিহাসের দলিল যা এতকাল পর উন্মুক্ত হল। এই ইতিহাস কেউ জানে না। সেসব ইতিহাসের নেপথ্যে গোপালবাবু ছিলেন জেনে বহু মানুষ অবাক হবেন!
কোনো কল্পকাহিনি নয়, একেবারে ইতিহাসের পাতা থেকে সোজা পাঠকের দরবারে উঠে এল মহাগুরুর জীবন।
'কলকাতা কসাইখানা'-র পর বহুল প্রতিক্ষিত এই বই লিখলেন সাহিত্যিক শ্রী সৌরভ চক্রবর্তী।
#দেজপাবলিশিং #বাংলাবই #মহাগুরু #সৌরভচক্রবর্তী