Smell of Books

Smell of Books Publish your creative work with us!! The best destination for your books!!���

বইলুঠ কিন্তু চলছে রমরমিয়ে। আর মাত্র কটা দিন। আজ শনিবার আসছেন তো ??Smell of Books Publication   Smell of Books
15/06/2024

বইলুঠ কিন্তু চলছে রমরমিয়ে। আর মাত্র কটা দিন।

আজ শনিবার আসছেন তো ??

Smell of Books Publication Smell of Books

অবশেষে সেই বাৎসরিক মাহেন্দ্রক্ষণ। Smell of Books Publication  এবং বইবাড়ী আয়োজিত বইলুট ২০২৪। চলবে আগামী ১০ই জুন থেকে ২০...
09/06/2024

অবশেষে সেই বাৎসরিক মাহেন্দ্রক্ষণ। Smell of Books Publication এবং বইবাড়ী আয়োজিত বইলুট ২০২৪। চলবে আগামী ১০ই জুন থেকে ২০শে জুন অব্দি।

এই উপলক্ষে স্মেল অফ বুকস পাবলিকেশনের যাবতীয় বই পেয়ে যাবেন ৩০% অফে। শুধু তাই নয়, বইবন্ধু, প্রজ্ঞা, খোয়াই, শপিজেন, বৃতি, এবারত, কল্পবিশ্ব সহ আরো অনেক প্রকাশনীর বই পেয়ে যাবেন দুর্দান্ত ছাড়ে।
ডিটেলস দেওয়া রইল নিচের ছবিটিতে।

নিয়মাবলী:

১. এই ছাড় কেবলমাত্র প্রকাশনীর স্টকে থাকা বইয়ের ওপরে প্রযোজ্য।

২. বইলুঠের এই অফার কেবলমাত্র প্রযোজ্য স্মেল অফ বুকসের কলেজস্ট্রিট বিপণী, আমাদের ওয়েবসাইট এবং বইবাড়ি পেজ থেকে।

৩. যদি কোন বিশেষ বই আমাদের ওয়েবসাইটে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে নিচের ছবিতে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন।

৪. যে সমস্ত পাঠকেরা অনলাইনে বই নিচ্ছেন তাদের বইয়ের শিপমেন্ট করতে দু থেকে তিন দিন সময় লাগবে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি প্রযোজ্য নয়।

তাহলে আর অপেক্ষা কিসের। কাল থেকে শুরু হয়ে যাক বইলুঠ। মনে রাখবেন স্মেল অফ বুকস এর এই অফার কিন্তু বছরে মাত্র একবার ই আসে।

মিশন ২০২৫ শুরু হয়ে গেছে Smell of Books Publication এ। এই বছর প্রতিষ্ঠিত লেখক লেখিকাদের পাশাপাশি আমরা আমাদের সাথে পেতে চ...
06/06/2024

মিশন ২০২৫ শুরু হয়ে গেছে Smell of Books Publication এ। এই বছর প্রতিষ্ঠিত লেখক লেখিকাদের পাশাপাশি আমরা আমাদের সাথে পেতে চাই তরুণ প্রতিভাবান লেখক লেখিকাদের। নিয়মাবলী সব নিচে দেওয়া রইলো:

বর্তমান বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক সে ব্যাপারে কোন দ্বিমত নেই। শীর্...
27/05/2024

বর্তমান বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক সে ব্যাপারে কোন দ্বিমত নেই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পূর্ণ মনন ও দর্শন নিয়ে কোন বই তৈরি হয়েছে কিনা তা আমাদের জানা নেই।
সেই অভাব পূরণ করতেই বৈঠকী র অবতারণা।

কেন এই বইকে বলা হচ্ছে শীর্ষেন্দুর মনন ও দর্শনের এক সম্পূর্ণ মূল্যায়ন?? এই প্রথম দু মলাটের মধ্যে নিয়ে আসা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আত্মস্মৃতিমূলক যাবতীয় লেখা। নিজের বাল্যজীবন থেকে শুরু করে লেখক জীবন শুরুর মুহূর্ত অব্দি লেখা "খুদকুঁড়ো", লেখক জীবন শুরুর আগের সংগ্রাম এবং বিভিন্ন বিশিষ্ট মানুষ যারা তাকে লিখতে উদ্বুদ্ধ করেছেন সেই নিয়ে "একটুখানি বেঁচে থাকা" এবং নিজের জীবনের বিভিন্ন টুকরো কথা নিয়ে "আমার কথা"। এর বাইরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোন আত্মস্মৃতিমূলক লেখা আছে বলে, আমাদের জানা নেই।
আত্মস্মৃতিমূলক লেখাগুলির পাশাপাশি এই বইতে ধরা রইল শীর্ষেন্দুর কলমে কিছু বিশিষ্ট মানুষদের নিয়ে স্মৃতিকথা যারা তার চিন্তা-ভাবনা এবং লেখাকে প্রভাবিত করেছেন বারে বারে। সাগরময় ঘোষ থেকে সমরেশ বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে মাদার টেরেজা, সত্যজিৎ রায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে মোট আটটি স্মৃতিকথার ভান্ডার।
এই লেখাগুলির পাশাপাশি রয়েছে তিনটি বিরল সাক্ষাৎকার। না কোন সাংবাদিকের নেওয়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নয়, বরঞ্চ সাংবাদিক শীর্ষেন্দুর নেওয়া তিনটি অতি বিরল সাক্ষাৎকার, আর উল্টোদিকে কারা বসে রয়েছেন?? সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, গনেশ পাইন এবং সত্যজিৎ রায়। সাংবাদিক শীর্ষেন্দুকে জানার জন্যই হয়তো এই বইটি হাতে তুলে নেওয়া যায়।

শীর্ষেন্দুর কলমে তো তার মনন এবং দর্শনের বিস্তারিত পরিচয় পাওয়া গেল বৈঠকী তে। কিন্তু মানুষ হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কেমন ছিলেন?? কেমন ছিল তার প্রভাব তার সমসাময়িকদের এবং পরবর্তী প্রজন্মের লেখকদের মধ্যে?? বৈঠকিতে আমরা তুলে নিয়ে এসেছি এরকমই কিছু লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে নিয়ে সেই ব্যাপারে কলম তুলে নিয়েছেন তার সমসাময়িক রা যেমন সঞ্জীব চট্টোপাধ্যায়, আবুল বাশার, দিব্যেন্দু পালিত ইত্যাদি এবং পরবর্তী প্রজন্মের বিনোদ ঘোষাল, কৌশিক মজুমদার, সমৃদ্ধ দত্ত, অমিতাভ সিরাজ প্রভৃতি বিখ্যাত লেখকরা। শুধু তাই নয় পিতা হিসেবে এবং একজন সাংসারিক মানুষ হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কেমন তা আমরা জানতে পারি তার কন্যা দেবলীনা মুখোপাধ্যায়ের লেখাটিতে।

এর পাশাপাশি ধরা রইল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রচুর দুর্লভ ছবি।

দিনের শেষে আমাদের মনে হয়েছে বইটি সাহিত্যিক, চিন্তাবিদ এবং মানুষ শীর্ষেন্দুর একটি সম্পূর্ণ মূল্যায়ন করতে সক্ষম হয়েছে। বইটি পড়ে দুপার বাংলার বহু মানুষের কাছ থেকে আমরা পেয়েছি প্রচুর ভালোবাসা এবং প্রশংসা।।

আপনারা পড়েছেন কি?? জানাবেন আপনাদের মতামত।

যদি আপনি কারও জন্য একটি প্রদীপ জ্বালান তাহলে তা  আপনার পথকেও উজ্জ্বলিত করবে।শুভ বুদ্ধ পূর্ণিমা 🙏
23/05/2024

যদি আপনি কারও জন্য একটি প্রদীপ জ্বালান তাহলে তা আপনার পথকেও উজ্জ্বলিত করবে।
শুভ বুদ্ধ পূর্ণিমা 🙏

"ভয়ের ছায়া অনেক বড়, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেই ছোট।’’— রুথ জেন্ডলার।কোন কোন প্রজেক্ট পরিকল্পনা এবং রূপায়ণের মধ্যে সময়...
13/05/2024

"ভয়ের ছায়া অনেক বড়, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেই ছোট।’’
— রুথ জেন্ডলার।

কোন কোন প্রজেক্ট পরিকল্পনা এবং রূপায়ণের মধ্যে সময়ের ব্যবধান থাকে অনেক। যদি প্রস্তুতিপর্ব কোন প্রজেক্ট এর ক্ষেত্রে তার বিশালতার পরিমাপ হয় সেক্ষেত্রে আসতে চলেছে স্মেল অফ বুকসের সবচেয়ে এম্বিশাস প্রজেক্ট।

ভূত অর্থাৎ অতীত, যা একাধারে ভয়ের, বিস্ময়ের। তবে, ইদানিং অকারণ তন্ত্র-মন্ত্র ও রকমারি ভূতের দাপাদাপিতে একপ্রকার অতিষ্টই হয়ে উঠছে আমাদের চিরাচরিত ভয়ের চরিত্ররা। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা আবেদন জানাচ্ছে, যাতে এই অসম লড়াইয়ে আমরা তাদেরও টিকিয়ে রাখি। প্রাণ ভ'রে শ্বাস টেনে এই দুনিয়ায় বেঁচে থুড়ি টিকে থাকতে চায় তারাও। এমনকি, মাঝেমধ্যে তাঁরা চিৎকার করে বলে ওঠে,— ভয়ের সঞ্চার ঘটাতে এখনও নাকি তাঁদের জুড়ি মেলা ভার।

সেজন্য, 'স্মেল ওফ্ বুকস'-এর উদ্যোগে শ্রদ্ধেয় শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনায় আসতে চলেছে একটি বিশেষ গ্রন্থ। যেখানে ধরা থাকবে হারিয়ে যাওয়া একগুচ্ছ চিরাচরিত ভৌতিক চরিত্রের মূল রূপ, কথন এমনকি পুঙ্খানুপুঙ্খ বৈশিষ্ট্যও। এই ভৌতিক চরিত্রগুলি সংকলিত করা এবং দু-মলাটের মধ্যে নিয়ে আসা এক প্রকারের হারকিউলিয়ান টাস্ক। সেই বিশেষ টাস্ক রূপায়নে সাহায্য করেছে আরেকটি বিশেষ মানুষ, যিনি রয়েছেন এই বইয়ের সহ-সম্পাদকের ভূমিকায়। তাঁর ব্যাপারেও জানাবো খুব শিগগিরই

এই প্রথমবার ফিকশন ও নন-ফিকশন লেখ্য ধরা থাকবে একটি গ্রন্থে। যেখানে, প্রত্যেকটি চরিত্রের গবেষণালব্ধ তথ্য ও সেই চরিত্রের ওপর নির্মিত একটি করে ফিকশন কাহিনী রাখা হবে। বর্তমান বাংলা ভাষার হরর খ্যাত লেখকদের লেখা এরকমই একগুচ্ছ চিরাচরিত ভৌতিক চরিত্রনামার মেলবন্ধনই হল— একটি 'সিনিস্টার' সংকলন, কিছু গল্প যা এড়িয়ে যাওয়াই ভালো।

আর মাত্র কিছুদিনের অপেক্ষা, শীঘ্রই পূর্ণাঙ্গ লেখক তালিকা ও ভৌতিক চরিত্রাবলী প্রকাশ করা হবে।

শুধু মাথায় রাখবেন এটি বইয়ের ফাইনাল প্রচ্ছদ নয়।

অসংখ্য ধন্যবাদ।
বইয়ে থাকুন, ভয়ে থাকুন।

লিখলেন : Hasnat Soyeb #পাঠপ্রতিক্রিয়াবইয়ের নাম - নিয়ন ও নন্দনের দেবীলেখকের নাম - Hiya Mukherjee প্রকাশনী - Smell of Bo...
09/05/2024

লিখলেন : Hasnat Soyeb
#পাঠপ্রতিক্রিয়া

বইয়ের নাম - নিয়ন ও নন্দনের দেবী
লেখকের নাম - Hiya Mukherjee
প্রকাশনী - Smell of Books
বইয়ের মুল্য - Rs 180/-

Hiya Mukherjee 'র 'ফ্যাকাশে মানুষের জন্য গোলাপি বাড়ি' আমার খুব পছন্দের বই। এরপর কদিন আগে নতুন প্রকাশিত 'নিয়ন ও নন্দনের দেবী' নামের এই বইটিও পড়া হয়েছে। এই বইটাও খুব ভালো লাগার। এগুলো এমন লেখা যেমনটা আমি মনে হয় সব সময় লিখতে চেয়েছি। পড়তে পড়তে মনে হয়, আরে এই লাইন তো আমার লেখার কথা ছিল। আমার রুচির সঙ্গেও খুব মিলে যায়। এমন টোন আমার বরাবরই পছন্দের। ইমেজগুলোও এত সুন্দর! বইটা আমি হয়তো আরও কয়েকবার পড়ব। সব মিলিয়ে খুবই ভালো লাগার একটা বই হয়ে থাকল।

বই দিবস উপলক্ষে একটি ছোট্ট ঘোষণা। স্মেল অফ বুকসের লক্ষ্য প্রথম দিন থেকেই ছিল আপনাদের অর্থাৎ পাঠকদের হাতে ভালো বই তুলে দে...
23/04/2024

বই দিবস উপলক্ষে একটি ছোট্ট ঘোষণা। স্মেল অফ বুকসের লক্ষ্য প্রথম দিন থেকেই ছিল আপনাদের অর্থাৎ পাঠকদের হাতে ভালো বই তুলে দেওয়া, যেকোনো পাবলিকেশনের বা যেকোনো ভাষার।

সেই ভালো বইয়ের অন্বেষণ আমরা এখনো চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন থেকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অর্থাৎ স্মেল অফ বুকস পাবলিকেশন থেকে শুধুই আমাদের পাবলিকেশনের বইয়ের সম্বন্ধে আপডেট করা হবে।

অন্যান্য যে কোন পাবলিকেশনের ভালো বইয়ের খোঁজ আমরা দিতে থাকবো আমাদের নতুন একটি পেজ বইবাড়ি থেকে। এই পেজটি থেকে নতুন বই অথবা কোন বিস্মৃতপ্রায় ভালো বইয়ের খোঁজ আমরা দিতে থাকবো প্রতিদিন। এই পেজ থেকে আপনারা এটাও জানতে পারবেন যে এই বইগুলো সবচেয়ে সুলভ মূল্যে কোথায় পাওয়া যেতে পারে। তাই আর দেরি না করে ঝটপট করে পেজটি লাইক করে দিন।

https://www.facebook.com/Boibariindia/

বিশ্ব বই দিবসে লেখক, পাঠক, এবং বইয়ের সঙ্গে যুক্ত সবাইকে স্মেল অফ বুকস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ সারাদিন আপনারা স্ম...
23/04/2024

বিশ্ব বই দিবসে লেখক, পাঠক, এবং বইয়ের সঙ্গে যুক্ত সবাইকে স্মেল অফ বুকস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

আজ সারাদিন আপনারা স্মেল অফ বুকসের প্রকাশিত সমস্ত বইতে পাবেন 25% ছাড়। ছাড়ের সুযোগ নিতে হোয়াটসঅ্যাপ করুন 9874540616 নাম্বারে।

স্মেল অফ বুকস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর সকলের জীবন সুখ ও সমৃদ্ধ...
14/04/2024

স্মেল অফ বুকস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

শুরু হয়ে গেল স্মেল অফ বুকস এর চারটি নতুন বইয়ের প্রী বুকিং।লেখক স্বাক্ষর সহ ২৫% ডিসকাউন্টে এই বইগুলি প্রীবুক করা যাবে প...
10/04/2024

শুরু হয়ে গেল স্মেল অফ বুকস এর চারটি নতুন বইয়ের প্রী বুকিং।

লেখক স্বাক্ষর সহ ২৫% ডিসকাউন্টে এই বইগুলি প্রীবুক করা যাবে পয়লা বৈশাখ অব্দি। তাই দেরি না করে ঝটপট নিচের লিংকে গিয়ে বইগুলি সংগ্রহ করুন.

অর্থম অনর্থম প্রথম খন্ড
সোমনাথ সেনগুপ্ত
প্রচ্ছদ:- কৃষ্ণেন্দু মন্ডল
মুদ্রিত মূল্য ₹৩৪৯
https://www.smellofbooks.in/product-page/artham-anartham-somnath-sengupta

একটি বিশুদ্ধ পাল্প ফিকশন
সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল
প্রচ্ছদ:- রত্নদীপ চ্যাটার্জী এবং তথাগত চৌধুরী
অলংকরণ প্রজ্ঞাপারমিতা ঘোষাল
মুদ্রিত মূল্য ₹২৪৯
https://www.smellofbooks.in/product-page/ekti-bissudho-pulp-fiction-suparna-chatterjee-ghoshal

মন একে একে দুই
পার্থ দে
প্রচ্ছদ:- সৌরভ মিত্র
মুদ্রিত মূল্য ₹২৯৯
https://www.smellofbooks.in/product-page/mon-eke-eke-dui-partha-de

ইলেক্টোরাল বন্ড : গিফট,নাকি স্ক্যাম!
অভীক পোদ্দার
প্রচ্ছদ:- সুহাঞ্জু দাস এবং রত্নদ্বীপ চ্যাটার্জি
মুদ্রিত মূল্য ₹২০০
https://www.smellofbooks.in/product-page/electoral-bond-gift-or-scam-avik-podder

হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে চাইলে 9874540616 নাম্বারে যোগাযোগ করুন।

আগামী পয়লা বৈশাখ ১৪৩১, রবিবার(১৪ই এপ্রিল, ২০২৪) স্মেল অফ বুকস পদার্পণ করতে চলেছে তাদের কলেজস্ট্রিট অভিযানের তৃতীয় বছরে...
10/04/2024

আগামী পয়লা বৈশাখ ১৪৩১, রবিবার(১৪ই এপ্রিল, ২০২৪) স্মেল অফ বুকস পদার্পণ করতে চলেছে তাদের কলেজস্ট্রিট অভিযানের তৃতীয় বছরে। এই উপলক্ষে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের কলেজ স্ট্রিট বিপণি তে, দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত। গল্পে, আড্ডায় এবং তর্কে জমে উঠুক নববর্ষের এই দিনটি।

এইদিন উদ্বোধন হবে আমাদের পাবলিকেশনের চারটি নতুন বই। সোমনাথ সেনগুপ্তর কর্পোরেট ফ্রড থ্রিলার "অর্থম অনর্থম", পার্থ দের ভালোবাসা এবং গানকে একই সুরে বাঁধার দুটি উপন্যাসের সংকলন "মন একে একে দুই", সুপর্ণা চ্যাটার্জী ঘোষালের ডার্ক কমেডি "একটি বিশুদ্ধ পাল্প ফিকশন" এবং ইলেক্টোরাল বন্ড দুর্নীতি নিয়ে লেখা অভীক পোদ্দারের গবেষণামূলক গ্রন্থ "ইলেক্টোরাল বন্ড : গিফট, নাকি স্ক্যম!" গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বিকেল সাড়ে তিনটেয়।

এই শুভদিনে আপনাদের সবান্ধব উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলবে এই আশা করি।

টিম স্মেল অফ বুকস

প্রকাশিতব্য... ১ বৈশাখে।স্বাধীনতা-উত্তর ভারতবর্ষ নানা সময় প্রত্যক্ষ করেছে ভিন্ন ভিন্ন ধারার অর্থনৈতিক জালিয়াতির। প্রতি...
08/04/2024

প্রকাশিতব্য... ১ বৈশাখে।
স্বাধীনতা-উত্তর ভারতবর্ষ নানা সময় প্রত্যক্ষ করেছে ভিন্ন ভিন্ন ধারার অর্থনৈতিক জালিয়াতির। প্রতিটি ঘোটালার ক্ষেত্রে কখনও নেওয়া হয় চুকলিবাজির আশ্রয়, কখনও-বা ফাঁদ বোনা হয় লোভনীয় স্কীমের মাধ্যমে। তবে, 'ইলেক্টোরাল বন্ড' প্রকল্পে যে চিত্র উঠে আসছে, তা ভিন্ন ও ভয়ঙ্কর। তার পরিধি বিস্তীর্ণ, রাজনৈতিক দলগুলির মজ্জায় মজ্জায়, এমনকি প্রশাসনের অন্দরমহল পর্যন্ত। যদি কখনও ভয় দেখিয়ে উন্নয়নের নামে জোরপূর্বক চাঁদা নেওয়া হয়, নিপুণতার সঙ্গে প্রয়োগ করা হয় প্রশাসনিক ক্ষমতা, কিংবা, সমঝোতা করা হয় দেশীয় প্রকল্প কিংবা সাধারণ মানুষের প্রাণের সঙ্গে, তবে তা ভয়ানক বৈকি!
গণতন্ত্রে গণ নয়, বরং টাকাই যখন হয়ে ওঠে রাজনৈতিক দলগুলির এক ও একমাত্র চাহিদা, তখন তা দেশ ও দশের শত্রু! গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অর্থাৎ মিডিয়ার কর্তব্য এইসব বিষয়ে প্রশ্ন তোলার, উত্তর চাওয়ার। কিন্তু, যখন প্রচলিত সংবাদমাধ্যম এসব বিষয় এড়িয়ে চলে তখন প্রশ্ন করা আমার-আপনার মৌলিক কর্তব্য হয়ে দাঁড়ায়। কারণ,— "হ্যাঁ-তে হ্যাঁ মেলানো" নয়, বিরুদ্ধমতই টিকিয়ে রাখে আসল গণতন্ত্র!
গণতন্ত্রে গণই যদি হয় ব্রাত্য,
তবে প্রশ্ন করার অধিকার আমার আপনার সর্বত্র।
"ইলেক্টোরাল বন্ড Gift, নাকি SCAM!"
প্রকাশনা: Smell of Books
মূল্য: ২০০ টাকা।

অডিটিং। এই একটা শব্দ শুনলেই চাকুরীজীবী মাত্রই গায়ে জ্বর আসে। অদ্ভুত অদ্ভুত এভিডেন্স, অদ্ভুতুড়ে আর্টিফ্যাকট জোগাড় করতে...
07/04/2024

অডিটিং। এই একটা শব্দ শুনলেই চাকুরীজীবী মাত্রই গায়ে জ্বর আসে। অদ্ভুত অদ্ভুত এভিডেন্স, অদ্ভুতুড়ে আর্টিফ্যাকট জোগাড় করতে করতে জীবন জেরবার হয়ে যায়। সবচেয়ে বেশি রাগ গিয়ে পড়ে সেই অডিটার ভদ্রলোক বা ভদ্রমহিলার ওপর। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি সেই অডিটরের তরফের চাপ বা কর্তব্য। আমি অন্তত অতটা ভেবে দেখিনি যতদিন না আমার হাতে এসে পৌঁছেছিল সোমনাথবাবুর এই পান্ডুলিপি। সিরিয়াস থ্রিলার এর বড্ড অভাব আমাদের বাংলা সাহিত্যে। আশা করি সেই অভাব মিটিয়ে দিতে পারবে এই বইটি। আসছেন রনি, তার প্রথম কয়েকটি কর্পোরেট ফ্রড এক্সপোজ করার অভিজ্ঞতা নিয়ে।
Corporate Fraud !
সারা পৃথিবী জুড়েই এই কোম্পানী-দুনিয়াতে প্রতিদিন ঘটতে থাকে ছোট-বড় নানাধরণের চুরি, জোচ্চুরি – কখনো তাতে যুক্ত থাকেন শীর্ষ কর্পোরেট কর্তা থেকে প্ল্যান্ট ম্যানেজার, কোম্পানীর ক্যাশিয়ার, অফিস ম্যানেজার বা সেলসের লোকজন। অথবা, কখনো কোম্পানীর ডিলার বা এজেন্ট থেকে কোম্পানির সাপ্লায়ার। কর্পোরেট দুনিয়ার এই ‘তৃতীয় রিপু’র প্রকোপ নিয়ে ঘটনাগুলো থাকে খুবই গোপনীয় – অধিকাংশ কোম্পানি এইসব সংবেদনশীল ঘটনাগুলো নিয়ে বাইরে কিছু বলতে চায়না। সাধারণ মানুষের কাছে এ এক অজানা পৃথিবী।
সেই জালিয়াতি দুনিয়ার কিছু থ্রিলার গল্পকে উপজীব্য করে এই নতুন বই ‘ অর্থম অনর্থম’। এই বইয়ের লেখক নিজে পেশায় চার্টার্ড একাউন্টেন্ট এবং তিন দশকের বেশী সময় ধরে বিভিন্ন কোম্পানিতে কর্পোরেট অডিটর হিসেবে কাজ করছেন । পেশাসূত্রে, লেখক নিত্যদিনের কাজে মানুষের লোভের বিভিন্ন বহিঃ প্রকাশ খুব কাছ থেকে দেখতে পেয়েছেন বা এখনো পান , দেখতে পান মানুষের মুখ ও মুখোশ দুই। যদিও এই গল্পগুলোতে স্থান, পাত্র, নাম পরিবর্তন হয়েছে এবং তাতে মিশে গেছে লেখকের কল্পনাও- তবু দিনের শেষে, ‘ অর্থমনর্থম’আসলে, লেখকের বিগত ৩৪ বছরের নিত্যকার কর্পোরেট অভিজ্ঞতা নিয়েই তৈরি। এই বইয়ে, লেখক টেকনিক্যাল দিকগুলোকে যথাসম্ভব সহজভাবে পাঠকদের সামনে উপস্থিত করতে চেষ্টা করেছেন , যাতে তাঁদের বুঝতে সুবিধা হয় এবং ইংরেজীতে জনপ্রিয় বাণিজ্যিক লব্জগুলোকে ইংরেজিতেই যথাসম্ভব রাখতে চেয়েছেন । বলা বাহুল্য, বাংলা সাহিত্যে এইদিক নিয়ে খুব বেশী কাজ হয়নি।
প্রচ্ছদ : কৃষ্ণেন্দু মন্ডল
Smell of Books Publication

রাজনীতির সাথে অপরাধ জগতের সম্পর্ক খুব একটা নতুন কিছু নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার সাথে অপ...
31/03/2024

রাজনীতির সাথে অপরাধ জগতের সম্পর্ক খুব একটা নতুন কিছু নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার সাথে অপরাধ জগতের সম্পর্ক দেখলে মনে হয় কোন সিরিও-কমিক ডিস্টপিয়া তে আছি। এরকমই এক সিরিও কমিক ডিস্টপিয়া অথবা ইউটোপিয়া ( ওই জিনিসটা যার যার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে) নিয়ে আসছে স্মেল অফ বুকস, Suparna Chatterjee Ghoshal র কলমে।
সামান্য একটা ডোর হ্যাঙ্গার চুরি করতে গিয়ে এমন ছুঁচোবাজি টাইপের কেস খেয়ে যাবে, পলি মনে হয় তা জীবনেও কল্পনা করেনি। আর সে একাই ওই কেলোর কীর্তিতে ফাঁসল না, সঙ্গে ডুবল নাগিন কন্যাও।
ঘটনাক্রমে এই কদিনের মধ্যে তাদের জীবনে ঝড়ের মতো এসে হাজির হল সর্দার উর্ফ খলনায়ক টু পয়েন্ট ও, বেদেবুড়ো থেকে শুরু করে ভানু লাহিড়ী হয়ে হাসানগঞ্জের পুলিশ, মায় সতু দস্তিদার অবধি।
মার-মার কাট-কাট চেজিং সিন, বিচিত্রতর চরিত্র আর ধুমধাড়াক্কা ঘটনায় ভরা এই বই হাতে তুলে নিলে পাক্কা পাল্প ফিকশনের স্বাদ পাবেন। এই গোলমেলে নাগরদোলায় একবার চাপলে আর কিন্তু রেহাই নেই।
অতএব, সাধু, ভেরি ভেরি সাবধান!
প্রচ্ছদ : Ratnadip Chatterjee এবং Tathagata Chaudhuri
অলংকরণ: ওটা আপাতত সারপ্রাইজ থাক

নিশিগন্ধালেখক - পিয়া সরকার,প্রকাশক - স্মেল অফ বুকস,মুদ্রিত মূল্য - ₹399/-ভয়ের অনুভূতি মানুষের মৌলিকতম অনুভূতি।বয়স বাড়ার ...
22/03/2024

নিশিগন্ধা
লেখক - পিয়া সরকার,
প্রকাশক - স্মেল অফ বুকস,
মুদ্রিত মূল্য - ₹399/-

ভয়ের অনুভূতি মানুষের মৌলিকতম অনুভূতি।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভয় পাব কিসে, তা বদলে যায়। ভয়ের গল্পেরও তাই নানা বিস্তৃতি রয়েছে। অকাল্ট, সুপারন্যাচারাল, এনভায়রনমেন্টাল, গোর, গথিক এসব শাখাপ্রশাখায় ঘুরে ঘুরে মানুষকে সেই উদগ্র, আদিম অসহায় পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়াই ভয়ের গল্পের উদ্দেশ্য।

22.03.2024 থেকে শুরু হতে চলেছে আমাদের প্রিয় মধ্যমগ্রাম বইমেলা। চলবে 31.03.2024 পর্যন্ত। সবার জন্য রইলো সাদর আমন্ত্রণ।
22/03/2024

22.03.2024 থেকে শুরু হতে চলেছে আমাদের প্রিয় মধ্যমগ্রাম বইমেলা। চলবে 31.03.2024 পর্যন্ত। সবার জন্য রইলো সাদর আমন্ত্রণ।

    রাজা হরিশ্চন্দ্রের ছেলে হচ্ছে না। পৌরাণিক বিখ্যাত বংশের ততোধিক বিখ্যাত রাজাদের এইসব ছোটোখাটো সাধারণ সমস্যা ছিল। সূর্...
19/03/2024


রাজা হরিশ্চন্দ্রের ছেলে হচ্ছে না।
পৌরাণিক বিখ্যাত বংশের ততোধিক বিখ্যাত রাজাদের এইসব ছোটোখাটো সাধারণ সমস্যা ছিল। সূর্য ও চন্দ্রবংশের রাজাদের প্রায়ই পুত্র হত না। সে এক বিশাল মাথাব্যথার ব্যাপার। পুত্র না হলে রাজত্ব সামলাবে কে? কন্যাদের ধর্তব্যে আনা হত না। শোনা যায় দশরথের একটি কন্যা ছিল শান্তা, কিন্তু তাকে শান্তভাবে দশরথ নিজের বন্ধু রোমপাদ (বা লোমপাদ) কে দান করেন। রোমপাদ... কী রোমহর্যক নাম। রোম থেকে বাতকর্ম করা কীভাবে সম্ভব জানি না, কিন্তু রোমে গিয়ে বাতকর্ম করাই যায়। রোমানরা কী অপানবাযু ত্যাগ করত না? রোমে গিয়ে বাতচিৎ না করে বাতকর্ম করলে কী তাকে রোম-পাদ বলা যায়? ভেবে দেখতে হবে, কিন্তু এখানে গল্প রোমপাদকে নিয়ে নয়। বরং দশরথকে নিয়ে কথা বলছিলাম। দশরথেরও স্বাভাবিক প্রক্রিয়ায় পুত্র হয়নি। এই দশরখেরই পূর্বপুরুষ ছিল হরিশ্চন্দ্র । হ্যাঁ সেই হরিশ্চন্দ্র, যে বিশ্বামিত্রকে কথা দিয়ে কেস খেয়ে রাজা থেকে ডোম হয়ে গেছিল। সে আরেক গল্প। মোটকথা এই হরিশ্চন্দ্র আর দশরথ সব একই বংশের লোক ছিল। ইক্ষ্বাকু বংশ বা সূর্যবংশে। সেই বংশে ব্যাপক ব্যাপক লোকেরা জন্মেছিল যেমন মুচুকুন্দ, রঘু, দিলীপ, সাগর, এমনকী রামচন্দ্রও। কীভাবে যেন গৌতম বুদ্ধকেও এই রথু, দিলীপ, সাগর, এমনকী রামচন্দ্রও। কীভাবে যেন গৌতম বুদ্ধকেও এই বংশের বংশধর করে ফেলা হয়েছে, কিন্তু সেটা তর্কের বিষয়। সব্বাই ইক্ষ্বাকু বংশের। ইক্ষু অর্থ আখ। ইক্ষ্বাকু বংশের প্রথম রাজার নাম ছিল ইক্ষ্বাকু। ইনি বৈবস্বত মনুর পুত্র ছিলেন। অর্থাৎ সূর্যদেবের নাতি।
ফাজিলের সপ্তপুরাণ
লেখক - নিখাদ বাঙালি ,
প্রকাশক - স্মেল অফ বুকস,
মুদ্রিত মূল্য - ₹425/-
স্মেল অফ বুকসের কলেজস্ট্রিট শোরুম ঠিকানা : ৯০/৬ মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট, টেকনো ওয়ার্ল্ড বিল্ডিং, কলকাতা।
তাছাড়াও বইটি সংগ্রহ করতে চাইলে কলেজ স্ট্রিটের সমস্ত বইয়ের দোকানে পেয়ে যাবেন বইটি।
বাংলাদেশে পাওয়া যাবে :
বুকস অফ বেংগল, ইন্দোবাংলা, Vest Pocket, রকমারি
হোয়াটস্যাপে সংগ্রহ করতে চাইলে - 9874540616

চলে আসুন তাহলে।।।Smell of Books Publication
08/03/2024

চলে আসুন তাহলে।।।

Smell of Books Publication

আজ থেকে শুরু হচ্ছে গড়িয়া গ্রন্থমেলা। চলবে ১৭ ই মার্চ পর্যন্ত। স্মেল অফ বুকস পাব্লিকেশন এর সমস্ত বই থাকছে প্রজ্ঞা পাবলি...
08/03/2024

আজ থেকে শুরু হচ্ছে গড়িয়া গ্রন্থমেলা। চলবে ১৭ ই মার্চ পর্যন্ত। স্মেল অফ বুকস পাব্লিকেশন এর সমস্ত বই থাকছে প্রজ্ঞা পাবলিকেশনের স্টলে।

আমাদের মত তথ্যপ্রযুক্তি সংস্থায় যারা কাজ করেন, তাদের প্রতি বছর কিছু বিরক্তিকর ম্যান্ডেটরি ট্রেনিং করতেই হয়। এই ট্রেনিং...
25/02/2024

আমাদের মত তথ্যপ্রযুক্তি সংস্থায় যারা কাজ করেন, তাদের প্রতি বছর কিছু বিরক্তিকর ম্যান্ডেটরি ট্রেনিং করতেই হয়। এই ট্রেনিং গুলো যেকোনো আইটি কোম্পানির ক্ষেত্রেই সত্যি।
এই ম্যান্ডেটরি ট্রেনিং এর একটি ট্রেনিং হল "অ্যান্টি ব্রাইবারি এন্ড অ্যান্টি করাপশন" ট্রেনিং।
প্রত্যেকবার ট্রেনিংটি নেওয়ার সময় আমাদের অনেকেরই মনে হয় ধুর এর থেকে বোকা বোকা ট্রেনিং আবার হয় নাকি?? এরকম কিছু সত্যি করা কি সম্ভব??

আচ্ছা ওয়ারকার্ডের নাম শুনেছেন?? এটি একটি জার্মান ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি। বিগত কুড়ি বছর ধরে কোম্পানিটি তরতরিয়ে বেড়ে চলেছিল। শেয়ারহোল্ডাররাও দারুন খুশি। সম্প্রতি হওয়া একটি অডিটে জানা গেল কম্পানিটির বইয়ে প্রায় দুই বিলিয়ন ডলারের ঘাপলা, মানে কোম্পানি বছর বছর তাদের ফিনান্সিয়ালে যা প্রফিট দেখাচ্ছে তার মধ্যে দু বিলিয়ন ডলারের ফাঁকিবাজি। অডিটের দুদিনের মধ্যে কোম্পানিটি উঠে যায় এবং তার সিইও নিখোঁজ হয়ে জান।
নিশ্চয়ই ভাবছেন যে ছোটখাটো কোম্পানিতে এরকম হয়েই থাকে। কিন্তু ভাবুন দেখি যখন সেখানে নাম চলে আসে ওয়েলস ফারগো, ভক্সওয়াগন বা এনরণের মত কোম্পানির নাম।

ভাবছেন শুধু বিদেশেই হচ্ছে এসব?? ভুলে গেলেন সত্যমের সেই স্ক্যান্ডাল?? সাম্প্রতিক অতীতে বিজয় মালিয়া বা নীরব মোদী??

কর্পোরেট ফ্রড। গোটা বিশ্বজুড়ে যাবতীয় ছোট বড় কোম্পানিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এরকম আর্থিক তছরুপ এর কাহিনী। ঘটাচ্ছেন একদম শীর্ষস্থানীয় এমপ্লয়ী থেকে ছোট,বড়,মেজ সমস্ত এমপ্লয়ি। ঘটাচ্ছে সেই কোম্পানিগুলোর থার্ড পার্টি সাপ্লায়ার রাও।

স্মেল অফ বুকস থেকে আসতে চলেছে এরকমই কিছু কর্পোরেট ফ্রডের একগুচ্ছ ফিকশন কাহিনী। সত্যিই কি সেগুলো ফিকশন?? কারণ এই বইয়ের কাহিনীকার পেশায় চার্টাড অ্যাকাউন্টেন্ট এবং বিগত তিন দশক ধরে বিভিন্ন কোম্পানিতে কর্পোরেট অডিটর হিসেবে কাজ করেছেন। খুব কাছ থেকে দেখেছেন কর্পোরেট দুনিয়ার এই "তৃতীয় রিপু"

আসছে "অর্থম-অনর্থম"। বাকিটা ক্রমশঃ প্রকাশ্য।

Smell of Books Publication Smell of Books Publication

10/02/2024

সুধী পাঠক, স্মেল অফ বুকসের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি। বইমেলা শেষ হয়েছে ঠিক ১০ দিন আগে, ইতিমধ্যে বইমেলায় প্রকাশিত আমাদের সমস্ত বই স্মেল অফ বুকস এর নিজস্ব ওয়েবসাইটে এবং অ্যামাজনে উপস্থিত। নির্দিষ্ট কিছু বইয়ের অর্ডার করার লিংক চলে এসেছিল মেলা চলাকালীন। কিছু ক্ষেত্রে লিঙ্ক দেরি করে আসায় লেখক নিজের দায়িত্বেই অর্ডার নিচ্ছিলেন। সংখ্যার বিচারে যে বিপুল ভালবাসা আমরা আপনাদের কাছ থেকে গত কয়েকদিনে পেয়েছি তাতে আমরা অভিভূত। যখন এই পোস্ট লেখা হচ্ছে অর্থাৎ শনিবার দশই ফেব্রুয়ারি সেই সময় আমরা বেশিরভাগ অর্ডার ডিসপ্যাচ করে দিয়েছি। যেহেতু আগের অর্ডারের পাশাপাশি নতুন অর্ডারও ঢুকছে এবং আমাদের সীমিত স্টাফিং এবং পোস্ট অফিসের কিছু সীমাবদ্ধতার জন্য এই সমস্ত অর্ডার ডিসপ্যাচ করতে এতদিন টাইম লাগল। ইতিমধ্যে যারা অর্ডার করেছেন তাদের ডেলিভারি বা প্রোডাক্ট নিয়ে যদি কোন জিজ্ঞাসা বা অভিযোগ থাকে সেক্ষেত্রে অনুরোধ করা হচ্ছে সরাসরি স্মেল অফ বুকস এর সাথে যোগাযোগ করার জন্য অর্থাৎ আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা পেজে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আজ এইটুকুই। সবার পাঠ শুভ হোক ।

বইমেলা অর নো বইমেলা........বৈঠকী রান কন্টিনিউসশনিবাসরীয় দুপুরে আরো কিছু বৈঠকী চললো বাংলাদেশ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ...
03/02/2024

বইমেলা অর নো বইমেলা........বৈঠকী রান কন্টিনিউস

শনিবাসরীয় দুপুরে আরো কিছু বৈঠকী চললো বাংলাদেশ।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনন ও দর্শন নিয়ে তাঁর নিজের কলমেই এরকম আকরগ্রন্থ আর নেই বললেই চলে।

বইয়ের মেকিং নিয়ে আলাদা করে আর নাইবা কিছু বললাম।

প্রকাশক : Smell of Books Publication
মুদ্রিত মূল্য: ₹১১৯৯

আপনার কপিটি বুক করতে কমেন্টে দেওয়া আমাজন লিংকে চলে যান।

বইমেলার সাত দিন কেটে গেছে। মেলা প্রাঙ্গণ, প্রেস এবং বাঁধাইখানার চক্কর কেটে ঝড়ের মতো কেটে গেছে বিগত এক সপ্তাহ। প্রেস থেক...
24/01/2024

বইমেলার সাত দিন কেটে গেছে। মেলা প্রাঙ্গণ, প্রেস এবং বাঁধাইখানার চক্কর কেটে ঝড়ের মতো কেটে গেছে বিগত এক সপ্তাহ। প্রেস থেকে চলে এসেছে অধিকাংশ বই, কিন্তু যে বইটা নিয়ে পাঠক মহলে সর্বাধিক উৎসাহ এবং জিজ্ঞাসা পেয়েছি তা হল অনিকেত মিত্রর "কথার কথা"।

আর কথার কথায় বলে যে সবুরে মেওয়া ফলে। তাই আগামীকাল অর্থাৎ ২৫শে জানুয়ারি ঠিক বিকেল ছটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে অনিকেত মিত্রর "কথার কথা"। উপস্থিত থাকছেন স্বয়ং লেখক।

কোথায় আসতে হবে?? ওই যে কলকাতা আন্তর্জাতিক বই মেলা প্রাঙ্গণের লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের ঠিক সামনে জনস্বার্থ বার্তার স্টলে অর্থাৎ পাঁচশো ঊনচল্লিশ নম্বর স্টলে।

 #বইমেলারবই ৮১৯৪৬ সালের ১৬ এবং ১৭ আগস্ট কলকাতার বুকে যে নরমেধ যজ্ঞ ঘটে তা ইতিহাসের পাতায় “দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং” ন...
18/01/2024

#বইমেলারবই ৮

১৯৪৬ সালের ১৬ এবং ১৭ আগস্ট কলকাতার বুকে যে নরমেধ যজ্ঞ ঘটে তা ইতিহাসের পাতায় “দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং” নামে পরিচিত।
এই দুই দিনের প্রকৃত ইতিহাস জানার চেষ্টা চলছে এবং চলবে। আমরা সে দিকে যাব না, আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই দুই দিনের পটভূমিতে লেখা এক মর্মস্তুদ উপন্যাস।
সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে এক হিন্দু এবং এক মুসলমান যুবকের একে অপরকে বাঁচানোর লড়াই।
প্রশ্ন উঠতে পারে যে এই বিশেষ বইটি কেন আমরা ছাপছি?? তার কারণ এই বইয়ের ঘটনাক্রম এবং বর্তমান ভারতের রাজনৈতিক পটভূমি। কি সেই ঘটনাক্রম যার জন্যে আমরা ফিরিয়ে নিয়ে এলাম এক বিস্মৃতপ্রায় বই যা ছেচল্লিশ এর দাঙ্গার অব্যবহিত পরে তার স্বল্পায়ু তে হয়ে উঠেছিল রীতিমত হটকেক। জানতে হলে পড়ে ফেলুন....

প্রচ্ছদ সৌরভ মিত্র
মুদ্রিত মূল্য ₹১৯৯

 #বইমেলারবই ৭১১ই সেপ্টেম্বর ২০০১, বা অনেকে যাকে বলে থাকেন ৯/১১, বিশ্বের ইতিহাসে এক অন্যতম কুখ্যাত দিন। ১১ ই সেপ্টেম্বর ন...
16/01/2024

#বইমেলারবই ৭

১১ই সেপ্টেম্বর ২০০১, বা অনেকে যাকে বলে থাকেন ৯/১১, বিশ্বের ইতিহাসে এক অন্যতম কুখ্যাত দিন। ১১ ই সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে যায় সন্ত্রাসবাদি আক্রমণে।
এই ঘটনায় ওলটপালট হয়ে যায় সমগ্র বিশ্ব। পরবর্তীকালে অনেক বিশেষজ্ঞের মতে বিশ্ব ইতিহাসের একটি সন্ধিক্ষণ এই দিন, অর্থাৎ ৯/১১ র আগের ইতিহাস এবং পরের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। কিন্তু প্রশ্নটা হল কেন। বিগত ১০০ বছরে বহু সন্ত্রাসবাদি হানা দেখেছে গোটা বিশ্ব। তাহলে আলাদা করে কেন দেখতে হবে আমেরিকার বুকে এই সন্ত্রাসবাদি আক্রমণ?? ওয়ার্লড ট্রেড সেন্টার ধ্বংসের পর তার প্রতিক্রিয়া সমগ্র বিশ্বের সাধারণ মানুষের ওপর কিভাবে প্রভাব বিস্তার করেছে??

আসছে বিশিষ্ট লেখক শাহযাদ ফিরদাউস এর কলমে "বারোই সেপ্টেম্বর"। আমেরিকায় রক্তপাত ঘটলে কেন সমগ্র বিশ্বকে রক্তাক্ত হতে হয়? তৃতীয় বিশ্বের একজন নিরীহ নির্বিরোধী এবং নিরস্ত্র মানুষের রক্তাক্ত হওয়ার ঘটনা-কে কেন্দ্র করে এই উপন্যাসে উপরোক্ত প্রশ্নগুলির প্রশ্নগুলির জবাব খোঁজার চেষ্টা করা হয়েছে।

Smell of Books Publication থেকে আসছে এই বইটি। বইমেলায়। ভাবুন....ভাবা প্র্যাকটিস করুন।

প্রচ্ছদ : তথাগত চৌধুরী
মুদ্রিত মূল্য : ₹৩৫০

 #বইমেলারবই  ৬মনু একটা হাঁচি দিয়েছিল, আর তার থেকেই জন্ম নিয়েছিল ইক্ষু। তার থেকে ইক্ষ্বাকু বংশ... যে বংশে রঘু, হরিশ্চন্দ্...
14/01/2024

#বইমেলারবই ৬
মনু একটা হাঁচি দিয়েছিল, আর তার থেকেই জন্ম নিয়েছিল ইক্ষু। তার থেকে ইক্ষ্বাকু বংশ... যে বংশে রঘু, হরিশ্চন্দ্র এবং শ্রীরামচন্দ্রও জন্মেছিলেন। কিন্তু সেই বংশেই আবার ছিল ত্রিশংকু। তাদের সাথে জড়িত ছিল বিশ্বামিত্র। এই বিশ্বামিত্রের সাথে আবার বশিষ্ঠের প্রচন্ড ঝামেলা। অন্যদিকে আবার গরুড়ের সাথে সাপেদের প্রচন্ড ঝামেলা। খাদ্য খাদক সম্পর্ক হলেও তারা মাসতুতো ভাই। এই গরুড়ের দাদার ছেলেরা আবার জটায়ু আর সম্পাতি। সম্পাতির সাথে হনুমানের দলের দেখা হয় সীতাকে খোঁজার সময়। কীকরে ও কেন? সেই সমস্ত গল্প রইল এই বইয়ে। আর তার সাথে রইল সম্পূর্ণ দুর্মুখ পুরাণ, সমাজের স্যাটায়ার ধর্মী পুরাণের বাইরের একটি গল্প...

ফাজিলের মহাভারত, ফাজিলের গ্রীকচর্চা এবং ফাজিলের বাইবেলের পর নিখাদ বাঙালির আরেকটি দমফাটা হাসির বই যা আমাদের নিয়ে যাবে পুরাণের কিছু হারিয়ে যাওয়া পাতায়। বইটির দুর্দান্ত প্রচ্ছদ করেছেন জয়ন্ত বিশ্বাস।

স্মেল অব বুকস'-এর প্রিবুকিং_অফারঃ

১. প্রি-বুকিংয়ের সমস্ত কপিতে থাকছে লেখকের অটোগ্রাফ। কোনো ফ্যাক্সিমিলি নয়। লেখক নিজে সাইন করবেন। প্রি-বুক করতে হবে 6291935896 নম্বরে whatsapp করে।

২. ৪২৫ টাকা মূল্যের বইটি প্রি-বুক করলে পেয়ে যাবেন ৩২০ টাকায়। শিপিং চার্জ ৪৩ টাকা।

৩. থাকছে সংগ্রহযোগ্য বুকমার্ক।

প্রি-বুক করার লিংক দেওয়া থাকল প্রথম কমেন্টে

 #বইমেলারবই ৫" 'পরিস্থিতির সুতোকে আমি কাটি 'উপেক্ষা' আর 'ধৈর্যের' ব্লেডে। হাতের পুতুলমানুষ তো নিমিত্তমাত্র।তাই পাঞ্জা লড়...
13/01/2024

#বইমেলারবই ৫

" 'পরিস্থিতির সুতোকে আমি কাটি 'উপেক্ষা' আর 'ধৈর্যের' ব্লেডে। হাতের পুতুলমানুষ তো নিমিত্তমাত্র।

তাই পাঞ্জা লড়তেই যদি হয়, পরিস্থিতির সাথেই টেবিলে সামনাসামনি বসব। যতদিন না বসছি, ততদিন পুতুলমানুষদের পাতি উপেক্ষাই দেব। ততদিন তারা উড়ুক, গল্প রটাক।

উপেক্ষার চেয়ে রাজকীয় আর কীই বা আছে? আর ততদিন, সুতো ছাড়ো হে জীবন সুতো ছাড়ো। দু'দিন বই তো নয়, হেসেখেলে নাও।'
'ব্লগবকানি' নিতান্তই ব্যক্তিগত কথন। দুই মলাটে তা পড়ার পরে যদি কেউ তার সঙ্গে নিজের সাযুজ্য পান, তাহলে দেখা করবেন।
আপনার সঙ্গে আমার কথা আছে।"

এই বই নিয়ে আমরা আর কিচ্ছু বলবো না। ওপরের লেখাটা নেওয়া লেখকের দেওয়াল থেকে। আমরা চাই বাকিটা আপনারা বইটা নিয়েই পড়ুন।

আসছে স্মেল অফ বুকস থেকে প্রিয়ম সেনগুপ্তের শেষ বছরখানেক এর অনলাইনের বকবকানি "ব্লগবকানি"

স্মেল অব বুকস'-এর প্রিবুকিং_অফারঃ

১. প্রি-বুকিংয়ের সমস্ত কপিতে থাকছে লেখক প্রিয়ম সেনগুপ্তের অটোগ্রাফ। কোনো ফ্যাক্সিমিলি নয়। লেখক নিজে সাইন করবেন। প্রি-বুক করতে হবে 6291935896 নম্বরে whatsapp করে।

২. ২৬৯ টাকা মূল্যের বইটি প্রি-বুক করলে পেয়ে যাবেন ২০০ টাকায়। শিপিং চার্জ ৪৩ টাকা।

৩. থাকছে সংগ্রহযোগ্য বুকমার্ক।

প্রি-বুক করার লিংক দেওয়া থাকল প্রথম কমেন্টে

 #বইমেলারবই ৪বাইশ  নম্বর  বাড়ির  সব ভাড়াটেই    উদ্বাস্তু।  পূর্ববঙ্গের   মানুষ।   পিতৃপুরুষ  পূর্ব পাকিস্তান থেকে   এসে ...
12/01/2024

#বইমেলারবই ৪

বাইশ নম্বর বাড়ির সব ভাড়াটেই উদ্বাস্তু। পূর্ববঙ্গের মানুষ। পিতৃপুরুষ পূর্ব পাকিস্তান থেকে এসে উঠেছিল উত্তর কলকাতার এই বাড়িতে। তারপর কতবার হাত বদল হয়েছে এই বাড়ি তার হিসেব কুড়ি পরিবারের কুড়ি ফ্ল্যাটের কেউ রাখে না। এখন যাঁর হাতে এই বাড়ি সেই অগম্য চাঁপাতলা ফার্স্ট বাই লেনের অভাগী কুঞ্জর জিতেই নেবেন মামলা। তিনি হারতে জানেন না। ৫/১ নং চাঁপাতলা ফার্স্ট বাই লেনের অভাগী কুঞ্জরের বাড়ি ইচ্ছে করলেই যাওয়া যায় না। যেতে যেতেও ফিরে আসতে হয়। ২০টি পরিবারের সামনে এখন উচ্ছেদ হয়ে নিরাশ্রয় হওয়ার ভয়। নগর কলকাতার ২৪ প্রহরের এই কাহিনি, আধুনিক এক রূপকথা। এখানে অপছন্দের মানুষ কুকুর হয়ে পিছনে পিছনে ঘোরে। অভাগী কুঞ্জর একুশ না একাশী, তা তাঁর এস্টেটের ম্যানেজারও জানে না।

আসছে সাহিত্য একাডেমী এবং বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত অমর মিত্রর কলম থেকে এক কালজয়ী উপাখ্যান। প্রকাশিত হচ্ছে স্মেল অফ বুকস থেকে। প্রচ্ছদ করেছেন সৌরভ মিত্র।

পাওয়া যাবে কলকাতা বইমেলার ১৬৬ এবং ৫৩৯ নম্বর স্টলে।

আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমাদের কুড়িটা মত নতুন বই আসছে। প্রত্যেকটা বই প্রকাশক হিসেবে আমাদের কাছে অত্যন্ত স্পেশ...
11/01/2024

আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমাদের কুড়িটা মত নতুন বই আসছে। প্রত্যেকটা বই প্রকাশক হিসেবে আমাদের কাছে অত্যন্ত স্পেশাল। আশা রাখি এই বইগুলি আপনাদের কাছেও পাঠকপ্রিয়তা লাভ করবে।
ইতিমধ্যেই সদ্যপ্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "বৈঠকী", পিয়া সরকারের "নিশিগন্ধা", রজত শুভ্র কর্মকারের "সাপ সিঁড়ি মোক্ষ" এবং হিয়া মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ "নিয়ন ও নন্দনের দেবী" নিয়ে যে ভালোবাসা আমরা পাঠকদের কাছ থেকে পেয়েছি তাতে আমরা অভিভূত। এছাড়া পূর্বপ্রকাশিত "ভাইরাস", "চশমে বদ্দুর" এবং "অন্তরীণ" তো আছেই।
পূর্বঘোষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে স্মেল অফ বুকসের যাবতীয় বই পাওয়া যাবে আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। কোন কোন স্টলে আমাদের বই পাওয়া যাবে তার একটা পূর্ণাঙ্গ লিস্ট আমরা বইমেলা শুরু হওয়ার আগে দিয়ে দেব। তার থেকেও বেশি দরকারি ছিল এমন একটা জায়গা যেখানে আমাদের পাবলিশিং হাউসের প্রতিনিধি ছাড়াও থাকবেন আমাদের বিভিন্ন বিশিষ্ট লেখক এবং আমাদের বই যারা ভালোবাসেন তারা। সেই ব্যাপারে এগিয়ে এসেছেন খোয়াবনামার রাজাদা এবং জনস্বার্থ পত্রিকার চন্দ্রশেখর বাবু। এই দুটি স্টলে শুধু স্মেল অফ বুকস এর বই ডিসপ্লে হবে না, থাকবো আমরাও, হবে জমাটিয়া আড্ডা।

তাহলে, দেখা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই।

Address

90/6A MG Road
Kolkata
700007

Alerts

Be the first to know and let us send you an email when Smell of Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smell of Books:

Videos

Share

Category

Nearby media companies



You may also like