খাঁটি বাস্তব

খাঁটি বাস্তব কিছু খাঁটি কথা....... সত্য যে কঠিন।
(8)

আবার আসবো          ~শুভম রায়আবার আমি জন্ম নেবোতোমার প্রেমিক হতে,আবার তোমায় খুঁজে নেবোএই পৃথিবীতে।আবার লিখবে তোমার কবিতা...
04/03/2024

আবার আসবো
~শুভম রায়
আবার আমি জন্ম নেবো
তোমার প্রেমিক হতে,
আবার তোমায় খুঁজে নেবো
এই পৃথিবীতে।
আবার লিখবে তোমার কবিতা
আমার অশ্রু-রক্ত,
আবার নেবো বেদনার ভাগ
তোমায় করবো মুক্ত।
আবার হবো উন্মাদ আমি
তোমার কাছে ফিরে,
আবার তোমার সাথী হবো
ওই গঙ্গানদীর তীরে।
আবার আসবো তোমার মনে
স্বপ্নে দিন-রাত,
আবার তোমার ইচ্ছে হবো
ধরবো তোমার হাত।
আবার পায়ে নুপুর হয়ে
দেখবো তোমার হাসি,
আবার আমি বলবো কানে
তোমায় ভালোবাসি।
আবার মায়ায় জড়াবো তোমার
চোখের কাজলে,
আবারও বিদায় নেবো আমি
ছেড়ে যাবো চলে।
কলমে✍️
খাঁটি বাস্তব
Unique Story
Creators Sujoy

21/10/2023

Don't ignore this attempt of child please 🙏🙂 appreciate this.

25/07/2023

“বন্ধুত্ব 🤟 এমন একটি ফুল💮🏵🥀 যেটা ফোটার কোনো নির্দিষ্ট ঋতু আছে বলে তো আমার জানা নেই , এটি সব ঋতুতেই ফোটে আর হঠাৎ করেই ফোটে”।

•~ Caption✍️ & Click By 📸 Creators Sujoy
•~Concept By খাঁটি বাস্তব
•~Content By Unique Story

07/07/2023

সামনের মানুষটা যদি তোমার চোখে চোখ না মেলাতে পারে তবে বুঝে নিও সে হয় তোমার থেকে কিছু লুকোচ্ছে আর নয়তো কোনো কারণে, নিজেকে অপরাধী মনে করছে। 💔🥺😭🥀
খাঁটি বাস্তব
#কলমে ✍️ Creators Sujoy

02/06/2023

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Creators Sujoy

এক দশক পরও তিনি প্রাসঙ্গিক-------------------------------------------------------------দশটা বছর পেরিয়ে গেল দেখতে দেখতে ...
31/05/2023

এক দশক পরও তিনি প্রাসঙ্গিক
-------------------------------------------------------------
দশটা বছর পেরিয়ে গেল দেখতে দেখতে । এখন সিনেমার সংজ্ঞাটাও বেশ‌ পাল্টে গেছে । বাংলা সিনেমা , দর্শক তারাও বদলেছে সময়ের সাথে । আজও আমরা তাঁর কথা মনে করি , তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করি । এখানেই তো একজন শিল্পীর বেঁচে থাকা । ঋতুদা গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে ভাবতে পেরেছিলেন । নিজের পছন্দ - অপছন্দ কে অন্য লোকে কি ভাববে সেই তোয়াক্কা না করেই বলতে পেরেছিলেন সর্বসমক্ষে । এখানেই ওনার জিত ! আমরা সমাজকে নিয়ে নিজেকে বিচার করি । সেক্ষেত্রে ঋতুপর্ণ নিজের ভাবনাকেই চাপিয়ে দিয়েছিলেন সমাজের ওপর । দেরিতে হলেও সমাজ তা মেনেছে । আসলে ওনার প্রতি আমার ভালোবাসা বা শ্রদ্ধা কোনটার পাল্লা ভারি তা বলতে পারবো না । তবে ভালো লাগে ।

তখন আমি ক্লাস সেভেন । গরমের ছুটি চলছে , বাড়িতে আছি । ছোট থেকেই আমার বেশ খবরের চ্যানেলের প্রতি ঝোঁক । সেদিনও খুললাম ,‌ বাইরে মেঘলা আকাশ , থেকে থেকে বৃষ্টি পড়ছে । এমন তাতানো গরম ছিল না । হঠাৎ করেই বিনা নোটিশে এভাবে যে একটা খবর আসবে কেউ ভাবতে পারেনি । ব্রেকিং নিউজ ছিল ঋতুপর্ণ আর নেই ! মনটা বেশ খারাপ হয়ে গেছিল । লোকটাকে তখনও ভালো করে চিনি না । তবে সদ্য তখন আমি নৌকাডুবির ট্রেলার দেখেছি । বেশ লেগেছে । কিন্তু সেভাবে কিছুই বুঝতে পারিনি । তাও বেশ লেগেছে । সারাদিন ধরে বিভিন্ন নিউজ চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে শুধু তাঁর মৃত্যুর কথা শুনছি । বিভিন্ন মানুষ তাদের অনুভূতির কথা বলছেন । স্মৃতিচারণ করছে । তখনই প্রথম তাঁকে জানা‌ , তাঁর সম্বন্ধে জানা । তারপর থেকে আগ্রহ তৈরি হল । ঋতুপর্ণ ঘোষকে জানার , তাঁর সিনেমাকে জানার । বইমেলা থেকে "ফার্স্ট পার্সন" এল বাড়িতে , পড়তে থাকলাম । ঘোষ & কোম্পানি থেকে ইন্টারভিউ দেখলাম। যেখানে যা অনুষ্ঠান হল তাঁর স্মরণে দেখতে থাকলাম । এভাবে দিন এগোল । সত্যিই কি জানতে পারলাম তাকে !
দশটা বছর পেরিয়ে গেল আজও সমান প্রাসঙ্গিক তিনি । তাঁর শিল্পকর্ম । সিনেমা । লেখা।

✍️ ~ Purnendu Das

01/04/2023
24/02/2023

যে যুগে টাকাই সব
সে যুগে এমন মানুষ পাই কি করে?🥺🥀

25/01/2023

🙃😇🥀তোমার কাছের মানুষের খবরটা যদি
অন্যের মুখ থেকে শুনতে হয় তবে
এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হয়না,
তোমার শোচনীয় অবস্থা। বিশ্বাস করো
সে তোমার কাছের মানুষ হলেও তুমি তার নও
কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই খাঁটি বাস্তব ツ
#কলমে ✍️ Creators Sujoy

24/01/2023
23/01/2023
12/01/2023

আচ্ছা ........ এই যে তোমরা বলো না পরে দেখব , পরে করব, পরে ভাবছি, পরে বলবো আজ বলো দেখি ‘পরে’ মানে কি? 🤔
বি.দ্র: Exactly উত্তরটা হতে হবে এক কথায়,
যা একটা মূর্খ মানুষকে বললেও বুঝে যাবে
তা নিয়ে তার আর কোনো প্রশ্নই থাকবেনা।
যারা WhatsApp ম্যাসেজে আমায় পরে কথাটা বলে
এই প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ আবশ্যক।
পারলে পুরস্কার হিসেবে থাকছে এক প্লেট ‘মোমো’।😋
#কলমে ✍️ Creators Sujoy

মন খারাপ...শুধু কেউ সিনেমা দেখতে নিয়ে যাচ্ছেনা বলে?🤔তবে নাও তোমায় সিনেমা দেখানোর দায়িত্ব দিলাম  person কে বলে দ্যাখো ...
05/01/2023

মন খারাপ...শুধু কেউ সিনেমা দেখতে নিয়ে যাচ্ছেনা বলে?🤔
তবে নাও তোমায় সিনেমা দেখানোর দায়িত্ব দিলাম person কে বলে দ্যাখো ওকেই আর জেনে নাও তোমার জন্য ওর সময় আছে কিনা।

Address

KNC Road
Kolkata
KOL-700124

Alerts

Be the first to know and let us send you an email when খাঁটি বাস্তব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খাঁটি বাস্তব:

Videos

Share

Category