17/04/2023
জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশ পাবকেশ্বর শিব মন্দির, কেদার (দাঁতন, পশ্চিম মেদিনীপুর)যে গ্রামে অবস্থান করেন, সে....
Trending News Update
RABINDRAPALLY, HIJLI
Kharagpur
721306
Be the first to know and let us send you an email when The Kharagpur POST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to The Kharagpur POST:
খবর, আমাদের মতে মানুষের মৌলিক অধিকার। শিক্ষা বস্ত্র স্বাস্থ্য বাসস্থানের মতই খবর মানু্ষের জন্মগত অধিকার। যদি খবরকে সংকুচিত, এবং খবরের ওপর বিধি নিষেধ আরোপ করা হয় তবে মানু্ষের অধিকার খর্ব করা হয়। আমরা মনে করি মানুষ যত খবর পাবেন তত দেশ উন্নত হবে। আমাদের লক্ষ্য তাই মানু্ষের কাছে বেশি বেশি খবর পৌঁছে দেওয়া। আবার এটাও ঠিক যে প্রতিনিয়ত খবরের স্রোত বয়ে যাচ্ছে অথচ অত খবর মানু্ষের পড়ার সময় কোথায় ? তাই মানু্ষের জন্য খবর বাছতে হয়। কোন খবর জরুরি ? যে কারনে আমরা রাখছি বাছাই খবর। আর এই খবর বাছার ক্ষেত্রে মানুষকে গুরুত্ব দেওয়া হয়, কোনও পক্ষকে নয়। সময়কে ছুঁয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য তাই আমরা সমসাময়িক।
খবর শুধুই শহরে আর মহানগরে নয়, মফঃস্বল কিংবা গঞ্জেও নয়, তারও বাইরে গিয়ে খবর পড়ে থাকে অনালোকিত প্রান্তিক প্রান্তরে। খবর শ্রমজীবিতের ঘামে, কৃষকের পাসিনায়, বুদ্ধিজীবীর কলমে,পন্ডিতের মগজেও। আমরা তাই ছানবিন করে সে খবর তুলে আনি। সব মিলিয়ে আমাদের খবর, সবার খবর এবং বাছাই খবর। নিরপেক্ষতা নয় খবর আমাদের খবরেরই পক্ষপাতিত্বে। খবরে মানুষই অগ্রাধিকার বাকি সব পেছনে।
আমাদের কাছে খবর মানে শুধুই একটি ঘটনা নয়, খবরের আগে ও পরেও খবর থাকে। আমরা তাই একটি সম্পুর্ন খবরের খোঁজ করি আর এটা করতে গিয়েই আমরা খবর থেকে এক কদম এগিয়ে যাই আর সেকারনেই আমরা খবরের এক কদম আগে।