তৃণমূলের রিপোর্ট' কাডে'র উদ্ধোধনী অনুষ্ঠান
মায়ের অকাল বোধন।
অনুষ্ঠান-অকাল বোধন।
পরিচালনায়-কাকদ্বীপ সংবাদ।
উপস্থাপনায়-AFX Animation production
কাকদ্বীপে মৎস্যবন্দরে উত্তেজনা, মাঝি ও ট্রলারের কর্মীদের হাতাহাতি
কাকদ্বীপে মৎস্যবন্দরে উত্তেজনা, মাঝি ও ট্রলারের কর্মীদের হাতাহাতি |
১ মৎস্যজীবীকে বেঁধে মারধরের অভিযোগ |, হাতাহাতিতে আহত এক মৎস্যজীবী | পুলিশের সঙ্গেও মৎস্যজীবীদের ধস্তাধস্তি |
পুলিশকে লক্ষ করে ‘ইটবৃষ্টি’, আহত ২ পুলিশকর্মী।
১১৭ নম্বর জাতীয় সড়কে আবারো ফাটল , বন্ধ হয়ে গেল যান চলাচল ।
ঠিক এক বছর আগেই এসডিও গ্রাউন্ড এর উল্টো দিকে নদী পার মেরামতির কাজ চলছিল ঠিক এক বড়োসড়ো ভাঙ্গনে ঘটে বিপর্যয় এরপরই যুদ্ধকালীন তৎপরতা সাথে প্রশাসন কাজ শুরু করে 48 ঘণ্টার মধ্যে সাংসদের নির্দেশ মতন যান চলাচল স্বাভাবিক করা হয় ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কে। তবে গতকাল রাত্রে ঠিক ওই একই জায়গায় সিট পাইলিংয়ের কাজ চলছিল ঠিক সেই সময়ই আবারও ফাটল ধরে আর এরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বড় গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি এবং মানুষের যাতায়াত বন্ধ করে দেয়া হয় নিরাপত্তার খাতিরে এমনকি সংবাদমাধ্যমকেও যেতে নিষেধ করা হয়। তার প্রশাসন সূত্রে জানা যায় গতকাল তিনটি ধাপের সিট পাইলিং এর কাজ চলছিল, ঠিক তখনই অল্প ফাটল ধরে ওই রাস্তায়।আর সকাল থেকেই 117 নম্বর জাতীয় সড়কের শিরাকোল থেকে বাস গুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই যে বাস গুলি ডায়মন্ড হারবারের উপর দি
করোনা রুখতে এবার নয়া পদক্ষেপ ইংরেজবাজার থানার পুলিশের
করোনা রুখতে এবার নয়া পদক্ষেপ ইংরেজবাজার থানার পুলিশের
রাজ্য তথা সারা দেশে চলছে লকডাউন।কিন্ত বেশীরভাগ জায়গায় অনেকেই বিধি নিষেধ মানছেন না।আর তাই লকডাউনে এবার আরও আঁটসাঁটো ব্যবস্থা করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ প্রশাসন।এমনকি, মালদা শহরের প্রবেশ করার প্রধান রাস্তাগুলি যেমন মালদা শহরের রথবাড়ি, ৩২০ মোর, আইটিআই কলেজ মোড় , গৌড়রোড,নেতাজী মোড়, সাহাপুর দ্বিতীয় সেতু রাস্তাগুলি ইংরেজবাজার শহরের ঢোকার প্রধান প্রবেশদ্বার । আর সেইসব রাস্তায় পুলিশি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে প্রতিনিয়ত চলছে পুলিশের কড়া নজরদারি । করোনা সংক্রমণ রুখতে পুলিশ এবং প্রশাসন কড়া হাতে এবার মাঠে নেমেছেন বলেই মত স্থানীয়দের। মালদার পুলিশ প্রশাসনের এই নয়া ব্যাবস্থার প্রশংসা এখন সবার মুখে মুখে।
সূত্র:ইংরেজ বাজার পুলিশস্টেশন