Kakdwip Sangbad

Kakdwip Sangbad A DIGITAL NEWS MEDIA
(18)

20/03/2024
Cyclone alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সতর্কতা জারি আবহাওয়া দফতরের
06/05/2022

Cyclone alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

FOOT BALL CARNIVAL 2022
10/02/2022

FOOT BALL CARNIVAL 2022

সরস্বতী পুজোর পরদিনই চিরবিদায় নিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর। তাঁকে বলিউড চিরকাল পুজো করেছে মানবরূপে দেবী সরস্বতী ...
06/02/2022

সরস্বতী পুজোর পরদিনই চিরবিদায় নিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর। তাঁকে বলিউড চিরকাল পুজো করেছে মানবরূপে দেবী সরস্বতী মেনে। ৩০-৫০ হাজারের মতো গান রেকর্ড করেছেন কিংবদন্তী এই গায়িকা। মোট ৩৬টি ভাষায় নিখুঁত উচ্চারণে গান গাওয়া তো আর সহজ কথা নয়, তাই বোধহয় তিনি সুরসম্রাজ্ঞী। রবিবার সমস্ত কিছু রেখে অমৃতলোকে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর। এদিন তাঁর প্রয়াণে বাকরুদ্ধ বলিউড (Bollywood on Lata Mangeshkar)। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের কথা জানিয়েছেন সঙ্গীত ও অভিনয়জগতের শিল্পীরা (Bollywood on Lata Mangeshkar)।

জেনারেল রাওয়াতট্রিপ। তামিলনাড়ুতে আজ একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন...
08/12/2021

জেনারেল রাওয়াতট্রিপ।
তামিলনাড়ুতে আজ একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুমিতা রাওয়াত এবং 11 জন সশস্ত্র বাহিনীর সদস্যের আকস্মিক মৃত্যুতে হতবাক৷

তার মৃত্যু আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা।

একটি বিরল প্রজাতির মাছ পাওয়া গেল ডায়মন্ড হারবার খালে।
28/10/2021

একটি বিরল প্রজাতির মাছ পাওয়া গেল ডায়মন্ড হারবার খালে।

৭৮ কেজি ওজনের তেলে ভোলা মাছসোনাগাঁ গোসবা। মাছটার দাম উঠেছে ক্যানিং মৎসআড়তে 39লক্ষ৪৩ হাজার ৫২০টাকা।
24/10/2021

৭৮ কেজি ওজনের তেলে ভোলা মাছ
সোনাগাঁ গোসবা। মাছটার দাম উঠেছে ক্যানিং মৎসআড়তে 39লক্ষ৪৩ হাজার ৫২০টাকা।

রূপং দেহি জয়ং দেহি য়শো দেহি দ্বিষো জহি || মহাসপ্তমীর পুণ্যলগ্নে কাকদ্বীপ শহরের বিভিন্ন পূজা মন্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠান...
12/10/2021

রূপং দেহি জয়ং দেহি য়শো দেহি দ্বিষো জহি ||
মহাসপ্তমীর পুণ্যলগ্নে কাকদ্বীপ শহরের বিভিন্ন পূজা মন্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করলেন কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা।
১. ঐক্য সম্মিলনী ক্লাব।
২. সুভাষ নগর মহিলা বৃন্দ।
৩. সুভাষ নগর মহিলা বৃন্দ 2।

আজ মহাষষ্ঠীর পুণ্য লগ্নে কাকদ্বীপের বিভিন্ন মণ্ডপে পুজোর উদ্বোধন করলেন কাকদ্বীপের মাননীয় বিধায়ক শ্রী মন্টু রাম পাখিরা।১....
11/10/2021

আজ মহাষষ্ঠীর পুণ্য লগ্নে কাকদ্বীপের বিভিন্ন মণ্ডপে পুজোর উদ্বোধন করলেন কাকদ্বীপের মাননীয় বিধায়ক শ্রী মন্টু রাম পাখিরা।
১. কাকদ্বীপ ইয়ং ফাইটার্স।
২. কাকদ্বীপ পঞ্চদীপ সংঘ।
৩. কৈলাস নগর যুবক মহিলা বিন্দ।
৪. মা সারদার মহিলা পল্লী উন্নয়ন সমিতি।
৫. খিরিশতলা প্রান্তিক সংঘ।
৬. কামারহাট যুবগোষ্ঠী।
৭. ধলেরখাল সম্মেলনী সংঘ।
৮. কাশিনগর বেরারচক গ্রামবাসী বৃন্দ।
৯.খিরিশতলা বন্ধুমহল সংঘ।

সুন্দরবন পুলিশ জেলা গতবারের মত এবারেও কোভিড -১৯ এর দ্বিতীয় তরঙ্গের এই মহামারী পরিস্থিতিতে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব ...
19/04/2021

সুন্দরবন পুলিশ জেলা গতবারের মত এবারেও কোভিড -১৯ এর দ্বিতীয় তরঙ্গের এই মহামারী পরিস্থিতিতে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া এবং অন্যান্য কোভিড বিধিনিষেধ গুলি কঠোরভাবে প্রয়োগের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা হচ্ছে।
১. সমস্ত থানা ব্যাবসায়ী সমিতি, বাস মালিক, ই- রিক্সা চালকদের সাথে মিটিং করেছেন।
২. মাইকে প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
৩. পথচারীদের মধ্যে পুলিশ মাস্ক, স্যানিটাইজার, লিফলেট বিতরণ করেন। কাকদ্বীপ চৌরাস্তায়, কাকদ্বীপ থানা (১৯.০৪.২১) এগুলি বিতরণ করা হয়।
৪. বাস, চার চাকা, দুই চাকা,ই - রিকশা, ভ্যান ইত্যাদি নিয়মিত চেকিং করা হচ্ছে এবং মাস্ক ছাড়া যাত্রীদের সতর্ক/ সাবধান করা হচ্ছে।
৫.ওসি, আইসি, সিআই, এসডিপিও, জোনাল ডিএসপি, অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার নিজেই এই ড্রাইভটি নিবিড়ভাবে তদারকি এবং পরিচালনা করছেন।

31/03/2021
26/02/2021

বাংলায় বিধানসভা নির্বাচন হবে ৮ দফায়।
তারিখ:- ২৭ মার্চ, ১, ৬, ১০, ১৭, ২২, ২৬, ২৯ এপ্রিল।

ভোট গণনা ২ মে।

আমাদের জাতির 72 তম প্রজাতন্ত্র দিবস বারুইপুর পুলিশ জেলা সদর এবং জেলা জুড়ে সমস্ত থানায় উদযাপিত হয়েছিল।পুলিশ সুপার শ্রী...
26/01/2021

আমাদের জাতির 72 তম প্রজাতন্ত্র দিবস বারুইপুর পুলিশ জেলা সদর এবং জেলা জুড়ে সমস্ত থানায় উদযাপিত হয়েছিল।
পুলিশ সুপার শ্রী কামনাশীষ সেন, আইপিএস বারুইপুর সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ।ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে।[১] এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।
কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে, ১৯৪৯ খ্রিঃ ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ খ্রিঃ ঐ একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল।
কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে, ১৯৪৯ খ্রিঃ ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ খ্রিঃ ঐ একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল।
এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম। অন্য দু'টি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী। এই দিন সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির রাজপথে। ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

আজ কাকদ্বীপ মহকুমায় সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হলো 72তম গণপ্রজাতন্ত্র দিবস।ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজত...
26/01/2021

আজ কাকদ্বীপ মহকুমায় সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হলো 72তম গণপ্রজাতন্ত্র দিবস।

ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ।ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে।[১] এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।
কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে, ১৯৪৯ খ্রিঃ ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ খ্রিঃ ঐ একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল।
কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে, ১৯৪৯ খ্রিঃ ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ খ্রিঃ ঐ একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল।
এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম। অন্য দু'টি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী। এই দিন সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির রাজপথে। ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

11/12/2020

তৃণমূলের রিপোর্ট' কাডে'র উদ্ধোধনী অনুষ্ঠান

-না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনাকে ২ বার বিশ্বকাপ জেতানো কিংবদন্তী "দিয়েগো ম্যারাডনা"-হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মা...
26/11/2020

-না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনাকে ২ বার বিশ্বকাপ জেতানো কিংবদন্তী "দিয়েগো ম্যারাডনা"

-হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ---------------------...
24/11/2020

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ
-------------------------
প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ

১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)

৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ

১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন।

শিয়ালদহ লক্ষীকান্তপুর ও নামখানা শাখা তে লোকাল ট্রেনের সম্ভাব্য সময় সূচি।আগামী বুধবার (১১/১১/২০২০) থেকে লোকাল ট্রেন চালান...
08/11/2020

শিয়ালদহ লক্ষীকান্তপুর ও নামখানা শাখা তে লোকাল ট্রেনের সম্ভাব্য সময় সূচি।
আগামী বুধবার (১১/১১/২০২০) থেকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক।
যদিও কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে অনেক আগেই সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছিল।
শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনীহার কারনে লোকাল ট্রেন এতো দিন চালানো সম্ভব হয় নি।
অবশেষে রাজ্য ও কেন্দ্র দুজনের হস্তক্ষেপে ও আলোচনাতে শুরু হতে চলেছে, লোকাল ট্রেন পরিষেবা।

ইংরেজি ২.১১.২০ তারিখ  বঙ্গোপসাগরে ট্রলারডুবির ফলে ১২ জন বিপদগ্রস্ত মৎসজীবিকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারের সাহসী ঘটনায় পশ্চ...
05/11/2020

ইংরেজি ২.১১.২০ তারিখ বঙ্গোপসাগরে ট্রলারডুবির ফলে ১২ জন বিপদগ্রস্ত মৎসজীবিকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারের সাহসী ঘটনায় পশ্চিমবঙ্গের ডাইরেক্টর জেনারেল এন্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী বীরেন্দ্র, আই.পি.এস. মহাশয় অনুগ্রহ পুর্বক উদ্ধারকারী দলের প্রত্যেক কে দশ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষনা করেন। আজ ইংরেজি ৪.১১.২০ সুন্দরবন পুলিশ জেলার, কাকদ্বীপ আরক্ষাধীক্ষকের কার্যালয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়।
উদ্ধারকারী পুলিশ দলের ৯ জন সদস্য

১.গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধীকারিক এস.আই অজয় কুমার চন্দ
২. এ এস আই নিশান্ত মারিক
৩. কনস্টেবল তাপস হালদার
৪. কনস্টেবল প্রশান্ত প্রামাণিক
৫. এফ- আই- বি চালক রাজু রাও
৬. সিভিক ভলেন্টিয়ার দেবাশীষ দাস
৭. সিভিক ভলেন্টিয়ার দীনেশ দাস
৮. সিভিক ভলেন্টিয়ার তন্ময় সাহু
৯. সিভিক ভলেন্টিয়ার সুকদেব গিরি

অভিনন্দিত হন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.ডি.জি এন্ড আই.জি.পি, কোষ্টাল সিকিউরিটি শ্রী হরমনপ্রীত সিং, আই.পি.এস., আই.জি.পি, দক্ষিণবঙ্গ শ্রী রাজীব মিশ্র, আই.পি.এস., ডি.আই.জি, প্রেসিডেন্সি রেঞ্জ শ্রী প্রভীন কুমার ত্রিপাঠি, আই.পি.এস., সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, আই.পি.এস., এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রী সিং মহাশয় পুলিশ কর্মীদের এই সাহসী আত্মদানে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। পশ্চিমবঙ্গ পুলিশ এবং সুন্দরবন পুলিশ জেলা এই ধরনের বীরের জন্য গর্বিত।

সুকুমার রায় ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বাঙালি লেখক এবং কবি। তিনি মূলত বাচ্চাদের জন্য তাঁর লেখার জন্য স্মরণ করা হয়। ত...
30/10/2020

সুকুমার রায় ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বাঙালি লেখক এবং কবি। তিনি মূলত বাচ্চাদের জন্য তাঁর লেখার জন্য স্মরণ করা হয়। তিনি ছিলেন শিশু গল্পকার উপেন্দ্রকিশোর রায়ের ছেলে, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পিতা এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায়ের পিতামহ।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মন্দিরবাজারের বিডিও সইদ আহমেদের। আজ সকালে এম আর বাঙুর হাসপাতালে মারা যান তিনি। চলতি মাসের ২...
29/10/2020

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মন্দিরবাজারের বিডিও সইদ আহমেদের। আজ সকালে এম আর বাঙুর হাসপাতালে মারা যান তিনি। চলতি মাসের ২১ তারিখ তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল দুপুরের পর থেক তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকাল ৮ টা ৩০ নাগাদ বিডিও-র মৃত্যু হয়। আজ দুপুরের পর তাঁর দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে প্রশাসনের তরফে।

02/10/2020

উত্তর প্রদেশের হাথরাস গ্রামের দলিত পরিবারের মেয়ে মনীষা বাল্মীকির(ধর্ষিতা) ভাই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ঝোপঝাড়ের মধ্য দিয়ে লুকিয়ে লুকিয়ে মিডিয়ার কাছে পৌঁছে আসল সত্যটি তুলে ধরলেন।

Address

NH12
Kakdwip
743347

Telephone

+917908338321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kakdwip Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kakdwip Sangbad:

Videos

Share

Nearby media companies