দৈনন্দিন সময় - Doinondin Somoy

দৈনন্দিন সময় - Doinondin Somoy দক্ষিণ ২৪ পরগনার সমস্ত রকম খবর পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকুন।

লক্ষী বাজারের লক্ষী মেলা ২০২৩
01/11/2023

লক্ষী বাজারের লক্ষী মেলা ২০২৩

31/10/2023

সাত সকালে ভাইয়ের বউকে কুপিয়ে মারার চেষ্টা, থানায় আত্মসমর্পণ ভাসুরের।

সাত সকালে ভাইয়ের বউকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা, ছড়াতে গিয়ে আহত আরো দুই, অভিযুক্ত হারু পয়েন্ট কোস্টাল থানায় আত্মসমর্পণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে সকাল সাড়ে আটটা নাগাদ শম্ভু নাথ জানা নামে বছর ৪০ এর এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বৌমা লক্ষ্মী রানী জানাকে এলোপাতাড়ি কোপাতে থাকে, চিৎকারে বাড়ির দুই মহিলা ছুটে আসে, তারাও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়, এলাকার মানুষজন আসছে দেখে বেগতিক বুঝে অভিযুক্ত হারু পয়েন্ট কোস্টাল থানায় ধারালো অস্ত্র নিয়ে গিয়ে আত্মসমর্পণ করে। তবে কেন কোপানো হলো? এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, পারিবারিক সূত্রে জানা গিয়েছে এই যুবকের সঙ্গে ওই মহিলা বা ওর পরিবারের লোকের কোনরূপ অশান্তি ছিল না এর আগে। তবে কেন এই আক্রমণ? উটছে প্রশ্ন !

সুস্মিতা জানা (আক্রান্ত মহিলার দেবরের মেয়ে) ও
মানস দাস ( টোটো চালক)।
কি বলেছেন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে।

30/10/2023

ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এ নাম তুলে কাকদ্বীপের মুখ উজ্জ্বল করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী কোয়েল পুর্কায়েত।

28/10/2023

দিদির দেওয়া লক্ষী ভান্ডারের টাকা জমিয়ে লক্ষী পূজার আনন্দে মাতলেন গঙ্গাসাগরের চেমাগুড়ির মহিলা গোষ্ঠীর সদস্যরা।

আজ কোজাগরী লক্ষ্মী পূজা শারদীয় উৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষে শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। মা লক্ষ্মী হলেন ধন-সম্পদের দেবী তাই লক্ষ্মী লাভের আশায় বাংলার প্রতিটি ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পূজার্চনা করে থাকেন। সে মতো আজ গঙ্গাসাগরের চেমাগুড়িতে মহিলা গোষ্ঠীর আয়োজনে দুদিনব্যাপী কোজাগরী লক্ষ্মীপূজোর আনন্দে মাতলেন এলাকার মহিলারা। উনারা জানান প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে গঙ্গাসাগরের বহু এলাকা প্লাবিত হয়ে যায়। এর ফলে ফসলসহ ঘরবাড়ি ক্ষয় ক্ষতি হয় মানুষের। তাই এই লক্ষ্মীপূজোর দিনে রাজ্য সরকারের দেওয়া লক্ষীর ভান্ডারীর কিছু টাকা জমিয়ে ও এলাকার মানুষদের কাছে সাহায্য চেয়ে এলাকার মানুষের যাতে ধন-সম্পদ দান করেন লক্ষী দেবী সেই কারণে ইনাদের এই পূজার্চনা।

কি বলছেন পুজো কমিটির মহিলারা সহ এলাকার মানুষজন বিস্তারিত দেখুন ভিডিওতে।

26/10/2023

মহেশতলায় পথ দুর্ঘটনায় আহত ৩ গুরুতর আহত ১ বিক্ষোভ এলাকাবাসীর।

#মহেশতলা

24/10/2023

দেবী দুর্গাকে বিদায় জানাতে মন্ডপে মন্ডপে চলছে দেবীবরন ও সিন্দুর খেলা। #বিজয়া_দশমী #দূর্গাপূজা

24/10/2023

কুমারী পূজায় মাতলেন গোটা সাগর দ্বীপবাসী।

সবাইকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
24/10/2023

সবাইকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

গঙ্গাসাগরের কচুবেড়িয়া আশ্রম মোড়ে মালয়েশিয়ার টুইন টাওয়ারের দূর্গা পূজার থিম।
22/10/2023

গঙ্গাসাগরের কচুবেড়িয়া আশ্রম মোড়ে মালয়েশিয়ার টুইন টাওয়ারের দূর্গা পূজার থিম।

গঙ্গাসাগরের মন্দিরতলাতে দূর্গ পুজোর থিম কেদারনাথ মন্দির।
22/10/2023

গঙ্গাসাগরের মন্দিরতলাতে দূর্গ পুজোর থিম কেদারনাথ মন্দির।

শুভ মহা সপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।।🔴
21/10/2023

শুভ মহা সপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।।🔴

15/10/2023

শুখা মরসুমে স্থায়ী ও সুউচ্চ বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ধবলাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, শিবপুরের মনসা বাজার এলাকায়। এলাকাবাসীদের দাবি গত কয়েক বছর ধরে অমাবস্যা কিংবা পূর্ণিমার ভরা কোটাল ও প্রাকৃতিক দুর্যোগের সময় সমুদ্রের জলস্ফীতি ঘটলে প্লাবিত হয় গঙ্গাসাগরের ধবলাট গ্রাম সহ সাগরদ্বীপের বহু নদী বেষ্টিত এলাকা। এবং এই প্লাবনের কারণে তাদের পূর্বা পুরুষের ভিটেমাটি টুকু এই সমুদ্র গ্রাস করেছে। বর্তমানে তাদের মাথা গোজার ঠাইটুকু এমন জায়গায় রয়েছে যেখানে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে বেঁচে থাকতে হয় এলাকাবাসীদের। বারবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা হয়নি। ভরা কটাল বা নিম্নচাপ হলেই মাথায় হাত পড়ে এলাকাবাসীর এই বুঝি আবার সবকিছু ভেসে নিয়ে যাবে সমুদ্র। তাই এলাকাবাসীর দাবি যাতে এই শুখা মরসুমে স্থায়ী ও সুউচ্চ বাঁধ নির্মাণ হয় সেই কারণেই আজ এই বিক্ষোভ।
কি বলছেন বিক্ষোভকারী এলাকাবাসীরা এবং শাসক ও বিরোধী দল বিস্তারিত দেখুন ভিডিওতে।

14/10/2023

পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার মধ্যদিয়ে মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপুরুষদের স্মরণ ও তর্পণ।
#গঙ্গাসাগর #গঙ্গাস্নান #মহালয়া #দূর্গাপূজা #তর্পন #পিতা_মাতা_তর্পন

12/10/2023

বউয়ের মানসিক অত্যাচারের কারণে ক্রিকেট কেরিয়ার শেষ!

08/10/2023

*২০০৯ এর চাকরিপ্রার্থীরা এবার গঙ্গাসাগরে*

*ধুনুচি নিয়ে আগুন জ্বালিয়ে চলল অভিনব বিক্ষোভ*

জেলার প্রত্যেকটি জায়গায় 2009 এর চাকরিপ্রার্থীদের রিক্রুটমেন্ট হয়ে গেলেও এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনার চাকরিপ্রার্থীদের রিক্রুটমেন্ট হয়নি যে কারণে স্বচ্ছ তালিকার দাবি নিয়ে এবার গঙ্গাসাগরের সৃব্রিজ চত্ত্বর এলাকায় ধুনুচির মধ্যে আগুন জালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ২০০৯ এর চাকরি প্রার্থীরা। মূলত তাদের দাবি একদিকে যেমন স্বচ্ছ তালিকা কাউন্সিল প্রকাশ করুক ঠিক তেমনি পুজোর আগে তাদের নিয়োগপত্র দিক কাউন্সিল এবং তাদের আস্তাও রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি এমনও জানান তারা। আর স্বচ্ছতালিকা সহ নিজেদের নিয়োগের দাবিতেই এই বিক্ষোভ বলে জানা যায়।

08/10/2023

তিন দিন ব্যাপী বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন করলেন মন্ত্রী দ্বয়। #বাংলাখবর

08/10/2023
06/10/2023

আমাদের একটাই দাবি চোর ধরো : শুভেন্দু

05/10/2023

রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধরনা চলবে, উত্তর তাঁকে দিতেই হবে।

05/10/2023

রাজ্যপাল দেখা না করলে আমি সারারাত এখানে বসে থাকবো।: অভিষেক

05/10/2023

আজ গঙ্গাসাগরের ছবি মহলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও ভূমি সংরক্ষণ বিভাগের আয়োজনে ২০২৩ - ২৪ বর্ষের রেড নামসা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ভূমি সংরক্ষণ দপ্তরের আধিকারীক ডক্টর তাপস কুমার ঘোষ,এছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই প্রকল্পে উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় কীর্তনখালী এলাকাবাসীদের হাতে , ফলের চারা, ডেলিভারি পাইপ, পোনা মাছ, মুরগির বাচ্চা হাতে তুলে দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বিস্তারিত দেখুন ভিডিও।

05/10/2023

দিল্লিতে দাঁড়িয়ে বিজেপি সরকার কে আক্রমণ মহুয়ার।

04/10/2023

অভিষেক ব্যানার্জিকে গ্রেফতারের প্রতিবাদে আজ গঙ্গাসাগরে কালি বাজারে নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করে বিক্ষোভ ।

04/10/2023

অভিষেক ব্যানার্জি গ্রেপ্তারের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সাগরের মন্দিরতলাতে।
#বাংলাখবর #বাংলা_সংবাদ

04/10/2023

দিল্লির মঞ্চ থেকে মোদী, সাহ কে চ্যালেঞ্জ অভিষেকের।। Abhishek Banerjee in Delhi

03/10/2023

পুলিশ লাইন থেকে বেরিয়ে রাজভবন যাওয়ার হুঁশিয়ারী অভিষেকের।

03/10/2023

দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল সমস্ত নেতারা।

03/10/2023

দিল্লির যন্তর মন্তর থেকে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের।

03/10/2023

দিল্লিতে মোদি সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ সায়নী ঘোষের।

02/10/2023

আজ ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। আর এই দিনকে কেন্দ্র করে আজ গঙ্গাসাগরে সবুজ সংঘের উদ্যোগে সাগরদ্বীপের বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী সহ ব্লক প্রশাসনের সহযোগিতায় কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকা, ছাড়াও সমগ্র মেলা মাঠ জুড়ে চালানো হলো সাফাই অভিযান।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান। ছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকা গণ এবং উপস্থিত ছিলেন সবুজ সংঘের কর্মকর্তা গন।

এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে সচেতন করা। আর ঠিক সেই কারণেই ব্লক প্রশাসন ও ছাত্র-ছাত্রীরা ঝাডু হাতে কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকা সি বিচ সহ মেলা মাঠ আবর্জনা পরিষ্কারের স্বার্থে হাত লাগান। এবং স্থানীয় দোকানদার ছাড়াও কিছু সাধারন মানুষের হাতে দুটো করে ডাস্টবিন তুলে দেওয়া হয়।

উক্ত অভিযানে সম্পর্কে ব্লক প্রশাসন এবং ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকা গন ও সবুজ সংঘের কর্মকর্তারা কি বলছেন বিস্তারিত দেখুন ভিডিওতে।

01/10/2023
01/10/2023

গঙ্গাসাগর যাওয়ার পথে মাঝ নদীতে আটকে গেল যাত্রী বোঝাই ভ্যসেল আতঙ্কিত হয়ে পড়ে নিত্যযাত্রীরা।
#গঙ্গাসাগর #গঙ্গাসাগরভ্যসেল #সাগরদ্বীপ #বাংলাখবর #বাংলা_সংবাদ

01/10/2023

Address

Gangasagar
Kakdwip
743373

Alerts

Be the first to know and let us send you an email when দৈনন্দিন সময় - Doinondin Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনন্দিন সময় - Doinondin Somoy:

Videos

Share