গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে : অভিযোগ, আজ বিশেষ দিন - বাংলার ১৪৩১- ১লা বৈশাখ।
এসো হে বৈশাখ এসো এসো-বাংলা ১৪৩১ সাল শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে।
বাংলা ১৪৩১ সাল শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। পাশাপাশি আজকের দিনে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরে সকাল থেকে পুজো দেওয়ার জন্য ভক্তের ভিড় চোখে দেখার মতন।
বাংলা বর্ষ শেষে শিবোৎসব -১৪৩০
চাড্ডা -24, চায়ের দোকানে আড্ডা,
ভক্তিতে শক্তি-হর হর মহাদেব।
দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকার উকিলের হাট, আজ খুশির পবিত্র ঈদ পালন। #BreakingNews
চলাই মদ বিক্রি করার অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত।
কথায় আছে নদীর ধারে বাস চিন্তা বারো মাস ।দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের SUCI নতুন প্রার্থী ভোট প্রচার করতে যান পাথরপ্রতিমা বিধানসভার গোবর্ধনপুর এলাকায়, মানুষের ক্ষোভের মুখে পড়েSUCI প্রার্থী, গোবর্ধনপুর এলাকার মানুষ প্রার্থীকে ঘিরে স্থায়ীনদী বাঁধের দাবি জানান ,ভোট আসে
ভোট যায় বিভিন্ন রাজনীতির নেতা ও মন্ত্রীরা আসে এবং প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট চলে যায় আর নদী বাঁধের স্থায়ী পাকাপাকি হয় না এর পাশাপাশি ম্যানগ্রোভ কেটে ধ্বংস করছে সুন্দরবনের একাধিক এলাকায় , তবে suci প্রার্থী ভোটে জিতলে তিনি স্থায়ী নদী বাঁধের কাজ করে দেবে বলে আশ্বাস দেয়।
প্রকৃতির খামখেয়ালি পোনার সঙ্গে সার ও বীজের দাম বেড়ে যাওয়ায় সুন্দরবনের চাষিরা মার খাচ্ছে: অভিযোগ।
লোকসভা ভোটের সময় যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলের প্রচার চলছে জোড় কদমে রাজ্যের শাসক দল থেকে বিরোধী দলগুলি। তবে আজ দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার গঙ্গাসাগরে ধসপাড়া কালী মন্দিরে পুজো দিলেন সঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল তবে লোকসভার প্রার্থীকে মহিলারা ফুল দিয়ে বরণ করে নেন।
হারিয়ে যাওয়ার পথে বাংলা ক্যালেন্ডার!
অভিনব কায়দায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ভোট প্রচার।
বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। ফলে অসুবিধায় পড়েছে আমজনতা। সেই ঘটনার প্রতিবাদে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপী হালদার সাইকেল চালিয়ে ভোটপ্রচারে নামেন। সঙ্গে ছিলেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। রবিবার দিন কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের একাধিক গ্রামে সাইকেল নিয়ে যান তিনি। পরে কৃষ্ণচন্দ্রপুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন তাঁরা।
দহনের জ্বালা জুড়নো স্বস্তির খবর,
ক্যালেন্ডারের গ্রীষ্মকাল না হলেও লাগামছাড়া তাপমাত্রা বৃদ্ধি এর জন্য দায়ী আমরাই!
মহেশতলা ৩৫ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর রেলগেট এলাকায় ৩০টিও বেশি পরিবারের বাড়িতে ইলেকট্রিক মিটার না থাকার কারণে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়তে হয়। বাসিন্দাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে বাইরে থেকে ১৫ টাকা ইউনিট পতি ভাড়ায় নিয়ে ব্যবহার করতো তারা ভাড়া না দিতে পারলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিত বলে জানান বাসিন্দারা তারা তাদের দুর্ভোগের কথা রাস্তা পানীয় জল ও বিদ্যুতের কথা ওয়ার্ডের কাউন্সিলর কে জানিও কাজ হয়নি তারা বাধ্য হয়ে ৩৪ নম্বর ওয়ার্ডের পৌর পিতা গোপাল সাহাকে দুর্ভোগের কথা জানালে । গোপাল সাহা নিজের উদ্যোগে সমস্যার সমাধান করে ওই পরিবারদের দুর্ভোগের কথা ভেবে প্রায় ৫০ বছর পর ৩০ টিরও বেশি পরিবারের বাড়িতে এলো মিটার ও বিদ্যুৎ সংযোগ ৫০ বছর পর বাড়িতে নিজস্ব মিটার পেয়ে অত্যন্ত খুশি তারা ধন্যবাদ জানান পৌর পিতা গোপাল সাহাকে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে স্লোগান নিয়ে প্রচারে suci প্রার্থী,
দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি লোকসভা কেন্দ্র যার মধ্যে মথরাপুর তফসিলে কেন্দ্রে কংগ্রেস সিপিআইএম ছাড়া প্রতিটি দল পার্থী দিয়েছে।
সমস্ত প্রার্থী নিয়ে সমালোচনা হলেও এস ইউ সি আই দলের প্রার্থী বিশ্বনাথ সরদার নিয়ে এলাকার মানুষদের ততটা মাথা ব্যাথা নেই।
তবে আরম্বর না থাকলেও ৫/৬ জন ব্যক্তি একত্রিত হয়ে প্রার্থীকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন, যার একটাই স্লোগান "নো কম্প্রোমাইজ দুর্নীতির সঙ্গে কোন আপোষ নয় "
আজ দেখা গেল বিশ্বনাথ সরদার পাথর প্রতিমার বাজারে ভোট প্রচার করলেন, সেখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বিকালে চলে গেলেন গঙ্গাসাগর রুদ্রনগর এলাকায়, ভোট প্রচারের সঙ্গী সেই চার থেকে পাঁচ জন মানুষ। বিভিন্ন দাবি দেওয়া সম্মিলিত বই, হাতে কয়েকটি প্লাকার, আর মুখে বুলি আ