GKS Samachar-গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা

  • Home
  • India
  • Kakdwip
  • GKS Samachar-গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা

GKS Samachar-গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা Gramin Krishi Silpo Samachar আমাদের পেজটিকে ফলো করেনিন পেয়ে যাবেন আমাদের বিশেষ বিশেষ কিছু খবর।
(5)

14/04/2024

গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে : অভিযোগ, আজ বিশেষ দিন - বাংলার ১৪৩১- ১লা বৈশাখ।

14/04/2024

এসো হে বৈশাখ এসো এসো-বাংলা ১৪৩১ সাল শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে।

14/04/2024

বাংলা ১৪৩১ সাল শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। পাশাপাশি আজকের দিনে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরে সকাল থেকে পুজো দেওয়ার জন্য ভক্তের ভিড় চোখে দেখার মতন।

13/04/2024

বাংলা বর্ষ শেষে শিবোৎসব -১৪৩০

12/04/2024

চাড্ডা -24, চায়ের দোকানে আড্ডা,

11/04/2024

ভক্তিতে শক্তি-হর হর মহাদেব।

11/04/2024

আজ পবিত্র ঈদ- উল- ফিতর।

10/04/2024

চলাই মদ বিক্রি করার অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত।

09/04/2024

কথায় আছে নদীর ধারে বাস চিন্তা বারো মাস ।দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের SUCI নতুন প্রার্থী ভোট প্রচার করতে যান পাথরপ্রতিমা বিধানসভার গোবর্ধনপুর এলাকায়, মানুষের ক্ষোভের মুখে পড়েSUCI প্রার্থী, গোবর্ধনপুর এলাকার মানুষ প্রার্থীকে ঘিরে স্থায়ীনদী বাঁধের দাবি জানান ,ভোট আসে

ভোট যায় বিভিন্ন রাজনীতির নেতা ও মন্ত্রীরা আসে এবং প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট চলে যায় আর নদী বাঁধের স্থায়ী পাকাপাকি হয় না এর পাশাপাশি ম্যানগ্রোভ কেটে ধ্বংস করছে সুন্দরবনের একাধিক এলাকায় , তবে suci প্রার্থী ভোটে জিতলে তিনি স্থায়ী নদী বাঁধের কাজ করে দেবে বলে আশ্বাস দেয়।

09/04/2024

প্রকৃতির খামখেয়ালি পোনার সঙ্গে সার ও বীজের দাম বেড়ে যাওয়ায় সুন্দরবনের চাষিরা মার খাচ্ছে: অভিযোগ।

08/04/2024

লোকসভা ভোটের সময় যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলের প্রচার চলছে জোড় কদমে রাজ্যের শাসক দল থেকে বিরোধী দলগুলি। তবে আজ দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার গঙ্গাসাগরে ধসপাড়া কালী মন্দিরে পুজো দিলেন সঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল তবে লোকসভার প্রার্থীকে মহিলারা ফুল দিয়ে বরণ করে নেন।

08/04/2024

হারিয়ে যাওয়ার পথে বাংলা ক্যালেন্ডার!

07/04/2024

অভিনব কায়দায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ভোট প্রচার।

বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। ফলে অসুবিধায় পড়েছে আমজনতা‌। সেই ঘটনার প্রতিবাদে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপী হালদার সাইকেল চালিয়ে ভোটপ্রচারে নামেন। সঙ্গে ছিলেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। রবিবার দিন কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের একাধিক গ্রামে সাইকেল নিয়ে যান তিনি। পরে কৃষ্ণচন্দ্রপুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন তাঁরা।

07/04/2024

দহনের জ্বালা জুড়নো স্বস্তির খবর,

07/04/2024

ক্যালেন্ডারের গ্রীষ্মকাল না হলেও লাগামছাড়া তাপমাত্রা বৃদ্ধি এর জন্য দায়ী আমরাই!

06/04/2024

মহেশতলা ৩৫ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর রেলগেট এলাকায় ৩০টিও বেশি পরিবারের বাড়িতে ইলেকট্রিক মিটার না থাকার কারণে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়তে হয়। বাসিন্দাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে বাইরে থেকে ১৫ টাকা ইউনিট পতি ভাড়ায় নিয়ে ব্যবহার করতো তারা ভাড়া না দিতে পারলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিত বলে জানান বাসিন্দারা তারা তাদের দুর্ভোগের কথা রাস্তা পানীয় জল ও বিদ্যুতের কথা ওয়ার্ডের কাউন্সিলর কে জানিও কাজ হয়নি তারা বাধ্য হয়ে ৩৪ নম্বর ওয়ার্ডের পৌর পিতা গোপাল সাহাকে দুর্ভোগের কথা জানালে । গোপাল সাহা নিজের উদ্যোগে সমস্যার সমাধান করে ওই পরিবারদের দুর্ভোগের কথা ভেবে প্রায় ৫০ বছর পর ৩০ টিরও বেশি পরিবারের বাড়িতে এলো মিটার ও বিদ্যুৎ সংযোগ ৫০ বছর পর বাড়িতে নিজস্ব মিটার পেয়ে অত্যন্ত খুশি তারা ধন্যবাদ জানান পৌর পিতা গোপাল সাহাকে।

05/04/2024

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে স্লোগান নিয়ে প্রচারে suci প্রার্থী,

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি লোকসভা কেন্দ্র যার মধ্যে মথরাপুর তফসিলে কেন্দ্রে কংগ্রেস সিপিআইএম ছাড়া প্রতিটি দল পার্থী দিয়েছে।
সমস্ত প্রার্থী নিয়ে সমালোচনা হলেও এস ইউ সি আই দলের প্রার্থী বিশ্বনাথ সরদার নিয়ে এলাকার মানুষদের ততটা মাথা ব্যাথা নেই।
তবে আরম্বর না থাকলেও ৫/৬ জন ব্যক্তি একত্রিত হয়ে প্রার্থীকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন, যার একটাই স্লোগান "নো কম্প্রোমাইজ দুর্নীতির সঙ্গে কোন আপোষ নয় "
আজ দেখা গেল বিশ্বনাথ সরদার পাথর প্রতিমার বাজারে ভোট প্রচার করলেন, সেখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বিকালে চলে গেলেন গঙ্গাসাগর রুদ্রনগর এলাকায়, ভোট প্রচারের সঙ্গী সেই চার থেকে পাঁচ জন মানুষ। বিভিন্ন দাবি দেওয়া সম্মিলিত বই, হাতে কয়েকটি প্লাকার, আর মুখে বুলি আমরা লড়াইয়ের ময়দান থেকে পালাইনি,সব সময় লড়াইয়ে থাকি লড়াই আছি, আমাদেরকে ভোট দিন।

05/04/2024

নিজের গ্রাম পঞ্চায়েতে যার জেতার ক্ষমতা নাই, সে লোকসভা ভোটে ও হারবে, বিজেপির প্রার্থীর ঘোষণা তৃণমূল প্রার্থীর গ্রামে দাঁড়িয়ে।

প্রচন্ড রৌদ্রের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অশোক কুমার পুরকাইত দক্ষিণ কাশিনগর এর শিব মন্দির পূজা দিয়ে নির্বাচনী প্রচার সারলেন, এই প্রচারে বিজেপি সমর্থকদের ছিল উপচে পড়া ভিড়।
এই প্রচার হয় মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদারের নিজের গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের।
যা নিয়ে রাজনীতিক মহল এবং এলাকাবাসীদের মধ্যেই কৌতূহলের শেষ ছিল না।
প্রার্থীকে দেখার জন্য রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ হাতে ফুল নিয়ে প্রার্থীর মাথায় ছড়িয়ে দেন।
এই প্রচারে ভিড় দেখে খুশি বিজেপির প্রার্থী।

05/04/2024

২০২৪ লোকসভা নির্বাচন ঘোষনার পর থেকেই যতই ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে তাতে করে রাজনৈতিক পারদ যেন বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর সমর্থনে বিজেপির কর্মী সমর্থকদের সাগর মন্ডল ৪এর মিছিল ও হাটসভা,

05/04/2024

প্রচন্ড গরমে নাজেহাল পথ চলতি মানুষ থেকে সাধারণ মানুষ,সাধারণ মানুষের কথা ভেবে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে জল দান করার ব্যবস্থা করা হয়, সঙ্গে বাতাসা পথ চলতি মানুষ প্রশাসনের প্রশংসা করেন।

04/04/2024

*নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকার মানুষের*

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। সুন্দরবন উন্নয়ন পরিষদের উদ্যোগে বিষ্ণুপুর এলাকায় হচ্ছিল তিন কিলোমিটার এই ঢালাই রাস্তার কাজ আর সেখানেই দুর্নীতির অভিযোগ তুলে সড়ব এলাকার মানুষেরা। মূলত এলাকার মানুষের দাবি পুরনো রাস্তার ইট শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকজন তুলে নিয়ে গিয়ে বিক্রি করছে অন্য জায়গায়, নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে আর তাই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। আর এই খবর সম্প্রচার করতে গেলে বাধার সম্মুখীন একাধিক সাংবাদিকদের,

সাংবাদিকের ক্যামেরা ফেলে দেওয়া হয়। এলাকার মানুষের দাবি অবিলম্বে ভালো ইট দিয়ে পাইলিং করে তবে রাস্তা তৈরি করতে হবে না হলে তারা কাজ করে দেবে।

অন্যদিকে এই বিষয় নিয়ে শাসকদলের অভিমত বিজেপি পরিকল্পিতভাবেই এমন ঘটনা ঘটিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করছে। এর সাথে তৃণমূল কংগ্রেস কোনভাবেই যুক্ত নয়।

অন্যদিকে এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে শুধুমাত্র গঙ্গাসাগরের বিষ্ণুপুর এলাকায় নয় একাধিক জায়গা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে তারা।

তবে এই বিষয় নিয়ে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক জানায় অবিলম্বে যদি এমন ঘটনা ঘটে থাকে তার ব্যবস্থা নেওয়া হবে।

03/04/2024

রমজান মাসে মহেশতলায় সম্প্রীতির পবিত্র ইফতার অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ভিড়।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে একসাথে সম্প্রীতির বার্তা দিতে মহেশতলা ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্ডলপাড়ায় পালিত হল পবিত্র ইফতার অনুষ্ঠান সম্প্রীতির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

02/04/2024

নামখানা ব্লকের কাঁকড়া বুড়ির মন্দিরে পুজো দিলেন নামখানা ব্লকের বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অশোক কুমার পুরকাইত।

02/04/2024

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ৬৬ তম বর্ষ সার্বজনীন শ্রীশ্রীশীতলা মাতার পূজা, পরিচালনায় শিবনগর আবার দক্ষিণ পূর্ব পাড়ার অধিবাসীবৃন্দ,

01/04/2024

মন্দির এবং মসজিদে মানত করে মৌসুমী দ্বীপে প্রচারে আদিবাসী নিতে পা মেলালেন প্রার্থী বাপি হালদার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।
ভোটের সময় প্রার্থী থেকে যে কোন রাজনীতি দল নাচ থেকে গান প্রচারের আঙিনায় নিয়ে আসেন।
আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর তফসলির কেন্দ্রের প্রার্থী বাপি হালদার সুন্দরবন উন্নয়নমন্ত্রী সঙ্গে নিয়ে সাগর বিধানসভার বিচ্ছিন্ন দ্বীপ নামখানা ব্লকের মৌসনিতে প্রচারে আসেন। সকালে নামখানা থেকে মৌসুমীতে নৌকায় করে পার হয়ে বাগডাগা কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করে। বালিয়াড়া সদর মসজিদে ইমামসহ বিভিন্ন সংখ্যালঘু ভাইদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তী সময়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে তালে পা মেলান মথুরাপুর লোকসভা তফসিলি কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি, পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস।

01/04/2024

দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতালে মৃত্যু গুলিবিদ্ধ বিজেপি সমর্থকের।

গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুর চলেছিল গুলি, আর সেই গুলিতেই গুরুতর আহত হয়েছিল বিজেপির অন্ধ ভক্ত সমর্থক সাইরাজ মোল্লার (২৫), অভিযোগের তীর ছিল শাসকদলের দিকে গ্রেপ্তার হয় বেশ কয়েকজন,বাড়িতে স্ত্রী এবং একমাত্র সন্তান তাদের পাশে এসে দাঁড়িয়েছিল বিজেপির বর্তমান লোকসভার প্রার্থী অশোক পুরকাইত,অগ্নিমিত্রা পল সহ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান, এবং বহু এলাকার মানুষ। শেষ পর্যন্ত অগ্নি মিত্রা পল আহতর বাড়িতে আসে,ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে সাইরাজ, আর আজ সবই শেষ, হসপিটালেই মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় প্রচুর মানুষ ভিড় করতে তাকে খেলারামপুরে, মৃতদেহ বাড়িতে আনার আগেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অশোক কুমার পুরকাইত সহ বিজেপি নেতৃত্বরা। তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয় এলাকায়।
মৃতর পরিবার সহ এলাকার মানুষ একত্রিত হয়ে সাংবাদিকদের এলাকায় ছবি করা নিষিদ্ধ ঘোষণা করে দেয়।
সাইরাজের অকাল মৃত্যুতে শোকোস্তব্ধ এলাকা।

তবে বর্তমানে বিজেপি লোকসভার প্রার্থী পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের সঙ্গে থাকবেন তাদের পাশে দাঁড়াবেন এমনই কথা দেয়।

Address

NH 117
Kakdwip

Alerts

Be the first to know and let us send you an email when GKS Samachar-গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GKS Samachar-গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা:

Videos

Share



You may also like