Jhargram news

Jhargram news jhargram news

30/03/2024

আগামী দিনের ভবিষ্যৎ

Send a message to learn more

২৪ ঘন্টা পার হলেও উদ্ধার হলো না মৃতদেহ।
17/01/2024

২৪ ঘন্টা পার হলেও উদ্ধার হলো না মৃতদেহ।

06/01/2024

রাত পোহালেই নেতাই দিবস।তার আগে আড়াআড়ি বিভক্ত নেতাইএর আহত নিহত পরিবার।নেতাই দিবস পালন কে কেন্দ্র করে শুভেন্দু এব....

06/01/2024
02/11/2023
29/06/2022

পাঁচামি থেকে জামবনি যাবার রাস্তার যে সংযোগকারী পুতরঙ্গি খালের ব্রিজ মরন ভাঁদে পরিনত হয়েছে, তার দাবিতে আজ পাঁচামি সহ বেশকিছু গ্রামের বাসিন্দারা জাতীয় সড়ক আটকে পথ অবরোধ করলেন।

ঝাড়গ্রাম জেলার অল্প সময়ে পাঁচামি থেকে বালিডিহা জামবনি যাওয়ার যে রাস্তার সংযোগকারী প্রত্রুঙ্গী খালের ব্রিজ আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ভেঙ্গে বিপদ হতে পারে বারংবার গ্রামবাসীরা প্রশাসনের কাছ দ্বারস্থ হয়েছে, ২০১৮ সালে গ্রামবাসীরা একবার পথ অবরোধ করেন তৎকালীন ঝাড়গ্রাম এর ডিএম আয়েশা রানি ও বিডিও পরিদর্শনে যান , প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ গ্রামবাসীকে যে অতি শীঘ্রই ব্রিজ সংস্কার করে দেয়া হবে। কিন্তু আজ ৫ বছর হতে চলল এখনো পর্যন্ত কোনো সংস্কার এই হয়নি বরং আরো ক্ষতি হয়ে গেছে , বিগত দিনে কোভিড মহামারীর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় সেই অর্থে কোনো সমস্যা দেখা দেয় নি, যেহেতু এখন স্কুল-কলেজ সমস্ত খুলে যাওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না, মাননীয়া মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন প্রকল্প তাদের দুয়ারে পৌঁছাচ্ছে না, কোন রোগীকে তারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারছেন না। তাই গ্রামবাসীরা সরব হয়ে পুনরায় জাতীয় সড়ক আটকে পথ অবরোধ করলেন, খবর পেয়ে ঝাড়্গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু কোনমতেই গ্রামবাসীরা পথ অবরোধ তুলতে চান না, তাদের দাবি জেলা পরিষদ না হয় DM তাদেরকে প্রতিশ্রুতি দিক যে তাদের অতি শীঘ্রই এই ব্রীজ সংস্কার করে দেয়া হবে, তাহলেই তারা এই পথ অবরোধ তুলে নেবেন।

10/06/2022

ঝাড়গ্রাম জেলায় হাতির তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ, বনদপ্তর এর উদাসীনতায় আতঙ্কিত গ্রামবাসীরা,

ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া বিটের বেশকিছু গ্রামের মানুষ হাতি তাড়াতে নিজেরা উদ্যোগ নেয়
সহযোগিতা চাই বনদপ্তর এর কাছে , সেখানেও বনদপ্তর কোনো সহযোগিতা করতে পারছেন না।
হাতি তাড়াতে বন দপ্তর কী পদক্ষেপ তাও ঠিক করে বলতে পাচ্ছে না, তাই বেশকিছু গ্রামের মানুষ ক্ষুব্দ হয়ে বিক্ষোভ করে সাপ ধরা ভিটে।

10/06/2022

ফের হাতির তান্ডব অব্যাহত রয়েছে পুকুরিয়া বিটের অন্তর্গত বেশকিছু গ্রামে, সাধারণ মানুষ নাজেহাল হয়ে উঠছে।

09/06/2022

ঝাড়্গ্রাম জেলা জুড়ে চলছে হাতির তাণ্ডব, কখনো হাতির হানায় সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, কখনো বিষক্রিয়ায় এবং বৈদ্যুতিক শকের দারা হাতিরো প্রাণ যাচ্ছে, এরকম ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে, ঝাড়গ্রাম ডিভিশনে রয়েছে ১০০ টিরও বেশি হাতি, এই হাতির তাণ্ডবে কখনো মাটির বাড়ি ভাঙছে, কখনো ফসলের খতি হচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে না তাদের খতি পুরন বারংবার দারস্থ হতে হচ্ছে বন দপ্তরের কাছে, সাপ ধরা গ্রাম পঞ্চায়েতের পাঁচামি এলাকায় রয়েছে ১০০ টি হাতি, আতঙ্কিত গ্রামের মানুষ,
বনদপ্তর কে জানিয়ে কনো সদুত্তর মিলছে না।
কেবলমাত্র প্রতিশ্রুতি মিলেছে গ্রামের মানুষদের।
বনদপ্তর কি পদক্ষেপ নেবে তারই দিকে তাকিয়ে আছে সাপ ধরা গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রাম।
এই গ্রামের মানুষরা নিজেরা কমিটি গঠন করে হাতি তাড়ানোর উদ্যোগ নিয়েছেন, বন দপ্তর কে চেয়েছেন কিছু মোবিল ও ফটকা, সেও দিতে অখম বন দপ্তর। কী ভাবে হাতি তাড়াবেন এই গ্রামের মানুষ, বা কী ভাবে নিজেদের গ্রাম কে আতঙ্ক মুক্ত করবেন তার দিকে নজর রাখবো আমরা।

31/05/2022

গরীব কল্যান সন্মেলনের আয়োজন ঝাড়গ্রাম স্টেশন থেকে সরাসরি।

Address

Jhargram

Telephone

+6296941988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhargram news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share