ঝাড়গ্ৰামের রূপম মন্ডল ইউক্রেনে আটকে আছে। সরকারের কাছে আর্জি জানিয়ে বাবা,মা ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ।
ঝাড়গ্রাম পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী:- স্বপন কুমার মাহাত সাংবাদিক সম্মেলনে কি বললেন শুনুন....
ঝাড়গ্রাম পৌরসভার ১৭ নং ওয়ার্ড এর তৃণমূল প্রার্থী:- সুকুমার শীট কি বললেন শুনুন.... রিপোর্ট:- বাপী আগুয়ান,ঝাড়গ্রাম।।
ঝাড়গ্রাম পৌরসভার ১৭ নং ওয়ার্ড এর তৃণমূল প্রার্থী:- সুকুমার শীট কি বললেন শুনুন.... রিপোর্ট:- বাপী আগুয়ান,ঝাড়গ্রাম।।
ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর তৃণমূল প্রার্থী:-আর্য ঘোষ কি বললেন শুনুন... রিপোর্ট:- বাপী আগুয়ান, ঝাড়গ্রাম।
ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর বিজেপি প্রার্থী:- অশোক কুমার মহানতী কি বললেন শুনুন... রিপোর্ট:-সুমন ঘোষাল, ঝাড়গ্রাম।
*বাবা তিলকা মাঝির পূর্ণবয়াব মূর্তির শুভ উন্মোচন জামবনী ব্লকের কাদোডিহাতে*
ঝাড়গ্ৰাম জেলা জামবনি ব্লকের কাদোডিহা দত্তবাঁধ মোড়ে বাবা তিলকা মাঝির ২৭৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ণবয়াব মূর্তির উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ বাঁকুড়া ও ঝাড়গ্ৰাম জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচিটি হয়। দ্যা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড এর চেয়ারম্যান *বঙ্গভূষন বিরসা তিরকি* ফিতা কেটে ও মাল্যদানের মাধ্যমে বাবা তিলকা মাঝির মূর্তি শুভ উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *শ্রীকান্ত মাহাত*, প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্প, পশ্চিমবঙ্গ সরকার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতী সরেন , অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের স্টেট ভাইস প্রেসিডেন্ট। ছিলেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদে
বাবা তিলকা মাঝির পূর্ণবয়াব মূর্তির শুভ উন্মোচন অনুষ্ঠান জামবনী ব্লকের কাদোডিহাতে।
ঝাড়গ্ৰাম জেলা জামবনি ব্লকের কাদোডিহা দত্তবাঁধ মোড়ে বাবা তিলকা মাঝির ২৭৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ণবয়াব মূর্তির উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ বাঁকুড়া ও ঝাড়গ্ৰাম জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচিটি হয়। দ্যা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড এর চেয়ারম্যান বঙ্গভূষন বিরসা তিরকি ফিতা কেটে ও মাল্যদানের মাধ্যমে বাবা তিলকা মাঝির মূর্তি শুভ উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকান্ত মাহাত, প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্প, পশ্চিমবঙ্গ সরকার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতী সরেন , অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের স্টেট ভাইস প্রেসিডেন্ট। ছিলেন ঝাড়গ্ৰাম জেল
আজ ঝাড়গ্রাম পৌরসভার ১৮টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিছিল করে নমিনেশন ফাইল করলেন। আবার সেই শ্লোগান.. খেলা হবে। রিপোর্ট- প্রবীর মাহাত, ঝাড়গ্রাম।
নতুন বাস স্টোপিজ উদ্বোধন...
আজ "জঙ্গলমহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ "এর ডাকে- ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লক এর বিডিও কে ১১দফা দাবির ডেপুটেশনে জন জোয়ার। উপস্থিত ছিলেন:- সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক:- প্রবীর মাহাত, সহ-সম্পাদক:- সঞ্জয় মাহাত, সহ-সভাপতি:- শালকু টুডু সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
দাবি গুলি হলো-- ১) প্রতি বুথে সরকারি মূল্যে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কিনতে হবে।
২) সরকারি ব্লক স্তরের প্রোগ্রামে অংশগ্রহণ এর সুযোগ দিতে হবে।
৩) জঙ্গল মহল এর প্রকৃত বঞ্চিত শিল্পী দের ভাতা দিতে হবে।
৪) জঙ্গল মহল এর সমস্ত সংস্কৃতি কে নিয়ে একাডেমী করতে হবে।
৫) জঙ্গলে গাছ কমে যাচ্ছে, গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে।
৬) বন ও বন্য প্রাণী সংরক্ষণ, হাতির আক্রমণ থেকে মানুষ কে রক্ষা করতে হবে।
সহ ১১দফা দাবি ।। নিউজ- ঝাড়গ্রাম।।
আজ "জঙ্গলমহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ" এর ডাকে- ১১ দফা দাবিতে বিডিও কে রেপুটেশন।
ঝাড়গ্রাম জেলার চন্দ্রীতে সন্ধ্যায় পেট্রোল পাম্পে অভিনব কায়দায় ডাকাতি।। রিপোর্ট- প্রবীর মাহাত, ঝাড়গ্রাম।।
৩ রা নভেম্বর জামবনি ব্লকে গিধনী এলাকার চাষীদের সমস্যা সমাধানের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে রেলের আধিকারিকগণ, জামবনি থানার আইসি, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা আর জামবনি ব্লকের বিডিও সৈকত দে এর উপস্থিতিতে কৃষক সমন্বয় কমিটির আলোচনা সভা হয়। রেলের থার্ড লাইন তৈরির ফলে রেলের গিধনী পূর্ব কেবিনের রেল গেট উঠিয়ে দিয়েছে রেল। ফলে এলাকার প্রান্তিক চাষীগণ চাষাবাদ সংক্রান্ত কাজ ছাড়াও আরো লাইনের ওপারে যাতায়াতের ক্ষেত্রে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। চাষীদের বেশিরভাগ জমি লাইনের উত্তর পারে রয়েছে। এখন ফসল তোলার সময় হয়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন গিধনী এলাকার চাষীগণ। আধিকারিকগণ এবং চাষীদের পরস্পর আলোচনার মাধ্যমে আপাতত জমির ফসল তোলার জন্য রেল একটি রাস্তার ব্যবস্থা খুব শিগগিরই করছে বলে আশ্বাস দিয়েছেন। দিনে দুবার সকাল এবং
ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন এর ঝাড়গ্রাম জেলা ইউনিট এর পক্ষ থেকে ডি.এম. হলে ঝাড়গ্রাম জেলার পূজো পরিক্রমা র পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের বিচারে ঝাড়গ্রামের ৭টি পূজো কমিটি কে পুরস্কার ও শারদ সন্মান তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন- সন্মানীয় অতিথি- তুষার কান্তি শতপথী (ঝাড়গ্রাম পৌরসভার এক্সিকিউটিভ অফিসার), ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন এর ঝাড়গ্রাম জেলা ইউনিটের সভাপতি- প্রবীর মাহাত, সংগঠনের সদস্য- সুজয় দে, অনিমেষ বসুধর, সুমন ঘোষাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।।