খবর বঙ্গভূমি Live tv

খবর বঙ্গভূমি Live tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খবর বঙ্গভূমি Live tv, Media/News Company, College Road, Jhargram , Pin/, Jhargram.

বিজ্ঞাপন.....
24/03/2022

বিজ্ঞাপন.....

নিয়োগ চলছে... ১০ am থেকে ৪টা pm
22/03/2022

নিয়োগ চলছে... ১০ am থেকে ৪টা pm

01/03/2022

ঝাড়গ্ৰামের রূপম মন্ডল ইউক্রেনে আটকে আছে। সরকারের কাছে আর্জি জানিয়ে বাবা,মা ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ।

25/02/2022

ঝাড়গ্রাম পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী:- স্বপন কুমার মাহাত সাংবাদিক সম্মেলনে কি বললেন শুনুন....

24/02/2022

ঝাড়গ্রাম পৌরসভার ১৭ নং ওয়ার্ড এর তৃণমূল প্রার্থী:- সুকুমার শীট কি বললেন শুনুন.... রিপোর্ট:- বাপী আগুয়ান,ঝাড়গ্রাম।।

24/02/2022

ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর তৃণমূল প্রার্থী:-আর্য ঘোষ কি বললেন শুনুন... রিপোর্ট:- বাপী আগুয়ান, ঝাড়গ্রাম।

24/02/2022

ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর বিজেপি প্রার্থী:- অশোক কুমার মহানতী কি বললেন শুনুন... রিপোর্ট:-সুমন ঘোষাল, ঝাড়গ্রাম।

JPL  অর্থাৎ জামবনি প্রিমিয়ার লিগ ক্রিকেট। আজ 50 তম ম্যাচের মাধ্যমে ফাইনাল অনুষ্ঠিত হলো, জামবনির আইসি, জামবনির জয়েন ভিড...
19/02/2022

JPL অর্থাৎ জামবনি প্রিমিয়ার লিগ ক্রিকেট। আজ 50 তম ম্যাচের মাধ্যমে ফাইনাল অনুষ্ঠিত হলো, জামবনির আইসি, জামবনির জয়েন ভিডিও মহাশয় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কানায় কানায় দর্শক পূর্ণ মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। টসে জিতে বেড়া গাড়ি রয়েলস 132 রান করে, বেঙ্গল টাইগার্স একশো কুড়ি রানে থেমে যায় অর্থাৎ বেড়া গাড়ি রয়েলস 12 রানে জয়লাভ করলো। এই ম্যাচের বিশেষ আকর্ষণ ছিল ডান্সিং আম্পায়ার মিস্টার টি ভৌমিক। বেড়া গাড়ি রয়েলস নগদ 45 হাজার টাকা ও বিশাল এক সুদৃশ্য ট্রফি, বেঙ্গল টাইগার নগদ 35 হাজার টাকা ও বিশাল এক সুদৃশ্য টফি পাশাপাশি অন্যান্য প্রচুর পুরস্কার বিভিন্ন দলের খেলোয়াড়রা লাভ করলেন। সকলের সহযোগিতায় দ্বিতীয় বর্ষের যেমনি প্রিমিয়ার লিগ ক্রিকেট খুব সুন্দরভাবে সু-সম্পন্ন হলো। জেপিএল কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হলো।

শালতোড়িয়া আদিবাসী বিজলীবাতি মার্শাল ক্লাবের ৫০ বর্ষ পূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পদ্মশ্রী খেরোওয়াল সরেন।ঝাড়গ্ৰাম জে...
16/02/2022

শালতোড়িয়া আদিবাসী বিজলীবাতি মার্শাল ক্লাবের ৫০ বর্ষ পূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পদ্মশ্রী খেরোওয়াল সরেন।

ঝাড়গ্ৰাম জেলা ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি গ্ৰামপঞ্চায়েতের শালতোড়িয়া গ্ৰামে শালতোড়িয়া আদিবাসী বিজলীবাতি মার্শাল ক্লাবের ৫০ বছর পূর্তি ধূমধামের সহিত পালিত হয়। ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে ১৪ ও ১৫ ই ফেব্রুয়ারী ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ফুটবল খেলায় প্রথম স্থান অধিকার করে দিশা এন্ড লিসা স্পোটিং ক্লাব পচাখালি সাঁকরাইল ও দ্বিতীয় স্থান অধিকার করে বিবেক একাদশ ঝাড়গ্রাম। অনুষ্ঠানের প্রথম দিন উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেবনারায়ন রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ বেদপুরুষান্দ মহারাজ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপিবল্লভপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক চুড়ামনি মাহাত।১৫ ই ফেব্রুয়ারী ক্লাবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও লেখক সূর্য সিং বেসরা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত কালিপদ সরেন ওরফে খেরওয়াল সরেন, উপস্থিত ছিলেন দিল্লী সাহিত্য একাডেমী পুরস্কারে ভূষিত নিরঞ্জন হাঁসদা, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির যুগ্ম ব্লক আধিকারিক বৈদ্যনাথ হেম্ব্রম, লেখিকা চিন্ময়ী মারান্ডী, আবৃত্তিকার রেনুকা সরেন, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন,পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শিব শংকর সরেন সহ অন্যান্য বিশিষ্ট ব‌্যক্তিগণ। এদিন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তররের পক্ষ থেকে লাংড়ে ও বাহা নাচের দল ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন। এছাড়াও ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক রবীন্দ্রনাথ সরেন ও সভাপতি বৈদ্যনাথ মুর্মু সহ ক্লাবের অন্যান সদস্য ও সদস্যাবৃন্দ।

*জামবনী ব্লকের চিল্কীগড়ে তিলকা মাঝির জন্মজয়ন্তী উদযাপিত হল*।জামবনী ব্লকের চিল্কীগড় রাঙ্কিনী আদিম এভেন গাঁওতার উদ্যোগে...
12/02/2022

*জামবনী ব্লকের চিল্কীগড়ে তিলকা মাঝির জন্মজয়ন্তী উদযাপিত হল*।

জামবনী ব্লকের চিল্কীগড় রাঙ্কিনী আদিম এভেন গাঁওতার উদ্যোগে বাবা তিলকৌ মাঝির ২৭৩ তম জন্মবার্ষিকী ১১ ই ফেব্রুয়ারী পালিত হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *ভাবনা পত্রিকার সম্পাদক ও সারা ভারত লেখক সংঘের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক দ্বিজপদ হাঁসদা*। পতাকা উত্তোলন ও বাবা তিলকৌ মাঝির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও এদিন তিনি তিলকা ভবন নামাঙ্কিত গাঁওতার ভবনের শুভ উদ্বোধন করেন।বাবা তিলকৌ মাঝির জন্মজয়ন্তী উপলক্ষে এদিন ৫ কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন ছিল। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী মহাদেব টুডু, শিক্ষক ও সমাজসেবী জীবনকৃষ্ণ সরেন সহ অন্যান্য বিশিষ্ট ব‌্যক্তিগণ।

11/02/2022

*বাবা তিলকা মাঝির পূর্ণবয়াব মূর্তির শুভ উন্মোচন জামবনী ব্লকের কাদোডিহাতে*

ঝাড়গ্ৰাম জেলা জামবনি ব্লকের কাদোডিহা দত্তবাঁধ মোড়ে বাবা তিলকা মাঝির ২৭৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ণবয়াব মূর্তির উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ বাঁকুড়া ও ঝাড়গ্ৰাম জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচিটি হয়। দ্যা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড এর চেয়ারম্যান *বঙ্গভূষন বিরসা তিরকি* ফিতা কেটে ও মাল্যদানের মাধ্যমে বাবা তিলকা মাঝির মূর্তি শুভ উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *শ্রীকান্ত মাহাত*, প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্প, পশ্চিমবঙ্গ সরকার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতী সরেন , অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের স্টেট ভাইস প্রেসিডেন্ট। ছিলেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস,লোধা শবর কল্যান সমিতির সভাপতি খগেন্দ্রনাথ মান্ডি, পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শিব শংকর সরেন,বিনপুর ২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রাহলা হাঁসদা, সমাজসেবী অর্জুন হাঁসদা, সমাজসেবী মধুসূদন মুর্মু,জামবনি ব্লকের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষা কুনৌমি হাঁসদা। উদযাপন কমিটির তরফে উপস্থিত ছিলেন মদনমোহন মান্ডি, সভাপতি মূর্তি উযাপন কমিটি ও অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সহ-সভাপতি,সুনিল কুমার মান্ডি বাঁকুড়া জেলা ইউনিটের সভাপতি , ছিলেন ঝাড়গ্ৰাম জেলা ইউনিটের সভাপতি স্বপন শবর, মিলন সরেন পরিষদের রাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক,কালিচরন মুর্মু এক্সজুকেটিব মেম্বার ও পরিষদের বাঁকুড়া জেলা সেক্রেটারি মার্শাল টুডু।এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। এদিন ভারত জাকাত মাঝি পারগানা মহল হুলসৌয় পিড়েও এই মহতী কর্মসূচিতে সামিল হয়েছিল।

11/02/2022

বাবা তিলকা মাঝির পূর্ণবয়াব মূর্তির শুভ উন্মোচন অনুষ্ঠান জামবনী ব্লকের কাদোডিহাতে।

ঝাড়গ্ৰাম জেলা জামবনি ব্লকের কাদোডিহা দত্তবাঁধ মোড়ে বাবা তিলকা মাঝির ২৭৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ণবয়াব মূর্তির উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ বাঁকুড়া ও ঝাড়গ্ৰাম জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচিটি হয়। দ্যা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড এর চেয়ারম্যান বঙ্গভূষন বিরসা তিরকি ফিতা কেটে ও মাল্যদানের মাধ্যমে বাবা তিলকা মাঝির মূর্তি শুভ উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকান্ত মাহাত, প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্প, পশ্চিমবঙ্গ সরকার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতী সরেন , অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের স্টেট ভাইস প্রেসিডেন্ট। ছিলেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস,লোধা শবর কল্যান সমিতির সভাপতি খগেন্দ্রনাথ মান্ডি, পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শিব শংকর সরেন। উদযাপন কমিটির তরফে উপস্থিত ছিলেন মদনমোহন মান্ডি, সভাপতি মূর্তি উযাপন কমিটি ও অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সহ-সভাপতি,সুনিল কুমার মান্ডি বাঁকুড়া জেলা ইউনিটের সভাপতি , ছিলেন ঝাড়গ্ৰাম জেলা ইউনিটের সভাপতি স্বপন শবর, মিলন সরেন পরিষদের রাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক,কালিচরন মুর্মু এক্সজুকেটিব মেম্বার ও পরিষদের বাঁকুড়া জেলা সেক্রেটারি মার্শাল টুডু।এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। এদিন ভারত জাকাত মাঝি পারগানা মহল হুলসৌয় পিড়েও এই মহতী কর্মসূচিতে সামিল হয়েছিল।নিউজ - ঝাড়গ্রাম।।

স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক সমীর কুমার মহান্তী।ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা বহড়াগুড়া বিধানস...
10/02/2022

স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক সমীর কুমার মহান্তী।

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা বহড়াগুড়া বিধানসভার বহড়াগুড়া ব্লকের বনকাটি পঞ্চায়েতের মুরুনিয়া গ্ৰামে বিধায়ক সমীর কুমার মহান্তী উপ স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ধোধন করলেন।এই ভিত্তি অনুষ্ঠানের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেএম এম এর আদিত্য প্রধান,ব্লক সভাপতি অসিত মিশ্র,সহ সভাপতি মদন মান্না, আশিষ গিরি, মিঠুন কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সাংসদ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চন্দন আসন ও গৌরব পুষ্টি।

08/02/2022

আজ ঝাড়গ্রাম পৌরসভার ১৮টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিছিল করে নমিনেশন ফাইল করলেন। আবার সেই শ্লোগান.. খেলা হবে। রিপোর্ট- প্রবীর মাহাত, ঝাড়গ্রাম।

07/02/2022

নতুন বাস স্টোপিজ উদ্বোধন...

নতুন বাস স্টোপিস উদ্বোধন...
07/02/2022

নতুন বাস স্টোপিস উদ্বোধন...

বিনপুর ২ ব্লকের রতনপুর গ্ৰামীন মেলার বস্ত্রবিতরন অনুষ্ঠানে ব্লক সভাপতি রাহলা হাঁসদা।ঝাড়গ্রাম জেলা বিনপুর ২ ব্লক কাঁকো অ...
01/02/2022

বিনপুর ২ ব্লকের রতনপুর গ্ৰামীন মেলার বস্ত্রবিতরন অনুষ্ঠানে ব্লক সভাপতি রাহলা হাঁসদা।

ঝাড়গ্রাম জেলা বিনপুর ২ ব্লক কাঁকো অঞ্চলের রতনপুর গ্ৰামীন মেলাতে বস্ত্রবিতরন কর্মসূচি হয়। এদিন এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর ২ ব্লকের সভাপতি রাহলা হাঁসদা,বিনপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব মুর্মু, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক সৃজন হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন রতনপুর সংসদের পঞ্চায়েত সদস্য দেবাশীষ ভট্টাচার্য্য সহ অন্যান্য বিশিষ্ট ব‌্যক্তিগণ।

বিধায়ক সমীর কুমার মহান্তী কমিউনিটি ভবন মেরামতির জন্য অর্থ বরাদ্দ করলেন।চাকুলিয়া, পূর্ব সিংভূম, ঝাড়খন্ড,প্রবীর মাহাতঝা...
01/02/2022

বিধায়ক সমীর কুমার মহান্তী কমিউনিটি ভবন মেরামতির জন্য অর্থ বরাদ্দ করলেন।
চাকুলিয়া, পূর্ব সিংভূম, ঝাড়খন্ড,প্রবীর মাহাত

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা বহড়াগুড়া বিধানসভার বিধায়ক সমীর কুমার মহান্তী চাকুলিয়া ব্লকের বিরদোহ পঞ্চায়েতের বিরদোহ গ্ৰামে কমিউনিটি ভবন মেরামতির জন্য তাঁর বিধায়ক ফান্ড থেকে নতুন করে অর্থ বরাদ্দ করলেন। এদিন বিধায়ক সমীর কুমার মহান্তী কমিউনিটি ভবন মেরামতির জন্য নারকেল ফাটিয়ে ফলকের শিল্যানাস করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জে এম এম ব্লক অধ্যক্ষ ধনঞ্জয় করুণাময়, সচিব বলরাম মাহাতো, বাবলু মুর্মু, নির্মল মাহাত,অমল গোপ, কালিদাস হেম্ব্রম সহ অনেকেই।

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা চাকুলিয়া ব্লক লোধাশুলি গ্ৰামপঞ্চায়েতের নীমডি গ্ৰামের বীর শহীদ রুটু মুর্মুর শহীদ দিবস পালি...
31/01/2022

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা চাকুলিয়া ব্লক লোধাশুলি গ্ৰামপঞ্চায়েতের নীমডি গ্ৰামের বীর শহীদ রুটু মুর্মুর শহীদ দিবস পালিত হলো। শহীদ দিবস পালনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহড়াগুড়া বিধানসভার বিধায়ক সমীর মহান্তী। এদিন বিধায়ক সমীর মহান্তী শহীদ রুটু মুর্মুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহীদ রুটু মুর্মুর মূর্তিটিকে গ্ৰীল দিয়ে ঘেরা করে তার সৌন্দর্যকরন বৃদ্ধি করা হবে বলে জানা যায়। এদিন শহীদ রুটু মুর্মুর মূর্তি গ্ৰীল দিয়ে ঘেরা প্রকল্পের শিল্যানাস করলেন বিধায়ক সমীর মহান্তী। পাশাপাশি এদিন নিমডি গ্ৰামের পরিচালনায় খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।এই খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাইজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহড়াগুড়া বিধানসভার বিধায়ক সমীর মহান্তী।তিনি শহীদ রুটু মুর্মুর পরিবারের সাথে কথা বলেন এবং তাঁর পরিবারকে আর্থিক সহায়তাও করেন। এদিন বিধায়কের সহিত উপস্থিত ছিলেন রাজা বারিক,গোপাল মুর্মু,মাতাল হাঁসদা,সুলীন মুর্মু,সুধারাম মুর্মু,মানিক মুর্মু,সনু বারিক সহ আরো অনেকে।

29/12/2021

আজ "জঙ্গলমহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ "এর ডাকে- ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লক এর বিডিও কে ১১দফা দাবির ডেপুটেশনে জন জোয়ার। উপস্থিত ছিলেন:- সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক:- প্রবীর মাহাত, সহ-সম্পাদক:- সঞ্জয় মাহাত, সহ-সভাপতি:- শালকু টুডু সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
দাবি গুলি হলো-- ১) প্রতি বুথে সরকারি মূল্যে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কিনতে হবে।
২) সরকারি ব্লক স্তরের প্রোগ্রামে অংশগ্রহণ এর সুযোগ দিতে হবে।
৩) জঙ্গল মহল এর প্রকৃত বঞ্চিত শিল্পী দের ভাতা দিতে হবে।
৪) জঙ্গল মহল এর সমস্ত সংস্কৃতি কে নিয়ে একাডেমী করতে হবে।
৫) জঙ্গলে গাছ কমে যাচ্ছে, গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে।
৬) বন ও বন্য প্রাণী সংরক্ষণ, হাতির আক্রমণ থেকে মানুষ কে রক্ষা করতে হবে।
সহ ১১দফা দাবি ।। নিউজ- ঝাড়গ্রাম।।

29/12/2021

আজ "জঙ্গলমহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ" এর ডাকে- ১১ দফা দাবিতে বিডিও কে রেপুটেশন।

এখন ঝাড়গ্রামে....
27/12/2021

এখন ঝাড়গ্রামে....

13/12/2021
সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা প্রচার: আজ ০১\১২\২০২১ সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক পদযাত্রা আয়োজন ...
01/12/2021

সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা প্রচার:
আজ ০১\১২\২০২১ সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক পদযাত্রা আয়োজন করা হয়েছিল মেদিনীপুর কলিজিয়েট স্কুলের গেট থেকে শুরু হয় ও শেষ হয় কালেক্টর মোড় । তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সমাজ সেবি সংস্থাগুলিকে। আমন্ত্রণ জানানো হয়েছিল জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ও সরকরি আধিকারিকদের ও।
মেদিনীপুর শহরের মাইকের মাধ্যমে সংগঠনের সদস্য ডঃ শান্তনু পান্ডা এডস রোগ সম্বন্ধে বিস্তারিত ভাবে প্রচার করেন। এই পদযাত্রা তে অংশগ্রহণ করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মধ্যক্ষ শ্যামপদ পাত্র মহাশয়, রবীন্দ্রস্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ ওঝা মহাশয়, সাইকেলার্স ক্লাবের সভাপতি নবনীতা মিশ্র ও সদস্য বৃন্দ, কেশপুর ব্লাড ব্যাংকের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সদস্যরা, মহিলা সংগঠন অদ্বিতীয়ার সভাপতি পাঞ্চালি চক্রবর্তী ও সদস্যবৃন্দ, বেঙ্গাই উদ্যোগী সংঘ এর সম্পাদক রাহুল কোলে ও সদস্য বৃন্দ, আলো ট্রাস্টের কর্ণধার কমল কৃষ্ণ কুইলা মহাশয়, শক্তি সংঘ ব্যায়ামাগার এর পক্ষ থেকে মিন্টু করণ ও সদস্যরা, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক সুদীপ কুমার খাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে পদযাত্রায় অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজা ও রোমিও । জেলাশাসকের কার্যালয়ের গেটের সামনে একটি পথসভা করা হয় । সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করেন সদস্য দীপেশ দে। এখানে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র,গোপাল সাহা,ডঃ শান্তনু পান্ডা, পাঞ্চালি চক্রবর্তী, রাহুল কোলে,লক্ষন ওঝা,কমল কৃষ্ণ কুইল্যা। অনুষ্ঠাটি সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সম্পাদিকা পারমিতা সাউ ও উপস্থিত সকলকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান। সংগঠনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন নরোত্তম দে, মুনমুন ঘোষ, অপর্না দাস, পিন্টু সাউ, বিজয় দাস,অরিত্র দাস, অনীশ সাউ।।

আজ ঝাড়গ্রাম শহরে জন জোয়ার।জঙ্গল মহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ এর ডাকে ৮দফা দাবিতে ডি এম ডেপুটেশন দেওয়া হয় । উ...
30/11/2021

আজ ঝাড়গ্রাম শহরে জন জোয়ার।
জঙ্গল মহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ এর ডাকে ৮দফা দাবিতে ডি এম ডেপুটেশন দেওয়া হয় । উপস্থিত ছিলেন :- সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক:- প্রবীর মাহাত, সভাপতি:- শিবাজী মাহাত, শালকু টুডু, সঞ্জয় মাহাত সহ ব্লক নেতৃত্ব।।

দলে দলে যোগ দিন
30/11/2021

দলে দলে যোগ দিন

চলে গেলেন ঝুমুর শিল্পী শ্যামলী রানী। ঝাড়গ্রাম শহরের শিব মন্দির মোড়েপথ দুর্ঘটনায় মারা গেলেন ঝুমুর শিল্পী শ্যামলী রানী,...
18/11/2021

চলে গেলেন ঝুমুর শিল্পী শ্যামলী রানী। ঝাড়গ্রাম শহরের শিব মন্দির মোড়ে
পথ দুর্ঘটনায় মারা গেলেন ঝুমুর শিল্পী শ্যামলী রানী, তার বয়স মাত্র ২২ বছর।রেখে গেলেন দুই শিশু কন্যাকে।।

আজ কালি পূজোর দিনে প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৬।
04/11/2021

আজ কালি পূজোর দিনে প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৬।

Address

College Road, Jhargram , Pin/
Jhargram
721507

Telephone

+917872791213

Website

Alerts

Be the first to know and let us send you an email when খবর বঙ্গভূমি Live tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share