Aarsi 24×7 News

Aarsi 24×7 News আপনিই আপনার এলাকার রিপোর্টার।
আপনার এলাকার খবর পৌঁছে দিতে হোয়াটসঅ্যাপ করুন ৮৯৭২৮৮৬৩০৬ নম্বরে।

30/03/2024

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ প্রনত টুডু।

22/03/2024
বাসের সাথে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ।মানিকপাড়া ঢোকার আগেই বালিভাসা টোল প্লাজার সামনে সকালে আনুমানিক ১০টা ৪০ মিনিট নাগ...
18/03/2024

বাসের সাথে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ।

মানিকপাড়া ঢোকার আগেই বালিভাসা টোল প্লাজার সামনে সকালে আনুমানিক ১০টা ৪০ মিনিট নাগাদ ট্যাঙ্কারের সাথে যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।আহত প্রায় ১৭ জন। ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহতদের হাসপাতালে দেখতে যান জেলাশাসক সুনীল আগরওয়াল,এসডিপিও শামীম বিশ্বাস ও ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার। পাশাপাশি এদিন ডাঃ প্রনত টুডুও দুর্ঘটনায় আহতদের সাথে হাসপাতালে দেখা করেন।

17/03/2024

,

17/03/2024




16/03/2024

লোকসভা নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন করে কি বললেন ঝাড়গ্রামের জেলাশাসক শুনুন।

 #৭ দফায় লোকসভা নির্বাচন।
16/03/2024

#৭ দফায় লোকসভা নির্বাচন।

14/03/2024

জাম্বনী ব্লকের চিল্কীগড়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালিপদ সরেন ওরফে খেরওয়াল সরেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ব্রিগেডের জনগর্জন সভা থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী  কালিপদ সরেন ওরফে খেরওয়াল সরেন এর  নাম ...
10/03/2024

ব্রিগেডের জনগর্জন সভা থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন ওরফে খেরওয়াল সরেন এর নাম ঘোষণা করলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

05/03/2024

পশ্চিম মেদিনীপুরের জনসভা থেকে ১০ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ  গঙ্গোপাধ্যায়।
05/03/2024

বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

03/03/2024

#বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম ব্লক লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালতোড়িয়া গ্রামে দু 'দিবসীয় ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার ও রবিবার অনুষ্ঠিত হয়। এই ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শালতোড়িয়া আদিবাসী বিজলীবাতি মার্শাল ক্লাবের পরিচালনায় হয়। ক্লাব সংলগ্ন মাঠে সিধু মুর্মু ও কানহু মুর্মুর যে পূর্ণবয়াব মূর্তি রয়েছে সেখানে উপস্থিত অতিথিগণ মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অতিথিদের পুষ্প স্তবক এবং উত্তরীয় দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত অতিথিগণ ফাইনাল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এই ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ও বঙ্গবিভূষণ পুরস্কারপ্রাপ্ত লেখক ও নাট্যকার কালিপদ সরেন, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, সাধু রামচাঁদ মুরমু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম এর' ল 'অফিসার মঙ্গল সরেন, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবু সাহা, সারা ভারত সান্তালি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি লক্ষণ কিস্কু, কবি অতুল হাঁসদা, শালতোড়িয়া গ্রামের মাঝি বাবা রাজারাম মান্ডি , ক্লাবের সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, সভাপতি বৈদ্যনাথ মুরমু, সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

02/03/2024

AITC National Spokesperson* Dr Shashi Panja fact-checks PM Modi for his *misleading claims on MANREGA

02/03/2024

১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের নিয়ে জাম্বনি ব্লকের গিধনিতে শুক্রবার এক আলোচনা সভা হল।ব্লক প্রশাসনের উদ্দ্যোগে ও গিধনি গ্ৰামপঞ্চায়েতের ব্যবস্থাপনায় আলোচনা সভাটি হয়।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সেক্রেটারি, জামবনি পঞ্চায়েত সমিতির আধিকারিক ও গিধনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য।

01/03/2024

_Debangshu Bhattacharya to PM Modi:_ *Voters will take _Chot ka badla vote se_* from you and BJP in upcoming elections

বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
01/03/2024

বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

22/02/2024

ঝাড়গ্রামের গজাশিমুল গ্রামে বিদুচাঁদান অল ইতুন আসড়ার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

২১ শে ফেব্রুয়ারী বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ দিনে ঝাড়গ্রাম জেলা লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গজাশিমুল গ্রামে বিদুচাঁদান অল ইতুন আসড়া ( অলচিকি লিপিতে পঠন পাঠন স্কুলের) শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। গজাশিমুল গ্রামের মাঝি বাবা,গ্ৰামবাসীগন ও ভারত জাকাত মাঝি পারগানা মহলের উদ্যোগে এই বিদুচাঁদান অল ইতুন আসড়ার কর্মসূচিটি শুরু হয়। এদিন সাঁওতাল সমাজের রীতি অনুযায়ী ধমসা মাদলের তালে ও আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। উপস্থিত অতিথিদের বরণ ও অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২০২৫ সালে অলচিকি লিপি ১০০ বছরে পদার্পণ করতে চলেছে। তাই আদিবাসী জনগোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের সকল স্তরের মানুষ যাতে অলচিকি লিপির মাধ্যমে পঠন পাঠন করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে বলে জানা যায়। এদিন এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রণত টুডু, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি মাডোয়ো জুয়ৌন গাঁওতার সাধারণ সম্পাদক প্রবীর মুর্মু, মল মুলুক জগ পারগানা দুর্গাপদ হাঁসদা, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদের ঝাড়গ্রাম জেলা সদস্য রবীন্দ্রনাথ সরেন, গজাশিমুল গ্রামের মাঝি বাবা কানাই হেমব্রম, সমাজসেবী গুরুপদ মুর্মু ও বিরুন টুডু সহ অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতি ছিল। এদিন ডাঃ প্রনত টুডু উপস্থিত কচিকাচা ও গ্রামবাসীদের হাতে অলচিকি লিপি শেখার বই নিজ হাতে তুলে দেন। এবং গজাশিমুল গ্রামের বিদুচাঁদান অল ইতুন আসড়ার পরিচালন কমিটির হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেন। ডাঃ প্রণত টুডু বরাবরই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের পাশে থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

29/01/2024

ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লকের অন্তর্গত মুনিয়াদা মান্ডি চকে রবিবার সন্ধ্যায় স্বাধীনতা সংগ্ৰামী বীর শহীদ রঘুনাথ মাহাতর পূর্ণবয়াব মূর্তির শুভ উন্মোচন করলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। বীর শহীদ রঘুনাথ মাহাত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই মূর্তিটি স্থাপন করা হয়।

21/01/2024

২৪ জানুয়ারী ডিএম ডেপুটেশনের প্রস্তূতি ।এই প্রস্তূতি কর্মসূচিটি ঝাড়গ্ৰামের পাঁচ মাথা মোড়ে হয়। এই মিছিল ও প্রস্তূতি সভায় উপস্থিত ছিলেন মনোজ কূমার মান্ডী,কচিরাম টুডু,গুরুপদ মুর্মু,সন্জয় মুর্মু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল। মাধ্যমিক ১১.৪৫ এর পরিবর্তে ৯.৪৫ এবং উচ্চ মাধ্যমিক ১২ টার পরিবর্তে ৯.৪৫ এ শুর...
18/01/2024

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল। মাধ্যমিক ১১.৪৫ এর পরিবর্তে ৯.৪৫ এবং উচ্চ মাধ্যমিক ১২ টার পরিবর্তে ৯.৪৫ এ শুরু হবে।

দলের নির্দেশ অনুসারে জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্বতন সভাপতি মধুসূদন মুর্মুকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন...
18/01/2024

দলের নির্দেশ অনুসারে জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্বতন সভাপতি মধুসূদন মুর্মুকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক হিসেবে নিযুক্ত করল জেলা তৃণমূল কংগ্রেস।

জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত ব্লক সভাপতি ফকির মান্ডিকে  আজ সংবর্ধনা জানাল। গিধনী ৪ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের...
18/01/2024

জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত ব্লক সভাপতি ফকির মান্ডিকে আজ সংবর্ধনা জানাল। গিধনী ৪ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সংবর্ধনা জানানো হয়।

জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত ব্লক সভাপতি হলেন ফকির মান্ডি।
18/01/2024

জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত ব্লক সভাপতি হলেন ফকির মান্ডি।

বুধবার জাম্বনী ব্লকের ব্লক ফুটবল মাঠে ঝাড়গ্রাম জেলা সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধন হল। ফিতা কেটে, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ...
18/01/2024

বুধবার জাম্বনী ব্লকের ব্লক ফুটবল মাঠে ঝাড়গ্রাম জেলা সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধন হল। ফিতা কেটে, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও পায়রা উড়িয়ে সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধন করেন জেলাশাসক সুনীল আগরওয়াল। মেলাটি ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাকুমাশাসক, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা,জাম্বনী পঞ্চায়েত সমিতির আধিকারিক, জাম্বনী পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মু সহ অন্যান্য বিশিষ্টজন।

14/01/2024

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সাঁওতে আয়মা গাতে গাঁওতা কোওয়াঃ সম্মিলিত উদযুগতে দারায় কান ২৪ শে জানুয়ারি সারা রাজ্য রেনাঃ ডিএম অফিসরে ঐতিহাসিক গনডেপুটশন আর বিক্ষোভ সমাবেশ রেনাঃ কামিহরা সাব আকানা।ওনা সাখি সভায় লাগিৎ তেহেঞ জাম্বনী ব্লক ধড়সা অঞ্চল রেনাঃ মুনিয়াদা মান্ডি চক সাঁওতে জামডহরী আতোরে পোস্টারিং সাঁওতে সচেতনতা মূলক শিবির হঁ হৌয় এনা। সেটের কিন তাঁহেকানা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য কমিটি রিনিজ সদস্য শ্যামাপদ মুর্মু, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ঝাড়গ্রাম শাখা রিনিজ সভাপতি বৈদ্যনাথ হাঁসদা সহ আতো মাঝি বাবা,পৌঠয়ৌ সাঁওতে মাঝি হপন ক সেটের ক তাঁহেকানা।

13/01/2024

শুক্রবার গিধনী ৪ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী পালিত হল। পাশাপাশি এদিন গিধনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গিধনী বাজারে সাফাই অভিযান কর্মসূচি হল। এই কর্মসূচিতে
উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কুনামি হাঁসদা , গিধনী অঞ্চল উপ- প্রধান প্রবীর চক্রবর্তী এবং জামবনী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় পানি ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তারাচাঁদ সরেন সহ গিধনী অঞ্চলের যুব সভাপতি অশোক লাল সহ অন্যান্যজন।

08/01/2024

জাম্বনী ব্লকের ধড়সা গ্ৰামপঞ্চায়েত অন্তর্গত মুনিয়াদা গ্ৰামে পাড়া বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষা তথা জাম্বনী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কুনামী হাঁসদা।

08/01/2024

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শিলদাতে প্রকাশ্য সভার প্রস্তুতি সভা শিলদাতে অনুষ্ঠিত হল।

২৪ শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস শিলদাতে এক প্রকাশ্য সভার আয়োজন করেছে। তারই প্রস্তুতি সভা হিসেবে আজ শিলদা শিবশক্তি কমিউনিটি হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। জানা যায় বিনপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচিটি হবে।ওই দিন রাজ্য নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন জেলার এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি তথা বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা , ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষা কুনামী হাঁসদা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস এসটি সেলের সভাপতি অর্জুন হাঁসদা,ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র, বেলপাহাড়ী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব মাহাত,জাম্বনী পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মু,জাম্বনী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হিমাংশু দত্ত সহ বিনপুর বিধানসভার প্রত্যেকটি ব্লক ও অঞ্চল থেকে তৃণমূল আরো অনেক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

06/01/2024

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলন ও সংবর্ধনা সভা জাম্বনী ব্লকে অনুষ্ঠিত হল।

ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের এস ,এইচ, জি সভাগৃহে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জাম্বনী ব্লক কমিটির উদ্যোগে প্রথম দ্বি - বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। এদিন গিধনী বাজারে রেলি সহকারে মিছিল পরিক্রমা করে। এদিন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ফেডারেশনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা বিনপুর এসটি বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষা কুনামী হাঁসদা,ঝাড়গ্রাম পৌরসভার পৌর মাতা কবিতা ঘোষ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিশীথ মাহাত সহ ফেডারেশনের কর্মকর্তাগন ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৯ তম জন্মদিন কেক কেটে উদযাপিত হয়।ঝাড়গ্রা...
05/01/2024

ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৯ তম জন্মদিন কেক কেটে উদযাপিত হয়।ঝাড়গ্রাম জেলা খেলা হবে সোস্যাল মিডিয়া টিমের উদ্যোগে এই কর্মসূচিটি হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, পৌর মাতা কবিতা ঘোষ , ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাত, যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা খেলা হবে সোস্যাল মিডিয়া টিমের মূল কান্ডারী সুদীপ্ত চক্রবর্তী,রেহান আলি ,বিভাস মাহাত ও বিপ্লব পাল।

Address

Jhargram

Telephone

+918972886306

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aarsi 24×7 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aarsi 24×7 News:

Videos

Share