ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ প্রনত টুডু।
,#jamboni
#jamdahari
#radhagobindanamsangkirtan
লোকসভা নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন করে কি বললেন ঝাড়গ্রামের জেলাশাসক শুনুন।
জাম্বনী ব্লকের চিল্কীগড়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালিপদ সরেন ওরফে খেরওয়াল সরেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পশ্চিম মেদিনীপুরের জনসভা থেকে ১০ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম ব্লক লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালতোড়িয়া গ্রামে দু 'দিবসীয় ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার ও রবিবার অনুষ্ঠিত হয়। এই ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শালতোড়িয়া আদিবাসী বিজলীবাতি মার্শাল ক্লাবের পরিচালনায় হয়। ক্লাব সংলগ্ন মাঠে সিধু মুর্মু ও কানহু মুর্মুর যে পূর্ণবয়াব মূর্তি রয়েছে সেখানে উপস্থিত অতিথিগণ মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অতিথিদের পুষ্প স্তবক এবং উত্তরীয় দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত অতিথিগণ ফাইনাল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এই ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ও বঙ্গবিভূষণ পুরস্কারপ্রাপ্ত ল
AITC National Spokesperson* Dr Shashi Panja fact-checks PM Modi for his *misleading claims on MANREGA
১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের নিয়ে জাম্বনি ব্লকের গিধনিতে শুক্রবার এক আলোচনা সভা হল।ব্লক প্রশাসনের উদ্দ্যোগে ও গিধনি গ্ৰামপঞ্চায়েতের ব্যবস্থাপনায় আলোচনা সভাটি হয়।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সেক্রেটারি, জামবনি পঞ্চায়েত সমিতির আধিকারিক ও গিধনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য।
_Debangshu Bhattacharya to PM Modi:_ *Voters will take _Chot ka badla vote se_* from you and BJP in upcoming elections
ঝাড়গ্রামের গজাশিমুল গ্রামে বিদুচাঁদান অল ইতুন আসড়ার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
২১ শে ফেব্রুয়ারী বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ দিনে ঝাড়গ্রাম জেলা লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গজাশিমুল গ্রামে বিদুচাঁদান অল ইতুন আসড়া ( অলচিকি লিপিতে পঠন পাঠন স্কুলের) শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। গজাশিমুল গ্রামের মাঝি বাবা,গ্ৰামবাসীগন ও ভারত জাকাত মাঝি পারগানা মহলের উদ্যোগে এই বিদুচাঁদান অল ইতুন আসড়ার কর্মসূচিটি শুরু হয়। এদিন সাঁওতাল সমাজের রীতি অনুযায়ী ধমসা মাদলের তালে ও আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। উপস্থিত অতিথিদের বরণ ও অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২০২৫ সালে অলচিকি লিপি ১০০ বছরে পদার্পণ করতে চলেছে। তাই আদিবাসী জনগ
ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লকের অন্তর্গত মুনিয়াদা মান্ডি চকে রবিবার সন্ধ্যায় স্বাধীনতা সংগ্ৰামী বীর শহীদ রঘুনাথ মাহাতর পূর্ণবয়াব মূর্তির শুভ উন্মোচন করলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। বীর শহীদ রঘুনাথ মাহাত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই মূর্তিটি স্থাপন করা হয়।
২৪ জানুয়ারী ডিএম ডেপুটেশনের প্রস্তূতি ।এই প্রস্তূতি কর্মসূচিটি ঝাড়গ্ৰামের পাঁচ মাথা মোড়ে হয়। এই মিছিল ও প্রস্তূতি সভায় উপস্থিত ছিলেন মনোজ কূমার মান্ডী,কচিরাম টুডু,গুরুপদ মুর্মু,সন্জয় মুর্মু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সাঁওতে আয়মা গাতে গাঁওতা কোওয়াঃ সম্মিলিত উদযুগতে দারায় কান ২৪ শে জানুয়ারি সারা রাজ্য রেনাঃ ডিএম অফিসরে ঐতিহাসিক গনডেপুটশন আর বিক্ষোভ সমাবেশ রেনাঃ কামিহরা সাব আকানা।ওনা সাখি সভায় লাগিৎ তেহেঞ জাম্বনী ব্লক ধড়সা অঞ্চল রেনাঃ মুনিয়াদা মান্ডি চক সাঁওতে জামডহরী আতোরে পোস্টারিং সাঁওতে সচেতনতা মূলক শিবির হঁ হৌয় এনা। সেটের কিন তাঁহেকানা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য কমিটি রিনিজ সদস্য শ্যামাপদ মুর্মু, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ঝাড়গ্রাম শাখা রিনিজ সভাপতি বৈদ্যনাথ হাঁসদা সহ আতো মাঝি বাবা,পৌঠয়ৌ সাঁওতে মাঝি হপন ক সেটের ক তাঁহেকানা।
শুক্রবার গিধনী ৪ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী পালিত হল। পাশাপাশি এদিন গিধনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গিধনী বাজারে সাফাই অভিযান কর্মসূচি হল। এই কর্মসূচিতে
উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কুনামি হাঁসদা , গিধনী অঞ্চল উপ- প্রধান প্রবীর চক্রবর্তী এবং জামবনী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় পানি ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তারাচাঁদ সরেন সহ গিধনী অঞ্চলের যুব সভাপতি অশোক লাল সহ অন্যান্যজন।