27/03/2024
♦️উত্তমকুমারকে কেন মহানায়ক বলা হয়?
উত্তমকুমারকে কেন মহানায়ক বলা হয় সেটা ওনার অভিনয় দেখলে নিজেরই ব্যাপারটা হৃদয়ঙ্গম হবে।
মহানায়ক উত্তমকুমার প্রায় আড়াইশো চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার মধ্যে অধিকাংশ ছায়াছবিতেই ওনার অনবদ্য অভিনয়ের স্বাক্ষর দেখতে পাওয়া যায় এবং বোঝা যায় কেন মানুষ ওনাকে "মহানায়ক" হিসাবে ভূষিত করেছেন। দুর্ভাগ্যবশত ১৯৫২ আগের এবং তারপরেরও বেশ কিছু ছায়াছবির সংস্করণ আর পাওয়াই যায় না, অর্থাৎ সেই সমস্ত ছায়াছবিগুলো আমরা চিরতরে হারিয়ে ফেলেছি।
যেগুলো পাওয়া যায় তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য ছায়াছবি "বসু পরিবার" দিয়ে যাত্রা শুরু ... আর তারপর বাকিটা তো ইতিহাসঃ
১। সাড়ে চুয়াত্তর
২। ওরা থাকে ওধারে
৩। চাঁপাডাঙার বৌ
৪। অগ্নি পরীক্ষা
৫। গৃহপ্রবেশ
৬। মন্ত্র শক্তি
৭। ব্রতচারিনী
৮। সদানন্দের মেলা
৯। বিধিলিপি
১০। অনুপমা
১১। উপহার
১২। সবার ওপরে
১৩। কঙ্কাবতীর ঘাট
১৪। রাইকমল
১৫। সাঁঝের প্রদীপ
১৬। শাপ মোচন - **
১৭। ত্রিযামা
১৮। শ্যামলী
১৯। শিল্পী - **
২০। শঙ্কর নায়ারণ ব্যাঙ্ক
২১। সাহেব বিবি গোলাম - **
২২। সাগরিকা - **
২৩। পুত্রবধূ
২৪। নবজন্ম
২৫। রাত ভোর
২৬। সুরের পরশে
২৭। পৃথিবী আমারে চায়
২৮। পথে হল দেরি - **
২৯। হারানো সুর - **
৩০। চন্দ্রনাথ - **
৩১। তাসের ঘর
৩২। জীবন তৃষ্ণা
৩৩। সূর্য্যতোরণ
৩৪। ইন্দ্রানী - **
৩৫। রাজলক্ষী শ্রীকান্ত
৩৬। বন্ধু
৩৭। মরুতীর্থ হিংলাজ - **
৩৮। চাওয়া পাওয়া - **
৩৯। বিচারক - **
৪০। সোনার হরিণ
৪১। পুষ্পধনু
৪২। অবাক পৃথিবী
৪৩। শুন বারনারি
৪৪। রাজা সাজা
৪৫। মায়া মৃগ
৪৬। কুহক
৪৭। হাত বাড়ালেই বন্ধু
৪৮। খোকাবাবুর প্রত্যাবর্তন - **
৪৯। শখের চোর
৫০। শহরের ইতিকথা
৫১। সাথীহারা
৫২। সপ্তপদী - **
৫৩। দুই ভাই
৫৪। ঝিন্দের বন্দি
৫৫। অগ্নিসংস্কার
৫৬। বিপাশা - **
৫৭। শিউলিবাড়ি
৫৮। উত্তরায়ণ
৫৯। সূর্য্যশিখা
৬০। শেষ অঙ্ক
৬১। ভ্রান্তি বিলাস
৬২। দেওয়া নেওয়া - **
৬৩। নিশীথে
৬৪। মোমের আলো
৬৫। লাল পাথর
৬৬। জতুগৃহ - **
৬৭। বিভাস
৬৮। সূর্য্যতপা
৬৯। থানা থেকে আসছি
৭০। রাজকন্যা
৭১। রাজদ্রোহী
৭২। শুধু একটি বছর
৭৩। নায়ক - **
৭৪। কাল তুমি আলেয়া
৭৫। শঙ্খবেলা
৭৬। নায়িকা সংবাদ
৭৭। চিড়িয়াখানা - **
৭৮। এন্টনি ফিরিঙ্গি - **
৭৯। জীবন মৃত্যু
৮০। গৃহদাহ
৮১। চৌরঙ্গী - **
৮২। চিরদিনের
৮৩। অপরিচত - **
৮৪। কমললতা
৮৫। শবরমতি
৮৬। মন নিয়ে
৮৭। সুখসারি
৮৮। মঞ্জরী অপেরা
৮৯। কলঙ্কিত নায়ক
৯০। নিশিপদ্ম - **
৯১। বিলম্বিত লয়
৯২। দুটি মন
৯৩। রাজকুমারী
৯৪। ধন্যি মেয়ে
৯৫। ছদ্মবেশী - **
৯৬। আলো আমার আলো
৯৭। জয়জয়ন্তী
৯৮। এখানে পিঞ্জর - **
৯৯। জীবন জিজ্ঞাসা
১০০। নাবরাগ
১০১। স্ত্রী - **
১০২। হার মানা হার -**
১০৩। মেমসাহেব
১০৪। বিরাজ বৌ
১০৫। ছিন্নপত্র
১০৬। সোনার খাঁচা -**
১০৭। বনপলাশীর পদাবলী
১০৮। রৌদ্র ছায়া
১০৯। রাতের রজনীগন্ধা
১১০। যদু বংশ - **
১১১। অমানুষ - **
১১২। বিকালে ভোরের ফুল
১১৩। রক্ততিলক
১১৪। রোদন ভরা বসন্ত
১১৫। সন্যাসী রাজা - **
১১৬। অগ্নিশ্বর -**
১১৭। মৌচাক
১১৮। কাজললতা
১১৯। আমি সে ও সখা
১২০। নগর দর্পনে
১২১। প্রিয় বান্ধবী
১২২। বাঘ বন্দি খেলা -**
১২৩। বহ্নিশিখা -**
১২৪। নিধিরাম সর্দার
১২৫। আনন্দমেলা
১২৬। আনন্দ আশ্রম -**
১২৭। কিতাব
১২৮। সব্যসাচী -**
১২৯। ভোলা ময়রা -**
১৩০। অসাধারণ
১৩১। দুই পুরুষ
১৩২। বন্দি
১৩৩। ধানরাজ তামাং
১৩৪। শ্রীকান্তের উইল
১৩৫। দেবদাস
১৩৬। নবদিগন্ত
১৩৭। দুই পৃথিবী
১৩৮। ওগো বধূ সুন্দরী - **
১৩৯। কলঙ্কিনী কঙ্কাবতী -**
১৪০। খনা বরাহ
১৪১। প্রতিশোধ
১৪২। নায়ক …….. ইত্যাদি আরো অসংখ্য ছায়াছবিঃ
হেন্ কোন চরিত্র আপনি ভাবতে পারবেন না যে চরিত্রে মহানায়ক উত্তমকুমার অভিনয় করেননি যা যেকোন অভিনেতার জীবনেই স্বপ্ন ।
যেমনঃ
নায়ক, খলনায়ক, গায়ক, লেখক, সাহিত্যিক, গৃহকর্তা, বড় ভাই, ছোট ভাই, ঘর জামাই, বেকার যুবক, পিতা, প্রেমিক, শিল্পী, যাত্রাপালার শিল্পী, গাজন শিল্পী, ডাক্তার, মনস্তত্ত্ববিদ, যন্ত্রাংশ প্রকৌশলী, উদ্ভিদ বিজ্ঞানী, অভিনেতা, শিক্ষক, স্কুল মাস্টার, খেলোয়াড়, ব্যায়াম বীর, জ্যোতিষবিদ গণৎকার, অন্ধ, বিকলাঙ্গ, ঐতিহাসিক চরিত্র, কবিয়াল, অলস উচ্ছৃঙ্খল জমিদার, অত্যাচারী রাজা, প্রজাবৎসল রাজা, নবাব, বাদশা, সন্যাসী, পাদ্রী, উকিল, মোক্তার, জজ, ব্যারিস্টর, শিকারী, ব্যবসাদার, বাড়িওয়ালা ভাড়াটে, পাইলট উড়োজাহাজ চালক, স্বদেশী বিপ্লবী, রাজদ্রোহী, সমাজ সংস্কারক, পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনীর সৈন্য/ব্রিগেডিয়ার, পাঞ্জাবি, মাড়োয়ারি, পর্তুগীজ, চৈনিক, চা বাগানের কুলি, হালুইকর ময়রা, ভৃত্য, কারখানার শ্রমিক, লরি ড্রাইভার, ড্রাইভার গাড়ির চালক, পাগল, উন্মাদ, মাতাল, ছিঁচকে চোর, ভবঘুরে, ফেরিওয়ালা, প্রতারক, ঠক জোচ্চোর, খুনি, কোঠিতে যাওয়া বাবু, দুঃশ্চরিত্র, লম্পট, দুর্নীতিগ্রস্ত নেতা, রাজনৈতিক নেতা, নারী পাচারকারী, স্বভাব মিথ্যাবাদী, পরোপকারী, গোবেচারা, শিড়দাঁড়াহীন নেতিবাচক মানুষ।
সম্ভবতঃ একজন পুরুষের জীবনের এমন কোন চরিত্র নেই যে চরিত্রে মহানায়ক উত্তমকুমার অভিনয় করেননি। এবং চূড়ান্ত অভিনয় ক্ষমতা দ্বারা প্রতিটি চরিত্রই ফুটিয়ে তুলেছেন একবারে জীবন্ত ভাবে।... আশা করি বুঝতে পারছেন কেন উনি - নায়কের নায়ক - মহানায়ক।।
( উপরের পোষ্টটি JALSA নামক ফেসবুক পেজ থেকে সংগৃহীত)