আধুনিকরণ হবে ভারত ও বাংলাদেশ ল্যান্ড পোর্ট এর চেয়ারম্যান, সরজমিনে।।
।।পেট্রাপোল সীমান্তের আদলে ঘোজাডাঙ্গা আধুনিকরণ হবে ভারত ও বাংলাদেশ ল্যান্ড পোর্ট এর চেয়ারম্যান, সরজমিনে।।
স্থায়ী পোস্ট অফিস পেল লেবুখালীর বাসিন্দারা খুশি সকলেই।।
স্থায়ী পোস্ট অফিস পেল লেবুখালীর বাসিন্দারা খুশি সকলেই।।
উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনে সাধারণ মানুষের ডাগ ঘরের দাবি ছিল দীর্ঘদিনের।
অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশনের উদ্যোগে পূজা, ঈদ, ক্রিসমাস মিলন উৎসব পালন।
মালদা,২৮ ডিসেম্বর : অল ইন্ডিয়া মাইনোরিটি
অর্গানাইজেশনের উদ্যোগে পূজা, ঈদ, ক্রিসমাস মিলন উৎসব পালন।
বুধবার রাতে মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত পঞ্চানন্দপুর পাগলারহাট এলাকায় পালন করা হয় মিলন উৎসব।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজ সমিরেশ্বর ব্রহ্মচারী, গোর্খা নেতা বিমল গুরুং। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীত শিল্পী অমিত পল, বিশিষ্ট সমাজসেবী বাবলা সরকার, সাহিত্যিক রাজ বসু, বিশিষ্ট সাংবাদিক মানব ব্যানার্জি,উদ্যোক্তা অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান নাসির আহমেদ সহ অন্যান্য শিল্পী ও বিশিষ্ট জনেরা।
বিভিন্ন ধর্মের মানুষদের উপস্থিতিতে পালন করা হয় পূজা, ঈদ, ক্রিসমাস মিলন উৎসব। স্থানীয় ও বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান মঞ্চে গান নাচ ও অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করেন।মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে আগত অতিথিরা
ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু
ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু
আবার ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়। তার নিথর দেহ ফিরে এলো বাড়িতে । বৃহস্পতিবার ভোরে শ্রমিকের দেহ বাড়ি পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারের। মৃত শ্রমিকের বাড়ি ইংরেজবাজার থানার শোভনগর অঞ্চলের মোহনপুর গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম শেখ জহিরুল। তিন মাস আগে দিল্লির মিরাটে টাওয়ারের কাজে গিয়েছিলো। গত ১২ ডিসেম্বর কাজ করারে ফেরার পথে ট্রাকটারে ধাক্কা লাগে। আহত হয়, হসপিটালে চিকিৎসা চলাকালীন ২৪ তারিখ মারা যাই। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ নিথর দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে
অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হলো।
আবগারি দপ্তরের অভিযানে ডেঙ্গুয়াঝাড় টি এস্টেট, রংধামালি, নয়নতারা, ভান্ডিগুড়ি, চিলিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হলো।
ফুটপাতে বসবাসকারী অসহায় মানুষদের শীতবস্ত্র উপহার
ফুটপাতে বসবাসকারী অসহায় মানুষদের শীতবস্ত্র উপহার
জালসা শুনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক।
মালদা:- জালসা শুনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক। মালদার কালিয়াচক থানার শাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলা এলাকার ঘটনা। গুলিবিদ্ধ যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, গুলিবিদ্ধ যুবকের নাম জাবেদ শেখ (২৭), বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই। পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রে বাড়ি থেকে কিছু দূরে জলসা শুনে বাড়ি ফিরছিল ওই যুবক। বাড়ি ফেরার পথে কয়েকশো মিটার দূরে ভুট্টা জমিতে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছুড়ে বলে অভিযোগ। কোমরে গুলি লাগে ওই যুবকের। রাতেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
দূয়ারে সরকার সরকারী সাহায্য হাতের কাছে পেয়ে খুশি বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা
সায়ন সেন, জলপাইগুড়ি:--- দূয়ারে সরকার সরকারী সাহায্য হাতের কাছে পেয়ে খুশি বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা
।অষ্টমতম দূয়ারে সরকার জলপাইগুড়িতে শিবির অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি মারদাসা ময়দানে চলছে শিবির টি।15ডিসেমবর থেকে শুরু হয়ে 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির টি। সাধারণ মানুষের সুবিধার জন্য সাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষির ভান্ডার ইত্যাদি সরকারী সুবিধা নিতে এখন ও দূয়ারে সরকারের শিবিরে যাচ্ছেন।যাদের ভুল হয়েছে তারা আবার নতুন ভাবে এই শিবিরটিতে এসে নতুন ভাবে ফিলাপ করে সরকারী সাহায্য নিতে যাচ্ছেন।
দূয়ারে সরকার সরকারী সাহায্য হাতের কাছে পেয়ে খুশি বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা
সায়ন সেন, জলপাইগুড়ি:--- দূয়ারে সরকার সরকারী সাহায্য হাতের কাছে পেয়ে খুশি বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা
।অষ্টমতম দূয়ারে সরকার জলপাইগুড়িতে শিবির অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি মারদাসা ময়দানে চলছে শিবির টি।15ডিসেমবর থেকে শুরু হয়ে 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির টি। সাধারণ মানুষের সুবিধার জন্য সাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষির ভান্ডার ইত্যাদি সরকারী সুবিধা নিতে এখন ও দূয়ারে সরকারের শিবিরে যাচ্ছেন।যাদের ভুল হয়েছে তারা আবার নতুন ভাবে এই শিবিরটিতে এসে নতুন ভাবে ফিলাপ করে সরকারী সাহায্য নিতে যাচ্ছেন।
বিয়ের মরসুম এবছরের মত শেষ।
সায়ন সেন, জলপাইগুড়ি:--- বিয়ের মরসুম এবছরের মত শেষ। কিন্তু আসছে বছর শুরু হতে চলেছে বিয়ের মরসুমের দ্বিতীয় পর্ব। তাই অল্প বিস্তর হলেও কেনাকাটি চলছে শহরের সোনার দোকানগুলোতে।
দুয়ারে সরকারের কর্মসূচিতে বসিরহাট স্বাস্থ্য জেলা
"দুয়ারে সরকারের কর্মসূচিতে বসিরহাট স্বাস্থ্য জেলা "
হিঙ্গলগঞ্জ ব্লকের প্রশাসনের উদ্যোগে ও হিঙ্গলগঞ্জ কমিউনিটি হল এ অনুষ্ঠিত হচ্ছে মহতী রক্তদান শিবির রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন পুরুষ ও মহিলা ৫০ থেকে ৬০ জন বেশি অংশই দেখা গেছে মহিলাদের ভিড় উক্ত শিবির থ্যালাসেমিয়া নির্ণয়ের পরীক্ষা করা হয় এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, স্যান্ডেলের বিল গ্রামীণ হসপিটালের BOMH অভিষিক দা , হিঙ্গলগঞ্জ এর শিক্ষার কর্মদক্ষ তুষার কান্তি মন্ডল, হিঙ্গলগঞ্জের প্রধান রূপা গুপ্তা হিঙ্গলগঞ্জের উপপ্রধান আব্দুল লতিফ গাজী, ও অন্যান্য বিশিষ্টজনেরা
*হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার সুন্দরবন।।
আর্সেনিকমুক্ত পানীয় জলের শুভ উদ্বোধন হলো হাসনাবাদের আমলানিতে
আর্সেনিকমুক্ত পানীয় জলের শুভ উদ্বোধন হলো হাসনাবাদের আমলানিতে
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের তুকিপুরে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প। এদিন তারই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। শুভ উদ্বোধন করলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পুর্তের কর্মদক্ষ তথা হাসনাবাদ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আশ্রম গাজী। এছাড়া উপস্থিত ছিলেন আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মন্ডল সহ তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্য ও সদস্যরা। স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘদিন আর্সেনিকমুক্ত পানীয় জলের দাবি করছিলেন পঞ্চায়েতের কাছে, কিন্তু তাদের চাহিদা পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন। প্রদীপ সরকার
বসিরহাটের দুর্ঘটনাগ্রস্থ ইটভাটার আতঙ্কে
বসিরহাটের দুর্ঘটনাগ্রস্থ ইটভাটার আতঙ্কে এবার হিঙ্গলগঞ্জের আম্বিয়া স্বরূপকাঠির লেবুখালি বাসিন্দারা।।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ।হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া স্বরূপকাঠি লেবুখালীতে বেশ কয়েকটি ইটভাটা ছিল।যেগুলো কিনা একটা সময় রমিয়ে চলেছে।কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ভাটা গুলি এখন আর চলেনা।যেগুলো কিনা এক কথায় বলা যায় পরিতক্ত ইনভাটা হয়ে গেছে।এই ভাটাগুলো এখন বর্তমানে বেশিরভাগটাই জলকর হয়ে গেছে।কিন্তু দাঁড়িয়ে আছে চিমনি।কিন্তু সেখান দিয়ে যাতায়াত রয়েছে সাধারণ মানুষের আবার কোথাও বা রয়েছে চাষের জমি।তাই ১৩ ই ডিসেম্বর বসিরহাটের সেই আতঙ্ক এখনো পিছু ছাড়ছে না হিঙ্গলগঞ্জবাসীদের।তাই তাদের অবিলম্বে দাবি এই পরিতক্ত ইটভাটার চিমনি গুলি কোন বড় দুর্ঘটনা আগেই যাতে নিষ্ক্রিয় করা যায় বা ভেঙ্গে দেওয়া যায় তারা সেই অনুরোধ রেখেছে
রায়গঞ্জের সূর্য'র জীবনে আজ ঘোর অন্ধকার*
*রায়গঞ্জের সূর্য'র জীবনে আজ ঘোর অন্ধকার*
রায়গঞ্জে সুভাষগঞ্জের বাসিন্দা সূর্য ঠাকুর। ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। বর্তমানে তার পায়ে সমস্যা রয়েছে। একই দুর্ঘটনায় তার পায়ের হাড় সরে যায়। বর্তমানে বিছানায় শয্যাশায়ী এই বাচ্চা ছেলেটি। এই সময় আর পাঁচটা ছেলে যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে দিন কাটাই। তখন সূর্যর জীবনে আলোর পরিবর্তে নেমে এসেছে অমাবস্যার অমানিশা। বাবা মারা গিয়েছে দু মাস হল। বাড়িতে রয়েছে মা, ছেলে ও এক মেয়ে। সংসারে উপার্জনের কেউ নেই। মা একটা সময় বেকারি তে কাজ করতেন।
দুয়ারে সরকার ক্যাম্প প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া হল
দুয়ারে সরকার ক্যাম্প প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া জন্য ক্যাম্প হলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার করণদিঘি হাইস্কুল মাঠে। এদিন প্রায় ১৫০ জন প্রতিবন্ধী লোকজনদের সঠিক নথিপত্র দেখে, তাদের ডাক্তারি পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন করণদিঘী গ্রামীণ হাসপাতালের ১০ জন ডাক্তার। করণদিঘি ব্লকের জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় বলেন ডাক্তারি পরীক্ষা করা হলো। দ্রুত প্রতিবন্ধী শংসাপত্র তুলে দেওয়া হবে
স্বনির্ভর দলের সদস্যদের ই-রিক্সা চালানোর প্রশিক্ষণ প্রদান করা হল
সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্রকল্পে যুক্ত মহিলা স্বনির্ভর দলের সদস্যদের ই-রিক্সা চালানোর প্রশিক্ষণ প্রদান করা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।
আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল আজ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হল।
*ইসলামপুর*
আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল ট্রেনের স্টপেজ ভারতীয় রেলের পক্ষ থেকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হল।
রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের সংসদ দেবশ্রী চৌধুরী এন এফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সাহাপুর বাজারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধিক্কার মিছিল
আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নং ব্লকের সাহাপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহাপুর বাজারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করল তৃণমূল।
কাজ না পেয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাল চা শ্রমিকরা।
কাজ না পেয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাল চা শ্রমিকরা। বিক্ষোভের জেরে চাবাগানের কাজ বন্ধ হয়ে গেল। বাগান লোকসানার চলায় চাবাগান বিক্রি করে দেবার চক্রান্ত করছে মালিক পক্ষ। ফলে কাজ হারানোর দিন গুনছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চাবাগানের প্রায় ৩৪ জন কর্মি।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চাবাগানে ১৩ জন স্থানীয় শ্রমিক এবং ২১ জন অস্থায়ী শ্রমিক আছেন। গত বৃহস্পতিবার শ্রমিকরা বাগান কর্তৃপক্ষকে না জানিয়ে কাজে আসে নি। বিনা অনুমতিতে কাজে না আসার অভিযোগে মালিক পক্ষের তরফ থেকে শ্রমিকদের শোকজ করলে শ্রমিকরা সেই শোকজের চিঠি নেন নি। মঙ্গলবার শ্রমিকরা কাজে এলে তাদের কাজ না নিয়ে বহিরাগত শ্রমিক এনে বাগানের কাজ শুরু করলে শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। বাগানের কাজ না পাওয়া শ্রমিকরা বহিরাগত শ্রমিকদের কাজ থেকে বের করে দিয়ে
রাজবংশী পরিবারকে বাড়ি ফেরাতে ধর্নায় - বসছেন করিম চৌধুরী
রাজবংশী পরিবারকে বাড়ি ফেরাতে ধর্নায় - বসছেন করিম চৌধুরী
এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসতে চলেছেন ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পুলিস প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলাশাসককে জানানোর পরেও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ফলে এবার বাধ্য হয়েই ধর্নায় বসতে হচ্ছে.. এতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
করিম সাহেব বলেন, পাটাগোড়া গড়ায়েতপাড়ার বাসিন্দা রাজেশ সিংহ এক শরীকি জমি বিবাদে জড়িয়ে পড়েছিলেন ২০২১ সালে। সেসময় না গ্রেপ্তারীর ভয়ে গা ঢাকা দিয়েছিলেন রাজেশ। এই সুযোগে তাঁর কাকাত ভাই বিক্রম সিংহ (পেশাষ সিভিক ভলান্টিয়ার) রাজেশের বাড়িতে ঢোকার রাস্তা আটকে পাকা দেওয়াল তুলে দিয়েছে। সে থেকে তিন বছর হয়ে গেল রাজেশ বাড়ি ফিরতে পারছে না। স্ত্রী ও ছোট ছোট দুই সন্তান নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থ
আন্তর্জাতিক স্তরে যোগা প্রতিযোগিতাই স্বর্ণপদক ও সিলভার জয়ীদের সংবর্ধনা
আন্তর্জাতিক স্তরে যোগা প্রতিযোগিতাই স্বর্ণপদক ও সিলভার জয়ীদের সংবর্ধনা
বড়োদিনের উৎসবের আবহে মালদার চাঁচলে ভর সন্ধ্যায় দুঃসাহিক কায়দায় ডাকাতি।
মালদা----বড়োদিনের উৎসবের আবহে মালদার চাঁচলে ভর সন্ধ্যায় দুঃসাহিক কায়দায় ডাকাতি। সোনার দোকানে ঢুকে সাটার ফেলে সোনাদানা লুঠ করল পাঁচজনের এক সশস্ত্র দুষ্কৃতী দল।
সাত সকালে বাড়ির সামনে ১৬ চাকা লরিতে পৃষ্ট হয়ে গেল চার বছরের শিশু কন্যা,
সাত সকালে বাড়ির সামনে ১৬ চাকা লরিতে পৃষ্ট হয়ে গেল চার বছরের শিশু কন্যা,রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসী
-চাঁচলের পর এবার হরিশ্চন্দ্রপুরে গতির বলি এক।আজ সাত সকালে বাড়ির সামনে ১৬ চাকা লরিতে পৃষ্ট হয়ে গেল এক চার বছরের শিশু কন্যা
তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে ধিক্কার মিছিল
মালদা জেলা তৃনমূল যুব কংগ্রেসের নির্দেশে কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে ধিক্কার মিছিল ও পথসভা করা হয় মোথা বাড়িতে।।
পেস্টন ও ব্যানার নিয়ে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করে
উওর 24 পরগনার হাসনাবাদ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে হাসনাবাদ টু খুলনা রাস্তার উপরে পাটলি খানপুর বাজারে হাতে পেস্টন ও ব্যানার নিয়ে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করে।
হাসনাবাদের মাখালগাছায় বাবু মাস্টার যেতেই জনগণের উপচে পড়া ভিড়
হাসনাবাদের মাখালগাছায় বাবু মাস্টার যেতেই জনগণের উপচে পড়া ভিড়
ফের কি তৃণমূলে ফিরছেন বসিরহাটের এই প্রভাবশালী রাজনৈতিক নেতা।
হাসনাবাদের মাখালগাছা এলাকার মুড়োগাছার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের অসুস্থ মাকে দেখতে ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবারের সঙ্গে কথা বলতে যান একসময়ের বসিরহাট,
অ্যালুমনিয়া মিট রিইউনিয়ান ফেসটিব ২০২৩ ।
অ্যালুমনিয়া মিট রিইউনিয়ান ফেসটিব ২০২৩ ।
সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেব খালি নিত্যানন্দ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটি মানবিক অনুষ্ঠান । "
কাজ না পেয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাল চা শ্রমিকরা।
কাজ না পেয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাল চা শ্রমিকরা। বিক্ষোভের জেরে চাবাগানের কাজ বন্ধ হয়ে গেল। বাগান লোকসানার চলায় চাবাগান বিক্রি করে দেবার চক্রান্ত করছে মালিক পক্ষ। ফলে কাজ হারানোর দিন গুনছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চাবাগানের প্রায় ৩৪ জন কর্মি।
সাহেবদের বড়োদিনে হিসাবে চিহ্নিত তাই পিকনিকের মেজাজে ভিড় জমছে
২৫ শে ডিসেম্বর দিনটি আমাদের সবার পরিচিত সাহেবদের বড়োদিনে হিসাবে চিহ্নিত তাই পিকনিকের মেজাজে ভিড় জমছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রুপ নারায়ণ নদীর চরে জামিত্রা চড়জুড়ে খোঁজ রেখা নাওপালা সমস্ত নদীর পাড় গুলো যেন চড়ুইভাতি খাওয়া দাওয়া নাচ গান মেতে উঠেছে 8 থেকে 80 সেই অপরূপ দৃশ্য বিশ্ব বাংলার ক্যামেরার উঠে এলো আজ সারাদিন।
রাজপথে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন সেনপাড়ার বাসিন্দা তপন রায়।
বড়দিনে ‘সান্টাক্লজ’ সেজে জলপাইগুড়ির অলিগলি থেকে রাজপথে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন সেনপাড়ার বাসিন্দা তপন রায়। ৪২ বছর বয়সী তপন রায় বর্তমানে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ‘হিরো ওয়ার্কার’।
প্রভু যিশুর জন্মদিনে শান্তির বার্তা বয়ে আনতে ‘শান্তাক্লজ’ সেজে তিনি পাড়ায় পাড়ায় ঘুরে আজ শিশুদের বড়দিনের উপহার দিয়েছেন এবং বড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।