12839 হাওড়া চেন্নাই মেল Railway টিকিট পরীক্ষকের দাদাগিরি।
টিকিট পরীক্ষক পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে জোর পূর্বক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা। )BALASORE JAJPUR LOCATION )
পাঁশকুড়া ক্যানেল বাঁধ ভেঙে নদীর জল ঢুকছে NH -6 রাস্তার উপরে । এই বন্যার জলে প্লাবিত ধর্মপুর, পশ্চিম নেকড়া ,লালচক ইত্যাদি গ্রাম ।
তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের গেরুয়া ঝড়ের প্রভাব পড়লো ঘাটালের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর।
*জমি বিবাদের জেলে প্রতিবেশীর হাতে মারধর খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির!*
পশ্চিম মেদিনীপুর: জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বাজুয়াড়া এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শেখ ফজলু, বয়স আনুমানিক ৬২ বছর। দীর্ঘদিনের পরিবারের অভিযোগ জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল পাশের বাড়ির সাথে। সেই বিবাদ চরম আকার ধারণ করে বুধবার সন্ধ্যায়। এরপর লাঠি সোটা দিয়ে মারধর করে বলে অভিযোগ, মার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাকে উদ্ধার করে কেশপুর গ্রামীণ হাসপালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে কেশপুর থানার পুলিশ। ইতিমধ
#ধর্ষণের চেষ্টা#
ব্রহ্মপুর রেনিয়া (দক্ষিণ ২৪ পরগনা) এলাকায় এই
পুরোহিত (রাজু)পূজা করতে গিয়ে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। ওই ধর্ষণের সময় মহিলাটি বাড়িতে একা ছিল এবং মহিলাটি চিৎকার করতে ওই ব্রাহ্মণটি টাকা গয়নাগাটির লোভ দেখিয়ে চিৎকার বন্ধ করতে বলে। ওই সময় মহিলা চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আছে এবং মহিলাটিকে বাঁচায়। এই ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই পুরোহিতকে আটক করে এবং পুলিশ স্টেশনে নিয়ে আসে!
আধুনিক পদ্ধতিতে ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের। ড্রোন ব্যবহারে চাষের ক্ষেত্রে সময়ও যেমন বাঁচবে, কীটনাশক স্প্রে-র ক্ষতিকর প্রভাব থেকেও চাষীদের মিলবে মুক্তি।
Debra
চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূল নেতাকে গাছে বেঁধে মার!
Medinipur
মেদিনীপুর শহরের নান্নুরচক এলাকাতে অবৈধ নির্মাণকারীদের হামলার মুখে পড়লেন পৌর কর্মীরা!
Noida
৩৭০০ কেজি বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল টুইন টাওয়ার!
Keshiary
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল উদ্যান সপ্তাহ।।
agbharat
দুর্নীতির জন্য বন্ধ হতে বসেছে রাজ্যের কো অপারেটিভ সোসাইটি গুলি: মেদিনীপুরে বললাম দিলীপ ঘোষ।
Ghatal
রাজনীতি করতে গিয়ে একাধিক মামলায় জর্জরিত নেতা কর্মীরা, মন্ত্রীকে নালিশ মন্ডল সভাপতির!
#agbharat #elephentroadblock #jangolmohal
সাত সকালে দাঁতাল হাতির তাণ্ডব! শালবনি ব্লকের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা এলাকার লোকালয়ে বেরিয়ে পড়ল পূর্ণবয়স্ক দাতাল হাতি! যাকে জঙ্গলমহলের মানুষ নাম দিয়েছে রামলাল, এই রামলাল শান্ত প্রকৃতির হলে বনদপ্তরের তরফ থেকে সতর্ক করা হয় যাতে উতক্ত না করা হয় হাতিটিকে।