DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ

  • Home
  • India
  • Ghatal
  • DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ

DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ সকলের সাথে আমরা সবাই

17/06/2024

*পূর্ব মেদিনীপুর* : *এগরা* : প্রাচীন ও ঐতিহ্যবাহী পুকুরের প্রাণ প্রতিষ্ঠা হল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানিপারুল মুক্তেশ্বর জীউ পরিচালন সমিতির উদ্যোগে আয়োজিত হয় মুক্তেশ্বর জীউ পুস্করিণীর পুন: ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। এদিন পানিপারুল মুক্তেশ্বর মন্দির প্রাঙ্গণে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি বলেন, রাজ্য সরকারের অর্থানুকূল্যে এই পুস্করিণীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সচরাচর এইরকম কাজ কোথাও হয় না। এটা খুবই ভালো উদ্যোগ। এদিন পানিপারুল মুক্তেশ্বর মন্দির প্রাঙ্গণে স্থানীয় এলাকার বহু মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, মন্দির পরিচালন কমিটির সম্পাদক দীনেশ কুমার প্রধান, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, বিশিষ্ট সমাজসেবী নিশিকান্ত জানা ও বাবুল সাহা প্রমুখ।

17/06/2024

রানীগঞ্জ সোনার দোকানে ডাকাতি কান্ডে গ্রেফতার আরও এক।ধৃতের নাম নাগেন্দ্র যাদব, বিহারের সারান জেলার মোবারকপুরের বাসিন্দা।এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজন কে গ্রেফতার করল পুলিশ।ধৃত কে সোমবার আসানসোল আদালতে পেশ করা হবে।

17/06/2024

*খড়গপুর আইআইটি র ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! তদন্তে পুলিশ।*

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার হল আইআইটি খড়্গপুরের এক ছাত্রীর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আইআইটি খড়গপুর চত্বর জুড়ে। আজ সকালে খড়গপুর আইআইটি সরোজিনী নাইডু ও ইন্দ্রাগান্ধি হল এর অবস্থিত ছাত্রছাত্রীরা দেখেন ছাদের থেকে গলায় ফাঁস লাগিয়ে এক ছাত্রী দেহ ঝুলছে এরপর খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এরপরে আইআইটি কর্তৃপক্ষ জানতে পারে ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই বাড়ি কেরল, বিটেক চতুর্থ বর্ষের ছাত্রী। কদিন আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন সেখান থেকে ফিরেই আত্মহত্যা বলে মনে করছেন আইআইটি কর্তৃপক্ষরা। ইতিমধ্যেই তার মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে জন্য পাঠানো হয়েছে। তবে কি কারনে আত্মহত্যা তা নিয়ে এখনো কিছু জানাতে পারেনি আইআইটি কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ।

17/06/2024

দুর্গাপুর শিশুঅপহরণের ঘটনায় পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত ডুবুর্ডি চেকপোষ্টে কুলটিথানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে ১৯নম্বর যাতীয় সড়ক ধানবাদগামী রাস্তায় নাকা তল্লাশি অভিযান!!মোটরবাইক ও চারচাকা গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি অভিযান !!একইসাথে কোথা থেকে কোথা যাওয়া আসার অর্থাৎ গন্তব্য স্থল জানা হচ্ছে!!ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নাকা পয়েন্ট গুলিতে নাকা তল্লাশি অভিযান চালানো হয় একই সাথে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকেও নাকা তল্লাশি অভিযান চালানো হয়!!

শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ন...
17/06/2024

শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে।

16/06/2024

হাওড়া পরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে শালিমার এলাকায় জমি দখল কে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি।এই ঘটনায় আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছেন বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ এলাকা দখল কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দল।

16/06/2024

বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরু তর আহত ২, ঘটনায় পথ অবরোধ করে বিক্ষো*ভ স্থানীয়দের

পটাশপুর, পূর্ব মেদিনীপুর

রাজ্য সড়কের দুই ধার দখল করে পড়ে রয়েছে মোটা মোটা কাঠের গুড়ি, আর যার ফলে নিত্যদিনই ঘটছে বড়সড় দুর্ঘটনা। রবিবার বিকেলে যাত্রীবাহী একটি বাস ললাট- হেড়িয়া রাজ্য সড়কের উপর দিয়ে হেড়িয়ার দিকে যাওয়ার সময় পটাশপুর ২ ব্লকের কাখুরিয়া আশ্রম মোড়ের কাছে ওই বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছে বাইক চালকসহ বাইকে থাকা অপর এক ব্যক্তি। দুজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।তবে এই ঘটনায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা রাজ্য সড়কের দুই ধার দখল করে ফেলে রয়েছে মোটা মোটা কাঠের গুড়ি। যার জন্য ছোট বড় দুর্ঘটনা প্রায় ঘটছে। বহুবার প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

16/06/2024

*আকাশ থেকে পড়লো যন্ত্র, তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো, রবিবারের সাতসকালে হুলুসথুলুস কান্ড, ঘটনাস্থলে আসলো পুলিস*

এমনি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারূপচক গ্রামে। জানাযায় আজ রবিবারের সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে, সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইটও জ্বলছে। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। কি এই যন্ত্রাংশ যাতে আবার লাইট জ্বলছে। দ্রুত ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ এসে ঐ যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যন্ত্র দেখতে হুলুস থুলুস কান্ড পড়ে যায় এলাকায়।

16/06/2024

রাজ্যে এসে কেন্দ্রীয় বাহিনীর মানবিক দেখল ভাঙ্গর বাসী
দক্ষিণ চব্বিশ পরগনার

ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবার অন্য রুপে ধরা দিলেন। তীব্র গরমে হাঁসফাঁস মানুষ কে রসনা তৃপ্তি দিতে ঠান্ডা পানিয় তথা সরবত বিতরণ করল। রবিবার ভাঙড় হাইস্কুলে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রাস্তায় পথ চলতি মানুষের হাতে হাতে ঠান্ডা সরবত তুলে দেন। যা সর্বপ্রথম মানুষ এমন চিত্র দেখলো কেন্দ্র বাহিনী ভোট প্রক্রিয়ার পরেও মানুষের পাশে সুষ্ঠু তাদের পাশে।

16/06/2024

বারুইপুর বিজেপির জেলা অফিসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ভোট পরবর্তী হিংসার আক্রান্ত বিজেপির কর্মীরা তাদের সঙ্গে কথা বললেন।
দক্ষিণ চব্বিশ পরগনার

ভোট পরবর্তী হিংসা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করছে তৃণমূলের কর্মী সমার্থক সর্বোচ্চ জায়গায় আক্রান্ত হচ্ছে বিজেপির কর্মীরা ঘরছাড়া হচ্ছে বা ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে দখল করে নিচে বারবার অভিযোগ করেছেন বিজেপির নেতৃত্বরা। সেই বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে তাদের পরিস্থিতি দেখতে বারুইপুর বিজেপির জেলা অফিসে এসে কর্মীদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন। তাছাড়াও বিজেপির নেতা-নেত্রীদের রেশন বন্ধ জলের লাইন কাটা হচ্ছে সে নিয়েও ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন নরেন্দ্র মোদি মানুষকে রেশন দিচ্ছে। সেই রেশন বন্ধ করা তৃণমূলের ক্ষমতা নেই। তাছাড়াও জলের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার আর মিথ্যা প্রতিশ্রুতি হিংসাত রাজনৈতিক বাতাবরণ করছে জেলা জুড়ে।

16/06/2024

বিজেপি শাসিত অঞ্চল অফিসে তৃণমূলের পতাকা লাগিয়ে বিজেপি প্রধান ও সদস্যদের আসার নিষেধাজ্ঞা।
দক্ষিণ 24 পরগনা।

মথুরাপুরে লোকসভা কেন্দ্রের কাশিনগর পঞ্চায়েত অফিসের গায়ে দলের পতাকা লাগিয়ে পঞ্চায়েত দখলের দাবি করে বিরোধী সদস্যদের মারধর করার হুমকির অভিযোগ উঠলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। দলীয় পতাকা লাগানোর পর পঞ্চায়েত ভবনের কার্নিশে দাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তথা অঞ্চল স্তরের তৃণমূল নেতা মইনুদ্দিন লস্করের হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় চাপানুতোর শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। ভাইরাল ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই কথা ইতিমধ্যে বিধায়ক অলক জলদাতা স্বীকার করেছেন, তিনি বলেন ওই ব্যক্তিকে ইতিমধ্যে দল থেকে পতাকা খুলে নেওয়ার জন্য জানানো হয়েছে।

16/06/2024

আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন জিটিরোড এর উপর রাস্তা অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের।আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভর অন্তর্গত বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।তাই স্থানীয় মানুষজন পানীয় জ্বলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।এই রাস্তা অবরোধে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার।ঘটনা স্থলে কুলটি থানার পুলিশ।রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ।হাতে জলের দাবির ফ্ল্যাকার নিয়ে।বিক্ষোভে সামলি হয় স্থানীয়রা।প্রায় ঘন্টা খানেক এই অবরোধ চলে।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

16/06/2024

*হলদিয়া বন্দরে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন*

হলদিয়াঃ হলদিয়া বন্দরে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়লো এলাকায়। গতকাল রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে বন্দরের ২ নম্বর বার্থে এই আগুনের ঘটনা ঘটে। মোবাইল ক্রেন থেকে আগুন বিস্তার লাভ করে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত আহতদের কোন খবর নেই। আগুনের প্রকৃত কারণ কি সে ব্যাপারে তদন্ত চলছে। শিল্প শহরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

15/06/2024

বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় টাকা ফেরত দিল সোনারপুরে GRP।


সোনারপুর :

বৃদ্ধার সারাজীবনের সঞ্চয় ফিরিয়ে দিল সোনারপুর জিআরপি। মথুরাপুরের বাসিন্দা গীতা হালদার (৭৪)। সারাজীবন সল্টলেকে এক ব্যক্তির কাছে কাজ করেছেন। প্রায় ৪০ বছরের বেশী সময় ধরে বিভিন্ন লোকের বাড়িতে কাজ করে লক্ষাধিক টাকা জমিয়েছেন। সেই টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দিতে সল্টলেক থেকে মথুরাপুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মেয়ে না আসায় সব টাকা নিয়ে আবার সল্টলেকে ফিরছিলেন। সেইসময় তার ব্যাগ খোয়া যায় সোনারপুরে। বিষয়টি জানতে পেরে সোনারপুর GRP ঘটনার তদন্ত শুরু করে। ১ নম্বর প্লাটফর্ম থেকে এই ব্যাগ উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১ লক্ষ ২৭ হাজার টাকা ও ২ টি সোনার বালা। উদ্ধার হওয়া এই জিনিসপত্র বৃদ্ধার হাতে তুলে দিল পুলিশ। সারাজীবনের জমানো সঞ্চয় ফিরে পেয়ে চোখে জল বৃদ্ধার।

15/06/2024

*গিফট নিয়ে আর ফেরা হলো না! কফিনবন্দি হয়ে ফিরল বাঙালি শ্রমিকের দেহ!*

পশ্চিম মেদিনীপুর: কথা ছিল পুজোর সময় যখন তিনি আসবেন তখন মেয়ের জন্য গিফট আনবেন সেই সঙ্গে বার্থডে সেলিব্রেশন করবেন কিন্তু তা আর করা হলো না বাঙালি শ্রমিকের। কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ৪৯ জন ভারতীয় সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঙালি শ্রমিক দ্বারীকেশ পট্টনায়েকের (৫২)। মূলত এই দ্বারিকেশ বাবু আসল বাড়ি দাঁতনের তুরকাতে।এরই পাশাপাশি তিনি সম্প্রতি মেদিনীপুর শহরে শরৎপল্লী এলাকায় বাড়ি বানিয়েছেন সেখানে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন। তবে দীর্ঘ ২৭ বছর তিনি বাইরে চাকরি করতেন। দীর্ঘ কুড়ি বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করছিলেন। গত বুধবার বিধ্বংসী আগুনে মৃত্যু হল ৪৯ জন মানুষের যার মধ্যে ৪৫ জন ভারতীয়। মূলত ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। ওই আবাসনে থাকতেন শ্রমিকেরা, যাঁদের অধিকাংশই ভারতীয়। তবে কী কারণে আগুন লেগেছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিন তার পার্থিব শরীর তার নিজের বাড়িতে এলে বাড়ির লোকেরা ভেঙে পড়ে। এরপর বাড়ির লোকেরপাশাপাশি শ্রদ্ধা জানান মেদিনীপুরের মানুষজন। এরই পাশাপাশি মালা দিয়ে শ্রদ্ধা জানান মেদিনীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

15/06/2024

পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানা এলাকার নামশোল এলাকায় জাতীয় সড়কে। জানা যায় একটি ট্রেলার ও বোলেরো গাড়ির সংঘর্ষের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা।।
গত ২দিন আগে এই থানা এলাকার বলরামপুর হাট তলার কাছে লরির সাথে বাসের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। আজ সকালে বলরামপুর থানার নামশোল গ্রামের কাছে জামশেদপুর ধানবাদ ৩২নম্বর জাতীয় সড়কে একটি ট্রেলার ও বোলেরো গাড়ির সাথে সংঘর্ষ হয়। বোলেরো গাড়ির চালকের অবস্থা গুরুত্বর হওয়ায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।মৃতের নাম রজনী কান্ত কুমার,বয়স আনুমানিক ৩০, তার বাড়ি বাগমুন্ডি থানা এলাকার কড়েং ভেলাটাঁড় এলাকায়। জানা যায় বাগমুন্ডি থানা এলাকা থেকে পুরুলিয়ার দিকে আসছিলো। সেই সময় দুর্ঘটনার কবলে পরে। দুর্ঘটনায় বোলেরো গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে বলরামপুর থানার পুলিশ সেখান থেকে বোলেরো গাড়ি চালককে গুরুত্ব অবস্থায় উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে,সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নততর চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন,পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে পুরুলিয়া দেবের মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ,সেখানেই তার মৃত্যু হয়।

15/06/2024

কোলাঘাটে অবৈধ বাজি উদ্ধার নিয়ে তমলুকের বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক কি বললেন শুনুন!

15/06/2024

কোলাঘাটের পয়াগে অভিযুক্তদের বাড়ির দরজা ভেঙে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মসলা উদ্ধার করল পুলিশ

14/06/2024

নারায়ণগড় ব্লকের কুনারপুর ৪ নং অঞ্চলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী চন্দন দাস ও বঙ্কিম নন্দীর সঙ্গে দেখা করে তাকে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিলাম।পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই সন্ত্রাস।সেই সন্ত্রাসকে উপেক্ষা করে বিজেপি কর্মীরা লড়াই করে যাচ্ছে।কর্মীরাই দলের সম্পদ।ভারতীয় জনতা পার্টি সর্বদা কর্মীদের পাশে ছিল,আছে ও থাকবে।তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা চোখে চোখ রেখে লড়াই করবে।-agnimitra paul

14/06/2024



দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হল বেলদা কলেজ! ভাঙচুর ছাত্র সংসদের অফিস, আহত একাধিক, ঘটনাস্থলে পুলিশ।

বেলদা, পশ্চিম মেদিনীপুর: দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ চত্বর। ভাঙচুর করা হয় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত বেলদা কলেজের ছাত্র সংসদের অফিস ঘর। সংঘর্ষের ঘটনায় আহত হয় ২৫ জন পড়ুয়া। যাদের মধ্যে আশঙ্কা জনক চারজন তাদেরকে ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে। জানা গেছে বেলদা কলেজে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল। খড়্গপুর কলেজ ও কাশমুলী গভর্মেন্ট কলেজের পরীক্ষার কেন্দ্র পড়েছিল বেলদা কলেজে। অভিযোগ গতকাল বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল হারিয়ে যাওয়া কে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। আর আজ শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে অভিযোগ খড়গপুর কলেজের পড়ুয়ারা কলেজের ছাত্র সংসদের অফিসের ভেতরে ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় যাবতীয় আসবাবপত্র ছিঁড়ে ফেলা হয় তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কাটআউট ফেস্টুন পতাকা। এরপর পাল্টা বেলদা কলেজের ছেলেরা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ঘটনায় দুপক্ষের মিলিয়ে আহত হয় প্রায় ২৫ জন পড়ুয়া। ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিপিও বেলদার নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

14/06/2024

*কুয়েতে দুর্ঘটনায় মৃত্যু বাঙালি শ্রমিকের! শোকের ছায়া পরিবারে ।*

পশ্চিম মেদিনীপুর: কুয়েতে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু বাঙালি শ্রমিকের! মেদিনীপুর শহরের শরৎপল্লীতে মৃত শ্রমিকের শ্বশুরবাড়িতে রীতিমতো শোকের ছায়া। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম দ্বারিকেশ পট্টনায়েক (৫২)।দাঁতনের তুরকাতে আদি বাড়ি হলেও বছর পাঁচেক আগে মেদিনীপুর শহরে নিজে জমিতে বাড়ি তৈরি করেন বাঙালি এই পরিযায়ী শ্রমিক। বাঙালি পরিযায়ী শ্রমিকের স্ত্রী অন্তরা এবং কন্যা থাকতেন মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাড়িতেই। পরিবারের দাবি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত মৃত্যুর খবর তাদের জানানো হয়নি। তবে কোম্পানির তরফে মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। কবে মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছাবে বাড়িতে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই পরিবারের কাছে।মূলত বছর খানেক আগে শেষবারের মতো মেদিনীপুর এসেছিল দ্বারিকেশ। কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করতেন। কথা ছিল এই বছর দুর্গা পুজো ও মেয়ের জন্মদিন উপলক্ষে একেবারে সেপ্টেম্বরে কুয়েত থেকে মেদিনীপুরে ফিরবেন দ্বারিকেশ পট্টনায়ক। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় জীবদ্দশায় আর বাড়ি ফেরা হলো না বাঙালি পরিচয় শ্রমিকের।কফিন বন্দী দেহটা এখন কখন মেদিনীপুরের মাটিতে ফিরবে সেদিকে তাকিয়ে গোটা পরিবার।

14/06/2024

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার এলাকার কাঁথি লোকসভার অন্তর্গত রাতের অন্ধকারে মুখে কালো কাপড় বেঁধে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত হার্মাদদের। এমনি চাঞ্চল্যকর অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ি অঞ্চলের অস্থিচকে। শনিবার দুপুর ২ টায় এগরা থানায় লিখিত অভিযোগ জানালো বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ নির্বাচনের ফল ঘোষণার পরে লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূলের হার্মাদ বাহিনী। বিজেপি কর্মীদের দোকান, বাড়িঘর লুটপাট করার হুমকির অভিযোগ ও করে বিজেপি। সন্ধের পর মুখে কাপড় বেঁধে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খুন, লুটপাট করার হুমকি দিচ্ছে।
পঞ্চায়েতে এই পঞ্চায়েত এলাকাটি সন্ত্রাস কবলিত ভাবে ভোট লুটপাট এবং আতঙ্ক ছড়িয়েছিল। লোকসভা ভোটে আতঙ্ক ছড়াতে পারেনি শাসক দল এখানে বিরোধীদল পদ্ম শিবির যথেষ্ট ভাবে এখান থেকে ভালো ফল করে ‌। তারপরেই আতঙ্ক করার চেষ্টা চালাচ্ছে শাসক দল তৃণমূল। পূর্ব মেদনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে। তৃণমূল ভালো ফল করতে পারেনি সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টিতে জয়লাভ করেছে পদ্ম শিবির। এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে শাসক দল তৃণমূল।এদিন এগরা থানার IC অরুন খাঁ কাছে অভিযোগ জানায় বিজেপি। ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ক্যাম্প রাখার আবেদন ও জানানো হয়।

14/06/2024

Live: পুরুলিয়া লোকসভায় ঝালদা শহরের কার্যকর্তা ও রাজনৈতিক সচেতন নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা, প্রণাম ও ধন্যবাদ জানালেন জ্যোতির্ময় সিং মাহাত।

14/06/2024

মালদা তে এ যেন একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বাংলা। শিক্ষাঙ্গনে ঝড়লো রক্ত। স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ সদস্যদের লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক সহ দুই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। যে ঘটনায় স্তম্ভিত অভিভাবক মহল। সকলে ক্ষোভ উগড়ে দিলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে।এই গন্ডগোলের নেপথ্যে প্রধান শিক্ষকের লাগামছাড়া দুর্নীতি। এমনটাই অভিযোগ ম্যানেজিং কমিটির সহ অভিভাবকদের। যদিও সমস্তটাই চক্রান্ত বলে দাবি প্রধান শিক্ষকের। প্রধান শিক্ষক এবং এক অশিক্ষক কর্মীকে আটক করলো পুলিশ। প্রধান শিক্ষকের দুর্নীতির কথা মেনে নিলো তৃণমূলও। এসব দেখে ছাত্ররা কি শিখবে শিক্ষাঙ্গনেও রক্তের দাগ খোঁচা বিজেপির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার টাল বাঙ্গরুয়া হাই মাদ্রাসা তে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল আলমের বিরুদ্ধে পূর্বে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পে নয় ছয় করার অভিযোগ উঠেছিল। সম্প্রতি ওই মাদ্রাসার মিড ডে মিল নিয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধ মিড ডে মিল প্রকল্পের চাল চুরির অভিযোগ ওঠে। এদিন এই অভিযোগ গুলো খতিয়ে দেখতে মাদ্রাসায় যান নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সম্পাদক এবং কয়েকজন সদস্য।তারা প্রধান শিক্ষককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে উল্টে প্রধান শিক্ষক খাইরুল আলম আক্রমণ করেন সেক্রেটারি আব্দুল মাতিন ও অন্যান্য সদস্যদের ওপর। অভিযোগ ওই সময় মাদ্রাসার দুই অশিক্ষক কর্মীর সহযোগিতায় প্রধান শিক্ষক ওই তিনজন ম্যানেজিং কমিটির সদস্যদের মারধর করেন। এমনকি সেক্রেটারিকে চাকু দিয়ে কোপানো পর্যন্ত হয় বলেও অভিযোগ। এরপরই গন্ডগোলের আওয়াজে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা ছুটে আসে। তারপরই প্রধান শিক্ষকের সঙ্গে এলাকার বাসিন্দাদের গন্ডগোল বেঁধে যায়। আহত ম্যানেজিং কমিটির সেক্রেটারি এবং অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানা এবং ভালুকা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী।প্রধান শিক্ষক খাইরুল আলম, গোলাম রব্বানী নামের অশিক্ষক কর্মীকে আটক করেছে পুলিশ। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

14/06/2024

মালদা,
মালদার গাজোলে ওষুধ কিনার নাম করে চার দিন ধরে নিখোঁজ স্ত্রী। সেজন্য নিরুপায় হয়ে বৃহস্পতিবার গাজোল থানা দারস্ত হলেন তার স্বামী। জানা গেছে, গত ১০ই জুন ওষুধ কিনতে বের হন গাজোল কান্দর এলাকার বেচন মৃধা (৩০) নামে
এক গৃহবধূ। তারপর থেকে আত্মীয়-স্বজন সহ বিভিন্ন এলাকায় খুঁজেও তার স্বামী গৌতম মৃধা হদিশ পাননি । সেজন্যই এদিন প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গাজোল থানার অভিযোগ জানান। গৌতম মৃধা বলেন, বাড়িতে সন্তানরা রয়েছে, আমরা চাই পুলিশ স্ত্রীকে উদ্ধার করুক।

13/06/2024

চন্ডিপুর বিধানসভার সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত কাঁথি কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী।

13/06/2024

Live: পুরুলিয়া লোকসভায় পুরুলিয়া শহরে কার্যকর্তা ও রাজনৈতিক সচেতন নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা, প্রণাম ও ধন্যবাদ জানালেন জ্যোতির্ময় সিং মাহাত।

13/06/2024

LIVE : ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ঘরছাড়া বিজেপি কর্মীদের সাথে নিয়ে মহামান্য রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে রাজভবনে যাওয়ার পথে পুলিশের বাধা দানের পর সাংবাদিকদের মুখোমুখি

13/06/2024

তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন খোদ তৃণমূলেরই শহর সহ-সভাপতি। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। ঘটনার পর সোর গোল পড়ে যায় রাজনৈতিক মহলে। শহরের বেশ কয়েকটি রাস্তা নির্মাণে দুর্নীতি ও কাট মানির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন দলের শহর সহ-সভাপতি সুকুমার রায়। লোকসভা নির্বাচনে শহরে দলের ভরাডুবির জন্য একশ্রেণীর কাউন্সিলরদের দায়ী করে তাদের পদত্যাগের দাবিও করেন তিনি। সুকুমারের অভিযোগ শহরের রাস্তা নির্মাণে দুর্নীতি হচ্ছে , কিছুদিন আগে শহরের ৬ নম্বর ওয়ার্ডে নিম্নমানের রাস্তা তৈরি হয় হঠাৎ করে সেই রাস্তায় ফাটল ধরে এর পাশাপাশি শহরের ৮ নম্বর ওয়ার্ডে যে রাস্তাটি নির্মাণ কাজ চলছে সেটাতও দুর্নীতির অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন দুর্নীতির আখড়া তৈরি হয়েছে, তাই দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব হয়েছি। তার গুরুতর অভিযোগ এই দুর্নীতির কারণে শহরের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।প্রসঙ্গত লোকসভা নির্বাচনে পৌরসভার ১৩ টি ওয়ার্ডের মধ্যে ১২ টিওয়ার্ড এগিয়ে রয়েছে বিজেপি, একটিমাত্র ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। সুকুমার বাবু জানান সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মালবিকা সাঁই তাকে ফোন করে হুমকিও দিয়েছেন। যদিও হুমকির বিষয়ে অস্বীকার করে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাবি করেন রাস্তা নির্মাণ কাজে কোন দুর্নীতি হয়নি নিয়ম মেনেই রাস্তার নির্মাণ কাজ চলছে। তিনি আরো জানান শহর-সভাপতি হওয়ার জন্যই সুকুমার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন। এই নিয়ে পৌরসভার পুরপ্রধান তরণী বাউরী বলেন ৬ নম্বর ওয়ার্ডের রাস্তা নির্মাণে কিছু ত্রুটি থাকায় সেই রাস্তায় সমস্যা দেখা গিয়েছিল সেটা মেরামত করা হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজ নিয়ম মেনেই চলছে।রাস্তা নির্মাণে দুর্নীতি ও কাঠ মানির অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন। পদত্যাগ বিষয়ে তিনি বলেন এটা দলীয় বিষয় এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। পৌরসভার বিজেপি কাউন্সিলর দিনেশ শুক্লা কটাক্ষ করে বলেন কাঠ মানির ভাগাভাগি নিয়েই তাদের দ্বন্দ্ব আমরা দীর্ঘদিন ধরেই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছি আজ তাদের নেতৃত্বই দুর্নীতির অভিযোগ এনেছেন। পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনে পৌরসভা এলাকায় ভোটের নিরিখে এগিয়ে থাকায় মানুষের রায়কে মেনে তৃণমূলের পুরো প্রধান ও কাউন্সিলরদের পদত্যাগের দাবি করেন।
পৌরসভা সূত্রে জানা যায় ৮ নম্বর ওয়ার্ডের পিচ রাস্তা নির্মাণে প্রায় ১৬০ মিটার রাস্তার জন্য প্রায় ৭ লক্ষ ৭৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Address

Purba & Paschim Medinipur
Ghatal

Telephone

+916296342793

Website

Alerts

Be the first to know and let us send you an email when DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ:

Videos

Share



You may also like