*পূর্ব মেদিনীপুর* : *এগরা* : প্রাচীন ও ঐতিহ্যবাহী পুকুরের প্রাণ প্রতিষ্ঠা হল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানিপারুল মুক্তেশ্বর জীউ পরিচালন সমিতির উদ্যোগে আয়োজিত হয় মুক্তেশ্বর জীউ পুস্করিণীর পুন: ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। এদিন পানিপারুল মুক্তেশ্বর মন্দির প্রাঙ্গণে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি বলেন, রাজ্য সরকারের অর্থানুকূল্যে এই পুস্করিণীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সচরাচর এইরকম কাজ কোথাও হয় না। এটা খুবই ভালো উদ্যোগ। এদিন পানিপারুল মুক্তেশ্বর মন্দির প্রাঙ্গণে স্থানীয় এলাকার বহু মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, মন্দির পরিচালন কমিটির সম্পাদক দীনেশ কুমার প্রধান, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, বিশিষ্
রানীগঞ্জ সোনার দোকানে ডাকাতি কান্ডে গ্রেফতার আরও এক।ধৃতের নাম নাগেন্দ্র যাদব, বিহারের সারান জেলার মোবারকপুরের বাসিন্দা।এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজন কে গ্রেফতার করল পুলিশ।ধৃত কে সোমবার আসানসোল আদালতে পেশ করা হবে।
*খড়গপুর আইআইটি র ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! তদন্তে পুলিশ।*
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার হল আইআইটি খড়্গপুরের এক ছাত্রীর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আইআইটি খড়গপুর চত্বর জুড়ে। আজ সকালে খড়গপুর আইআইটি সরোজিনী নাইডু ও ইন্দ্রাগান্ধি হল এর অবস্থিত ছাত্রছাত্রীরা দেখেন ছাদের থেকে গলায় ফাঁস লাগিয়ে এক ছাত্রী দেহ ঝুলছে এরপর খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এরপরে আইআইটি কর্তৃপক্ষ জানতে পারে ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই বাড়ি কেরল, বিটেক চতুর্থ বর্ষের ছাত্রী। কদিন আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন সেখান থেকে ফিরেই আত্মহত্যা বলে মনে করছেন আইআইটি কর্তৃপক্ষরা। ইতিমধ্যেই তার মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে জন্য পাঠানো হয়েছে। তবে কি কারনে আত্মহত্যা তা নিয়ে এখনো কিছু জানাত
দুর্গাপুর শিশুঅপহরণের ঘটনায় পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত ডুবুর্ডি চেকপোষ্টে কুলটিথানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে ১৯নম্বর যাতীয় সড়ক ধানবাদগামী রাস্তায় নাকা তল্লাশি অভিযান!!মোটরবাইক ও চারচাকা গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি অভিযান !!একইসাথে কোথা থেকে কোথা যাওয়া আসার অর্থাৎ গন্তব্য স্থল জানা হচ্ছে!!ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নাকা পয়েন্ট গুলিতে নাকা তল্লাশি অভিযান চালানো হয় একই সাথে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকেও নাকা তল্লাশি অভিযান চালানো হয়!!
হাওড়া পরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে শালিমার এলাকায় জমি দখল কে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি।এই ঘটনায় আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছেন বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ এলাকা দখল কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দল।
বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরু তর আহত ২, ঘটনায় পথ অবরোধ করে বিক্ষো*ভ স্থানীয়দের
পটাশপুর, পূর্ব মেদিনীপুর
রাজ্য সড়কের দুই ধার দখল করে পড়ে রয়েছে মোটা মোটা কাঠের গুড়ি, আর যার ফলে নিত্যদিনই ঘটছে বড়সড় দুর্ঘটনা। রবিবার বিকেলে যাত্রীবাহী একটি বাস ললাট- হেড়িয়া রাজ্য সড়কের উপর দিয়ে হেড়িয়ার দিকে যাওয়ার সময় পটাশপুর ২ ব্লকের কাখুরিয়া আশ্রম মোড়ের কাছে ওই বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছে বাইক চালকসহ বাইকে থাকা অপর এক ব্যক্তি। দুজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।তবে এই ঘটনায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা রাজ্য সড়কের দুই ধার দখল করে ফেলে রয়েছে মোটা মোটা কাঠের গুড়ি। যার জন্য ছোট বড় দুর্ঘটনা প্রায় ঘটছে। ব
*আকাশ থেকে পড়লো যন্ত্র, তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো, রবিবারের সাতসকালে হুলুসথুলুস কান্ড, ঘটনাস্থলে আসলো পুলিস*
এমনি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারূপচক গ্রামে। জানাযায় আজ রবিবারের সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে, সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইটও জ্বলছে। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। কি এই যন্ত্রাংশ যাতে আবার লাইট জ্বলছে। দ্রুত ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ এসে ঐ যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যন্ত্র দেখতে হুলুস থুলুস কান্ড পড়ে যায় এলাকায়।
রাজ্যে এসে কেন্দ্রীয় বাহিনীর মানবিক দেখল ভাঙ্গর বাসী
দক্ষিণ চব্বিশ পরগনার
ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবার অন্য রুপে ধরা দিলেন। তীব্র গরমে হাঁসফাঁস মানুষ কে রসনা তৃপ্তি দিতে ঠান্ডা পানিয় তথা সরবত বিতরণ করল। রবিবার ভাঙড় হাইস্কুলে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রাস্তায় পথ চলতি মানুষের হাতে হাতে ঠান্ডা সরবত তুলে দেন। যা সর্বপ্রথম মানুষ এমন চিত্র দেখলো কেন্দ্র বাহিনী ভোট প্রক্রিয়ার পরেও মানুষের পাশে সুষ্ঠু তাদের পাশে।
বারুইপুর বিজেপির জেলা অফিসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ভোট পরবর্তী হিংসার আক্রান্ত বিজেপির কর্মীরা তাদের সঙ্গে কথা বললেন।
দক্ষিণ চব্বিশ পরগনার
ভোট পরবর্তী হিংসা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করছে তৃণমূলের কর্মী সমার্থক সর্বোচ্চ জায়গায় আক্রান্ত হচ্ছে বিজেপির কর্মীরা ঘরছাড়া হচ্ছে বা ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে দখল করে নিচে বারবার অভিযোগ করেছেন বিজেপির নেতৃত্বরা। সেই বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে তাদের পরিস্থিতি দেখতে বারুইপুর বিজেপির জেলা অফিসে এসে কর্মীদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন। তাছাড়াও বিজেপির নেতা-নেত্রীদের রেশন বন্ধ জলের লাইন কাটা হচ্ছে সে নিয়েও ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন নরেন্দ্র মোদি মানুষকে রেশন দিচ্ছে। সেই রেশন বন্ধ করা তৃণমূলের ক্ষমতা নেই। তাছাড়াও জলের ব্যবস্থা করেছে কেন্দ্রীয়
বিজেপি শাসিত অঞ্চল অফিসে তৃণমূলের পতাকা লাগিয়ে বিজেপি প্রধান ও সদস্যদের আসার নিষেধাজ্ঞা।
দক্ষিণ 24 পরগনা।
মথুরাপুরে লোকসভা কেন্দ্রের কাশিনগর পঞ্চায়েত অফিসের গায়ে দলের পতাকা লাগিয়ে পঞ্চায়েত দখলের দাবি করে বিরোধী সদস্যদের মারধর করার হুমকির অভিযোগ উঠলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। দলীয় পতাকা লাগানোর পর পঞ্চায়েত ভবনের কার্নিশে দাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তথা অঞ্চল স্তরের তৃণমূল নেতা মইনুদ্দিন লস্করের হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় চাপানুতোর শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। ভাইরাল ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই কথা ইতিমধ্যে বিধায়ক অলক জলদাতা স্বীকার করেছেন, তিনি বলেন ওই ব্যক্তিকে ইতিমধ্যে দল থেকে পতাকা
আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন জিটিরোড এর উপর রাস্তা অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের।আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভর অন্তর্গত বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।তাই স্থানীয় মানুষজন পানীয় জ্বলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।এই রাস্তা অবরোধে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার।ঘটনা স্থলে কুলটি থানার পুলিশ।রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ।হাতে জলের দাবির ফ্ল্যাকার নিয়ে।বিক্ষোভে সামলি হয় স্থানীয়রা।প্রায় ঘন্টা খানেক এই অবরোধ চলে।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
*হলদিয়া বন্দরে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন*
হলদিয়াঃ হলদিয়া বন্দরে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়লো এলাকায়। গতকাল রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে বন্দরের ২ নম্বর বার্থে এই আগুনের ঘটনা ঘটে। মোবাইল ক্রেন থেকে আগুন বিস্তার লাভ করে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত আহতদের কোন খবর নেই। আগুনের প্রকৃত কারণ কি সে ব্যাপারে তদন্ত চলছে। শিল্প শহরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় টাকা ফেরত দিল সোনারপুরে GRP।
সোনারপুর :
বৃদ্ধার সারাজীবনের সঞ্চয় ফিরিয়ে দিল সোনারপুর জিআরপি। মথুরাপুরের বাসিন্দা গীতা হালদার (৭৪)। সারাজীবন সল্টলেকে এক ব্যক্তির কাছে কাজ করেছেন। প্রায় ৪০ বছরের বেশী সময় ধরে বিভিন্ন লোকের বাড়িতে কাজ করে লক্ষাধিক টাকা জমিয়েছেন। সেই টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দিতে সল্টলেক থেকে মথুরাপুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মেয়ে না আসায় সব টাকা নিয়ে আবার সল্টলেকে ফিরছিলেন। সেইসময় তার ব্যাগ খোয়া যায় সোনারপুরে। বিষয়টি জানতে পেরে সোনারপুর GRP ঘটনার তদন্ত শুরু করে। ১ নম্বর প্লাটফর্ম থেকে এই ব্যাগ উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১ লক্ষ ২৭ হাজার টাকা ও ২ টি সোনার বালা। উদ্ধার হওয়া এই জিনিসপত্র বৃদ্ধার হাতে তুলে দিল পুলিশ। সারাজীবনের জমানো সঞ্চয় ফিরে পেয়ে চোখে জল বৃদ্ধার।
*গিফট নিয়ে আর ফেরা হলো না! কফিনবন্দি হয়ে ফিরল বাঙালি শ্রমিকের দেহ!*
পশ্চিম মেদিনীপুর: কথা ছিল পুজোর সময় যখন তিনি আসবেন তখন মেয়ের জন্য গিফট আনবেন সেই সঙ্গে বার্থডে সেলিব্রেশন করবেন কিন্তু তা আর করা হলো না বাঙালি শ্রমিকের। কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ৪৯ জন ভারতীয় সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঙালি শ্রমিক দ্বারীকেশ পট্টনায়েকের (৫২)। মূলত এই দ্বারিকেশ বাবু আসল বাড়ি দাঁতনের তুরকাতে।এরই পাশাপাশি তিনি সম্প্রতি মেদিনীপুর শহরে শরৎপল্লী এলাকায় বাড়ি বানিয়েছেন সেখানে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন। তবে দীর্ঘ ২৭ বছর তিনি বাইরে চাকরি করতেন। দীর্ঘ কুড়ি বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করছিলেন। গত বুধবার বিধ্বংসী আগুনে মৃত্যু হল ৪৯ জন মানুষের যার মধ্যে ৪৫ জন ভারতীয়। মূলত ভোরের দিকে কুয়েতের রাজধ
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানা এলাকার নামশোল এলাকায় জাতীয় সড়কে। জানা যায় একটি ট্রেলার ও বোলেরো গাড়ির সংঘর্ষের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা।।
গত ২দিন আগে এই থানা এলাকার বলরামপুর হাট তলার কাছে লরির সাথে বাসের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। আজ সকালে বলরামপুর থানার নামশোল গ্রামের কাছে জামশেদপুর ধানবাদ ৩২নম্বর জাতীয় সড়কে একটি ট্রেলার ও বোলেরো গাড়ির সাথে সংঘর্ষ হয়। বোলেরো গাড়ির চালকের অবস্থা গুরুত্বর হওয়ায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।মৃতের নাম রজনী কান্ত কুমার,বয়স আনুমানিক ৩০, তার বাড়ি বাগমুন্ডি থানা এলাকার কড়েং ভেলাটাঁড় এলাকায়। জানা যায় বাগমুন্ডি থানা এলাকা থেকে পুরুলিয়ার দিকে আসছিলো। সেই সময় দুর্ঘটনার কবলে পরে। দুর্ঘটনায় বোলেরো গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে তড়িঘ
কোলাঘাটে অবৈধ বাজি উদ্ধার নিয়ে তমলুকের বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক কি বললেন শুনুন!
কোলাঘাটের পয়াগে অভিযুক্তদের বাড়ির দরজা ভেঙে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মসলা উদ্ধার করল পুলিশ
#BreakingNews #kolaghat
নারায়ণগড় ব্লকের কুনারপুর ৪ নং অঞ্চলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী চন্দন দাস ও বঙ্কিম নন্দীর সঙ্গে দেখা করে তাকে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিলাম।পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই সন্ত্রাস।সেই সন্ত্রাসকে উপেক্ষা করে বিজেপি কর্মীরা লড়াই করে যাচ্ছে।কর্মীরাই দলের সম্পদ।ভারতীয় জনতা পার্টি সর্বদা কর্মীদের পাশে ছিল,আছে ও থাকবে।তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা চোখে চোখ রেখে লড়াই করবে।-agnimitra paul
#BreakingNews
দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হল বেলদা কলেজ! ভাঙচুর ছাত্র সংসদের অফিস, আহত একাধিক, ঘটনাস্থলে পুলিশ।
বেলদা, পশ্চিম মেদিনীপুর: দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ চত্বর। ভাঙচুর করা হয় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত বেলদা কলেজের ছাত্র সংসদের অফিস ঘর। সংঘর্ষের ঘটনায় আহত হয় ২৫ জন পড়ুয়া। যাদের মধ্যে আশঙ্কা জনক চারজন তাদেরকে ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে। জানা গেছে বেলদা কলেজে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল। খড়্গপুর কলেজ ও কাশমুলী গভর্মেন্ট কলেজের পরীক্ষার কেন্দ্র পড়েছিল বেলদা কলেজে। অভিযোগ গতকাল বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল হারিয়ে যাওয়া কে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। আর আজ শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে অভিযোগ খড়গপুর কলেজের পড়ুয়ারা
*কুয়েতে দুর্ঘটনায় মৃত্যু বাঙালি শ্রমিকের! শোকের ছায়া পরিবারে ।*
পশ্চিম মেদিনীপুর: কুয়েতে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু বাঙালি শ্রমিকের! মেদিনীপুর শহরের শরৎপল্লীতে মৃত শ্রমিকের শ্বশুরবাড়িতে রীতিমতো শোকের ছায়া। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম দ্বারিকেশ পট্টনায়েক (৫২)।দাঁতনের তুরকাতে আদি বাড়ি হলেও বছর পাঁচেক আগে মেদিনীপুর শহরে নিজে জমিতে বাড়ি তৈরি করেন বাঙালি এই পরিযায়ী শ্রমিক। বাঙালি পরিযায়ী শ্রমিকের স্ত্রী অন্তরা এবং কন্যা থাকতেন মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাড়িতেই। পরিবারের দাবি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত মৃত্যুর খবর তাদের জানানো হয়নি। তবে কোম্পানির তরফে মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। কবে মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছাবে বাড়িতে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই পরিবারের কাছে।মূলত বছর খানেক আগে শেষবারে