Republic-TV

Republic-TV Digital Media
(1)

29/06/2024

অতি গতিতেই বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পাল্টি খেল পিকআপ ভ্যান। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের গৌরাতে এই ঘটনা। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এই রাস্তায় পিক আপ ভ্যানের অতি গতির অভিযোগ রয়েছে বরাবরই। স্থানীয়দের অভিযোগ এই গাড়িটিও আজ নিয়ন্ত্রণের বেশি গতিতে ছিল। ভিডিও: লক্ষীকান্ত চক্রবর্তী, স্ক্রিপ্ট : ঋত্বিকা।

28/06/2024

ঘাটাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রক্তদান শিবির, রক্ত দিলেন ডাক্তার, নার্স, ও অন্যান্য কর্মীরা

27/06/2024

মাছ ধরার জালে উঠলো বিরল প্রজাতির ১২ কেজি কচ্ছপ

27/06/2024

রাজ্যের খেলায় দারুণ লড়াই দিল মনসুকা, অবশেষে হার

27/06/2024

সুব্রত কাপ অনুর্ধ ১৭ খেলায় রাজ্য স্তরে পূর্ব বর্ধমান জেলার কাছে ২/০ গোলে পরাজিত পশ্চিম মেদিনীপুরের মনসুকা

27/06/2024

রাজ্যস্তরের খেলায় পূর্ববর্ধমান জেলার দাদপুর (জামালপুর) দাদপুর মাঠে পূর্ব বর্ধমানের জৌগ্রাম হাইস্কুলের সাথে পশ্চিম মেদিনীপুরের মনসুকা হাইস্কুলের খেলা শুরু

📌ফের বাইক এক্সিডেন্ট মারা গেল বালিডাঙ্গার আরও এক যুবক, একের পর এক মৃত্যুতে গ্রাম জুড়ে আতঙ্ক ✍️মনসারাম কর, সংবাদিক, ঘাটাল...
26/06/2024

📌ফের বাইক এক্সিডেন্ট মারা গেল বালিডাঙ্গার আরও এক যুবক, একের পর এক মৃত্যুতে গ্রাম জুড়ে আতঙ্ক
✍️মনসারাম কর, সংবাদিক, ঘাটাল:
🛑আবারও বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো বালিডাঙার অশোক পাত্র নামে বছর ৩০ এর এক যুবকের। গত শনিবার ঘাটাল-চন্দ্রকোনা রাস্তার জলসরায় একটি স্করপিও গাড়ির সাথে ধাক্কা হয় তার বাইকের। সেই সময় বাইকে চালাক সহ তিন যুবক থাকলেও গুরুতর আহত হয় অশোক পাত্র। তাকে প্রথমে ঘাটাল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকতাঁকে কোলকাতার পিজিতে রেফার করেন। পিজিতে তিন দিন চিকিৎসা চলার পর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল ওই যুবকরা। ফলে সেদিন দুর্ঘটনায় যুবকের মাথায় ও ছাতিতে গুরুতর আঘাত লাগে। তার ফলেই প্রাণ গেল ওই যুবকের। প্রসংগত, গত কয়েক মাসে একের পর এক বাইক দুর্ঘটনায় একই গ্রামের মোট চার জনের মৃত্যু হলো। এই নিয়ে গ্রাম জুড়ে এখন আতঙ্কের ছায়া। তবে বেপরোয়াভাবে বাইক চালানোর জন্যই এই সকল দুর্ঘটনা বলে জানা গিয়েছে। বাইক চালক ও পরিবারকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য এলাকার মানুষের। কিছু ক্ষেত্রে হেলমেটবিহীন ও মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগ রয়েছে।

24/06/2024

জেলার চ্যাম্পিয়ন: আজ টিম সুব্রত কাপ ছাত্রদের সম্বর্ধনা জানালো বিদ্যালয় ও ঘাটালের বিভিন্ন মহল

24/06/2024

দাসপুরের সোনামুই হাটে দুই সবজি বিক্রেতার মধ্যে বচসা থেকে হাতাহাতি। উভয়ের বাড়িই সোনামুই-এ, একজনের নাম অঞ্জন মাজি অন্যজনের নাম অলোক মণ্ডল। অলোক মণ্ডল মাথায় চোট নিয়ে চিকিৎসাধীন।

23/06/2024

জেলায় চ্যাম্পিয়ন হয়ে রাজ্যস্তরের খেলায় অংশ নিচ্ছে ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়

সুব্রত কাপে পশ্চিম মেদিনীপুর জেলার চ্যাম্পিয়ন মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়, এবার রাজ্যে যাচ্ছে এই বিদ্যালয়
23/06/2024

সুব্রত কাপে পশ্চিম মেদিনীপুর জেলার চ্যাম্পিয়ন মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়, এবার রাজ্যে যাচ্ছে এই বিদ্যালয়

23/06/2024

বালিচকে জেলার খেলার চূড়ান্ত খেলা। সুব্রত কাপে পশ্চিম মেদিনীপুর জেলার চ্যাম্পিয়ন মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়, এবার রাজ্যে যাচ্ছে এই বিদ্যালয়।

23/06/2024

খড়্গপুর খলসা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সুব্রত কাপে জেলার খেলায় ফাইনালে জায়গা করে নিলো মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়।

22/06/2024

ঘাটাল-চন্দ্রকোনা রাস্তায় চারচাকার সাথে বাইকের ধাক্কা, আহত বালিডাঙার ৩ যুবক, গুরুতর -১

22/06/2024

জমি জরিপের মাধ্যমেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলো, দেখুন বিস্তারিত রিপোর্ট

📌যোগ কী? রইল রহস্য ✍️দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আজ আন্তর্জাতিক যোগ দিবস। এই সুযোগে প্রথমেই জেনে নিই শাস্ত্রগুলোতে যোগ নিয়ে ...
21/06/2024

📌যোগ কী? রইল রহস্য
✍️দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

আজ আন্তর্জাতিক যোগ দিবস। এই সুযোগে প্রথমেই জেনে নিই শাস্ত্রগুলোতে যোগ নিয়ে আসলে ঠিক কী বলা আছে। প্রাচীন মুনিঋষিরাই যোগ নিয়ে ঠিক কী বলছেন।

পতঞ্জলি বলছেন যোগ হলো বৃত্তিনিরোধ। মহর্ষি ব্যাস বলছেন যোগ হলো সমাধি, ধ্যান। গীতায় কৃষ্ণ বলছেন বিভিন্ন পরিস্থিতিতে চিত্ত শান্ত রাখাই যোগ। কুলকুণ্ডলিনী-তে বিশ্বাসীরা মনে করেন আত্মা-পরমাত্মার মিলনই যোগ। জৈন মতে মোক্ষই যোগ। এবার বলুন যোগের কোন সংজ্ঞা গ্রহণ করবো? কোন যুক্তিতে একটা গ্রহণ করবো? বাকি চারটেকেই বা কোন যুক্তিতে বর্জন করবো?

আসলে যোগ দর্শনটাই দাঁড়িয়ে রয়েছে এক সম্পূর্ণ ভুলভাল অ্যানাটমির ওপর। কুণ্ডলিনী শক্তি, ষটচক্র, মস্তিকের সহস্রদল পদ্ম--- তার ওপর ফণাধর সাপ, বীজকোষে ব্রহ্মস্বরূপ শিব, ষটচক্র ভেদ করে সাপের ফণা সরিয়ে মস্তিষ্কে অবস্থিত সহস্রদল পদ্মকে ফুটিয়ে তোলে ব্রহ্মদর্শন বা মোক্ষলাভে আর যাই থাক কোন বিজ্ঞান নেই। সত্য নেই। নেই কোন অলৌকিক ক্ষমতা। যোগবলে যৌবন ধরে রাখা যায় না, অমর হওয়া যায় না, অদৃশ্য হওয়াও যায় না। ক্যানসাার(বাবা রামদেবের যোগের ওপর নির্ভর করে ২০০৬ সালে বিহার বিধানসভার অধ্যক্ষ উদয় নারায়ণ চৌধুরীর ক্যানসার আক্রান্ত স্ত্রী মারা যান) বা ডায়াবেটিস ধরনের কোন রোগও সারানো যায় না। যোগ এক ধরনের হাঁসজারু মার্কা ভাবনা। যোগ মস্তিষ্ক চর্চা বিরোধী বিষয়। মানসিক রোগী তৈরি করার এক শক্তিশালী দর্শন হল এই যোগ(রামদেবের মতে প্রবৃত্তিকে সম্পূর্ণ অবদমিত করে রাখাই হলো যোগ। মনোবিজ্ঞানীরা বলেন প্রবৃত্তির অবদমন থেকেই আসে সোমাটোফর্ম রোগ। অর্থাৎ মানসিক কারণে শরীরের অসুখ হয়)।

কুণ্ডলিনীপ্রবোধাৎ জীবপ্রকৃত্যোঃ সঙ্গমঃ।
গঙ্গাযমুনয়োর্মধ্যে বালরণ্ডাং তপস্বিনীম্।
বলাৎকারেণ গৃহ্নীয়াক্তদ্বিষ্ণোঃ পরমং বদম্।।
-------(হঠযোগ-প্রদীপিকা, পৃষ্ঠা ১৩১)

অর্থাৎ, গঙ্গা যমুনার মধ্যে এক কুমারী রয়েছেন---সঙ্গম প্রয়াসী হয়ে তাকে বলাৎকার দ্বারা গ্রহণ করলে কুণ্ডলিনী জাগ্রতা হবে।--- ভাবুন, যোগ ধর্ষণ করতে উৎসাহ দিচ্ছে---। ভারতীয় সংবিধান এটাকে মান্যতা দেবে তো? আপনাকে বলছি। আপনিও এটা মেনে নেবেন তো?

যোগ নিয়ে যিনি করে কম্মে খাচ্ছেন ও বিপুল সম্পদ গড়ে তুলেছেন, সেই রামদেব বাবার যোগ স্মরণ করে শেষ করি?

১) এক হাত দিয়ে একদিকের নাসারন্ধ্র চাপা দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করায় আছে অজ্ঞতা ও মুর্খতা। কারণ নাসিকা-পথ শ্বাসনালীতে এসে মিশেছে। শ্বাসনালী দুটো নয়, একটা। অতয়েব, নাকের ফুটো বন্ধ করে এভাবে প্রাণায়ামের নামে নিশ্বাস প্রশ্বাসের গতিপথ নিয়ন্ত্রণ করা যায় না।

২) রামদেব কি অষ্টাঙ্গ সিদ্ধ? উনি নাকি হঠযোগ সিদ্ধ? হঠযোগে তো উড্ডীয়ানবন্ধঃ করে পাখির মতো শূন্যে ওড়া যায়! তাহলে তো যোগের সাহায্য ওনার ত্রিলোক ভ্রমণ করার কথা! উনি কি বিমানে চাপেন না? বিমান কোম্পানিগুলোর ব্যবসা তো ভারতীয় যোগীদের যোগের ফলে লাটে উঠলো বলে!

৩) 'প্রাণ মুদ্রা' নাকি চোখের অসুখ সারায়! তবে রামদেব প্রাণ মুদ্রা দিয়ে নিজের বাঁ চোখের অসুখ কেন সারাতে পারছেন না?

৪) দু হাতের নখে নখ ঘোষলে যদি টাকে চুল গজিয়ে যেতো, তাহলে রামদেবের দেখানো এই যোগের ফলে ভারতে আর টেকো থাকতো না। গ্রাফটিং করার প্রয়োজনীয়তাও ফুরাতো।

৫) 'খেচরী মুদ্রা' যোগসাধনে পারদর্শী কোন ব্যক্তির ক্ষুধা, তৃষ্ণা পাবে না। কখনো মৃত্যুও হবে না। রামদেব কি জলপাণ করেন না? তাহলে ফলাহারী বাবা রামদেব কি কখনোই মারা যাবেন না?

৬) হার্ট অ্যাটাক হলে 'আপনি বায়ু মুদ্রা'য় পারদর্শী কোন ব্যক্তি এই মুদ্রার আশ্রয় নিলে নাকি আরাম পাবেন! কার্ডিয়াক অ্যারেস্ট হলে কোন ব্যক্তি এবার থেকে হাসপাতালে ভর্তি না হয়ে এই 'আপনি বায়ু মুদ্রা'র সাহায্য নেন, তাহলে উনি সুস্থ হবেন তো? কিছু ভালোমন্দ ঘটে গেলে এর দায় রামদেব নেবেন তো?

বরুণ মুদ্রায় যদি চর্মরোগ ভালো হয়, তবে হাসপাতালের প্রয়োজন কী? বিজ্ঞানীদের কষ্ট করে ওষুধ আবিষ্কার করারও আর দরকার নেই। তাই না? লিঙ্গ মুদ্রায় যদি সত্যি সত্যি সর্দি, কাশি, হাঁফানি, নিম্ন রক্তচাপ ও পক্ষাঘাত দুর হয়, তবে হাসপাতালপ ইএনটি বিভাগ ও ফিজিওথেরাপি বিভাগ তুলে দেওয়া হোক। অবশ্য তুলে দেওয়ার দাবি কী জানাবো! সব কিছু উঠতেই তো বসেছে! স্বাস্থ্যসেবায় জিডিপির মাত্র ৬০ পয়সা মাথা পিছু ধার্য করেছে কেন্দ্র সরকার।

যোগাসনে বা যোগব্যায়ামে শরীর সুস্থ সবল থাকে। ফলে মনও ভালো থাকে। কিন্তু কোন যোগী যদি দাবী করেন যে যোগ দিয়ে রোগ সারানো যায়, তাহলে বুঝবেন যে উনি এক প্রতারক মাত্র। পাশ্চাত্যের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যের জন্য যোগের চেয়ে ইনস্ট্রুমেন্ট ব্যায়াম অনেক বেশি কার্যকর।

নিচের ছবিটা বেশ প্রতীকী। যিনি যোগের সাহায্যে অন্যের রোগ সারান, সেই রামদেব বাবা নিজের রোগ সারাতে ডাক্তারের তথা মর্ডান মেডিসিনের সাহায্য নিচ্ছেন। আসলে এরকমই হয়। অপবিজ্ঞানের ওপর এভাবেই বিজ্ঞানের জয় হয়।

ঋণ:- প্রবীর ঘোষ

📌৭ দিন পর জামিন পেলেন ইড়পালার বিজেপি নেতা ও উপপ্রধান উত্তম শাট। ✍️মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: (M:9647180572)🔺গত ১২ জুন ...
20/06/2024

📌৭ দিন পর জামিন পেলেন ইড়পালার বিজেপি নেতা ও উপপ্রধান উত্তম শাট।
✍️মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: (M:9647180572)
🔺গত ১২ জুন এক মহিলার অভিযোগের ভিত্তিতে ঘাটাল থেকে গ্রেফতার হয়েছিলেন ইড়পালার বিজেপি নেতা ও উপ-প্রধান উত্তম শাট। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল ঘাটাল থানার পুলিশ। ১৮ জুন পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল ঘাটাল আদালত। গতকাল তাঁকে পুনরায় আদালতে তোলা হলে জামিনে মুক্তি পান উত্তমবাবু। গ্রেফতার কেন? উল্লেখ থাকে, ভোট পরবর্তী হিংসে উল্লেখ করে তৃণমূলের এক মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতেই বিজেপির এই নেতাকে গ্রেফতার করা হয়েছিল। উপপ্রধান উত্তম শাট সহ মোট ১৮ জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল ঘাটাল থানার পুলিশ, তার মধ্যে রয়েছে ধারা ৪৪৮- অনধিকার প্রবেশ, ৪২৭-সম্পদ ভাঙচুর ও নষ্ট করা, ৩৭৯ - লুটপাট, ৩৫৪-শ্লীলতাহানি, ৬০৬ - অশালীন গালিগালাজ ও প্রাণনাসের হুমকি প্রভৃতি। অভিযোগকারী রাহাত পুরের বাসিন্দা সত্য দাস ঘাটাল থানায় এক লিখিত অভিযোগে জানিয়েছিলেন , তিনি ও তাঁর পরিবার তৃণমূল করেন। ভোট গণনার পরেই এলাকায় বিজেপির ভালো ফল হওয়ার পরেই গত ৭ জুন রাত প্রায় সাড়ে ১০ টা নাগাত ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম ষাটের নেতৃত্বে ১৮ জন পরিকল্পনা করে লাঠি বাঁশ নিয়ে তাড়া করে তাঁদের বাড়িতে প্রবেশ করেন, বাড়িতে ভাঙচুর চালানো হয়, তাঁর স্বামীকে বাড়ির উঠানে ফেলে বেধড়ক মারধর করে একদল বিজেপি কর্মী। তিনি ও প্রতিবেশী কয়েকজন তাঁর স্বামীকে ছাড়াতে ছুটে গেলে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়। অভিযোগকারিনী লিখিত আবেদনে আরো জানান, তাঁর স্বামীকেও উলঙ্গ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন অভিযুক্তরা। এই অভিযোগ পেয়েই সক্রিয় হয়ে উঠে ঘাটাল থানার পুলিশ। গ্রেফতার করা হয় ইড়পালার বিজেপি উপপ্রধান উত্তম ষাটকে। এই ঘটনায় ঘাটালে রাজনৈতিক চাপানউতর এখনও চলছে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সেদিন বলেন, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কেশ দিয়ে তাঁদের ফাঁসানো হচ্ছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধীদের এভাবেই কন্ঠ রোধের চেষ্টা করছে শাসকদল ও পুলিশ। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজি জানান, ইড়পালা সুলতানপুর, মনসুকা সহ একাধিক জায়গায় তৃণমূল অত্যাচারিত, ওই এলাকায় বিজেপির হার্মাদ বাহিনী তৃণমূল কর্মীদের উপর বার বার অত্যাচার চালিয়ে যাচ্ছে, আমরা পাল্টা নীতিতে বিশ্বাসী নই, আইন আইনের পথে চলবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেফতার উত্তম ষাট সহ জামিন অযোগ্য ধারা রয়েছে মোট ১৮ জনের বিরুদ্ধে।

19/06/2024

ঘাটালে চ্যাম্পিয়ন মনসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুল, যাচ্ছে জেলা স্তরের খেলায় অংশ নিতে

📌ভোট মিটতেই বীরসিংহ উন্নয়ন পর্যদের ১০ কোটি ১১ লক্ষ টাকায় ১৩ রাস্তা ও ২ টি পাম্প হাউস তৈরির কাজ শুরু , একনজরে দেখে নিন কো...
19/06/2024

📌ভোট মিটতেই বীরসিংহ উন্নয়ন পর্যদের ১০ কোটি ১১ লক্ষ টাকায় ১৩ রাস্তা ও ২ টি পাম্প হাউস তৈরির কাজ শুরু , একনজরে দেখে নিন কোন এলাকায় কী নির্মাণ 👇
✍️মনসারাম কর, সাংবাদিক ঘাটাল:
🛑ভোট পর্ব মিটতেই আটকে থাকা উন্নয়নমূলক কাজে জোর তৎপরতা প্রশাসনের। প্রকল্প রুপায়ণে সক্রিয় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরসেদ আলি কাদরি। সম্প্রতি এক মিটিং-এ যাবতীয় নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তার মধ্যে রয়েছে বীরসিংহ উন্নয়ন পর্যদের অধীনে দুটি ব্লক ও তিনটি পুরসভার মধ্যে ১২ টি রাস্তা সহ মোট ১৫ টি প্রকল্প। সেগুলি হলো…
১) ঘাটাল ব্লকের শ্রীমন্তপুর থেকে কামারডাঙা পর্যন্ত নদীবাঁধের উপর পিচ রাস্তা নির্মাণ (ফেজ-১), বরাদ্দ ৯৬ লক্ষ ৩০ হাজার টাকা। দৈঘ্য ১৮০০ মিটার
২) ঘাটাল ব্লকের রানীরবাজার থেকে রানীরবাজার শীতলা মন্দির পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ , বরাদ্দ ৭৭ লক্ষ ৪৯হাজার টাকা। দৈঘ্য ১২০০ মিটার
৩) ঘাটাল ব্লকের কাটান পাম্প হাউস থেকে মুর্শিদনগর পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বরাদ্দ ৬৩ লক্ষ ২৮ হাজার টাকা। দৈঘ্য ১০০০ মিটার
৪) চন্দ্রকোনা-১ ব্লকের গোহালসিনি অহল্যা হাইরোড থেকে গোহালডাঙ্গা উচ্চ বিদ্যালয় পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ, বরাদ্দ ৯৭ লক্ষ ৮২ হাজার টাকা। দৈঘ্য ১৮০০ মিটার
৫) চন্দ্রকোনা-১ ব্লকের মোহনপুর পালপাড়া থেকে মিলন মানিক পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ , বরাদ্দ ৯৯ লক্ষ ৮২ হাজার টাকা। দৈঘ্য ১৪০০ মিটার
৬) চন্দ্রকোনা-১ ব্লকের পাইকপাড়া কালভার্ট থেকে গাংচাঘাট পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বরাদ্দ ৬৭ লক্ষ ৬৬ হাজার টাকা। দৈঘ্য ১১০০ মিটার
৭) খড়ার পুরসভার অদ্যুৎ মন্ডলের বাড়ি থেকে মুসলিম পল্লি পর্যন্ত ঢালাই রাস্তা ও রক্ষা প্রাচীর নির্মাণ, বরাদ্দ ৯৯ লক্ষ ২২ হাজার টাকা। দৈঘ্য ১০০০ মিটার
৮) খড়ার পুরসভার রাধাবল্লভ মন্দির থেকে সরকার পাড়া পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বরাদ্দ ৩৫ লক্ষ ৭৮ হাজার টাকা। দৈঘ্য ৫০০ মিটার
৯) ক্ষীরপাই পুরসভার নিমতলা থেকে অহল্যা হাইরোড পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বরাদ্দ ৩৬ লক্ষ ৭১ হাজার টাকা। দৈঘ্য ৬০০ মিটার
১০) ক্ষীরপাই পুরসভার সালিনচক পাত্রপাড়া থেকে বিলগেড়িয়া পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বরাদ্দ ৭৩ লক্ষ ৪৮ হাজার টাকা। দৈঘ্য ১২০০ মিটার
১১) ক্ষীরপাই পুরসভার কালিপদ ঘোষের বাড়ি থেকে শীতলা মন্দির হয়ে শ্মশানঘাট পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বরাদ্দ ৬৫ লক্ষ ৫৯ হাজার টাকা। দৈঘ্য ১১০০ মিটার
১২) ঘাটাল পুরসভার বাসুদেবপুরের প্রবীর মাইতির বাড়ি থেকে সুদামবাটি আই.সি.ডি.এস সেন্টার পর্যন্ত মোরাম রাস্তার ঢালাই কাজ, বরাদ্দ ৭৮ লক্ষ ৫০ হাজার টাকা। দৈঘ্য ১০০০ মিটার
১৩) ঘাটাল পুরসভার রঘুনাথচক নিরঞ্জন বেরার বাড়ি থেকে পঞ্চানন বেরার বাড়ি হয়ে শুকচন্দ্রপুর কালি মন্দির পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বরাদ্দ ৮১ লক্ষ ৫২ হাজার টাকা। দৈঘ্য ১২০০ মিটার
১৪) ঘাটাল পুরসভার কুশপাতা গোবিন্দপুরে পাম্প হাউস নির্মাণ, বরাদ্দ ১৮ লক্ষ ৯৫ হাজার টাকা।
১৫) গম্ভীরনগরে পাম্প হাউস নির্মাণ, বরাদ্দ ১৮ লক্ষ ৯৫ হাজার টাকা।

19/06/2024

মনসুকা ব্রিজের কাজে গতি আনতে এবার দেবের হস্তক্ষেপ দাবি করলো ঘাটাল পঞ্চায়েত সমিতি, অ্যাপ্রোচ রোডের জটিলতা কাটেনি

📌দিল্লিতে ঘাটালের স্বর্ণশিল্পীর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য ✍️লক্ষ্মীকান্ত চক্রবর্তী, প্রতিনিধি, দাসপুর:, (M-7872873516)...
19/06/2024

📌দিল্লিতে ঘাটালের স্বর্ণশিল্পীর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
✍️লক্ষ্মীকান্ত চক্রবর্তী, প্রতিনিধি, দাসপুর:, (M-7872873516)
🔺দিল্লিতে ঘাটালের স্বর্ণশিল্পীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ওই স্বর্ণশিল্পীর নাম কার্ত্তিক বাগ, বাড়ি দাসপুর থানার নবীনমানুয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে সোনার কাজ করতেন। গতকাল মঙ্গলবার রাত ১০ টা নাগাত তাঁর অস্বাভাবিক মৃত্যু হয় বলে খবর আসে গ্রামের বাড়িতে। বয়স ৪৮ বছর। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াসায় পরিবার। গোটা গ্রামে শোকের ছায়া, আজ তাঁর মৃতদেহ গ্রামের ফিরবে বলে জানা গিয়েছে।

18/06/2024

পথশ্রীর রাস্তা তৈরিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা

পথদুর্ঘটনায় মৃত্যুপথ দুর্ঘটনায় মৃত্যু হলো বালিডাঙ্গার রাজকুমার সামন্তর, গতকাল রাত ৮ টা নাগাদ ঘাটালের লক্ষণপুর হুড়হুড়িয়া ...
18/06/2024

পথদুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বালিডাঙ্গার রাজকুমার সামন্তর, গতকাল রাত ৮ টা নাগাদ ঘাটালের লক্ষণপুর হুড়হুড়িয়া পোল সংলগ্ন রাস্তায় একটি ট্রাক্টরের পিছনে দ্রুত গতিতে ঢুকে যায় মোটরবাইক। মাথায় গুরুতর আঘাত লাগে চালকের। বাইকে থাকা রাজকুমার সামন্ত সহ আরও একজনকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায় স্থানীয় মানুষজন ও পুলিশ। ঘাটাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজকুমারের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে ঘাটাল থেকে কোলকাতায় রেফার করেন। কলকাতা নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মারা যান রাজকুমার। পরে দেহ ময়না তদন্তের জন্য ফের ঘাটাল হাসপাতালে নিয়ে যায় পরিবার, ময়নাতদন্তের পর আজ মৃত রাজকুমার সামন্তর দেহ বাড়িতে ফিরবে। জানা গিয়েছে মৃত রাজকুমারের এক সন্তান রয়েছে। এলাকায় শোকের ছায়া। গতকালের দুর্ঘটনার সম্পূর্ণ খবরটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন👇
https://www.facebook.com/share/v/pzcKeERdJwio31jt/?mibextid=oFDknk

17/06/2024

ভয়াবহ দুর্ঘটনা, দ্রুত গতিতে ট্রাক্টরের পিছনে ঢুকে গেল বাইক, আশঙ্কাজনক ২ যুবক

17/06/2024

লক্ষ্মীর ভাণ্ডারে হরিনাম সংকীর্তন

15/06/2024

রক্তসংকটে এগিয়ে এলো মনোহরপুর নিউ তরুন সংঘের সদস্যরা

15/06/2024

মন্দিরের তালা ভেঙে চুরি, চাঞ্চল্য

📌মারধর শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় ১৮ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা রুজু, গ্রেফতার বিজেপি পরিচালিত ইড়পালা...
15/06/2024

📌মারধর শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় ১৮ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা রুজু, গ্রেফতার বিজেপি পরিচালিত ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এলাকা ছাড়া বেশ কয়েকজন। রাজনৈতিক প্রতিহিংসার তথ্য বিরোধী শিবিরের। শাসকের আস্থা আইনে।
✍️মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল:
🔺ভোট পরবর্তী হিংসে উল্লেখ করে তৃণমূলের এক মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতেই বিজেপির উপপ্রধান এখন জেল হেফাজতে। ঘটনা ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের রাহাতপুরের। উপপ্রধান উত্তম ষাট সহ মোট ১৮ জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ঘাটাল থানার পুলিশ, তার মধ্যে রয়েছে ধারা ৪৪৮- অনধিকার প্রবেশ, ৪২৭-সম্পদ ভাঙচুর ও নষ্ট করা, ৩৭৯ - লুটপাট, ৩৫৪-শ্লীলতাহানি, ৬০৬ - অশালীন গালিগালাজ ও প্রাণনাসের হুমকি প্রভৃতি।
অভিযোগকারী রাহাত পুরের বাসিন্দা সত্য দাস ঘাটাল থানায় এক লিখিত অভিযোগে জানান, তিনি ও তাঁর পরিবার তৃণমূল করেন। ভোট গণনার পরেই এলাকায় বিজেপির ভালো ফল হওয়ার পরেই গত ৭ জুন রাত প্রায় সাড়ে ১০ টা নাগাত ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম ষাটের নেতৃত্বে ১৮ জন পরিকল্পনা করে লাঠি বাঁশ নিয়ে তাড়া করে তাঁদের বাড়িতে প্রবেশ করেন, বাড়িতে ভাঙচুর চালানো হয়, তাঁর স্বামীকে বাড়ির উঠানে ফেলে বেধড়ক মারধর করে একদল বিজেপি কর্মী। তিনি ও প্রতিবেশী কয়েকজন তাঁর স্বামীকে ছাড়াতে ছুটে গেলে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়। অভিযোগকারিনী লিখিত আবেদনে আরো জানান, তাঁর স্বামীকেও উলঙ্গ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন অভিযুক্তরা। এই অভিযোগ পেয়েই সক্রিয় হয়ে উঠে ঘাটাল থানার পুলিশ। ঘাটালের একটি জায়গা থেকে গ্রেফতার করা হয় ইড়পালার বিজেপি উপপ্রধান উত্তম ষাটকে, অন্যান্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় ঘাটালে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কেশ দিয়ে তাঁদের ফাঁসানো হচ্ছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধীদের এভাবেই কন্ঠ রোধের চেষ্টা করছে শাসকদল ও পুলিশ। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজি বলেন, ইড়পালা সুলতানপুর, মনসুকা সহ একাধিক জায়গায় তৃণমূল অত্যাচারিত, ওই এলাকায় বিজেপির হার্মাদ বাহিনী তৃণমূল কর্মীদের উপর বার বার অত্যাচার চালিয়ে যাচ্ছে, আমরা পাল্টা নীতিতে বিশ্বাসী নই, আইন আইনের পথে চলবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেফতার উত্তম ষাট সহ জামিন অযোগ্য ধারা রয়েছে মোট ১৮ জনের বিরুদ্ধে। তাঁরা হলেন,
১. উত্তম ষাট,পিতা -ঁগৌরচন্দ্র ষাট
সাং-আরাজি কৃষ্নবাটি, পোস্ট -দীর্ঘ গ্রাম
২. দিলীপ দাস,পিতা -ঁনিমাই দাস
৩.অরুপ পরামানিক, পিতা-মনোরঞ্জন পরামানিক
৪.অভিজিৎ সাঁতরা,পিতা-মধুসূদন সাঁতরা
৫.সন্তু ভূঞ্যা, পিতা-দুলাল ভূঞ্যা
৬.সমীর সাঁতরা, পিতা- বিশ্বজিৎ সাঁতরা
৭.মনসা সাঁতরা,পিতা -বিশ্বজিৎ সাঁতরা
৮.বাচ্চু সাঁতরা,পিতা-চন্ডীচরন সাঁতরা
৯.অশ্বিনী সাঁতরা,পিতা- গৌতম সাঁতরা
১০.বাবলু সাঁতরা,পিতা-অনিল সাঁতরা
১১.লাল্টু সাঁতরা,পিতা-বাবলু সাঁতরা
১২.গৌতম সাঁতরা,পিতা অনিল সাঁতরা
সাং-রাহাতপুর, পোস্ট -দীর্ঘগ্রাম
১৩.মুকুল মন্ডল, পিতা-ঁগনেশ মন্ডল
১৪.চাঁদু দোলই,পিতা-ঁনির্মল দোলই
সাং-যদুপুর,পোস্ট -দীর্ঘগ্রাম
১৫.অরুণ ঘোষ, পিতা-বংশী ঘোষ
১৬.তিমির মালিক পিতা-মনোরঞ্জন মালিক
১৭.নবীন মালিক,পিতা -রতনচন্দ্র মালিক
১৮.রাজকুমার মালিক পিতা-রতনচন্দ্র মালিক
সাং -কৃষ্নবাটি,পোস্ট- দীর্ঘগ্রাম
থানা- ঘাটাল,জেলা-পশ্চিম মেদিনীপুর

দাসপুর থানার গোবিন্দপুর গ্রামে নিমাই সামন্ত নামে এক ব্যক্তি দুদিন ধরে  নিখোঁজ ছিলেন। আজ তাকে মৃত অবস্থায় এক মাঠের ধারে ...
14/06/2024

দাসপুর থানার গোবিন্দপুর গ্রামে নিমাই সামন্ত নামে এক ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ তাকে মৃত অবস্থায় এক মাঠের ধারে খুঁজে পাওয়া যায়।

Address

Ghatal
721212

Alerts

Be the first to know and let us send you an email when Republic-TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Republic-TV:

Videos

Share



You may also like