Barasat আমার বারাসাত

Barasat আমার বারাসাত 👋 Hello, everyone! I'm excited to be a part of this Facebook group.
(6)

20/08/2024

বারাসাতের স্বনামধন্য বিশিষ্ট সমাজসেবী নাট্য শিল্পী সকলের পরিচিত ঋষি ভট্টাচার্যের নিজের কন্ঠে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা উলঙ্গ রাজা আবৃত্তি উপস্থাপনা করবেন ।

14/08/2024

14/08/2024
14/08/2024

We want justice

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১ ব...
13/07/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট
CS/RS




https://www.facebook.com/share/p/m6CmFi5u7Pkj1J1M/?mibextid=2JQ9oc
11/02/2024

https://www.facebook.com/share/p/m6CmFi5u7Pkj1J1M/?mibextid=2JQ9oc

ভর্তি চলছে ভর্তি চলছে
সরস্বতী শিল্পায়ন অংকন এবং হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নতুন প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে যে সমস্ত জায়গায় সেখানকার ঠিকানা বিস্তারিত দেয়া হলো ।

নতুন প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা : দত্তপুকুর : মন্দিরতলা যুবক সংঘ ক্লাব( নাটা পোল এর কাছে)
বীরা :

জয়পুল :

বিরাটি : 1 নম্বর স্টেশনের কাছেই ।
প্রতিটি অভিভাবক অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রীদের কাছে একান্ত আবেদন তোমাদের পরিচিত আত্মীয়-স্বজন এই সমস্ত জায়গায় থাকলে অবশ্যই তাদের নতুন প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে জানিও ।
এছাড়া খুব তাড়াতাড়ি আমাদের এক্সিবিশন এবং অন্যান্য প্রক্রিয়া যার মাধ্যমে স্বনির্ভর হওয়া যায় সেই প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি ।
সকল অভিভাবক অভিভাবকদের কাছে একান্ত অনুরোধ সকলে সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ।




#দত্তপুকুর

JUMBO XEROX এর জন্য দূরে কোথাও যেতে হবে না বারাসাতেই পেয়ে যাবেন এবং খুব রিজিনেবল প্রাইসে তাড়াতাড়ি যোগাযোগ করুন । ারবা...
07/12/2023

JUMBO XEROX এর জন্য দূরে কোথাও যেতে হবে না বারাসাতেই পেয়ে যাবেন এবং খুব রিজিনেবল প্রাইসে তাড়াতাড়ি যোগাযোগ করুন ।
ারবারাসাত
ঠিকানা : বারাসাত জজ কোর্টে মিন ভবনের ঠিক বিপরীত দিকে গলিতে ঢুকেই প্রথম ডানদিকের দোকান ।
সম্পূর্ণা এন্টারপ্রাইজ

06/11/2023


#কালীপুজো_বারাসাত_২০২৩
আজ আমরা বারাসাত বাসীর জন্য নিয়ে এসেছি বারাসাতের কালীপুজো কোথায় কি হচ্ছে তা তুলে ধরেছি ।


ারবারাসাত

আজ ১লা নভেম্বর হতে পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এবং আগামীকাল  ২য় ট্রেন বেনাপোল এক্সপ্রেস এর ছেড়ে যাওয়ার বিস্ত...
01/11/2023

আজ ১লা নভেম্বর হতে পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এবং আগামীকাল ২য় ট্রেন বেনাপোল এক্সপ্রেস এর ছেড়ে যাওয়ার বিস্তারিত সময়সূচী প্রকাশ হলো। 👇👇
ঢাকাগামী ৭৯৫ আপ বেনাপোল এক্সপ্রেস
বেনাপোল- থেকে ছাড়বে ১:০০টা (দুপুর)
ঝিকরগাছা-১:৩৩
যশোর-২:১৫
মোবারকগঞ্জ-২:৫৭
কোটচাঁদপুর-৩:১০
দর্শনা হল্ট-৩:৩৭
চুয়াডাঙ্গা-৩:৫৯
পোড়াদহ জং-৪:৪৪
কুষ্টিয়া কোর্ট -৪:৫৬
রাজবাড়ী-৬:১০
ফরিদপুর-৬:৪৫
ভাঙ্গা জংশন-৭:২৮
ঢাকা- পৌছাবে ৮:৪৫ মিনিটে (রাত)।

বেনাপোলগামী ৭৯৬ ডাউন বেনাপোল এক্সপ্রেস
ঢাকা- থেকে ছাড়বে ১১:৪৫ মিনিটে (রাত)
ভাঙ্গা জংশন-০০:৫৫
ফরিদপুর- ০১:৩৮
রাজবাড়ী-০২:২৫
কুষ্টিয়া কোর্ট-০৩:২৫
পোড়াদহ-০৩:৫৩
চুয়াডাঙ্গা-০৪:২২
দর্শনা হল্ট-০৪:৪৭
কোটচাঁদপুর-০৫:১৪ (ভোর)
মোবারকগঞ্জ-০৫:২৮
যশোর-০৬:২০
ঝিকরগাছা-০৬:৪১
বেনাপোল- পৌছাবে ৭:২০ (সকাল)।

ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস
খুলনা:থেকে ছাড়বে রাত-৯:৪৫ মিনিটে
দৌলতপুর-রাত: ৯:৫৮
নোয়াপাড়া-১০:২৪
যশোর-১০:৫৬
মোবারকগঞ্জ-১১:২৫
কোটচাঁদপুর-১১:৩৯
চুয়াডাঙ্গা-১২:২০
আলমডাঙ্গা-১২:৪১
পোড়াদহ জং রাত-০১:০০
কুষ্টিয়া কোর্ট-০১:১৫
রাজবাড়ী-০২:২৫
ফরিদপুর-০৩:০০
ভাঙ্গা জংশন-০৩:৪৮
ঢাকা- পৌছাবে ০৫:১০ (ভোর)।

খুলনাগামী ৭২৬- সুন্দরবন এক্সপ্রেস
ঢাকা-থেকে ছাড়বে ০৮:১৫ মিনিটে (সকাল)
ভাঙ্গা জংশন- ০৯:২৯
ফরিদপুর- ১০:০৮
রাজবাড়ী-১০:৫০
কুষ্টিয়া কোর্ট-১১:৫৩
পোড়াদহ: ১২:২০
আলমডাঙ্গা- ১২:৩৭
চুয়াডাঙ্গা-১২:৫৬
দর্শনা হল্ট-১:২৪
কোটচাঁদপুর-১:৫০
মোবারকগঞ্জ-২:০৪
যশোর-২:৩৫
নওয়াপাড়া-৩:০৫
দৌলতপুর-৩:৩২
খুলনা- পৌছাবে ৩:৫০ (দুপুর)।

31/10/2023

নবদ্বীপের শ্রী শ্রী সমাজ বাড়ি আশ্রম যাওয়ার পথনির্দেশ সম্পূর্ণভাবে আজকে আমরা জেনে নেব এবং এই আশ্রমটি সম্পূর্ণ দেখে নেব ।
Barasatআমারবারাসাত








#শ্রীশ্রীসমাজবাড়িআশ্রমনবদ্বীপ

Emergency Alert : হঠাৎ কেঁপে উঠল ফোন! কেন আসছে এই এমার্জেন্সি এলার্ট?Emergency Alert : কলকাতা-সহ গোটা বাংলায় হঠাৎ কেঁপে ...
27/10/2023

Emergency Alert : হঠাৎ কেঁপে উঠল ফোন! কেন আসছে এই এমার্জেন্সি এলার্ট?
Emergency Alert :

কলকাতা-সহ গোটা বাংলায় হঠাৎ কেঁপে উঠছে সবার মোবাইল ফোন। ভাইব্রেট হচ্ছে নিজে থেকেই। বুঝে উঠতে পারছেন না কেউ-ই। এই এলার্ট বন্ধ করাও যাচ্ছে না, যতক্ষণ না সেটি নিজে থেকে বন্ধ হচ্ছে। বিশেষ করে জিও সিম যুক্ত স্মার্টফোনগুলিতে এই এলার্ট বেশি পাচ্ছেন মানুষজন। আপনিও কি পেয়েছেন এমন সতর্কতা? এর মানে কী? জেনে যান সবটা।
গত কয়েক মাস ধরে ভারতের একাধিক রাজ্যে এই পরীক্ষা শুরু করেছে কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগ। জরুরি সময়ে যাতে প্রত্যেক মোবাইল ব্যবহারকারী সঠিক এলার্ট পান তারই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সরকার।

একাধিক জেলায় হঠাৎ কেঁপে উঠতে শুরু করেছে অনেকের স্মার্টফোন। স্ক্রিনে এমার্জেন্সি এলার্ট নামে একটি ভেসে আসছে একটি মেসেজ। অনেকেই এই এলার্টের কারণ বুঝে উঠতে পারছেন না। আচমকা ফোনে এমন ভয়ঙ্কর মেসেজ দেখে হতবাক হয়ে যাচ্ছেন সবাই। আসলে এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ বা হ্যাকিংয়ের বার্তা নয়। ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে।
Emergency Alert
ফোনে এই এলার্ট মেসেজ কি আপনিও পেয়েছেন?

ফোনে আসা সেই এমার্জেন্সি এলার্টেও সেই কথা উল্লেখ করেছে টেলিকমিউনিকেশন বিভাগ।

মেসেজে লেখা রয়েছে, "এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং বিভাগের একটি নমুনা পরীক্ষার বার্তা। দয়া করে বার্তাটি উপেক্ষা করুন। কারণ আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। এই বার্তাটি জাতীয় দুর্যোগ-ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়া ইমার্জেন্সি এলার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জরুরী পরিস্থিতিতে সময়মতো সতর্কতা প্রদান করা।"
সংগৃহীত

২০২৩ বারাসাতের_কালী_পুজো কোথায়_কি_হচ্ছেএসো_সবাই_দেখি   ারবারাসাত
27/10/2023

২০২৩ বারাসাতের_কালী_পুজো কোথায়_কি_হচ্ছে
এসো_সবাই_দেখি

ারবারাসাত



26/10/2023

#বারাসাতের_দুর্গাপূজা_কার্নিভাল_থেকে_সরাসরি_...
ারবারাসাত






24/10/2023

শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ঘরে বসে প্রতিমা বিসর্জন দেখুন ,
বারাসাত শেঠপুকুর থেকে সরাসরি
Barasat আমার বারাসাত

24/10/2023

শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ঘরে বসে প্রতিমা বিসর্জন দেখুন ,
বারাসাত শেঠপুকুর থেকে সরাসরি

23/10/2023

এই মুহূর্তে আপনারা দেখছেন উদয়রাজপুর নেতাজি সংঘের ক্লাব প্রাঙ্গণ

23/10/2023

বারাসাত রথতলা সর্বজনীন দুর্গা উৎসব প্রাঙ্গণ আসুন আমরা দেখেনি ।

এর নাম ভোলা। বারাসাত সুকান্ত পল্লি বাজার অভিযান মাঠের এখানেই ও থাকে এবং ঘোরাঘুরি করে। বেশকিছু দিন ধরে ওর পায়ে কিছু সমস্...
14/04/2022

এর নাম ভোলা। বারাসাত সুকান্ত পল্লি বাজার অভিযান মাঠের এখানেই ও থাকে এবং ঘোরাঘুরি করে। বেশকিছু দিন ধরে ওর পায়ে কিছু সমস্যার কারণে ও হাটতে পারছে না। please 🙏🏽 কারুর যদি ভালো doctor বা কোনো team যারা হেল্প করে এরকম জানা থাকলে দয়াকরে একটু জানাবেন প্লিজ 🙏🏽।
বিশেষ করে যারা পশুপ্রেমী সেই রকম কোন টিম যদি বারাসাতে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের সকলের প্রিয় ভোলাকে সহযোগিতা করুন..

Address

Barasat

Telephone

+919830408010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barasat আমার বারাসাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Barasat

Show All