Ranar News

Ranar News Ranar News Media Private Limited
(7)

23/07/2023

BDO-র সঙ্গে কেন বিতর্ক? 'কন্যাশ্রী রূপশ্রী দিয়েছেন
সঙ্গে ছাপ্পাশ্রীও শুরু করেছেন': বিস্ফোরক আয়েশা

22/07/2023

আগামী 5 আগস্ট বিজেপির বাড়ি ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস বললেন অভিষেক ব্যানার্জি তার পালটা জবাব দিলেন শুভেন্দু অধিকারী

22/07/2023

ভাইপোর যদি ক্ষমতা থাকে তাহলে দিল্লি যেতে বল ওইখানে অমিত শাহার পুলিশ আছে। অভিষেক ব্যানার্জিকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু
#অভিষেক #শুভেন্দু #শুভেন্দুঅধিকারী #অভিষেকব্যানার্জি

21/07/2023

মণিপুরের ঘটনার কড়া নিন্দায় মমতা বন্দোপাধ্যায়

21/07/2023

মনিপুর! মনিপুর! মনিপুর! কোথায় প্রধানমন্ত্রী? রাজ্যসভায় গর্জে উঠলেন সংসদ ডিরেক ও ব্রায়ন।

20/07/2023

দল বেঁধে বেড়াতে এসেছিল দিঘায়, সমূদ্র কেড়ে নিল চাঁপাডাঙা’র কলেজ ছাত্রের প্রাণ !

20/07/2023

বিডিওকে চেয়ারের সম্মান রাখতে বললেন কংগ্রেস নেত্রী আয়েশা জুলেখা।

19/07/2023

৮জুলাই পঞ্চায়েত ভোট হয়েছে ১১ ই জুলাই ফল ঘোষণাও হয়ে গিয়েছে এখনো পর্যন্ত রয়েছে স্কুলে ভিন রাজ্যের পুলিশ এই কারণে ঠাকুরপুকুর মহেশতলা চট্টা সুবিদ আলী গার্লস হাই ইস্কুলে ক্লাস করতে এসে ছাত্রীদের ফিরতে হচ্ছে বাড়িতে ক্ষুব্ধ অভিভাবকরা কারণ । ভোট হয়ে গেলেও স্কুলে রয়েছে ভিন রাজ্যের পুলিশ বন্ধ স্কুল । স্কুলে এসে ফিরতে হচ্ছে ছাত্রীদের প্রায় ২০ দিন বন্ধ রয়েছে স্কুল লেখাপড়ার ক্ষতি হচ্ছে ছাত্রীদের ।

এই ঘটনায় চট্টা সুবিধ আলী গার্লস হাই স্কুলের প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন মল্লিক জানান এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের ব্যাপার আমরা স্কুল কর্তৃপক্ষ সব জায়গায় জানিয়েছি দু চার দিনের মধ্যে স্কুল আগের মতই চালু হয়ে যাবে ।

চট্টা সুবিদ আলী গার্লস হাই স্কুলে ছাত্রীদের সংখ্যা প্রায় ১৭০০

19/07/2023

বজরংবালী পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ কান্দি শহর জুড়ে

19/07/2023

ভাঙড়ে ঢুকতে গিয়ে বারবার বাধা পাওযায় পরিস্থিতি জানিয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পীকার কে চিঠি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোমবার তিনি চিঠি দিয়েছেন বলে জানান নওশাদ নিজেই। আপাতত তার প্রথম লক্ষ্য ভাঙড়ে শান্তি ফেরানো।

জামিনে মুক্ত আইএসএফ কর্মীদের স্বাগত জানাতে সংশোধনাগারে এলেন নওশাদ সিদ্দিকী।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভাঙরের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল ও আইএসএফের মধ্যে গোলমাল বাধে। সেই গোলমালে মৃত্যু হয়েছিল তিনজনের। সেই ঘটনার পর বেশ কিছু আইএফএফ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি ৩৪ দিন পর তাদের জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার রাতে বারুইপুর সংশোধনাগার থেকে ১২ জন আইএসএফ সমর্থককে মুক্তি দেওয়া হয়। সংশোধনাগারের বাইরে তাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
এদিন নওশাদ বলেন, "মনোনয়ন দিতে যাওয়া আমাদের কর্মী সমর্থকদের অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছিল। এই ভাবে জেল জরিমানা দিয়ে বিপ্লব আন্দোলনকে আটকে রাখা যায় না।"

18/07/2023

দুই মদ্যপ প্রতিবেশীর বচসার জেরে খুন ১ ব্যক্তি।

18/07/2023

ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হলো এক পরিযায়ী শ্রমিক

17/07/2023

ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দীকে হাতিশালায় ঢোকার আগে আটকে দিলেন প্রশাসনের আধিকারিকরা। প্রতি সপ্তার মতো এ সপ্তাহ তার দলীয় কাজকর্ম সারার জন্য বিধায়ক কার্যালয়ে আসলেন সেই সময় প্রশাসনের আধিকারিকরা আটকে দিলেন গাড়ি

17/07/2023

কালিয়াচকের মত জনবহুল এলাকার মধ্যে বোমা উদ্ধার

17/07/2023

মরশুমের প্রথম ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠলো টনটন ইলিশ।

03/06/2023

গরমে কেন খাবেন লস্যি? জেনে নিন এই পানীয়ের বিভিন্ন গুণ

যাঁরা দুধ খেতে পারেন না বা যাঁদের দুধ সহ্য হয় না, তাঁদের অনেকেই কিন্তু অনায়াসে লস্যি খেতে পারেন। ফলে শরীরে সঠিক পরিমাণে ক্যালসিয়ামের জোগান বজায় থাকে। গরমকাল মানেই ঠাণ্ডা কিছু খেতে ইচ্ছে করে সকলের। তেল-ঝাল-মশলা জাতীয় খাবার এড়িয়ে বরং ঠাণ্ডা শরবত, আইসক্রিম, কোলড্রিঙ্কে মনে মজে যায়। তবে গরমকালে শরীর সুস্থ এবং সতেজ রাখতে সবচেয়ে উপকারি লস্যি। মশলা ছাস, দইয়ের ঘোল, দইয়ের শরবত কিংবা ঠাণ্ডা লস্যি… হরেদরে সবক’টি পানীয়ই প্রায় একইরকম স্বাদে। তবে শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ এইসব পানীয়। পেটও ভরিয়ে রাখে অনেকক্ষণ। বাড়ির বড়রাও দেখা যায় গরমকালে লস্যি জাতীয় পানীয় খেয়ে শরীর ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়ে থাকেন। সেই মতো মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বিভিন্ন লস্যি দোকানগুলিতেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমজনতার।

১। শরীর ঠাণ্ডা রাখতে এই পানীয়ের জুড়ি মেলা ভার। খাবার ভালভাবে হজম করানোর পাশাপাশি অ্যাসিডিটি বা অম্বলের সমস্যাও কমায় এই লস্যি। আসলে এই লস্যির মূল উপকরণ টক দইয়ে থাকে ‘ভাল ব্যাকটেরিয়া’ ল্যাকটোব্যাসিলি। এই ব্যাকটেরিয়াই সঠিক ভাবে খাবার হজম করাতে সাহায্য করে। ২। বলা হয়, খুব গরমে বা যেসব অঞ্চলে ‘লু’ বয়, সেখানকার লোকজন লস্যি খেলে এই অতিরক্ত দাবদাহের সঙ্গে শরীর লড়াই করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে লস্যি। এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং ভিটামিন ডি, যা আসলে ইমিউনিটি বুস্টার। ৩। যাঁরা দুধ খেতে পারেন না বা যাঁদের দুধ সহ্য হয় না, তাঁদের অনেকেই কিন্তু অনায়াসে লস্যি খেতে পারেন। ফলে শরীরে সঠিক পরিমাণে ক্যালসিয়ামের জোগান বজায় থাকে। কোনও ঘাটতি দেখা যায় না। এই সঠিক পরিমাণে ক্যালসিয়াম থাকার দরুণ হাড়ের গঠন সুদৃঢ় হয়। ৪। ত্বকের জন্যও লস্যি খুবই উপকারি। এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের জেল্লাভাব বাড়ায়। শুধু তাই নয় ত্বকের গঠন উন্নত হয়। অকালে বলিরেখার সমস্যা দেখা দেয় না। স্কিন টেক্সচার ভাল হওয়ার ফলে ত্বক হয় মসৃণ এবং মোলায়েম। সেই সঙ্গে ফিরে আসে ত্বকের স্বাভাবিক জৌলুস।

মুর্শিদাবাদ
রাজ কুমার দত্ত

03/06/2023

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত বাসন্তীর পাঁচ, একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোক স্তব্ধ পরিবার

জাহেদ মিস্ত্রী,বাসন্তী: উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাসন্তীর পাঁচজনের। এদের মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েনের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। এরা সকলেই পরিযায়ী শ্রমিক। অন্ধ্র প্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন। এর আগেও একাধিক বার গিয়েছিলেন। কিন্তু গতকাল যাওয়ার পথেই দুর্ঘটনা। এরা ছাড়াও এই বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের নাম বিকাশ হালদার, সঞ্জয় হালদার। গতকাল সকাল নয়টায় বাড়ি থেকে বের হয়। এই ট্রেন দুর্ঘটনায় বাসন্তী ও গোসাবা এলাকার আরও বহু মানুষ জখম হয়েছেন। সংখ্যা শতাধিক বলেই জানা যাচ্ছে।

28/05/2023

ব্যারাকপুরের ডাকাতি ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য | ব্যারাকপুর নয় হাওড়াতেই টার্গেট ছিল দুষ্কৃতীদের | সেই অনুযায়ী ১৮ তারিখ হাওড়ার কদমতলায় একটি সোনার দোকানে আসে দুষ্কৃতীরা | একটি রুপোর চেন কিনে রেইকি করে চলে যায় | এরপর ২৪ তারিখ ৫-৬ জন আসে দোকানের বাইরে | এলাকায় বাজার বসার কারণে ডাকাতি না করে চলে যায় ব্যারাকপুরে | আজ পুলিশ হাওড়া সোনার দোকানে নিয়ে আসে বারাকপুর কাণ্ডে ধৃতদের | তাদের কোথা মতো হাওড়ার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত হয় | দোকানের বিলে দেওয়া নাম ও ফোন নাম্বারও মিলে যায় | আজ থেকে দশ বছর আগে দুঃসাহসিক ডাকাতি হয় হাওড়ার এই দোকানে |

28/05/2023

মৃত চিতা শাবক উদ্ধার, চলছে ময়নাতদন্ত।

বানারহাট ব্লকের চামুর্চি চা- বাগান থেকে উদ্ধার হলো চিতা শাবকের মৃত দেহ। চলছে ময়নাতদন্ত, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানাগেছে, শুক্রবার চা বাগানের শ্রমিকরা কাজ করার সময় নালার মধ্যে শাবক টিকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে এসে শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বন দফতর সূত্রে খবর, মৃত স্ত্রী শাবকটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাস হবে। কিভাবে মারা গেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় । চামুর্চি চা বাগানের ১৪ ডি সেকশনের মধ্যে নালায় এই চিতা বাঘের শাবকটির দেহ দেখতে পাওয়া যায়। এরপর সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। শনিবার ময়নাতদন্ত করা হবে । ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।

28/05/2023

বালুরঘাট থেকে টোটো বিক্রি করতে এসে হিলিতে ধরা পরল দুই টোটো চোর। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হতে ওই দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তাতে অসংগতি পাওয়ার কারণেই তাদের আটকে রেখে, খবর দেওয়া হয় স্থানীয় হিলি থানায়। এরপর হিলি থানার পুলিশ এসে সেই দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রের খবর ১৫ হাজার টাকায় টোটো বিক্রি করতে চাইছিলেন ওই দুই টোটো চোর। কিন্তু ছিল না টোটোর ব্যাটারি আর সেকারণে স্থানীয়দের সন্দেহ হতেই তাদেরকে বেঁধে রাখেন। এবং খবর দেওয়া হয় স্থানীয় থানায়। জানা যায় ওই দুই অভিযুক্তের বাড়ি বালুরঘাট থানার ট্যাংক মোড় এলাকায়। নাম
সজন সরকার, অন্যজন প্রশান্ত দাস।

সকাল সকাল এই ঘটনাটি ঘটে হিলি ব্লকের ত্রিমোহিনী লালপুর এলাকায়। গত বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় টোটো চুরি হওয়া স্থানীয় জনতার মধ্য কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করেন।

27/05/2023

ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ২ আটক আরো দুই। গ্রেফতার হওয়া। তুই আসামির নাম শফি খান ও জামশেদ আনসারী। শফি খানকে খড়দহ রহড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জামশেদ আনসারী কে বীরভূমের মুরারাই থেকে গ্রেফতার করা হয়েছে। এই কথা সাংবাদিক বৈঠক করে জানান ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য।

27/05/2023

পথশ্রী প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের ধলপল বাজার থেকে তুফানগঞ্জ মেইন জিগাতলা বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা নির্মাণের বোর্ড বসালেও দক্ষিণ ধলপল পর্যন্ত করা হয়েছে । বিজেপির অভিযোগ বাকি প্রায় দুই কিলোমিটার রাস্তার টাকা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস তারই প্রতিবাদ জানিয়ে জিগাতলা মোড় এলাকায় তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা

27/05/2023

বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে এক বন্দীর মৃত্যু। জানা গেছে অনিল কুমার সাহা নামে ওই বন্দী রায়গঞ্জ এর বাসিন্ধা একটি ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সাল থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ ঐ ব্যক্তির বুকে ব্যথা উঠলে তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় বালুরঘাট হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর বন্দিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গেছে ওই বন্দীর মালদায় তিন সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে ময়নাতদন্ত হবে। এছাড়া জেল কর্তৃপক্ষের থেকে এও জানা যায় বেশ কয়েকদিন ধরেই ওই রোগী হুদরোগে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে ও তাকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে স্বাভাবিক হওয়ার কারণে আবার তাকে বালুঘাট সংশোধনাগারে নিয়ে আসা হয়। গতকাল রাতে আবার তার বুকে যন্ত্রনা শুরু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে বলে জানাগেছে জেল কর্তৃপক্ষের তরফ থেকে।

24/05/2023

শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২ উদ্ধার বিপুল পরিমাণে শব্দবাজি

রাতে অশোকনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কচুয়া মোড় এলাকার একটি দোকান থেকে প্রায় ২৩ কেজি শব্দবাজি উদ্ধার করে। অভিযুক্ত দোকানদারের নাম শিবু-কুড়ি বাড়ি কাকপুল এলাকায় তার কাছ থেকে উদ্ধার হয় ২৩ কেজি শব্দবাজি।
পাশাপাশি কচুয়া মোড় এলাকায় আরেকটি দোকান থেকে উদ্ধার হয় ১৫ কেজি শব্দবাজি , অভিযুক্ত দোকানদারের নাম সুজন দে মজুমদার বাড়ি কচুয়া ঘোষপাড়া এলাকায়।
সোমবার রাতে কামারপুর এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে ৩৫ কেজি শব্দবাজি। কে বা কারা রাতের অন্ধকারে রাস্তার পাশে ফেলে রেখে যায় সেই শব্দবাজি।
গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত বাজি বিক্রেতাকে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করা হয় অশোকনগর থানার পক্ষ থেকে।
আগামীতেও চলবে এই ধরনের অভিযান জানিয়েছে পুলিশ

24/05/2023

একের পর এক চুরি, পালানোর মুহূর্তে চোরকে তারা করে ধরল পুলিশ।

সম্প্রতিকালে বনগাঁ থানা এবং গোপালনগর থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে গোপালনগর পুলিশের পক্ষ থেকে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়। গতকাল চুরির ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তড়িঘড়ি সেখানে ছুটে যায় এবং রাজুদাস নামে এক ছোরকে পালানোর সময় ধরে ফেলে। শীতের কাছ থেকে আনুমানিক দু লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা সহ নগদ 13 হাজার 500 টাকা এবং চুরি করার জন্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস বলেন...
"গতকাল রাতে আগাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি বাড়িতে চুরি করে পালানোর সময় রাজু দাস নামে এক ছোরকে তাড়া করে ধরে গোপালনগর থানার পুলিশ। ফ্রিদের কাছ থেকে আনুমানিক দু লক্ষ টাকার সোনা ও রুপার গহনা সহ নগদ 13500 টাকা উদ্ধার হয়েছে।"

শুভ্র সাধুখাঁ মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম (নবম)
19/05/2023

শুভ্র সাধুখাঁ মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম (নবম)

৬৯০ পেয়ে তৃতীয় স্থানে তিনজনসারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ৬৯০ পয়ে একসঙ্গে তৃতীয় হয়েছেন এবারের মাধ্যমিকে।
19/05/2023

৬৯০ পেয়ে তৃতীয় স্থানে তিনজন
সারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ৬৯০ পয়ে একসঙ্গে তৃতীয় হয়েছেন এবারের মাধ্যমিকে।

প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আপাতত সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকা...
19/05/2023

প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আপাতত সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এখনই অনলাইনে রেজাল্ট দেখা যাবে না। বেলা ১২ টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। সেইসময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।

পর্ষদ সভাপতি জানান, এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন ৬ লাখ ৯৭ হাজার ২১২ জন। তবে পরীক্ষা দিয়েছেন ৬ ল...
19/05/2023

পর্ষদ সভাপতি জানান, এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন ৬ লাখ ৯৭ হাজার ২১২ জন। তবে পরীক্ষা দিয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৩২১ জন। এবারে ছেলে পরীক্ষার্থীদের থেকে মেয়েদের সংখ্যা ২২ শতাংশ বেশি ছিল।

Address

NH34 Barasat Colonimore
Barasat
KOLKATA700124

Alerts

Be the first to know and let us send you an email when Ranar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ranar News:

Videos

Share


Other Media/News Companies in Barasat

Show All

You may also like