বিডিওকে চেয়ারের সম্মান রাখতে বললেন কংগ্রেস নেত্রী আয়েশা জুলেখা।
৮জুলাই পঞ্চায়েত ভোট হয়েছে ১১ ই জুলাই ফল ঘোষণাও হয়ে গিয়েছে এখনো পর্যন্ত রয়েছে স্কুলে ভিন রাজ্যের পুলিশ এই কারণে ঠাকুরপুকুর মহেশতলা চট্টা সুবিদ আলী গার্লস হাই ইস্কুলে ক্লাস করতে এসে ছাত্রীদের ফিরতে হচ্ছে বাড়িতে ক্ষুব্ধ অভিভাবকরা কারণ । ভোট হয়ে গেলেও স্কুলে রয়েছে ভিন রাজ্যের পুলিশ বন্ধ স্কুল । স্কুলে এসে ফিরতে হচ্ছে ছাত্রীদের প্রায় ২০ দিন বন্ধ রয়েছে স্কুল লেখাপড়ার ক্ষতি হচ্ছে ছাত্রীদের ।
এই ঘটনায় চট্টা সুবিধ আলী গার্লস হাই স্কুলের প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন মল্লিক জানান এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের ব্যাপার আমরা স্কুল কর্তৃপক্ষ সব জায়গায় জানিয়েছি দু চার দিনের মধ্যে স্কুল আগের মতই চালু হয়ে যাবে ।
চট্টা সুবিদ আলী গার্লস হাই স্কুলে ছাত্রীদের সংখ্যা প্রায় ১৭০০
ভাঙড়ে ঢুকতে গিয়ে বারবার বাধা পাওযায় পরিস্থিতি জানিয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পীকার কে চিঠি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোমবার তিনি চিঠি দিয়েছেন বলে জানান নওশাদ নিজেই। আপাতত তার প্রথম লক্ষ্য ভাঙড়ে শান্তি ফেরানো।
জামিনে মুক্ত আইএসএফ কর্মীদের স্বাগত জানাতে সংশোধনাগারে এলেন নওশাদ সিদ্দিকী।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভাঙরের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল ও আইএসএফের মধ্যে গোলমাল বাধে। সেই গোলমালে মৃত্যু হয়েছিল তিনজনের। সেই ঘটনার পর বেশ কিছু আইএফএফ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি ৩৪ দিন পর তাদের জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার রাতে বারুইপুর সংশোধনাগার থেকে ১২ জন আইএসএফ সমর্থককে মুক্তি দেওয়া হয়। সংশোধনাগারের বাইরে তাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
এদিন নওশাদ বলেন, "মনোনয়ন
দুই মদ্যপ প্রতিবেশীর বচসার জেরে খুন ১ ব্যক্তি।
#BreakingNews
কালিয়াচকের মত জনবহুল এলাকার মধ্যে বোমা উদ্ধার
মরশুমের প্রথম ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠলো টনটন ইলিশ।
#BreakingNews
ব্যারাকপুরের ডাকাতি ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য | ব্যারাকপুর নয় হাওড়াতেই টার্গেট ছিল দুষ্কৃতীদের | সেই অনুযায়ী ১৮ তারিখ হাওড়ার কদমতলায় একটি সোনার দোকানে আসে দুষ্কৃতীরা | একটি রুপোর চেন কিনে রেইকি করে চলে যায় | এরপর ২৪ তারিখ ৫-৬ জন আসে দোকানের বাইরে | এলাকায় বাজার বসার কারণে ডাকাতি না করে চলে যায় ব্যারাকপুরে | আজ পুলিশ হাওড়া সোনার দোকানে নিয়ে আসে বারাকপুর কাণ্ডে ধৃতদের | তাদের কোথা মতো হাওড়ার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত হয় | দোকানের বিলে দেওয়া নাম ও ফোন নাম্বারও মিলে যায় | আজ থেকে দশ বছর আগে দুঃসাহসিক ডাকাতি হয় হাওড়ার এই দোকানে |