Ntv 24 News

23/11/2024

টাকার নেশায় 'চেলাগাং' থানায় বড়বাবু "জান্ডি মুন্ডা" ও নিশা, জুয়া বাজিদের সাথে হাত রয়েছে।


এবার দাম বাড়লো CNG এবং PNG'র
20/11/2024

এবার দাম বাড়লো CNG এবং PNG'র

16/11/2024

১৪তারিখের ঘটনাকে কেন্দ্র করে।।গভীর জঙ্গল থেকে গাধা বন্ধুকটি উদ্ধার করা হলো।

16/11/2024

বাঁশ কাটতে গিয়ে ৬৩ হাজার ভোল্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবুল নমঃ নামের ৫৫ বছর বয়সের এক শ্রমিকের ঘটনা শনিবার সকালে। ঘটনা সোনামুড়া থানাধীন ফকিরাদোলা নমঃ পাড়া এলাকায়।গোটা ঘটনায় নেমে আসে শোকের ছায়া। খবরপেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মী সহ পুলিশ। জানাজায় অত্যন্ত দরিদ্র পরিবারের শ্রমিক বাবুর নমঃ প্রতিনিয়ত বাঁশবেতের কাজ করে জীবনযাপন করতেন। শনিবার সকালে বাড়ির পাশেই ফকিরাদোলা এলাকায় বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার সময় ঝাড়ের উপর ৬৩ হাজার বিদ্যুৎ পরিবাহীর তারের সাথে বাঁশ স্পর্শ হওয়ার সাথে সাথেই মৃত্যু হয় শ্রমিক বাবুল নমঃর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৬৩ হাজার বিদ্যুৎ পরিবাহীর তারের সংস্পর্শে আসা মাত্রই মুহূর্তের মধ্যে চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন শ্রমিক বাবুল নমঃ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফকিরা দোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা। পরবর্তী সময়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঝাড়ের ওপর থেকে জ্বলন্ত অবস্থায় থাকা শ্রমিক বাবুল নমঃ মৃতদেহ নামিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

16/11/2024

দুই দিন ব্যাপী গঙ্গা পূজার আয়োজন বহু দূর দূরান্ত থেকে উপস্থিত। তীর্থমূখ গোমতী নদীর উৎস স্থলে এই গঙ্গা পূজা।

14/11/2024

সকল পার্টির কর্মী, নেতৃত্ব, সমর্থকদের সার্বিক সহযোগিতায় আজকের পার্টির করবুক মহকুমা কমিটির চতুর্থ তৃ-বার্ষিক সম্মেলন।

12/11/2024

Before the elections, the people were promised various developments. But the improvement is far from there, so far the area has not received the right opinion. Common people are questioning MLA Sanjay Mani Tripura about it.

১০ নভেম্বর (রবিবার) হতে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে। সকল জনসাধারণের উদ্দেশ্যে এই ...
09/11/2024

১০ নভেম্বর (রবিবার) হতে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে। সকল জনসাধারণের উদ্দেশ্যে এই রেশনিং ব্যবস্থা সুষ্ঠুভাবে মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে। এই রেশনিং ব্যাবস্থার মেয়াদ রাজ্যে রেলপণে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু হওয়া পর্যন্ত লাগু থাকবে।
রেশনিং ব্যবস্থা অনুযায়ী
দ্বিচক্র যান প্রতিদিন ২০০ টাকার পেট্রোল পাবে

ত্রিচক্রযান অর্থাৎ অটো প্রতিদিন ৪০০ টাকার পেট্রোল পাবে

এবং চার চাকার গাড়ি প্রতিদিন ১০০০ টাকার পেট্রোল কিনতে পারবে।

08/11/2024

সাংবাদিকদের সকল সুযোগ সুবিধা প্রদানে কাজ করে যাবে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া! সাংবাদিক সম্মেলনে বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অচিন চক্রবর্তী!

ত্রিপুরা পুলিশে 1000 পুলিশ কনস্টেবল (পুরুষ ও মহিলা) নিয়োগের জন্য 20/10/2022 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি।ত্রিপুরা পুলিশে পু...
18/10/2024

ত্রিপুরা পুলিশে 1000 পুলিশ কনস্টেবল (পুরুষ ও মহিলা) নিয়োগের জন্য 20/10/2022 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি।

ত্রিপুরা পুলিশে পুলিশ কনস্টেবল (পুরুষ ও মহিলা) নিয়োগের জন্য রোল নম্বর অনুসারে নিম্নলিখিত প্রার্থীদের (পুরুষ ও মহিলা উভয়) ব্যক্তিগত ইন্টারঅ্যাকশন পরীক্ষার জন্য ডাকা হয়েছে। ব্যক্তিগত মিথস্ক্রিয়া পরীক্ষার তারিখ, সময় এবং স্থান যথাসময়ে জানানো হবে।

কেঁপে উঠল রাজ্য! আগরতলার সহ রাজ্যের বেশ কিছু জায়গায় ভূমিকম্প! রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.১।।
17/10/2024

কেঁপে উঠল রাজ্য!

আগরতলার সহ রাজ্যের বেশ কিছু জায়গায় ভূমিকম্প! রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.১।।

ভারতের বিশেষ শিল্প পতি রতন টাটা প্রায়ত
09/10/2024

ভারতের বিশেষ শিল্প পতি রতন টাটা প্রায়ত

দূগা পূজার উপলক্ষে ৯-১৩তারিখ পযন্ত কারেন্ট সমস্যা জন্য পরিসেবা চালু।
09/10/2024

দূগা পূজার উপলক্ষে ৯-১৩তারিখ পযন্ত কারেন্ট সমস্যা জন্য পরিসেবা চালু।

কদমতলার ঘটনায় মন্ত্রী সুধাংশু দাসের পোস্ট।
07/10/2024

কদমতলার ঘটনায় মন্ত্রী সুধাংশু দাসের পোস্ট।

𝗗𝗵𝗮𝗿𝗺𝗮𝗻𝗮𝗴𝗮𝗿, 𝟳𝘁𝗵 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿 𝗼𝗯𝗲𝗿 নিয়েছে সে চাঁদাবাজি-সম্পর্কিত বিরোধের জের ধরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বাতাসে ...
06/10/2024

𝗗𝗵𝗮𝗿𝗺𝗮𝗻𝗮𝗴𝗮𝗿, 𝟳𝘁𝗵 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿 𝗼𝗯𝗲𝗿 নিয়েছে সে চাঁদাবাজি-সম্পর্কিত বিরোধের জের ধরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বাতাসে কয়েকটি সতর্কীকরণ গুলি ছুড়তে বাধ্য করে। কর্তৃপক্ষ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছে এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

সংঘর্ষের পর, পুলিশ জনগণকে গুজব বা মিথ্যা তথ্য না ছড়ানোর জন্য আবেদন করেছে, যা উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, সংঘর্ষের কারণ নির্ধারণের জন্য সম্পূর্ণ তদন্ত চলছে। তারা সরকারী তথ্যের উপর নির্ভর করার এবং অপ্রয়োজনীয় আতঙ্ক এড়ানোর গুরুত্বের উপর জোর দিয়েছে, সতর্ক করে দিয়েছে যে ভুল তথ্যের বিস্তার পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

একটি বিবৃতিতে, পুলিশ যোগ করেছে যে কদমতলা থানার অধীনে একটি আইন-শৃঙ্খলার ঘটনা উভয় সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের হস্তক্ষেপে সমাধান করা হয়েছে। আরও শান্তি নিশ্চিত করতে বিএনএসএসে ১৬৩ ধারা জারি করা হয়েছে। নাগরিকদের এই আদেশ মেনে চলার জন্য, বড় জমায়েত এড়াতে এবং গুজব বা অযাচাইকৃত তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে

সামাজিক মাধ্যমে ভাইরাল বাংলাদেশের এক ইতিহাস না জানা ব্যক্তিকে সামাজিক মাধ্যমে কড়া জবাব দিলেন প্রদ্যোত কিশোর দেব্বর্মণ।
05/10/2024

সামাজিক মাধ্যমে ভাইরাল
বাংলাদেশের এক ইতিহাস না জানা ব্যক্তিকে সামাজিক মাধ্যমে কড়া জবাব দিলেন প্রদ্যোত কিশোর দেব্বর্মণ।

ট্রাফিক পুলিশকে হুমকি দেওয়ার গ্রেফতার ১জন
05/10/2024

ট্রাফিক পুলিশকে হুমকি দেওয়ার গ্রেফতার ১জন

04/10/2024

ট্রাফিক প্রশাসন উপরে ব্যধর আচরণ

Address

Agartala
799001

Alerts

Be the first to know and let us send you an email when Ntv 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share