টাকার নেশায় 'চেলাগাং' থানায় বড়বাবু "জান্ডি মুন্ডা" ও নিশা, জুয়া বাজিদের সাথে হাত রয়েছে।
#TripuraPolice
#Drmanikasaha
#dmgomati
200 কোটি টাকার সম্পত্তি থাকার পরেও তথ্য নেই দপ্তরে। তারপরেও দপ্তর গুনধর ডক্টর দয়াশীষ চাকমার বিরুদ্ধে কোনো ব্যাবস্হা নিচ্ছেন না। এদিকে এই গুনধর ডক্টরের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় রয়েছে এক উপজাতি নারীকে ধর্ষনের মামলা।
#TripuraGovernment
১৪তারিখের ঘটনাকে কেন্দ্র করে।।গভীর জঙ্গল থেকে গাধা বন্ধুকটি উদ্ধার করা হলো।
বাঁশ কাটতে গিয়ে ৬৩ হাজার ভোল্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবুল নমঃ নামের ৫৫ বছর বয়সের এক শ্রমিকের ঘটনা শনিবার সকালে। ঘটনা সোনামুড়া থানাধীন ফকিরাদোলা নমঃ পাড়া এলাকায়।গোটা ঘটনায় নেমে আসে শোকের ছায়া। খবরপেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মী সহ পুলিশ। জানাজায় অত্যন্ত দরিদ্র পরিবারের শ্রমিক বাবুর নমঃ প্রতিনিয়ত বাঁশবেতের কাজ করে জীবনযাপন করতেন। শনিবার সকালে বাড়ির পাশেই ফকিরাদোলা এলাকায় বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার সময় ঝাড়ের উপর ৬৩ হাজার বিদ্যুৎ পরিবাহীর তারের সাথে বাঁশ স্পর্শ হওয়ার সাথে সাথেই মৃত্যু হয় শ্রমিক বাবুল নমঃর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৬৩ হাজার বিদ্যুৎ পরিবাহীর তারের সংস্পর্শে আসা মাত্রই মুহূর্তের মধ্যে চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন শ্রমিক বাবুল নমঃ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফকিরা দোলা গ্রা
দুই দিন ব্যাপী গঙ্গা পূজার আয়োজন বহু দূর দূরান্ত থেকে উপস্থিত। তীর্থমূখ গোমতী নদীর উৎস স্থলে এই গঙ্গা পূজা।
সকল পার্টির কর্মী, নেতৃত্ব, সমর্থকদের সার্বিক সহযোগিতায় আজকের পার্টির করবুক মহকুমা কমিটির চতুর্থ তৃ-বার্ষিক সম্মেলন।
Before the elections, the people were promised various developments. But the improvement is far from there, so far the area has not received the right opinion. Common people are questioning MLA Sanjay Mani Tripura about it.
সাংবাদিকদের সকল সুযোগ সুবিধা প্রদানে কাজ করে যাবে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া! সাংবাদিক সম্মেলনে বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অচিন চক্রবর্তী!
ট্রাফিক প্রশাসন উপরে ব্যধর আচরণ
#traffic
বিভিন্ন মন্ত্রীসভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী।
উল্টো দিকে গুজক দিচ্ছে আদবাসী উপর
ADC ভোটের আগে INDIA জোটের ঘরে জলে উঠতে পারে আলাউদ্দিনের প্রদীপ।