Tripura UPTO DATE

Tripura UPTO DATE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tripura UPTO DATE, Media/News Company, Agartala.

14/08/2023

10/05/2023

গাড়িতে গণধর্ষিত ছাত্রী কথা বলতেই পারছেন না
কলেজ থেকে ফেরার পথে গাড়িতে গণ ধর্ষিত হন একুশ বছরের ছাত্রী।
পরিত্যক্ত অবস্থায় রাত বারটায় তাকে পাওয়া যায়৷ আঘাত এমনই গুরুতর যে কথাই বলতে পারছেন না। মা-বাবাকে ডাকছেন না। চোখ খোলা,অথচ যেন অচেতন।
মা-র চোখের জলও শুকিয়ে গেছে, মেয়ের অবস্থায় বিচার চাওয়ার কথাও ভুলে গেছেন।

20/02/2023

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় পূনরায় ক্ষমতায় ফিরছে বিজেপি সরকার - হিমন্ত বিশ্বসশর্মা।

সাধারণ জনগণের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সমাজকল্যাণ মন্ত্রী  Santana Chakma
16/02/2023

সাধারণ জনগণের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সমাজকল্যাণ মন্ত্রী Santana Chakma

18/01/2023
12/01/2023

"ওঠো,জাগো,লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।"
যুব সমাজের প্রাণপরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।🙏💐

09/01/2023
আজ নবীনছড়ায় বিজেপির ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হয়।
03/12/2022

আজ নবীনছড়ায় বিজেপির ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হয়।

আজ চড়িলামে রাজনৈতিক সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে GB হাসপাতলে পৌঁচ্ছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয়া Pratima B...
30/11/2022

আজ চড়িলামে রাজনৈতিক সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে GB হাসপাতলে পৌঁচ্ছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয়া Pratima Bhoumik,

আজ কসবা কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে ভক্তবৃন্দ দের মধ্যে মহ প্রসাদ বিতরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক,
30/10/2022

আজ কসবা কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে ভক্তবৃন্দ দের মধ্যে মহ প্রসাদ বিতরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক,

30/10/2022

সমস্ত রাজ্যবাসীকে জানাই শুভ ছট পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলার অন্যতম প্রধান পূজিত দেবী হলেন কালী। নানা রূপে, নানা জটিল বিমূর্ততায় বাংলা জুড়ে এই শক্তির দেবী পূজিত হন। আজ তারাপ...
27/10/2022

বাংলার অন্যতম প্রধান পূজিত দেবী হলেন কালী। নানা রূপে, নানা জটিল বিমূর্ততায় বাংলা জুড়ে এই শক্তির দেবী পূজিত হন।
আজ তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী Pratima Bhoumik মহোদয়া।
জয় মা তারা সকলের মঙ্গল করো মা।।
🙏🌺🌺🌺🌺🌺🙏

ঘূর্ণিঝড় সিতরাং এর প্রভাব।  সিপাহীজলা জেলা.
24/10/2022

ঘূর্ণিঝড় সিতরাং এর প্রভাব। সিপাহীজলা জেলা.

আজ দীপাবলির পূন্যলগ্নে বিশেষ অলঙ্কারে সুসজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী। মা সকলের মঙ্গল করো মা 🙏🌺🌺🌺🌺🌺🙏
24/10/2022

আজ দীপাবলির পূন্যলগ্নে বিশেষ অলঙ্কারে সুসজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী।
মা সকলের মঙ্গল করো মা
🙏🌺🌺🌺🌺🌺🙏

10/10/2022

আগামী ১২ই অক্টোবর ২০২২ ইং বুধবার দুদিনের ত্রিপুরা সফরে আসছেন দেশের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহোদয়া।
রাস্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম ত্রিপুরা সফর উনার।
মহামহিম রাষ্ট্রপতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সমস্ত ত্রিপুরাবাসী।
মাতা ত্রিপুরেশ্বরী'র পূণ্যভূমিতে শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহোদয়াকে স্বাগতম।।

30/09/2022

রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন যে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের মধ্য থেকে তিন হাজার একশ আট জন শিক্ষক নিয়োগ করার।
তার মধ্যে ৭৫৭টি পদ হচ্ছে আন্ডার গ্রেজুয়েট শিক্ষকদের জন্য এবং ২,৩৫১ টি পদ হচ্ছে আপার প্রাইমারি লেভেলের গ্রেজুয়েট শিক্ষকদের জন্য।

30/09/2022

রাজ্য মন্ত্রীসভার বলিষ্ঠ সিদ্ধান্ত।
রাজ্যে এমন অনেক অভাবগ্রস্ত জনগণ আছেন যারা ২,০০০ টাকা সামাজিক ভাতা প্রাপকের আওতায় আসেন না।
রাজ্য সরকার তাঁদের প্রতি সহমর্মিতা প্রদান করে একটি নুতন প্রকল্প ঘোষণা করেছে, যার নাম "মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প"
এই প্রকল্পের অধীনে নতুন ৩০,০০০ জন লভ্যার্থীদের আনা হয়েছে,
যারা এখন থেকে মাসিক দুই হাজার টাকা করে ভাতা পাবেন।

30/09/2022

রাজ্য মন্ত্রীসভার বলিষ্ঠ সিদ্ধান্ত,
রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের মোট ৯৯৩১জন অঙ্গনওয়াড়ি কর্মী ও ৯৯৩১জন অঙ্গনওয়াড়ি সহায়িকা।

30/09/2022

রাজ্য মন্ত্রীসভার বলিষ্ঠ সিদ্ধান্ত, রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের সমস্ত আশাকর্মীদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে।

26/09/2022

রাজ্যবাসীর জন্য সু-খবর, খুব শীঘ্রই আমদের রাজ্যেও বিমান পরিষেবা শুরু করতে চলেছে আকাসা এয়ার।
আগামী মাসের ২১তারিখ থেকে আগরতলা, গৌহাটি এবং ব্যাঙ্গালুরুর রুটে তাদের পরিষেবা শুরু করবে।
এর ফলে উপকৃত হবেন রাজ্যবাসী। আমার বিশ্বাস এই আকাসা এয়ার বিমান পরিষেবা শুরু হলে রাজ্যের পর্যটনের যেমন উন্নতি হবে, তেমনি আর্থিক ভাবেও লাভান্বিত হবে রাজ্য।

22/09/2022

তেলীয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের হত দরিদ্র জনজাতি পরিবারের দরিদ্রতার খবর শুনে বহিঃরাজ্য থেকে বিডিও কলে খুঁজ খবর নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
অন্তুমনি দেব্বর্মার পরিবারের করুণ কাহিনি শুনে তিনি তৎক্ষনাৎ লোক পাঠিয়ে কিছু খাদ্য সামগ্রী এবং নগদ অর্থও পাঠান প্রতিমন্ত্রী মহোদয়া।

22/09/2022
05/07/2022

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী শ্রীমতি দ্রৌপদী মুর্মু জিকে মাতা ত্রিপুরাসুন্দরীর পূণ্যভূমিতে জানাই স্বাগতম।🙏💐

02/07/2022

মনিপুরে ভয়াবহ ভূমিধ্বসে আটকে পড়া জনগণকে উদ্ধার করতে গিয়ে শহীদ হন আমাদের রাজ্যের বিশালগড়ের সন্তান তথা ভারতীয় সেনার বীর জওয়ান সঞ্জয় দেবনাথ।

আমি ভগবান গৌতম বুদ্ধের নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
পাশাপাশি শোকাহত পরিবারপরিজন দের প্রতি রইল আমার গভীর সমবেদনা।

শহীদ সঞ্জয় দেবনাথ অমর রহে
Om Shanti 🙏

Address

Agartala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura UPTO DATE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share