Aj Kal News

Aj Kal News Social Media Dharmangar News Channel

28/06/2024

বক্সনগর রামপ্রসাদ দেবের পর এবার বিশালগড়ে চিনির গাড়ির নিচে চাপা পড়ে মৃ*ত্যু বিষ্ণু লোধ, প্রতিবাদে সড়ক অবরোধ।
বিশালগড় বক্সনগর বিশালগড় সড়কে বৃহস্পতিবার সড়কে আবারো কেড়ে নিলো একটি তরতাজা প্রাণ,আহত ১,সড়ক অবরোধে এলাকাবাসী। ভারত থেকে বাংলাদেশের চিনি পাচার করে কোটি কোটি টাকা কামাই করে নিচ্ছেন একাংশ বিশালগড় নিচের বাজারে ব্যবসায়ীরা। আর অন্যদিকে চিনি বুঝাই গাড়ির চাপায় খালি হচ্ছে অনেক মায়ের কোল। মোটা অংকের টাকা দিয়ে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে একই জিএসটি বিল দিয়ে একাধিক গাড়ি দিয়ে চিনি ছুটে আসে বিশালগড় নিচের বাজারে।সেখান থেকে চিনি প্রতিনিয়ত বাংলাদেশের উদ্দেশ্যে প্রচার হচ্ছে। বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার লক্ষ্যে চিনি বোঝাই গাড়িগুলি দ্রুতগতিতে বিশালগড় থেকে বক্সনগর সীমান্ত এলাকায় ছুটে যাওয়ার লক্ষ্যে রাস্তায় থাকা পথচারী ,বাইক চালকদের চাকা নিচে পৃষ্ঠ করে গন্তব্যস্থলে পৌছার লক্ষ্যে প্রতিনিয়ত মায়ের কুল খালি করে নিচ্ছে। ঠিক তেমনি বৃহস্পতিবার সন্ধ্যায় চেলিখলা বাজার এলাকায় TR07C5150 নাম্বারে একটি বাইক নিয়ে মামা ভাগিনা বিষ্ণু লোধ ও বিজয় দাস বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথে অপর দিক থেকে তিনি বুঝায় বোলরো গাড়ি দ্রুতগতিতে চিনি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে বাইক সহ মামা বিষ্ণু লোধ ও ভাগিনা বিজয় দাস কে স্বজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃ*ত্যু হয় মামা বিষ্ণু লোধের,আহত ভাগিনা বিজয় দাস। আহতদের দ্রুত বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামা বিষ্ণু লোধকে মৃ*ত বলে ঘোষণা করে, আহত ভাগিনা বিজয় দাস কে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। অপরদিকে ঘটনাস্থলে সমস্ত এলাকাবাসী ঘাতক গাড়িটিকে আটক করার লক্ষ্যে পাশাপাশি এই রোড দিয়ে চিনি পাচার বাণিজ্য বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করে বসেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় বিশালগড় থানা পুলিশ। জানাযায় প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশের উদ্দেশ্যে চিনি পাচার করার লক্ষ্যে নাম্বার বিহীন বাইক,মারুতি, বোলোরো,লড়ি গাড়িতে কোটি কোটি টাকার চিনি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার হচ্ছে। আর এই চিনি পাচারের পথে কখনো বিশালগড় কখনো বক্সনগর সড়কে প্রতিনিয়ত এই দ্রুতগতিতে থাকা চিনি বোঝাই গাড়ির নিচে পৃষ্ঠ হয়ে মৃ*ত্যু হচ্ছে একাধিক ব্যক্তির। বক্সনগর এলাকায় গত ৯ জুন রামপ্রসাদ দেব মৃত্যুর ঘটনার রেস্ট কাটতে না কাটতে বিশালগড়ে ঘটে গেল দ্বিতীয় ঘটনা। ঘাতক গাড়িতে আটক করতে মাঠে নামে বিশালগড় বক্সনগর থানার পুলিশ।

28/06/2024

শিশু চুর সন্দেহে কৈলাসহরে এক যুবককে মারধোর। Aj Kal News

28/06/2024

ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল।

পুলিশ জনতায় দফায় দফায় আক্রমণ।ক্রমশই উত্তপ্ত হচ্ছে বিশালগড়ের চেলিখলা। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ।
27/06/2024

পুলিশ জনতায় দফায় দফায় আক্রমণ।ক্রমশই উত্তপ্ত হচ্ছে বিশালগড়ের চেলিখলা। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক।                      Aj Kal News
27/06/2024

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক।
Aj Kal News

Aj Kal News
27/06/2024

Aj Kal News

দিল্লিতে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করলেন  মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো...
27/06/2024

দিল্লিতে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

27/06/2024

ধর্মনগর শহরে আজকের বৃষ্টি থেকে সরাসরি

27/06/2024

পঞ্চায়েত নির্বাচনের আগে পাল্টি খেয়ে গেলেন প্রদ্যুৎ কিশোর । পঞ্চায়েত নির্বাচনে একা লড়ার ঘোষনা।
Aj Kal News

27/06/2024
27/06/2024

বিশালগড়ের পর কৈলাশহর..! নিগো মাফিয়াদের হাতে আক্রান্ত ঠিকেদারের ম্যানেজার ও শ্রমিক
Aj Kal News

  রাজ্যের বিভিন্ন থানায় OC স্তরে রদবদল                               TRIPURA POLICE                           Aj Kal Ne...
26/06/2024


রাজ্যের বিভিন্ন থানায় OC স্তরে রদবদল
TRIPURA POLICE
Aj Kal News

Aj Kal News
26/06/2024

Aj Kal News

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিলোনিয়া প্রাণী চিকিৎসালয়ের নতুন ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। Aj Kal New...
26/06/2024

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিলোনিয়া প্রাণী চিকিৎসালয়ের নতুন ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Aj Kal News

নেশার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের মতবিনিময় জম্পুইজলা ব্লকের প্রমোদ নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে
26/06/2024

নেশার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের মতবিনিময় জম্পুইজলা ব্লকের প্রমোদ নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে

জন নায়ক Rahul Gandhi জি লোকসভার নেতা বিপক্ষ মনোনীত হওয়ায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন...
26/06/2024

জন নায়ক Rahul Gandhi জি লোকসভার নেতা বিপক্ষ মনোনীত হওয়ায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !

লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লাধ্বনি ভোটে নির্বাচিত NDA-র ওম বিড়লাওম বিড়লাকে অভিনন্দন নরেন্দ্র মোদীর। দ্ব...
26/06/2024

লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা
ধ্বনি ভোটে নির্বাচিত NDA-র ওম বিড়লা
ওম বিড়লাকে অভিনন্দন নরেন্দ্র মোদীর। দ্বিতীয়বার স্পিকার হলেন তিনি।
নতুন ইতিহাস তৈরি হল বললেন নরেন্দ্র মোদী। ওম বিড়লার আমলে সংসদে গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বললেন মোদি।
ওম বিড়লাকে শুভেচ্ছা রাহুল গান্ধীর। বিরোধীরা আপনাকে সহযোগিতা করবে বললেন তিনি।

🥀হিন্দু পরিবারের আনন্দের দিন খুব দ্রুত গতিতে আসছে,(⁠๑⁠˙⁠❥⁠˙⁠๑⁠)            Aj Kal News
25/06/2024

🥀হিন্দু পরিবারের আনন্দের দিন খুব দ্রুত গতিতে আসছে,(⁠๑⁠˙⁠❥⁠˙⁠๑⁠)
Aj Kal News

Aj Kal News ১৯৭৫ সালে আজকের দিনে কংগ্রেস দ্বারা যে ইমারজেন্সি লাগু করা হয়েছিল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ভা...
25/06/2024

Aj Kal News
১৯৭৫ সালে আজকের দিনে কংগ্রেস দ্বারা যে ইমারজেন্সি লাগু করা হয়েছিল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার কিভাবে আপাতকালীন জরুরি অবস্থার ঘোষনা করে গনতন্ত্রের হত্যা করেছিল তা জনসমক্ষে তুলে ধরেন তিনি।

মঙ্গলবার রবীন্দ্র ভবনে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খাদ্য ও জন সংভরণ দপ্...
25/06/2024

মঙ্গলবার রবীন্দ্র ভবনে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খাদ্য ও জন সংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মন্ত্রী তার বক্তব্যে ভোক্তাদের সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেন।

25/06/2024

Aj Kal News
চাকরির দাবিতে ময়দানে STGT কোয়ালিফাই ছাত্রছাত্রীরা:
STGT ২০২২ সালে কোয়ালিফাই ছাত্রছাত্রীদের বিক্ষোভ টি আর বি টি অফিসের সামনে তাদের দাবি অতিসত্বর তাদের ফলাফল প্রকাশ করে একসাথে সকলকে নিয়োগ করার জন্য।

25/06/2024

অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যা ৪৫ বছর বয়সি এক মহিলার। জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া কপালি পাড়া এলাকার মন্টু শীলের স্ত্রী টিংকু রানী শীল বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বেশ কয়েক বছর ধরে চিকিৎসাও চলছিল উনার। মঙ্গলবার ভোরে পরিবারের লোকজনদের অলক্ষ্যে নিজ বাড়িতে বাথরুমে গিয়ে টিংকু রানী শীল নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে ভেতর থেকে দরজা বন্ধ করে শরীরে আ*গুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ওনার এক নিকট আত্মীয় সহ উনার এক ছেলে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে বাথরুমের দরজা ভেঙ্গে টিংকু রানী শীলের অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। মৃত্যুকালে উনি উনার স্বামী সহ দুই পুত্র সন্তানে রেখে গেছেন। টিংকু রানী শীলের পরিবারসহ স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন তাদের সংসারে কোন ধরনের ঝামেলা ছিল না এবং তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকাল উনাকে ডাক্তার দেখানোর কথা ছিলো। বিশালগড় মহিলা থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে ময়নাতদন্তের পর মহিলার মৃতদেহ উনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। তবে টিংকু রানী শীলের এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর সুখের ছায়া নেমে আসে।

25/06/2024

Aj Kal News
ভাড়াটিয়ার নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করার অভিযোগ এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে!
ঘটনা উদয়পুর ফুলকুমারী নব শক্তি ক্লাব সংলগ্ন এলাকার এক বাড়িতে। অভিযুক্তের বয়স আনুমানিক ৬৫ বছর। অভিযুক্ত পুলিশ কর্মীকে আটক করেছে আর কে পুর থানার পুলিশ।

অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে 🇨🇮🇮🇳💫 Aj Kal News
25/06/2024

অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে 🇨🇮🇮🇳💫
Aj Kal News

Aj Kal News ৬ জন মহিলা, ৩ জন পুরুষ সহ ৯ জন বাংলাদেশী নাগরিক আটক
24/06/2024

Aj Kal News

৬ জন মহিলা, ৩ জন পুরুষ সহ ৯ জন বাংলাদেশী নাগরিক আটক

Aj Kal News পার্লামেন্টে শপথ নিতে যাচ্ছেন  সাংসদ বিপ্লব দেব
24/06/2024

Aj Kal News
পার্লামেন্টে শপথ নিতে যাচ্ছেন সাংসদ বিপ্লব দেব

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when Aj Kal News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aj Kal News:

Videos

Share

Nearby media companies