Manna Bike Point classic garag

  • Home
  • Manna Bike Point classic garag

Manna Bike Point classic garag Unknown information

সাইকেল বা মোটরসাইকেলের সামনের টায়ার সহজে লিক হয় না কেন?ছবিতে একটা সাইকেল টায়ারের বিভিন্ন অংশগুলোকে দেখানো হয়েছে।এখানে কে...
21/04/2023

সাইকেল বা মোটরসাইকেলের সামনের টায়ার সহজে লিক হয় না কেন?

ছবিতে একটা সাইকেল টায়ারের বিভিন্ন অংশগুলোকে দেখানো হয়েছে।এখানে কেসিং হচ্ছে রবারের তৈরী পাতলা চাদর যার মধ্যে নাইলন কর্ড র্নিদিষ্টভাবে বিন্যাস্ত থাকে। কেসিং ট্রীড এবং সাবট্রীডের নিচে অবস্হান করে।টায়ার দীর্ঘদিন ধরে ব্যাবহারিত হতে হতে এর ট্রীড এবং সাবট্রীড অংশটা খয়ে যায় ফলে টায়ারের কেসিং উন্মুক্ত হয়ে পড়ে। এখন এই ক্ষয় হয়ে যাওয়া টায়ার নিয়ে সাইকেল বা মোটর সাইকেল খারাপ রাস্তা দিয়ে চালানোর সময় পেরেক,কাটাঁ,বা ধারালো পাথর ,কাচ দ্বারা পাংচার হয়ে যায়।

বেশীরভাগ সময় দেখা যায় সাইকেল বা মোটর সাইকেলের পিছন টায়ার বেশী পাংচার হয় সামনের টায়ারের তুলনায় এর কারন হচ্ছে একই সাথে ফিট করা দুটি টায়ারের মধ্যে পিছন টায়ারের বেশী ক্ষয় হয় সামনের টায়ারের তুলনায়। পিছন টায়ারের অধিক ক্ষয়ের বেশ কিছু কারন আছে যেমন

১. টায়ারের ট্রীড হচ্ছে একমাত্র অংশ যেটা রাস্তার সংযোগে ঘর্ষণজনিত বল সৃষ্টি করে যেমন longitudinal force, lateral force ,steering force. টায়ারে যত বেশি ঘর্ষণজনিত বল সৃষ্টি হয় টায়ার তত বেশি ক্ষয় হয়। সাইকেল বা মোটর সাইকেলের সামনের চাকা যেহেতু প্যাডেল বা ইন্জিনের সঙ্গে যুক্ত থাকেনা তায় সামনের টায়ারে longitudinal force সৃষ্টি হয় না।ফলে সামনের টায়ারের ট্রীডের ক্ষয় কম হয়।

২.সাইকেল বা মোটর সাইকেল আরোহীদের ভার দুই চাকাতে সমানভাবে ভাগ হয় প্রযুক্ত হয়না পিছন চাকাতে ভার বেশী প্রযুক্ত হয় সামনের চাকার তুলনায়। ভারের বন্টন এইভাবে রাখা হয় যাতে সাইকেল বা মোটর সাইকেলের হ্যান্ডেলবার ঘোরাতে সুবিধা হয়। যে চাকাতে যতবেশী ভার প্রযুক্ত হয় সেই চাকাতে ততবেশী ঘর্ষণবল সৃষ্টি হয় আর বেশী ক্ষয় হয়।এক্ষেত্রে সামনের টায়ারের ক্ষয় কম হয়।

মোটরসাইকেলগুলিতে বিপরীত (রিভার্স) গিয়ার নেই কেন?যারা বাইক চালান বা দু'চাকার গাড়ি চালক সবাই তাদের নিজের মতো করে এমন পরিস...
21/04/2023

মোটরসাইকেলগুলিতে বিপরীত (রিভার্স) গিয়ার নেই কেন?

যারা বাইক চালান বা দু'চাকার গাড়ি চালক সবাই তাদের নিজের মতো করে এমন পরিস্থিতি খুঁজে পেয়েছেন যেখানে তারা মোটরবাইকটি আবর্তনের জন্য লড়াই করছেন এবং ভাবছেন কেন এটির বিপরীত গিয়ার নেই? এটি বেশিরভাগ বাইক থেকে সঙ্গত কারণে অনুপস্থিত। বেশিরভাগ বাইকের বিপরীত গিয়ার না থাকার কারণগুলি সম্পর্কে পড়ুন।

কারণ বেশিরভাগ বাইকের বিপরীত গিয়ার নেই।

বেশিরভাগ বাইকের বিপরীত গিয়ার না থাকার কারণগুলি নিম্নলিখিত:

1. পার্কিং গিয়ারের প্রয়োজনীয়তা দূর করে

মোটরবাইক চালানোর এটি একটি বহুল স্বীকৃত নিয়ম যা আপনার কখনই ঢালু হয়ে দাঁড়িয়ে থাকা উচিত নয়। এটি একটি বিপরীত গিয়ারের প্রয়োজনীয়তা হ্রাস করে কারণ আপনি ঢালের মুখের বাইকটি পার্ক করেন তবে আপনার প্রয়োজন হবে না।

2. সর্বোচ্চ স্থায়িত্ব

আপনার বাইকটি ঢালু থেকে নীচের দিকে মুখোমুখি দাঁড়িয়ে না রয়েছে তা নিশ্চিত করে, আপনি কেবল একটি বিপরীত গতির ঝুঁকিপূর্ণ কসরত প্রয়োজনকেই প্রতিরোধ করেন না, তবে আপনি এটিও নিশ্চিত করেন যে বাইকটি স্থিতিশীল এবং তার পাশের স্ট্যান্ডে বিশ্রাম নিচ্ছে, এটির কোনও সম্ভাবনা রোধ করে না সামনে ঘূর্ণায়মান এবং পাশ স্ট্যান্ড প্রত্যাহার। আপনার বাইকের সর্বাধিক স্থিতিশীল অবস্থানটি নিশ্চিত করে যে আপনার বিপরীত গিয়ারের প্রয়োজন হবে না কারণ এটি বেশিরভাগ বাইক থেকে অনুপস্থিত থাকার আরও কারণ।

3. মোটরসাইকেলের আকার

বাইকের মধ্যে কমপ্যাক্ট হুইলবেস রয়েছে এবং এইভাবে শক্ত করে ঘোরানো বৃত্ত। এর অর্থ হ'ল মোটরবাইক চালানোর সময় আপনার এটিকে সহজেই চালু করতে সক্ষম হওয়া উচিত এবং অবশ্যই বিপরীত হওয়ার প্রয়োজন হবে না। এটি বাইকে উপস্থিত থাকার জন্য বিপরীত গিয়ারের প্রয়োজনীয়তা আরও হ্রাস করে।

4. মোটরসাইকেলের ওজন

যখন বাইক এবং দু'চাকার গাড়ির কথা আসে তখন বিপরীতের প্রয়োজনীয়তা খুব কমই দেখা যায়। এই ধরনের পরিস্থিতিতে, আপনি কেবল নিজের পা ব্যবহার করে কোনও নির্দিষ্ট বিপরীত গিয়ার ছাড়াই সহজেই ব্যাকআপ নিতে সক্ষম হবেন এই কারণে যে মোটরসাইকেলগুলি গাড়িগুলির সাথে তুলনায় যথেষ্ট কম ওজন পায় এবং সহজেই বিপরীত হতে পারে।

তবে কিছু ফ্ল্যাগশিপ মোটরসাইকেলের বিপরীত গিয়ার রয়েছে। এছাড়াও প্রতিটি বৈদ্যুতিক মোটরসাইকেল এবং স্কুটারের বিপরীত গিয়ার রয়েছে।

বাইকের ব্যাটারী ভালো রাখার কিছু টিপস০১ । প্রতি মাসে একবার আপনার মোটরসাইকেলব্যাটারি কার্যক্ষমতা পরিক্ষা করুন।০২ । লম্বা র...
21/04/2023

বাইকের ব্যাটারী ভালো রাখার কিছু টিপস

০১ । প্রতি মাসে একবার আপনার মোটরসাইকেল
ব্যাটারি কার্যক্ষমতা পরিক্ষা করুন।

০২ । লম্বা রাইড দেওয়ার পর ব্যাটারিটি পরিক্ষা করুন ,
সকল সংযোগ সঠিক আছে কিনা।

০৩। ব্যাটারি সাধারণত গরম হয় তবে অপেক্ষাকৃত বেশি
গরম হচ্ছে কিনা খেয়াল করুন।

০৪ । ব্যাটারিতে কোন ফুটো বা ক্র্যাক আছে কিনা
পরীক্ষা করুন।

০৫ | যতটা সম্ভব ব্যাটারি থেকে বাড়তি লোড হ্রাস
করুন।

০৬ । সকালের প্রথম ষ্টার্ট এর সময় কিক ব্যাবহার
করুন। (যদি কিক স্টার্টার থাকে)

০৭ । হেডলাইট জ্বালানো অবস্থায় সেক্ফ দেবেন না,
এতে ব্যাটারি তে প্রচন্ড চাপ পড়ে ।

০৮ । সম্ভা দামের হেডলাইট ব্যাবহার না করাই
ভালো, কেননা সস্তা বালব গুলো সঠিক ওয়াটের
হয় না, ফলে ব্যাটারী দ্রুত নষ্ট হয়, ব্যাবহার করতে
হলে ভালো ব্রান্ডের ও আপনার বাইকের হেডলাইটের
ওয়াট এর সাথে ওয়াট মিলিয়ে কিন্বুন। তবে । LED এখন
সবচেয়ে ভালো সলিউশন ।

০৯ । অনেকে শখ করে । LED ষ্ট্রিপ দিয়ে বাইককে বিয়ে
বাড়ীর মত সাজান, এটাও আপনার বাইকের ব্যাটারি ও
ওয়্যারিং এর জন্য ক্ষতিকর।

১০। রাতে ট্রাফিক জ্যামে বা সিগনালে লম্বা সময়
দাড়িয়ে থাকতে হলে হেডলাইট অফ করে রাখুন, ইচ্ছা
করলে ইঞ্জিনও বন্ধ রাখতে পারেন এতে তেলেরও
অপচয় রোধ হবে।

১১৪ । প্রতি মাসে অন্তত একবার আপনার বাইকের সাথে
থাকা লিকুইড সেল ব্যাটারিটির ওয়াটার লেভেল চেক
করুন, লেভেল লো হয়ে গেলে ডিস্টিলড ওয়াটার দিয়ে
লেভেল পূর্ন করে দিন।

অরিজিনাল পার্টস এর সাথে প্রয়োজন ভালো মানে
সার্ভিস, আর এই ভালো মানে সার্ভিস নিতে চলে আসুন
মান্না বাইক পয়েন্ট এ
location- https://goo.gl/maps/PRmJuNfYpTJPEKWp8

Address

West Bengal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manna Bike Point classic garag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manna Bike Point classic garag:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share