J&T az

J&T az �বিনোদন �ভিডিও �কৌতুক গল্প � অজানা তথ্য?�ট্রাভেল� ভাল লাগাৱ কবিতা

06/08/2024
10/06/2024

৮ জুন থেকে ১৭ জুন
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।

06/06/2024

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?
তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।

তোমার বৌ'মা বলছিল তোমার বয়স হয়েছে। এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি! তোমার কাশিটাও বেড়ে গেছে। আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা..... আরো কতো কি!"

হ্যাঁ রে, মনে হয় আর বেশিদিন....!
আহ্ থামো তো মা। তোমার সব সময় দেখা শোনার জন্য কাউকে রাখতে হবে।
আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে...।
না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌ'মা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌ'মা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল।
আচ্ছা তুই চাইলে তাই হবে।
থ্যাংকস মা......।
আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।
পরের দিন, অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে। নীরবতা ভাঙলেন মা.......!
বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে।
--- মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো।
কিছুক্ষন পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নিরব থেকে এবার ছেলে বলে উঠলো।

-নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতালার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি।

টিং ডং টিং ডং (দরজা খুললো)
- হ্যাপি বার্থ ডে টু ইউ ! হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! !

দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌ'মা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি। এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে।ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।

হ্যাপি বার্থ ডে মা।
--- তুই অনেক বড় হয়ে গেছিস (মা কান্না ভেজা কন্ঠে)। কিন্তু, এটা কার ঘর?

--- বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।

--- তুই না ! এমন কি কেউ করে? (কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)

আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।

--- নে এটার আর দরকার হবে না। (ইঁদুর বিষ)
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।

--- ধুর মা কি যে বলো ! এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।

মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ঔষুধ খেতে হবে না।

প্রত্যেক সন্তানই যেন মা-বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা-বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।❤️🙂

06/06/2024

জরুরী বার্তা

#বৈদ্যুতিক #ইলেকটিক #খবর

With JT az updates – I just got recognized as one of their top fans! 🎉
22/05/2024

With JT az updates – I just got recognized as one of their top fans! 🎉

সিলেট আর আগের সিলেট রইছে না💔একটা কাহিনী আইজে সবর লগে শেয়ার কররাম🚫আইজ সকাল ১০ টাত আমি আর আমার খালা বন্দর জাইতাম করি বারইছ...
18/05/2024

সিলেট আর আগের সিলেট রইছে না💔

একটা কাহিনী আইজে সবর লগে শেয়ার কররাম🚫

আইজ সকাল ১০ টাত আমি আর আমার খালা বন্দর জাইতাম করি বারইছি বাসা তাকি বটেশ্বর সিনেমা হলর সামনে আইয়া আমরা উবাইছি গাড়ির লাগি অউ সময় একটা CNG আইছে খালি পরে আমরা উটছি গাড়িত এর একটু সামনে গিয়া আরেক জন বেটা মানুষ উটছইন সামনে দেখতে খুব ভদ্র মনে অইছে এর আরেকটু সামনে গিয়া আরেক জন উটছইন ফুয়া বয়সি কিচ্ছু না মাতিয়া ই ফুয়া পিছে আইয়া বইছে আমার গালাবায় অউ সময় আরেকজন মানুষএ জিকাইছইন বন্দর জাইবা নি কিন্তু তানরে তুলছে না
সামনে যেইন আছলা তাইন কত সময় পরে পরে কল দিরা কারে র কইরা অউ জাগাত আছি হেন তেন মাতিরা তার পরে আমরা মিরাবাজার যাওয়ার পরে ড্রাইভারে কারে কল দিয়া কর যে আইচ্ছি বেশি সময় লাগতো না তখন আমার মন অইছে যে কয়দিন আগে একটা পোস্ট পরছিলাম নতুন চক্র বারইছে তারা ফুরিন তরে টার্গেট করে কিন্তু ই সময় আমি কিতা করতাম নিজেউ বুজরাম না খালারেও কিচ্ছু কইতাম পাররাম না খালি আল্লাহরে ডাকরাম মনে মনে যেন জ্যামও পরি 🥹 নাইওরপুল পয়েন্ট ও গিয়া জ্যাম ও পরছি ওউ সময় খালার কল আইছে তাইন কইরা আমরা নাইওরপুল পয়েন্ট ও আছি ওউ সময় আমি হঠাৎ দেখি আমার গালাত যে ফুয়া ওগ্গে স্প্রে মারের গাড়িত লুকাইয়া এর পরে আমি খালারে কইছি নামও ওনও আমার তুরা দরকার কইয়াও তানরে লইয়া নামতাম গাড়ি স্টার্ট দিলাইছে আমরাও লগালগ নামি গেছি পরে গাড়ি টান দিয়া গেছে গি 🥹 কিন্তু সব তাকি বড় কথা তারা বন্দর না গিয়া অন্য রাস্তা বায় গেছে আর আমার বায়দি খুব রাগি চোখে চাইছে 🥲

বইন অকল আমার পোস্ট করার কারন অইল আমরা সবও দরকারে বারই সব একটু সচেতন থাকিও নিজ নিজ এলাকার CNG Stand তাকি গাড়িত উটিও কে খারাপ আার কে ভালা কিচ্ছু বুঝার উপায় নাই

আমার মুখ বান্দা আছিল তাও স্প্রে অকটার লাগি ১ ঘন্টার মতো আমার শরীর খারাপ আছিল 😥


J&T az

জীবন যুদ্ধের  অবসান হিট স্ট্রোকে আকস্মিক মৃত্যু।বেশি বেশি পানি আর শরবত খাওয়ার চেষ্টা করুন।সবাই রোদ এরিয়ে চলার চেষ্টা করব...
30/04/2024

জীবন যুদ্ধের অবসান
হিট স্ট্রোকে আকস্মিক মৃত্যু।
বেশি বেশি পানি আর শরবত খাওয়ার চেষ্টা করুন।
সবাই রোদ এরিয়ে চলার চেষ্টা করবেন।

মহান আল্লাহ তায়ালা অতি গরমের তীব্রতা থেকে আমাদের কে পরিত্রাণ দান করুক।আমিন

30/04/2024

আজ রাত কী হয়েছিল আমার সাথে!

অনুমানিক রাত তখন ৮টা। সিলেটের বন্দর বাজার থেকে সোবহানিঘাট যাওয়ার জন্য দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছি। কিছুক্ষনের মধ্য একটি সি এন জি আসল ।সি এন জি চালক জিজ্ঞেস করলেন ভাই কোথায় যাবেন? বললাম সোবহানিঘাট।বলল,ওঠেন। গাড়ির সামনে ড্রাইভারের পাশে একজন যাত্রী পিছনে আরো দুইজন বসা। আমি পিছনের বাম পাশে বসলাম।কিছুক্ষন যাওয়ার পর আমার পাশের জন বলল ভাই আমার বমির ভাব করতেছে আপনি মাঝে চলে আসেন।আমি বললাম ভাই আমার পাশে বসে অভ্যাস আমি পারবনা।আপনি ঐপাশে চলে যান।যখন ইবনে সিনা হাসপাতাল ক্রস করলাম তখন গাড়িটির গতি কিছুটা কমিয়ে দিল। এবং পাশের জন ড্রাইভারকে বলল গাড়ি থেকে পোড়া কিসের গন্ধ আসতেছে সে সহ্য করতে পারছেনা বলে সে একটি সেন্ট/স্প্রে বের করল।বের করে সেটি তার বডিতে মারার ভান করে আমার মুখে মারল। সাথে সাথে আমি নিঃশ্বাস বন্ধ করে ফেললাম।আমার হাতে দুটি এবং কাঁধে ব্যাগ ছিল, ড্রাইভারকে গাড়ি থামান বলে ধমক দিয়েই ব্যাগগুলো নিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে গেলাম। পাশের জন তখনই পকেট থেকে ঝাপটা মেরে মোবাইলটি নিয়ে যায়। তার পাশের জন এবং ড্রাইভারের পাশের জন হাত দিয়ে আমাকে গাড়িতে আটকিয়ে রাখতে চেয়েছিল।লাফ দেয়ার সময় তারা অপ্রস্তুত থাকার কারণে আটকাতে পারেনি। রাস্তার পাশ থেকে দুজন লোক এসে আমাকে টান দিয়ে তুলেন।আর ওরা গাড়ি টান দিয়ে চলে যায়।যদি আমি ওর কথানুযায়ী ঐ সময় মাঝখানে চলে যেতাম তাহলে লাফটাও দিতে পারতামনা তাদের ইচ্ছানুযায়ী যা ইচ্ছা করতে পারত।স্প্রে টা এতোটাই খারাপ ছিলো যে আমি কোনো নিঃশ্বাস না নেয়া সত্বেও আমি কেমন জানি হয়ে যাচ্ছিলাম। এখন পর্যন্ত শরীরে দুর্বলতা কাজ করতেছে।আল্লাহ তায়ালা আপনাদের দুয়ায় এমন কিছু থেকে রক্ষা করেছেন যা মনে হলে বারবার শরীর কেঁপে উঠে।

মোবাইলের জন্য কেন জানি একটুও আক্ষেপ হচ্ছেনা বারবার মনে হচ্ছে ঐ লোকগুলো আজ আমার সাথে এরকম করেছে তারা তো আগামীকাল অন্যর সাথে এই আচরণ করবে ।আমিতো যেভাবেই হোক তাদের হাত থেকে উদ্ধার হয়েছি অন্যদের সাথে তারা কী আচরণ করবে। আপনি যতই সতর্কবান হোন না কেন তাদের এই প্রতারণা বুঝা সম্ভব হবে বলে মনে হয়না।তাদের লেবাস দেখে এবং কথাবার্তা শুনলে আপনি বুঝতে বাধ্য হবেন যে তারা আপনার মতো যাত্রী!
আল্লাহ তায়ালা ওদেরকে হেদায়েত দান করুন, সকল মানুষকে সকল ধরণের বিপদ থেকে রক্ষা করুন🤲🤲🤲

Inbox থেকে

সেয়ার করে সবাইকে সচেতন করুন

10/04/2024

তাকবির -

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْدউচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ

১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।২।  মা বিনা বেতনে সং...
25/03/2024

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!!!

Collected
J&T az

18/03/2024

কিছু নেকি এভাবে পাওয়ায় যায়_

১.اَسْتَغْفِرُ اللّٰهَ ~ আস্তাগফিরুল্লাহ

২.اَلْحَمْدُ لِلّٰهِ ~ আলহামদুলিল্লাহ

৩.اَللّٰهُمَّ اغْفِرْلِیْ ~ আল্লাহুম্মাগফিরলী

৪.اَللّٰهُ اَكْبَرُ ~ আল্লাহু আকবার

৫.سُبْحٰنَ اللّٰهِ ~ সুবহানাল্লাহ

৬.اَللّٰهُمَّ اَجِرْنِیْ مِنَ النَّارِ ~ আল্লাহুম্মা আজীরনি মিনান নার

৭.لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللٌّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ ~ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম

৮.سُبْحٰنَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحٰنَ اللّٰهِ الْعَظِيْمِ ~ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহি আযীম

৯.اَللّٰهُمَّ صَلِّ عَلٰی سَيِّدِنَا مُحَمَّدٍ ~ আল্লাহুমা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ

১০.لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحٰنَكَ اِنِّیْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ ~ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোলীমিন

১১.رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِیْ صَغِيْرََا ~ রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী ছগীরা

১২. لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ ~ লা ইলাহা ইল্লাল্লাহ।

১৩.رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ ~ রব্বী হাবলী মিনাছ ছলীহিন

আলহামদুলিল্লাহ 🥰

যতখুশি তত বার পড়া শেষে আবার একবার আলহামদুলিল্লাহ 😊

10/03/2024
The stunning Ramadan lights have turned on in London! 🤩🌟              (📸: mimirose36)
10/03/2024

The stunning Ramadan lights have turned on in London! 🤩🌟



(📸: mimirose36)

নিরুৎসাহিত করবেন না
09/03/2024

নিরুৎসাহিত করবেন না

02/03/2024

( বাবা ও ছেলে )

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল
উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে
ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।
তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।
কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।
পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!
আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন
কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
________
বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা-মা
গড়ে উঠুক প্রতি ঘরে এরকম আদর্শ।

©গল্পটি পড়ে ভালো লাগল তাই রেখে দিলাম।.কপি রাইট 🙂

Learn English very easy way.Share with your friends and learn together.
21/02/2024

Learn English very easy way.

Share with your friends and learn together.

19/02/2024

আপনি কোথায় কাজ করেন?
♪Where do you work?
♪আপনার বাবা কোথায় কাজ করেন ?
♪Where does your father work?
♪আপনার উচ্চতা কত ?
♪What is your height?
♪ আপনার ভাইবোনদের মাঝে আপনার অবস্থান কি?
♪ What is your position among your siblings?
♪তুমি কোথায় গিয়েছিলে?
♪Where did you go?
♪তোমার আমাকে জানানো উচিত ছিল।
♪You should have informed me.
♪ তুমি আমাকে কল করতে পারতে। ( কিন্তু করো নি)
♪ You could have called me.
♪আজকের আবহাওয়া কেমন?
♪ How is the weather like today?
♪আজকের তাপমাত্রা কত?
♪What is the temperature today?
♪তোমার ডাক্তার দেখানো উচিত।
♪You should see a doctor.
♪আপনার নামের অর্থ কী?
♪What's the meaning of your name?
♪আপনার জেলার নাম কী?
♪What is your district name?
♪আপনার জেলাটি বিখ্যাত কেন?
♪Why is your district famous?
♪আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?
♪Tell a famous freedom fighters' name from your district.
♪আপনার বয়স কত?
♪How old are you?
♪আজ কত তারিখ?
♪What is the date today?
♪আজ কি বার?
♪What is the day today?
♪আপনি কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলেন?
♪When and where did you born?
♪আজ বাংলা কত তারিখ?
♪What is date today in Bengali?
♪আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন?
♪Do you read any daily newspapers?
♪পত্রিকাটির সম্পাদকের নাম কি?
♪What is the editor's name of the Newspaper?
♪আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন?
♪Tell about yourself in English?

পড়া শেষে done লিখতে ভুলবেন না

17/01/2024
03/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!
সংগৃহীত

এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম! নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না। আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠো...
03/12/2023

এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম! নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না। আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে, তুমি আর ঘূনাক্ষরেও আমার হবেনা। গত শীতেই চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছো। শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব, তাদের লায়লী মজনুর প্রেম কাহিনী শুনিয়ে লাভ নেই। নষ্টামি মনের মধ্যে থাকলে বোরকা পড়েও নষ্টামি করবেই। নষ্টা রা কান্না বুঝে না, আবেগ তাদের কাছে পানির মতো সস্তা ।

আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা হলেও সংসার হয় না। তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু বলতে শিখো। যার সাথে সম্পর্কে আছো তাকে বুঝাও,
-পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে। নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে, বন্ধুত্ব বাঁচিয়ে রেখো।
'তোমাকে ছাড়া বাঁচতে পারবো না', কখনো বলো না। তাকে শেখাও, বুঝাও, নিয়তি না চাইলে তোমাকে আমাকে একাই থাকতে হবে। অন্যের খাঁচায় বন্দি হয়ে হলেও তুমি সুখে থাকবে। তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাকবে। আমার মনে শান্তি থাকবে ।

কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলে দেখবেন, ভিঁটেমাটি থাকে। সেই ভিঁটেমাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নিন। সম্পর্কের ক্ষেত্রে একই, বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দিয়েন না। সম্মান টুকু আঁকড়ে ধরে বেঁচে থাকুন।মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না ।

কখনোই কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। প্রিয় একটা সময় প্রিয় থাকে না। বৃষ্টিতে একাই ভিজতে হবে
সবসময় কেউ একজন মাথার উপর ছাতা ধরবে না ।
জ্বর চুমু তে সেরে উঠেনা, এন্টিবায়োটিক লাগে প্রিয়।

- কাজল পারভেজ
J&T az

Share করলে বাচতে পারে ১ হাজার পাউন্ড মেয়েটারcall on 07459242826
17/11/2023

Share করলে বাচতে পারে ১ হাজার পাউন্ড মেয়েটার
call on 07459242826

15/11/2023

কানাডা নিউজ- 2023

14/11/2023

সম্প্রতি (৬ নভেম্বর ২০২৩) ঢাকা বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে আগত ৪২ জন যাত্রীকে আটক করে তাদেরকে বাড়িতে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। অথচ এরা প্রত্যেকে কানাডার বৈধ ভিসা নিয়ে সিলেট ওসমানী বিমান বন্দরে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা এসে ট্র্যানজিট লাউঞ্জে টরন্টোগামী বিমানের কানেকটিং ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

বিমানের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে আমন্ত্রণপত্রের মাধ্যমে তারা ভিসা পেয়েছেন সেটা ছিল ভূয়া। এটা দেখার দায়িত্ব কি বিমানের, নাকি কানাডিয়ান হাইকমিশনের? হাই কমিশন যদি আমন্ত্রণপত্রটি বিশ্বাসযোগ্য বলে মনে করে ভিসা দিয়ে দেয় তাহলে বিমান কর্মকর্তাদের অসুবিধা কোথায়? আমরা জানি, ইন্টারন্যাশানাল ষ্টুডেন্ট ভিসা কিংবা ভিজিটর ভিসার জন্য আবেদন করতে গেলে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ধার-কর্জ করে এ ফরমালিটিজ পূরণ করা হয়। একজন যাত্রী কার কাছ থেকে ধার নিয়েছে সেটাও কি তাহলে বিমানের কর্মচারীদের দেখাতে হবে?

বিমানের লোকেরা বলছে বিয়ের আমন্ত্রণ পত্রটি ছিল ভূয়া। তারা আরও বলেন, যাদের ভিসা হয়েছে তাদের বেশিরভাগই এর আগে দেশের বাইরে কোথাও বেড়াতে যাননি। ধরে নিলাম যায়নি। এটাই তাদের প্রথম সফর। তাতে বিমান কর্তৃপক্ষের কি সমস্যা বুঝলাম না। এরকম কি কোনো আইন আছে যে আগে অন্যান্য দেশ ঘুরে এসে তবেই কানাডা যাওয়া যাবে?

বিমান কর্তৃপক্ষ বলেছে, এর আগে যারা এভাবে গিয়েছেন তারা কানাডায় এসে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। ধরে নিলাম কথা সত্য। সকলেই জানেন, সারা পৃথিবী থেকেই এভাবে লোকজন এসে কানাডায় আশ্রয় প্রার্থনা করে। অসুবিধা কোথায়? কার অসুবিধা? সব অসুবিধার দায়িত্ব কি বিমান একাই নিয়ে নিয়েছে? এসব যাত্রীরা তো অন্য এয়ারলাইন্সেও আসতে পারতো! তখন কি হতো? কার দায়িত্বের মধ্যে পড়তো? শুনেছি বিমানের এসব অসাধু কর্মকর্তারা নাকি ঘুষ চেয়েছিলেন এবং যাত্রীরা সে টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তারা এ কান্ডটি ঘটায়। আরও জঘন্য যে কান্ডটি বিমানের কর্মকর্তারা ঘটিয়েছে তাহলো তারা সিঙ্গাপুর ও দিল্লিস্থ কানাডিয় ভিসা অফিসে ইমেইল পাঠিয়েছে এসব যাত্রীদের ভিসা যাচাইয়ের জন্য।

উল্লেখ্য, দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সহজ প্রক্রিয়ায় ভিজিট ভিসা, ষ্টুডেন্ট ভিসার দ্বার উন্মুক্ত করেছে কানাডিয় হাইকমিশন। নিয়মিতভাবে এখন বাংলাদেশ থেকে শত শত মানুষ সুন্দর একটি স্বপ্ন নিয়ে কানাডায় আসছে। আজ বিমানের এসব অসাধু কর্মকর্তাদের কারনে কেবল ওই ৪২ জন যাত্রী নয়; লাখ লাখ বাংলাদেশি তরুনের সেই স্বপ্ন নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিমানের এ উস্কানির ফলে কানাডিয় কর্তৃপক্ষ যদি ভিসা প্রক্রিয়া কঠিন করে তুলে তাহলে ক্ষতিটা কার হবে?

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় বিমান প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি- অবিলম্বে বিষয়টি তদন্ত করে বিমানের সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হোক। আরও দাবী জানাচ্ছি যে, অবিলম্বে সিলেটের ভুক্তভোগী ওই ৪২ জন যাত্রীকে বিনা ভাড়ায় কানাডায় পৌছে দেয়া হোক।

¢ J&T az

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when J&T az posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J&T az:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in London

Show All