Hafiz Faisal Ahmad

Hafiz Faisal Ahmad মুসলিম জীবনে বিভিন্ন সমস্যার কোরআন ও সুন্নাহভিত্তিক সমাধানের প্রয়াস চালাতে আমার এই পেজ।

আস-সালামুয়ালাইকুম
"Hafiz Faisal Ahmad " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আমি আমার এই পেজ এর মাধ্যমে আপনাদের কুরআন শিক্ষা দেব ।

এর পাশাপাশি,

দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
যেমন,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ

নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে "Hafiz Faisal Ahmad " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

06/07/2024

Jummah Kutbah (English)
Darul Ummah Redbridge
London

03/07/2024

#সকলকে_আমার_এ_Page_এ_Like_follow_দিয়ে_সাথে_থাকার_অনুরোধ

লন্ডন, দারুল উম্মাহ রেডব্রিজ মসজিদে
সপ্তাহিক বাংলা আলোচনার অংশবিশেষ
হাফিজ মাওলানা ফয়সল আহমদ
ইমাম ও খতিব
দারুল উম্মাহ রেডব্রিজ, লন্ডন

24/06/2024

#ইংলিশ_দেশেও_বাংলা_আলোচনা
আমার মসজিদ (দারুল উম্মাহ রেডব্রিজ) এ ইংলিশের পাশাপাশি সপ্তাহে কমপক্ষে ১ দিন বাংলা আলোচনা করতে হয়।
আল্লাহ রাব্বুল আলামীন আমি অধমকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন, আমিন

19/06/2024
 #ঘুরে_এলাম_ইংল্যান্ডের_প্রথম_মসজিদএবার ঈদের নামাযের ইমামতি করছিলাম North London এর একটি মসজিদে, আর সেই সুবাদে দেখে আসলা...
19/06/2024

#ঘুরে_এলাম_ইংল্যান্ডের_প্রথম_মসজিদ
এবার ঈদের নামাযের ইমামতি করছিলাম North London এর একটি মসজিদে, আর সেই সুবাদে দেখে আসলাম #শাহ_জাহান_মসজিদ
ইংল্যান্ডের অন্যতম প্রাচীন মসজিদ— শাহ জাহান খান মসজিদ। বর্তমানে ওকিং মসিজদ হিসেবে সমধিক পরিচিত। ধারণা করা হয়, নামাজ আদায়ের উদ্দেশ্যে স্থাপিত ইংল্যান্ডের প্রথম মসজিদ এটিই। লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মাত্র ৩০ মাইল দূরত্বে এর অবস্থান। আন্তধর্মীয় সম্প্রীতি প্রসারে পারষ্পরিক বোঝাপড়া, শান্তি ও সম্প্রীতি তৈরিতে এ মসজিদে নানা অনুষ্ঠানের আয়োজন হয়।

১৮৮৯ সালে ওকিং শহরের ওরিয়েন্টাল কলেজ শিক্ষার্থীদের নামাজের স্থান তৈরিতে ভুপালের সম্রাজ্ঞী শাহ জাহান বেগম অর্থদান করেন। পরবর্তীতে শাহ জাহানের নামেই এ মসজিদের নামকরণ করা হয়। হাঙ্গেরি বংশোদ্ভূত ব্রিটিশ প্রাচ্যবিদ ড. গটলিব উইলহেম লেটনার তা স্থাপন করেন।

শিক্ষার্থীদের জন্য স্থাপিত মসজিদটির নকশা করেন বিখ্যাত স্থপতি উইলিয়াম আইজ্যাক চেম্বার। ফারসি-সারাসেন্স শৈলীতে এর নকশা করা হয়। মসজিদে একটি গম্বুজ, মিনার ও প্রশস্ত প্রাঙ্গণ আছে। এছাড়াও মসজিদের দেয়াল আরবি ক্যালিগ্রাফিতে সুসজ্জিত। এতে একটি ব্রিটিশ গ্রন্থাগারও আছে।

উইন্ডসর কাসলে অবস্থানকালে রানী ভিক্টোরিয়ার ভারতীয় সহকারি আবদুল করিম দাসদের নিয়ে মসজিদে এসেছিলেন। ১৮৯৯ সাল পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অতিথিরা আসলে তা মসজিদ হিসেবে ব্যবহৃত হত। ড. লেটনারের মৃত্যুর পর বেশ কয়েক বছর তা বন্ধ থাকে।

১৯১২ সাল পর্যন্ত মসজিদটি অব্যবহৃত ও পরিত্যক্ত হিসেবে থাকে। ড. লেটনারের ছেলে স্থানটি বিক্রি করার ইচ্ছা করেন। তখন কাশ্মীর বংশোদ্ভূত আইনবিদ খাজা কামাল উদ্দিন আদালতের শরণাপন্ন হয়ে মসজিদ বিক্রয়ে বাধা দেন। ধর্মীয় স্থাপনা হিসেবে তা পৈত্রিক সম্পত্তি হবে না বলে— তিনি যুক্তি দেখালে মসজিদটি রক্ষা পায়।

১৯১৩ সালে লেটনারের পুত্রকে কিছু অর্থ প্রদান করে খাজা কামাল উদ্দিন মসজিদ পুনরায় চালু করেন। কিন্তু তিনি লাহোরভিত্তিক আহমদিয়া আন্দোলনের কর্মী হওয়ায় মসজিদটি ১৯৬০ সাল পর্যন্ত আহমদিয়া সম্প্রদায় কর্তৃক পরিচালিত হয়। অবশ্য পরবর্তী সময়ে ব্রিটেনে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকলে তাদের প্রভাব কমতে থাকে। অবশেষে ১৯৭০ সালে ব্রিটেনের সুন্নি মুসলিম জনগোষ্ঠী মসজিদের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।

বিংশ শতকের অনেক বিখ্যাত ব্যক্তিরা ব্রিটেনের ঐতিহ্যবাহী মসজিদটি পরিদর্শন করেন। সৌদি বাদশাহ ফয়সাল, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহ, ইথিওপিয়ার সম্রাট হেইল সেলেসি, মালয়েশিয়ার রাষ্ট্রপতি টুনকু আবদুর রহমান, হায়দারাবাদের প্রধানমন্ত্রী মির ইউসুফ আলী খান, অল ইন্ডিয়া মুসলিম লিগের প্রথম স্থায়ী সভাপতি স্যার সুলতান মুহাম্মদ শাহ আগা খানসহ আরো অনেকে মসজিদ পরিদর্শনে আসেন। এছাড়াও ব্রিটিশ রাজ পরিবার ও লর্ড হেডলি ও মারমাদুকে পিকথল এবং ব্রিটেনের বিখ্যাত নও মুসলিমরা মসজিদটি পরিদর্শন করেন।

জুম্মার খুতবা প্রদানকালেদারুল উম্মাহ রেডব্রিজ, লন্ডন
18/06/2024

জুম্মার খুতবা প্রদানকালে
দারুল উম্মাহ রেডব্রিজ, লন্ডন

এক সময় যা ছিল স্বপ্নে কিংবা কল্পনায়,এখন তা হলো রুম থেকে ১০ মি: দুরত্বে!!
23/01/2024

এক সময় যা ছিল স্বপ্নে কিংবা কল্পনায়,
এখন তা হলো রুম থেকে ১০ মি: দুরত্বে!!

 #আমরা_তিন_ভাই_যখন_লন্ডনে_একসাথে
22/10/2023

#আমরা_তিন_ভাই_যখন_লন্ডনে_একসাথে

17/06/2023

During Namaz At Darul Ummah

সোনালী অতীত
29/03/2023

সোনালী অতীত

29/03/2023

মোনাজাত

27/03/2023

#সুরা_ওয়াক্বিয়াহ

Address

Darul Ummah Mosque
London
E12ND

Telephone

+447908164874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Faisal Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafiz Faisal Ahmad:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in London

Show All