27/03/2024
#ফিলি*স্তিন থেকে প্রশ্ন আসে,,
" আমার বয়স হচ্ছে ১১। আমার প্রশ্ন হল, শায়খ
মিসাইলের বিস্ফোরনের কারনে আমার মুখের ভিতর ঢুকে যাওয়া ময়লা এবং পাথরের কারনে আমার রোজা কি ভেঙে যাবে.??
" #সোমা*লিয়া থেকে প্রশ্ন আসে,,
"আমাদের যদি সাহরী বা ইফতার খাবার জন্য কোন কিছু না থাকে,
তবে কি আমাদের রোজা হবে.?
#সিরি*য়া থেকে প্রশ্ন আসে,,
"কেমিক্যাল অস্ত্রের আক্রমনে কি রোজা ভেঙে যাবে.??
#আর, আমাদের প্রশ্নের নমুনা:
তারাবীর নামাজ ৮ রাকাআত নাকি ২০ রাকায়াত.??
হাত নাভির নিচে বাঁধবো নাকি বুকে.??
শবে বরাতে রুটি হালুয়া খাওয়া যাবে কি না.??
আমিন জোরে বলবো নাকি আস্তে.??
চরম সুখে আছি আমরা তাই নাহ??
একদিন এই সুখ আর ঘুম দুটুই ভাঙ্গবে।
তখন হয়তো অনেকটা দেরী হয়ে যাবে!
আল্লাহ সবাইকে সহিবুঝ দান করুন-!
আর সঠিক পথে চলার তৌফিক দান করুন,,,
(আমিন)
সংগ্রহঃ Redwanul Karim Masud ওয়াল থেকে।