Sylhet Tv.Press

Sylhet Tv.Press সত্যের সন্ধানে এক ধাপ এগিয়ে! সিলেট টিভি.প্রেস
(1)

25/07/2024

29/05/2024

আগুনে জ্বলছে লন্ডনের ওয়ালটন

ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার নির্বাচিতলন্ডন, ১৫ মে ২০২৪ : টাওয়ার হ্যামলেটস কাউ...
17/05/2024

ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ টাওয়ার
হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার নির্বাচিত

লন্ডন, ১৫ মে ২০২৪ : টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ আগামী ২০২৪-২৫ মিউনিসিপ্যাল ইয়ারের জন্য স্পীকার নিযুক্ত হয়েছেন । ১৫ মে বুধবার সন্ধ্যায় হোয়াটচ্যাপেলস্থ টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারদের ভোটে তিনি স্পীকার নিযুক্ত হন । তিনি সদ্যসাবেক স্পীকার জাহেদ বখত চৌধুরীর স্থলাভিসিক্ত হলেন।
স্পীকার নিযুক্ত হওয়ার পর একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার খালেদ তাঁকে নির্বাচিত করার জন্য সকল কাউন্সিলারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসের মতো একটি ঐতিহ্যবাহী বারার স্পীকার নির্বাচিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি । একইসাথে আমি এই সম্মানের জন্য বিনয়াবনত । আমি আমার সকল মেধা ও যোগ্যতা দিয়ে কাউন্সিলের সিভিক দায়িত্ব যথাযথ সম্মানের সাথে পালনে সচেষ্ট থাকবো । বিশেষ করে নতুন প্রজন্মের বৃটিশ-বাংলাদেশী ছেলে মেয়েদেরকে বৃটেনের মূলধারা রাজনীতি তথা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে উৎসাহিত করতে কাজ করবো।

যেভাবে দায়িত্ব গ্রহণ :
বুধবার সন্ধ্যা ৭ টায় কাউন্সিল চেম্বারে বার্ষিক সাধারণসভা শুরু হয়। প্রথমপর্বে সভাপতিত্ব করেন সদ্যসাবেক স্পীকার কাউন্সিলার জাহেদ বখত চৌধুরী । বিভিন্ন বিষয়ে এসপায়ার পার্টি, লেবার পার্টি, কনজার্ভেটিভ ও গ্রীন পার্টির কাউন্সিলারদের আলোচনা ও বিতর্ক শেষে শুরু হয় নতুন স্পীকার নির্বাচন প্রক্রিয়া । ডেপুটি মেয়র কাউন্সিলার মায়ুম মিয়া তালুকদার নতুন স্পীকার হিসেবে কাউন্সিলার সায়েফ উদ্দিন খালেদের নাম প্রস্তাব করেন । এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন কাউন্সিলার কবির আহমদ । বিরোধীদল লেবার গ্রুপ থেকে কোনো প্রার্থী না থাকায় স্পীকার হ্যা না ভোটে চলে যান । নির্বাহী মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন এসপায়ার পার্টির ২৪ কাউন্সিলার, নির্বাহী মেয়র, কনজার্ভেটিভ পার্টি ও গ্রীন পার্টির দুই কাউন্সিলারের ভোটসহ মোট ২৭টি ভোট পড়ে ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ এর পক্ষে। এসময় লেবার পার্টি কোনো বিরোধীতা না করে এবস্টেইন থাকে । হ্যা জয়যুক্ত হওয়ায় সদ্যসাবেক স্পীকার নতুন স্পীকার হিসেবে ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন।
এরপর নবনির্বাচিত স্পীকারকে মঞ্চে আহবান করেন সদ্যসাবেক স্পীকার । তিনি কাউন্সিলার গ্যালারী থেকে মঞ্চে যান । নতুন স্পীকার হিসেবে রেজিস্ট্রি খাতায় সাক্ষর করেন। সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন প্রস্তাবকারী মায়ুম মিয়া তালুকদার ও প্রস্তাবে সম্মতিদাতা কাউন্সিলার কবির আহমদ এবং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা। রাত পৌনে ৮টার দিকে স্পীকার জাহেদ চৌধুরী প্রথম পর্বের সমাপ্তি টেনে সাধারণ সভায় বিরতি ঘোষণা করেন।
এরপর তিনি স্পীকারের আসন থেকে নেমে কাউন্সিলারের গ্যালারী এসে বসেন । নবনির্বাচিত স্পীকারকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ রুমে। ৫ মিনিট পরে তাঁকে চেইন অব অফিস ও বিশেষ গাউন পরিয়ে নিয়ে আসা হয় চেম্বার্স হলের ভেতরে । হলে প্রবেশের সাথে সাথে একটি বেল বেজে ওঠে এবং সাথে সাথে সম্মান প্রদর্শন করতে চেম্বারে উপবিষ্ট মেয়র কাউন্সিলারসহ অভ্যাগত অতিথিবৃন্দ দাঁড়িয়ে যান । স্পীকার তাঁর আসনে দাঁড়িয়ে সকলকে 'থ্যাংক ইউ' বললে সকলে আবারও আসন গ্রহণ করেন । এরপর তাঁর সভাপতিত্বে দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়। ৯টি এজেন্ডায় কাউন্সিলারগণ আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রথম এজেণ্ডায় ভোটাভুটির মাধ্যমে ডেপুটি স্পীকার নির্বাচন করা হয় । নতুন ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার সুলুক আহমদ। এরপর এজেন্ডাভুক্ত অন্যান্য বিষয় আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষনা করা হয়। পরে নতুন স্পীকারে আমন্ত্রণে সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত পরিচিতি: ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ বৃটেনের বাংলাদেশী কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত ও সুখ্যাত আইনজীবী । তিনি টাওয়ার হ্যামলেটসের ফিল্ডগেইট স্ট্রিটে অবস্থিত সুনামখ্যাত আইনী প্রতিষ্ঠান 'কেপিপি ব্যারিস্টার চেম্বার্স" এর প্রতিষ্ঠাতা ও সিইও। আইনপেশার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক ও রাজনীতিক । ২০২২ সালের মে মাসে টাওয়ার হ্যামলেটসের ব্রমলী নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলার নির্বাচিত হোন। এরপর ২০২৩ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার নির্বাচিত হয়ে গত এক বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় তিনি স্পীকার নির্বাচিত হলেন।

ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদের দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায় । বারোঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার ও রাবিয়া খানম তাপাদারের সুযোগ্য সন্তান।

ছাত্রজীবনে খুব মেধাবী ছিলেন সায়েফ উদ্দিন খালেদ। তিনি সিলেট সরকারি পাইলট হাই স্কুল থেকে এসএসসি ও সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কৃতীত্বের সাথে অনার্স মাস্টার্স সম্পন্ন করে উচ্চ শিক্ষার্থে ২০০৩ সালে যুক্তরাজ্যে আসেন । ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল.এল.বি, ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ড থেকে এল.এল.এম, ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার থেকে এল.পি.সি সম্পন্ন করে তিনি সলিসিটর হিসেবে কোয়ালিফাইড হোন ।

২০১১ সালে প্রখ্যাত লিংকন ইন থেকে বার-এট -ল (ব্যারিস্টার) ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি একজন পাবলিক একসেস ব্যারিস্টার । স্ত্রী সৈয়দা সাইফা খালিক, ছেলে হাসান খালেদ মোস্তফা ও মেয়ে জুমানা খালেদ মোস্তফাকে নিয়ে তাঁর সংসার।

UK তে যারা ওয়ার্কপারমিট এর নামে ভুয়া কোম্পানী খুলে হোম অফিস থেকে স্পন্সর লাইসেন্স নিয়ে ৫ বছরে UK সিটিজেন বানানোর স্বপ্ন ...
11/05/2024

UK তে যারা ওয়ার্কপারমিট এর নামে ভুয়া কোম্পানী খুলে হোম অফিস থেকে স্পন্সর লাইসেন্স নিয়ে ৫ বছরে UK সিটিজেন বানানোর স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে মানুষ এনে মানব পাচারের রমরমা ব্যবসা খুলে বসেছে।যারা। যারা £২০k/২৫k এর বিনিময়ে ওয়ার্ক পারমিট বিক্রি করে বাংলাদেশ থেকে মানুষ এনে কাজ/ট্যাক্স না দিয়ে দুচোখে অন্ধকার দেখিয়ে অলরেডি অবৈধ অভিবাসী বানিয়ে দিয়েছে ।সময় এখন হোম অফিসে মানব পাচার ও আধুনিক দাসত্বের রিপোর্ট করে তাদের স্পন্সর লাইসেন্স ক্যানসেল করে তাদেরকে আইনের মুখোমুখি করার।
আপনি যদি ইউ কে তে ভুয়া ওয়ার্ক পারমিটে ৫ বছরের লিগ্যাল হওয়ার স্বপ্নে বিভোর হয়ে প্রতারিত হয়ে থাকেন তাহলে রিপোর্ট করুন হোম অফিসে সরাসরি।এতে করে আপনি আইনি প্রতিকারসহ এমনকি ক্ষতিপুরণও পেতে পারেন ।প্রতারিত ভিকটিমরা দয়া করে কল দিন 03001237000 নাম্বারটিতে।খুলে বলুন আপনার ক্ষত বিক্ষত মনের সকল অভিযোগ।সঠিকভাবে তথ্য দিতে সহযোগিতা করুন Enforcement Officers দের।এখানে দেওয়া প্রতিটি অভিযোগ অফিসারেরা অত্যন্ত সিরিয়াসভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্হা নেন।এই নাম্বারে কমপ্লেইন করতে হলে আপনার অভিবাসন স্ট্যাটাস জিজ্ঞাসা করা হবে না এমনি আপনাকে বৈধ অভিবাসন ডকুমেন্টধারীও হতে হবে না।এই নাম্বারে মোবাইলের আনলিমিটেড মিনিট থাকলে কল করা যাবে (কোন অতিরিক্ত চার্জ কাটবে না)।
অন্যথায় আপনারা অনলাইনের ১ম কমেন্টের লিংকে প্রবেশ করেও রিপোর্ট করতে পারবেন।এক্ষেএে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফরমের সকল অংশ পুরণ করে সাবমিট করতে হবে।অতিরিক্ত কোন তথ্যের প্রয়োজন হলে হোম অফিসের কর্মকর্তা আপনাকে ফোন কিংবা ই মেইলে যোগাযোগ করবেন চার/পাঁচ সপ্তাহের ভিতর।
দয়া করে এসব মানব পাচারকারী প্রতারকদের বিষদাঁত ভেংগে দিন।

22/08/2023

Live ♦ এই শহরে আমি কি দেখতে এলাম

10/07/2023

LIVE 🔴 আটলান্টিকের পাড়ে চলে আসলাম মাছ ধরতে

28/06/2023

LIVE 🔴 ঈদ মোবারক, ঈদ জামাত লন্ডন

27/06/2023

Live🔻লন্ডন প্রথম চাঁদ রাতের ঈদ মেলা গ্রীনস্টিট

16/06/2023

বৈশাখী মেলা ২০২৩ ইস্টাম লন্ডন

12/06/2023

গোধূলি বিকেলে যখন সাগর পাড়ে আমরা মাছ ধর

11/06/2023

Live 🔴 বৈশাখী মেলা লন্ডন

16/05/2023

আমরা যেভাবে গার্ডেনিং করি তার দ্বিতীয় পর্ব

09/05/2023

Bangladesh Vs Ireland 1st ODI..

02/05/2023

লন্ডনে যেভাবে আমরা বাগান করি

20/04/2023

একটু ঘুরে দেখি লন্ডনের নদীর পাড়ের গ্রামগুলো

28/02/2023

Live 🔴 International Mothers language day in England || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ||

Address

East London
London
E61DE

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Tv.Press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Tv.Press:

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in London

Show All