Scottish Moithree

Scottish Moithree We are a media for the Bengali Community living in the Scotland, United Kingdom.

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় ...
21/07/2024

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় অবস্থিত স্কটিশ পার্লামেন্টের সামনে স্থানীয় বাংলাদেশী কমিউনিটি এক মানববন্দনের আয়োজন করে। প্রায় শতাধিক বাংলাদেশী নারী-পুরুষ ও শিশু এই মানব বন্দনে অংশগ্রহণ করে। এতে অংশগ্রহণকারীরা বাংলাদেশের নিরীহ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিবর্ষণের নিন্দা ও প্রতিবাদ করেন এবং দায়ী ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ দাবী করেন।

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদে স্কটল্যান্ডের রাজধ....

20/07/2024

কোটা আন্দোলনে নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে
স্কটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশীদের মানববন্ধন

20/07/2024

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্বিচারে গুলিবর্ষন করে হত্যাকান্ডের প্রতিবাদে ....

08/06/2024
স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ নামটি জানেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। তবে আপনি স্কটল্যান্ডের প্...
17/05/2024

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ নামটি জানেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। তবে আপনি স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন কি? যদি হামজা ইউসুফ স্কটল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনার জন্যই আজকে আমাদের এই আলোচনা। তাহলে আলোচনাটি শুরু করা যাক। স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী সম্পর্কে স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ। হামজা ইউসুফের পূর্বে স্কটল্যান্ডে কোন মুসলিম প্রধানমন্ত্রী হননি। ৩৭ বছর বয়সী এই নেতা স্কটল্যান্ডের ইতিহাসের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টির (SNP) একজন নেতা হিসেবে ২০২৩ সালে ক্ষমতায় আসন গ্রহণ করেন। তবে তিনি পূর্বে ২০১১ সালের দিকে দেশটিতে এমপি নির্বাচিত হন। তিনি তৎকালীন সময়ে উর্দু ও ইংরেজিতে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালে তিনি প্রধানমন্ত্রী পর থেকে পদত্যাগ করেন। তবে এবার হামজা ইউসুফ অর্থাৎ স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।...

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ নামটি জানেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। তবে আপনি স্কটল্.....

আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উন্নীত হওয়ায় স্কটল্যান্ডের মহিলা ক্রিকেট দল খেলবে আগামী বিশ্বকাপ টি-২০ ক্রিকেটে। ...
06/05/2024

আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উন্নীত হওয়ায় স্কটল্যান্ডের মহিলা ক্রিকেট দল খেলবে আগামী বিশ্বকাপ টি-২০ ক্রিকেটে। পুরুষদের এবছরের বিশ্বকাপ টি-২০তে অংশগ্রহণের ছাড়পত্র আগেই লাভ করেছে স্কটল্যান্ড। অচিরেই হয়তো আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে ত্রয়োদশ দল হিসাবে টেষ্ট ক্রিকেটে অংশ নেয়ার সুযোগ পেতে যাচ্ছে স্কটিশরা।

মানবতা আজ কোথায় ফেসবুক পেজের এডমিন লিখেছেন:

৫ই মে ২০২৪, এই দিনটিকে স্কটল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দিন হিসাবে ধরে নিবে। প্রথমবারের মতন স্কটল্যান্ড নারী দল টি২০ ওয়ার্ল্ডকাপে খেলবে। তবে আরও একটি কারণে স্কটল্যান্ড এই দিনটিকে স্মরণ করবে। আর সেটি হলো স্কটল্যান্ড টেস্ট স্ট্যাটাসের পথে অনেকটাই এগিয়ে গেছে। ঠিক শুনছেন, ১৩ তম টেস্ট সদস্য হবার দিকে স্কটল্যান্ড আরেকধাপ এগিয়ে গেলো। যেখানে অনেকে নেদারল্যান্ডস আর নেপালকে সম্ভাব্য ১৩ তম দল হিসাবে ধরছিলো, সেখানে স্কটল্যান্ড এখন এক পা দূরে টেস্ট স্ট্যাটাসের জন্য পুরোপুরিভাবে উত্তীর্ণ হবার জন্য। চলেন জেনে নেই ঠিক কেনো?
গতবছর একটি পোস্টে টেস্ট স্ট্যাটাস পাবার ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হয় সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। সেই অনুসারে দেখবো স্কটল্যান্ড কতটুকু পালন করেছে সেই নিয়মগুলি।
যেসব ক্রাইটেরিয়াতে একটা দল টেস্ট স্ট্যাটাস পায়:
- ৮ বছরে অন্তত ৩ বার আইসিসি টি২০ ওয়ার্ল্ডকাপ বা ওয়ানডে ওয়ার্ল্ডকাপে কোয়ালিফাই করতে হবে। এবং দুইটি আন্ডার ১৯ ওয়ার্ল্ডকাপেও কোয়ালিফাই করতে হবে এছাড়া অন্তত চারবার আইসিসির টপ ১০ এ থাকা টেস্ট খেলুড়ে দলের মধ্যে দুইটিকে হারাতে হবে। এরমধ্যে একটি হতে হবে কোনো আইসিসি ইভেন্টে। স্কটল্যান্ডের ক্ষেত্রে এটি হয়েছে। তারা ২০১৬, ২০২১ আর ২০২২ টি২০ ওয়ার্ল্ডকাপে কোয়ালিফাই করেছে। এবং ২০২০,২০২২ ও ২০২৪ আন্ডার ১৯ ওয়ার্ল্ডকাপেও হারিয়েছে
শুধু তাই নয়, তারা টপ ১০ এ থাকা দল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারিয়ছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে টি২০ ও ওয়ানডেতে হারিয়েছে। অর্থাৎ এই ক্রাইটেরিয়া তারা পূরণ করেছে।
- অন্তত একটি মহিলাদের ওয়ার্ল্ডকাপ বা টি২০ ওয়ার্ল্ডকাপে অংশ নিতে হবে। যেটা ২০২৪ টি২০ ওয়ার্ল্ডকাপের মাধ্যমে পূরণ করবে স্কটল্যান্ড।
- এমসিসিতে নিজেদের প্রতিনিধি থাকা লাগবে।আর এটাও স্কটল্যান্ডের আছে।
- অন্তত দুইটি ক্রিকেট গ্রাউন্ড বা স্টেডিয়াম থাকতে হবে, যাতে আইসিসি টেস্ট খেলুড়ে দেশের সাথে খেলা যায়। অবশ্যই এর অনুমোদন দিবে আইসিসি। আপাতত স্কটল্যান্ডের এমন ৪টি গ্রাউন্ড রয়েছে।
- ঘরোয়া লীগে একটা টি২০ লীগ ও ওয়ানডে লীগ থাকা লাগবে, যার অন্তত ৩টা দলের কাছে লিষ্ট এ আর টি২০ খেলার মর্যাদা থাকবে। এছাড়াও ফার্স্টক্লাস টুর্নামেন্ট থাকা লাগবে। এছাড়াও নারী ক্রিকেট ও বয়সভিত্তিক দলেরও একটা স্ট্রাকচার থাকতে হবে। রেগুলার বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার সক্ষমতা থাকতে হবে। স্কটল্যান্ডে কোনো ফার্স্টক্লাস টুর্নামেন্ট আপাতত আয়োজন করা না হলেও বোর্ড যদি চায় তাহলে আয়োজন করতে পারে।
- প্রতিটি বিভাগে(জাতীয় দল, যুব দল ও নারী দল) পর্যাপ্ত পরিমানের খেলোয়াড় থাকতে হবে। ২০১৬ সালের রিপোর্ট অনুসারে স্কটল্যান্ডে ১৭ হাজার ক্রিকেটার রয়েছে বিভিন্ন পর্যায়ে। অর্থাৎ এখানেও স্কটল্যান্ড অনেকটাই সফল।
- আপনার ঘরোয়া ক্রিকেটের মান ভালো করতে হবে এবং সময় মতন সেটিতে কাজ করতে হবে। এটি স্কটল্যান্ডের নিজে থেকেই করতে হবে
- বিভিন্ন ট্যালেন্ট হান্ট উইং আর বিভিন্ন প্রোগ্রাম থাকা লাগবে যেনো নিয়মিত ক্রিকেটার উঠে আসে। এটি নিয়ে আলাদা করে বলা লাগবে না। বর্তমানে নিয়মিত আইসিসি টুর্নামেন্টই খেলছে স্কটল্যান্ড।
- দক্ষ কোচ, আম্পায়ার, গ্রাউন্ডস ম্যান, কিউরেটর আর স্কোরার থাকা লাগবে। যেহেতু স্কটল্যান্ড আইসিসি ওয়ানডে লীগের মেম্বার তাই ধরে নেওয়া যায় এটিও স্কটল্যান্ডের আছে।
- আইসিসিকে একটা ডেভলপমেন্ট প্লান দেখাতে হবে। এটি পুরোপুরি স্কটল্যান্ডের উপর নির্ভরশীল।
- সরকার কর্তৃক ক্রিকেটের অনুমোদন আর স্বীকৃতি থাকা লাগবে। যেটি আছেও স্কটল্যান্ডের।
- একটা মিডিয়া রাইটস থাকা লাগবে। বিভিন্ন লীগ ও আন্তর্জাতিক ম্যাচ সেখানে ব্রডকাস্ট করার সুবিধা থাকতে হবে। আপাতত এটি স্কটল্যান্ডের কাছে নেই, কারণ আন্তর্জাতিক ম্যাচ বাদে স্কটল্যান্ডের কোনো ম্যাচ টিভিতে হয় না। ঘরোয়া লীগের ম্যাচও নয়। যদিও ভাবা হচ্ছে আগামীতে একটি ফ্রাঞ্চাইজি লীগ চালু করবে স্কটল্যান্ড।
- এছাড়া দেশেরও কিছু ব্যাপার আছে। যেমন রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকা লাগবে, ভালো যাতায়াত ব্যবস্থা থাকতে হবে, হোটেল সহ অন্যান্য সুবিধা থাকা লাগবে। আমার মতে এটি নিয়ে কোনো আলোচনারও দরকার আছে।
মোটামুটিভাবে এসব ক্রাইটেরিয়ার বড় অংশ ফুলফিল করেছে স্কটল্যান্ড। বাকিটা এখন স্কটল্যান্ডের হাতেই নির্ভর করছে। হ্যা উন্নতির অনেক জায়গা আছে, কিন্তু আগামীতে ১৩ নম্বর টেস্ট দল হিসাবে স্কটল্যান্ড এগিয়ে থাকবে। আর স্কটল্যান্ডের পাশে ইসিবি থাকলে আগামী কয়েক বছরের মধ্যে স্কটিশদের গায়ে উঠতে যাচ্ছে সেই সাদা জার্সিটি।

Collected from: মানবতা আজ কোথায়?

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বর্ষবরণে Eastern Pavillion Restaurent এ থিসল শাপলা আয়...
14/04/2024

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বর্ষবরণে Eastern Pavillion Restaurent এ থিসল শাপলা আয়োজিত অনুষ্ঠানে এডিনবরার সুধীজনদের সাথে কিছু মুহুর্ত।

Eid Prayer Times in EdinburghCourtesy: Azim Al Jabber
09/04/2024

Eid Prayer Times in Edinburgh

Courtesy: Azim Al Jabber

Iftar party at Shahjalal Mosque, Edinburgh organised by Edin Bangla Taxi & PHC Association. The party was houseful with ...
20/03/2024

Iftar party at Shahjalal Mosque, Edinburgh organised by Edin Bangla Taxi & PHC Association. The party was houseful with guests. Thanks to organisers for arranging such a wonderful event.

Please help with information if you were around the location with the details below
15/03/2024

Please help with information if you were around the location with the details below

15/03/2024
যথাযোগ্য মর্যাদায় মহান একুশের ভাষা শহীদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল স্কটল্যান্ডের এডিনবরা শহরের সি...
24/02/2024

যথাযোগ্য মর্যাদায় মহান একুশের ভাষা শহীদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল স্কটল্যান্ডের এডিনবরা শহরের সিটি চেম্বারের ইউরোপিয়ান হলে। এডিনবরার সাংস্কৃতিক সংঘটন থিসল-শাপলা কালচারাল গ্রুপ, হেরিয়াট-ওয়াট বিশ্ববিদ্যালয় এবং এডিনবরা ও লোদিয়ান রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্যার জিওফ পামার ওবিই। স্বাগত বক্তব্য রাখেন আরটি হন এবং এডিনবার্গের লর্ড প্রভোস্ট রবার্ট অ্যালড্রিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেরিওট ওয়াট বিশ্ববিদ্যালয়ের ডা....

যথাযোগ্য মর্যাদায় মহান একুশের ভাষা শহীদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল স্কটল্যান্ডের এডিনব....

https://youtu.be/0sJXgzt68UA?si=9Ns2VYeWAtCIGm0b
24/02/2024

https://youtu.be/0sJXgzt68UA?si=9Ns2VYeWAtCIGm0b

স্কটল্যান্ডের এডিনবরায় সিটি চেম্বারে অস্থায়ী শহীদ মিনার নির্মান করে উদযাপন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। #স...

24/02/2024

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের প্রাণকেন্দ্র সিটি চেম্বারের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের ...

22/02/2024

স্কটল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার বিশেষ সংখ্যায় স্কটিশ জাতীয় কবি রবার্ট বার্নসকে নিয়ে আমার নিবন্ধ  #রবার্টবার্নস
21/02/2024

নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার বিশেষ সংখ্যায় স্কটিশ জাতীয় কবি রবার্ট বার্নসকে নিয়ে আমার নিবন্ধ


#রবার্টবার্নস

04/02/2024

ইনডোর স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফের সবুজ গালিচায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আবারডিনের নর্থ সি ফুটবল...

03/02/2024
এডিনবরার হেরিয়েটওয়াট বিশ্ববিদ্যালয়ের অরিয়ামে (ইনডোর ফ্যাসিলিটিজ) রোববার ২৮শে জানুয়ারি ২০২৪ স্থানীয় স্কটবাংলা স্পোর্টিং ক...
29/01/2024

এডিনবরার হেরিয়েটওয়াট বিশ্ববিদ্যালয়ের অরিয়ামে (ইনডোর ফ্যাসিলিটিজ) রোববার ২৮শে জানুয়ারি ২০২৪ স্থানীয় স্কটবাংলা স্পোর্টিং ক্লাবের সাথে আবারডিনের নর্থ সি ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়। ইনডোর ষ্টেডিয়ামের অ্যাষ্ট্রোটার্ফের সবুজ গালিচায় তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ এই খেলায় আবারডিনের নর্থ সি ফুটবল ক্লাব শেষ পর্যন্ত এডিনবরার স্কটবাংলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলার প্রথমার্ধে আবারডিনের নর্থ সি ৩-১ গোলে এগিয়ে ছিল। বিরতির পর এডিনবরার স্কটবাংলা স্পোর্টিং ক্লাব আরেকটি গোল পরিশোধ করে হারের ব্যবধান কমায়।...

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন আলহাজ্জ্ব নুনু মিয়া, জালাল আহমদ, আসাদ্দর আলী, আসাদ মিয়া, লিটন আহমদ, আব্দুল মিয়া লিটন, ক....

আমরা জানি বিশ্বে ৫টি মহাসাগর আছে। এগুলো হল আর্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এবং দক্ষি...
27/05/2023

আমরা জানি বিশ্বে ৫টি মহাসাগর আছে। এগুলো হল আর্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এবং দক্ষিণ মহাসাগর। তবে পৃথিবীর ভূ-মন্ডলের সৃষ্টিলগ্ন থেকে এর ক্রম বিকাশ পর্যবেক্ষণ করে ভূ-পরিতত্ত্ববিদদের একটি অংশ ৭টি মহাসাগরের অস্তিত্ব খুঁজে পান। এই নিবন্ধে সে বিষয়েই আলোকপাত করা হল। মহাসাগর হল পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও গভীর জলরাশির সমষ্টি। পৃথিবীর সূক্ষ্মতা এবং বৈশিষ্ট্যের দৃষ্টিতে মহাসাগরের গুরুত্ব অপরিসীম। নানা কারনে মহাসাগর সবচেয়ে বেশি সময় ব্যবহার হয়, কিন্তু আমরা সাধারণত এর গুরুত্ব সম্পর্কে চিন্তা করি না। …...

আমরা জানি বিশ্বে ৫টি মহাসাগর আছে। এগুলো হল আর্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এব....

স্কটল্যান্ড ইউরোপের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র। এদেশের সমৃদ্ধ ইতিহাস এবং আকর্ষণীয় হ্রদসহ বিভিন্ন জলাভূমির জন্য...
15/05/2023

স্কটল্যান্ড ইউরোপের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র। এদেশের সমৃদ্ধ ইতিহাস এবং আকর্ষণীয় হ্রদসহ বিভিন্ন জলাভূমির জন্য পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। রুক্ষ উচ্চভূমি থেকে সুরম্য দ্বীপ পর্যন্ত, স্কটল্যান্ড ভ্রমণ করার জন্য প্রচুর আকর্ষণীয় স্থান রয়েছে। এখানকার দুর্গ এবং প্রাচীন ধ্বংসাবশেষ থেকে অত্যাশ্চর্য লোচ এবং বন্যপ্রাণীসহ আকর্ষণীয় অনেক কিছুই আছে। আপনি অতীতের রোমান্টিক ইতিহাস খুঁজেন কিংবা অবকাশযাপনের জন্য রোমাঞ্চ-পূর্ণ পারিবারিক ছুটির দিন কাটাতে চান- স্কটল্যান্ডে সবই আছে। এখানে, আমরা আইকনিক এডিনবরা কাসল থেকে স্কাইয়ের সুন্দর আইল পর্যন্ত স্কটল্যান্ডের কিছু শীর্ষ পর্যটন আকর্ষণের সন্ধান করব।...

স্কটল্যান্ড ইউরোপের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র। এদেশের সমৃদ্ধ ইতিহাস এবং আকর্ষণীয় হ্রদসহ বিভিন্ন জল....

এডিনবরা। স্কটল্যান্ডের রাজধানী শহর। একটি সমৃদ্ধ এবং বৈচিত্রপূর্ণ ইতিহাসের অধিকারী একটি প্রাণবন্ত এবং ঐতিহাসিক শহর। ৭ম শত...
25/04/2023

এডিনবরা। স্কটল্যান্ডের রাজধানী শহর। একটি সমৃদ্ধ এবং বৈচিত্রপূর্ণ ইতিহাসের অধিকারী একটি প্রাণবন্ত এবং ঐতিহাসিক শহর। ৭ম শতাব্দীতে একটি ছোট বসতি হিসাবে এর সূচনা থেকে, যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে। এর অত্যাশ্চর্য স্থাপত্য, চিত্তাকর্ষক সংস্কৃতি এবং প্রাণবন্ত নাইটলাইফের সাথে, এডিনবরা এমন একটি শহর যা সত্যিই অসাধারণ। প্রাগৈতিহাসিককালে এডিনবরা এডিনবরার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এর শিকড় প্রাগৈতিহাসিক সময়ে প্রসারিত। এই অঞ্চলে মানুষের বাসস্থানের প্রমাণ পাওয়া যায় কমপক্ষে ৮৫00 খ্রিস্টপূর্বাব্দে, যখন শিকারী-সংগ্রাহকরা প্রথম বসতি স্থাপন করেছিল।...

এডিনবরা। স্কটল্যান্ডের রাজধানী শহর। একটি সমৃদ্ধ এবং বৈচিত্রপূর্ণ ইতিহাসের অধিকারী একটি প্রাণবন্ত এবং ঐতিহাসি.....

স্কটল্যান্ডের গ্লাসগো শহরের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়, একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত অতীতের শহর। ছোট একটি মাছ ধরার গ্রাম হিসা...
23/04/2023

স্কটল্যান্ডের গ্লাসগো শহরের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়, একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত অতীতের শহর। ছোট একটি মাছ ধরার গ্রাম হিসাবে এর উৎপত্তি থেকে শুরু করে একটি প্রধান শহর হিসাবে এর বর্তমান অবস্থান পর্যন্ত গ্লাসগোর একটি দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে। এই শহরের প্রাচীন গীর্জা এবং ক্যাথেড্রাল থেকে শুরু করে তার প্রাণবন্ত শিল্প ও সংস্কৃতি পর্যন্ত গ্লাসগোতে অনেক কিছুই আছে। শহরের অতীতের গল্প, এর বিখ্যাত মানুষ এবং এর আইকনিক ল্যান্ডমার্কগুলি দেখলে অনেক কিছুই জানতে পারবেন। এই শহরের উত্থান এবং আধুনিক বিশ্বে এর বর্তমান অবস্থান অত্যন্ত তাৎপর্যময়। গ্লাসগোর বর্ণিল অতীত এবং আকর্ষণীয় ইতিহাস সবার জন্যই কৌতুহলোদ্দীপক।...

স্কটল্যান্ডের গ্লাসগো শহরের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়, একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত অতীতের শহর। ছোট একটি মাছ ধরার গ....

যে কোনও উৎসব আসার আগে কিম্বা যাওয়ার আগে সত্যি সত্যিই আমাদেরকে সৎ জীবন বেছে নেওয়ার অঙ্গিকার জাগিয়ে তুলে যায় কি অন্তরে...
17/04/2023

যে কোনও উৎসব আসার আগে কিম্বা যাওয়ার আগে সত্যি সত্যিই আমাদেরকে সৎ জীবন বেছে নেওয়ার অঙ্গিকার জাগিয়ে তুলে যায় কি অন্তরে? তাই যদি হত, তবে আজ এতো হানাহানি, হিংসা -বিদ্বেষ, অনাচার -বিবাধ কি দেখতে হয়! সকল ধর্মের বাণী, 'মানুষ হিসাবে মানুষের সেবা করা।' তা যতদিন হচ্ছে না, ততদিন অবধি মানুষ বোধজ্ঞানহীন হয়েই রবে। যে কোনও উৎসবে রঙ লাগে মনে - কিন্তু মন যদি হয় পরের সর্বনাশ করার জন্য তাহলে যতই বলি, তোমায় আমি রাঙিয়ে দিবো ঈদের বা এই উৎসবের দিনে, তা নিরর্থক হয়েই থাকবে।...

যে কোনও উৎসব আসার আগে কিম্বা যাওয়ার আগে সত্যি সত্যিই আমাদেরকে সৎ জীবন বেছে

যুক্তরাজ্যকে বলা হয়, ইংল্যান্ড, বৃটেন, ব্রিটিশ। কেউবা আদর করে বলেন, ইংরেজদের দেশ। অনেকের ভাবনা, ইংল্যান্ড বুঝি শুধু নগর...
17/04/2023

যুক্তরাজ্যকে বলা হয়, ইংল্যান্ড, বৃটেন, ব্রিটিশ। কেউবা আদর করে বলেন, ইংরেজদের দেশ। অনেকের ভাবনা, ইংল্যান্ড বুঝি শুধু নগর সভ্যতার দেশ - ওখানে শুধু নগর আর নগর। যুক্তরাজ্যেও রয়েছে নদীর ছড়াছড়ি। ওখানের প্রতিটি নদী নাব্যতা হারায় না কখনও, ওখানে কেউ নদী দখল করার দুঃসাহস দেখায় না। যুক্তরাজ্যের নাগরিকরা প্রকৃতি প্রেমিক বলে তাদের দেশের নদীগুলোর জলধারা স্বচ্ছ, পরিস্কার ধবধবে সাদা রংয়ের। যুক্তরাজ্য যে নদীর দেশ, সে কথা ক'জনেই বা ভাবেন। টেমস নদীর কথা অনেকেই শুনেছেন, কেউবা কাছ থেকে দেখেছেন টেমস নদীকে। লন্ডন শহর এই টেমস নদীর তীরে অবস্থিত।...

যুক্তরাজ্য যে নদীর দেশ, সে কথা ক'জনেই বা ভাবেন। টেমস নদীর কথা অনেকেই শুনেছেন, কেউবা কাছ থেকে দেখেছেন টেমস নদীকে। লন....

যুক্তরাজ্যের লন্ডনে স্বাধীনভাবে বেড়ানোর জন্য আন্ডারগ্রাউন্ড সবচেয়ে সুন্দর জায়গা। এছাড়া ট্যাক্সি নিয়ে বেড়ানো যায়। ...
13/04/2023

যুক্তরাজ্যের লন্ডনে স্বাধীনভাবে বেড়ানোর জন্য আন্ডারগ্রাউন্ড সবচেয়ে সুন্দর জায়গা। এছাড়া ট্যাক্সি নিয়ে বেড়ানো যায়। লন্ডনে রয়েছে পরিচ্ছন্ন রাস্তা, তার পাশেই ঝকঝকে বাড়ি বা অট্টালিকা। তবে কোনও বাড়িই বেশি উঁচু নয়। লন্ডনে দেখার আছে - অ্যালবার্ট হল, সায়েন্স মিউজিয়াম, অ্যালবার্ট মনুমেন্ট, কেনসিংটন গার্ডেন , হাইড পার্ক, পিকাডেলি সার্কাস, ট্র্যাফেলগার স্কোয়ার, মহারানী ভিক্টোরিয়ার ষ্ট্যাচু। ট্রাফেলগার স্কোয়ারে আছে যুদ্ধে নেপোলিয়নকে হারানোর চিহ্ন লর্ড নেলসনের মূর্তি। তাকে কেন্দ্র করে সাত দিকে ধাবমান সাতটি রাস্তা। চার কোনায় চারটি ব্রোঞ্জের সিংহ বসানো। এখানেই প্রশস্ত স্থান ঘিরে সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। পায়রারাও বাদ যায় না। ঝাঁকে ঝাঁকে নির্ভিক পায়রারা মানুষের মনোরঞ্জন করে থাকে। …...

যুক্তরাজ্যের লন্ডনে স্বাধীনভাবে বেড়ানোর জন্য আন্ডারগ্রাউন্ড সবচেয়ে সুন্দর জায়গা। এছাড়া ট্যাক্সি নিয়ে বে...

দেশের নাম বারমুডা বারমুডায় রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল, যা শয়তানের ত্রিভুজ নামেও এর পরিচিত। এখানের আটলান্টিক মহাসাগরের...
28/02/2023

দেশের নাম বারমুডা বারমুডায় রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল, যা শয়তানের ত্রিভুজ নামেও এর পরিচিত। এখানের আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল রয়েছে। যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে থাকে প্রায়শই। অনেকে মনে করেন, এ ঘটনার কারণ নিছক দুর্ঘটনা - এর কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার কেউ মনে করেন, এ সব দুর্ঘটনার পেছনে দায়ী হল কোন অতিপ্রাকৃতিক শক্তির উপস্থিতি। এখানে মৃত মানুষের প্রেতাত্মা ঘুরে বেড়ায় বলে বিমান দুর্ঘটনা ও জাহাজ ডুবিয়ে দেওয়ার পেছনে মৃত মানুষের আত্মা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।...

বারমুডায় রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল, যা শয়তানের ত্রিভুজ নামেও এর পরিচিত। এখানের আটলান্টিক মহাসাগরের একটি বি...

Address

Edinburgh

Alerts

Be the first to know and let us send you an email when Scottish Moithree posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Scottish Moithree:

Videos

Share