Travel Bee

Travel Bee Managed By: Jahida Khan Shumi
Travel Blog: ShuMi
Travel Group: ShuMi's Travelogue

27/03/2024
মাহে রমজান মোবারক 🌙
10/03/2024

মাহে রমজান মোবারক 🌙

©Edo Japan Travel
04/03/2024

©Edo Japan Travel

29/02/2024

লেক ডিস্ট্রিক্ট, কাম্ব্রিয়া
নর্থ ওয়েস্ট ইংল্যান্ড
২১ জুন, ২০২৩

Beautiful Santorini💙🩵🧡Painted by Patricia McCarthy.
28/02/2024

Beautiful Santorini💙🩵🧡
Painted by Patricia McCarthy.

One day you & I 👩🏻‍❤️‍👨🏻Trevi Fountain, Rome, Italy©Italy 365
28/02/2024

One day you & I 👩🏻‍❤️‍👨🏻
Trevi Fountain, Rome, Italy
©Italy 365

উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা। মানুষের গড় বয়স এখানে ১১০ থেকে ১২০ বছর ৷ মেয়েদের ৬৫ বছর বয়স পর্যন্ত যুবতী ...
27/02/2024

উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা। মানুষের গড় বয়স এখানে ১১০ থেকে ১২০ বছর ৷ মেয়েদের ৬৫ বছর বয়স পর্যন্ত যুবতী মনে হয়। এরা এই বয়সে অনায়াসে সন্তানধারন করতে পারে। এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত হয়েছে।

হুঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় ৮৭,০০০ ৷ এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ বিশেষ ঘটেনি । কয়েকশ বছর একই ভাবে চলছে । অনেকে এখানে ১৬৫ বছরও বাঁচে। মানুষ এখানে খুব কম অসুস্থ হয়।

এই অঞ্চলে প্রযুক্তির ছোয়া লাগে নি বললেও চলে, তারা অন্ধকার হওয়ার খানিক পরেই ঘুমোতে যায় এবং সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে পরে।

কারও টিউমার হয়েছে বলে কেউ কখনও শোনেনি। এরা বেশী মধু খায়, বরফ ঠান্ডা জলে স্নান করে। নিজেদের উৎপন্ন করা শস্য ও সব্জি খায়। অল্প খায় ও হাঁটে বেশী। দিনে প্রায় ১৫ থেকে ২০ কিমি হাটে। যখন হাসে যেন মুক্তো ঝরে পরে।

পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল। পূর্বে এটি উত্তরাঞ্চল নামে পরিচিত ছিলো। এর দক্ষিণে কাশ্মীর, পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, উত্তরে আফগানিস্তানের ওয়াখান করিডোর, পূর্ব ও উত্তরপূর্বে চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চল এবং দক্ষিণপূর্বে ভারতশাসিত জম্মু ও কাশ্মীর অবস্থিত।

লেখা ও ছবি: সংগৃহীত

In Norway, 1890s🤍🖤🤍🖤
21/02/2024

In Norway, 1890s🤍🖤🤍🖤

Polynesia 💚🩵💙
19/02/2024

Polynesia 💚🩵💙

Mount Fuji🗻 🎌
16/02/2024

Mount Fuji🗻 🎌

22/12/2023

মাল্টার সমুদ্র সৈকত এবং উপসাগর🇲🇹

সেদিন আমরা সমুদ্রে নামার জন্য উপযুক্ত সমুদ্র সৈকতের সন্ধান করছিলাম। যেখানে নেমে গোসল করা যাবে। সাঁতারও কাটা যাবে। গুগল এবং হোটেলের রিসিপশন থেকে সঠিক তথ্য নিয়ে সোজা চলে গিয়েছিলাম গোল্ডেন বে বীচে।

মাল্টা ট্যুরিজম অথোরিটির তথ্য অনুসারে এখানকার সবচেয়ে জনপ্রিয় বিচ গুলো হলো মেললিয়া বে (Mellieħa Bay), ইয়ান টুফিয়া বে (Għajn Tuffieħa) এবং গোল্ডেন বে। গোল্ডেন বে ছাড়া বাকি দুইটা বে-এর নাম মাল্টিজ ভাষায় এইজন্য নামের বানান এবং উচ্চারণ আলাদা।

মাল্টায় বে বলতে আসলে বীচগুলোকেই বোঝায়। এর কারণ খুব সম্ভবত বীচগুলোর আকার আকৃতি। বেশিরভাগ বীচই পাহাড়ে ঘেরা। বিশেষত এই অঞ্চলের সব বীচকেই বে বলা হয়। সারিবদ্ধ এই বীচগুলো তিন দিক দিয়ে পাহাড় বেষ্টিত।

মাজিস্ট্রাল ন্যাচার এন্ড হিস্ট্রি পার্ক থেকে শুরু করে রাবাতের একটু আগে গিয়ে শেষ হয়েছে এই বে গুলো। এখানকার প্রথম বে টির নাম গোল্ডেন বে এবং শেষ বে ফোম ইর-রিই। প্রত্যেকটি বে-ই অসাধারণ সুন্দর!

গোল্ডেন বে পুরোপুরি স্যান্ডি বীচ। তবে স্যান্ড দেখতে অনেকটা মরুভূমির স্যান্ডের মতো লালচে।

গোল্ডেন বে এবং ইয়ান টুফিয়া বে-র দুইটি বীচ থেকেই সমুদ্রে নামা যায়। সাঁতার কাটা যায়। যদিও নভেম্বর মাস হওয়ার পানি আমাদের কাছে খুব ঠাণ্ডা মনে হচ্ছিলো। শেষ পর্যন্ত পানিতে আর নামা হয়নি।

গোল্ডেন বে থেকে হেটে হেটে কিছুদূর গেলেই রিভেইরা বে বা আইন টুফিয়া বে। সিঁড়ি দিয়ে নেমে নেমে বীচে যেতে হয়। এখানে সার্ফিং করা যায়। মাল্টা সার্ফ স্কুলটিও এই বীচেই অবস্থিত।

আইন টুফিয়া এবং জিনেইনা বে এর মাঝামাঝি আছে উচু পাহাড়। খুব সম্ভবত এটা চুনাপাথরের পাহাড় কারণ পুরো মাল্টা জুড়েই চুনাপাথরের ছড়াছড়ি। হলুদাভ এই পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে ছবি তোলাটা পর্যটকদের অন্যতম পছন্দের কাজ। আসলে জায়গাটাও এমনই সুন্দর!

রিভেইরা বে-এর ঠিক পরেই আছে জিনেইনা বে। এছাড়াও অন্য এরিয়াতে প্যারাডাইস বে সহ বেশকিছু বে রয়েছে।

(মাল্টা ভ্রমণ, নভেম্বর ২০২৩)
Jahida Khan Shumi

15/12/2023

Popeye Village, Malta 🇲🇹

Address

Bristol

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Bee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share