02/05/2024
হে আমার জাতি!
গাফলতের নিদ্রায় বিভোর এক হতভাগা জাতির প্রতি সম্বোধন করছি,যারা দুনিয়ার গৌরব ও মর্যাদার শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিল শত সহস্র বছর। যারা নিজেদের ঈমান, চরিত্র, কর্ম-প্রচেষ্ঠা, কর্তব্যনিষ্ঠা আর সুমহান আদর্শ দিয়ে টুটি চেপে ধরা মুমূর্ষু মানবতার মাঝে এনে দিয়েছিল এক নতুন সুবহে সাদিক।
মহান রবের প্রেরিত রাসূল (সঃ), যিনি হেরা গুহার আলোর দ্যুতি আর সুমহান আদর্শ দিয়ে বিশ্ব জাহান কে দিয়েছিলেন মুক্তির পয়গাম।
খোদার আখেরী পয়গম্বর (সঃ), যার প্রতিটি বাণী, কাজ ও কর্ম মানবজাতির জন্য পথের পাথেয়, প্রতিফল দিবসে হেদায়েতের আলোকবর্তিকা।
মরু আরবের সেই বেদুঈন জাতি যার ছোঁয়ায় হয়ে গেল জগতের শ্রেষ্ঠ মানব। ঊষার উদয় স্থল থেকে শুরু করে অস্তাচল পর্যন্ত পৌঁছে গেল তৌহিদের সুবিমল জ্যোতি।
আজ আমি তাদেরকেই সম্বোধন করছি, যারা নিজেদের পদভারে পৃষ্ঠ করেছিল রোম পারস্যের রাজমুকুট। হেরার আলোর জ্যোতি যাদের হৃদয় কে পুলকিত করেছিল, আর সেই পুলকিত বক্ষ থেকেই তারা রচনা করেছিল জগতের আইন। মানবজাতির সেই ক্রান্তিলগ্নে যারা অসহায় বনি আদমদের বড় করেছিল ভালোবাসার আঁচল দিয়ে।
আজ আমি তাদের কথা বলছি, তারা আজ সেই হেরার আলোর জ্যোতি (আল কুরআন) এর দীক্ষা ভুলে গিয়েছে, মহান রাসূল (সঃ) এর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে। নিজেদের ঈমান দ্বীপ্ত চেতনা, আর বিশ্বাস ও আদর্শের মশাল আজ তাদের থেকে অনেক দূরে চলে গেছে।
শত সহস্র বছরের গৌরব ও মর্যাদার আসন ছেড়ে দিয়ে, ইজ্জত ও আজাদী রক্ষার শপথ ভঙ্গ করে আজ তারা
নিজেদের ভূমিতে নিজেরাই শরণার্থী। নিপীড়িত,পদদলিত, নির্যাতিত, নিষ্পেষিত....
প্রথম ক্বিবলা, মসজিদ আল আক্বসা আজ আমাদের হাতছাড়া। আজ ফিলিস্তিনের রক্তাক্ত মৃত্তিকায়, গাজাবাসীর আর্তনাদ শুনার কেউ নাই। কাশ্মীর, চেচনিয়া, আরাকান, উইঘুরে মজলুম জাতির আর্তচিৎকার শুনার মতোও কেউ নাই, পুরো জাতি আজ গাফলতের নিদ্রায় বিভোর।
হাজার বছর পূর্বে যখন ফিলিস্তিনের এমন অবস্থা ছিল, তখন আল্লাহ তায়ালা সুলতান নুরুদ্দীন জঙ্গি, সুলতান আইয়্যুবির মতো বীর পুরুষদের কে পাঠিয়েছিলেন ত্রাণ কর্তা হিসেবে, তাই আজও যারা এমন দুর্দিনে সুলতান নুরুদ্দীন- সালাহউদ্দীন দের আসার অপেক্ষা করে অলসতার নিদ্রা কে দীর্ঘায়িত করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই,
যখন সুলতান সালাহউদ্দিন আইয়্যুবি এসেছিলেন,তখন জাতির বিভেদের প্রাচীরে জোড়া লাগানোর মতো ব্যাক্তিত্ব দুই একজন তখনও জাগ্রত ছিলেন। আর সুলতান আইয়্যুবি তো তাদের জন্য," যারা বিপদে শত সহস্র ঝড় ঝাপটার মাঝেও নিভু নিভু প্রদ্বীপে আশার আলো জ্বালিয়ে রাখে"..…
✍️ মিজানুর রহমান নাহিদ
🎓 আল আযহার বিশ্ববিদ্যালয়
কায়রো, মিশর