Mijanur Rahman Nahid

Mijanur Rahman Nahid Study at Al Azhar University, Cairo, Egypt. My Homeland Bangladesh

10/09/2024

ইট পাথরের এই শহরে আমার কোনো বন্ধু নেই!

আমি এক বিরান বাগের বুলবুলি। যদি ও একাকীত্ব আমার নিত্য সহচর।এই ছোট্টকায় জীবনের ক্লান্তিময় সফরে একাকিত্ব বেশ পরিচিত। অবশ্য আমি এতে মনঃক্ষুণ্ন কিংবা বিচলিত নয়।

কিন্তু, এই একাকিত্বের শহরে আমি যখন বন্ধুহীন হয়ে পথ চলি, তখন আমাকে একরাশ ক্লান্তি আর নৈরাশ্য ঘিরে ধরে। এই শহরে আমি এক ভীনদেশী মুসাফির।

এ শহরের সকলের মন একেকটা শ্বেত পাথরের মতো। এখানকার প্রত্যেকেই তো বুকের পাঁজরের চিনচিনে ব্যথা নিরাময়ের ঔষধ খুঁজে। এর চেয়ে বেশি কিছু নয় আমার এ বন্ধুহীনতা।

কারো বিরক্তির অবলম্বন আমি হতে চাই না। দিগন্তের নিলীমা ভেদ করে ঊষার উদিত রৌশনি যেখানে অর্থশূন্য কিংবদন্তি, সেখানে আমি আমার দুঃখের কথা বলে কার বুক ব্যাথিত করব!

আমি কোনো ভুল ট্রেনের যাত্রী নয় সত্য তবে আমি ভুল বগিতে চড়ে বসেছি।
এখানে সবাই আমার মুখনিঃসৃত বাণীর ভাবানুবাদ কে স্বাগত জানাতে নির্বিকার কিংবা পশ্চাৎপদ হলেও তাদের কাছে বোধগম্যহীন আমার হৃদয়ের বঙ্গানুবাদ।

খুব শীগ্রই বদল করব এই বগি!

✍️ মিজানুর রহমান নাহিদ
আল আযহার বিশ্ববিদ্যালয়
কায়রো,মিশর

28/08/2024

প্রবাসের প্রথম জন্মদিন!
সমস্ত প্রশংসা মহান রবের। আমার একুশ তম জন্মদিনে সবাইকে শুভেচ্ছা।
একুশটি বছর গত হয়ে গেল চোখের পলকে।

কত বিনিদ্র রজনী, কত জাগ্রত প্রভাত, কত ঝলমলে অপরাহ্ন অতীত হয়েছে.....

এমনি এক শরতের মেঘলা প্রভাতে ভূমিষ্ট হয়েছিলাম বিশ্বধরিত্রির বুকে।

যেদিন জন্ম নিয়ে আমার জনক জননী কে জগৎ সংসারে বাবা মা হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম,সকলের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিয়ে আম্মু আব্বু উপাধিতে ভূষিত করেছিলাম।
আমাকে পেয়ে সকলেই সেদিন সিক্ত হয়েছিলেন আখিঁ যুগল থেকে ছিটকে পড়া বিক্ষিপ্ত নোনাজলে।

এই বরণীয় দিনটিতে সকলের কাছে দোয়া চাই,আল্লাহ যেন আমার নেক হায়াত দারাজ করেন।দ্বীন ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করেন।

আমার জাতির এই ক্রান্তিলগ্নে আমি নিভৃত পথচারী। আমি আধাঁর রাতের মুসাফির। আমার জাতির সৌভাগ্যের সিতারার ঔজ্জ্বল্য এখনো ম্লান হয় নি।

নিঃস্বার্থ ত্যাগের বিনিময়ে জাতির খেদমতে আত্মনিয়োগ করে আল্লাহর সন্ত্বষ্টি আমার জীবনের প্রধান লক্ষ্য।

✍️ মিজানুর রহমান নাহিদ
আল আযহার বিশ্ববিদ্যালয়
কায়রো,মিশর

24/05/2024

সন্ধ্যেনামা মেঠোপথে গোধূলির বিদায় লগ্নে সদাই-পাতি করে শশব্যাস্ত পা-চালানো পথিকের মতোই আমাদের জীবন। সূর্যাস্তের পূর্বে বাড়ি ফিরবার তাড়া! অনন্তের জন্য সদাই গুছিয়ে জীবনের অলিগলি ধরে বিরামহীন পথচলা। ক্ষনিকের জীবনের এই স্বল্প সওদাটুকুই আখেরাতের সম্বল। জীবনের পথচলায় এতটুকু অর্জন করতে পারলেই প্রকৃত সফলতা।

ক্ষনিকের আয়েশের জন্য মানুষের নিরন্তর ছুটে চলা। বিচিত্র দুনিয়ায় এই সদাই জোগাড় করা পথিকের সংখ্যা নিতান্তই হাতেগোনা। বেশিরভাগ মানুষ জীবনের প্রকৃত রঙ সম্পর্কে অজ্ঞ। অস্তাচলের বিদায়ী সূর্যের রৌশনি কিংবা সন্ধ্যা রাতের আগত চন্দ্রিমার স্নিগ্ধতা যেন মুচকি হেসে দেখতে পায়, দুনিয়ার দিশেহারা মানুষের সমাচার।

এই ছোট্টকায় জীবনের সামান্য সফরে আজ অনুভূত হয়, জীবনের লেনাদেনায় প্রকৃত সফলতা অর্জনে কাষ্ঠকঠিন হৃদয়ে জাগাতে হবে প্রশান্তিময় কুরআনি বসন্ত। যা পাথরপ্রতিম হৃদয়ে হবে একপশলা বৃষ্টি। যা দুনিয়ার বিশ্বাসী মানুষ কে শেখাবে আসমানী শুদ্ধতার পাঠ। মনের বিষণ্ন প্রহরে জোগাবে প্রাণ সঞ্চারের কোশেশ। যা আধাঁর রাতের মুসাফির কে দেয় সুবহে সাদিকের পয়গাম।

জগতের প্রতিটি মানুষ হোক কুরআনের রঙে রঙ্গিন। হেদায়েতের আলো পৌঁছে যাক, ঊষার উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত বসবাসরত প্রতিটি মানুষের হৃদয় গহীনে।

✍️ মিজানুর রহমান নাহিদ
আল আযহার বিশ্ববিদ্যালয়
কায়রো,মিশর

*** Today is May 19th *** Today is my dear friend's "Happy birthday".🎉🎈Many congratulations and heartfelt wishes from me...
19/05/2024

*** Today is May 19th ***

Today is my dear friend's "Happy birthday".🎉🎈
Many congratulations and heartfelt wishes from me.....
I hope you enjoy your special day to the fullest.

His name is Mustafa. A resident of Pristina, the capital of Kosovo.
I have been researching European Muslims for a long time. Among them, the name of Kosovo is significant.
Ottoman glory and dignity are mingled in the soil of Kosovo. The light of Islam in Europe.

After the fall of the Ottoman Empire, they were also persecuted by the Serbs. Like Bosnian Muslims.After a long struggle, Kosovo became independent in 2008 after many sacrifices.

Suddenly, one day some young men introduced themselves that they were from Kosovo, which made me very happy.

After researching it for days, a new feeling came over me, Which reminds us of the great kinship ties of Islam.

After the fall of Granada, everyone thought that there would be no more Muslim nations in Europe. But we are a great nation, we cannot survive without freedom and respect.

May the memory of the martyrs of Islam live forever on this land.

I pray to Allah to keep all the Muslim countries safe.

Behind the scene.
13/05/2024

Behind the scene.

12/05/2024

জীবনে কখনো নিজের কোনো রেজাল্ট ফেসবুকে পোস্ট করতে পারিনি (যদিও GPA-5 ছিল)
কেননা,
মোবাইল ব্যবহার শুরু করেছি এইচএসসি পাসের ও অনেক পরে, যখন পাবলিক পরীক্ষা দিতাম তখন কোনো বাটন ফোনও আমার ছিল না। এটা মহান রবের অশেষ মেহেরবানি।

সাফল্যের শীর্ষে অজেয় আমরা!দেশ সেরা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হতে পেরে আমরা গর্বিত.... আলহামদুলিল্লাহ, ঝালকাঠি এন ...
12/05/2024

সাফল্যের শীর্ষে অজেয় আমরা!
দেশ সেরা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হতে পেরে আমরা গর্বিত....
আলহামদুলিল্লাহ, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এর দাখিল পরীক্ষা ২০২৪ ইং ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর জিপিএ -5 পেয়েছে ২৪৪ জন।

07/05/2024

সেই দিনকে ভয় কর,
"যেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে, ফেরেশতাদের দলে দলে অবতরণ করানো হবে।
আর সেই দিনের প্রকৃত সার্বভৌমত্ব কেবল পরম করুণাময়ের"
(সূরা আল ফুরকান)

02/05/2024

হে আমার জাতি!

গাফলতের নিদ্রায় বিভোর এক হতভাগা জাতির প্রতি সম্বোধন করছি,যারা দুনিয়ার গৌরব ও মর্যাদার শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিল শত সহস্র বছর। যারা নিজেদের ঈমান, চরিত্র, কর্ম-প্রচেষ্ঠা, কর্তব্যনিষ্ঠা আর সুমহান আদর্শ দিয়ে টুটি চেপে ধরা মুমূর্ষু মানবতার মাঝে এনে দিয়েছিল এক নতুন সুবহে সাদিক।

মহান রবের প্রেরিত রাসূল (সঃ), যিনি হেরা গুহার আলোর দ্যুতি আর সুমহান আদর্শ দিয়ে বিশ্ব জাহান কে দিয়েছিলেন মুক্তির পয়গাম।
খোদার আখেরী পয়গম্বর (সঃ), যার প্রতিটি বাণী, কাজ ও কর্ম মানবজাতির জন্য পথের পাথেয়, প্রতিফল দিবসে হেদায়েতের আলোকবর্তিকা।

মরু আরবের সেই বেদুঈন জাতি যার ছোঁয়ায় হয়ে গেল জগতের শ্রেষ্ঠ মানব। ঊষার উদয় স্থল থেকে শুরু করে অস্তাচল পর্যন্ত পৌঁছে গেল তৌহিদের সুবিমল জ্যোতি।

আজ আমি তাদেরকেই সম্বোধন করছি, যারা নিজেদের পদভারে পৃষ্ঠ করেছিল রোম পারস্যের রাজমুকুট। হেরার আলোর জ্যোতি যাদের হৃদয় কে পুলকিত করেছিল, আর সেই পুলকিত বক্ষ থেকেই তারা রচনা করেছিল জগতের আইন। মানবজাতির সেই ক্রান্তিলগ্নে যারা অসহায় বনি আদমদের বড় করেছিল ভালোবাসার আঁচল দিয়ে।
আজ আমি তাদের কথা বলছি, তারা আজ সেই হেরার আলোর জ্যোতি (আল কুরআন) এর দীক্ষা ভুলে গিয়েছে, মহান রাসূল (সঃ) এর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে। নিজেদের ঈমান দ্বীপ্ত চেতনা, আর বিশ্বাস ও আদর্শের মশাল আজ তাদের থেকে অনেক দূরে চলে গেছে।
শত সহস্র বছরের গৌরব ও মর্যাদার আসন ছেড়ে দিয়ে, ইজ্জত ও আজাদী রক্ষার শপথ ভঙ্গ করে আজ তারা
নিজেদের ভূমিতে নিজেরাই শরণার্থী। নিপীড়িত,পদদলিত, নির্যাতিত, নিষ্পেষিত....

প্রথম ক্বিবলা, মসজিদ আল আক্বসা আজ আমাদের হাতছাড়া। আজ ফিলিস্তিনের রক্তাক্ত মৃত্তিকায়, গাজাবাসীর আর্তনাদ শুনার কেউ নাই। কাশ্মীর, চেচনিয়া, আরাকান, উইঘুরে মজলুম জাতির আর্তচিৎকার শুনার মতোও কেউ নাই, পুরো জাতি আজ গাফলতের নিদ্রায় বিভোর।
হাজার বছর পূর্বে যখন ফিলিস্তিনের এমন অবস্থা ছিল, তখন আল্লাহ তায়ালা সুলতান নুরুদ্দীন জঙ্গি, সুলতান আইয়্যুবির মতো বীর পুরুষদের কে পাঠিয়েছিলেন ত্রাণ কর্তা হিসেবে, তাই আজও যারা এমন দুর্দিনে সুলতান নুরুদ্দীন- সালাহউদ্দীন দের আসার অপেক্ষা করে অলসতার নিদ্রা কে দীর্ঘায়িত করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই,
যখন সুলতান সালাহউদ্দিন আইয়্যুবি এসেছিলেন,তখন জাতির বিভেদের প্রাচীরে জোড়া লাগানোর মতো ব্যাক্তিত্ব দুই একজন তখনও জাগ্রত ছিলেন। আর সুলতান আইয়্যুবি তো তাদের জন্য," যারা বিপদে শত সহস্র ঝড় ঝাপটার মাঝেও নিভু নিভু প্রদ্বীপে আশার আলো জ্বালিয়ে রাখে"..…

✍️ মিজানুর রহমান নাহিদ
🎓 আল আযহার বিশ্ববিদ্যালয়
কায়রো, মিশর

09/12/2023

Address

Cairo

Opening Hours

Monday 5:50am - 11:50pm
Tuesday 7am - 12pm
Wednesday 6:05am - 11:55pm
Thursday 5:10am - 11:50pm
Friday 4:55am - 11:50pm
Saturday 5:45am - 11:55pm
Sunday 5:25am - 11:50pm

Telephone

+201555420409

Alerts

Be the first to know and let us send you an email when Mijanur Rahman Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mijanur Rahman Nahid:

Share

Nearby media companies


Other Digital creator in Cairo

Show All