তিলাওয়াতুল কোরআন।
মিশরে চলছে পক্ষকাল ব্যাপী বিশ্বের দ্বিতীয় বৃহত্তর বইমেলা। বেশ বড় পরিসরে আন্তর্জাতিক এই মেলায় একদিন গিয়ে সবকিছু কাভার করা সম্ভব নয়। এজন্য বই প্রেমীরা প্রত্যেকে প্রায় দিনই হাজির হন।
এই মেলায় অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৭০ টি দেশের মতো। ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির বার্তা পৌঁছে দিতে মেলায় বই প্রদর্শনী এবং বিক্রির পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনীযও। নিয়মিত হাজির হন শিক্ষাবিদ সাংবাদিক লেখক কলামিস্ট গবেষক ও সাংস্কৃতিক কর্মীগণ।
আমরা প্রথম দিন গিয়েছিলাম আজহার ইনস্টিটিউট এর পক্ষ থেকে আজহারের ব্যবস্থাপনায়। সেদিন আযহারের নির্দিষ্ট নানা আনুষ্ঠানিকতা ছিল। তাই নিজের মতো করে তেমন কিছু করা যায়নি।
পরে গত কালও যাওয়া হয়েছিল। সেখানে আজহারের প্রদর্শনী কেন্দ্রে চমৎকারভাবে আরবিতে ফ্রিতে নাম লেখানো যায় খত্তে আরবি কর্
উম্মতের ওলামায়ে কেরামরা আগেই সতর্ক করেছিল। আমাদের তো ঘুম ভাঙ্গেনি (!!)
আল্লাহ তায়ালা শায়খের মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন!
রমজানের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে রজব মাস।।
রমজানের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে রজব মাস।।
রজব মাসে নবীজী স. যে দোয়া পড়তেন।।মাওলানা ইব্রাহিম খলিল মজুমদার।
রজব মাসে নবীজী স. যে দোয়া পড়তেন।।মাওলানা ইব্রাহিম খলিল মজুমদার।।
রজব মাস।।এসেগেছে রমজানের আগমনী বার্তা নিয়ে রজব মাস। নবীজী স. এ মাসে যে দোয়া পড়তেন....
মুফতি কাজী ইব্রাহীম সাহেব হাফিজাহুল্লাহ!
জুমাবার! পবিত্র কোরআন তিলাওয়াত। ক্বারী জহিরুল ইসলাম -মিশর।
জুমাবার!
পবিত্র কোরআন তিলাওয়াত।
ক্বারী জহিরুল ইসলাম -মিশর।
বিশ্ব ইজতেমা নিয়ে যা বললেন
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী!
খতমে বোখারী শরীফ। হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। ২০২২ইং
#reelsvideo #islamicreels #hadis #Qureen #vedioviral
খতমে বুখারী-২০২২ইং দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী -চট্টগ্রাম।
খতমে বুখারী-২০২২ইং
দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী -চট্টগ্রাম।
স্মৃতিগুলো মনে পড়ে। সোনালী দিনগুলো আর ফিরে আসবে না। দরদী রাহবারদের সামনে আর বসা হবে না। প্রিয় ওস্তাদদের সামনে হাদিস পড়ার সেই প্রশান্তি আর পাওয়া যাবে না। কারণ সেদিন সম্মিলিত কন্ঠে "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম" এটি পাঠ করার মধ্যে এসব কিছুরই সমাপ্তি ঘটে গেছে।
আল্লাহ তায়ালা আমাকে আমাদেরকে মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমীন!
মাওলানা ইব্রাহিম খলিল
১২.১১.২০২২
থার্টি ফাস্ট নাইট উন্মাদনা -
ইসলাম কি বলে।
➡️শানদার দরসে বোখারী শরীফ। ➡️হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
শানদার দরসে বোখারী শরীফ।
হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
শিক্ষাবর্ষ :২০২০-১২ইং।দরস দিচ্ছেন:শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব
-হাদিস পাঠে:
Ibrahim khalil ইব্রাহিম খলিল
মজুমদার -কুমিল্লা।বর্তমান শিক্ষার্থী :
আল -আজহার ইউনিভার্সিটি,মিশর।