Ibrahim khalil ইব্রাহিম খলিল

  • Home
  • Egypt
  • Cairo
  • Ibrahim khalil ইব্রাহিম খলিল

Ibrahim khalil ইব্রাহিম খলিল حَسْبُنَا الَّلهَ

এরা কি ইন্ডিয়া চলে গেছে!?
27/04/2024

এরা কি ইন্ডিয়া চলে গেছে!?

আজ(৭ম রমজান) আল-আযহারের (১০৮৪তম) প্রতিষ্ঠা বার্ষিকী।৩৬১হিজরির ৭রমাদান আজকের এই দিনে  জুমার নামাযের মধ্য দিয়ে শুরু হয় ক...
17/03/2024

আজ(৭ম রমজান) আল-আযহারের (১০৮৪তম) প্রতিষ্ঠা বার্ষিকী।

৩৬১হিজরির ৭রমাদান আজকের এই দিনে জুমার নামাযের মধ্য দিয়ে শুরু হয় ক্বাবাতুল ইলম খ্যাত পৃথিবীর বিখ্যাত এই ইদারার যাত্রা,১০৮৪ বছরে নানান প্রতিকূলতাকে মোকাবেলা করে স্ব-গৌরবে শির উঁচু করে দাঁড়িয়ে আছে আজও।আলহামদুলিল্লাহ!

02/02/2024

তিলাওয়াতুল কোরআন।
মিশরে চলছে পক্ষকাল ব্যাপী বিশ্বের দ্বিতীয় বৃহত্তর বইমেলা। বেশ বড় পরিসরে আন্তর্জাতিক এই মেলায় একদিন গিয়ে সবকিছু কাভার করা সম্ভব নয়। এজন্য বই প্রেমীরা প্রত্যেকে প্রায় দিনই হাজির হন।

এই মেলায় অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৭০ টি দেশের মতো। ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির বার্তা পৌঁছে দিতে মেলায় বই প্রদর্শনী এবং বিক্রির পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনীযও। নিয়মিত হাজির হন শিক্ষাবিদ সাংবাদিক লেখক কলামিস্ট গবেষক ও সাংস্কৃতিক কর্মীগণ।

আমরা প্রথম দিন গিয়েছিলাম আজহার ইনস্টিটিউট এর পক্ষ থেকে আজহারের ব্যবস্থাপনায়। সেদিন আযহারের নির্দিষ্ট নানা আনুষ্ঠানিকতা ছিল। তাই নিজের মতো করে তেমন কিছু করা যায়নি।

পরে গত কালও যাওয়া হয়েছিল। সেখানে আজহারের প্রদর্শনী কেন্দ্রে চমৎকারভাবে আরবিতে ফ্রিতে নাম লেখানো যায় খত্তে আরবি কর্ণারে।লম্বা সিরিয়ালও ধরতে হয় ।
ঘটনাক্রমে সিরিয়ালে দেখা হয়েছিল মিশরীয় কয়েকজনের সাথে। পরে নাম লেখানো শেষে
আমি প্রদর্শনী কেন্দ্রের সামনে চ্যানেলের জন্য
ভিডিওতে কথা বলছিলাম।

পরে মিশরীয় ভাইয়েরা আশা ব্যক্ত করল তারা আমার সাথে কোন গজল অথবা কোরআন তেলাওয়াত অথবা কোনো হামদ নাত ইত্যাদি গাইতে চায় যৌথ কন্ঠে। আর এর জন্য কোনভাবেই তখন আমি প্রস্তুত ছিলাম না।
পরে বলল যে ঠিক আছে আমাদের সাথে দাঁড়িয়ে থাকেন। এরপর দাঁড়িয়ে থাকলাম।
আর সে চমৎকার কন্ঠে কোরআন তেলাওয়াত করল। (ওদেরও মিডিয়া আছে)

তেলাওয়াতটি একেবারে রিয়েল তার কন্ঠে।
সামান্য একটু ইকু দেওয়া হয়েছে শুধু।

কায়রো,মিশর।
০৩.০২.২০২৪

৫৫তম কায়রো আন্তর্জাতিক বই মেলা-২০২৪ইং১৯৬৯ সালে কায়রো শহর প্রতিষ্ঠার ১ হাজার বছর পূর্তি উপলক্ষে আরব বিশ্বের প্রাচীন এ আন...
02/02/2024

৫৫তম কায়রো আন্তর্জাতিক বই মেলা-২০২৪ইং

১৯৬৯ সালে কায়রো শহর প্রতিষ্ঠার ১ হাজার বছর পূর্তি উপলক্ষে আরব বিশ্বের প্রাচীন এ আন্তর্জাতিক বইমেলার শুরু হয়। কালক্রমে এর পরিধি ও সমৃদ্ধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বর্তমানে কোনো কোনো সমীক্ষায় একে ফ্রাঙ্কফুট বই মেলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বই মেলার স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহত্তম এ মেলায় অংশ নিয়েছে ৭০টি দেশের এক হাজার ২০০টিরও বেশি প্রকাশনী সংস্থা, রয়েছে পাঁচ হাজার ২৫০টি প্যাভিলিয়ন ও স্টল।

এতে আল আযহারের স্টল ও প্রদর্শনী কেন্দ্র ও রয়েছে বৃহৎ আকারে।চবি ঘরে দেখুন বিস্তারিত!

ইব্রাহিম খলিল মজুমদার
কায়রো,মিশর।
০২.০২.২০২৪

শাইখুল আজহার ও আজহার কর্তৃপক্ষের অবস্থান নিয়ে শত্রুদের মূল্যায়ন: # আল জাজিরার প্রতিবেদন #দখলদার ইসরাইল এর "চ্যানেল 12"...
31/01/2024

শাইখুল আজহার ও আজহার কর্তৃপক্ষের অবস্থান নিয়ে শত্রুদের মূল্যায়ন:
# আল জাজিরার প্রতিবেদন #
দখলদার ইসরাইল এর "চ্যানেল 12" এর অভিযোগ: মিশরের আজহার কর্তৃপক্ষ, উগ্র শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে ইসরাইলের বিপক্ষে।
আজহারে প্রায় ২০ লাখ শিক্ষার্থী অধ্যায়নরত।
আজহার এর গ্র্যান্ড ইমাম ডক্টর *আহমাদ তৈয়ব* এর হামাসের সাথে যোগাযোগ আছে।

25/01/2024

উম্মতের ওলামায়ে কেরামরা আগেই সতর্ক করেছিল। আমাদের তো ঘুম ভাঙ্গেনি (!!)
আল্লাহ তায়ালা শায়খের মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন!

ব্র্যাক ব্যাংকে একাউন্ট খুলতে গেলে যে ফরমটি পূরণ করতে দেয়া হয় সেখানেও ট্রান্সজেন্ডার এর অপশনটা চালু করেছে ব্যাংক অথরিটি...
24/01/2024

ব্র্যাক ব্যাংকে একাউন্ট খুলতে গেলে যে ফরমটি পূরণ করতে দেয়া হয় সেখানেও ট্রান্সজেন্ডার এর অপশনটা চালু করেছে ব্যাংক অথরিটি। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রান্সজেন্ডার কে ব্র‍্যাক খুব ভালো করেই প্রচার এবং প্রসারের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে।
হিজড়া এবং ট্রান্সজেন্ডার দুটো আলাদা বিষয়। বিষয়টা বোঝার জন্য মহাজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।

আজ থেকে আমার সাথে আর কেউ বিকাশে লেনদেন করবেন না। বিকাশ নাম্বারটি নগদ আছে। ধন্যবাদ।
22/01/2024

আজ থেকে আমার সাথে আর কেউ বিকাশে লেনদেন করবেন না। বিকাশ নাম্বারটি নগদ আছে। ধন্যবাদ।

15/01/2024

রমজানের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে রজব মাস।।

14/01/2024

রজব মাস।।এসেগেছে রমজানের আগমনী বার্তা নিয়ে রজব মাস। নবীজী স. এ মাসে যে দোয়া পড়তেন....

13/01/2024

মুফতি কাজী ইব্রাহীম সাহেব হাফিজাহুল্লাহ!

12/01/2024

জুমাবার!
পবিত্র কোরআন তিলাওয়াত।
ক্বারী জহিরুল ইসলাম -মিশর।

12/01/2024

কোরআনের জ্যোতি ভার্চুয়াল কনফারেন্স।। তিলাওয়াত ও আলোচনা। ১ম পর্ব।

এই পর্বে তিলাওয়াত করেছেন
বিশ্বজয়ী হাফেজ, হাফেজ নাহিয়ান কায়সার।
বিশিষ্ট কারী, ক্বারী নাছির উদ্দিন চট্টগ্রাম।
আলোচনা করেছেন :শায়েখ মহিববুর রহমান আল আযহারী( হাফিজাহুল্লাহ)

ইউটিউবে 👇
https://youtu.be/Le3Da8cL8I8?si=COwbVGx7YJH2b2RL
সম্পূর্ণ লাইভটি ইউটিউবে 👇👇
https://www.youtube.com/live/EkQGMzpBgAs?si=6k8wqEk1CYzTSWBp

একজন অসহায় বাবার আকুতি...
11/01/2024

একজন অসহায় বাবার আকুতি...

09/01/2024

বিশ্ব ইজতেমা নিয়ে যা বললেন
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী!

অনুষ্ঠান টি সরাসরি সম্প্রচারিত হবে Al Hamim tv   তে।দেখতে  চোখ রাখুন আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায়।অনুষ্ঠানটি...
08/01/2024

অনুষ্ঠান টি সরাসরি সম্প্রচারিত হবে
Al Hamim tv তে।দেখতে চোখ রাখুন আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায়।

অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন আল হামিম টিভি'র ইউটিউব চ্যানেলে 👇
https://youtube.com/?si=3sDUELRvs3egJ6J9

লজ্জিত বাংলাদেশ 😭 আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
05/01/2024

লজ্জিত বাংলাদেশ 😭 আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

05/01/2024

খতমে বুখারী-২০২২ইং
দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী -চট্টগ্রাম।

স্মৃতিগুলো মনে পড়ে। সোনালী দিনগুলো আর ফিরে আসবে না। দরদী রাহবারদের সামনে আর বসা হবে না। প্রিয় ওস্তাদদের সামনে হাদিস পড়ার সেই প্রশান্তি আর পাওয়া যাবে না। কারণ সেদিন সম্মিলিত কন্ঠে "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম" এটি পাঠ করার মধ্যে এসব কিছুরই সমাপ্তি ঘটে গেছে।

আল্লাহ তায়ালা আমাকে আমাদেরকে মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমীন!

মাওলানা ইব্রাহিম খলিল
১২.১১.২০২২

29/12/2023

থার্টিফার্স্ট নাইটে উন্মাদনা -ইসলাম কি বলে!?।।মাওলানা ইব্রাহিম খলিল মজুমদার।।

আল হামিম টিভির ইউটিউব চ্যানেল 👇
https://youtube.com/?si=z9Y6L-DYICl7-4Qi

27/12/2023

শানদার দরসে বোখারী শরীফ।
হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
শিক্ষাবর্ষ :২০২০-১২ইং।দরস দিচ্ছেন:শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব

-হাদিস পাঠে:
Ibrahim khalil ইব্রাহিম খলিল
মজুমদার -কুমিল্লা।বর্তমান শিক্ষার্থী :
আল -আজহার ইউনিভার্সিটি,মিশর।

25/12/2023

➡️খ্রিস্টানদের বড়দিনে অংশগ্রহণ
ও শুভেচ্ছা বিনিময়-ইসলাম কি বলে!?
➡️মাওলানা ইব্রাহিম খলিল মজুমদার
➡️শিক্ষার্থী -আল আজহার ইউনিভার্সিটি কায়রো,মিশর।

17/12/2023

বিজয় দিবসে আমাদের করণী কি?
মাওলানা ইব্রাহিম খলিল মজুমদার।
শিক্ষার্থী -আল আযহার ইউনির্ভাসিটি
কায়রো,মিশর।

দেশ প্রেমিকের সর্বোত্তম দৃষ্টান্ত মুহাম্মদ (সা.)

স্বদেশপ্রেম প্রতিটি মানুষের স্বভাবজাত অভ্যাস। বিশেষত মুসলমানদের প্রতিটি রক্তকণিকায়ই দেশপ্রেমের শিহরণ থাকা বাঞ্ছনীয়। কেননা ইসলামের প্রাণপুরুষ বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন দেশপ্রেমিকের সর্বোত্তম দৃষ্টান্ত। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) হিজরতের সময় বারবার জন্মভূমি মক্কার দিকে অশ্রুভরা নয়নে তাকাচ্ছিলেন আর বলছিলেন, ‘হে মক্কা! আমি তোমাকে ভালোবাসি। কাফেররা যদি নির্যাতন করে আমাকে বের করে না দিত, কখনোই আমি তোমাকে ত্যাগ করতাম না।’ (ইবনে কাসির : ৩/৪০৪)

ওলামায়ে দেওবন্দের নীতি-আদর্শ এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বকীয়তাবোধ বজায় রাখতে বেফাকের সভাপতি পদে হাটহাজারী মাদ্রাসার মহা...
03/10/2023

ওলামায়ে দেওবন্দের নীতি-আদর্শ এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বকীয়তাবোধ বজায় রাখতে বেফাকের সভাপতি পদে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)এর বিকল্প নেই.....

11/09/2023

ভারত, পাকিস্তান, বাংলাদেশের খ্যাতনামা চারটি
কওমি মাদ্রাসার দরসে বুখারী।

Address

Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahim khalil ইব্রাহিম খলিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Cairo media companies

Show All