DenBangla Connect

DenBangla Connect We are always here to provide the latest news of Bangladesh and Denmark!

বিক্ষোভে উত্তাল ইসরায়েল!জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিবে জড়ো হন হাজার হাজার ইসরায়ে...
16/06/2024

বিক্ষোভে উত্তাল ইসরায়েল!

জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিবে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। রোববার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

শহরের তেল আবিব স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। অবরোধ করেন শহরের প্রধান সড়কসহ বেশ কয়েকটি রাস্তা। তাদের দাবি, যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের। আট মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতানিয়াহু সরকারকে চরমভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। বরাবরেই মতোই দাবি জানান তার পদত্যাগের। নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

এর আগে, শনিবার (১৫ জুন) হামাসের প্রতিরোধে রাফায় ৮ ইসরায়েলি সেনার মৃত্যুতে আরও জটিল হয়ে পড়ে পরিস্থিতি। আজ খবর পাওয়া গেছে, গাজায় অভিযানে ‘কৌশলগত বিরতি’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার ...
16/06/2024

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়

প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। খবর বাসসের

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল ৭টায় অনুষ্ঠেয় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন হাফেজ কারি মো. আতাউর রহমান।

সকাল আটটায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন এই মসজিদের খাদেম আব্দুল হাদী।
সকাল নয়টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। এতে মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মো. জসিম উদ্দিন।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম রুহুল আমিন।

সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মো. আক্তার মিয়া।

ওই পাঁচটি জামাতের কোনোটিতে ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট মাজার মসজিদের ইমাম হাফেজ মো. আশরাফুল ইসলাম।

সৌদি আরবে ১৯ হজযাত্রীর মৃত্যু, ‘নিখোঁজ’ ১৭সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়...
16/06/2024

সৌদি আরবে ১৯ হজযাত্রীর মৃত্যু, ‘নিখোঁজ’ ১৭

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) মধ্যপ্রাচ্যের এই দুই দেশের কর্তৃপক্ষ আলাদা বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তীব্র গরমের কারণে মৃত্যুর এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হজের আনুষ্ঠানিকতার সময় জর্ডানের ১৪ জন হজযাত্রী মারা গেছেন। আর ‘নিখোঁজ’ রয়েছেন অন্তত ১৭ জন। তবে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পিরহোসেন কুলিভান্দ বলেছেন, এবার হজের সময় মক্কা ও মদিনায় এ পর্যন্ত পাঁচজন ইরানি হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা বলেননি তিনি।
বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে একটি হজ। প্রতি বছর সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ জড়ো হন। এ বছর হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৮ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন। তবে এ বছর হজের সময় সৌদির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

এদিকে এবার হজ পালনে গিয়ে কতজনের মৃত্যু কিংবা অসুস্থ হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুক্রবার (১৪ জুন) থেকে। এদিন মিনায় অবস্থান শেষে শনিবার আরাফাতের ময়দানে অবস্থান করে রাতে মুজদালিফার খোলা প্রান্তরে রাতযাপন করেন হজযাত্রীরা। আর হজের তৃতীয় দিন মুসল্লিরা বড় জামারায় কংকর নিক্ষেপ, পশু কোরবানি, মাথার চুল মুণ্ডন ইত্যাদি পালন করছেন।

সূত্র: দ্য নিউ আরব, ইকোনমিক টাইমস

Slovenia vs Denmark 16.06.24 🇩🇰🔥Group C starts off with the first draw of EURO 2024 between Denmark vs Slovenia 🇸🇮🤝🇩🇰
16/06/2024

Slovenia vs Denmark 16.06.24 🇩🇰🔥

Group C starts off with the first draw of EURO 2024 between Denmark vs Slovenia 🇸🇮🤝🇩🇰

16/06/2024

Denmark government asked it's citizens to prepare for an attack or other potential crisis

Danes are urged to stock up on water, food and iodine

Danes, should stock up on medicines, non-perishable foods and water for at least three days.- Bloomberg

Good Luck Denmark 🇩🇰❤️💪Denmark face Slovenia in opening game of Group C (Euro2024), with kick-off at 6pm CET (12:00 pm E...
16/06/2024

Good Luck Denmark 🇩🇰❤️💪
Denmark face Slovenia in opening game of Group C (Euro2024), with kick-off at 6pm CET (12:00 pm Eastern time)

Alsik in SønderborgDenmark
16/06/2024

Alsik in Sønderborg
Denmark

صلاة العيد من مدينة اورهس Tusindvis af muslimer deltog til Eid bønnen i Aarhus idag.. Prædiken omhandlede situationen i ...
16/06/2024

صلاة العيد من مدينة اورهس
Tusindvis af muslimer deltog til Eid bønnen i Aarhus idag.. Prædiken omhandlede situationen i Gaza og de undertrykte alle andre streder i verden..
I ønskes velsignet Eid🎉🎊

জাপানে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, সংক্রমণের ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু!এই ব্যাকটেরিয়ার নাম গ্রুপ এ স্ট্রেপ্টোককাস (জিএএস...
16/06/2024

জাপানে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, সংক্রমণের ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু!

এই ব্যাকটেরিয়ার নাম গ্রুপ এ স্ট্রেপ্টোককাস (জিএএস)। এর সংক্রমণে যে রোগ সৃষ্টি হচ্ছে, তার নাম স্ট্রেপ্টোককাল টক্সিক শক সিনড্রোম।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেসের পক্ষ থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, চলতি বছর ২ জুন পর্যন্ত দেশটির অন্তত ৯৭৭ জন বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন। গত বছর এই রোগে আক্রান্ত হয়েছিলেন ৯৪১ জাপানি।
টোকিও উইমেন্স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেন কাকুচি জানিয়েছেন, মাংসখেকো এই ব্যাকটেরিয়ার সংক্রমণে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে দুইদিন তথা ৪৮ ঘণ্টার মধ্যেই।
রোগীদের ক্ষেত্রে দেখা গেছে, এই ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রথমে পা ফুলতে শুরু করে। এরপর হাঁটুর কাছেন অংশ ফুলতে শুরু করে। তারপর আস্তে আস্তে শারীরিক অবস্থান অবনতি হতে থাকে এবং অবশেষে মৃত্যু হয়।

অধ্যাপক কিকুচি জানান, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর এই রোগে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫০০ জনে পৌঁছাবে।

ভয়ঙ্কর এই রোগের প্রতিরোধে মানুষকে সবসময় হাতের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং যেকোনো ক্ষত চিকিৎসা করার জন্য আহ্বান জানিয়েছেন অধ্যাপক কিকুচি।

এই বিশেষজ্ঞ বলেন, রোগীরা তাদের অন্ত্রে জিএএস বহন করতে পারে, যা মল দিয়ে হাতকে দূষিত করতে পারে।
জাপান ছাড়াও আরও কয়েকটি দেশে এই রোগ ছড়াচ্ছে। ২০২২ সালের শেষ দিক থেকে ইউরোপের বেশ কিছু দেশে এই রোগ ছড়াতে শুরু করে। রোগটির প্রাদুর্ভাবে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: ব্লুমবার্গ।

" বিফ কিমা মাসালা"রেসিপি।  উপকরণঃবিফ কিমা আধা কেজিসিদ্ধ ম্যাশড্ আলু ১/৪ কাপপেয়াজ বাটা ২ টে চামচআধা বাটা ১ চা চামচরশুন বা...
16/06/2024

" বিফ কিমা মাসালা"রেসিপি।


উপকরণঃ
বিফ কিমা আধা কেজি
সিদ্ধ ম্যাশড্ আলু ১/৪ কাপ
পেয়াজ বাটা ২ টে চামচ
আধা বাটা ১ চা চামচ
রশুন বাটা ১ চা চামচ
কাবাব মশলা ১ টে চামচ
হলুদ গুড়া ১ চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
ধনে গুড়া ১ চা চামচ
জিরা গুড়া ১ চা চামচ
গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
পেয়াজ কুচি ১/২ কাপ
মরিচ ৪/৫ টা
শুকনা মরিচ ৩/৪ টা
ঘি ৪ টে চামচ
টক দই ৪ টে চামচ
চিনি ১/২ চা চামচ
টমেটো পিউরি ২ টে চামচ
সয়া সস ১ চা চামচ
পেয়াজ বেরেস্তা সিকি কাপ
লবন পরিমাণ মত

প্রণালিঃ
ঘি ও পেয়াজ কুচি বাদ দিয়েক্ল কিমার সাথে সব উপকরণ এক সাথে মাখিয়ে ৪ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে।

প্যানে ঘি দিয়ে পেয়াজ কুচি বাদামি করে ভেজে তাতে ৩/৪ টা আস্ত শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিতে হবে।তারপর কিমা-আলুর মিশ্রন টা দিয়ে রান্না করতে হবে।

সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।বেশি পানি দেয়া যাবে না।চুলার আচ কমিয়ে দমে ৩০ মিনিট রেখে নামানোর আগে কাচা মরিচ,বেরেস্তা,সামান্য টালা জিরা গুড়া ও ১ টে চামচ ঘি ছড়িয়ে দিতে হবে।

ব্যাস তৈরী হয়ে গেল দারুন মজার বিফ কিমা মাসালা।পরোটা,নান বা পোলাও এর সাথে পরিবেশন করতে পারেন।

পুনরায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন "রামাফোসা"দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সঙ্গে...
16/06/2024

পুনরায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন "রামাফোসা"

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সঙ্গে ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) জোট গঠনে রাজি হবার পর দেশটির পার্লামেন্টে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। শনিবার (১৫ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পার্লামেন্টের ভোটে বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারের জুলিয়াস মালেমাকে ভোটে হারান ন্যাশনাল কংগ্রেসের রামাফোসা। মালেমার ৪৪ ভোটের বিপরীতে রামাফোসা পান ২৮৩ ভোট।

এর আগে, গত ২৯ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় জোট সরকার গঠনের তৎপরতা শুরু হয়। এরপরই ৭১ বছর বয়সী সিরিল রামাফোসা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড ঘোষণা!১৯১৬ সালে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কোপ...
16/06/2024

কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড ঘোষণা!

১৯১৬ সালে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ৪৮ তম আসর। আসরের সূচি সম্পূর্ণ হয়ে গেছে অনেক আগেই। প্রায় সবগুলো দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও বাদ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশেষে গুয়েতেমালার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষে শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। শনিবার (১৫ জুন) এ স্কোয়াড ঘোষণা করা হয়।

দলে জায়গা পাননি পাওলো দিবালা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে ঘোষিত পূর্বের স্কোয়াড থেকে বাদ পড়েছে অ্যাঞ্জেল কোরেয়া, লিওনার্দো বালেরদি ও ভ্যালেন্তিন বার্কো। চমক হিসেবে দলে দেখা গেছে ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রে গারনাচোকে। রেড ডেভিলদের হয়ে সবশেষ মৌসুমে ১০ গোলসহ এখন পর্যন্ত ক্লাবটির ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে ৮৬ ম্যাচে ১৫ গোল করেছেন গারনাচো।

আর্জেন্টিনার কোপা আমেরিকা ২০২৪ স্কোয়াড:

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ড: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিও, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেলো ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।

উল্লেখ্য, শুক্রবার (২১ জুন) সকাল ৬টায় শুরু হবে ৪৮তম কোপা আমেরিকার আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। শিরোপা ধরে রাখার মিশনে আশাবাদী লিওনেল মেসির দল।

আয়ারল্যান্ডে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ, কোরবানিতে মানতে হয় কঠোর আইন'আটলান্টিকের তীর ও ইউরোপের উত্তর-পশ্চিমের দেশ আয়ারল্...
16/06/2024

আয়ারল্যান্ডে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ, কোরবানিতে মানতে হয় কঠোর আইন'

আটলান্টিকের তীর ও ইউরোপের উত্তর-পশ্চিমের দেশ আয়ারল্যান্ডের মুসলমানরা ভিন্নভাবেই উদযাপন করে থাকে পবিত্র ঈদুল আজহা। দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখেই করেন পশু কোরবানি। কারণ, এখানে প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ।

আয়ারল্যান্ডে সরকারি সনদ ছাড়া কোরবানির পশু জবাই করার অনুমতি নেই। এছাড়াও পশুর স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করাসহ লাগবে জবাইয়ের অনুমোদন। এগুলো ছাড়াও মানতে হয় আরও কঠিন কিছু নিয়ম।

আয়ারল্যান্ডের ধর্মপ্রাণ মুসল্লিরা সাধারণত সরকারি অনুমোদনপ্রাপ্তদের মাধ্যমে পশু কোরবানি প্রক্রিয়া সম্পন্ন করেন বলে জানিয়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

দেশটিতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বলেন, এখানকার কোরবানির নিয়ম সম্পূর্ণ ভিন্ন। কোরবানির জন্য এখানকার মানুষকে নির্দিষ্ট কসাইখানায় যেতে হয়। যেখানে সেখানে কোরবানি করা যায় না।

আয়ারল্যান্ডে প্রকাশ্যে পশু জবাই গুরতর অপরাধ। ২০১৩ সালের বন্যপ্রাণি স্বাস্থ্য কল্যাণ আইন অনুযায়ী, দেশটিতে প্রকাশ্যে যেকোনো পশু নির্যাতনের করলে বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

🎉🎉Wishing you a blessed and joyous Eid-Ul-Adha from DenBangla Connect . May Allah’s blessings shine upon you and your fa...
15/06/2024

🎉🎉Wishing you a blessed and joyous Eid-Ul-Adha from DenBangla Connect . May Allah’s blessings shine upon you and your family, and may you find happiness in every moment of this special day. “Eid Mubarak” 🎉🎉

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো বলেছেন, দক্ষিণ আমেরিকার সেরার সেরা টুর্নামেন্ট কোপা আমেরিকায় খেলতে নামছে তার দেশ।...
15/06/2024

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো বলেছেন, দক্ষিণ আমেরিকার সেরার সেরা টুর্নামেন্ট কোপা আমেরিকায় খেলতে নামছে তার দেশ। কিন্তু তিনি নিজে একটি ম্যাচও দেখবেন না।

কারণ? রোনালদিনহোর মতে, বর্তমান ব্রাজিল দলে "সবকিছুই অনুপস্থিত"। তাদের মধ্যে কোন জেদ নেই, প্যাশন নেই, ভালো খেলার ইচ্ছাও নেই। তাই হতাশার কারণে তিনি কোনো ম্যাচ দেখবেন না।

এমনকি তিনি আরও চরম কথা বলেছেন, তিনি ব্রাজিলকে সমর্থন করাই ছেড়ে দেবেন।

কিন্তু কেন তিনি এতটা নেতিবাচক? রোনালদিনহোর বক্তব্য, "কারণ, ব্রাজিলের খেলা ভালো হচ্ছে না। তাদের মধ্যে নেই কোন মানসিক দৃঢ়তা, নেই জেতার প্রবল ইচ্ছা।”

রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস!দেশে মৌসুমি বায়ুর প্রভাবে স্বাভাবিকের তুলনায় বেড়েছে ঝড়-বৃষ্টি। এ অবস্থায় বর...
15/06/2024

রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস!

দেশে মৌসুমি বায়ুর প্রভাবে স্বাভাবিকের তুলনায় বেড়েছে ঝড়-বৃষ্টি। এ অবস্থায় বর্ষার প্রথমদিনে শনিবার (১৫ জুন) দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় জানানো হয়, রাত ১টার মধ্যে নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক মোস্তফা কামাল পলাশ‌ জানিয়েছেন, শনিবার দুপুর ৩টার সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া অন্য ৬টি বিভাগের ওপর মাঝারি থেকে ঘন মেঘের উপস্থিতি লক্ষ করা গেছে।
সে অনুযায়ী রাতে আবারও দেশের উত্তরাঞ্চলের বিভাগীয় জেলাগুলোয় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

Beautiful Queen Mary Family Royal DenmarkKing Frederik and Queen Mary of Denmark:
15/06/2024

Beautiful Queen Mary Family Royal Denmark
King Frederik and Queen Mary of Denmark

:

Tivoli Gardens, Copenhagen Denmark 🇩🇰
15/06/2024

Tivoli Gardens, Copenhagen Denmark 🇩🇰

According to the legend, the Danish flag, Dannebrog, fell from the sky on this day at Lyndanise in Estonia, where King V...
15/06/2024

According to the legend, the Danish flag, Dannebrog, fell from the sky on this day at Lyndanise in Estonia, where King Valdemar II the Victorious was crusading in 1219.

Since 1913, the day has been a national flag day when little Danish flags are sold. Until 1948, the day was a school holiday and it was celebrated with Valdemar Festivals around the country.

Photo by: Per A. Rasmussen / Forsvaret (The Danish Armed Forces)

✍️গ্রেট ব্লু হোল, বেলিজ..! 🌸🥰গ্রেট ব্লু হোল বা নীল গহ্বর হচ্ছে পৃথিবীর একটি প্রাকৃতিক বিস্ময়। বেলিজ উপকূলে অবস্থিত গ্রেট...
15/06/2024

✍️গ্রেট ব্লু হোল, বেলিজ..! 🌸🥰

গ্রেট ব্লু হোল বা নীল গহ্বর হচ্ছে পৃথিবীর একটি প্রাকৃতিক বিস্ময়। বেলিজ উপকূলে অবস্থিত গ্রেট ব্লু হোল এমনই একটি দানবাকৃতির ব্লু হোল। বেলিজ শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লাইট হাউস প্রবালপ্রাচীরের নিকটবর্তী অবস্থিত এই ব্লু হোলটির গভীরতা প্রায় ১০৮ মিটার ব্যাস প্রায় ৩০০ মিটার।

ইতিহাসের পাতা থেকে জানা যায় এটি প্রায় ১৫ হাজার বছর পূর্বে গঠিত হয়েছিল। পৃথিবীর উষ্ণতা বাড়ার সাথে সাথে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় এবং জলনিমগ্ন হয় এই ব্লু হোলটি। এটি বৃহত্তর বেলিজ প্রবালপ্রাচীরের অংশ এবং জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

ব্লু হোলগুলো মূলত এক প্রকার সিংকহোল। জলে সবসময় ডুবে থাকে বলে এদের বলা হয় সাবমেরিন সিংকহোল।জানা গেছে ১৯৭১ সালের দিকে জ্যাক কস্তিয়া নামক ব্যক্তি গ্রেট ব্লু হোলকে সারা বিশ্বের সঙ্গে পরিচিত করেন। তবে এই নামটি প্রচলিত হয় আরও অনেক পরে। ১৯৮৮ সালে ‘গ্রেট ব্লু হোল’ নামটি ব্যবহার করেন ব্রিটিশ ডাইভার নেড মিডেলটন। তিনি তার রচিত বইতে এই নাম প্রথম বার ব্যবহার করেন।এরপর থেকেই এই ব্লু হোলটি গ্রেট ব্লু হোল নামে পরিচিত
সংগৃহীত

পদ্মা সেতুতে একদিনে টোল আদায় আয় ৪ কোটি ৮২ লাখপদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।...
15/06/2024

পদ্মা সেতুতে একদিনে টোল আদায় আয় ৪ কোটি ৮২ লাখ

পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার (১৪ জুন) সেতু পারাপার করেছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে ৪ কোটি লাখ ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন সেতু পারি দেয়। এতে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় ২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে, পদ্মা সেতুর একদিনে সর্বোচ্চ টোল আদায় হয় ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। চলতি বছরের ৯ এপ্রিল এই টোল আদায় হয়েছিল।

🥀মেজবানি মাংস রান্নার রেসিপি 🥀উপকরণগরুর মাংস (হাড়, কলিজা ও চর্বিসহ)- দেড় কেজিহলুদ গুঁড়া- আধা টেবিল চামচমরিচ গুঁড়া- দের ট...
15/06/2024

🥀মেজবানি মাংস রান্নার রেসিপি

🥀উপকরণ
গরুর মাংস (হাড়, কলিজা ও চর্বিসহ)- দেড় কেজি
হলুদ গুঁড়া- আধা টেবিল চামচ
মরিচ গুঁড়া- দের টেবিল চামচ
সরিষার তেল- আধা কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ
লবণ- সামান্য
কাঁচামরিচ- কয়েকটি

🥀মেজবানি মসলা তৈরি উপকরণ
আস্ত ধনে- ১ টেবিল চামচ
জিরা- ১ টেবিল চামচ
রাঁধুনি- ১ টেবিল চামচ
সাদা সরিষা- দেড় চা চামচ
গোলমরিচ- ১ চা চামচ
শুকনা মরিচ- ৫/৬টি
সাদা এলাচ- ৬/৭টি
কালো এলাচ- ২টি
দারুচিনি- বড় ২ টুকরা
লবঙ্গ- ৬/৭টি
জয়ত্রি- ১টি (ছোট)
জয়ফল- অর্ধেকটা
তেজপাতা- ২টি (বড়)

🥀মাংস মাখানোর উপকরণ
টমেটো- ১টি (ছোট করে কুচি)
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
আদা বাটা- দেড় টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
তেজপাতা- ১টি
কালো এলাচ- ১টি
লবণ- স্বাদ মতো
নারকেল বাটা- ১ টেবিল চামচ
চিনা বাদাম বাটা- দেড় টেবিল চামচ

🥀প্রস্তুত প্রণালি
মেজবানি মসলা তৈরির উপকরণ থেকে একটি তেজপাতা ও একটি কালো এলাচ সরিয়ে রেখে বাকিসব টেলে গ্রিন্ডারে গুঁড়া করে নিন। চাইলে বেটেও নিতে পারেন। মাংস মাখানোর উপকরণ দিয়ে ভালো করে মেখে নিন মাংস।
চুলায় প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালি হলে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার মেখে রাখা মাংস দিয়ে দিন প্যানে। সামান্য লবণ দিন। মেজবানি মাংসের মসলা অর্ধেক পরিমাণ দিয়ে দিন। ভালো করে নেড়ে সব উপকরণ মিশিয়ে নিন। ঢেকে দিন। আঁচ কমিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তেল উঠে গেলে ১ কাপ পানি দিয়ে নেড়ে নিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে ঢেকে নিন। এভাবে চুলায় রাখুন ৪০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ৪০ মিনিট পর বাকি মেজবানি মসলা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। আরও ২০ মিনিট রাখুন চুলায়। আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন সুস্বাদু মেজবানি মাংস। পরিবেশন করুন গরম গরম।

Pink buffaloes in high demand for QurbaniThis breed is not common in Bangladesh. It is found mostly in the United States...
15/06/2024

Pink buffaloes in high demand for Qurbani

This breed is not common in Bangladesh. It is found mostly in the United States. Farmers all over the world are gradually becoming interested in rearing these buffaloes because of their high demand.

About 50 albino buffaloes are being raised by ‘Kaiyum Agro’ in Sreepur, Ganakbari area Ashulia, Savar upazila. Other breeds of buffaloes, such as Murrah, Nili-Ravi and Jafarabadi, are also available there. For the last few years, this commercial farm has been supplying buffaloes, including the distinctive pink-coloured breed, to the market.

“This albino breed buffalo is sold at Tk 1,300-Tk 1,400 per kg on this farm. Each of them weighs around 400–900 kg,” said the owner of the farm, Abdul Kaiyum.

He said that buffaloes have a better immune system than cows and the profit margin is high.

“Buffaloes weighing 300–600 kg are sold at Tk 480 per kg. But larger buffaloes are not sold by weight,” Kaiyum added.

Muslims in Bangladesh will celebrate Eid-ul-Azha on June 17.

The Department of Livestock Services (DLS) estimated that the maximum demand for sacrificial animals in the upcoming Eid will be 10,702,394. Against demand, the surplus number of cattle this year is 2,277,973.

This time, 12,980,367 cattle are ready for sacrifice, including 5,360,796 cows and buffaloes. Apart from this, there are 7,617,801 goats and sheep and 1,850 other sacrificial animals, including camels.

জনপ্রিয় গায়ক তাসরিফ খানের ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।শুক্রবার (১৪ জুন) রাত...
15/06/2024

জনপ্রিয় গায়ক তাসরিফ খানের ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

শুক্রবার (১৪ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গায়ক নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’

তাসরিফের অসুস্থতা প্রসঙ্গে তার ভাই তানজীব খান বলেন, ‘কিছুদিন ধরে তাসরিফের ডান চোখে অঞ্জলির মতো সমস্যা দেখা যাচ্ছে। সেভাবে গুরুত্ব দেইনি আমরা। ৩ দিন আগে চিকিৎসকের শরণাপন্ন হই। তখন বিভিন্ন চেকআপের পর চিকিৎসক জানান, এটা টিউমার। সার্জারি করাতে হবে।’

এদিকে, তরুণ এ গায়কের কাছ থেকে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা। একইসঙ্গে তার সুস্থতা কামনা করেন তারা।

নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরাইলিরা!ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৮ মাসেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল...
15/06/2024

নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরাইলিরা!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৮ মাসেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এ কারণে সরকার প্রধান নেতানিয়াহুর জনপ্রিয়তা কমতে কমতে এখন তলানিতে ঠেকেছে। ইসরাইলিরা এখন তাকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে না।

শুক্রবার (১৪ জুন) ইসরাইলি দৈনিক পত্রিকা মারিভের প্রকাশিত এক জরিপ অনুসারে, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদের জন্য উপযুক্ত মনে করেন মাত্র ৩৫ শতাংশ ইসরাইলি। অর্থাৎ ৬৫ শতাংশই তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না।

অন্যদিকে ৪১ শতাংশ নাগরিক গান্তজের পক্ষে রায় দিয়েছেন। অর্থাৎ ৪১ শতাংশ ইসরাইলি তাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায়।

নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই গত রোববার (৯ জুন) নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন বেনি গান্তজ। গত বছরের অক্টোবর থেকে পদত্যাগের আগ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গান্তজের পদত্যাগের পর উল্লাস প্রকাশ করেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। বেনি গান্তজের এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়েছেন, তেমনি কঠিন যুদ্ধের মধ্যে ইসরাইল আরও অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছে।

পদত্যাগের পর টেলিভিশনে দেয়া এক ভাষণে গান্তজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি। সেই সঙ্গে আগাম নির্বাচনের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ ঠিক করার জন্য আমি নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছি। এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোনো সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।

গত বছর গাজার যুদ্ধ পরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। নেতানিয়াহুর আহ্বানে ওই মন্ত্রিসভায় যোগ দেন গান্তজ।

কিন্তু নানা বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার বিরোধ লাগে। গত মাসেই তিনি হুমকি দেন যে, ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবেন।

বেনি গান্তজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু বলেন, বেনি, এখন এ অভিযান ছেড়ে যাওয়ার সময় নয়। এটা আমাদের বাহিনীতে যোগ দেয়ার সময়। অপরদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ গান্তজের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও সঠিক বলে সমর্থন করেন।

মেয়েদের সমর্থনে বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান ডেনমার্কের পুরুষ ফুটবলারদের!জাতীয় দলের হয়ে খেলার জন্য বেতন বৃদ্ধির প্...
14/06/2024

মেয়েদের সমর্থনে বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান ডেনমার্কের পুরুষ ফুটবলারদের!

জাতীয় দলের হয়ে খেলার জন্য বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ডেনমার্কের পুরুষ ফুটবলাররা। নারী ফুটবলারদের ছেলেদের সমান বেতন নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা। পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো শুক্রবার জানিয়েছে বিষয়টি।

ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ) নারী ও পুরুষ, উভয় দলের জন্য সমান বেতন নিশ্চিত করতে চেয়েছিল। তবে নারীদের অর্থ প্রদানের জন্য পুরুষ দলের কাছ থেকে অর্থ নেওয়ার পক্ষে ছিল না দুই দলের কেউই।

প্লেয়ার্স ইউনিয়ন ও পুরুষ খেলোয়াড়রা নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে পুরুষরা বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করবে এবং উভয় দলই জাতীয় দলের হয়ে খেলার জন্য সমান পারিশ্রমিক পাবে।

শুক্রবার শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর ডিবিইউ এর সঙ্গে নতুন চার বছরের চুক্তি কার্যকর হবে।

ঈদের দিন দেশবাসীকে বড় সুসংবাদ দিতে চান সাকিবনেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ‍এইটের পথে বাংলাদেশ। শেষ...
14/06/2024

ঈদের দিন দেশবাসীকে বড় সুসংবাদ দিতে চান সাকিব

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ‍এইটের পথে বাংলাদেশ। শেষ আট নিশ্চিতের মিশনে আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী।

বাংলাদেশ যেদিন নেপালের বিপক্ষে খেলতে নামবে সেদিন দেশে পালিত হবে ঈদ উল আজহা। তাই সেই ম্যাচে জিতে দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, অবশ্যই নেপালের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের। জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে যাব আমরা। যা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। আমরা সেই ম্যাচের জন্য মুখিয়ে আছি। যেহেতু ঈদের দিন, আমরা যারা মুসলমান আছি তাদের জন্য অনেক আনন্দের দিন। আর বাংলাদেশের প্রায় সব ধর্মের মানুষেরাই সেই দিনটি উদযাপন করে। ঈদের দিনে তাদের মুখে হাসি ফোটাতে পারব বলে আশা করছি।

নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। দীর্ঘ ১৯ ইনিংস পর হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া সাবেক অধিনায়ক ৪৬ বলে ৯ চারে ৬৪ রানের অপরাজিত কার্যকরী ইনিংস খেলেছেন। যদিও নিজের অফফর্ম নিয়ে কিছুই ভাবছিলেন না।

সাকিব জানালেন, নিজেরটা নিয়ে কখনই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনও এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি, সেটা ভালো লাগে। যেটা বললাম, আজকে হয়তো আমার দিন ছিল। সামনের ম্যাচে হয়ত অন্যকারও দিন আসবে।

ডি গ্রুপে এমন একটা অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে ৩ ম্যাচে ২ জয় নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ দল। সাকিবও তা মনেপ্রাণে বিশ্বাস করছেন-‘আমরা যে অবস্থায় আছি, সেই অবস্থা থেকে আমরা আত্মবিশ্বাসী। দল হিসেবে যেভাবে পারফর্ম করেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী।’

সুপার এইটে পাকিস্তান নয় খেলবে যুক্তরাষ্ট্র!আয়ারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় অফিসিয়ালি বিশ্বকাপ থে...
14/06/2024

সুপার এইটে পাকিস্তান নয় খেলবে যুক্তরাষ্ট্র!

আয়ারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় অফিসিয়ালি বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের।

🌟 Share Your Life Events with Us and Win! 🌟Hej Danmark! 🇩🇰We love hearing from you, and now we want to celebrate your mo...
14/06/2024

🌟 Share Your Life Events with Us and Win! 🌟

Hej Danmark! 🇩🇰

We love hearing from you, and now we want to celebrate your moments! Whether it's a personal achievement, a fun family outing, or a special occasion, share your life events with us here on our page.

📸 How to Participate:

Post your life event story, photos, or videos in our inbox below or as a post on our page.

Make sure to include a brief description or story.

🎁 Win Big: The posts with the most comments will win an exciting prize! 🏆

Open to all residents of Denmark.

We're excited to hear your stories and celebrate with you! Let's make this page a place for sharing and joy. 🌟



Town Hall, Copenhagen, Denmark 🇩🇰
14/06/2024

Town Hall, Copenhagen, Denmark 🇩🇰


Adresse

Staerevej 65
Copenhagen
2200

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når DenBangla Connect sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Videoer

Del


Andre Medier/nyheder i Copenhagen

Vis Alle

Du vil måske også kunne lide