Explore With Azam

Explore With Azam ✈️ নাঈম আজম এর সাথে ঘুরতে যাবেন ? 📸🌍

Happy Chinese New Year ❤️The streets of Chongqing have donned festive attire, illuminating the whole city for the  !
10/02/2024

Happy Chinese New Year ❤️

The streets of Chongqing have donned festive attire, illuminating the whole city for the !

বিমান যাত্রার কিছু শিষ্টাচার – যা অবশ্যই মেনে চলবেনবিমান যাত্রা বেশির ভাগ সময়ই রোমাঞ্চকর। প্রথম বিমান ভ্রমণের গল্প অনেকে...
09/02/2024

বিমান যাত্রার কিছু শিষ্টাচার – যা অবশ্যই মেনে চলবেন

বিমান যাত্রা বেশির ভাগ সময়ই রোমাঞ্চকর। প্রথম বিমান ভ্রমণের গল্প অনেকেরই স্মৃতিতে জীবন্ত থাকে চিরকাল। তবে বিমান যাত্রায় কিছু শিষ্টাচার আপনাকে একজন ভাল যাত্রী হিসেবে উপস্থাপন করতে পারে। এই আধুনিক যুগে বাস করেও কেনই না আপনি পিছিয়ে থাকবেন। যেনে নিন বিমান ভ্রমণের কিছু শিষ্টাচার।

বিমান ভ্রমণে শিষ্টাচার

১। সিট খুঁজে বের করা ও ব্যাগ ঠিকঠাক করা:

বিমানে নিজের সিট নিজেই খুঁজে নিন। অনেক সময়েই যাত্রীরা তাদের ব্যাগ ঠিকঠাক ওভারহেড কম্পার্টমেন্টে ঢোকান না। অনেকেই যাতায়াতের রাস্তাতে ব্যাগ ফেলে রাখেন। ফলে অন্যের বিরক্তির কারণ হয়ে উঠেন।

২। ব্যাগ নিজের দায়িত্বে রাখুন:

বিমানে মূলত ফ্লাইট অ্যাটেনডেন্টরা ব্যাগ এর বিষয়ে সহায়তা করে থাকে। তবে সব যাত্রীই যদি আশা করে যে, তাদের ব্যাগ একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ঠিক করে দেবে, তাহলে তা একটু কঠিন। শত শত যাত্রীর ভারি ব্যাগ ওপরে তোলা যেমন কঠিন; তেমন এতে সময়ও নষ্ট হয়। আপনি যদি সুস্থ-সবল ব্যক্তি হন তাহলে নিজের কাজটি নিজেই করতে চেষ্টা করুন।

৩। অবশ্যই ভদ্র ব্যবহার করুন:

বিমানে ফ্লাইট অ্যাটেনডেন্টদের সাথে কথা বলার সময় ‘প্লিজ’ বা ‘ধন্যবাদ’ শব্দগুলো ব্যাবহার করুন। কখনই তাদের সাথে খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন কর্মক্ষেত্রে ভদ্র আচরণ পাওয়া প্রত্যেক কর্মীরই অধিকার।

৪। দৃষ্টি যথাসম্ভব সংযত রাখুন:

বিমানের ফ্লাইট অ্যাটেনডেন্ট নারী বা পুরুষ হেঁটে যাওয়ার সময় অনেকেই তাদের দিকে তাকিয়ে থাকেন, যা তাদের স্বাভাবিক কাজের বিঘ্ন ঘটায়। এছাড়াও অনেকেই বিমানের ভেতর তাদের কাজের স্থানে উঁকি মেরে তাদের কার্যক্রম লক্ষ্য করার চেষ্টা করেন। তাদের এমন আচরণে বিমানের কর্মীদের কাজে যে শুধু ব্যাঘাত ঘটে তাই নয়, এতে করে তারা অস্বস্তিতেও পড়ে যান।

৫। স্টিকার ব্যবহার করুন:

বিশ্বের অধিকাংশ বড় ফ্লাইটেই সিটের সঙ্গে একটি স্টিকার দেওয়া থাকে। এতে লেখা থাকে, ‘খাবারের সময় আমাকে ডেকে দিও।’ এমন স্টিকার থাকলে খাবার দেওয়ার সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট আপনাকে নিশ্চিন্তে ডেকে দেবেন। এমন স্টিকার না থাকলে খাবারের সময় ডাকলে বা না ডাকলেও বিরক্ত হন। তাই আপনি আপনার প্রয়োজন বুঝে স্টিকারটি ব্যবহার করুন।

৬। খাবারের জন্য ধন্যবাদ দিন:

বিমানের প্রত্যেকটি যাত্রীর জন্যই বিমানে পর্যাপ্ত খাবার মজুদ থাকে। ফলে খাবার গ্রহণে কখনই কোনো সমস্যা নেই, বরং তা প্রত্যাখ্যান করাই বেশি ঝামেলার। তবে খাবার গ্রহণ করার সময় অবশ্যই সহায়তাকারীকে ধন্যবাদ দিন তাকে সহায়তা করুন।

৭। গ্যালারিতে যান:

ভ্রমণের সময় অতিরিক্ত কোনো পানীয় কিংবা হালকা খাবার প্রয়োজন হলে বিমানের গ্যালারিতে চলে যান। অধিকাংশ বিমানের পেছনের দিকেই গ্যালারি থাকে। যাতায়াতের সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে ডেকে কোনোকিছু চাওয়ার চেয়ে এটি অনেক ভদ্র পদ্ধতি।

৮। ট্রে অগোছালো নয়:

খাবার খাওয়া শেষ করে তা অগোছালো ভাবে না রেখে নিজেই একটু গুছিয়ে রাখুন। এতে সহায়তাকারীদের সুবিধার সাথে সাথে নিজের কাজেও সুবিধা হবে।

৯। ব্যাবহার করা হেডসেট ও কম্বল ফেরত দিন:

বিমানযাত্রার শেষ দিকে বিমানের যাত্রীদের কাছ থেকে হেডসেট নেওয়ার দায়িত্বে একজন নিয়োজিত থাকেন। কারণ তার কাজ বিমানটি সময়মত পরিষ্কার করে নতুন করে সাজিয়ে যাত্রী ওঠানো। বের হওয়ার আগেই এসব কাজ সেরে তবেই যাত্রার সমাপ্তি করুন।

©সগ্রহীত

Naem Azam Chowdhury
Security Researcher, China

06/02/2024

এটা চংচিং দুনিয়ার সবচেয়ে পপুলেটেড এবং ওয়ান অফ দা মোস্ট এডভান্স সিটি, এবং চায়নার চারটা বড় মিউনিসিপ্যালিটির মধ্যে একটা | এটাকে চায়নার দ্বিতীয় রাজধানী ও বলা হয় |

It’s Chongqing ❤️My Second Home

যে বাইক কেনা পারমিশন আমার বাবা মা দেয়......
30/01/2024

যে বাইক কেনা পারমিশন আমার বাবা মা দেয়......

26/01/2024

চিনে হেনান ও ইদানিং কালচারাল ব্যাপারগুলোতে অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, হেনান প্রদেশের প্রাদেশিক রাজধানী লুয়াংয়ের কাছে অবস্থিত, লাওজুন পর্বতের মানব ইতিহাসের দুই হাজার বছরেরও বেশি সময় রয়েছে। স্থানীয় পর্যটনের প্রচারে অগ্রগতি করার জন্য, লুওয়াং পর্যটন প্রশাসন অনেক তরুণকে ঐতিহ্যবাহী চীনা পোশাকে অমর চিত্রিত করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, আসন্ন বসন্ত উৎসব উদযাপনের জন্য দর্শকদের আকৃষ্ট করবে ❤️

23/01/2024

Are you ready Chongqing? ❤️
1384 meter Baijusi bridge over Night View

23/01/2024

ব্রিজের শহরে আর একটা নতুন ব্রিজ , চালু হবে আজকে থেকে ❤️
1384 meter Baijusi bridge over
CraditPeople's Daily, China

22/01/2024

My 2nd home ❤️Chongqing🇨🇳

চাইনিজ নিউ ইয়ার আর মাত্র কিছুদিন বাকি তাই তো নাঞ্জিং সেজেছে নতুন ভাবে ❤️
22/01/2024

চাইনিজ নিউ ইয়ার আর মাত্র কিছুদিন বাকি তাই তো নাঞ্জিং সেজেছে নতুন ভাবে ❤️

21/01/2024

Exam কেমন হয়েছে.?

🇺🇸: Not good..

🇧🇩: মোটা'মুটি ভালোই হয়েছে, এত tough question দিয়েছে বু'ঝতে পা'রিনি কয়ে'কটা, শে'ষের দিকে কয়ে'কটা ছে'ড়ে গেছে time ছিল না লেখার, আমার একা'র খা'রাপ হয়েছে এমন নয়, অন্য'দেরও খা'রাপ হয়েছে ওরাও question বুঝতে পা'রেনি..🙂

14/01/2024

হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অতিথি পাখি বাংলাদেশে এসে দেখবে..!
"ও'মা! এইখানে আরো বেশি ঠা'ন্ডা!
___সারপ্রাইজ! 🙂

The world’s largest   competition kicked off at the Sun Island scenic area in Harbin, northeast China's Heilongjiang Pro...
08/01/2024

The world’s largest competition kicked off at the Sun Island scenic area in Harbin, northeast China's Heilongjiang Province on Saturday, attracting 99 snow sculptors from 12 countries.

07/01/2024

শীতকাল আসলে Xinjiang পুরোটাই বরফের চাদরে ঢাকা পড়ে এসকি অনেক জনপ্রিয় এখানে আর তার সাথে যদি Jiangjun Mountain সূর্য উদয়ের সৌন্দর্য আপনার চোখে পড়ে সময় তাহলে তা বলার মত কিছু নাই

06/01/2024

চাইনিজ উইঘুর সম্প্রদায়ের নিজস্ব বাদ্যযন্ত্র এবং সংস্কৃতি রয়েছে আপনার যদি আসেন তাহলে আপনারা এরকম পারফর্মেন্স দেখতে পারবেন | This Uygur girl plays the soulful melodies of with folk , captivating hearts with her enchanting tunes

06/01/2024

ভাই আগুন লাগসে আপনি বের হোন।
আমার স্ত্রী মারা গেছে সন্তান মারা গেছে আমি বেঁচে কি করবো?
আজ রাত নয়টায় বেনাপোল এক্সপ্রেস এ আগুন লাগলে, মরার আগে এক বাবার শেষ কথা। বাবার বিকল্প শুধু বাবাই😭😭😭

02/01/2024

চায়না Xinjiang আমি মাঝে মাঝে মধ্যপ্রাচ্যের মত একটা Vibes পাই. এটা মূলত Xinjiang প্রভেন্স এর একটা ট্রেডিশনাল কস্টিউম Show, যেটা প্রাচীন সিল্ক রোডের মধ্যে হয়েছিল 🥰

01/01/2024

পহেলা জানুয়ারি, আহ্ সেই নতুন বইয়ের ঘ্রাণ! পুরাতন ক্যালেন্ডার কেটে মলাট লাগানো। তার উপরে সুন্দর করে নাম লেখা।🥹

26/12/2023

চায়নার "উইঘুর" একটা মেজর এথনিক গ্রুপ, মুসলিম এই সম্প্রদায়ের আছে নিজস্ব সংস্কৃতি | এদের বসবাস মূলত Xi'An প্রভেন্স |

Ciqikou প্রাচীন শহরের ইতিহাস 1,700 বছরেরও বেশি সময় ধরে পাওয়া যেতে পারে। যাইহোক, এর বেশিরভাগ ভবন মিং এবং কিং রাজবংশের (...
20/12/2023

Ciqikou প্রাচীন শহরের ইতিহাস 1,700 বছরেরও বেশি সময় ধরে পাওয়া যেতে পারে। যাইহোক, এর বেশিরভাগ ভবন মিং এবং কিং রাজবংশের (1368-1911) সময়কালে এর উচ্চতর সময়ে নির্মিত হয়েছিল, যখন এটি চীনামাটির বাসন বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং জিয়ালিং নদীর একটি গুরুত্বপূর্ণ বিতরণ কেন্দ্র ছিল। এটি এখন একটি পর্যটন গন্তব্যে রূপান্তরিত হয়েছে |

আমরা Ciqikou ঘুরতে গিয়েছিলাম তার ভিডিওর লিংক নিচে দেওয়া আছে

10/12/2023

দেশের প্রথম তেলের খনির সন্ধান পাওয়া গেছে পুণ্যভূমি সিলেটে।

দৈনিক ৬০০ ব্যারেল তেল উৎপাদন করা যাবে এই খনি থেকে।❤️❤️

Boao Forum for Entrepreneurs. উদ্বোধন উপলক্ষে একটি বিশাল বড় ড্রোন শো এর আয়োজন করা হয়েছিল
08/12/2023

Boao Forum for Entrepreneurs. উদ্বোধন উপলক্ষে একটি বিশাল বড় ড্রোন শো এর আয়োজন করা হয়েছিল

06/12/2023

অনেক ঠান্ডা পড়ছে 🥶🥶🥶

05/12/2023

Drive Safe😘

05/12/2023

Chongqing Planning Exhibition Hall মূলত একটি গ্যালারি বলতে পারেন যেখানে আপনার চংচিং এর সমস্ত হিস্টরি দেওয়া রয়েছে | অন্য মিউজিয়াম থেকে মিউজিয়ামে আলাদা বিশেষত্ব হচ্ছে এই জাদুঘরের মধ্যে AR (আর্গুমেন্ট রিয়েলিটি টেকনোলজি) ব্যবহার করা হয়েছে তার সাথে চংচিং এর সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইকনিক জিনিসের বর্ণনা এবং Replika দেওয়া রয়েছে | এখানে আসার পর আপনি ঠিক করতে পারেন যে আপনি Chongqing এর কোন কোন জায়গা গুলো ভিজিট করতে চান |

05/12/2023

যে জায়গায় আমি সবচেয়ে বেশি বাইকের ভিডিওগুলো বানাই 😎
Nanpinglu, NanShan 🇨🇳

03/12/2023

Chongqing আসলে অবশ্যই এই জায়গা (Nanpinglu) ঘুরতে আসবেন

Address

Beijing

Alerts

Be the first to know and let us send you an email when Explore With Azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Beijing media companies

Show All