Samiul Islam

Samiul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samiul Islam, Digital creator, Ulipur.

20/03/2024

ব্রেকিং নিউজ: ১৮তম নিবন্ধনের প্রিলি. রেজাল্ট এপ্রিলের শেষে প্রকাশিত হবে।১৯ তম নিবন্ধন নতুন সার্কুলার জুলাইয়ে।
আলহামদুলিল্লাহ🥰

14/03/2024
02/03/2024

এমন নারীকে বিয়ে করো...
যে তোমার সমস্যা হলে রবের কাছে ছুটে যাবে,অন্য পুরুষের কাছে নয়!

কিছুদিন পরপরই এ শহর মৃত্যুপুরীতে পরিণত হয়।
01/03/2024

কিছুদিন পরপরই এ শহর মৃত্যুপুরীতে পরিণত হয়।

29/02/2024

শোক সংবাদ

হাজীপাড়া,রামদাস ধনিরাম তেঁতুলতলা নিবাসি মৃত দছিম উদ্দিন গোয়ালু দাদার প্রথম পুত্র মোঃ ফজল উদ্দিন বরআব্বা আনুমানিক সকাল ৬ ঘটিকায় অসুস্থ ও বার্ধক্যজনিত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
إنا لله و انا اليه راجعون
দোআ করি মহান আল্লাহ তাআলা মোঃ ফজল উদ্দিন, বরআব্বা কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

27/02/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন,0মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখ না। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকাইও না, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখ, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু কর না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. মানুষ হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার 'ব্যবহার' বলে দিবে তোমার পরিবারের অবস্থান কোথায় ?

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেক না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে স্বাদহীন করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা কর।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন কর, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চল এবং সেভাবে কথা বল। কিন্তু অন্যায়ের সাথে আপোষ কর না।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের প্রিয় একজন অবিভাবক  নুরপুর, রামদাস ধনিরাম তেঁতুলতলা নিবাসি। সাবেক সফল উপজে...
24/02/2024

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের প্রিয় একজন অবিভাবক নুরপুর, রামদাস ধনিরাম তেঁতুলতলা নিবাসি। সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ রুহুল আমিন বড় আব্বার বড় ভাই। সাবেক মেম্বার আলহাজ্ব আব্দুল লতিফ সরকার আনুমানিক রাত ৮ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি মহান আল্লাহ তায়ালা আব্দুল লতিফ বড় আব্বাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক...

24/02/2024

❤️আলহামদুলিল্লাহ
আগামী শনিবার ২৪ ফেব্রুয়ারী দিবাগত রাত সৌদি আরব ইউরোপ আমেরিকার ও মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে পবিত্র শবেবরাত💜

20/11/2023

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
এ ঘরটি কপি করতে পারলে বুঝবো আপনার ফোন অনেক দামী.😄

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
14/08/2023

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

13/08/2023

হে আল্লাহ
কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি (হাফি:) হুজুর খুব অসুস্থ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় আনা হচ্ছে।
হে আল্লাহ তুমি তাকে দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করুন। তাকে মুক্ত অবস্থায় কুরআনের ময়দানে ফিরে আসার তৌফিক দান করুন। (আমিন).

04/08/2023

প্রকাশিত ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে জনপ্রিয় বিষয় সমূহে সুপারিশপ্রাপ্তদের সংখ্যা....
১। অর্থনীতি ৭৬ জন ( সর্বোচ্চ )
২। হিসাববিজ্ঞান ৭৪ জন ( ২য় )
৩। ইংরেজী ৬২ জন
৪। উদ্ভিদবিজ্ঞান ৬০ জন
৫। প্রাণিবিদ‍্যা ৫৭ জন
৬। দর্শন ৫৪ জন
৭। পদার্থবিদ‍্যা ৫৩ জন
৮। রসায়ন ৫২ জন
৯।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪৯ জন
১০। গণিত ৩৮ জন

04/08/2023

১. যে তোমার থেকে বেশি পড়াশোনো করে তার সাথে চলার চেষ্টা করবে.

২. যে অলস নয় সময়ের কাজ সময়ে করে তার সাথে চলবে। এর ফলে তার মাঝের ভালো দিক গুলো তোমার মাঝে চলে আসবে.

৩. যে খারাপ পথে সময় ব্যয় করে না তার সাথে চলার চেষ্টা করবে.

৪. যে তোমাকে তোমার ধর্মের কথা স্বরণ করায় দেয় তার সাথে চলার চেষ্টা করবে.

৫. যে তার লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করে তার সাথে চলার চেষ্টা করবে.

৬. যার মাঝে নম্রতা, ভদ্রতা, অন্যকে সম্মান করার মন -মানসিকতা আছে তার সাথে চলার চেষ্টা করবে.

৭. যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে তার সাথে চলার চেষ্টা করবে.

৮. যে অন্যর ক্ষতি, সমালোচনা করে না তার সাথে চলার চেষ্টা করবে.

৯. যে বিপদে নিজেকে শক্ত রাখতে পারে ধৈর্য ধারন করতে পারে তার সাথে চলার চেষ্টা করবে। তাহলে অনেক কিছু শিখতে পারবে.

আমাদের আশে পাশের মানুষের আচারন স্বভাব আমাদের মাঝে অনেক সময় চলে আসে। তাই তোমার থেকে উওম কারো সাথে চলার চেষ্টা করবে...

Address

Ulipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samiul Islam:

Videos

Share

Nearby media companies