ঠাকুরগাঁও ৭১

ঠাকুরগাঁও ৭১ উত্তরবঙ্গের জনগণের কণ্ঠস্বর
(15)

অপসারণ হচ্ছে না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারগণসূত্র-যমুনা টেলিভিশন
29/10/2024

অপসারণ হচ্ছে না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারগণ
সূত্র-যমুনা টেলিভিশন

ডেঙ্গু চিকিৎসার ব্যয়ে হাঁসফাঁস অবস্থা বহু পরিবারের; রোগীর পেছনে হু হু করে যাচ্ছে টাকা: রাষ্ট্রের বিশেষ তহবিল গড়া.....

22/09/2024

খলিলুর রহমানের বেদখল জমি ফিরিয়ে দিয়েছে আদালত;

অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান স্থানীয় প্রভাবশালীদের দাপটের কাছে বলি হয়ে ৯শতক জমির দখল হারিয়ে আদালতের আশ্রয় নেন। এরপর মামলাতে আদালতে কেটে গেছে প্রায় ১২টি বছর। জীবনের শেষ ইচ্ছে ছিল বেঁচে থাকতে আদালত থেকে রায় পেয়ে জমির দখল বুঝে পাবেন তিনি। অবশেষে সেই ইচ্ছে পুরণ হয়েছে তার।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের নির্দেশে স্থানীয় জনগনের উপস্থিতিতে শিক্ষক খলিলুর রহমানের ৯ শতক জমি ঢোল পিটিয়ে দখল করে দেয় আইন শৃংখলা বাহিনী।

এসময় খলিলুর রহমান বলেন, আল্লাহ আমার শেষ ইচ্ছে পুরণ করেছে, আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালদের দায়িত্ব প্রাপ্ত লোকজন বালিয়াডাঙ্গী থানা পুলিশের সহযোগিতায় সীমানা নির্ধারণ করে লাল কাপড় টাঙিয়ে দেয়। এরপর ঢোল পিটিয়ে ঘোষণা করেন এই জমির দখল বুঝে দেওয়া হলো মামলার বাড়ী খলিলুর রহমানকে।

খলিলুর রহমানের ছেলে নুরে আলম জানান, বালিয়াডাঙ্গী বাজারের তেরকোনা গ্রামে ৯ শতক জমি আমাদের দখলে ছিল। ১২ বছর আগে ইবনে, আবুল কাশেম মানিক ও আশরাফ আলী জবর দখল করে নিয়ে পাকা স্থাপনা নির্মাণ করে। বাধা দিতে আসলে আমার বাবা, ছোটভাইসহ আমাদের পরিবারের লোকজনকে তারা মারধোর করে তারিয়ে দেয়।
২০১৩ সালে আমার বাবা আদালতে ফোজদারি এবং সিভিল মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি, আপিল শেষ করে আমরা রায় পেয়েছি। আদালত সেই জমি আজ দখল করে বুঝে দিলো। আমার বাবা সবচেয়ে খুশি আজকে।

সরেজমিনে দেখা গেছে, জবরদখল করা এই জমিতে পাকা স্থাপনা করে একটি কিন্ডার গার্টেনকে ভাড়া দিয়েছিল বিবাদী। শনিবার জমি উদ্ধার করে দিতে আদালতের লোকজন আসলে বাচ্চাদের ছুটি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলায় রায় পাওয়াতে দখল করিয়ে নিতে আবেদন করেছিল মামলা বাদী খলিলুর রহমান। আমরা বিচারক মহোদয়ের নির্দেশনায় পুলিশকে সাথে নিয়ে জমির দখল বুঝিয়ে দিয়েছি।

08/09/2024

বাংলাদেশ জামাতে ইসলামি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে জামায়াতের দোয়া ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

08/09/2024

বাংলাদেশ জামাতে ইসলামি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে জামায়াতের দোয়া ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম।

আজ বিকালে ভানোর ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াত ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও শান্তি সমাবেশ অন...
03/09/2024

আজ বিকালে ভানোর ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াত ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম।

Shout out to my newest followers! Excited to have you onboard! Rajaul Islam, M Rashid Bakul, Rahat Islam, অশেষ ভালোবাসা,...
29/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Rajaul Islam, M Rashid Bakul, Rahat Islam, অশেষ ভালোবাসা, Sabina Yeasmin, Momtajul Karim

27/08/2024

২৬শে আগষ্ট বালিয়াডাঙ্গী উপজেলার গরিয়ালী গ্রামে মতবিনিময় করছেন ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল হাকিম।

27/08/2024

বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী বাজারে উপজেলা জামাতের সেক্রেটারির বক্তব্য

27/08/2024

বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী বাজারে উপজেলা জামাতের আমিরের বক্তব্য

Address

Thakurgaon
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when ঠাকুরগাঁও ৭১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঠাকুরগাঁও ৭১:

Videos

Share

Category


Other Newspapers in Rājshāhi

Show All