Daily Rajshahi

Daily Rajshahi বিভাগীয় শহর রাজশাহী থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা।
(1)

Follow This
04/09/2023

Follow This

যদি তোমার বয়স ১৩+ হয়ে থাকে এবং তোমার ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এই লেখ...

সুন্দর পরামর্শ তাই না
20/08/2023

সুন্দর পরামর্শ তাই না

সাধারণ আদবকেতা না জানার কারণে অনেক শিশুই বড় হয়ে নানা সমস্যায় পড়ে। প্রভাবিত হয় তাদের জীবনের প্রতিটি ধাপ। আদবকেতা .....

29/07/2023
দৈনিক রাজশাহী ২০ মার্চ ২০২৩
19/03/2023

দৈনিক রাজশাহী ২০ মার্চ ২০২৩

11/02/2023

মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ

10/02/2023

"কর্তৃত্বের জায়গায় সবাই আওয়ামী লীগ, কিন্ত গোপন ভোটের বেলায় ভোট নাই, হেতু কি ??"

21/12/2022
10/12/2022

ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে বিভিন্ন ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের নজর...

12/10/2022

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ বছর বয়সি বিশ্বের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ মাহাথি.....

12/10/2022

আজাদ ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। ইস্কাটনে কয়েক বিঘা জমিতে ছিল তাদের রাজকীয় বাড়ি। আজাদ সেন্ট গ্রেগরি স্কুলে ক্লাস সিক্সে পড়ে। আজাদের বাবা আরেকটা বিয়ে করলেন। আজাদের মা প্রতিবাদ করলেন। সিক্সে পড়া ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন স্বামীর প্রাসাদ থেকে। আশ্রয় নিলেন বস্তিঘরে। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করালেন। ১৯৭১ সালে আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করল। আজাদের বন্ধু ছিল জাহানারা ইমামের ছেলে রুমী, কাজী কামাল, হাবিবুল আলম প্রমুখ। এরা সবাই আগরতলায় গিয়ে মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ নিয়ে ঢাকা শহরে ফিরে এসে গেরিলা অভিযান চালাচ্ছে। একের পর এক অভিযানে ঢাকা শহরে পাকিস্তানি সেনাবাহিনী তখন তটস্থ।

আজাদের সঙ্গে দেখা হলো মুক্তিযোদ্ধা বাস্কেটবল খেলোয়াড় কাজী কামালের। কামাল বললেন, চল, অপারেশনে চল। তুই তো তোর বাপের বন্দুক চালাইতে পারস।

আজাদ বলল, এ জগতে মা ছাড়া আমার কেউ নাই, মায়েরও আমি ছাড়া আর কেউ নাই। মা যদি আমাকে অনুমতি দেন, তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি।

মা তাকে অনুমতি দিলেন। আজাদের ট্রেনিং ছিল না, তা সত্ত্বেও সে গেরিলা বন্ধুদের সহযাত্রী হয়ে দুটো অপারেশনে যোগ দিয়েছিল। আজাদদের বাড়ি হয়ে উঠল মুক্তিযোদ্ধা গেরিলাদের ক্যাম্প। সেখানে এসে উঠলেন জুয়েল, ক্রিকেটার জুয়েল, আজাদ বয়েজে খেলতেন, মারকুটে ব্যাটসম্যান আর উইকেটকিপার ছিলেন। উঠলেন কাজী কামাল। সেখানে থাকতেন মর্নিং নিউজ-এর সাংবাদিক আবুল বাশার। তাঁদের বাড়িতে অস্ত্র, গোলাবারুদ মজুত করা হলো।

১৯৭১ সালের ৩০ আগস্ট ঢাকা শহরের অনেকগুলো মুক্তিযোদ্ধানিবাসে পাকিস্তানি সৈন্যরা অভিযান চালায়। রাতের বেলা আজাদদের মগবাজারের বাড়িও ঘিরে ফেলে পাকিস্তানি বাহিনী। কাজী কামাল পাকিস্তানি অফিসারের অস্ত্র কেড়ে নিয়ে গুলি করতে করতে পালিয়ে যান। কিন্তু ধরা পড়ে আজাদ, জুয়েল, বাশার। গুলিবিদ্ধ হয় আজাদের খালাতো ভাই জায়েদ আর টগর। গোলাগুলির একপর্যায়ে টমাস মানের ম্যাজিক মাউন্টেইন বইটাতেও গুলি লাগে।

ওই দিনই ধরা পড়ে রুমী, বদি-সমেত অনেক মুক্তিযোদ্ধা।

আজাদকে রমনা থানায় রাখা হয়। আজাদের মা তার সঙ্গে দেখা করেন। বলেন, শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না।

আজাদ বলে, মা, কদিন ভাত খাই না। কাল যখন আসবে, আমার জন্য ভাত নিয়ে আসবে।

পরের দিন মা অনেক যত্নœকরে ভাত রেঁধে রমনা থানায় যান। গিয়ে দেখেন ছেলে নেই। এই ছেলে আর কোনো দিনও ফিরে আসেনি, আর এই মা ১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন, এই ১৪ বছর তিনি আর কোনো দিনও ভাত খাননি।

জুরাইন কবরস্থানে এই মা মোসাম্মৎ সাফিয়া বেগমের কবরে লেখা আছে, শহীদ আজাদের মা।

ওই দিন ধরা পড়া জুয়েল, বদি, রুমী, বাশার—এই রকম অনেক কিশোর তরুণ মুক্তিযোদ্ধা আর কোনো দিনও ফিরে আসেনি।

তাঁদের কাহিনি আমার লেখা মা বইটি ছাড়াও জানা যাবে জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি, হাবিবুল আলমের লেখা ব্রেভ অব হার্ট প্রভৃতি বইয়ে।

মাগফার আহমেদ চৌধুরী আজাদের মায়ের এই বীরত্বপূর্ণ কাহিনির সন্ধান আমাকে দিয়েছিলেন নাসির উদ্দীন ইউসুফ। কিন্তু ব্যক্তি আজাদ ও তার পারিবারিক জীবন সম্পর্কে তিনি খুব বেশি জানতেন না। আমি দৈনিক প্রথম আলোয় বিজ্ঞাপন দিই। আজাদের পরিবার সম্পর্কে কেউ কিছু জানেন কি না। আজাদের ছোট মা সাড়া দেন। এরপর আজাদের একজন আত্মীয় সন্ধান দেন ফেরদৌস আহমেদ জায়েদের। জায়েদ ছিলেন আজাদের চাচাতো ও খালাতো ভাই এবং আজাদের সার্বক্ষণিক সহচর। তাঁর মাধ্যমেই আজাদের চিঠিপত্র, ছবি, আজাদের নিজের হাতে লেখা জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানের কপি ইত্যাদি আমার হাতে আসে। সেসবের অনেকগুলোই জায়েদ ভাই আর আমি আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদান করি।

গুলিবিদ্ধ বইটাও তারই অংশ। আজাদ, রুমী, বদিউল আলম বদি, জুয়েল—একাত্তরের আরবান গেরিলারা প্রায় সবাই খুব বই পড়তেন, আজাদের সংগ্রহে অনেক বই ছিল, তাদের বাড়িতে থাকা শহীদ আবুল বাশারও বই পড়তেন। এদের অনেকেই খুব ভালো ছাত্রও ছিলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরে গুলিবিদ্ধ আজাদের বইটা যেন বহু কিছু বলছে। বলছে যে পাকিস্তানিরা শুধু বাঙালির শত্রু ছিল না, তারা ছিল মুক্তির শত্রু, জ্ঞানের শত্রু, বিদ্যার শত্রু, মুক্তচিন্তার শত্রু; আমাদের স্বাধীনতার সংগ্রাম ছিল তাই মায়ের মুক্তির লড়াই, মাটির মুক্তির লড়াই, জ্ঞানের এবং চিন্তারও মুক্তির লড়াই।
--আনিসুল হক

আজাদ মাঝখানে।

ছাপা, অনলাইনেও পড়ুন দৈনিক রাজশাহী www.dailyrajshahi.net এ পড়ুন আজকের পত্রিকা ক্লিক করে
04/10/2022

ছাপা, অনলাইনেও পড়ুন দৈনিক রাজশাহী www.dailyrajshahi.net এ পড়ুন আজকের পত্রিকা ক্লিক করে

Bangladeshi News Portal

19/08/2022

নির্বাচন আইন সংশোধনের আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছিল নির্বাচন কমিশন (ইসি)। অথচ দলগুলোর গুরুত্বপ....

১৪ জুন ২০২২
14/06/2022

১৪ জুন ২০২২

20/05/2022

টাকা যেন রপ্তানি পণ্য! যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইনান্সিয়াল ইনটিগ্রিটির প্রতিবেদনে উঠে...

23/02/2022

"বাংলাদেশে কোনো নিরপেক্ষ মানুষ নেই"

15 February 2022
15/02/2022

15 February 2022

01/01/2022
৩০ ডিসেম্বর ২০২১
30/12/2021

৩০ ডিসেম্বর ২০২১

০৬ ডিসেম্বর ২০২১ প্রথম পাতা
05/12/2021

০৬ ডিসেম্বর ২০২১ প্রথম পাতা

০৬ ডিসেম্বর ২০২১ শেষের পাতা
05/12/2021

০৬ ডিসেম্বর ২০২১ শেষের পাতা

০৬ ডিসেম্বর ২০২১
05/12/2021

০৬ ডিসেম্বর ২০২১

২৯ নভেম্বর ২০২১ প্রথম পাতা
29/11/2021

২৯ নভেম্বর ২০২১ প্রথম পাতা

২৯ নভেম্বর ২০২১ দ্বিতীয় পাতা
29/11/2021

২৯ নভেম্বর ২০২১ দ্বিতীয় পাতা

২৯ নভেম্বর ২০২১ তৃতীয় পাতা
29/11/2021

২৯ নভেম্বর ২০২১ তৃতীয় পাতা

২৯ নভেম্বর ২০২১ শেষের পাতা
29/11/2021

২৯ নভেম্বর ২০২১ শেষের পাতা

২৮ নভেম্বর ২০২১ প্রথম পাতা
28/11/2021

২৮ নভেম্বর ২০২১ প্রথম পাতা

২৮ নভেম্বর ২০২১ দ্বিতীয় পাতা
28/11/2021

২৮ নভেম্বর ২০২১ দ্বিতীয় পাতা

২৮ নভেম্বর ২০২১ তৃতীয় পাতা
28/11/2021

২৮ নভেম্বর ২০২১ তৃতীয় পাতা

২৮ নভেম্বর ২০২১ শেষের পাতা
28/11/2021

২৮ নভেম্বর ২০২১ শেষের পাতা

২৯ অক্টোবর ২০২১
29/10/2021

২৯ অক্টোবর ২০২১

Address

Rajshahi
৬১০০

Alerts

Be the first to know and let us send you an email when Daily Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Rajshahi:

Share

Category