প্রথম রাজশাহী - Prothom Rajshahi

প্রথম রাজশাহী - Prothom Rajshahi রাজশাহী অঞ্চলের আপডেট খবর জানতে আমাদের পেজে চোখ রাখুন
(5)

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের নতুন সময় সূচী-
23/11/2023

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের নতুন সময় সূচী-

৪০ বছরেও স্বাদ বদলায়নি গনি চাচার নেহেরিরএখন এক পিছ বিক্রি হয় ১৮০ টাকায়।আব্দুল গনি জানায়, প্রায় ৪০ বছর ধরে তিনি বগুড়ার বন...
22/11/2023

৪০ বছরেও স্বাদ বদলায়নি গনি চাচার নেহেরির

এখন এক পিছ বিক্রি হয় ১৮০ টাকায়।

আব্দুল গনি জানায়, প্রায় ৪০ বছর ধরে তিনি বগুড়ার বনানীর সুলতানগঞ্জ হাটে নেহেরি বিক্রি করে আসছেন।

সুত্র-জাগো নিউজ

নওগাঁ জেলা স্টেডিয়ামে সাদা পাঞ্জাবি পরে দুইবার ডিগবাজি দিয়েছেন জায়েদ খান  😎🥸।নওগাঁ জেলা তো রাজশাহী বিভাগের একটি জেলা। তা...
22/11/2023

নওগাঁ জেলা স্টেডিয়ামে সাদা পাঞ্জাবি পরে দুইবার ডিগবাজি দিয়েছেন জায়েদ খান 😎🥸।
নওগাঁ জেলা তো রাজশাহী বিভাগের একটি জেলা। তাই আমরা ধন্য বোধ করছি 🤣🤣🤣।

আপনার কোনটা? #রাগ ৭ প্রকার-: ১. চুপ করে থাকা, ২. চিৎকার করা,৩. মারামারি করা, ৪. জিনিস ভাঙা, ৫. কান্না করা, ৬. একা থাকা ও...
22/11/2023

আপনার কোনটা?

#রাগ ৭ প্রকার-:

১. চুপ করে থাকা,

২. চিৎকার করা,

৩. মারামারি করা,

৪. জিনিস ভাঙা,

৫. কান্না করা,

৬. একা থাকা ও

৭.না খেয়ে থাকা।

সব রাগই সম্পর্ক ভেদে হয় আমার।

আপনার কোনটা?

মাছের গায়ে আল্লাহু, একনজর দেখতে জনতার ভিড়কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুর থেকে তোলা মাছের মধ্যে একটি মাছের গায়ে আল্লাহ...
22/11/2023

মাছের গায়ে আল্লাহু, একনজর দেখতে জনতার ভিড়

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুর থেকে তোলা মাছের মধ্যে একটি মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন সেখানে।

গত রোববার (১৯ নভেম্বর-২০২৩) সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামে রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পড়ে।

21/11/2023

প্রতিদিন ১ লাখ ৩৫ হাজার টাকার ফিড খাই পাঙ্গাস, মৃগেল মাছের খামার। প্রতিদিন খাবার খাই ১ লাখ ৩০ হাজার টাকার খাবার।

কোটি টাকার মাছ আছে।

ভিডিও ধারন : বাবু ভাই, যশোর জেলা।

মধুমতী এক্সপ্রেস ট্রেন আগামী ১লা ডিসেম্বর থেকে রাজশাহী-ভাঙ্গা- রাজশাহী রুট পরিবর্তন করে রাজশাহী -ঢাকা-রাজশাহী চলাচল করবে...
21/11/2023

মধুমতী এক্সপ্রেস ট্রেন আগামী ১লা ডিসেম্বর থেকে রাজশাহী-ভাঙ্গা- রাজশাহী রুট পরিবর্তন করে রাজশাহী -ঢাকা-রাজশাহী চলাচল করবে (ভায়া পদ্মা সেতু)।

তিতুমীর এক্সপ্রেসকে সরিয়ে আগামী ০১ ডিসেম্বর-২০২৩ ইং তারিখ থেকে রাজশাহী রেলের সকাল শুরু হবে মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়...
20/11/2023

তিতুমীর এক্সপ্রেসকে সরিয়ে আগামী ০১ ডিসেম্বর-২০২৩ ইং তারিখ থেকে রাজশাহী রেলের সকাল শুরু হবে মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ির মাধ‍্যমে ।

সম্মানিত যাত্রীবৃন্দ, ট্রেনটি আগামী পহেলা ডিসেম্বর থেকে সকাল ০৬:০০ টায় রাজশাহী থেকে ছেড়ে গিয়ে খুলনা পৌছাবে বেলা ১২:১০ মিনিটে।

এছাড়া খুলনা থেকে ছেড়ে আসার সময় এবং সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত আছে ।

সুত্র : রেল কর্তৃপক্ষ, রাজশাহী।

আলুপট্টি - তালাইমাড়ি রোড, রাজশাহী নগরী।
20/11/2023

আলুপট্টি - তালাইমাড়ি রোড, রাজশাহী নগরী।

19/11/2023

প্রতি প্লেট বট/ভূরি ৮০/-
নেহারি ১০০/-
পরোটা ও রুটি ১০/- টাকায় বিক্রি হয়।

রাজশাহী নগরীর তালাইমারি শুভ হোটেল এন্ড রেষ্টুরেন্টে প্রতিদিন ৩ মণ বটে বিক্রি হয়।
সুত্র-সময় টিভি

নতুন মেট্রোরেল ঢাকা, বাংলাদেশ।
18/11/2023

নতুন মেট্রোরেল ঢাকা, বাংলাদেশ।

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের ৫ম ট্রেন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ৭৫৫/৭৫৬ মধুমতি এক্সপ্রেস। স্টপেজের বিচারে এটি একটি লোক...
17/11/2023

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের ৫ম ট্রেন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ৭৫৫/৭৫৬ মধুমতি এক্সপ্রেস। স্টপেজের বিচারে এটি একটি লোকাল ক্যাটাগরির ট্রেন।

প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যমান রেকে একই কম্পোজিশন ও মার্শালিং অনুযায়ী চলবে মধুমতি এক্সপ্রেস। অর্থাৎ বর্তমানের ৮/১৬ লোডের ভ্যাকুয়াম কোচেই পদ্মা সেতু অতিক্রম করে ঢাকা যাবে ট্রেনটি।

সম্ভাব্য যাত্রা ০১-১২-২০২৩

রাজশাহী ছাড়বে ৬.৪০
ঢাকা পৌঁছাবে ১৪.০০
ঢাকা ছাড়বে ১৫.০০
রাজশাহী পৌঁছাবে ২২.৪০

স্টপেজ সমূহঃ

রাজশাহী
ঈশ্বরদী জংশন
পাকশী
ভেড়ামারা
মিরপুর
পোড়াদহ
কুষ্টিয়া কোর্ট
কুমারখালি
খোকসা
পাংশা
কালুখালি জংশন
রাজবাড়ী
পাচুরিয়া জংশন
আমিরাবাদ
ফরিদপুর
তালমা
পুখুরিয়া
ভাঙ্গা
শিবচর
পদ্মা
মাওয়া
ঢাকা

রাজশাহী ছেড়ে ২০ টা যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি ঢাকা স্টেশনে যাত্রা শেষ করবে।

😂😂😂😂😂😂😂😂😂😂
সুত্র-মধুমতি আন্ত:নগর এক্সপ্রেস

14/11/2023

পটেটো রিং চিপস,
ভারতের একটা জনপ্রিয় মুখরোচক স্ট্রিট ফুড।
রাজশাহী নগরীতে পাওয়া যায়।

প্রতিবছরের মত এবারও শীতকালে রাবিতে বসেছে বিভিন্ন ধরনের পিঠার দোকান।পিঠার দাম-ভাপা পিঠা-১০ টাকাভাপা স্পেশাল-২০টাকাচিতৈয় প...
14/11/2023

প্রতিবছরের মত এবারও শীতকালে রাবিতে বসেছে বিভিন্ন ধরনের পিঠার দোকান।

পিঠার দাম-

ভাপা পিঠা-১০ টাকা

ভাপা স্পেশাল-২০টাকা

চিতৈয় পিঠা-১০ টাকা

ভর্তা ৭ প্রকাশ ১০ টাকা

তেল পিঠা-১৫

পাটি সাপটা-১৫

কুশলি পিঠা ৬ টাকা

সময় : বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

স্থান : স্টেডিয়াম সংলগ্ন, টিএসসি ভবনের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শেখা হয়ে যাক ডিম কারি, রাঁধবেন যেভাবেদেশ-বিদেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর; যে নাকি ডিম খেতে পছন্দ করেন না। প্রতিদিনের...
13/11/2023

শেখা হয়ে যাক ডিম কারি, রাঁধবেন যেভাবে

দেশ-বিদেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর; যে নাকি ডিম খেতে পছন্দ করেন না। প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম সেদ্ধ, ভাজা, অমলেট, তরকারির মতো নানা পদ রাখেন কমবেশি সবাই।
তবে দুপুর, বিকেল বা রাতে ডিম কারি খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজই তৈরি করতে পারে লোভনীয় এই পদটি।

তো আর দেরি না করে দেখে নিন রেসিপিটি-

উপকরণ

ডিম কারির স্পেশাল মসলার জন্য-

১. আস্ত ধনে দেড় টেবিল চামচ
২. ছোটো এলাচ ৪-৫টি
৩. আস্ত গোলমরিচ ১ টেবিল চামচ
৪. লবণ সামান্য

গ্রেভির জন্য লাগবে-

১. ডিম ৯-১০টি
২. পেঁয়াজ ৪টি
৩. আস্ত জিরা দেড় চামচ
৪. টমেটো ১ মাঝারি
৫. ক্যাপসিকাম অর্ধেক
৬. কসৌরি মেথি দেড় চা চামচ
৭. ধনেপাতা কুচি
৮. ডিমের কুসুম ১টি ও
৯. সরিষার তেল সামান্য।

স্পেশাল পেস্টের জন্য-

১. টমেটো ৪টি (মাঝারি আকার)
২. আদা (খোসা ছাড়ানো ও কাটা) ১ ইঞ্চি
৩. কাঁচা মরিচ ৩টি
৪. সরিষার তেল ১ টেবিল চামচ
৫. ধনেপাতার ডাঁটা ১ টেবিল চামচ
৬. ফেটানো দই ১/৪ কাপ
৭. দেশি লাল মরিচের গুঁড়া ১ চা চামচ
৮. ধনে গুঁড়া ২ চা চামচ
৯. কাঁচা মরিচ ২টি
১০. রসুন কোয়া ৮-১০টি ও
১১. আদা (খোসা ছাড়ানো) আধা ইঞ্চি।

প্রণালী

> ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। একটি পাত্রে টমেটো কুচি, আদা কুচি, কাঁচা মরিচ, তেল, ধনেপাতার ডাঁটা, দই, দেশি মরিচের গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে ভালো করে মেশান। এরপর ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। এরপর তা আলাদা করে রেখে দিন।

> অন্যদিকে আদা, রসুন ও কাঁচা মরিচ ভালো করে থেঁতো করে নিন। খুব মিহি করে বাটতে যাবেন না। আস্ত ধনে, ছোটো এলাচ, গোলমরিচ ও স্বাদমতো লবণ দিয়ে মিহি করে ব্লেন্ডারে বেটে গুঁড়ো মসলা তৈরি করে নিন। পেঁয়াজ যতটা সম্ভব মিহি করে কুচি করে নিন।

> এবার কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে গরম করুন। তাতে জিরা ফোঁড়ন দিন। সুগন্ধ উঠলে তাতে আদা, রসুন, মরিচ বাটা ও মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন। ভাজা হয়ে গেলে তাতে স্পেশাল পেস্ট দিয়ে কষাতে থাকুন।

> যতক্ষণ না মসলা ঘন হয়ে গিয়ে শুকিয়ে তার থেকে তেল বের হচ্ছে, ততক্ষণ কষাতে থাকুন। মসলা থেকে তেল বের হতে শুরু করলে তাতে স্পেশাল গুঁড়া মসলা দিয়ে আবারও কষান। কাঁচা গন্ধ চলে গেলে তাতে পানি দিয়ে ফোটাতে থাকুন।

> এবার অন্য একটি পাত্রে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ডিম ভেজে নিন। টমেটো ও ক্যাপসিকাম ডাইস করে কেটে নিন। গ্রেভির মধ্যে টমেটো ও ক্যাপসিকাম কাঁচা অবস্থায় দিয়ে দিন। এতে দিন কসৌরি মেথি। ভালো করে ফোটান।

> এবার এতে ভাজা ডিমগুলো দিয়ে কষাতে থাকুন। উপরে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি। এবার উপর থেকেই একটি সেদ্ধ কুসুম ভেঙে ছড়িয়ে দিন। সাদা ভাত, রুটি বা পরোটা, যা দিয়ে মনে চায়, তাই দিয়েই এই ডিম কারি খেতে পারেন।

13/11/2023

সৌন্দর্য্যে ঘেরা
রাজশাহী কলেজ রোড।

দক্ষতার প্রচেষ্টা।যমুনা নদীতে জোড়া নৌকায় খড় পরিবহন।
13/11/2023

দক্ষতার প্রচেষ্টা।
যমুনা নদীতে জোড়া নৌকায় খড় পরিবহন।

ঢাকা-কক্সবাজার রুটে নন এসি মেইল ট্রেনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা ১৮৮ টাকা। আর সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হ...
11/11/2023

ঢাকা-কক্সবাজার রুটে নন এসি মেইল ট্রেনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা ১৮৮ টাকা। আর সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা।
ট্রেনটি ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় যাত্রা করে বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে।

ঢাকা থেকে প্রথমদিকে দিনে একটি আন্তঃনগর ট্রেন চলবে। ট্রেনটি ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় যাত্রা করে বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। আর কক্সবাজার থেকে বেলা ১টায় যাত্রা করে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় ফিরবে। ফিরতি পথেও চট্টগ্রাম ও ঢাকার বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে। পরে আরও একাধিক ট্রেন যুক্ত করা হবে এই রেলপথে।

জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটে নন এসি মেইল ট্রেনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা ১৮৮ টাকা। আর সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা। বর্তমানে রেলের যে ভাড়ার হার আছে, সেই অনুযায়ী তা নির্ধারণ করা হয়েছে।

এই রেলপথে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ রাখা হয়েছে। এদিন রেল চলবে না। কক্সবাজারকে রেল নেটওয়ার্কে যুক্ত করতে নির্মিত নতুন রেলপথ তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। পরে ঘুমধুম সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে এই রেললাইন। সুত্র-যমুনা টেলিভিশন

জাপানের ৫০০ টাকা নোট 😜
11/11/2023

জাপানের ৫০০ টাকা নোট 😜

বয়স দেখার আজব ক্যালেন্ডার হাতে পড়েছে , নিজের বয়স দেখে নেন সবাই....সুত্র : যুগান্তর
10/11/2023

বয়স দেখার আজব ক্যালেন্ডার হাতে পড়েছে , নিজের বয়স দেখে নেন সবাই....
সুত্র : যুগান্তর

08/11/2023

ডুমুরের ফুল কে কে দেখেছেন?

রাজশাহী রেলওয়ে ষ্টেশনের প্রবেশ পথ
08/11/2023

রাজশাহী রেলওয়ে ষ্টেশনের প্রবেশ পথ

পদ্ম পুকুর ভালোবাসি রাজশাহী।
07/11/2023

পদ্ম পুকুর ভালোবাসি রাজশাহী।

ভিক্টোরিয়া কনভেনশন হল, সিটি হাট রোড, রাজশাহী।Victoriya Convention Hall, City hat Road, Rajshahi.
07/11/2023

ভিক্টোরিয়া কনভেনশন হল, সিটি হাট রোড, রাজশাহী।
Victoriya Convention Hall, City hat Road, Rajshahi.

পাবনার ঈশ্বরদী রূপপুর, পাকশী।
07/11/2023

পাবনার ঈশ্বরদী রূপপুর, পাকশী।

চাঁপাইনবাবগঞ্জে রাস্তায় ৪০ লাখ টাকা পেয়ে মালিক খুঁজছেন মাওলানা আবদুল বাসিরচাঁপাইনবাবগঞ্জে নতুন ট্রাক টার্মিনাল এলাকায় ৪...
06/11/2023

চাঁপাইনবাবগঞ্জে রাস্তায় ৪০ লাখ টাকা পেয়ে মালিক খুঁজছেন মাওলানা আবদুল বাসির

চাঁপাইনবাবগঞ্জে নতুন ট্রাক টার্মিনাল এলাকায় ৪০ লাখ টাকা কুড়িয়ে পেয়েছেন মাওলানা আবদুল বাসির নামে এক ব্যক্তি। তিনি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা ও নিউ মার্কেট জামে মসজিদের ইমাম।


এখন তিনি এই টাকার মালিককে খুঁজছেন। উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাগুলো নিয়ে যেতে বলেছেন মালিককে।

টাকার মালিকের খোঁজে রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন মাওলানা আবদুল বাসির। সুত্র-বাংলানিউজ

আমার এক নানি বলতেন, "মেয়েদের কপাল এতো খারাপ যে, যখন বউ হয়ে আসে, তখন শাশুড়ি ভালো পড়ে না। যখন শাশুড়ি হয়, তখন ছেলের ব...
06/11/2023

আমার এক নানি বলতেন, "মেয়েদের কপাল এতো খারাপ যে, যখন বউ হয়ে আসে, তখন শাশুড়ি ভালো পড়ে না।

যখন শাশুড়ি হয়, তখন ছেলের বউ ভালো পড়ে না। যখন ভাবি হয়ে আসে, তখন ননদ ভালো পড়ে না।

আবার যখন ননদ থাকে, তখন ভাবি ভালো পড়ে না। যখন সবাই ভালো, তখন কাজের লোক ভালো পড়ে না।"

আর স্বামী !!!

ইতিহাসে কারোই ভালো পড়ে নি।

যদিও একজন বাদে সবাই মেয়ে/নারী।" তবে আমি বলি ব্যতিক্রম অবশ্যই আছে, সংখ্যার বিবেচনায় কম।

তথ্য : Md. Anisuzzaman

06/11/2023

রাজশাহী নগরী-তিনি একজন স্টুডেন্ট।
কিন্তু পেশায় ভ্রাম্যমাণ কফি বিক্রেতা।

ভ্রাম্যমাণ কফি বিক্রি করে জীবীকা চালায় মেহেদী হাসান।

প্রতিদিন যে পরিমান কফি বিক্রি করে মেহেদী হাসান, তা দিয়ে তারসহ পরিবারের খরচ যোগাড় হয়ে যায়।

শুধু ভ্রাম্যমাণ নয়, যেকোনো অনুষ্ঠানেও কফি বিক্রি করে থাকেন মেহেদী হাসান।

রাজশাহী নগরীর বিভিন্ন বাজারসহ বেশ কিছু মোড়ে চোখে পড়ে তাকে।

ভিডিও ও তথ্য : মাইনুল হাসান জনি ভাই।

মা এখনও অংক বোঝেনা, ১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। ❤️মা ইংরেজিও...
05/11/2023

মা এখনও অংক বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। ❤️
মা ইংরেজিও বোঝে না, 🙂
I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।❤️
মা মিথ্যেবাদী, 😔
না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।🥰
মা বোকা, 😔
সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়। 🥰
মা চোর, 😔
বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।🥰
মা নির্লজ্জ,😔
মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।❤️
মা বেহায়া, 😔
আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।❤️
মায়ের কোন কমনসেন্স নেই,
আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে। 🥰
মা কেয়ারলেস,
নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে। 🥰
মা আনস্মার্ট,
অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।🥰
মা স্বার্থপর,
নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।❤️
পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দেই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহুর কাছে আমাদের জন্য প্রার্থনা করে। 🥰🥰
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না😥😥
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সন্মান করুন নিঃস্বার্থ ভালোবাসা মূল্য করুন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন।
আমিন
মা ছাড়া দুনিয়াটা অন্ধকার,,
কালেক্টেড

রাজশাহী তেরখাদিয়া স্টেডিয়ামের সামনের সড়ক। ছবি : সৈয়দ মেহেদি হাসান।
05/11/2023

রাজশাহী তেরখাদিয়া স্টেডিয়ামের সামনের সড়ক।

ছবি : সৈয়দ মেহেদি হাসান।

নিজের শহরের নাম যেখানেই দেখি ,সেখানে অন্যরকম ভালো লাগে 🙂
04/11/2023

নিজের শহরের নাম যেখানেই দেখি ,সেখানে অন্যরকম ভালো লাগে 🙂

শীতের শুরুতে ভাপা পিঠার দোকানে ভিড়
04/11/2023

শীতের শুরুতে ভাপা পিঠার দোকানে ভিড়

02/11/2023

অসময়ে রাজশাহী নগরীর সাহেববাজারে পাওয়া যাচ্ছে কাটিমন জাতের আম।

দাম ৩৫০/- টাকা কেজি।
ভিডিও : Md. Rubel

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু এই...
02/11/2023

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু এই প্রতিশোধ প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,
"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"

(সূরা আয-যুমারঃ ১০)
[সংগৃহীত] তথ্য : Shamim Faisal

সন্ধ্যা রাতের রাজশাহী নগরী।❤️এই নগরীর মায়ায় যে পরে, সে ফিরে যেতে চাই না, বার বার পিছু ডাকে।🫣💯
01/11/2023

সন্ধ্যা রাতের রাজশাহী নগরী।❤️
এই নগরীর মায়ায় যে পরে, সে ফিরে যেতে চাই না, বার বার পিছু ডাকে।🫣💯

01/11/2023

পাম দিয়ে ফুলিয়ে ১৫০/- টাকা ইনকাম।
কাজটা কিন্তু খারাপ না।

স্থান : জলিল বিশ্বাস মার্কেটের সামনে, সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী নগরী।

ছোটবনগ্রাম শেখ রাসেল শিশুপার্ক। এই শিশুপার্ক টি শিশুদের জন্য অত্যান্ত আকর্ষণীয়।রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার অন্তর্গত...
01/11/2023

ছোটবনগ্রাম শেখ রাসেল শিশুপার্ক।

এই শিশুপার্ক টি শিশুদের জন্য অত্যান্ত আকর্ষণীয়।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার অন্তর্গত এই শিশুপার্কটি।

31/10/2023

রাজশাহী নগরীর প্রথম ফ্লাইওভার মেহেরচন্ডী ফ্লাইওভার।

ভিডিও ক্রেডিট : World Traveler Shahriar ভাই

সি অ্যান্ড বি মোড়, রাজশাহী।
31/10/2023

সি অ্যান্ড বি মোড়, রাজশাহী।

Address

Rajshahi Sodor
Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when প্রথম রাজশাহী - Prothom Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রথম রাজশাহী - Prothom Rajshahi:

Videos

Share

Category



You may also like