ডেইলি মানব খবর

ডেইলি মানব খবর ডেইলি মানব খবর - সবসময় মানুষের কথা বলে

চামড়া খাতে খেলাপি ঋণ ১৫০০ কোটি টাকা• নানামুখী সমস্যায় সংকটের মুখে চামড়া শিল্প• চামড়া ক্রয়ে ঋণ দেওয়া হবে ২৪৫ কোটি টাকা  •...
06/07/2022

চামড়া খাতে খেলাপি ঋণ ১৫০০ কোটি টাকা
• নানামুখী সমস্যায় সংকটের মুখে চামড়া শিল্প
• চামড়া ক্রয়ে ঋণ দেওয়া হবে ২৪৫ কোটি টাকা
• অর্থের চেয়ে বেশি প্রয়োজন নীতিসহায়তা

প্রতি বছরই কোরবানির পশুর চামড়া কিনতে দেওয়া হয় সহজ শর্তে ঋণ। কিন্তু তা আদায় হয় না। এছাড়া চামড়া খাতে ঋণ পরিশোধে বিভিন্ন সময় বিশেষ সুবিধাও দেয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ব্যাংকগুলোর দেওয়া ঋণের অর্থ নিজের মনে করে খেয়ে ফেলা হয়। ফেরত দেওয়ার কথা মাথায় থাকে না। ফলে এ খাতে মন্দ ঋণের হার ১০ শতাংশের ওপরে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে চামড়া খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৪১ কোটি ৪২ লাখ টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৭ শতাংশ। তিন মাস আগে অর্থাৎ ডিসেম্বর প্রান্তিকে এ হার ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। খেলাপি ঋণের পরিমাণ ছিল এক হাজার ২৮৮ কোটি ৮২ লাখ টাকা।

চলতি বছরের মার্চ শেষে চামড়া খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৪১ কোটি ৪২ লাখ টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৭ শতাংশ। তিন মাস আগে অর্থাৎ ডিসেম্বর প্রান্তিকে এ হার ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। খেলাপি ঋণের পরিমাণ ছিল এক হাজার ২৮৮ কোটি ৮২ লাখ টাকা

এ বিষয়ে জানতে চাইলে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর করে মালিকরা আর্থিকভাবে সমস্যায় পড়েছেন। এরপর করোনাসহ নানামুখী সমস্যার কারণে এখন পর্যন্ত সংকট কাটেনি। সাভারে কারখানা প্রস্তুত করতে নগদ অর্থ যা ছিল তাও শেষ হয়ে গেছে। এখন কাজ করার মূলধন নেই। করোনার কারণে ব্যবসাও খারাপ। সময় মতো ঋণের অর্থ পরিশোধ করা যাচ্ছে না। ফলে ঋণখেলাপি হচ্ছেন অনেকে।
dhakapost
গত বছর ছিল না চামড়ার মূল্য। ক্রেতার অভাবে এভাবেই স্তূপ করে ফেলে রাখা হয় কোরবানির চামড়া / ফাইল ছবি

‘সাভারে জমির মালিকানা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় নতুন ঋণও নিতে পারছেন না মালিকরা। ফলে খেলাপি ঋণ বাড়ছে’— উল্লেখ করে শাহীন আহমেদ আরও বলেন, ‘আমরা জমির মালিকানা সমস্যার সমাধানসহ সরকারের নীতিসহায়তা চাই। যদি নীতিসহায়তা দেওয়া হয় তাহলে নতুন করে চামড়া খাত ঘুরে দাঁড়াবে, পাশাপাশি নতুন ঋণ নেওয়া সহজ হবে। খেলাপি ঋণও কমে আসবে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ পর্যন্ত চামড়া খাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি ঋণ দিয়েছে। তাদের বিতরণ করা ঋণরে পরিমাণ সাত হাজার ১২৫ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে ১৯ দশমিক ২৩ শতাংশ অর্থাৎ এক হাজার ৩৭০ কোটি ৬০ লাখ টাকা খেলাপি হয়েছে।
হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর করে মালিকরা আর্থিকভাবে সমস্যায় পড়েছেন। এরপর করোনাসহ নানামুখী সমস্যার কারণে এখন পর্যন্ত সংকট কাটেনি। সাভারে কারখানা প্রস্তুত করতে নগদ অর্থ যা ছিল তাও শেষ হয়ে গেছে। এখন কাজ করার মূলধন নেই। করোনার কারণে ব্যবসাও খারাপ। সময় মতো ঋণের অর্থ পরিশোধ করা যাচ্ছে না। ফলে ঋণখেলাপি হচ্ছেন অনেকে
মো. শাহীন আহমেদ, চেয়ারম্যান, বিটিএ

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলো এ খাতে ঋণ দিয়েছে চার হাজার ৯৫৫ কোটি ৫৩ লাখ টাকা। তাদের খেলাপি ঋণের পরিমাণ ১২৬ কোটি ৫২ লাখ টাকা অর্থাৎ ২ দশমিক ৫৫ শতাংশ খেলাপি। বিদেশি ব্যাংকগুলো দিয়েছে ১৮২ কোটি ৬৯ লাখ টাকা। খেলাপির পরিমাণ ২৪ দশমিক ২৪ শতাংশ অর্থাৎ ৪৪ কোটি ২৮ লাখ টাকা।

চামড়া খাত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবু ইউসুফ ঢাকা পোস্টকে বলেন, করোনার প্রণোদনা প্যাকেজ থেকে এ খাত আশানুরূপ সুবিধা পায়নি। চামড়া খাতে বড় অঙ্কের ব্যাংক ঋণ আছে। এ ঋণের বিপরীতে বছরে প্রায় হাজার কোটি টাকা সুদ দিতে হয়। অনেক কারখানার মালিক সময় মতো ঋণের অর্থ পরিশোধ করতে পারেন না। ফলে খেলাপির পরিমাণ বাড়ছে।
dhakapost
হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর করে মালিকরা আর্থিকভাবে সমস্যায় পড়েছেন- বলছেন সংশ্লিষ্টরা / ফাইল ছবি

তিনি বলেন, বি‌শ্বের অন্যান্য দে‌শের মতো সমমা‌নের পণ্য তৈ‌রি ক‌রেও ৩০ থেকে ৪০ শতাংশ কম দাম পাচ্ছেন দেশীয় উৎপাদনকারীরা। শুধুমাত্র কমপ্লায়েন্সের অভাব দে‌খি‌য়ে পণ্যের মূল্য কম দি‌চ্ছে আন্তর্জা‌তিক ক্রেতা প্র‌তিষ্ঠানগু‌লো। এজন্য ম্যাপিং করে এগোনো দরকার। এটা করতে পারলে আগামী ২০৩০ সালের মধ্যে এ খাত থেকে আট থেকে ১০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব। তবে এজন্য নেওয়া কর্মপরিকল্পনাগুলো সময় মতো এবং যথাযথভাবে বাস্তবায়ন জরুরি।
আমরা জমির মালিকানা সমস্যার সমাধানসহ সরকারের নীতিসহায়তা চাই। যদি নীতিসহায়তা দেওয়া হয় তাহলে নতুন করে চামড়া খাত ঘুরে দাঁড়াবে, পাশাপাশি নতুন ঋণ নেওয়া সহজ হবে। খেলাপি ঋণও কমে আসবে
মো. শাহীন আহমেদ, চেয়ারম্যান, বিটিএ

একই সঙ্গে চামড়া খাতের ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘লেদার ডেভেলপমেন্ট অথরিটি’ গঠনের প্রস্তাব করেন ড. এম আবু ইউসুফ।

দেশে সংগ্রহ করা পশুর চামড়ার বেশির ভাগই আসে ঈদুল আজহার সময়। এ কারণে প্রতি বছর কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সুবিধা দেয় ব্যাংকগুলো। আগের বছরের ঋণ পরিশোধ করলেই নতুন ঋণ পাওয়া যায়। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ঋণের বেশির ভাগ অর্থই ফেরত দিতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে মন্দ ঋণ কমছে না।

ঈদুল আজহা উপলক্ষে এবারও কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে ব্যবসায়ীদের বিশেষ ঋণসুবিধা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগের দেওয়া ঋণ খেলাপি হলে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে তা পুনঃতফসিল করা যাচ্ছে।
dhakapost
সমমা‌নের পণ্য তৈ‌রি ক‌রেও ৩০ থেকে ৪০ শতাংশ কম দাম পাচ্ছেন দেশীয় উৎপাদনকারীরা / ছবি- সংগৃহীত

তবে, নিয়ম মতো ঋণ পরিশোধ না করায় এ খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাংকগুলো। করোনার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে চামড়া কিনতে যেখানে ৫৫৫ কোটি টাকার ঋণ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক, এবার তার অর্ধেকেরও কম ঋণ দিতে চায় তারা। সবমিলিয়ে ২৪৫ কোটি টাকার ঋণ দিতে প্রস্তুত ব্যাংকগুলো। যদিও এ পরিমাণ ঋণ শেষ পর্যন্ত বিতরণ সম্ভব হয় কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
বি‌শ্বের অন্যান্য দে‌শের মতো সমমা‌নের পণ্য তৈ‌রি ক‌রেও ৩০ থেকে ৪০ শতাংশ কম দাম পাচ্ছেন দেশীয় উৎপাদনকারীরা। শুধুমাত্র কমপ্লায়েন্সের অভাব দে‌খি‌য়ে পণ্যের মূল্য কম দি‌চ্ছে আন্তর্জা‌তিক ক্রেতা প্র‌তিষ্ঠানগু‌লো। এজন্য ম্যাপিং করে এগোনো দরকার
অধ্যাপক ড. এম আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়

জানা যায়, চলতি বছর জনতা ব্যাংক ঋণবাবদ ১২০ কোটি টাকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। গত বছর একই পরিমাণ অর্থ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিতরণ হয় মাত্র ৪০ কোটি টাকা। ২০১৯ সালে ব্যাংকটি দেয় ২০৫ কোটি টাকা। রূপালী ব্যাংক এবার ৩০ কোটি টাকার ঋণ দেবে। ২০১৯ সালে তারা দিয়েছিল ১৫৫ কোটি টাকা।

অগ্রণী ব্যাংক দেবে ৭০ কোটি টাকা। করোনার আগের বছর ব্যাংকটি ঋণ হিসেবে দেয় ১৩০ কোটি টাকা। সোনালী ব্যাংক এবার ২৫ কোটি টাকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। ২০১৯ সালে তারা দিয়েছিল ৭০ কোটি টাকা।

অন্যদিকে, ৯০-এর দশকে বিতরণ করা ঋণের বেশির ভাগ অর্থই ফেরত না আসায় বেসরকারি ব্যাংকগুলো এ খাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এবার চামড়া কিনতে তেমন ঋণসুবিধা দিচ্ছে না।
dhakapost
কোরবানিপশুর কাঁচা চামড়া কিনতে দেড় হাজার কোটি টাকার মতো প্রয়োজন হয়। সেখানে ২০০-২৫০ কোটি খুবই কম- বলছেন ব্যবসায়ীরা / ছবি- সংগৃহীত
কোরবানির সময় পশুর কাঁচা চামড়া কিনতে এক থেকে দেড় হাজার কোটি টাকার প্রয়োজন হয়। সেখানে ২০০ থেকে ২৫০ কোটি টাকা চাহিদার চেয়ে অনেক কম। আমরা বলেছিলাম, পুরোনো ঋণের হিসাব না করে নতুন করে ঋণ দেওয়ার জন্য। কিন্তু তা দেওয়া হয়নি। তারপরও আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করছি, এবার আশানুরূপ চামড়া সংগ্রহ হবে
শাহীন আহমেদ, এমডি, এসকর্ট ফুটওয়ার্স লিমিটেড

এ বিষয়ে এসকর্ট ফুটওয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত ব্যাংকগুলো ২০০ থেকে ২৫০ কোটি টাকার মতো ঋণ অনুমোদন করেছে। চামড়া কেনার জন্য এই পরিমাণ অর্থ যৎসামান্য। কারণ, কোরবানির সময় পশুর কাঁচা চামড়া কিনতে এক থেকে দেড় হাজার কোটি টাকার প্রয়োজন হয়। সেখানে ২০০ থেকে ২৫০ কোটি টাকা চাহিদার চেয়ে অনেক কম।’

ট্যানারি উদ্যোক্তাদের এ নেতা বলেন, চামড়া কিনতে নয় মাসের জন্য নগদ ঋণসুবিধা দেওয়া হয়। যারা আগের বছরের ঋণ পরিশোধ করেন তারাই নতুন ঋণ পান। সাভারে ট্যানারি স্থানান্তরের পর এ খাতে সমস্যা চলছে। নতুন করে কারখানা প্রস্তুত করতে অনেক অর্থ ব্যয় হয়েছে। অনেকে আগের ঋণ পরিশোধ করতে পারেননি। এ কারণে আমরা বলেছিলাম, পুরোনো ঋণের হিসাব না করে নতুন করে ঋণ দেওয়ার জন্য। কিন্তু তা দেওয়া হয়নি। তারপরও আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করছি, এবার আশানুরূপ চামড়া সংগ্রহ হবে।

06/07/2022
চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী দলের ১৭ জনের মৃত্যুবাংলাদেশের উত্তরাঞ্চলীয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ইউনিয়নে পদ্মা নদীর পা...
04/08/2021

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী দলের ১৭ জনের মৃত্যু

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ইউনিয়নে পদ্মা নদীর পাড়ের একটি ঘাটের ঘরে বজ্রপাতে সতের জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাকিব-আল-রাব্বি।

ওই ব্যক্তিরা বরযাত্রী দলের সদস্য ছিলেন, তবে দুর্গম এলাকা হওয়াতে দুপুর পর্যন্ত ওই বরযাত্রী দলে মোট কতজন সদস্য ছিলো এবং যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ, নারী বা শিশু কতজন সেটি নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাকিব-আল-রাব্বি বিবিসি বাংলাকে বলেছেন বরযাত্রী দলটি উপজেলা সদরের সুন্দরপুর ইউনিয়নের অধিবাসী।

"তারা বরযাত্রী হিসেবে সুন্দরপুর ইউনিয়ন থেকে পদ্মা নদী পার হয়ে পাকা ইউনিয়নে যাচ্ছিলো। দক্ষিণ চরপাতা এলাকায় পদ্মার তেলিখারি ঘাটে আসলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা ঘাটেই একটি ঘরে আশ্রয় নেয়। ওই ঘরেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃতদেহগুলো আনা হচ্ছে এবং আমরা সেখানে যাচ্ছি," মিস্টার রাব্বী বলছিলেন।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামও এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে তিনিও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলের পথে রয়েছেন।

"এখন পর্যন্ত এটুকুই আমরা নিশ্চিত হতে পেরেছি যে সতের জন স্পট ডেড। বরযাত্রী দলটি নদী পার হওয়ার জন্য ঘাটে অপেক্ষা করছিলো। বৃষ্টির কারণে তারা সেখানে একটি ছোট ঘরে আশ্রয় নিয়েছিলো," বলছিলেন তিনি।

🌹🌹এমন কিছুই ঘটবে, জানত অস্ট্রেলিয়া🌹🌹বাংলাদেশের স্পিনারদের ভালোভাবে খেলতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। আউট হয়...
04/08/2021

🌹🌹এমন কিছুই ঘটবে, জানত অস্ট্রেলিয়া🌹🌹

বাংলাদেশের স্পিনারদের ভালোভাবে খেলতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। আউট হয়ে ফিরছেন
বাংলাদেশের স্পিনারদের ভালোভাবে খেলতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। আউট হয়ে ফিরছেনছবি: প্রথম আলো
অস্ট্রেলিয়ার ইনিংসে ১০ম ওভারে আউট হন ম্যাথু ওয়েড। কিন্তু সংবাদ সম্মেলনে এলেন ঘর্মাক্ত শরীর নিয়ে। ২৩ রানে হারের প্রতিক্রিয়া?

বাংলাদেশ সমর্থকেরা এমন ভাবতে পারেন। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়কের তেমন ভাবনার সুযোগ নেই। ওয়েড জানতেন, বাংলাদেশ সফরে তাদের জন্য এমন কিছুই অপেক্ষা করছে।

মিরপুরে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ২৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচ হারে কিছুটা চাপে পড়ল সফরকারি দল।

বাংলাদেশের কন্ডিশন, স্পিনবান্ধব উইকেট এবং স্পিননির্ভর বোলিং আক্রমণ ওয়েডের কাছে নতুন কিছু নয়। ২০১৭ সালে অস্ট্রেলিয়া দলের সর্বশেষ বাংলাদেশ সফরে এসব ভালোই টের পেয়ে গেছেন ওয়েড। আজ হারের পর তেমন কথাই বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘আমরা জানতাম, এমন কিছুই অপেক্ষা করছে। বাংলাদেশ অনেক স্পিনার ব্যবহার করবে। আমরা আজ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।’

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩১ রান তুলেছে বাংলাদেশ। শেরেবাংলার স্পিনবান্ধব উইকেটে বল একটু থেমে এসেছে ব্যাটে। বাংলাদেশের তিন স্পিনার সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মেহেদী হাসান এর পুরো ফায়দা তুলে নেন। ১৯ রানে ৪ উইকেট নেন নাসুম। ২টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন
এক মিচেল মার্শ (৪৫) ছাড়া অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেননি। প্রথম ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ওয়েড মনে করেন, এমন স্পিনবান্ধব উইকেটেও এই রান তাড়া করা সম্ভব, ‘দ্রুত ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর আমাদের ইনিংস গড়তে হতো। আমি ও মিচেল মার্শ মিলে সেই চেষ্টা করেছি। সেটা প্রত্যাশামতো হয়নি। কাল আমাদের এমন উইকেটে রান বের করার উপায় খুঁজতে হবে। যখন আপনি ১৩০ রান তাড়া করবেন, প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারালে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। শুরুতে এই ধাক্কা খাওয়াটা আমাদের কমিয়ে আনতে হবে।’

প্রথম টি–টোয়েন্টি ম্যাচে দারুণ করেছেন বোলাররা
প্রথম টি–টোয়েন্টি ম্যাচে দারুণ করেছেন বোলাররাছবি: প্রথম আলো
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। সেখানে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার উইকেটের পার্থক্য নিয়েও কথা বললেন ওয়েড, ‘ওয়েস্ট ইন্ডিজের উইকেটেও স্পিন (বাঁক) ছিল। কিন্তু এখানে স্পিনারদের বল স্কিড করে ভেতরে ঢুকেছে, যা ওয়েস্ট ইন্ডিজে ছিল না। এখান থেকে আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’

শাহজাদপুরে ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ❏ শনিবার, (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উ...
18/07/2021

শাহজাদপুরে ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

❏ শনিবার, (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী মানবমুক্তি মডেল তাঁত কারখানায় ৬ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঘুরে, ভুক্তভুগী শিশু শিক্ষার্থীর পরিবার ও শিশু জানায়, ১৬ই জুলাই শুক্রবার বিকেলে চরকৈজুরী বাজার থেকে চিপস কিনে বাড়ী ফেরার পথে চরকৈজুরী মানবমুক্তির মডেল তাঁত কারখানার সামনের রাস্তা থেকে ডেকে কারখানার ভিতরে নিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে বাথরুমের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এসময় প্রচুর রক্তক্ষরণ হয়। ধর্ষণ শেষে ধর্ষক দ্রুত পালিয়ে যায়।


পরে শিশুটি বাড়িতে পৌছে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে, তার পরিবার শিশুটিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার, এএসআই মেহেদী হাসান ও এএসআই সুমন আহমেদ সরেজমিনে পরিদর্শন করেছেন। স্থানীয়দের অভিযোগ ইতিপূর্বে মানবমুক্তির এই কারখানায় মদ,গাঁজা সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ হরহামেশাই ঘটেছে।

উল্লেখ্য ধর্ষিতা শিশু শামিমা(ছদ্মনাম) চরকৈজুরী নতুনপাড়ার দরিদ্র ভ্যান চালকের মেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাদপুর থানায় একটি শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

শাহজাদপুরে ভিজিএফের ১৭০ কেজি চালসহ আটক-১ সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিজিএফের ১৭০ কেজি চালসহ সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতা...
17/07/2021

শাহজাদপুরে ভিজিএফের ১৭০ কেজি চালসহ আটক-১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিজিএফের ১৭০ কেজি চালসহ সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ভিজিএফের চাল বিতরণ স্থগিত করে গোডাউন সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার (১৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নরিনা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় সাইফুল ইসলাম নামে একই ব্যক্তি একাধিকবার চাল নিতে গেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি একই ইউনিয়নের হেলাল, কালাম ও হাবিবের নাম বলে দেন। এ সময় তার নিকট থেকে ১৭০ কেজি চাল উদ্ধার করা হয়।

খবর পেয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুলকে আটক করে। পরে পরিষদের চালের গোডাউন সিলগালা করে সাময়িকভাবে চাল বিতরণ স্থগিত করা হয়। এই ঘটনায় আটক সাইফুলসহ চাল ক্রেতা হেলাল, হাবিব ও কালামের নামে মামলা দায়েরের নির্দেশ দেন এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক পুনরায় চাল বিতরণ করা হবে বলে জানান সহকারী কমিশনার মো. মাসুদ হোসেন।

এ বিষয়ে নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, বাইরে থেকে চাল ব্যবসায়ীরা এসে দুস্থ-অসহায় মানুষের কাছ থেকে অল্প টাকায় চাউলের স্লিপ ক্রয় করেন। পরবর্তীতে তাদের মনোনীত ব্যক্তিদের দিয়ে চালগুলো উত্তোলন করেন। এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
#মানব #মানবখবর #ডেইলিমানবখবর

পাবনার বেড়ায় পশুর হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই।পাবনায় এভাবে গরুর হাটে গাদাগাদি করে বেচাকেনা চলছে। পাবনার পশুর হাটগুলোতে...
15/07/2021

পাবনার বেড়ায় পশুর হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই।

পাবনায় এভাবে গরুর হাটে গাদাগাদি করে বেচাকেনা চলছে।

পাবনার পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধির বালাই নেই। বেড়া পৌর এলাকার করমজা চতুরবাজারের পশুরহাটে স্বাস্থ্যবিধি না মেনে গতকাল মঙ্গলবারও পশু হাট বসেছে। উত্তরাঞ্চলের বৃহত্তম এই পশুর হাটে তিল ধারণের জায়গাও ছিল না। আজ মঙ্গলবার কমপক্ষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই হাটে।

হাট কমিটির পক্ষ থেকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার জন্য নানা পদক্ষেপ নেওয়া হলেও তা খুব একটা কাজে লাগতে দেখা যায়নি। ফলে করোনার উচ্চ সংক্রমণের এই সময়ে বিষয়টি মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে।

সরেজমিনে হাটটি ঘুরে জানা গেছে, প্রায় ১৫ বিঘা জুড়ে হাটের বিস্তৃতি। আজ মঙ্গলবার হাটে প্রচুর পশুর আমদানিতে হাটটি এর মূল জায়গা ছাপিয়ে সেটি পাবনা-ঢাকা মহাসড়ক পর্যন্ত গিয়ে ঠেকে। ফলে মহাসড়কে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। এমন পরিস্থিতে হাটে আসা ক্রেতা-বিক্রেতা কারোরই ইচ্ছা থাকলেও স্বাস্থ্যবিধি মানার কোনো উপায় ছিল না। অনেকেই মাস্ক পড়ে হাটে এলেও প্রচণ্ড গরমের কারণে বেশিরভাগ লোকজনই মাস্ক খুলে ফেলেন। হাটে থাকার সময় মাস্কবিহীন অবস্থায় তাঁরা একে অপরের গায়ে গায়ে প্রায় লেপ্টে থাকে। করোনার উচ্চ সংক্রমণের সময়ে বিষয়টিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফাতেমা তুজ জান্নাত এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনার উচ্চ সংক্রমণের এই সময়ে গাদাগাদি করে এমন ভিড় মোটেও কাম্য নয়। স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উদ্বেগের।’

এদিকে, হাটে আসা গৃহস্থ ও খামারিরা জানান, হাটে কোরবানির প্রচুর পশু উঠলেও ক্রেতা ছিল বেশ কম। ফলে এর আগের হাটগুলোর চেয়ে আজ মঙ্গলবার পশুর দামও ছিল কিছুটা কম।

গরু ব্যবসায়ীরা জানান, গতকাল হাটে গরুর দাম অন্য হাটগুলোর চেয়ে ১০ থেকে ২০ শতাংশ কম ছিল।

হাটে গরু নিয়ে আসা বেড়া উপজেলার চাকলা গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘এক বছর ধইর‌্যা দুইটা গরু পালতেছি। আশা করিছিল্যাম গরু দুইটার দাম কমপক্ষে আড়াই লাখ টাকা হবি। কিন্তু এর দাম উঠিছে মাত্র এক লাখ আশি হাজার টাকা।’

বেড়া পৌর এলাকার জোড়দহ গ্রামে গিয়ে কথা হয় গরু পালনকারী জহুরা বেগম ও তাঁর ছেলে বাবুর সঙ্গে। তাঁরা জানান, মঙ্গলবার বাড়ি থেকেই ১৬ মণ ওজনের একটি গরু তিন লাখ টাকায় বিক্রি করেছেন। কিন্তু তাঁরা এর চেয়ে আরও বেশি দাম আশা করেছিলেন।

এদিকে সরেজমিনে হাট ঘুরে গাদাগাদি করে ক্রেতা-বিক্রেতাদের অবস্থান করতে দেখা যায়। অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি।

হাটে গরু নিয়ে আসা পাবনার দাড়িয়াপুরের গরুর ব্যাপারী নাজমুল হোসেন বলেন, ‘মূল হাটে জায়গা না পেয়ে দুটি গরু মহাসড়ক সংলগ্ন ব্রিজে নামিয়েছি। হাটের ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না।’

হাটের ইজারাদার মিজানুর রহমান উকিল বলেন, ‘গরুর হাট বিধিনিষেধের বাইরে। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে হাট বসিয়েছি। আমাদের হাটে আজ আমরা প্রায় প্রচুর মাস্ক বিতরণ করেছি। এ ছাড়া স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে।’

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফরোজা আক্তার বলেন, ‘চলমান বিধিনিষেধ অনুযায়ী অস্থায়ী হাট বসায় নিষেধাজ্ঞা থাকলেও নিয়মিত হাটগুলোর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার জন্য করমজা হাট কমিটিকে নির্দেশ দিয়েছি।’

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, ‘পাবনা জেলায় মোট ২৬টি হাট বসানোর জন্য অনুমতি আছে। অস্থায়ী হাট বসাতে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব ইউএনওকে নির্দেশনা দিয়েছি। সাঁথিয়া উপজেলার করমজা হাট বসানোর বিষয়ে খোঁজ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শাহজাদপুরে বাঁধ কেটে দেওয়ায় চলনবিলের ৮ উপজেলায় বন্যা সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইচ...
05/07/2021

শাহজাদপুরে বাঁধ কেটে দেওয়ায় চলনবিলের ৮ উপজেলায় বন্যা

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইচ গেটসংলগ্ন অস্থায়ী রিং বাঁধ মৎস্য শিকারি ও নৌযান শ্রমিকরা কেটে দিয়েছে। শনিবার (৩ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

বাঁধ কেটে দেওয়ায় শাহজাদপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের ৮ উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর জমি বন্যার পানিতে ডুবে গেছে। এ জমিতে লাগানো নেপিয়ার, গামা ঘাস, বোনা আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বন্যাকবলিত উপজেলাগুলো হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনা জেলার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রাম।

রাউতারা, পোতাজিয়া ও চরাচিথুলিয়া গ্রামের, গোলাম আজম, নিরব হোসেন, সাকিব হোসেন, মুন্নাফ হোসেন, সৌরভ সরকার, সোহেল মোল্লা, আব্দুল আলীমসহ অনেকে বলেন, ‘গত ২ দিন বন্যার পানি বৃদ্ধি শুরু হয়েছে। এ সুযোগে শনিবার ভোর রাতে এসব এলাকার মৎস্য শিকারিরা অধিক পরিমাণে মাছ আহরণ ও শ্যালো ইঞ্জিন চালিত নৌযানের মাঝিরা প্রতি বছরের মতো এরারও ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অস্থায়ী এ বালুর বাঁধ কেটে দিয়েছে। শুধু তাই নয় এ বাঁধের পাইলিংয়ের বাঁশ ও বালুর বস্তা স্থানীয় নারী পুরুষরা লুট করে নিয়ে গেছে।’

তারা আরও জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত ৩০ বছর ধরে ফসল রক্ষার নামে ড্রেজারের বালু দিয়ে এ বাঁধ নির্মাণ করে। গত ২৮ জুন এ বাঁধের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যাক্ত ঘোষণা করে বাধের পাহারায় নিয়োজিত জনবল সরিয়ে নেয়। রাতে সামান্য বৃষ্টি ও পানি বৃদ্ধি পাওয়ার সুযোগে বাঁধটি কেটে দেওয়া হয়।’

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘ইরি-বোরো ফসল রক্ষার্থে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লইচ গেটসংলগ্ন লোহাইট অস্থায়ী রিং বাঁধটি নির্মাণ করা হয়। ধান কাটা হয়ে যাওয়ায় পাহারা সরিয়ে নেওয়ায় স্থানীয়রা বাঁধ কেটে দিয়েছে। আমরা ওখানে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। এটি বাস্তবায়ন হলে এ সমস্যাটি আর থাকবে না।’

তিনি আরও জানান, সিরাজগঞ্জ জেলায় ৮০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। সিরাজগঞ্জের কোথাও ঝুকিপূর্ণ বাঁধ নেই।

#মানব #ডেইলিমানবখবর

কুড়িগ্রামে পাউবো’র ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা না পেয়েসরকারী কর্মচারীসহ ৪জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা ক...
26/06/2021

কুড়িগ্রামে পাউবো’র ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা না পেয়ে
সরকারী কর্মচারীসহ ৪জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

কুড়িগ্রামে নদী ভাঙ্গন রোধে চলমান প্রকল্পের কাজের নির্ধারিত ঠিকাদারের নিকট চাঁদা না পেয়ে পানি উন্নয়ন বোর্ডে কার্য সহকারী মো: শারাফত আলী(৫০),সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের আব্দুস ছালাম, সামছুল হক ও রানা মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে সদরের মোগলবাসা ইউনিয়নের ভাটলার পাড় সুইচগেট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম বাদী হয়ে সরকারী কাজে বাঁধা প্রদান, চাঁদা দাবী এবং হামলার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় শাহ জামাল, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও এরশাদুলসহ ৭/৮জনের নামে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে জসিম উদ্দিনের মোড় থেকে ভাটলার পাড় সুইচগেট পর্যন্ত ৩ দশমিক ৫ কিলোমিটার ধরলা নদীর তীর সংরক্ষনের কাজ চলমান রয়েছে। রংপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান কেকেআর ইউবি ২ মাস আগে কাজ শুরুর পর থেকেই স্থানীয় বাসিন্দা শাহ জামাল, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও এরশাদুলসহ ৭/৮জন ৫ লাখ টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা না পেলে কাজ বন্ধ করে দেয়ার হুমকী দিয়ে আসছিল।

ঠিকাদারী প্রতিষ্ঠান চাঁদা দিতে অস্বীকৃত জানালে শনিবার সকাল ১০টার দিকে মোগলবাসা বাজার সংলগ্ন ভাটলারপাড় সুইচগেট এলাকায় কাজ চলা কালে সন্ত্রাসীরা বাঁধা প্রদান করে। এসময় প্রকল্পের কাজে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মো: শারাফাত আলী বাঁধাদান কারীদের নিকট কাজ বন্ধ করার কারন জানতে চান। এতেই ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি সদস্যে আজিজুল ইসলামের নির্দেশে অভিযুক্তরা লাঠিসোঠা নিয়ে শারাফাত আলীর উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে প্রকল্পের শ্রমিক আব্দুস ছালাম, শামসুল হক ও রানা মিয়া এগিয়ে এলে তাদেরকেও এলোপাতারীভাবে মারপিঠ করে গুরুতর আহত করা হয়। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, সরকারী কাজে চাঁদা দাবী, কাজে বাঁধা প্রদান ও সরকারী কর্মচারীকে হত্যার উদ্দিশ্যে হামলার ঘটনায় আমি বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: শাহরিয়ার জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
#মানব #মানবখবর #ডেইলিমানবখবর

🌞আজ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন!👉আজ ২১ জুন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। বছরের এ দীর্ঘতম দিনে বাংল...
21/06/2021

🌞আজ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন!

👉আজ ২১ জুন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। বছরের এ দীর্ঘতম দিনে বাংলাদেশের আকাশে সূর্য থাকবে মোট ১৩ ঘন্টা ৩৬ মিনিট এক সেকেন্ড। আজ সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বাভাবে অবস্থান করে। কর্কটক্রান্তি রেখা বা এর অংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।

👉এই দিনে সূর্য তার উত্তরায়নের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে। কর্কট রেখায় সূর্যকে আজ মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায়।

👉বাংলাদেশের মধ্যাংশ দিয়ে কর্কটক্রান্তি রেখা যাওয়ার ফলে বাংলাদেশের প্রায় সবখানেই মধ্যাহ্নে বা দুুপুর ১২টায় সূর্য থাকবে প্রায় মাথার ওপর। ওই সময় কোনো লাঠি ভূমির সঙ্গে লম্বভাবে রাখলে তার কোনো ছায়া পড়বে না। ঢাকার আকাশে ২১ জুন বেলা ১২টায় সূর্য মধ্যগগন থেকে মাত্র ০.৩ কৌণিক ডিগ্রি দূরে থাকবে, তাই ঢাকাতেও ওই সময়ে কোনো লম্ব দণ্ডের ছায়া প্রায় পড়বে না বলা যায়! কাল থেকে আবারো একটু একটু করে দিনের দৈর্ঘ্য কমতে থাকবে।

🌦আবহাওয়াঃ আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু স্থানসহ রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে এবং দেশের উত্তরাঞ্চলের অল্প কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উপকূলের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে আজ যা কাল থেকে সামনের দিনগুলোতে ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে ইনশাআল্লাহ। দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমে আসলে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বৃ্দ্ধি পেতে পারে। সেক্ষেত্রে চলতি মাসের শেষ থেকে জুলাইয়ের শুরুতে উত্তরাঞ্চলে মূল বর্ষার দেখা মিলতে পারে। কাজেই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখুন।

👇কমেন্টে আপনার এলাকার বর্তমান অবস্থা জানান।

ক্ষেতলালে চুরি যাওয়া অর্ধ-কোটির ভেকু মেশিন মোহনপুর হতে উদ্ধারসহ গ্রেফতার-২_____________________________________জয়পুরহাট...
12/06/2021

ক্ষেতলালে চুরি যাওয়া অর্ধ-কোটির ভেকু মেশিন মোহনপুর হতে উদ্ধারসহ গ্রেফতার-২
_____________________________________
জয়পুরহাটের ক্ষেতলাল হতে চুরি যাওয়া মাটি কাটার অর্ধ-কোটি টাকা মূল্যের একটি ভেকু মেশিন রাজশাহী জেলার মোহনপুর উপজেলা হতে উদ্ধারসহ ২ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

জানা গেছে, গত ৫ জুন দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউপির বিলের ঘাট এলাকা হতে মাটি কাটার অর্ধ-কোটি টাকার ভেকু মেশিনটি চুরি হয়ে যায়। ভেকুর মালিক আমজাদ জানান, মেসার্স নিশাত মোল্লা এন্ড সন্স কোম্পানির ৩২০এল কাটার পিলার মডেলের ভেকু মেশিনটি ২০১৬ সালে ৪৭ লাখে ক্রয় করেছিলাম।

গত ৯ জুন বুধবার ভেকু মেশিন মালিক আমজাদ হোসেন চুরি অপরাধে বাদী হয়ে পেনাল কোড ৩৯৭ এর ১৮৬০ ধারায় ক্ষেতলাল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।

সেই মামলায় বৃহস্পতিবার ( ১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর অভিযান চালিয়ে মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় চুরি যাওয়া ভেকু মেশিন উদ্ধারসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল। দলের নেতৃত্বে ছিলেন, এসআই মনিরুজ্জামান মনির।

গ্রেফতারকৃত দু'জন হচ্ছে, পাবনার আমিনপুর উপজেলার বিরাহীনপুর গ্রামের আবু সাঈদের ছেলে লিটন মোল্লা (৩৪) এবং আতাইকুলা উপজেলার আতাইপুর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে জেহাদ শেখ (১৮)।

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল জানান, মোবাইল ফোন ট্রাকিং করে অবস্থান শনাক্ত করে তাদের রাজশাহী হতে গ্রেফতার করেছি। শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ৫ দিনের একটি রিমান্ড আবেদন করা হয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা আরো দুই জন আসামীর নাম বলেছেন।

______________________________________
আখতারুজ্জামান তালুকদার

#ডেইলিমানবখবর #মানবখবর #মানব

নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদলেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিন...
12/06/2021

নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

২৪ জুন থেকে এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী তিন বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন এস এম শফিউদ্দিন।

শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
#মানব #ডেইলিমানবখবর #মানবখবর

১১.০৬.২০২১সময়- সন্ধ্যা ৬ টা রাজশাহীতে কঠোর লকডাউনের কিছু অংশ।   #মানব  #মানবখবর  #ডেইলিমানবখবর
12/06/2021

১১.০৬.২০২১
সময়- সন্ধ্যা ৬ টা
রাজশাহীতে কঠোর লকডাউনের কিছু অংশ।
#মানব #মানবখবর #ডেইলিমানবখবর

তেড়ে গেলেন সুজন; সাকিব বললেন, 'আপনাকে কিছু বলিনি'কয়দিন আগেই সাকিব আল হাসান এক সাক্ষাতকারে বলেছিলেন, জাতীয় দলের ক্রিকেটার...
12/06/2021

তেড়ে গেলেন সুজন; সাকিব বললেন, 'আপনাকে কিছু বলিনি'

কয়দিন আগেই সাকিব আল হাসান এক সাক্ষাতকারে বলেছিলেন, জাতীয় দলের ক্রিকেটারদের খুব কাছের মানুষটি হলেন খালেদ মাহমুদ সুজন। তিনিই ক্রিকেটারদের সবকিছু দেখভাল করেন। তবে আজ শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে সাকিব আল হাসান ঝগড়ায় জড়িয়ে পড়েন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও। সেইসময় দুই দলের ক্রিকেটার এবং স্টাফরা এই দুজনকে আলাদা করে যার যার টেন্টে নিয়ে যান।

ঘটনার শুরু আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারের। আবাহনীর মুশফিকের কাছে একটি করে চার-ছক্কা হজমের পর শেষ বলটা দারুণভাবে ভেতরে ঢুকিয়েছিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব। ব্যাটসম্যান মুশফিক পরাস্ত হন। এলবিডাব্লিউর জোরালো আবেদন উঠলেও নাকচ করে দেন আম্পায়ার। সাদা চোখে সেটাকে এলবিডাব্লিউ বলেই মনে হয়েছিল। এরপর এক মুহূর্ত অপেক্ষা না করে ক্ষেপে গিয়ে লাথি মেরেই স্টাম্প ভেঙে ফেলেন সাকিব! পরের ওভার শেষে ফের স্টাম্প তুলে আছাড়ও মারেন!
পরের ওভারেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এক সময় আম্পায়ারকে আঙুল তুলে শাসাতে দেখা যায় সাকিবকে। বৃষ্টি শুরু হওয়ায় সাকিবসহ বাকি ক্রিকেটাররা মাঠ ছাড়ছিলেন। ড্রেসিংরুমে ফেরার পথে সাকিবকে উদ্দেশ্য করে গালি দেন আবাহনীর কয়েকজন সমর্থক। সাকিবও তাদের পাল্টা গালি দেন। এসময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন সাকিবের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ মেনে নিতে পারেননি। তিনি রাগে গজগজ করছিলেন।

সাকিব যখন আবাহনী সমর্থকদের বকা দিচ্ছিলেন, তখন তার দিকে তেড়ে যান সুজন। তখন সুজনের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি লেগে যায়। খালেদ মাহমুদ সুজন ভেবেছিলেন, সাকিব তাকে উদ্দেশ্য করে কটু কথা বলেছেন। কিন্তু সুজনকে পরে সাকিব বোঝানোর চেষ্টা করেন যে, আবাহনীর সমর্থকেরা গালি দেওয়ায় তিনি তাদের পাল্টা বলেছিলেন। সুজনকে কিছু বলেননি। এরপর দুজনকেই নিজ নিজ দলের ক্রিকেটার ও স্টাফরা টেনে আলাদা করে। এমন একটা ঘটনা ঘটানোর পর সাকিব বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন বলে ক্রিকেটমহল মনে করছে।
#মানব #ডেইলিমানবখবর #মানবখবর

নিজের স্ত্রীকে নিয়ে পালানোয় পরকীয়া প্রেমিকের স্ত্রীকে খুননাটোরের বড়াইগ্রামে স্ত্রীর পরকীয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে প্...
11/06/2021

নিজের স্ত্রীকে নিয়ে পালানোয় পরকীয়া প্রেমিকের স্ত্রীকে খুন
নাটোরের বড়াইগ্রামে স্ত্রীর পরকীয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে প্রেমিক রাশেদের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেন স্বামী মতিউর। এ ঘটনায় মতিউরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) তারেক জুবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেফতার মতিউর বড়াইগ্রামের ভানীপুর গ্রামের আকবর হোসনের ছেলে।

এসপি তারেক জুবায়ের জানান, ভবানীপুর গ্রামের আকবর হোসেনের স্ত্রী আসমা বেগমের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে প্রতিবেশী মৃত মজির উদ্দিনের ছেলে রাশিদুল ইসলাম রাশেদের সঙ্গে। এ নিয়ে এলাকায় সালিস বসলেও থেমে থাকেনি তাদের এ অবৈধ সম্পর্ক। এরপর গত ৩১ মে রাশেদ আসমাকে নিয়ে পালিয়ে যান।

এরপর ২ জুন সন্ধ্যার পরে রাশেদের বাড়ির সবাই মাদারের পালা শুনতে যান। এসময় রাশেদের স্ত্রী শাহিনুর খাতুন বাড়িতে তার এক বছরের চেলে সামিউলকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে আসমার স্বামী মতিউর হাসুয়া নিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত শাহিনুরকে হত্যা করেন।

এ ঘটনায় শাহিনুর খাতুনের ভাই নুর আলী বাদী হয়ে ৫ জুন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মামলার পর পুলিশ এ হত্যার রহস্য উদ্ঘাটনে প্রথমে শাহিনুর খাতুনের স্বামী রাশেদ ও প্রেমিকা আসমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাদের দেয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল মতিউরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার স্ত্রী আসমা খতুনের সঙ্গে রাশেদের পরকীয়ায় ক্ষিপ্ত হয়েই তিনি রাশেদের স্ত্রী শাহীনুরকে হত্যা করেন। পরে তার দেয়া তথ্যে পুলিশ হত্যার কাজে ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করে।

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৩ মৃত্যুপ্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়ে...
11/06/2021

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৩ মৃত্যু

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যু ১৩ হাজার ছাড়াল।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৫৪ জনের দেহে। তাদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৫৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। এছাড়া মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে পুরুষ ৩০ জন আর নারী ১৩ জন। তাদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। বাকি একজনের মৃত্যু হয়েছে বাসায়। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। এছাড়া চট্টগ্রামে ১০, রাজশাহীতে ১১, খুলনায় ৭, বরিশালে ২, রংপুরে ৪ এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। সিলেট বিভাগে কোনো মৃত্যু নেই।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ জনের মধ্যে দুইজন রয়েছেন।

আজ পর্যন্ত ভাইরাসটিতে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯ হাজার ৩৮০ জন এবং নারী ৩ হাজার ৬৫২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

11/06/2021

লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙ্গলেন সাকিব আল হাসান

লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙ্গলেন সাকিব আল হাসান। মারমুখী হয়ে জড়ালেন বাক বিতন্ডায়, তেড়ে গেলেন আম্পায়ারের দিকে। সবকিছুই এক ভিডিওতে

@@রামেকে মৃত্যুর সঠিক সংখ্যা কেউ জানে না@@করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সব উপসর্গ থাকছে। কিন্তু অনেক সময় নমুনা পরীক্ষার আগ...
11/06/2021

@@রামেকে মৃত্যুর সঠিক সংখ্যা কেউ জানে না@@

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সব উপসর্গ থাকছে। কিন্তু অনেক সময় নমুনা পরীক্ষার আগেই রোগী মারা যাচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই এমন মৃত্যুর ঘটনা ঘটছে। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পজিটিভ আর উপসর্গ নিয়ে মৃত্যুর তালিকা করছে। কিন্তু উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দেহ থেকে আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে না। ফলে মৃত্যুর আগে তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তবে করোনার প্রথম ধাক্কার সময় যারা উপসর্গ নিয়ে মারা যেতেন, তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হতো। কিন্তু কয়েক মাস ধরে আর সেটি করা হচ্ছে না। মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পর উপসর্গ নিয়ে মারা যাওয়াদের আর নমুনা নেওয়া হয় না।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে এখন উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। তবে তাদের নমুনা পরীক্ষা করা গেলে করোনায় মৃতের সঠিক হিসাবটা অন্তত পাওয়া যেত। এখন সেটি হচ্ছে না।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে রামেক হাসপাতালে উপসর্গ নিয়ে মারা যায় ২৯ জন। এপ্রিলে মারা যায় ৪৪ জন। আর গত মে মাসে মারা যায় ৭২ জন। চলতি জুন মাসের প্রথম দশ দিনে রামেক হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৯২ জন। এর মধ্যে ৫৬ জন মারা গেছে করোনা শনাক্ত হওয়ার পর। বাকি ৩৬ জন মারা গেছে উপসর্গ নিয়ে। সর্বশেষ বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাঁচজন মারা গেছে উপসর্গ নিয়ে। ফলে গত মার্চ মাস থেকে ১৭৭ জনের মৃত্যু করোনায়, নাকি অন্য কোনো কারণে, তা আর জানা হয়নি। এসব মৃত্যু থেকে যাচ্ছে হিসাবের বাইরে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে যে কজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তাদের পজিটিভ পাওয়া গিয়েছিল। তাই তারা ধরেই নেন যে তারা করোনায় মারা গেছেন। তবে করোনা পরীক্ষার পর পজিটিভ অবস্থায় যারা মারা যায়, তাদের সঙ্গে উপসর্গের মৃতদের হিসাব রাখা হয় না। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়াদেরও স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার জন্য বলা হয়।

এদিকে, যেসব রোগী করোনায় মারা যাচ্ছেন, তাদের তালিকা যাচ্ছে সিভিল সার্জন অফিস ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে। এই তালিকা পাঠানো হয় স্বাস্থ্য অধিদপ্তরে। অধিদপ্তর প্রতিদিনের সংবাদ বিজ্ঞপ্তিতে সে তথ্যই পাঠায়। কিন্তু উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা পরীক্ষা না হওয়ায় করোনায় প্রকৃত মৃতের সংখ্যা উঠে আসছে না।

এ নিয়ে কোনো নির্দেশনাও নেই বলে জানান রাজশাহী বিভাগের উপস্বাস্থ্য পরিচালক আনোয়ারুল কবীর। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা আমার জানা মতে নেই। তবে আমরা কাজ করছি। বাড়তি যদি এই কাজগুলো দেওয়া হয়, তবে আমার করব। না জেনে তো এ বিষয়গুলো নিয়ে বথা বলা যায় না। তবে এটা যদি নিয়ম থাকে, তবে এটি আমরা অবশ্যই করব।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, রামেক হাসপাতাল এবং সিভিল সার্জনের কার্যালয় শুধু করোনায় মৃতদের সংখ্যা জানায়। উপসর্গ নিয়ে কজন মারা গেল, সেই তথ্য পাঠানো হয় না। তবে উপসর্গে মারা যাওয়া রোগীদের নমুনা পরীক্ষা করা উচিত। তাহলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, আমাদের এখানে লোকবলসংকট আছে। এ কারণে আমাদের ল্যাবটিই চালানো হচ্ছে স্বেচ্ছাসেবী দিয়ে। এখন লাশ থেকে নমুনা নেওয়া কিছুটা বিরতি আছে। তবে এটি আমরা আবারও শুরু করব। তিনি জানান, এখন শুধু ভর্তি থাকা রোগী, তার স্বজন এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং নার্সদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন হাসপাতালের পিসিআর ল্যাবে ৮০ থেকে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার প্রায় ৪০ শতাংশ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. চিন্ময় দাস বলেন, রাজশাহীতে এখন আরটি-পিসিআর ল্যাবের পাশাপাশি নগরীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ বুথ বসিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিনামূল্যেই করোনার নমুনা পরীক্ষা করাতে পারছে। হাসপাতালেও এমন একটি বুথ বসালে উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের দ্রুতই নমুনা পরীক্ষা করা সম্ভব। তাহলে মৃত ব্যক্তির স্বজনরা জানতে পারবেন মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি না। তাহলে দাফন-সৎকারের সময় যেমন সতর্কতা অবলম্বন করা যাবে, তেমনি করোনায় মৃতের প্রকৃত সংখ্যাটাও জানানো যাবে। জনসচেতনতা তৈরি করতে হলে মৃতের প্রকৃত সংখ্যাটা উঠে আসা দরকার বলেও মনে করেন এই চিকিৎসক।

অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট হচ্ছে রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায়। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, নগরীতে ১৩-১৪টি পয়েন্টে এই টেস্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি চায়, তাহলে হাসপাতালের ভেতরেই একটা বুথ করা যাবে। তাহলে রোগীর স্বজনরাও টেস্ট করাতে পারবেন, যারা ভাবছেন করোনা রোগীর সেবা করতে গিয়ে তিনি ঝুঁকিতে পড়েছেন। তা ছাড়া মৃত ব্যক্তিদেরও তাৎক্ষণিক নমুনা পরীক্ষা করা যাবে।
#মানব #ডেইলিমানবখবর #মানবখবর

Address

Zero Point, Saheb Bazar
Rajshahi
6206

Telephone

+8801317699349

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডেইলি মানব খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share