সীমান্তরেখা

সীমান্তরেখা শিক্ষা | সাহিত্য | সংস্কৃতি | উন্নয়ন

ব্রেকিং নিউজ !আজ থেকে ভ্রমন করা যাবে সেন্টমার্টিন দ্বীপ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমনটিই ...
07/09/2023

ব্রেকিং নিউজ !

আজ থেকে ভ্রমন করা যাবে সেন্টমার্টিন দ্বীপ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমনটিই জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে পর্যটকদের। এমনকি দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ। দ্বীপের সৌন্দর্য রক্ষার্থে এই নিয়ম করা হয়েছে।

'স্বপ্নযাত্রী' আমাদের স্বপ্নের বন্ধন।
27/12/2022

'স্বপ্নযাত্রী' আমাদের স্বপ্নের বন্ধন।

জয়যাত্রাস্বপ্নযাত্রী আমাদের স্বপ্নের বন্ধন
27/12/2022

জয়যাত্রা
স্বপ্নযাত্রী আমাদের স্বপ্নের বন্ধন

স্বপ্নযাত্রীর নিয়মিত প্রযোজনা ‘জয়যাত্রা’  উল্লাসমুখর অথচ বেদনাজাগানিয়া আত্মজিজ্ঞাসার এক অনবদ্য উপস্থাপনা।‘জয়যাত্রা’র মধ্...
26/12/2022

স্বপ্নযাত্রীর নিয়মিত প্রযোজনা ‘জয়যাত্রা’ উল্লাসমুখর অথচ বেদনাজাগানিয়া আত্মজিজ্ঞাসার এক অনবদ্য উপস্থাপনা।
‘জয়যাত্রা’র মধ্যদিয়ে বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক বিজয়ের চেতনা, দেশাত্মবোধ, এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি। পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকা হোক নবজাগরণে উদ্দীপ্ত বাংলাদেশ।

এ আয়োজনে আন্তরিক আমন্ত্রণ রইল।
আগামীকাল ২৬ শে ডিসেম্বর, ২০২২
সন্ধ্যা ৬ টায়,
আর্ট গ্যালারি
জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম।

আন্তর্জাতিক কবিতামেলায় অংশগ্রহণকারীদের ফরম।
24/12/2022

আন্তর্জাতিক কবিতামেলায় অংশগ্রহণকারীদের ফরম।

ময়লা-প্লাস্টিকে মিলবে সুপারশপে চালডাল! #সেন্টমার্টিন
13/12/2022

ময়লা-প্লাস্টিকে মিলবে সুপারশপে চালডাল!

#সেন্টমার্টিন

12/12/2022

“হিন্দুর ক্ষুধা, মুসলমানের ক্ষুধা,বৌদ্ধের ক্ষুধা, খ্রিষ্টানের ক্ষুধা একই রকম। শোষক ও জালেমের কোনো ধর্ম নেই। মজলুমের কোনো ধর্ম নেই। জালেম হিন্দু হোক আর মুসলমান হোক, দেশি হোক আর বিদেশি হোক, কালো চামড়ার হোক আর সাদা চামড়ার হোক—সব সমান।”

— মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

১৯৭১ সালের ৩ ডিসেম্বর-- পাকিস্তান এয়ারওয়েজের (পিআইএ) ৭২০বি উড়োজাহাজটি ফ্রান্সের অর্লি বিমানবন্দর থেকে যাত্রা করার কথা পা...
16/07/2022

১৯৭১ সালের ৩ ডিসেম্বর-- পাকিস্তান এয়ারওয়েজের (পিআইএ) ৭২০বি উড়োজাহাজটি ফ্রান্সের অর্লি বিমানবন্দর থেকে যাত্রা করার কথা পাকিস্তানের উদ্দেশ্যে। যাত্রীবেশে বিমানে ঢুকে পড়েন ২৮ বছর বয়সী টগবগে এক ফরাসি যুবক "জ্যাঁ কুঁয়ে" । তিনি ককপিটে ঢুকেই পাইলট আর কো-পাইলটের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে ঘোষণা দিলেন বিমানটি ছিনতাই হয়েছে এবং কেবলমাত্র তাঁর দাবি পূরণ করা হলেই বিমানটি রক্ষা পাবে।

এ সময় জ্যাঁ কুয়ের বুকে ছিল একটি ব্যাগ, সেটি দেখিয়ে তিনি বলেন, এটি একটি শক্তিশালী টাইমবোমা। আমার দাবি মানা না হলে এটির সুইচ টিপে ফাটিয়ে ফেলা হবে। এতে যাত্রীসহ পুরো বিমান ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবন্দরসহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে।

২৮ বছরের এক যুবক ছিনতাইকারী। তার দাবি আর কিইবা হতে পারে! কাড়ি কাড়ি টাকা, সম্পদ এই তো! কিন্তু সকলেই ভীষণ হতবাক হয়ে পড়ে তাঁর দাবিকৃত মুক্তিপণের বিষয়টি শুনে। মুক্তির পণ হিসেবে তিনি যা চেয়েছিলেন সেটা সেদিনের প্রেক্ষাপটে, মানব ইতিহাসের প্রেক্ষাপটে তো অবশ্যই অতি আশ্চর্যের বিষয়।
জ্যাঁ কুয়ে সংবাদমাধ্যমে জানতে পেরেছিলেন, পাকিস্তানি হানাদার আর তাদের দোসরদের ভয়ে বাংলাদেশ নামে একটি পরাধীন দরিদ্র দেশের প্রায় দুই কোটি মানুষ ভারতীয় শরণার্থী শিবিরে খাদ্য ও চিকিৎসার অভাবে মানবেতর জীবন-যাপন করছে। কুঁয়ে ছিনতাইকৃত বিমানের বদলে চাইলেন অসহায় মানুষগুলোর জন্য মেডিকেল যন্ত্রপাতিসহ ২০ টন ঔষধ এবং যথাযথ পরিমাণে খাদ্যদ্রব্য।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে হতাহতের খবর বিভিন্ন সংবাদপত্র এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে জেনে এই যুবকের প্রাণ বারবার কেঁপে উঠেছে। তাঁর মন এই মানুষগুলোর মানবেতর জীবনের কথা ভেবেছে। কিন্তু নিজের পরিণতির কথা তিনি একবারও ভাবেননি। তিনি খুব ভালো করেই জানতেন ধরা পড়লে অথবা ব্যর্থ হলে তাঁর নিয়তি। জানতেন কাজটিতে ঝুঁকির মাত্রাও।

তবুও জ্যাঁ কুয়ে নিজেকে দমিয়ে রাখতে পারেননি। হাজার মাইল দূরের ভিনদেশী এই ফরাসি যুবক, অজানা অচেনা এক পরাধীন বাংলাদেশের মানুষের জন্য তাঁর জীবন বাজি ধরলেন।
বিমানটির দখল নেওয়ার পর আশ্বস্ত করা হয় তার দাবি মেনে নেয়া হবে। এই আশ্বাস দিয়ে রেডক্রসের কর্মী এবং উড়োজাহাজের টেকনিশিয়ান হিসেবে দুজন কর্মী বিমানে ঢুকে পড়ে। আসলে তারা ছিল ছদ্মবেশী পুলিশ। তারা কৌশলে জ্যাঁ কুঁয়েকে বিমান থেকে নামিয়ে আনে।

এক পর্যায়ে গ্রেপ্তার করা হয় তাকে। আর বুকে ছোট ব্যাগে বোমা আছে উল্লেখ করে সেটি বিস্ফোরণ ঘটাবেন বলে যে ভয় দেখিয়েছিলেন সেই ব্যাগে পাওয়া গেল দুটো ডিকশনারি ও একটি বাইবেল।
এরপর জ্যাঁ কুঁয়ের বিচার করা হবে বলে ঘোষণা দেয়া হলো। কিন্তু সে সময়ে যত সাক্ষী ছিলেন এবং যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁরা প্রত্যেকে সাক্ষ্য দিলেন, জ্যাঁ কুঁয়ে যা করেছেন তা মানবতার জন্য, মানুষের জন্যই। কারো ক্ষতি করেননি এবং আদতে তা করতেও চাননি, সে উদ্দেশ্য তাঁর ছিলও না।
তবুও শেষ রক্ষা হলো না। ফরাসি সরকার সেদেশের আইন অনুযায়ী তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। তবে ক্যুঁয়ের দাবি অনুযায়ী ফ্রান্স সরকার বাংলাদেশকে ২০ টন মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছিল। এই ঘটনার আগে বা পরে কখনো বাংলাদেশে আসেননি তিনি, শুধু নিপিড়িত মানুষদের ভালোবেসেছেন দূর থেকে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই না বলা সত্য ইতিহাস নিয়ে প্রথম ইংরেজি ভাষায় আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’ নির্মাণ করলেন পরিচালক ফাখরুল আরেফিন খান।
(তথ্যসূত্র : ইন্টারনেট)

Address

Abu Siddique Market, Cox's Bazar
Teknaf
4760

Website

Alerts

Be the first to know and let us send you an email when সীমান্তরেখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সীমান্তরেখা:

Share

Category


Other Teknaf media companies

Show All