BCN বাহারছড়া নিউজ

BCN বাহারছড়া নিউজ আসসালামু আলাইকুম

31/10/2024

টেকনাফ নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পি ব্লক দুই টি দোকান ও দুটি বাড়িতে ভয়াবহ আগুন।

আগামীকাল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
12/10/2024

আগামীকাল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ

15/02/2024

মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনা ও বিজিবি সদস্যূের ফের মিয়ানমারে পাঠানো হচ্ছে।

14/02/2024
12/02/2024

মায়ানমার সীমান্তে দেখুন মগ ভাগিরা ঘিরে রেখেছেন তোতার দ্বীপ এলাকায় ।

টেকনাফ উনচিপ্রাং এলাকা থেকে ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম র‌্যাবের ...
11/02/2024

টেকনাফ উনচিপ্রাং এলাকা থেকে ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম র‌্যাবের হাতে গ্রেফতার।

এরই ধারাবাহিকতায় ১) জিআর-১৬১/২২, প্রসেস নং-১৭৫১৩/২১, ২) জিআর-৪৯৭/২২, প্রসেস নং-১৭৪০৯/২২, ৩) জিআর-৩৭২/২২, প্রসেস নং-১৭৪১৬/২২, ৪) জিআর-৪৬৯/২২, প্রসেস নং-১৭৮৭৯/২২, ৫) জিআর-৭৫১/২২, প্রসেস নং-১৯০৩৬/২৩, ৬) জিআর-৮০৭/২২, প্রসেস নং-১৭৪৩৫/২২ এবং ৭) জিআর-৭৫১/২২, প্রসেস নং-১৯০২৫/২৩ মোতাবেক ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুর্র্ধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০/০২/২০২৪ তারিখ অনুমান ১৪.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামী মোঃ ইসলাম (৩৩) (রোহিঙ্গা), পিতা-রশিদ আহাম্মেদ, সাং-উনচিপ্রাং, ক্যাম্প নং-২২, ব্লক-ডি-৪, হোয়াক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ ইসলাম ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত আসামী। সে এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।

৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

07/02/2024

সীমান্তের ওপার থেকে আজ বুধবার হোয়াইক্যং সীমান্ত দিয়ে পালিয়ে আসা ৬৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী'র সদস্যদের ঘুমধুমে নিয়ে আসা হচ্ছে।

07/02/2024

মিয়ানমারে সংঘাত:এবার হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৬৩ জন বিজিপির সদস্য

আনোয়ার হোসেন, টেকনাফ

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৬৩ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে দেশটি থেকে আসা বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ৩২৭। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। হোয়াইক্যং

সীমান্ত দিয়ে বিজিপির এই ৬৩ সদস্য পালিয়ে আসে বলে নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি।
তিনি জানান,পালিয়ে আসা বিজিপির সদস্যদের অস্ত্র জমা নিয়ে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত পরিদর্শনে এসেছেন। তিনি ঘুমধুম সীমান্ত পরিদর্শন শেষে টেকনাফের উলুবনিয়া সীমান্তের দিকে যাচ্ছেন।তবে এর আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনাবাহিনীর সদস্য, কাস্টমস কর্মী ও আহত সাধারণ নাগরিকসহ পালিয়ে আসা ২৬৪ জন বিজিবির হেফাজতে রয়েছে।

আনোয়ার হোসেন, টেকনাফ
তারিখ:০৭/০২/২০২৪ ইং
মোবাইল:: 01825371767

06/02/2024

প্রায় শতাধিক মায়ানমারের বিজিপি সদস্য আনজুমান পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

উখিয়ার থাইংখালী পুটিবনিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে  অ'স্ত্র সহ বেশ কয়েকজন আ'লে'কিন সদস্যকে আ'ট'ক করেছে স্থানীয় লোকজন।
06/02/2024

উখিয়ার থাইংখালী পুটিবনিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে অ'স্ত্র সহ বেশ কয়েকজন আ'লে'কিন সদস্যকে আ'ট'ক করেছে স্থানীয় লোকজন।

হে বিশ্ববাসী দেখে যা মানবতা কারে বলে
05/02/2024

হে বিশ্ববাসী দেখে যা মানবতা কারে বলে

04/02/2024

তুমুল সংঘর্ষ চলছে মিয়ানমারে: মুহুর্মুহু গুলি আর মর্টারশেলে কাঁপছে সীমান্ত এলাকা। প্রান বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে মায়ানমারে কিছু সৈনিক।

04/02/2024

তালাশ'র চোখে এইবার শীর্ষ পণ্য পাচার চক্রের নাজিম,
মিয়ানমার থেকে সেই নৌকা ফেরার পথে আসে মাদক।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার বাসিন্দা

04/02/2024

আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন গোলাপজান আক্তার গোলাপী

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ও অপরাজিতা নারী নের্টওয়াক টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, টেকনাফ সদর ইউনিয়ন যুবলীগ ও সদর ইউনয়িন আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক গোলাপজান আক্তার গোলাপী আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ-২০২৪ইং এর নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। তিনি বিগত ১৫ বছর জনগণরে সেবায় সাধ্যমতো পাশে ছিলেন এবং ৭ বছর ধরে টেকনাফ উপজেলা মহিলা আওয়ামীলীগের দায়িত্ব পালন করছেন এই নারীনেত্রী। তিনি উপজেলা পরিষদে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলে উখিয়া-টেকনাফের সাবকে এমপি আবদুর রহমান বদি ও শাহিন বদি এমপির সহযোগিতায় ব্যাপক উন্নয়ন ও জনগনের ভাগ্যন্নোয়ন কাজ করতে পারবেন বলে আশা করছেন। স্বচ্ছ, স্পষ্টবাদী, কর্মীবান্ধব ও সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য তনয়া বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ মহিলা লীগের একজন নিবেদিত কর্মী। তার টেকনাফ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পরচিতি রয়েছে। তিনি মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলে টেকনাফবাসীর ন্যায় বিচার প্রতিষ্ঠা, সরকারে র বিভিন্ন সেবা, অধিকার ফিরিয়ে দেওয়া, এলাকায় উন্নয়ন ও জনগনের ভাগ্যন্নোয়ন করে যাবে। এই নারীনেত্রীর প্রতিটি ইউনিয়নে আত্নীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রয়েছে সেই হিসেবে তার একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে। ভোটারেরা জানিয়েছেন গোলাপজান আক্তার গোলাপী সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, কর্মীবান্ধব সংগঠক, রাজনীতিবিদ। তাকে নির্বাচিত করলে জনগনের উপকারে আসবে। তিনি টেকনাফ
উপজেলা বাসীকে সালাম, আদব ও শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া, আশীবার্দ ও সমর্থন প্রত্যাশা করেছেন।

আইনের আওতায় আনা হলে সকল তথ্য বেরিয়ে আসবে
14/11/2023

আইনের আওতায় আনা হলে সকল তথ্য বেরিয়ে আসবে

Address

Cox's Bazar
Teknaf
4760

Alerts

Be the first to know and let us send you an email when BCN বাহারছড়া নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCN বাহারছড়া নিউজ:

Videos

Share