ATiF n AMaN

ATiF n AMaN আসসালামু আলাইকুম।
এই ছোট্ট পেইজে সবাই কে স্বাগতম। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।

❤️❤️❤️❤️
27/10/2023

❤️❤️❤️❤️

14/06/2023

রাসূল (সঃ) বলেছেন,_______________________________

বৈধ ও হালাল জীবিকার ইবাদত ছাড়া, অন্য কোন প্রকার ইবাদত আল্লাহর নিকট উঠানো হয় না!!

(সহীহ বুখারী)

06/06/2023

পছন্দের ২টা লাইন ❤️

১. 'ফা-ইন্না মা আল উসরি ইউসরা' ( নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে!)

২. হাসবুনাআল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ( আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!)

06/06/2023

অর্থ: ' নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না যারা দাম্ভিক, অহংকারী।'

অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না বরং তাদের জন্য এ জীবনে রয়েছে মর্মন্তুদ ও অপমান জনক শাস্তির ব্যবস্থা।

রাসূলুল্লাহ ( স.) বলেন,__________________

'হাশরের ময়দানে অহংকারী লোকগুলো পিঁপড়ার মতো করে জড়ো হবে। অপমান তাদের চারদিক হতে ঘিরে ধরবে। তাদেরকে জাহান্নামের এমন একটি স্থানে নিয়ে যাওয়া হবে যার নাম বা'লাস, তার মধ্যে থেকে সবচেয়ে উত্তপ্ত অগ্নিশিখা উঠবে এবং তাদের কে জাহান্নামীদের পূঁজ রক্ত পান করতে দেওয়া হবে, যার নাম তিনাত আল খাবাল।'

(তিরমিযি)


হাদিস শরিফে রাসূলুল্লাহ ( স.) আরো বলেন ___________

'ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনু পরিমাণ অহংকার রয়েছে।'

21/05/2023
17/05/2023

#সৃষ্টির_সবা

সৃষ্টির সেবা করা একটি মহৎ গুণ। ইসলামী পরিভাষায় সৃষ্টির সেবাকে খিদমাতুল খালক বলা হয়।

আরবি খিদমত শব্দের অর্থ সেবা করা আর খালক শব্দের অর্থ সৃষ্টি।

মহান আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি শীল হয়ে সেবা - যত্ন, লালন- পালন, সংরক্ষণ ও সহায়তা করাকে খিদমতে খালক বা সৃষ্টির সেবা বলে।।

সৃষ্টির সেবা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সৃষ্টির সেবা করলে বা সৃষ্টির প্রতি সদয় আচরণ ও সহানুভূতি প্রদর্শন করলে মহান আল্লাহ অত্যন্ত খুশি হন। তিনি তাদের দয়া করেন, অনুগ্রহ দান করেন।❤️

ATiF n AMaN

অর্থ: 'হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে।' (সূরা আল -ফালাক, আয়াত:৫)
16/05/2023

অর্থ: 'হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে।'

(সূরা আল -ফালাক, আয়াত:৫)

অর্থ: 'যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ ও পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে। আর এ নেকির পরিমাণ হলো দশগুণ।'        (ত...
13/05/2023

অর্থ: 'যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ ও পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে। আর এ নেকির পরিমাণ হলো দশগুণ।'

(তিরমিযি)

'হে আমার প্রতিপালক! তুমি নিজ থেকে আমাদের প্রতি দয়া করো এবং আমাদের কাজকর্ম সঠিক ভাবে পরিচালনা করার ব্যবস্থা করো'।(সূরা আ...
13/05/2023

'হে আমার প্রতিপালক! তুমি নিজ থেকে আমাদের প্রতি দয়া করো এবং আমাদের কাজকর্ম সঠিক ভাবে পরিচালনা করার ব্যবস্থা করো'।

(সূরা আল- কাহফ, আয়াত ১০)

'নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষন পর্যন্ত পরিবর্তন করেন না; যতক্ষন না তারা নিজেরা নিজেদের অবস্তা পরিবর্তনের জন্য...
13/05/2023

'নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষন পর্যন্ত পরিবর্তন করেন না; যতক্ষন না তারা নিজেরা নিজেদের অবস্তা পরিবর্তনের জন্য চেষ্টা করেন।'

(সূরা রা'দ, আয়াত:১১)

12/05/2023

আসসালামু আলাইকুম ❤️❤️
জুম্মা মোবারক ♥️

অর্থ: ' যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না '। (বুখারী)
12/05/2023

অর্থ: ' যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না '। (বুখারী)

11/05/2023

#সূরা_আল_কাফিরুন

#ছোট্ট_একটা_হাদিস

সূরা কাফিরুন কুরআন মাজিদের ১০৯ তম সূরা।
এটি মক্কায় অবতীর্ণ হয়। এটিতে মোট ৬টি আয়াত আছে। এ সূরার প্রথম আয়াতে উল্লেখিত আল-কাফিরুন শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে।
এ সূরায় শিরক ও কুফরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ ও কাফিরদের সাথে সম্পর্কচ্ছেদ করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে মুসলিমদের ঈমানের উপর অটল ও অবিচল থাকার তাগিদ রয়েছে। কাফিরদের একথা জানিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে যে, দীনের ব্যাপারে কাফিরদের সাথে মুসলিমদের সমঝোতার কোনো পথ খোলা নেই।

10/05/2023

সালাত সর্বোত্তম আমল। আবদুল্লাহ ইবন মাসউদ ( রা.) মহানবী (সা ) কে জিজ্ঞাসা করেন: সর্বোত্তম আমল কোনটি? তিনি বলেন, 'সময়মতো সালাত আদায় করা।' (বুখারী ও মুসলিম!)

10/05/2023

'হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনি আমার অন্তরকে আপনার দ্বীন তথা ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন।' (তিরমিযি)

Send a message to learn more

09/05/2023

'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে ।' সূরা আল -'আনকাবূত, আয়াত ৪৫

08/05/2023

🥰🥰🥰🥰

কি সুন্দর জায়গা ❤️❤️

07/05/2023

#মাধবকুন্ড ❤️❤️



ZaHin's Desire

06/05/2023

'যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।' (বুখারী)

20/04/2023

আসসালামু আলাইকুম ❤️

#ছোট্ট_একটা_হাদিস

োসাইনের_( রাঃ ) বানী ।।

১. মৃত্যুই যখন প্রত্যেকটি মানুষের একমাত্র নিয়তি, তখন শহীদের মৃত্যুবরণ করাই সর্বোত্তম বুদ্ধিমানের কাজ।
২. আল্লাহর আনুগত্যের পথে সন্তষ্ট থাকাই শান্তিলাভের সর্বোত্তম পথ।
৩. লোভ এবং স্বার্থপরতা শুধু একটি মন্দ অভ্যাসই নয়, ব্যত্তির জন্য সর্বনাশও বটে।
৪. নেক আমল মানুষকে প্রশংসানীয় করিয়া তোলে।
৫. দুনিয়ার এই জীবন আল্লাহতা'লা শুধু মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করিয়াছেন।

02/04/2023

উপজেলা হল রুমে......

20/03/2023

#ছোট্ট_একটা_হাদিস

''সঠিক হওয়া সত্ত্বেও যে ব্যাক্তি বিনা কারণে তর্ক করা বন্ধ করে, আমি জান্নাতের সমীপে তার জন্য একটি ঘরের নিশ্চিয়তা দিচ্ছি।''

[ আবু দাউদ ৪৭৮২ ]

বৃষ্টি ভালো লাগে ❤️❤️🌧️🌧️🌧️🌧️
19/03/2023

বৃষ্টি ভালো লাগে ❤️❤️🌧️🌧️🌧️🌧️

18/03/2023

#ছোট্ট_একটা_হাদিস❤️

#যে_আমল_করলে_অভাব_দূর_হয়ে_যায়।

#দোয়া🤲, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা ।

#অর্থ, অথাৎ হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে। এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে। এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি - কাউকে জুলুম করা থেকে অথবা কারও দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।

( সহিহ বুখারী, হাদিস নং: ১৫৪৪ )

17/03/2023

আজকের বিকেল বেলা 😳😳😳.

16/03/2023

-মিথ্যার উপর ভিত্তি করিয়া যে জীবন প্রতিপালিত হয় তার তুলনায় সত্য অবলম্বন করিয়া মৃত্যুবরণ অনেক ভালো। -

ATiF n AMaN

14/03/2023

- হাশরের ময়দানে দুই ধরণের হতভাগ্য কোথাও আশ্রয় পাইবে না, অত্যাচারী শাসক এবং সেই সমস্ত লোক যারা ভিতরে ভিতরে অন্যায়কারী হওয়া সত্ত্বেও নিজেদের ভালো মানুষীর কথা প্রচার করিতে থাকে।-

#হাদিস

ATiF n AMaN

14/03/2023

#তিনটি_কর্ম_দ্বারা_আল্লাহর_রহমত_লাভ_করা_যায় -

১. গুনাহ ত্যাগ করা।
২. অত্যাধিক কৃতজ্ঞতা
৩. এবং এবাদত করা।

ATiF n AMaN

14/03/2023

মনোরম দৃশ্য.........

11/03/2023

"যে কোন বস্তু বেশী হইয়া যাওয়ার পর স্বভাবতঃই তার মূল্য কমিয়া যায় । একমাত্র বিদ্যাই এমন বস্ত, তার যতই প্রাচুর্য্য হয় ততই মূল্য বৃদ্ধি পাইতে থাকে।"

মাশাআল্লাহ অনেক সুন্দর গোলাপফুল 🌹🌹🌹❤️
10/03/2023

মাশাআল্লাহ অনেক সুন্দর গোলাপফুল 🌹🌹🌹❤️

23/02/2023

অতিরিক্ত খুশিতে থাকার কথা ও অতিরিক্ত কষ্টে থাকার কথা, কাউকে বলবেন না। কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়!

"পরিপূর্ণ মানসিক শান্তি 'একমান আল্লাহ দিকেই রয়েছে!"

-[সূরাঃরাদ - ২৮]

ATiF n AMaN

যে ব্যক্তি তার অধিকারের বাহিরে কোনো কিছু গ্রহণ করে; সে নিজের অধিকার থেকে বঞ্চিত হয়।তুমি যদি এমন কিছু গ্রহণ করো যা তোমার ...
03/02/2023

যে ব্যক্তি তার অধিকারের বাহিরে কোনো কিছু গ্রহণ করে; সে নিজের অধিকার থেকে বঞ্চিত হয়।তুমি যদি এমন কিছু গ্রহণ করো যা তোমার নয়, আল্লাহ তায়ালা তোমার ঐ অধিকার ছিনিয়ে নিবেন, যা তোমার ছিল।

আল্লাহ তায়ালা তোমার জন্য যা হারাম করেছেন তাকে যদি প্রাধান্য দাও; তবে এমন সময় আসবে যা তোমার জন্য বৈধ ছিল তা থেকেও আল্লাহ তায়ালা তোমাকে বঞ্চিত করবেন।

~শাইখ শা’রাওয়ী রহিমাহুল্লাহ।

ATiF n AMaN

Address

Fenchuganj
Sylhet
3116

Telephone

+8801717543435

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATiF n AMaN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATiF n AMaN:

Videos

Share

Nearby media companies