SylhetNews24

SylhetNews24 পূণ্যভূমি সিলেটসহ দেশ-বিদেশের যেকোন খবর জানতে চোখ রাখুন ফেইসবুক পেইজ সিলেটনিউজ টুয়েন্টিফোরে।

পুণ্যভূমি সিলেটসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ তাৎক্ষণিক পেতে আমাদের সাথে থাকুন।

**আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোন ঘটনা-দুর্ঘটনা, অপরাধ, অনুষ্ঠান, সহ যেকোন যেকোন সংবাদ জানিয়ে আমাদের ইনবক্সে লিখুন। আমরা চেষ্ঠা করবো তা তুলে ধরতে।

08/12/2024

আজ লন্ডনে আওয়া মী লীগের সমাবেশে বক্তব্য দিলেন শে খ হা সি না।

বললেন, বিজয়ের মাসে অন্ধকার কেটে যাবে, বিজয় আসবে।

৪ মাস পর দেখা মিলল শফিকুর রহমান চৌধুরী এবং হাবিবুর রহমানের। যুক্তরাজ্য আওয়ামীলীগের সমাবেশে উপস্থিত ছিলেন তারা।
08/12/2024

৪ মাস পর দেখা মিলল শফিকুর রহমান চৌধুরী এবং হাবিবুর রহমানের। যুক্তরাজ্য আওয়ামীলীগের সমাবেশে উপস্থিত ছিলেন তারা।

08/12/2024

যুক্তরাজ্য আ ও য়া মী লীগের সমাবেশে ভাষণ দিলেন শে খ হা সি না৷

১৮৬৫ সালের ঢাকা। সাদাকালো ছবিতে রঙিন আবহ যোগ করা হয়েছে।
08/12/2024

১৮৬৫ সালের ঢাকা।

সাদাকালো ছবিতে রঙিন আবহ যোগ করা হয়েছে।

পোল্যান্ডের তরুণী আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রবাসী বাংলাদেশি যুবক সালাহউদ্দিন এস.কে (৩...
07/12/2024

পোল্যান্ডের তরুণী আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রবাসী বাংলাদেশি যুবক সালাহউদ্দিন এস.কে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছন গ্রিসের একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (৬ ডিসেম্বর) ঘোষিত এই রায় গ্রিসের সংবাদমাধ্যমসহ বাসিন্দাদের ব্যাপক নাড়া দিয়েছ। গ্রিসের কস দ্বীপে সংঘটিত এ ঘৃণিত ঘটনার মামলাটি সাম্প্রতিক সময়ের অন্যতম নৃশংস অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে।
পোল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম টিভিএন-২৪ গ্রিক গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, গত সোমবার আনুষ্ঠানিকভাবে এই মামলার শুনানি শুরু হয়। সালাহউদ্দিন এস'র বিরুদ্ধে আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনেন মামলার কৌঁসুলি। পরে শুনানি ও অন্যান্য যুক্তিতর্ক শেষে গতকাল শুক্রবার আদালত তাকে যাবজ্জীবনের দণ্ডাদেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, পুরো বিচার প্রক্রিয়ায় আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তবে তার আবেদন আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। এদিকে নিহত পোলিশ নারীর বাবা পোলিশ গণমাধ্যম ভার্চুয়ালনা পোলাস্কাকে জানিয়েছেন, এই রায় এখনো চূড়ান্ত নয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, এ ঘটনার বিচার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। কারণ মামলার কাগজপত্রের কিছু অংশ ২ ডিসেম্বরেই বিবাদীপক্ষের হাতে পৌঁছায়। কস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন ২৭ বছর বয়সী আনাস্তাসিয়া। ২০২৩ সালের জুনের কোনো এক দিনে তিনি তার কর্মঘণ্টা শেষ হওয়ার পর নিখোঁজ হন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন, যাদের মধ্যে সালাহউদ্দিনও ছিলেন। পরে তাকে ওই ব্যক্তির স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায়। এটিই ছিল আনাস্তাসিয়াকে জীবিত অবস্থায় শেষবার দেখা।
আনাস্তাসিয়া তার প্রেমিককে একটি বার্তা পাঠাতে সক্ষম হয়েছিলেন, তবে এরপর থেকে তার সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। সালাহউদ্দিনকে শুরু থেকেই প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়, কারণ তিনি ছিলেন আনাস্তাসিয়ার সঙ্গে দেখা করা শেষ ব্যক্তি।
মামলার তদন্তকারী ডেভিড বুরজাকি জানান, সালাহউদ্দিন ইতালিতে পালিয়ে যাওয়ার জন্য উড়োজাহাজের টিকিট কিনেছিলেন এবং দ্বীপ ছাড়ার ফন্দি এঁটেছিলেন। ডেভিড বুরজাকি বলেন, ‘তিনি (সালাহউদ্দিন) গুগলে টাইপ করেছিলেন, 'মৃতদেহ কীভাবে লুকানো যায়, আঙুলের ছাপ কীভাবে মুছে ফেলা যায় এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার উপায়।' গ্রেপ্তারের পর আসামি তার অপরাধ অস্বীকার করেন।’
প্রতিবেদনে বলা হয়, তরুণীর মরদেহ একটি স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দলের সদস্যরা খুঁজে পান। কস দ্বীপের একটি জনপ্রিয় পর্যটন স্থান সল্ট লেকের কাছে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ডালপালার নিচে লুকানো অবস্থা থেকে উদ্ধার করা হয় মরদেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, আনাস্তাসিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং হত্যার আগে যৌন নির্যাতন চালানো হয়।

গতকাল ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি...
03/12/2024

গতকাল ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

03/12/2024
03/12/2024

আজ রাতে সুনামগঞ্জে দোয়ারাবাজারে হিন্দু-মুসলিম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি৷ ঘটনাস্থলে সেনাবাহিনী আছে। আশা করি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে৷ সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান জানাই।

#সুনামগঞ্জ #দাঙ্গা #সংখ্যালঘু #সম্প্রীতি।

সিলেটের দুই সীমান্তে আজও আমদানি-রপ্তানি বন্ধ ছিলভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য আমদানি-রপ্তানি করা যাবে না, এমন দাবির মুখে...
03/12/2024

সিলেটের দুই সীমান্তে আজও আমদানি-রপ্তানি বন্ধ ছিল

ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য আমদানি-রপ্তানি করা যাবে না, এমন দাবির মুখে আজ মঙ্গলবারও সিলেটের সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন ও বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে কোনো মালামাল ঢোকেনি। ভারতের শ্রীভূমিতে (করিমগঞ্জ) সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন তিন দিন ধরে বাংলাদেশবিরোধী বিক্ষোভ-সমাবেশ করছে। এ সংগঠনের বাধার মুখেই এই দুই সীমান্ত এলাকায় থাকা শুল্ক স্টেশন দিয়ে কোনো পণ্য বাংলাদেশে আসতে পারছে না।

ভারতের আন্দোলনকারী সংগঠনটির দাবি, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ওই ক্ষোভ-বিক্ষোভের জন্ম হয়। এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখা হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই স্থলসীমান্ত দিয়ে পণ্য ঢুকতে-যেতে আপত্তি তুলছেন আন্দোলনকারীরা।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা আমদানি করেন। এখান দিয়ে কোনো রপ্তানি হয় না। তবে বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি দুটিই হয়। আজ উভয় স্থলসীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

শেওলা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, আজ তাঁদের স্টেশন দিয়ে কোনো আমদানি-রপ্তানি হয়নি।

★★বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাজ্যের★★বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যু...
03/12/2024

★★বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাজ্যের★★

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণবিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে। হালনাগাদ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা–সমাবেশসহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে।

যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে, যাঁদের ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে।

পরিস্থিতি এখনো অস্থির রয়েছে উল্লেখ করে হাইকমিশন বলেছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের ওপর পড়েছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, দেশজুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলোর বেশির ভাগ আবার সচল হয়েছে। তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি।

ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেছে হাইকমিশন। ডাকাতি, সহিংস অপরাধ ও ধর্ষণের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে তারা।

02/12/2024

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকে হেনস্তার ভিডিও ভাইরাল

#প্রবাসী #শাহজালালবিমানবন্দর

ভারতীয় বিক্ষোভকারীদের বাধায় সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনে আমদানি বন্ধসিলেটের জকিগঞ্জ সীমান্তের ওপারে ভারতের করিমগঞ্জে এক...
02/12/2024

ভারতীয় বিক্ষোভকারীদের বাধায় সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনে আমদানি বন্ধ

সিলেটের জকিগঞ্জ সীমান্তের ওপারে ভারতের করিমগঞ্জে একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি করা পণ্য আসা বন্ধ রয়েছে।

জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য বলেন, ‘সোমবার সকালে কিছু কমলা বাংলাদেশে এসেছে। পরে ওপারের করিমগঞ্জে একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি।’

জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের কোন পণ্য ভারতে রপ্তানি হয়না। তবে ভারত থেকে ফলসহ কিছু পণ্য আমদানি করা হয়।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশ ইস্যুতে ভারতের শিলচর ও করিমগঞ্জে অস্থিরতা চলছে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন দাবি করে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগঠনটির কিছু নেতা-কর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। এ সময় আন্দোলনকারীদের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন থেকে ফেরত চলে যায়।

এদিকে সোমবার বেলা তিনটায় জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতিবিষয়ক এক সভা হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

01/12/2024

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবাদ জানিয়ে আজ সিলেটের সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতের হাজার হাজার উত্তেজিত উগ্র জনতা। বিএসএফ তাদের আটকে দেয়। বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

#ইসকন #সুতারকান্দি #করিমগঞ্জ

লংলার চা বাগানে শতবর্ষ প্রাচীন খৃষ্টান গোরস্তানে জন্মভূমি থেকে হাজার মাইল দূরে শুয়ে আছেন বহু সাদা চামড়ার প্ল্যান্টার্স স...
29/11/2024

লংলার চা বাগানে শতবর্ষ প্রাচীন খৃষ্টান গোরস্তানে জন্মভূমি থেকে হাজার মাইল দূরে শুয়ে আছেন বহু সাদা চামড়ার প্ল্যান্টার্স সাহেব। লংলা ছাড়াও বালিশিরা, ডানকান, লস্করপুর, জুড়িসহ আরো অনেক বাগানেই আছে শতবর্ষ আগের প্ল্যান্টার্সদের নির্জন গোরস্তান।

মাইলের পর মাইল লোকালয় নেই, তাই শেষ বিকেলেও শুনশান জনমানবহীন এই অঞ্চল৷ এই শূণ্যতায় অদ্ভুত সব অনুভূতি গ্রাস করতে বাধ্য!

ছবিঃ Apu Nazrul 💚

হারানো বিজ্ঞপ্তিমৌলভীবাজার সদর উপজেলা ২নং মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামের রুমান মিয়ার মেয়ে বয়স ১৩ বছর।স্কুলে যাওয়া...
28/11/2024

হারানো বিজ্ঞপ্তি

মৌলভীবাজার সদর উপজেলা ২নং মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামের রুমান মিয়ার মেয়ে বয়স ১৩ বছর।
স্কুলে যাওয়ার পথে বুধবার সকাল ৯ ঘটিকার সময় থেকে পাওয়া যাচ্ছে না এমতাবস্থায় মেয়ের পরিবার ডায়েরি করেন।
মেয়েটির সন্ধান পান নিচের মোবাইল নাম্বারে কল দেওয়ার জন্য অনুরুধ করা হলো।

সবাই পোস্ট টি শেয়ার করে দিবেন 🙏

01635427445/01733598477.01888439465

23/11/2024

সিলেট সিটি করপোরেশন এর সাবেক কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েক গ্রেফতার

23/11/2024

সিলেটের ডিবির হাওর
শাপলা বিল এবং ইন্ডিয়ার সীমান্তের অসাধারণ ভিউ

ভিডিও কৃতজ্ঞতা : ট্রাভেলার মিস্টার ট্রাপ।

#ডিবিরহাওর #শাপলাবিল

এমসি কলেজের আজল চাচা ❤️
22/11/2024

এমসি কলেজের আজল চাচা ❤️

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when SylhetNews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Our Story

পুণ্যভূমি, আধ্যাত্মিক নগরী, চায়ের দেশ সিলেটসহ দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ সাথে সাথে পেতে আমাদের সাথে থাকুন। **আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোন ঘটনা-দুর্ঘটনা, অপরাধ, অনুষ্ঠান, সহ যেকোন যেকোন সংবাদ জানিয়ে আমাদের ইনবক্সে লিখুন। আমরা চেষ্ঠা করবো তা তুলে ধরতে।