Sylhet Update News

Sylhet Update News Sylhet update news
is one the most popular online tv for news. It can easily find latest news & to

Hay i'm Mostafa Hussain Somrat,
You can contact us to print or publish any news online,
I am always by your side in the service of the people with truth and justice all the time,
I am determined to publish the true news, I will be by your side InshaAllah,
My news page is Sylhet Update News

রাগিব রাবেয়া মেডিকেল রোডে জনপ্রিয় ফার্মেসীদের তালিকায় টুকের বাজার ফার্মেসী। সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের মইয়...
23/10/2024

রাগিব রাবেয়া মেডিকেল রোডে জনপ্রিয় ফার্মেসীদের তালিকায় টুকের বাজার ফার্মেসী।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের মইয়ারচর গ্রামের বাসিন্দা নাসিম আহমদ। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে টুকের বাজার ফার্মেসী প্রতিষ্ঠা করে গরীব দুঃখী অসহায় মানুষদের রোগীদের মনে স্বল্প মূল্য ঔষধ বিক্রি করে ব্যাপক সুনাম অর্জন করেছে।প্রতিষ্ঠার ২/৩ বছর যাবত সফলতার সাথে ফার্মেসী ব্যাবসা করেছে। এই রোডে সে অন্য একটি ফার্মেসিতে প্রায় ৬/৭ বছর যাবত কর্মরত ছিল।

বর্তমানে এখন সে নিজে একটি ফার্মেসি খুলে সেখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে। সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে,বিগত দিনে সে অনেক সুনাম অর্জন করেছে এবং একজন সফল ব্যাবসায়ীতে পরিনত হয়েছে। তার ফার্মেসি থেকে সবাই ন্যায্য মুল্যে ওষুধপত্র কিনে কাস্টমারদের অন্যান্য ফার্মেসি থেকে স্বল্প মূল্যে ওষুধপত্র দেয়ায় এই ফার্মেসী অনেকের কাছে এখন জনপ্রিয় একটি ফার্মেসিতে পরিণত হয়েছে।

এখানে বিশেষ করে অপারেশনের যাবতীয় ঔষধপত্র পাওয়া যায়। আইসিইউ, সিসিইউ সহ অন্যন্য ঔষধ পত্রাদি স্বল্পমূল্যে পাওয়া যায়। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এখানে এসে একবার ভিজিট করে দেখার অনুরোধ নাসিমের। রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যদি কারো রোগী থাকে তাহলে এখানে আসলে অবশ্যই সুন্দর একটি সেবা পাওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন তিনি।

প্রয়োজনে ০১৭৭২-১৯১১৫৬
টুকের বাজার ফার্মেসী।
(নাসিম আহমদ)

শাবিপ্রবিতে শুরু ‘এ’ ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রমআজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...
23/10/2024

শাবিপ্রবিতে শুরু ‘এ’ ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম

আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের (বিজ্ঞান বিভাগ) চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।

চূড়ান্ত ভর্তি কার্যক্রমের প্রথম দিনে বুধবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের মেরিট পজিশন ১ থেকে ৬০০, ১১টা থেকে ২টা পর্যন্ত ৬০১ থেকে ১৭০০, ২ টা থেকে ৫টা পর্যন্ত ১৭০১ থেকে ৪২০০ এবং ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪২০১ থেকে পরবর্তী মেরিট পজিশনে ভর্তি নেয়া হবে। এছাড়া আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ‘বি’ ইউনিটে (মানবিক বিভাগ) নির্বাচিত সকল শিক্ষার্থী এবং বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ‘সি’ ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগের নির্বাচিত সকল শিক্ষার্থীর ভর্তি নেয়া হবে।

22/10/2024

প্রধান অতিথির বক্তব্য রাখছেন,
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব বিএম আশরাফ উল্লাহ তাহের।

22/10/2024
21/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

11/10/2024

সিলেট সিটি কর্পোরেশন ৩৭নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন, সহকারী বন সংরক্ষক সিলেট বিভাগীয় কর্মকর্তা ও সিলেট সিটি কর্পোরেশন ৩৭,৩৮,৩৯নং ওয়ার্ডের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ নাজমুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন
সিলেট সিটি কর্পোরেশন ৩৭ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া সহ অন্যরা।

25/09/2024

শাবিপ্রবি'র সাধারণ শিক্ষার্থী কর্তৃক আয়োজিত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতীয় পুরোহিত কতৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতারা সমর্থনের প্রতিবাদে "প্রতিবাদ সমাবেশ" চলছে শাবিপ্রবির প্রধান ফটকে।

সিলেটের মেট্রো এলাকার বাইরের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিকশা গুলো নির্দেশনা মানতে হবে১। সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে আসলে দক...
24/09/2024

সিলেটের মেট্রো এলাকার বাইরের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিকশা গুলো নির্দেশনা মানতে হবে

১। সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে আসলে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় থামতে হবে।

২। সিলেট-জকিগঞ্জ ও সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে আসলে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় থামতে হবে।

৩। সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে আসলে মহানগরের টিলাগড় এলাকায় থামতে হবে।

৪। সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক দিয়ে আসলে আম্বরখানা এলাকায় থামতে হবে।

৫। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে আসলে মদীনা মার্কেট এলাকায় থামতে হবে।

এসব স্থানে মঙ্গলবার সকাল থেকে চেক পোস্ট বসাবে ট্রাফিক পুলিশ। প্রথমে পুলিশের এ নির্দেশনা মানাতে কাউন্সিলিং করবে। পরবর্তীতে না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক।বিস্তারিত: h...
02/09/2024

গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক।

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-09-02/PQEBwNFS

হল ত্যাগ করছেন শিক্ষার্থীবৃন্দ।
26/08/2024

হল ত্যাগ করছেন শিক্ষার্থীবৃন্দ।

26/08/2024

ছাত্ররা বিকেল ৫.০০টা ভিতরেই হল ত্যাগ করবে আশ্বস্ত করলেন শাবি শিক্ষকবৃন্দ।

26/08/2024

বিকেল ৫.০০ টার মধ্যে
শাবিপ্রবি হল ছাড়ার আল্টিমেটাম।

26/08/2024

ছাত্রলীগকে
শাবিপ্রবি হল ছাড়ার আল্টিমেটাম উৎসুক জনতা।

বাঁধ খুলে দেওয়ার সময়ে ভারত হিসেব করে না ওপারে কারা "হিন্দু" আর কারা "মুসলমান"। আবার জিজ্ঞেস করবেন বাংলাদেশের মানুষের মধ্...
21/08/2024

বাঁধ খুলে দেওয়ার সময়ে ভারত হিসেব করে না
ওপারে কারা "হিন্দু" আর কারা "মুসলমান"।

আবার জিজ্ঞেস করবেন বাংলাদেশের মানুষের মধ্যে ভারতবিদ্বেষ কেনো?

গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারতের ত্রিপুরায় অবস্থিত ড'ম্বু'র হাইড্রইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড'ম্বু:র গেট খুলে দেয়া হয়েছে। যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল, আবার এই ২০২৪ সালে...

আল্লাহ হেফাজত করুক 🙏🏻

13/08/2024

সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের ডলিয়ায় হিন্দু ভাইদের পাশে সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

13/08/2024

সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের ডলিয়ায় হিন্দু ভাইদের পাশে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।

জানা গেলো অন্তবর্তীকালীন ১৭ সদস্যের নাম।
08/08/2024

জানা গেলো অন্তবর্তীকালীন ১৭ সদস্যের নাম।

Address

Tilagaw, Khadinnagar, Bimanbondor, Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Update News:

Videos

Share