23/10/2024
রাগিব রাবেয়া মেডিকেল রোডে জনপ্রিয় ফার্মেসীদের তালিকায় টুকের বাজার ফার্মেসী।
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের মইয়ারচর গ্রামের বাসিন্দা নাসিম আহমদ। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে টুকের বাজার ফার্মেসী প্রতিষ্ঠা করে গরীব দুঃখী অসহায় মানুষদের রোগীদের মনে স্বল্প মূল্য ঔষধ বিক্রি করে ব্যাপক সুনাম অর্জন করেছে।প্রতিষ্ঠার ২/৩ বছর যাবত সফলতার সাথে ফার্মেসী ব্যাবসা করেছে। এই রোডে সে অন্য একটি ফার্মেসিতে প্রায় ৬/৭ বছর যাবত কর্মরত ছিল।
বর্তমানে এখন সে নিজে একটি ফার্মেসি খুলে সেখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে। সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে,বিগত দিনে সে অনেক সুনাম অর্জন করেছে এবং একজন সফল ব্যাবসায়ীতে পরিনত হয়েছে। তার ফার্মেসি থেকে সবাই ন্যায্য মুল্যে ওষুধপত্র কিনে কাস্টমারদের অন্যান্য ফার্মেসি থেকে স্বল্প মূল্যে ওষুধপত্র দেয়ায় এই ফার্মেসী অনেকের কাছে এখন জনপ্রিয় একটি ফার্মেসিতে পরিণত হয়েছে।
এখানে বিশেষ করে অপারেশনের যাবতীয় ঔষধপত্র পাওয়া যায়। আইসিইউ, সিসিইউ সহ অন্যন্য ঔষধ পত্রাদি স্বল্পমূল্যে পাওয়া যায়। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এখানে এসে একবার ভিজিট করে দেখার অনুরোধ নাসিমের। রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যদি কারো রোগী থাকে তাহলে এখানে আসলে অবশ্যই সুন্দর একটি সেবা পাওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন তিনি।
প্রয়োজনে ০১৭৭২-১৯১১৫৬
টুকের বাজার ফার্মেসী।
(নাসিম আহমদ)