Darbost news.com

Darbost news.com Education,news, live,travel,bloog

23/09/2023
08/09/2023

প্রিয় সালমান

07/09/2023

জরুরী ভিত্তিতে দুইব্যাগ "অ"পজেটিভ রক্তের প্রয়োজন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়...
02/09/2023

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন
আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ও দ্বীনদার ব্যক্তির নজরে আসবেই ইনশাআল্লাহ
ফেতরা বা যাকাত হিসাবে
হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন,,, লোক টি
দুই লক্ষ্য বিশ হাজার টাকার মতো লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছে,,,, এই লোকটি পরিবার সবার কাছে দোয়া প্রাথী সবাই কাছে
ভাই তার সাহায্য লাগবে
তাই কেউ যদি পারেন পাঁচ টাকা দশ টাকা 150 টাকা 100 টাকা যে যেমন পারেন এভাবে সাহায্য করুন বিকাশ নাম্বার 01879443474

কুষ্টিয়ার দৌলতপুরে  হেরোইন ও টাপেন্টডল ট্যাবলেট সহ আটক - ২কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন ও ট...
14/08/2023

কুষ্টিয়ার দৌলতপুরে হেরোইন ও টাপেন্টডল ট্যাবলেট সহ আটক - ২

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন ও টাপেন্টডল ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।
জানা গেছে আজ সোমবার সকাল ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়ার দৌলতপুর থানার হোগলবাড়ীয়া ইউনিয়নে চামনাই গ্রামে অভিযান চালিয়ে মতিয়ার রহমান এর পুত্র মাহবুবর রহমান জ্যেতি (৫৫) ও আলি হোসেনের মেয়ে রিনা খাতুন (৪০ ) কে হেরোইন ও ৪ শত পিচ টাপেন্টডল ট্যাবলেট সহ আটক করে। , এদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক বেলাল হোসেন বলেন দৌলতপুর থানায় মাদকের ডন মাহবুবুর রহমান জ্যোতি কে আমরা গ্রেফতার করেছি। তিনি বলেন এই অভিযান চলমান থাকবে।

চার বছর পর ফেসবুক অ্যাকটিভেট করে লিখলাম, ‘প্রশাসন ২৩তম’..
14/08/2023

চার বছর পর ফেসবুক অ্যাকটিভেট করে লিখলাম, ‘প্রশাসন ২৩তম’..

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরবস্ত  বাজারের বাসস্ট্যান্ডের ম্যানেজার, জনাব মিসবা  ইন্তেকাল ফরমাইয়াছেন।
18/07/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দরবস্ত বাজারের বাসস্ট্যান্ডের ম্যানেজার, জনাব মিসবা ইন্তেকাল ফরমাইয়াছেন।

18/07/2023

সাধনা চলের।

16/07/2023

আলহামদুলিল্লাহ।
১ হাজার ফলোয়ার ডান।

সবার রুহের মাগফিরাত কামনা করছি।
08/07/2023

সবার রুহের মাগফিরাত কামনা করছি।

08/07/2023

ঘাতক বাস

দিনাজপুরের লিচু।স্টক সীমিত।তাড়াতাড়ি অর্ডার কনফার্ম  করেন।
01/06/2023

দিনাজপুরের লিচু।
স্টক সীমিত।
তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করেন।

https://www.facebook.com/100064654814037/posts/615710560594099/?sfnsn=mo&mibextid=6aamW6
18/05/2023

https://www.facebook.com/100064654814037/posts/615710560594099/?sfnsn=mo&mibextid=6aamW6

১ম প্রান্তিক মূল্যায়ন ২০২৩ এর নমুনা প্রশ্ন
শ্রেণি: পঞ্চম, বিষয় : প্রাথমিক গণিত
পূর্ণমান-১০০ (আগামীকাল ৬০ নম্বরের নমুনা প্রশ্ন দেওয়া হবে)
সময় : ২ ঘন্টা ৩০ মিনিট
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সংক্ষেপে উত্তর উত্তর পত্রে লেখ : ২০
১. ৯৮৭৬ x ১০০ = কত?
২. প্রত্যেককে ১০০ টাকা করে ১০০ জন শিক্ষার্থীকে দিতে মােট কত টাকা লাগবে?
৩. ১০১০ x ৫০০ = কত?
৪. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখাে।
৫. ভাজ্য ৯৮৭৬৫ এবং ভাজক ১০০ হলে, ভাগশেষ কত?
৬. ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কী?
৭. ভাজক ১, ভাজ্য ১, ভাগফল ১ হলে, ভাগশেষ কত?
৮. ১০টি পেনসিলের দাম ৩০ টাকা হলে, ৮টি পেনসিলের দাম কত?
৯. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
১০. ৭ জন লােক একটি জমির ফসল ২১ দিনে কাটতে পারে। ১ জন লােক কতদিনে ঐ জমির ফসল কাটতে পারবে?
১১. একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, সংখ্যাটি কত?
১২. ৯ একটি জোড় সংখ্যা-এটি কোন ধরনের উক্তি?
১৩. ৩ X (৫ + ক) = ১৮; ক এর কোন মানের জন্য
গাণিতিক বাক্যটি সত্য হবে?
১৪. ৩ এবং ৬ এর সাধারণ গুণনীয়কগুলাে লেখ।
১৫. ৪ ও ৭ এর গসাগু কত?
১৬. ৩, ৯ ও ২৭ এর লসাগু কত?
১৭. একটি সাদা ফিতার ৩/৮ অংশ লাল রং করা হলো। ফিতার কত অংশ সাদা রইল?
১৮. মিশ্র ভগ্নাংশের একটি উদহারণ লেখ।
১৯. ২/২১ কেজি চিনির ৭ গুণ কত কেজি?
২০. কতটি ০.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়?

২. ১২টি বিস্কুট এবং ৩০টি চকলেটের মূল্য একত্রে ১৯২ টাকা। একটি বিস্কুটের মূল্য ৬ টাকা হলে,..
(ক) ১২টি বিস্কুটের দাম কত? ২
(খ) ১টি চকলেটের দাম কত? ২
(গ) ১২টি বিস্কুট ও ১২টি চকলেটের দামের পার্থক্য কত? ৪

অথবা,
একটি গ্রামে ১২৬টি আম, ২৩১টি লিচু ও ৩৫৭টি কাঁঠাল গাছের চারা বিতরণ করা হলাে।
(ক) সৰ্বাধিক কতজন গ্রামবাসীর মধ্যে চারাগুলাে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? ৫
(খ) প্রত্যেকে কয়টি আম, কয়টি লিচু ও কয়টি কাঁঠাল গাছের চারা পাবে? ৩

৩. আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫৬৫০ টাকা পরিবারের প্রয়ােজন বাবদ খরচ করেন।
(ক) আলতাফ সাহেব মাসে কত টাকা খরচ করেন? ২
(খ) তিনি প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা করতে পারবেন? ৩
(গ) তিনি বছরে কত টাকা জমা করতে পারবেন?৩

অথবা,
১০০টি আম ও ১৮০টি লিচু কিছু সংখ্যক বালক-
বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া হলাে।
(ক) সর্বাধিক কতজন বালক-বালিকার মধ্যে আম ও লিচুগুলাে নিঃশেষে ভাগ করে দেয়া হলাে? ৪
(খ) প্রত্যেকে কয়টি আম পাবে? ২
(গ) প্রত্যেকে কয়টি লিচু পাবে? ২

৪. ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা । একটি কাপের মূল্য ১৪৫ টাকা।
(ক) ২০টি কাপের মূল্য কত? ২
(খ) ১টি প্লেটের মূল্য কত? ৩
(গ) একটি প্লেট ও ১টি কাপের মূল্যের পার্থক্য কত? ৩

অথবা,
একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস ১৫ মিনিট পরপর এবং খ কোম্পানির বাস ২৫ মিনিট পরপর ছাড়ে।
(ক) ১৫ ও ২৫ এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কর। ২
(খ) বাস ২টি সর্বনিম্ন কত সময় পরে আবার একত্রে ছাড়বে? ৩
(গ) যদি সকাল ৮:৪৫ এ দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে? ৩

৫. একজন শিক্ষক ১২টি আপেল এবং ৮টি কলা কিছু শিক্ষার্থীর মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে চান।
(ক) সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে তিনি ফলগুলাে ভাগ করে দিতে পারবেন? ৩
(খ) একজন শিক্ষার্থী কলার চেয়ে কয়টি করে আপেল বেশি পেল? ৫

অথবা,
৫.৪ মিটার ফিতা ৬ জন ছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলাে।
(ক) একজন ছাত্রী কত মিটার ফিতা পেল? ২
(খ) ৩ জন ছাত্রী মােট কত মিটার ফিতা পেল? ২
(গ) যদি ছাত্রীর সংখ্যা ১০ জন হয়, তবে প্রত্যেকে কত মিটার করে ফিতা পাবে? ৪

৬. একজন শিক্ষক ৪০ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রীকে কতগুলাে দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনাে শিক্ষার্থী অবশিষ্ট না থাকে।
ক) শিক্ষার্থীদের সর্বোচ্চ কতটি দলে ভাগ করে দেওয়া যাবে? ৪
খ) প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় কর। ৪

অথবা,
একটি লাঠির ১/৬অংশ মাটিতে, ১/২অংশ পানিতে এবং অবশিষ্ঠ অংশ পানির উপরে আছে যার দৈর্ঘ্য ২ মিটায়।
(ক) মাটিতে ও পানিতে কত অংশ আছে? ২
(খ) লাঠির মােট দৈর্ঘ্য কত? ৩
(গ) লাঠির পানিতে থাকা অংশের দৈর্ঘ্য কত? ৩

৭. একটি শ্রেণিকক্ষের দৈর্ঘ্য ১০.৫ মিটার এবং প্রস্থ ৭.৫ মিটার।
(ক) কক্ষটির ক্ষেত্রফল কত বর্গমিটার? ৪
(খ) যদি কক্ষটির দৈর্ঘ্য ৯.৫ মিটার হয়, তবে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? ৪

অথবা,
মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ।
(ক) মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ? ২
(খ) মা ও পুত্রের বয়স কত? ৩
(গ) ৬ বছর পর মা ও পুত্রের বয়স কত হবে? ৩

৮. নিচের যেকোনাে দুইটি প্রশ্নের উত্তর লেখ: (৩ + ৩) x ২=১২
(ক) একটি আয়তের ভূমি ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৪ সেন্টিমিটার ।
(১) আয়তটি অংকন করাে।
(২) অংকিত আয়তের ৩টি বৈশিষ্ট্য লেখো।

(খ) একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৩০ মিলিমিটার।
(১) রম্বসটি অংকন করাে।
(২) অংকিত রম্বসের ৩টি বৈশিষ্ট্য লেখাে ।

(গ) একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার।
(১) বর্গটি অংকন করাে।
(২) অংকিত বর্গের ৩টি বৈশিষ্ট্য লেখাে।

৯. একজন শিক্ষক ৬০টি পেনসিল এবং ৩৬ টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনাে অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান।
ক) সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলাে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? ৪
খ) প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে খাতা ও পেনসিল পাবে? ৪

অথবা,
রায়দা প্রথম দিনে একটি বইয়ের ১/৩অংশ, দ্বিতীয় দিনে ১/৪ অংশ এবং তৃতীয় দিনে১/১২ অংশ পড়ল।
(ক) সে তিন দিনে বইয়ের মােট কত অংশ পড়ল?২
(খ) বইয়ের কত অংশ পড়া বাকি রইল? ৩
(গ) সে প্রথম দিনের চেয়ে তৃতীয় দিনে কত অংশ কম পড়ল? ৩

১০. এক কুড়ি ডিমের দাম ১৬০ টাকা। মলি ০.৮ কুড়ি
এবং জলি ০.৫ কুড়ি ডিম কিনল।
(ক) কে কতটি ডিম কিনল? ২
(খ) মলি কত টাকার ডিম কিনল? ২

অথবা,
আমিন সাহেব বাজার থেকে ৩/৪ কেজি আলু, ৫/৪ কেজি ডাল ক্রয় করলেন।
(ক) তিনি মােট কত কেজি দ্রব্য ক্রয় করলেন? ২
(খ) তিনি আলু অপেক্ষা ডাল কত কেজি বেশি ক্রয় করলেন? ২

১১. ক প্যাকেট বিস্কুট এবং ১ বােতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুট এর মূল্য ১৮ টাকা এবং ১ বােতল পানীয়ের মূল্য ১২ টাকা:
২+৩+৩=৮
(ক) ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখ।
(খ) খ এর মান নির্ণয় কর যখন ক = ১০
(গ) ক এর মান নির্ণয় কর যখন খ = ১২০

অথবা,
জাহিদ একটি বৃত্তের ১/৩ অংশ লাল, ১/২ অংশ সবুজ এবং ১/৮ অংশ হলুদ রং করল।
(ক) সে মােট কত অংশ সবুজ ও হলুদ রং করল? ২
(খ) সে বৃত্তের মােট কত অংশ লাল ও হলুদ রং করল? ২
(গ) সে বৃত্তের কত অংশ রং করা বাকি রাখল ? ৪

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darbost news.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share