গোলাপগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • গোলাপগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক

গোলাপগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক গোলাপগঞ্জ, সিলেট

জাকারিয়া আহমদ পাপলু ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত গোলপপগঞ্জ পৌরসভায় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে নবগঠিত এই পৌর...
25/01/2021

জাকারিয়া আহমদ পাপলু ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত গোলপপগঞ্জ পৌরসভায় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে নবগঠিত এই পৌরসভায় শুধু মাত্র একটি গেজেট ছাড়া কিছুই ছিলনা, সেখানে জাকারিয়া পাপলুর ঐকান্তিক প্রচেষ্টায় শূণ্য থেকে শিখরে পৌছেছে এক যুগেরও কম সময়ে, হয়েছে সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত।

প্রতিটি ওয়ার্ডের নজীরবিহীন উন্নয়নের মধ্য থেকে কিছু উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র স্মরন করিয়ে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।

৩০ তারিখের নির্বাচনে আপনার ভোটটি হোক উন্নয়নের পক্ষে।

৩০ তারিখ সারাদিন, পাপলু ভাইকে মোবাইল ফোন মার্কায় ভোট দিন।

নতুন প্রজ্ঞাপন .....................জরুরী সেবা প্রদানকারী সংস্থা হিসাবে কেবল অপারেটর ৭ মে থেকে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি...
11/05/2020

নতুন প্রজ্ঞাপন .....................
জরুরী সেবা প্রদানকারী সংস্থা হিসাবে কেবল অপারেটর ৭ মে থেকে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটির বাইরে থাকবে

13/04/2020

কেবল টিভি পরিসেবাকে অবশ্যই জরুরী পরিসেবা হিসাবে বিবেচনা করা উচিত

11/04/2020
18/01/2020

সুহৃদ,
আসসালামুআলাইকুম।
আজ বাদ মাগরিব গোলাপগঞ্জ নূর ম্যানশনের নিচতলায় "উনান ফুড লাউঞ্জের" শুভ উদ্ভোধন উপলক্ষে মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ শরীফে আপনি স্ববান্ধবে আমন্ত্রিত।

15/02/2019

ভালো লাগার গান

মনে পড়ে
26/01/2019

মনে পড়ে

বাঙ্গালীর_বুদ্ধি_বলে_কথা |বাঙ্গালি বাবু মিঠুন মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে ৫০,০০০ টাকা Loan চাইলেন। Ban...
04/09/2018

বাঙ্গালীর_বুদ্ধি_বলে_কথা |

বাঙ্গালি বাবু মিঠুন মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে ৫০,০০০ টাকা Loan চাইলেন। Bank Manager গ্যারান্টি চাইল। বাঙ্গালি বাবু ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নিজের BMW গাড়িটি দেখিয়ে বললেন: ওটি গ্যারান্টি রাখতে পারেন। Bank Manager গাড়ীর কাগজপত্র দেখে বাঙ্গালি বাবুকে ৫০,০০০ টাকা Loan দিতে রাজি হলেন।
বাঙ্গালি বাবু ৫০,০০০ টাকা নিয়ে চলে গেলেন।
এক কোটি টাকার গাড়ী মাত্র ৫০,০০০ টাকায় বন্ধক রেখে যাওয়াতে ব্যাংকের কর্মচারীরা ঐ বাঙ্গালির বোকামিতে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন।

দুই মাস বাদে, বাঙ্গালি বাবু ব্যাংকে এসে নিজের গাড়ী ফেরত চাইলেন এবং ৫০,০০০ মূল আর ১২৫০ টাকা সুদ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিলেন ।

ম্যানেজার থাকতে না পেরে জিগ্যেস করলেন,
"Sir, কোটিপতি হয়েও মাত্র ৫০,০০০ টাকার জন্য নিজের BMW গাড়ী কেন বন্ধক রাখতে হলো একটু বলবেন। বাঙ্গালি বাবু বললেন: দেখুন, আমার দুই মাসের জন্য আমেরিকা যাওয়ার দরকার ছিল। কলকাতা থেকে মুম্বাই এসে গাড়ি Parking করা নিয়ে সমস্যায় পড়েছিলাম। Parking ওয়ালারা দুই মাসের জন্য ১০,০০০ টাকা চাইছিল। আপনার এখানে মাত্র ১,২৫০ টাকায় আমার কাজ হয়ে গেল। গাড়িটাও Secured থাকল। তাছাড়া আপনি ৫০,০০০ টাকাও দিলেন খরচ করার জন্য। ধন্যবাদ।
ম্যানেজার বেহূঁশ।

গোলাপগঞ্জ রুবিনা রেষ্টোরেন্টের সত্ত্বাধিকারী মোঃ কুনু মিয়া সাহেব আজ দুপুর (৩-১৫) মিনিটের সময় সিলেটের একটি হাসপাতালে ইন্ত...
04/05/2018

গোলাপগঞ্জ রুবিনা রেষ্টোরেন্টের সত্ত্বাধিকারী মোঃ কুনু মিয়া সাহেব আজ দুপুর (৩-১৫) মিনিটের সময় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন
(ইন্নানিল্লাহী.......রাজিউন)। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

সাবধান! এই ফাঁদে পা দিবেন না!!------------------------------------------------আপনারা রাতে যারা গাড়ি চালান এবং হঠাৎ যদি ...
29/09/2017

সাবধান! এই ফাঁদে পা দিবেন না!!
------------------------------------------------
আপনারা রাতে যারা গাড়ি চালান এবং হঠাৎ যদি দেখেন আপনার সামনের কাঁচের উপর কেউ ডিম ছুড়ে মেরেছে, দয়া করে গাড়ি থামিয়ে দেখতে যাবেন না কিংবা ওয়াইপার দিয়ে পরিস্কার করতে যাবেন না। পানি স্প্রে করে ওয়াইপার দিয়ে একদমই পরিস্কার করতে যাবেন না।

ডিম মিশ্রিত পানি দিয়ে পরিস্কার করতে গেলে অনেকটা দুধের মত ঘোলাটে হয়ে কাচের উপর আটকে যায়, এতে সামনে কিছু দেখার সম্ভাবনা ৯২.৫% শতাংশ নস্ট হয়ে যায়, এতে সামনে রাস্তার পাশে আপনি গাড়ি থামাতে বাধ্য হবেন।

ফলাফল হলো, যারা ছিনতাই করতে ডিম ছুড়ে মেরেছিলো, তাদের দলের লোক সামনে ওঁত পেতে বসে আছে, আপনার জীবননাশের হুমকি রয়েছে। এই টেকনিক কিছু গ্যাং শুরু করেছে।

আপনার বন্ধু, আত্মীয়স্বজন (এমনকি শত্রু) এবং বিশেষ করে আপনার ড্রাইভারকে জানিয়ে রাখুন যেনো এই ফাঁদে পা না দেয়। (সংগৃহীত)

জনস্বার্থে: 'হ্যালো'

16/09/2017

বিয়ার পরে জামাই-বৌয়ের আলাফ
(ময়মনসিংহ ভাষায়)
বৌঃ আফনে বিড়ি কাইন? .
জামাইঃ বিড়ি না, সিগারেটকাই।
ক্যারে?
বৌঃ দিনে কয়ডা কাইন?
জামাইঃ ৫ ডা... .
বৌঃ ফত্যেক্টার দাম কত?
জামাইঃ নয় টেহা
বৌঃ কতদিন যাবত কাইতাসুইন? .
জামাইঃ ১৫ বছর
বৌঃ তাইলে দেহুইন,আফনে দিনে
৫ডা
খাইন,মাসে ১৫০ডা, ফত্যেক মাসে
খরচলাগে
১ হাজার ৩৫০ টেহা, আর বসরে ১৬
হাজার ২০০ টেহা, টিক কইসি?
জামাইঃহ, কতা সইত্য।
বৌঃ এক বসরে যদি ১৬ হাজার
২০০ খরস করুইন
তাইলে গত ১৫বসরে গ্যাসে ২ লাক ৪৩
হাজার টেহা, টিক কইলাম?
জামাইঃ হ...
বৌঃ তাইলে আফনে ছিন্তা
হইরাদেহুইনযে, গত
১৫ বছরে যদি এই টেহাডি ব্যাংকও
জমাইতাইন তাইলে সুদ সহ যে টেকা
পাইতাইন হেইডা দিয়া অতদিনে
একটা
গাড়িনা অওক,
মডরসাইকেল অইলেওতো কিন্তাইন
ফারতাইন,
নাহি! .
জামাইবেডা অতক্কনে মতিগতি
সুবিদারনা
বুইজ্জা জিগাইলো...
জামাইঃ বৌ,তুমি বিড়ি কাওনি?
বৌঃ কিতা যে কইন,আমি এইতা
কাইতামক্যারে?
স্বামীঃ তাইলেতো
বালাই,তোমার
গাড়িডা তাইলে আমারে দেও,আমি
ছালায়া দেহি!!!
লুলু লুলু ?

12/09/2017
04/06/2017

বল্টু এফএম রেডিও
স্টেশনে কল করল:
"হ্যালো,
এটা কী এফএম
৮৯.২ ??"
RJ : জি, বলুন
বল্টু : আমার
কথা কী পুরা শহরে শোনা
যাচ্ছে ?
RJ : হ্যাঁ, সবাই
শুনতে পাচ্ছে বলুন
বল্টু : তারমানে আমার
বোন
যে রেডিও
শুনছে, সেও
শুনতে পাচ্ছে ?
RJ : (রাগতস্বরে)
আরে বেকুব হ্যাঁ
বল্টু : হ্যালো পিংকি,
যদি আমার
কথা শুনতে পাস
তাহলে জলদি পানির
মোটর চালু
কর
আমি টয়লেটে বইসা আছি আর
পানি শেষ
তোর নাম্বারটাও বন্ধ
জলদি কর

02/06/2017

হীরা সকলের জন্য না কারন সবাই হীরার মূল্য দিতে পারে না,যে দিতে জানে সেই বুঝে সেইটা কত দামী জিনিস। আপনি শুধু ভালোবাসা দিয়ে আপনার প্রিয়জনের পাশে থাকুন,দেখবেন সে আপনার জন্য পুরা পৃথিবীর সাথে যুদ্ধ করতেও দ্বিধা করবে না। আর ভুল মানুষকেই যখন এতো ভালোবাসতে পারেন তবে সঠিক মানুষকে কেনো নয়। পরিশেষে একটাই কথা সত্যিকার ভালোবাসা খুঁজুন, চিনুন,জানুন এবং পেলে তার সঠিক মর্যাদা করুন।

01/06/2017

হাজারো দোষ করেও আমরা নিজেকে ভালবাসি। অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃনা করতে আমরা দ্বিধা করিনা।

27/04/2017
প্রথম comp boyzz নাইট মিনি ফুটবল টুনামেনট 2017 এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।
13/03/2017

প্রথম comp boyzz নাইট মিনি ফুটবল টুনামেনট 2017 এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।

স্হান পরিবর্তন রাণী কুটির এখন ওয়াহাব প্লাজা ২য় তলায়
08/03/2017

স্হান পরিবর্তন রাণী কুটির এখন ওয়াহাব প্লাজা ২য় তলায়

শিক্ষা শান্তি প্রগতি সেবা পৌছিয়ে দিতে  গোলাপগঞ্জ বাজারে নুর ম্যানশনে   দ্বিতীয় তলায় অবস্থিত জাতীয় যুব উন্নয়নের অধিদপ্তরে...
06/03/2017

শিক্ষা শান্তি প্রগতি সেবা পৌছিয়ে দিতে
গোলাপগঞ্জ বাজারে নুর ম্যানশনে দ্বিতীয় তলায় অবস্থিত জাতীয় যুব উন্নয়নের অধিদপ্তরে সুপ্রতিষ্ঠ প্রতিষ্ঠান।
জাতীয় যুব উন্নয়ন কর্মসংস্থান ও কম্পিউটার এন্ড ইংলিশ স্পোকিং সেন্টার।
তথ্য প্রযুক্তির আধুনিক যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই।
এখানে মানসম্মত ও দক্ষ শিক্ষক মন্ডলির দারা পরিচালিত কম্পিউটারের হার্ড ওয়ার সফটওয়ার প্রিন্টিং ডিজাইনিং গ্রাফিক্স প্রোগ্রামিং ওয়েব ডিজাইনিং ওয়েব ডেবোলাপ আউটসোর্সিং সিও ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার অফিস এপ্লিকেশন সহ যাবতীয় সকল কোর্সের গুরুত্ব সহকারে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।

এছাড়া বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিতে নিজেকে সুপ্রতিষ্ঠ করতে ইংরেজী শিক্ষার গুরুত্ব অপরিসম।

সেই কথা চিন্তা করে প্রস্তাবিত প্রতিষ্ঠানটি দক্ষ শিক্ষকগন দারা ইংলিশ স্পোকিং কোর্সের পরিচালিত হচ্ছে।

ছাত্রছাত্রীগনে ভবিষ্যৎ কেরিয়ার গড়তে নিজকে সুপ্রতিষ্ঠিত নাগরিক হিসেবে পরিচয় দিতে।

সকল প্রকার কোর্স শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে ছাত্রছাত্রীর বৃন্দের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত প্রতিষ্ঠানটি দশ বছর থেকে এযাবৎ নিরলস পরিশ্রমের মধ্যদিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের হাতে গড়া হাজার হাজার ছাত্রছাত্রী আজেকের বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে চলছে

গোলাপগঞ্জের মধ্যে সর্বজন গৃহীত অতি পরিচিত সুপ্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

শুধু বাণিজ্যিক লক্ষ নয় বিশ্বস্ততা প্রতিষ্টানের সুনাম অক্ষুণ্ণ রাখার কথা চিন্তা মাথায় রেখে খুবি যত্ন সহকারে প্রশিক্ষণ দিতে অঙ্গীকারবদ্ধ।

তাই আর দেরি না করে আজই চলে আসুন আপার সু পরিচিত নির্ণয়যোগ্য প্রতিষ্ঠান জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গোলাপগঞ্জে যোগাযোগ করুন
আমারা আপনাকে প্রতিষ্ঠিত করতে বদ্ধ পরিকর।

আর জ্বালা সহেনা গো সরলা / শাহ আব্দুল করিমআমি তুমি দুজন ছিলামএখন আমি একেলাআর জালা, আর জ্বালা সহেনা গো সরলাদুনিয়া কঠিনও ত...
21/11/2016

আর জ্বালা সহেনা গো সরলা / শাহ আব্দুল করিম

আমি তুমি দুজন ছিলাম
এখন আমি একেলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
দুনিয়া কঠিনও তাই
দুঃখ কইবার জায়গা নাই
মনের দুঃখ কারে জানাই বসে কাঁদি নিরালা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
দুঃখে আমার জীবন গড়া
সইলাম দুঃখ জনমভরা
হইলাম আমি সর্বহারা এখন যে আর নাই বেলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আর কতো সয় কোমল মনে
আর কতকাল ঘুরবো বনে গো
আর কতদিন দুই নয়নে বহাবো নদী-নালা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
তুমি চলে গেলে দূরে
প্রাণ-পাখি যাইতে চায় উড়ে গো
যে পাখিরে জনমভরে খাওয়াইলাম দুধ-কলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
বলে করিম দীনহীনে
কতো কথা উঠে মনে গো
তুমি বিনে এ ভুবনে ভাঙ্গিল ভবের খেলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আমি তুমি দুজন ছিলাম
এখন আমি একেলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা

সুস্থ মস্তিস্কে পাগলকে বোঝা যাবে না; পাগল বুঝতে হলে পাগল হতে হবে।
19/08/2016

সুস্থ মস্তিস্কে পাগলকে বোঝা যাবে না;
পাগল বুঝতে হলে পাগল হতে হবে।

Address

Golapgonj
Sylhet
3160

Telephone

01716243492

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোলাপগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গোলাপগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক:

Videos

Share

Category