Sylhet Engineering College Timeline

Sylhet Engineering College Timeline Trolls and MeMe posting...............!

৭/১২/২৪ তারিখটি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর জন্য একটি বিশেষ অর্জনের দিন। এদিন IUBAT আয়োজিত National Innovation Competitio...
08/12/2024

৭/১২/২৪ তারিখটি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর জন্য একটি বিশেষ অর্জনের দিন।

এদিন IUBAT আয়োজিত National Innovation Competition 2024 - Technocrats V.2 এ ইইই বিভাগের টিম "ব্যাক স্লাশ" সমস্ত প্রতিযোগীদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে।

অন্যদিকে ICPC Dhaka Regional 2024 এ Sylhet Engineering College থেকে একটি টিম সারা দেশের মধ্যে ৩৩ তম স্থান অর্জন করে।

দেশের আগামী দিনের ইঞ্জিনিয়ারদের জন্য শুভকামনা রইলো।

05/12/2024

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্য’ পাঠের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

এর অংশ হিসেবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এ সকাল ১০টায় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সম্মিলিত ভাবে শপথবাক্য পাঠ করে। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং এবং অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ , কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

05/12/2024

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হলো।

গত ৩/১২/২৪ ইং তারিখে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ১৭ তম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম এ লোগোটি উন্মোচন করা হয়। লোগোটি উন্মোচন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সম্মানিত ভাইস চ্যন্সেলর Prof. Dr. A.M. Sarwaruddin Choudhury স্যার। এ সময় সাস্ট ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীবৃন্দ হাততালি দিয়ে তাদের খুশি প্রকাশ করেন।

লোগো টি ডিজাইন করেছেন , সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ১৪ তম ব্যাচের সিভিল ডিপার্ট্মেন্ট এর শিক্ষার্থী, Mohammad Ponir Sarker ।

উল্লেখ্য যে, এর আগে একটি নোটিশের মাধ্যমে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে লোগো ডিজাইন জমা দেওয়ার আহ্বান করা হয়। জমা হওয়া সকল লোগো এর মধ্য থেকে এই logo টি বিজয়ী হয়।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর একঝাঁক সপ্নবাজ তরুণদের অরিয়েন্টেশন সম্পন্ন।সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ১৭ তম ব্যাচ এর অরিয়েন্ট...
04/12/2024

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর একঝাঁক সপ্নবাজ তরুণদের অরিয়েন্টেশন সম্পন্ন।সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ১৭ তম ব্যাচ এর অরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ড. সরোয়ার উদ্দিন চৌধুরী। এপ্লাই সাইন্সেস স্কুলের ডিন ড. রেজা সেলিম স্যার। এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়।

নতুন সপ্নবাজ তরুণ ও ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এ বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
28/11/2024

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এ বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

25/11/2024

🟩সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০২৩-২৪ সেশনের
অরিয়েন্টেশন- ৩ ডিসেম্বর!
ক্লাস শুরু- ৪ ডিসেম্বর

সোর্স:- প্রিন্সিপাল স্যার

20/11/2024

⏩ ভর্তি আপডেট ⏪

আজকে ভর্তির জন্য ২০০ জনকে ডাকা হয়েছিল। এই ২০০ জনের মধ্যে থেকেই ১৮০ টা সিট ফিলাপ হয়ে গেছে।
আর সিট ফাঁকা নেই।

Merit: 186
Quta: 5
Total : 191

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর ২০২৪ ইং। পরবর্তী নির্দেশনা ওয়েবসাইট এ নোটিশ এর মাধ্যমে দেয়া হবে।

"Inter University Programming Contest, Sylhet Division" অংশগ্রহন করে বাজিমাত করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। উক্ত প্রোগ্র...
18/11/2024

"Inter University Programming Contest, Sylhet Division" অংশগ্রহন করে বাজিমাত করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ।

উক্ত প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহন করে ১ম রানার্স আপ পজিশন সহ ৩য় এবং চতুর্থ স্থান অধিকার করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ।


**SEC_BinaryTernary** (Rejwanul Haque, Enamul Hasan, Sabib Ahmed) 1st Runner Up .

**SEC_Lateralus** (Tanbin Hasan Ador, Saptak Roy Turja, D K Dash Utsa), 3rd Runner Up. and

**SEC_En_Passant** (Toufik Islam, Rahsan Al Saymon, Shishir) 4th Runner Up পজিশন অর্জন করেছে।

অভিনন্দন সকল টিম কে ।

যারা বলতেছেন ভাইয়া CSE ভালো নাকি EEE তাদের জন্য - দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। 🤣
14/11/2024

যারা বলতেছেন ভাইয়া CSE ভালো নাকি EEE তাদের জন্য -

দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। 🤣

২০২৩-২৪ সেশনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য সাক্ষাৎকারের সময়সূচি-সময়:২০ নভেম্বর, ২০২৪ ~ সকাল ৯.০০ টাটিলায়ঘেড়া এই ...
13/11/2024

২০২৩-২৪ সেশনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য সাক্ষাৎকারের সময়সূচি-

সময়:২০ নভেম্বর, ২০২৪ ~ সকাল ৯.০০ টা

টিলায়ঘেড়া এই সবুজ ক্যাম্পাসে নবীনদের স্বাগতম 💚

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেখা যাবে এখানে -
12/11/2024

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
দেখা যাবে এখানে -

পরিকল্পনা ও বাস্তবায়নে:  মন্ত্রিপরিষদ বিভাগ,  এটুআই,  বিসিসি,  ডিওআইসিটি ও  বেসিস।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিতশনিবার (০২ নভেম্বর ,২০২৪) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...
03/11/2024

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

শনিবার (০২ নভেম্বর ,২০২৪) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ।

পরিক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ।

পরিদর্শক দল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে পৌঁছলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান তাদেরকে স্বাগত জানান।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে ২ হাজার ১ শত ৭০ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষার উপস্থিতির হার ৬০ শতাংশ।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।

নতুন ব্যাচের জন্য শুভকামনা রইলো💚

ভর্তি-ইচ্ছুদের জন্য শেষ একবার সুযোগ দেয়া হলো!
25/09/2024

ভর্তি-ইচ্ছুদের জন্য শেষ একবার সুযোগ দেয়া হলো!

25/09/2024

২০২৩-২৪ শিক্ষাবর্ষের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Send a message to learn more

নবনিযুক্ত অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)জনাব মো: আসাদুজ্জামান স্যার সহকারী অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং)সিলেট ইঞ্জিনিয়ারিং ক...
15/09/2024

নবনিযুক্ত অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)
জনাব মো: আসাদুজ্জামান স্যার
সহকারী অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং)
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

শুভকামনা রইলো স্যারের জন্য

ছাত্র-জনতা অভ্যুত্থান ২০২৪ এর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর কিছু গ্রাফিতি!!  ⚔️
27/08/2024

ছাত্র-জনতা অভ্যুত্থান ২০২৪ এর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর কিছু গ্রাফিতি!! ⚔️

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হলো।
25/08/2024

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হলো।

আগামী ১৩ তারিখের ভর্তি পরীক্ষা postponed করা হয়েছে এক্সাম হবে না।  ডেট পরে জানানো হবে।
09/07/2024

আগামী ১৩ তারিখের ভর্তি পরীক্ষা postponed করা হয়েছে এক্সাম হবে না। ডেট পরে জানানো হবে।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Engineering College Timeline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Broadcasting & media production in Sylhet

Show All