দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্য’ পাঠের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।
এর অংশ হিসেবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এ সকাল ১০টায় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সম্মিলিত ভাবে শপথবাক্য পাঠ করে। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং এবং অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ , কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হলো।
গত ৩/১২/২৪ ইং তারিখে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ১৭ তম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম এ লোগোটি উন্মোচন করা হয়। লোগোটি উন্মোচন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সম্মানিত ভাইস চ্যন্সেলর Prof. Dr. A.M. Sarwaruddin Choudhury স্যার। এ সময় সাস্ট ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীবৃন্দ হাততালি দিয়ে তাদের খুশি প্রকাশ করেন।
লোগো টি ডিজাইন করেছেন , সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ১৪ তম ব্যাচের সিভিল ডিপার্ট্মেন্ট এর শিক্ষার্থী, Mohammad Ponir Sarker ।
উল্লেখ্য যে, এর আগে একটি নোটিশের মাধ্যমে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে লোগো ডিজাইন জমা দেওয়ার আহ্বান করা হয়। জমা হওয়া সকল লোগো এর মধ্য থেকে এই logo টি বিজয়ী হয়।
ইমিডিয়েট সিনিয়র এর পকেট কাটছি! 😆
cutest brother of the day.