Maruf Ahmed ch 01

Maruf Ahmed ch 01 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruf Ahmed ch 01, Digital creator, Sylhet.

হিরোলমদ্রনাথ ঠাকুর
18/01/2024

হিরোলমদ্রনাথ ঠাকুর

এই গাছ টা সেল দিয়া হবে কারু লাগলে ইনবক্স 🍁🌸@followerseLeo MessieLeo Messi
12/01/2024

এই গাছ টা সেল দিয়া হবে কারু লাগলে ইনবক্স 🍁🌸

@followerseLeo MessieLeo Messi

10/01/2024

প্রিয়
তোমার মাঝে অনন্য এক মায়া যে কিভাবে আমার মতো একজন চঞ্চল ব্যক্তিকে নিশ্চুপ করে দেয় তা তোমাকে দেখার আগে বুঝিনি। মনে হয় আমি পৃথিবীতে নতুন এসেছি, আর এসেই তোমাকে হঠাৎ করে দেখেছি আর অদ্ভুত মায়ায় আটকে গেছি তা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি দেখতে এতোটাই সুন্দর যে তোমার দিকে তাকালে স্মৃতি হারানোর মতো অনুভূতি হয় আমার । তোমার চোখ এতোটাই মায়াবী যে তোমার চোখে চোখ পরলে মনে হয় ঝড়নার পাশে দাঁড়িয়ে শীতল হাওয়া গ্রহণ করছি, এবং তোমার হাসিও এতটাই সুন্দর যে সেটা হলো হৃদয় জুড়ানো একেবারে হৃদয়ে স্পর্শ করে আমার।
এই মায়ায় পড়ে এতটাই নিশ্চুপ হয়ে গিয়েছি যে মনের ভাবটা তোমায় বলার মতো সাহস পাচ্ছি না, প্রিয়,???

মারুফ আহমেদ

Leo Messi #আবেগ

বুঝলে প্রিয়, মনটা না একদমই ভালো যাচ্ছে না। জানি না কী হইছে। কেনই বা এতো ভালো না থাকার অভিযোগ। কেন রাতের ঘুম পালিয়েছে শেষ...
09/01/2024

বুঝলে প্রিয়,
মনটা না একদমই ভালো যাচ্ছে না। জানি না কী হইছে। কেনই বা এতো ভালো না থাকার অভিযোগ। কেন রাতের ঘুম পালিয়েছে শেষ রাতে, কেন দুঃস্বপ্ন আসে রোজ অন্ধকারের ট্রেনে চেপে। যার শেষ গন্তব্য হয় আমারই মস্তিষ্কে! জানি না কিছু। বুঝেও উঠতে পারছি না ঠিক।

হাতে অসংখ্য কাজের চাপ। কিন্তু হাত চলছে না কিছুতেই। কতো কিছু রাতে সাজিয়ে রাখি সকালে করবো বলে। কিন্তু রাতে অন্ধকারের ট্রেনে চেপে আসা দুঃস্বপ্ন সবকিছু উল্টেপাল্টে দেয়। তাই শেষমেষ করাও হয় না কিছু আর। কাজগুলো অযত্নেই পড়ে থাকে।

অযত্নের কথা আর কি বলবো, বলো? আয়নার সামনে দাঁড়াতে ভয় হয় যে ভীষণ। উজ্জ্বলতা কেমন যেন মলিন হয়ে গেছে। কপালে জমেছে দুশ্চিন্তার ভাঁজ। ইদানীং ওদের সংখ্যা বেড়েছে কিছুটা।
যে আমি এক সময় গর্ব করে বলতাম, আমার চোখের নিচে কালো দাগ পড়ে নি কখনো। সেই আমারই চোখের দিকে আমি এখন আর তাকাতে পারি না।

তুমি বিশ্বাস করো, এই যে বছর তিনেক পরে হঠাৎ করে আমায় যদি তুমি দেখো, তবে তোমার মস্তিষ্ক আমায় চিনতে দেরি করবে কয়েক সেকেন্ড। তুমি অবাক চোখে তাকিয়ে থেকে আফসোসের স্বরে হয়তো বলেই ফেলবে, “এ তোমার কী হাল হয়েছে।” আমি হয়তো মুচকি হেসে এড়িয়ে যাবো সবটা। মানুষ যে তার নিজস্ব দুঃখ নিয়ে আলাপ পছন্দ করে না।
আমরাও তারপর অন্য প্রসঙ্গে ডুব দিয়ে বলবো, অন্য কারো ক্ষতের গপ্প কিংবা তোমার সংসার জীবন। আর আমি? আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তোমায় কিচ্ছুটি জানতে না দেওয়ায়, জয়ের হাসি হাসবো।

তবে চমৎকার ব্যাপার হচ্ছে, এই গোলাকার পৃথিবীতে আমাদের কখনো কথা তো দূর দেখাও হবে না। আমরা দু'জন যে দুই মেরুর মানুষ, আমাদের একে অপরকে মনে করাও মানা। ভীষণ রকম অপরাধ!

~নাবিলা তাসনিম

27/12/2023

it's working try please

14/08/2023

11/08/2023

মেসি একটা আবেগের নাম
Leo Messi

02/08/2023

.💞💞💕❣️













Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Ahmed ch 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share