Channel J TV

Channel J TV জনতার কথা, সততার কথা।
Entertainment_travelling_news_review_songs_drama.

12/10/2023
আলহামদুলিল্লাহ । আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় পবিত্র হজ্বের সকল আনুষ্ঠানিকতা শেষ করে ০৪ জুলাই ২০২৩ লন্ডনে ...
07/07/2023

আলহামদুলিল্লাহ ।

আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় পবিত্র হজ্বের সকল আনুষ্ঠানিকতা শেষ করে ০৪ জুলাই ২০২৩ লন্ডনে আসছি ।

‘হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশা করছি এবং আপনার অসুন্তুষ্টি ও জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি।’

আপনাদের দোয়া একান্তকাম্য ।

আবু সাদাত মোঃ সোহেল
লন্ডন
০৭ জুলাই ২০২৩ ।

আপনার শিশুকে কখন কখন টিকা দিতে হবে এই তালিকা থেকে জেনে রাখুন। ছবিটা সেইভ করে রাখুন।
15/12/2022

আপনার শিশুকে কখন কখন টিকা দিতে হবে এই তালিকা থেকে জেনে রাখুন। ছবিটা সেইভ করে রাখুন।

24/07/2022

এবার সিলেট নগরীতে কার্যক্রম শুরু হচ্ছে ওয়াসার। গত মার্চে প্রজ্ঞাপন জারির পর চলছে বোর্ড গঠনসহ নিয়োগ প্রক্রিয়া। সিটি করপোরেশন এলাকাগুলোর মধ্যে এটি পঞ্চম। সংস্থাটির কার্যক্রমের মাধ্যমে পানি সমস্যার সমাধানের আশা করছেন নগরবাসী।

বিএনপিকে ভোটে আনতে আমেরিকার সহায়তা চাইল পররাষ্ট্রমন্ত্রী।
05/04/2022

বিএনপিকে ভোটে আনতে আমেরিকার সহায়তা চাইল পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকে...

https://youtu.be/oAVlfGlrrJw
23/06/2021

https://youtu.be/oAVlfGlrrJw

বাংলাদেশের বৃহত্তম কিডস জোন সিলেটে।(indoor amusement park)heaven sylhetR.B complex (7th floor). east zindabazar,sylhet-3100. phone: 0821717199 Facebook : ht...

11/06/2021

ইন্না-লিল্লাহ হি ও ইন্নাইলাহি রাজিউন

জৈন্তা বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম রশীদ হেলালী এবং বর্তমান সম্পাদক ফারুক আহমদের মাতা, ব্রিগেডিয়ার এম আর মজুমদার বিদ্যানিকেতনের ভূমিদাতা এবং জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের দাতা জহুরা বেগম আজ শুক্রবার বেলা ১১টায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ আছর জৈন্তাপুর উপজেলার বন্দরহাটি শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

09/06/2021

আব্দুর রহিম (হেড স্যার) স্মৃতি পরিষদের উদ্যোগে দেশে বিদেশে অবস্থানরত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্র- ছাত্রীদের নিয়ে স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরন ও আলোচনা সভার আয়োজন করেছে ।

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।সম্মানিত ভাইয়েরা,আব্দুর রহিম (হেড স্যার) স্মৃতি পরিষদের উদ্যোগে দেশে বিদেশে অবস্থানর...
08/06/2021

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ভাইয়েরা,
আব্দুর রহিম (হেড স্যার) স্মৃতি পরিষদের উদ্যোগে দেশে বিদেশে অবস্থানরত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্র- ছাত্রীদের নিয়ে স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক
স্মরণ ও আলোচনা সভার আয়োজন করেছে ।
উক্ত সভা আগামী ০৯ জুন ২০২১ বুধবার, বাংলাদেশ সময় রাত ১০.০০ ঘটিকায় অনলাইনে জুম এ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
Topic: “ আমাদের হেড স্যার” পর্ব - ৩
Time: Jun 9, 2021 05:00 PM London
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89447627525...
Meeting ID: 894 4762 7525
Passcode: 074875
যথাসময়ে এই মহতি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি।
বিঃদ্রঃ এই মেসেজটি দেশে ও প্রবাসে অবস্থানরত সকল ছাত্র - ছাত্রীদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
অনুরোধক্রমে
আবু সাদাত মো: সোহেল ।
আব্দুর রহিম (হেড স্যার) স্মৃতি পরিষদ ।
জৈন্তাপুর, সিলেট

15/03/2021

"কোভিড পরিস্থিতির পরিবর্তন হয়েছে |
মাস দুয়েক একটু শ্বাস ফেলার সুযোগ পেয়েছিলাম |
কখনো একটা বেডও খালি রাখতে না পারলেও রোগিদের ওয়ার্ডে শিফট করা যাচ্ছিল |
মৃত্যুহার অনেক কম ছিল |
এক সপ্তাহের মাঝে পরিস্থিতি পাল্টে গেছে |
আক্ষরিকভাবে রোগিদের বাঁচিয়ে রাখতে আমরা এখন যুদ্ধ করছি এবং হেরে যাচ্ছি | বারবার |
এই পরিবর্তন আমরা আমাদের চোখের সামনে ঘটতে দেখছি |
আমাদের কথায় আপনারা বিরক্ত হন জানি|
কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা বারবার বলে যাই |
কেউ না শুনলেও, সবাই মুচকি হাসলেও আমাদের বলে যেতে হবে |
একটুখানি শ্বাস বুকের ভিতরে নেওয়ার জন্য মানুষের তীব্র কষ্টটা আপনারা কেউ পাশে দাঁড়িয়ে দেখেন না, শেষ সময়ের কষ্টটা কি তীব্র!
আমার তেমন কোন শত্রু নেই, থাকলেও আমি তার এমন মৃত্যু চাইতাম না |
এর বিস্তার বাইরে থেকে তেমন বোঝা যায়না |
যেই পরিবারের কেউ এর মাঝ দিয়ে যায় শুধু তারা জানেন |
হয়তো আমরা আরেকটি ওয়েভের শুরুর পথে |
এই সময়ে রোগিরা দ্রুত খারাপ হচ্ছেন |
মনে রাখবেন, এখনো কোভিডের কোন চিকিৎসা পৃথিবীর বিজ্ঞানীদের হাতে নেই। তাই এর প্রতিরোধই একমাত্র পথ |
আমাদের ফোন আবার ব্যাস্ত হয়ে গেছে চেনা অচেনা মানুষের কলে |
খুব কষ্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিছু করার থাকেনা।
বিশ্বাস করুন, আমাদের একমাত্র চাওয়া সবাই ভালো থাকুন |
কার্ভের শুরুতে যদি এই অবস্থা থাকে তবে এর পিকে আমরাই বা কেমন থাকবো |
অনুরোধ জানাই বিনয়ের সাথে:
১. সকল সামাজিক জমায়েত থেকে অসামাজিকভাবে দূরে থাকুন।
২. পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিরাপদ রাখুন। (তবে এটাও মনে রাখবেন এবার আমরা প্রচুর তরুন রোগিও পাচ্ছি।)
৩. গত বছর মার্চ মাসে যে সকল সাবধানতা পালন করেছিলেন সেগুলোই একইভাবে পালন করুন, রিলিজিয়াসলী।
৪. মাস্ক নিজে পড়ুন, অন্যকে পড়তে বাধ্য করুন। প্রয়োজনে সীন ক্রিয়েট করুন।
৫. হাত সাবান দিয়ে বারবার ধুয়ে নিন। না পারলে স্যানিটাইজ করুন।
৬. অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া একদম বন্ধ করে দিন, এই মুহুর্ত থেকে।
৭. বিপদে মাথা ঠান্ডা রাখতে হয় |
(Written by - Dr. Shahjad Hossain Masum, ICU Head, Kurmitola General Hospital)

03/03/2021
24/02/2021

কোভিডের কারণে নিউজিল্যান্ড সফরে কঠোর নিয়ম মেনে চলতে হবে বাংলাদেশকে। ১৪ দিনের কোয়ারেন্টাইনের প্রথম ৭ দিন থাকতে হবে পুরোপুরি আইসোলেশনে। শৌচাগার সহ রুম সবই পরিষ্কার করতে হবে তামিম-মুশফিকদের। এমন অভিজ্ঞতার সাথে মানিয়ে নেয়াই হবে বড় চ্যালেঞ্জ, বলছেন জালাল ইউনুস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জীবনের শেষ ধাপের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন ওরা ৬ জন,, স্বপ্ন ছিলো নিজের, ছিলো মা বাবার, সেই সাথে ...
11/02/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জীবনের শেষ ধাপের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন ওরা ৬ জন,,
স্বপ্ন ছিলো নিজের, ছিলো মা বাবার, সেই সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও স্বপ্ন দেখছিলেন হয়তো এরাও একদিন বড় অফিসার হয়ে পরিবার বা এলাকার সুনাম বাড়াবে।
তাদের সাথে যারা শেষ বারের মত পরীক্ষা দিছে তারাও হয়তো ভাবেনি এটাই এদের শেষ দেখা।
স্বপ্ন সব শেষ!
মা বাবার কোলে ছেলে সন্তান ফিরে আসলো, আদরের বোনের কাছে ফিরে আসলো ভাই।
প্রতিবেশিদের কাছেও ফিরে আসলো তাদের প্রিয়জন।
বন্ধু বান্ধব ফিরে পেলো তাদের প্রিয় বন্ধুকে।
তবে হ্যা, সেটা পেলো লাশ।
এদের পরীক্ষার রেজাল্ট আসবে, গ্রাজুয়েট শেষ হবে।
কিন্ত ভোগ করা আর হলো না।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার নামক স্থানে কালকে সড়ক দূর্ঘটনায় যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে ছয়জন ছিলো ছাত্র😓😓😓
শোক সন্ত্রস্ত পরিবারকে শান্তনা দেয়ার ভাষা নেই, তবে মহান আল্লাহ পাক যেনো পরিবার গুলোকে শোক ও ধৈর্য ধরার তৌফিক দান করেন আমীন.

সিলেট চেম্বার অব কমার্স এর উদ্দ্যোগে হোটেল নির্ভানা ইনন এর মাঠে এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন-2021 এর প্রস্তুতিপর্ব।।আ...
28/01/2021

সিলেট চেম্বার অব কমার্স এর উদ্দ্যোগে হোটেল নির্ভানা ইনন এর মাঠে এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন-2021 এর প্রস্তুতিপর্ব।।
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে "এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন ২০২১"
উক্ত সম্মেলনে বিশাল এক মেলার আয়োজন করা হয়েছে।মেলায় থাকবে বিভিন্ন নারী উদ্যোক্তাদের বিচিত্র সব পণ্য যার মধ্যে দেশী-বিদেশী কাপড়, জুতা,জুয়েলারী,দেশীয় বিভিন্ন পণ্য,গাছপালা সহ ঘর সাজানোর নানান রকমের তৈজসপত্র😍😍
আর থাকবে ঘরে তৈরী বিভিন্ন ধরনের শীতের পিঠাপায়েশ😋😋
মেলা চলবে তিনদিন।।
তারিখঃ ২৮,২৯,৩০ জানুয়ারী ।।
সময়ঃসকাল ১০ টা থেকে রাত ৮ টা।।
স্থানঃনির্ভানা ইনন,মির্জাজাঙ্গাল,সিলেট।।

সবাই মেলা পরিদর্শন করতে আসবেন এবং নারী উদ্দ্যোক্তাদের উৎসাহ দিয়ে যাবেন। 😊😊

24/01/2021

বেশিরভাগ দেশে গাঁজাকে মাদক হিসেবে বিবেচনা করা হলেও, ভেষজ গুণের জন্য অনেক জায়গায় ব্যবহার বাড়ছে এর। থাইল্যান্ডে গাঁজা পাতার নিরাপদ ব্যবহারকে উৎসাহিত করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। গাঁজা ও মারিজুয়ানা নিয়ে গবেষণায় পথিকৃত- দেশটির এমন এক হাসপাতালের রেস্টুরেন্টেই তৈরি হচ্ছে গাঁজা পাতার তৈরি খাবার।

https://youtu.be/BY9XAK_atnU
23/01/2021

https://youtu.be/BY9XAK_atnU

বই কিনে কেউ দেউলিয়া হয় না।ঘরে বসে SPOKEN ENGLISH Munzereen Shahidfull reviewযদিও বইটা গিফট করার উদ্দেশ্যে কিনা, আমি হালকা পার্ট নিলাম এই আ.....

🎯যারা ফ্রি আছেন তারা এখান থেকে যেকোন একটি কোর্স করে নিতে পারেন !
20/01/2021

🎯যারা ফ্রি আছেন তারা এখান থেকে যেকোন একটি কোর্স করে নিতে পারেন !

19/01/2021

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নিতে যাচ্ছেন। এটি পুরোনো খবর। নতুন খবর-বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নিয়োগ পেয়েছেন একজন বাংলাদেশি-আমেরিকান। নাম জাইন সিদ্দিকী। এই খবরে আনন্দে ভাসছে জাইন সিদ্দিকীর পৈত্রিক ভিটা ময়মনসিংহের নান্দাইল এলাকার মানুষ।

18/01/2021

খিলগাঁওয়ে ২৫ বছর বয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় স্বামী আইয়ুব আলীসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন ওই ভুক্তভোগী। স্বামীর সহযোগিতায় এ গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তার। পুলিশ বলছে, তদন্ত শুরু হয়েছে; চেষ্টা চলছে আসামিদের গ্রেফতারের।

18/01/2021

ক্রিকেট যদি কোন হটকেকের নাম হয়, তাহলে ভারত-পাকিস্তান ম্যাচ সেই কেকের ওপরের ক্রিম । ২০১৯ বিশ্বকাপে সব থেকে বেশী দেখা হয়েছিল ভারত-পাকিস্তান। যার মোট ওয়াচটাইম ছিল ৩০.৪ বিলিয়ন মিনিট, এই সময়ের মধ্যে ৩১৯২ বার আপনি পৃথিবী থেকে প্লুটো তে গিয়ে ফিরেও আসতে পারবেন।

16/01/2021

একমাসের ভাড়া বাবদ বকেয়া মাত্র চার হাজার টাকা। ওই টাকা দিতে না পারায় শিশু সন্তানসহ ভাড়াটিয়াকে তিন দিন তালাবদ্ধ করে রাখেন বাড়িওয়ালা। এসময়ে ঘরের ভেতর থাকা বালতির পানিতে ডুবে মারা যান ভাড়াটিয়ার ছয় মাসের সন্তান। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় সময়মত হাসপাতালে নেয়া যায়নি শিশুটিকে; তাই মারা গেছে সে, এমন অভিযোগ পরিবারটির। মামলা করেতে না পারায় আদালতের বান্দায় ঘুরছে তারা।

16/01/2021

কলাবাগানের আনুশকা ধর্ষণ ও হত্যায় দিহান একা জড়িত নাকি আরও কেউ ছিলো তা এখনও স্পষ্ট নয়। ওই বাসার দারোয়ানের দাবি ওই দিন দিহানের সাথে অন্যকেউ ছিলো না। ভুক্তভোগীর পরিবার আরও ৩ বন্ধু থাকার দাবি করলেও, পুলিশ বলছে ভিসেরা রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

08/01/2021

নতুন বছরকে স্বাগত জানাতে সারাবিশ্ব যখন আতশবাজির উৎসবে মেতে ওঠে, তখন ইতালিতে বিপন্ন হয়েছে হাজারো অসহায় পাখির জীবন। রাজধানী রোমের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে শত শত পাখির মৃতদেহ।এই ঘটনা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আতশবাজি পোড়ানো বন্ধের দাবি উঠেছে প্রাণী অধিকার সংস্থাগুলোর তরফ থেকে।

https://youtu.be/LvYM_bO9kKMরক্তপাত ও ব্যথামুক্ত সুন্নতে খৎনা! Device cosmetic Circumcision DR.MAHADI HASSANMBBS(DU), CC...
07/01/2021

https://youtu.be/LvYM_bO9kKM
রক্তপাত ও ব্যথামুক্ত সুন্নতে খৎনা!
Device cosmetic Circumcision
DR.MAHADI HASSAN
MBBS(DU), CCD(BIRDEM),
PGT(PEDIATRIC)
EX MEDICAL OFFICER
AMZ HOSPITAL(NICU)
UNIVERSAL MEDICAL COLLEGE AND HOSPITAL (NICU)
Deputy manager
BAVS Noakhali clinic
Device cosmetic Circumcision Specialist-
Doctors Information
Host: Shaker Chowdhury
Social media Advertiser
Doctors Information
✅ Appointment Book করুন :- https://www.facebook.com/BD24.Doctors.info/
Call For Appointment Booking :01717819410

রক্তপাত ও ব্যথামুক্ত সুন্নতে খৎনা! Device cosmetic Circumcision DR.MAHADI HASSANHost: Shaker Chowdhury\ https://www.facebook.com/shaker.chowdhury/Social medi...

21/12/2020

এক নারী কর্মচারির ভয়াবহ জালিয়াতির ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রাম বন্দরে। তার প্রতারণা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। বন্দরে, কাস্টমসে, প্রধানমন্ত্রীর দফতরে চাকরি দেয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও ফলাফল দেন নিজেই, মন্ত্রীর সিল স্বাক্ষর জাল করে দেন নিয়োগপত্র। যমুনা টেলিভিশনের অনুসন্ধানের সময়, অকাট্য তথ্যপ্রমাণ দেখে নজিরবিহীনভাবে তাৎক্ষনিক এই কর্মচারিকে বরখাস্ত করে বন্দর কর্তৃপক্ষ। সঞ্জয় মল্লিকের তোলা ছবিতে হোসাইন জিয়াদের রিপোর্ট।

21/12/2020

ধর্মীয় টানাপোড়েনে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ১১ দিন ধরে পড়ে আছে এক কিশোরীর মরদেহ। আতিকুল্লাহ নামে এক যুবকের দাবি লাকিং মে তার স্ত্রী এবং মুসলিম ধর্মগ্রহন করে তাকে বিয়ে করেছে। তাই, স্ত্রীর মরদেহ মুসলিম রীতিতেই দাফন করতে চান। তবে, চাকমা সম্প্রদায়ের হওয়ায় ওই কিশোরীর বাবা সৎকার করতে চান বৌদ্ধরীতিতেই।

12/12/2020
09/12/2020

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটিতে নারী সেনাদের যৌন নিপীড়ন ও হয়রানির ভয়াবহ চিত্র পেয়েছে পেন্টাগনের তদন্ত কমিটি। অনেক নারী সেনা, ফোর্ট হুড ঘাটিতে নিপীড়িত হলেও, ব্যবস্থা নেননি কমান্ডাররা। এ অবহেলার কারণে, দুই মেজর জেনারেলসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বহিষ্কার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। কঠোর করা হচ্ছে, নিপীড়ন ঠেকানোর আইন।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Channel J TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel J TV:

Videos

Share

Category