Pktv

Pktv news & media

07/08/2022
26/05/2022

ফারজানা আক্তার মৃদুলা: সবচেয়ে ঘৃনতম আর নিঃকৃষ্ট কাজ হচ্ছে আত্মহত্যা। তা আমরা সকলেই জানি ও মানি। কিন্তু তার পরেও অ....

19/04/2021

২টি তক্ষক উদ্ধার হবিগঞ্জে

হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ গোলচত্ত্বরের সামন থেকে ২টি তক্ষক উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (১৮ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে তক্ষক দুটি উদ্ধার করে র‌্যাবের একটি দল। উদ্ধারকৃত তক্ষক ২টি র‌্যাব হবিগঞ্জ জেলার বন বিভাগীয় কর্মকর্তার কাছে জিডিমূলে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।

19/04/2021

ডা. জেনিকে ‘পাপিয়া’ বলা ওসির শাস্তি দাবি

এলিফ্যান্ট রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাঈদা শওকত জেনির গাড়ি আটকে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে যৌন ব্যবসায় জড়িত পাপিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ-এফডিএসআর।

একে চরম অবমাননাকর উল্লেখ করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এ কাইয়ুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি নারীদের সঙ্গে কথা বলবার জন্য পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ নিয়োগেরও দাবি করে তারা।

রোববার কঠোর লকডাউনের পঞ্চম দিনে বাটা সিগন্যালে ডা. জেনির গাড়ি আটকে তার পরিচয়পত্র দেখতে চান নিউমার্কেট থানার ওসি। ওই গাড়িতে এই চিকিৎসকের কর্মস্থল বঙ্গবন্ধু মেডিক্যালের স্টিকার লাগানো ছিল। তার গায়েও ছিল অ্যাপ্রোন। তবে ওসি চাপ দিতে থাকলে তর্কাতর্কি হয়।

এর এক পর্যায়ে ওসি কাইয়ুম তাকে ভুয়া ডাক্তার বলে পাপিয়ার সঙ্গে তুলনা করেন বলে কাছে অভিযোগ করেছেন ডা. জেনি।

এই চিকিৎসক একজন রেডিওলজিস্ট। রাতে রেডিওলজিস্টদের সংগঠন এফডিএসআরের বিবৃতিতে বলা হয়, ‘পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতার অভিযোগে গ্রেপ্তার করা পাপিয়ার সাথে পুলিশ ডা. জেনির তুলনা করেছে, যা একজন নারী চিকিৎসকের জন্য চরম অবমাননাকর।’

গত বছরের শুরুতে রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে গ্রেপ্তার করা হয় শামীমা নূর পাপিয়াকে যিনি যৌন ব্যবসা করতেন বলে অভিযোগ আছে।

বিবৃতিতে বলা হয়, ‘গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের প্রথম দিনেই প্রচুর সংখ্যক চিকিৎসক ডিউটিতে যাবার পথে একাধিক স্থানে পুলিশ কর্তৃক হেনস্তার শিকার হবার প্রেক্ষিতে এফডিএসআরের প্রতিবাদের মুখে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরণের হয়রানি বন্ধের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। স্বাস্থ্যসেবা অধিদপ্তরের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছিল।

‘তারপর থেকে এ ধরনের হয়রানির সংখ্যা কমলেও লকডাউনের পঞ্চম দিনে, রোববার হাসপাতাল থেকে ডিউটি শেষে ফেরার পথে এলিফ্যান্ট রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনি একদল পুলিশ কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন। ইতিমধ্যে এই ঘটনার উদ্দেশ্যপ্রণোদিতভাবেভাবে আংশিক ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।’

ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘কোভিড রোগীর চিকিৎসা শেষে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পথে পুলিশ ডা. সাঈদা শওকত জেনির গাড়ি থামিয়ে তার কাছে পরিচয়পত্র দেখতে চায়। এ সময় নিজের পরিচয় ও গাড়িতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক কর্তৃক ইস্যুকৃত মুভমেন্ট পাস, বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত স্টিকার ও বিএসএমএমইউর লোগোসহ ডাক্তারের নামাঙ্কিত অ্যাপ্রোন দেখালে সবকিছুকে ভুয়া বলে পুলিশ ডা. জেনিকে চরমভাবে উত্যক্ত করে।’

এর মাধ্যমে পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও চিকিৎসক সমাজকেও হেয় করেছে বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ ডা. জেনির কাছে অন্যায়ভাবে মুভমেন্ট পাস চেয়েছে। অথচ ডাক্তারদের মুভমেন্ট পাস লাগবে না বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

‘চিকিৎসকের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী বীর বিক্রমের কন্যার পরিচয় দেবার পরেও পুলিশ যেভাবে উদ্ধত ভাষায় কথা বলেছে, তা যুগপৎ আমাদের ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে। আমরা ভাবতেই পারি না, একজন মহিলা চিকিৎসককে এতগুলো পুরুষ পুলিশ মিলে এমন ঔদ্ধত্যের সাথে জিজ্ঞাসাবাদ করতে পারে?

‘পুলিশের এই অন্যায়ের প্রতিবাদে সাহসের সঙ্গে রুখে দাঁড়ানোয়’ ডা জেনিকে অভিনন্দনও জানায় তার সংগঠন।

12/02/2021

ফাগুনের রঙ ও ভালোবাসর মিষ্টি ছোঁয়া নিয়ে 13 ও 14 ফেব্রুয়ারী আমাদের বিশেষ অফার !!!
👉 এড ফ্রাইড রাইছ (1 জনের পরিমাণ)
👉 মাসালা চিকেন (1 জনের পরিমাণ)
👉 ফ্রাইড ক্রিসপি চিকেন 1পিছ
👉 চাইনিজ ভেজিটেবল (1 জনের পরিমাণ)
👉 সুইট চিলি সালাদ (1 জনের পরিমাণ)
দাম মাত্র 100 টাকা

বুকিং করে রাখতে ইনবক্স অথবা কল করুন 📞01749 85 14 85, 01736 71 85 94, ইমেইল- [email protected]
https://www.facebook.com/rongdhonukitchen2020

18/01/2021

ফারজান মৃদুলা: শিশুশ্রম বন্ধ হোক কত শত চেষ্টা সেমিনার মিটিং, উঠান বৈঠক তথ্যপ্রযুক্তি র মাধ্যমে সচেতন করার শর্তেও ....

28/11/2020

আমাদের কাজের অংশ

12/11/2020

করোনা নিয়ে শর্ট ফ্লিম

29/10/2020

হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযান

28/10/2020

টয়লেট ক্লিনার থেকে এয়ারলাইন্স মালিক | DBC NEWS Special

28/10/2020

১৪ বছরের কিশোরীর বাল্য বিয়েই হলো কাল

28/10/2020

সুনামগঞ্জ নিয়ে প্রতিবেদন

27/10/2020

প্রকৃতি কন্যা সিলেটের রাতারগুলের অজানা রহস্য! DBC News

26/10/2020
20/10/2020
28/09/2020
02/09/2020

ফারজানা মৃদুলা: বড় শিল্পপতিদের ভিড়ে যেন ক্ষুদ্র ব্যবসায়ীদের সুনজরে আনতে চায় না ব্যাংকগুলো। মাননীয় প্রধানমন্ত্র...

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট ...
26/08/2020

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পুকুর পাড়ে গাছের চারা রোপন করেন নেত্রীবৃন্দ।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস নুর, সহ-সাধারন সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক মাধুরী গুন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এজেড রওশন জেবিন রুবা, সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভীন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন নাহার, প্রচার সম্পাদক শাহিনা বেগম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক প্রভাষক বিনা সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির সদস্য ডা. নাদিরা, আর আই পুলিশ লাইন্স মো. আব্দুছ ছালাম প্রমুখ।

বৃক্ষরোপন কর্মসূচীতে বক্তারা বলেন, জাতির পিতা না থাকলে এ দেশ হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। তার অবদান এ বাঙালি জাতি কখনও ভুলবে না। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে সিলেট জেলা আ.লীগের উদ্যোগে আজকের কর্মসূচী পালন করা হয়েছে।

22/08/2020

প্রকৃতি ও মানবতার কথা নিয়ে আমরা আসছি...

22/08/2020

প্রকৃতি কন্যা সিলেট

সিলেটগোয়াইনঘাটে বিপুল পরিমাণ মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারনিজস্ব প্রতিবেদক:  সিলেটের গোয়াইনঘাট থানাধীন বগাইয়া এলাকায় অভিযা...
20/08/2020

সিলেটগোয়াইনঘাটে বিপুল পরিমাণ মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট থানাধীন বগাইয়া এলাকায় অভিযান মাদক ব্যবসায়ী এমরানকে (৪৫) গ্রেফতার করেছে। এমরান গোয়াইনঘাটের বগাইয়া এলাকার মৃত মোক্তাদের আলীর ছেলে। এসময় র‌্যাব তার কাছ থেকে ৪৪২ বোতল বিদেশী মদ, ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য ৯লাখ ৬৯ হাজার টাকা বলে জানায় র‌্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে বুধবার (১৯ আগস্ট) রাতে র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার ল্যাফটেন্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি,এএসসি এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ হাসানসহ র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট থানাধীন বগাইয়া এলাকায় অভিযান মাদক ব্যবসায়ী এমরানকে (৪৫) গ্রেফতার করেছে। এমরান গোয়াইনঘাটের বগাইয়া এলাকার মৃত মোক্তাদের আলীর ছেলে। এসময় র‌্যাব তার কাছ থেকে ৪৪২ বোতল বিদেশী মদ, ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য ৯লাখ ৬৯ হাজার টাকা বলে জানায় র‌্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে বুধবার (১৯ আগস্ট) রাতে র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার ল্যাফটেন্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি,এএসসি এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ হাসানসহ র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।

শাবির ছাত্রীরা হোস্টেল ভাড়ার সমস্যায়                          ....................................শাহজালাল বিজ্ঞান ও প্র...
20/08/2020

শাবির ছাত্রীরা হোস্টেল ভাড়ার সমস্যায়
....................................
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অধীনে থাকা 'সামাদ হাউজ, ফজল কমপ্লেক্স ও আমির কমপ্লেক্সসহ আরো কয়েকটি ছাত্রী হোস্টেলের ভাড়া পরিশোধের জন্য ছাত্রীদের নির্দেশ দিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ।

এসব হোস্টেলে থাকা ছাত্রীদের চলতি মাসের ২৫ তারিখের মধ্যে (এপ্রিল-আগস্ট) ৫ মাসের বাসা ভাড়া পরিশোধের জন্য কর্তৃপক্ষ বার্তা পাঠিয়েছে মুঠোফোনে।

করোনা পরিস্থিতির মধ্যে এসব হোস্টেলের শিক্ষার্থীরা গত মার্চের শেষের দিক থেকে বাড়িতে রয়েছেন। তাদের বড় একটা অংশ 'টিউশনি' করে পড়াশোনার খরচ চালান। বর্তমানে টিউশনি বন্ধ থাকায় একসাথে এত টাকা পরিশোধ করা সম্ভব নয় বলে মনে করছেন হোস্টেল শিক্ষার্থীরা।

হোস্টেল কর্তৃপক্ষের ভাড়া আদায়ের জন্য তৎপরতার বিষয়টি জানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও।

বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেটভিউকে বলেন, ‍“বাসার মালিকদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনলাইনে মিটিং হয়েছে। তারা বাসা ভাড়া দেওয়ার জন্য চাপ দিচ্ছেন আমাদেরকে।”

এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর মধ্যে মাত্র দুই হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের হলে আবাসন ব্যবস্থা করতে পেরেছে কর্তৃপক্ষ। বাকি ৮ হাজার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ভাড়া বাড়িতে কিংবা মেস ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় থাকতে হয়। যাদের অনেকেই 'টিউশনি' করে তার পড়ার খরচ চালান।

নাম প্রকাশে অনিচ্ছুক ফজল কমপ্লেক্সে থাকা একাধিক শিক্ষার্থী বলেন, হল সুপার গত কয়েকদিনে থেকে ফোন দিয়ে বলেছে এপ্রিল থেকে আগস্ট মাসের বাসা ভাড়া ২৫ তারিখে মধ্যে দিতে হবে। না হয় আমাদের বাসা ছেড়ে দিতে হবে। বাসার মালিক নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছে টাকার জন্য। এখন করোনা পরিস্থিতির মধ্যে একসাথে এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব।

অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের সম্পূর্ণ টাকা মওকুফ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি অর্ধেক টাকা কমিয়ে আনতে।"

চলতি মাসের ২৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদের পাঁচ মাসের ভাড়া একসাথে নেয়া কতটুকু যুক্তিযুক্ত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা ২৫ তারিখের মধ্যে টাক পরিশোধ করতে পারবেনা, তাদের যে সমস্যা আছে তা উল্লেখ করে হল সুপার বরাবর আবেদন করলে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে।”

এ বিষয়ে ফজল কমপ্লেক্স, সামাদ হাউজ এবং আমির কমপ্লেক্স এর হল সুপারদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউই ফোন ধরেন নি।

সিলেট শহরে বিভিন্ন স্থানে মেস-বাসায় থাকা শিক্ষার্থীরা ভাড়া কমানোর জন্য বেশ কিছুদিন থেকে আবেদন করে আসছিলেন প্রশাসন বরাবর। এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড: আনোয়ারুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। যখন বিশ্ববিদ্যালয় খোলা হবে তখন সিলেট সিটি কর্পোরেশান, মেস মালিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।”

কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার ....................................................প্রকৃতি কন্যা ডেস্ক :  ছাতকে রোকসানা বেগম ...
20/08/2020

কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
....................................................
প্রকৃতি কন্যা ডেস্ক : ছাতকে রোকসানা বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কঠালপুর গ্রামের আবদুল খালিকের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে রোকসানাসহ পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোরে ফজরের নামায পড়তে একই বিছানায় থাকা ছোট বোন ঘুম থেকে উঠে বড় বোনকে দেখতে না পেয়ে ডাকতে থাকে। তার ডাকে পরিবারের সকলের ঘুম ভাঙ্গে। এক পর্যায়ে তাকে খোঁজতে গিয়ে পাশের একটি পরিত্যক্ত কক্ষে তীরের সাথে গলায় দড়ি পেঁছানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা।

পরে পুলিশে খবর দেয়া হলে থানার এসআই ইয়াছিন মুন্সি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

06/06/2020

আমরা আসছি আপনার আশেপাশে ঘটে যাওয়া অজানা সব তথ্য নিয়ে
এবারে অপেক্ষার পালা...

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pktv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pktv:

Videos

Share

Category