Sky Newsbd

Sky Newsbd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sky Newsbd, Media/News Company, 316, 3rd floor, kakoli shopping center, Zindabazar, Sylhet.

Bangladesh winne
17/06/2023

Bangladesh winne

13/06/2023

হাত পাখা নির্বাচন বর্জনের পাল্টা জবাব দিলেন: আনোয়ারুজ্জামান

13/06/2023

সিলেটে লাঙ্গলের মেয়র পারতি বাবুলের ভাইরাল ভিডিও নিয়ে,সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রশ্ন
কে এই মুন্নি ??

12/06/2023

সিলেট সিটি করপোরেশনের নির্বাচন বয়কট করল ইসলামী আন্দোলনের হাত পাখা প্রার্থী মাহমুদুল হাসান!

31/05/2023
সিলেট সিটি নির্বাচনে নৌকা প্রত্যাশী ১০জনস্কাই নিউজবিডি: আগামী সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে লড়াই করতে আ...
13/04/2023

সিলেট সিটি নির্বাচনে নৌকা প্রত্যাশী ১০জন

স্কাই নিউজবিডি: আগামী সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে লড়াই করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মোট ১০ জন। সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে ক্ষমতাসীন দলের হয়ে লড়াই করতে মনোনয়ন প্রত্যাশা করছেন তারা।
গত চার দিনে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি করেছে। বুধবার(১২এপ্রিল) ছিল দলটির মনোনয়ন বিক্রির শেষ দিন।এই দশজনের মধ্যে নয়জন আওয়ামী লীগ নেতা এবং একজন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ।
আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।তারা হলেন-যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (কাউন্সিলর) আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুল, সাংগঠনিক আরমান আহমদ শিপলু, সাংগঠনিক সম্পাদক (কাউন্সিলর) ছালেহ আহমদ সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সদস্য মো.মাহি উদ্দিন আহমদ।
ইতোমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি করপোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩॥বৃহস্পতিবার॥১৮:৫৭

15/03/2023

১১ মার্চ সিলেট জেলা বিএনপির মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই সিরিজ জয়ের পর শিরোপা হাতে টাইগারদের ছবি তুলেছেন বাংলা...
14/03/2023

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই সিরিজ জয়ের পর শিরোপা হাতে টাইগারদের ছবি তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন।

সিলেট থেকে উড়াল দিল এয়ার এ্যাস্ট্রা প্রথম ফ্লাইটস্কাই নিউজবিডি: দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা বৃহস্পতি...
25/02/2023

সিলেট থেকে উড়াল দিল এয়ার এ্যাস্ট্রা প্রথম ফ্লাইট

স্কাই নিউজবিডি: দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ঢাকা ও সিলেট থেকে ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩৪৯৫ টাকা। প্রথম দিনের প্রথম দুটি ফ্লাইটে ছিল শতভাগ যাত্রী।
এয়ারলাইন্সের যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ওসমানি আন্তর্জাতিক এয়ারপোর্ট এর পরিচালক হাফিজ আহমদ, গ্র্যান্ড সিলেট হোটেল ও রিসোর্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর শুব্রত ব্যানার্জী, এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফসহ এয়ারলাইন্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, “মাত্র তিন মাসের মধ্যে এয়ার এ্যাস্ট্রার বহরে তৃতীয় এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ যুক্ত হওয়ায় আমরা আমাদের নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারলাম। সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট চালু করার সাথে সাথে এয়ার এ্যাস্ট্রা তার পরিচালনা প্রসারিত করার মধ্য দিয়ে যাত্রীদের সুবিধাজনক এবং আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদান করছে। আশা করি সম্মানিত যাত্রীরা এয়ার এ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।”
চট্টগ্রাম এবং কক্সবাজারের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের গন্তব্য সিলেট এয়ার এ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম এবং কক্সবাজারে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার মাত্র তিন মাসের মধ্যে নতুন এই গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করলো এয়ার এ্যাস্ট্রা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারন করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ০২:১০ এবং রাত ০৮:০০ টায় এবং সিলেট থেকে যথাক্রমে দুপুর ০৩:০০ এবং রাত ০৮:৫০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা।
এয়ার এ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। এয়ার এ্যাস্ট্রা যাত্রীদের নিরপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) কতৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩॥শনিবার॥২১:৪৮

জানা থাকা ভালো
31/01/2023

জানা থাকা ভালো

05/12/2022

বিদায় মাজহারুল ইসলাম....

বিস্তারিত কমেন্টে

ভারতে কারাভোগ শেষে সিলেট সীমান্ত দিয়ে ফিরল ৮ বাংলাদেশিস্কাই নিউজবিডি: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর দেশে ...
31/10/2022

ভারতে কারাভোগ শেষে সিলেট সীমান্ত দিয়ে ফিরল ৮ বাংলাদেশি

স্কাই নিউজবিডি: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর দেশে ফিরেছেন আট বাংলাদেশি। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেটের বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন তারা। এর মধ্যে বড়লেখার তিন তরুণ রয়েছেন। বিএসএফ ও আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে বিজিবির কাছে এসব বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।
তারা হলেন বড়লেখা উপজেলার কুমারশাইল গ্রামের মহির উদ্দিন, বোবারথল ষাটঘরি গ্রামের আতাবুর রহমান, গজভাগ গ্রামের লাল মিয়া ওরফে লালন মিয়া, বিয়ানীবাজারের মোহাম্মদ আব্দুল মতিন, রাজবাড়ীর মোহাম্মদ লাল মিয়া, কক্সবাজারের ফরিদ আলম আকাশ, রহিম মিয়া ফেরদৌস ও ফাইমা বেগম।
শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ এসআই মওদুদ আহমদ রুমি বলেন, ‌‘ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার পর বিয়ানীবাজার থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করেছে পুলিশ।

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২॥সোমবার॥০৯:৫৭

সিলেটে টানা ৪ দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে নাস্কাই নিউজবিডি: জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্র...
21/10/2022

সিলেটে টানা ৪ দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

স্কাই নিউজবিডি: জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য আজ বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত টানা ৪ দিন সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শিডিউল অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।�বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বুধবার এ তথ্য জানিয়েছেন।�তিনি জানান, বৃহস্পতিবার মহানগরীর সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়ায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।�শুক্রবার মহানগরীর বন্দরবাজারস্থ হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর ও ছড়ারপারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।�পরদিন শনিবার মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, আল-ইসলাহ আ/এ, সোনার বাংলা আ/এ, আলুরতল, গোপালটিলা, আরামবাগ, দলদলি চা-বাগান এবং আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।�আগামী রোববার মহানগরীল রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।�শামছ-ই-আরেফিন বলেন, আগামী কয়েকদিন গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মহানগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ে এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২॥শুক্রবার॥১১:৩৭

সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১০২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। একাংশের বিদ্রোহস্কাই নিউজবিডি: সিলেট  জেলা ও...
19/10/2022

সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১০২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। একাংশের বিদ্রোহ

স্কাই নিউজবিডি: সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ১০২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আজ রাতে অনুমোদন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। গত ৯ অক্টোবর সিলেট জেলায় আব্দুল আহাদ খান জামালকে আহবায়ক, শাকিল মুর্শেদকে সদস্য সচিব ও মিফতাহুল কবীর মিফতাকে সিনিয়র যুগ্ম আহবায়ক সিলেট মহানগরের মাহবুবুল হক চৌধুরী আহ্বায়ক আফছর খান সদস্য সচিব যুগ্ন আহবায়ক আব্দুল সামাদকে করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। মাত্র ১০ দিনের মাথায় আজ ১০২ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। এদিকে স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর ১০২ সদস্যের কমিটি ঘোষণার পর কমিটিতে নাম নায় থাকায় অনেক নেতা-কর্মী বিদ্রোহ প্রকাশ করেন। বিদ্রোহের একজন নেতার নাম প্রকাশ না করে শর্তে তিনি জানান যারা কমিটি করেছে তাদের পকেটের লোকদের দিয়েই সম্পূর্ণ কমিটি করেছে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় নাই। এদিকে কমিটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ার নিন্দার ঝড় বইছে একাংশের নেতাকর্মীরা সিনিয়র নেতৃবৃন্দের গালমন্দ করতেও দেখা যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আজ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২॥ বুধবার॥১২:০৮

শচীনের দৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে যে চার দলস্কাই নিউজবিডি: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই অঘটনের ইঙ্গ...
19/10/2022

শচীনের দৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে যে চার দল

স্কাই নিউজবিডি: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই অঘটনের ইঙ্গিত পাওয়া গেছে। প্রথম রাউন্ডেই সব হিসাব পাল্টে দিচ্ছে ছোট দলগুলো। উদ্বোধনী দিনে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে অঘটনের জন্ম দেয় নামিবিয়া। পর দিন দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আরেক রূপকথার জন্ম দেয় স্কটল্যান্ড।

এ নিয়ে ক্রিকেট বোদ্ধারা নানা পরিসংখ্যান সামনে আনছেন। তারা নানা চমকের আভাসও দিচ্ছেন। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও ভবিষ্যতবাণী করেছেন। জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে ভারতের সম্ভাবনা এবং সেমিফাইনালে কারা উঠতে পারবে তা নিয়ে নিজের ভাবনার কথা বলেছেন এই কিংবদন্তি।
চার সেমিফাইনালিস্ট সম্পর্কে বলতে গিয়ে শচীন বলেন, আমাদের পুল (গ্রুপ-২) থেকে আমার সেমিফাইনালিস্ট ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে, তা হলে তারা থাকবে। না হলে দক্ষিণ আফ্রিকা থাকবে। তারা গ্রুপের ‘ডার্কহর্স’। অস্ট্রেলিয়ার কন্ডিশন তাদের দেশের মতোই। এ ছাড়া দ্বিতীয় পুলে (গ্রুপ-১) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট। নিউজিল্যান্ড এখানে ‘ডার্কহর্স’। গত আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।
এদিকে ভারতের বিশ্বকাপ জেতার বড় সুযোগ আছে বলে বিশ্বাস করেন শচীন। তিনি বলেন, আমাদের দলটি খুব ভালো ও ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতের। বোলিং বিভাগও ভারসাম্যপূর্ণ। সামগ্রিকভাবে আপনি যদি দল এবং এর সম্ভাবনার মূল্যায়ন করেন, তা হলে আমি বলব, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য কদিন আগে পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামও সেমিফাইনালিস্ট সম্পর্কে বলেছিলেন— সেমিফাইনালে আমি অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানকে দেখতে চাইব। আকরামের ভাবনার সঙ্গে মিলে গেল শচীনের ভাবনাও।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২॥ বুধবার॥১১:২৫

সূত্র : যুগান্তর

সিলেটে নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ১স্কাই নিউজবিডি: সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র ...
19/10/2022

সিলেটে নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ১

স্কাই নিউজবিডি: সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র নিখোঁজ আমিরুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। সিলেটের দক্ষিণসুরমাস্থ রশিদপুর থেকে শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আমিরুল ইসলামকে অপহরণ করা হয়েছিল বলে পুলিশ সুপার জানান, গত ৯ অক্টোবর তাকে (আমিরুল ইসলাম) কে অপহরণ করা হয়েছিল। পরে একটি হোটেলে আটকে রেখে তাকে যৌন নির্যাতন করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
আমিরুল ইসলাম (১৬) ওসমানীনগর উপজেলার কিয়ামপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে উমরপুর টাইটেল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত ৯ অক্টোবর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ১২ অক্টোবর তার বাবা ওসমানীনগর থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। এ সংক্রান্ত জিডি দায়ের করে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা পুলিশ সুপার ভিকটিমকে উদ্ধারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারকারী টিম সমূহকে তত্ত্বাবধানের মাধ্যমে সমন্বয় সাধনের জন্য ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে নির্দেশনা দেন। পুলিশ মাঠে নেমে জানতে পারে ভিকটিমকে আটকে রেখে ১০ হাজার মুক্তিপণ দাবি করছে একটি চক্র। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এরই মধ্যে ভিকটিমের পরিবার অপহরণকারীদের একহাজার টাকা প্রদানও করেন।
পরে উদ্ধারকারী টিমের সদস্যরা সর্বাধিক গুরুত্ব দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে সিলেটের রশিদপুরস্থ ফুলকলি শোরুমের সামনে থেকে আমিরুল ইসলামকে উদ্ধার করে। তাকে অপহরণ করে হোটেলে আটকে রেখে হাত-মুখ বেঁধে নির্যাতন করা হয়েছে।
পরে অপহরণকারীদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলাম ওরফে মেনু মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
তিনি জানান, এ ঘটনায় ওসমানীনগর থানায় আজ রোববার (১৬ অক্টোবর) নিয়মিত আইনে মামলা (নং-০৯) হয়েছে ও এই ঘটনার সাথে আরও কারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২॥ বুধবার॥১০:৫২

সূত্র : বিডি প্রতিদিন

সিলেটে ছাত্রলীগের ধাওয়া, ব্যানার ফেলে পালালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাস্কাই নিউজবিডি: সিলেটে ছাত্রলীগের ধাওয়ায় ব্যা...
19/10/2022

সিলেটে ছাত্রলীগের ধাওয়া, ব্যানার ফেলে পালালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

স্কাই নিউজবিডি: সিলেটে ছাত্রলীগের ধাওয়ায় ব্যানার ফেলে পালিয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার ( ১৮ অক্টোবর ) সন্ধ্যায় শহরতলীর শাহপরাণ গেট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শাপরাণ গেট এলাকার সিলেট তামাবিল সড়কে বিক্ষোভ মিছিল বের করেছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম উজ্জলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী একটি মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করে।
মিছিল চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করতে থাকলে এক পর্যায়ে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী জড়ো হয়ে জয়বাংলা শ্লোগান দিতে শুরু করেন।
এক পর্যায়ে তারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ব্যানার ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট জেলা ছাত্রলীগের এক নেতার দাবি, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে কয়েকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করতে থাকলে আমরা জয়বাংলা শ্লোগান দিয়ে রাজপথে নামি। আমাদের দেখেই তারা হাতের ব্যানার ফেলে দিগি¦দিক দৌড়াতে থাকে।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২॥ বুধবার॥১০:১১

লামাকাজিতে সংঘর্ষ থামিয়েছে পুলিশ, অবস্থা থমথমেস্কাই নিউজবিডি: লামাকাজিতে মির্জাগাঁও ও পাচঁগাওয়ের মানুষের মাঝে তুমুল সংঘর...
16/10/2022

লামাকাজিতে সংঘর্ষ থামিয়েছে পুলিশ, অবস্থা থমথমে

স্কাই নিউজবিডি: লামাকাজিতে মির্জাগাঁও ও পাচঁগাওয়ের মানুষের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। লামাকাজি বাস স্ট্যান্ডের টুলের টাকা আদায়কে কেন্দ্র করে রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে এ সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষকালে দুপক্ষের লোকেরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তুমুল মারামারিতে লিপ্ত হয়। এসময় দুক্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এছাড়াও সংঘর্ষকালে ভাঙচুর করা হয় দোকানপাট ও যানবাহন। এসময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সংঘর্ষ থামাতে গেলে বিশ্বনাথ থানার পুলিশ সদস্যরাও আহত হন। এমনকি থানার ওসি গাজী আতাউর রহমান ও পরিদর্শকও (তদন্ত) আহত হন। ইটের আঘাতে ওসির কপাল ফেটে যায়।
পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার পুলিশদল ও দাঙা পুলিশ গিয়ে সংঘর্ষ থামাকে বিশ্বনাথ থানাপুলিশকে সহায়তা করে। কাদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়ে রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

এ রিপোর্ট লেখা (রাত ১১টা) পর্যন্ত সংঘর্ষ থামলেও লামাকাজি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন সিলেটভিউ’র বিশ্বনাথের নিজস্ব প্রতিবেদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
এছাড়াও সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২॥ রবিবার॥১১:৫৯

আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনস্কাই নিউজবিডি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র স...
05/10/2022

আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

স্কাই নিউজবিডি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলন করবেন।
আজ বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে।
শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়েন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২॥ বুধবার॥১১:৫৯

বিদ্যুৎ কখন আসবে জানালেন বিদ্যুৎ সচিবস্কাই নিউজবিডি: জাতীয় গ্রিডে ত্রুটির রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ ...
04/10/2022

বিদ্যুৎ কখন আসবে জানালেন বিদ্যুৎ সচিব

স্কাই নিউজবিডি: জাতীয় গ্রিডে ত্রুটির রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের পর থেকে লোডশেডিং চলছে অনেক এলাকায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান জানান, এক ঘণ্টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎ চলে আসবে এবং সন্ধ্যার মধ্যে সারাদেশে বিদ্যুত আসবে। তবে ঠিক কী কারণে গ্রিড বিপর্যয় হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি বলে জানান বিদ্যুৎ বিভাগের সচিব। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রিডে সংস্কারের কাজ চলছে। জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনার অধিকাংশ এলাকায়।দুপুর ২টার পর একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবি।এরইমধ্যে ঘোড়াশাল ও টঙ্গীসহ কয়েকটি পাওয়ার প্লান্ট চালু হয়েছে।
পিজিসিবি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আর রাজধানী রয়েছে সর্বাধিক গুরুত্বে।

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২॥ মঙ্গলবার॥১৬:৫১

সূত্র : বাংলাভিশন

সিলেটে বসে আমেরিকার ভিসা জালিয়াতি, অভিযুক্ত নোমান গ্রেফতারস্কাই নিউজবিডি: সিলেটে বসে স্টুডেন্ট কনসালটেন্সির নামে আমেরিকা...
27/09/2022

সিলেটে বসে আমেরিকার ভিসা জালিয়াতি, অভিযুক্ত নোমান গ্রেফতার

স্কাই নিউজবিডি: সিলেটে বসে স্টুডেন্ট কনসালটেন্সির নামে আমেরিকার ভিসা জালিয়াতির অভিযোগে কনসালটেন্সি ফার্মের এক মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকা অ্যাম্বাসির অভিযোগ পেয়ে সোমবার দুপুরে নগরীর জেলরোডস্থ ‘এডুকেশন কেয়ার’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল্লাহ আল নোমানকে (৩৬) গ্রেফতার করা হয়।
নোমান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ‘এডুকেশন কেয়ার’র প্রতিষ্ঠাতা ও পরিচালক বলে জানা গেছে।�কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ‘এডুকেশন কেয়ার’ নামক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকান দূতাবাস ভিসা জালিয়াতির অভিযোগ দায়ের করেছে। প্রতিষ্ঠানটি ভিসার জন্য ভুয়া সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট ও কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করতো। আমেরিকা অ্যাম্বাসির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল্লাহ আল নোমানকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২॥ মঙ্গলবার॥০৮:৫৫

সূত্র : বিডি প্রতিদিন

কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশের তাকরীমস্কাই নিউজবিডি: সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ...
22/09/2022

কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশের তাকরীম

স্কাই নিউজবিডি: সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। গত ১০ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা শুরু হয়ে এর চূড়ান্ত পর্ব গতকাল সমাপ্ত হয়। এ প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশ থেকে ১৫৩ জন অংশ নেন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১৫ প্রতিযোগীকে ২৭ লাখ রিয়াল পুরস্কার দেওয়া হয়। এর আগে গত ১৬ জুন লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪০টি দেশের মধ্যে সালেহ আহমাদ তাকরীম ৭ম স্থান অর্জনের পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা লাভ করে। তাছাড়া গত ৫ মার্চ ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৯টি দেশের মধ্যে তাকরীম প্রথম হয়েছিল। উল্লেখ্য, হাফেজ সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২॥বৃহস্পতিবার॥১৫:১০

সিলেট হার্ট ফাউন্ডেশনের ভ’য়ঙ্কর ঘটনা ফেসবুকে লিখলেন সালমানস্কাই নিউজবিডি: নিউজ ডেস্ক- সালমান ফরিদ একাধারে লেখক, সাংবাদিক...
19/09/2022

সিলেট হার্ট ফাউন্ডেশনের ভ’য়ঙ্কর ঘটনা ফেসবুকে লিখলেন সালমান

স্কাই নিউজবিডি: নিউজ ডেস্ক- সালমান ফরিদ একাধারে লেখক, সাংবাদিক ও প্রভাষক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এ স্থায়ী সদস্য কাজ করেছেন নামকরা একটি জাতীয় দৈনিকের স্বাস্থ্য বিটে। মফস্বল সম্পাদক হিসেবেও পদোন্নতি পেয়ে কাজ করেছেন একই পত্রিকায়। অসংখ্য গুণী মানুষ তার সখ্য। সরকারের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও তার প্রতিবেদনে সহায়ক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএএসএমএমইউ) সাবেক উপাচার্য ও দেশের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. প্রা’ণ গোপাল দত্ত নিজের দায়িত্বপালনের সময় যে কজন সাংবাদিককে গুরুত্ব দিতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সালমান ফরিদ। ঢাকায় নিজ দায়িত্ব ছেড়ে পরিবারের প্রয়োজনের খাতিরে সালমান চলে আসেন নিজ এলাকা সিলেটে। তিনি বর্তমানে সিলেট জে’লা প্রেসক্লাবের সদস্য। দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সম্প্রতি সাংবাদিক সালমান হৃদরোগে আ’ক্রান্ত হন। ভা’রতে গিয়ে এনজিওগ্রাম করালে তার হার্টে তিনটি ব্লক ধ’রা পড়ে। দেশে ফিরে সিলেট নগরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতা’লে ভর্তি হন তিনি। খ্যাতনামা চিকিৎসক প্রফেসর ডা. খালেদ মহসিনের তত্ত্বাবধানে থেকে হার্টে রিং বসান তিনি। অ’স্ত্রোপচারও সফল হয় তার। কিন্তু পরবর্তীতে এ সংবাদকর্মীর সঙ্গে হাসপাতা’লের অন্য চিকিৎসক ও সেবায়েতরা যে দুর্ব্যবহার করেন তা নিছক নিন্দনীয় এবং ক্ষমা’র অযোগ্য! হাসপাতা’লের কর্তব্যরত দুই চিকিৎসকের খামখেয়ালীতে প্রা’ণ হারাতে বসেছিলেন সাংবাদিক সালমান। শুধু সালমান নন, তার মতো বহু রোগীর অ’ভিযোগ রয়েছে সিলেট নগরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতা’লের বি’রুদ্ধে। সেবা নিয়ে তো আছেই, কর্ম’রত নার্সদের বি’রুদ্ধেও অশালীন আচরণের অ’ভিযোগ আছে শত শত। নিজের সঙ্গে ঘরে যাওয়া ভ’য়ঙ্কর মুহূর্তের কথা সাংবাদিক সালমান তুলে ধরেন তার ফেসবুকের পাতায়। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তিনি যা লিখেছেন, বাংলানিউজ পাঠকদের জন্য তা তুলে ধ’রা হলো-‘১৪ সেপ্টেম্বর বিকেলে সিলেট হার্ট ফাউন্ডেশনে আমা’র হার্টে ৩টি রিং বসানো হয়। আলহাম’দুলিল্লাহ, প্রিয় চিকিৎসক প্রফেসর ডা. খালেদ মহসিন বেশ পরিশ্রম করে রিং বসানোর কাজটি সম্পন্ন করেন। তখনও কোনো সমস্যা হয়নি। আমাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৭ থেকে ৮টার দিকে দুজন লোক এসে বলেন, আপনার এনজিওপ্লাস্টির সময় উরুতে বসানো দুটি পাইপ/বড় ক্যানোলা রিমুভ করবো। ভ’য় পাবেন না, লোকাল এনেস্থিসিয়া দেওয়া হবে। বলেই তারা ডান পায়ের উরুর ব্যান্ডেজ না ভিজিয়ে খুব জো’রে খুলে ইনজেকশন পুশ করলেন। কয়েক সেকেন্ড বিরতি দিয়ে পাইপ/বড় দুটো ক্যানোলা একটানে খুলে ফেললেন। সাথে সাথে আমা’র শরীর ঝিমিয়ে যেতে শুরু করলো। নিঃশ্বা’স বন্ধ হয়ে আসতে লাগলো। অক্সিজেন, হার্টের পালস রেট ৩/৪ সেকেন্ডের মধ্যে ৩০-২৫ এ নেমে আসে। আমা’র চোখ উল্টে গেল, ঝাপসা দেখছি। একজন আমা’র বুকে কিল-ঘুষির মত করে চাপ দিচ্ছিলেন এবং আমাকে বারবার বলছিলেন কাশি দিতে। পাগলের মতো ভ’য়ার্ত কণ্ঠে চি’ৎকার দিয়ে বারবার বলছেন, কাশি দেন, কাশি দেন, জো’রে জো’রে কাশি দেন। আমিও জীবনের শেষ ও সর্বোচ্চ শক্তি দিয়ে কাশি দিচ্ছিলাম। সাথে কালিমা পড়ছিলাম আর কাশি দিচ্ছিলাম অনবরত এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে এসেছিলাম। এ সময় একজন খুব দ্রুত একটি ইনজেকশন এনে আমা’র বাম হাতের ক্যানোলা দিয়ে পুশ করলেন। সিসিইউ, পিসিসিইউ, ওটিসহ হাসপাতা’লের সব ডাক্তার, নার্স এসে জড়ো হয়েছেন আমা’র চারপাশে। তাদের চোখ ভ’য়ার্ত। চি’ৎকার চেঁচামেচি শুনছিলাম। সবশেষ মনিটরে চোখ গিয়েছিল। আবছা মনে আছে, একটি দেখেছি শূন্যের কোটায় আরও কোনো একটি ১৫/২০ এ ছিল। আমা’র মনে হচ্ছিল, এ-ই বোধহয় আমি শেষ। পৃথিবীতে নিয়ে আসা নিঃশ্বা’সের শেষ নিঃশ্বা’সগুলো ফেলছি। হাত তুলতে গিয়েও শক্তি পেলাম না। নিস্তেজ। কলিজার টুকরো মে’য়ে সোহার মুখটা ভেসে উঠলো। কালিমা পড়ছি আর কাশি দিচ্ছি প্রা’ণ শপে। ভাবছিলাম, হয়ত কাশি দিলে হার্টের সচলতা ফিরে আসবে। হয়ত আল্লাহ নিঃশ্বা’স ফিরিয়ে দেবেন তার দয়ার আনুকূল্যে। একসময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এরপরে আমা’র আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো, রাত তখন সাড়ে ১১টার দিকে হবে। দেখলাম, শিয়রে প্রফেসর ডা. খালেদ মহসিন। ঘুমে আচ্ছন্ন থাকায় কথা বলতে পারলাম না। তিনি আমা’র মা’থায় হাত বুলিয়ে দিলেন। হাতে স্নেহ এবং ভালবাসা ছিল। পরে শুনেছি, আমি কার্ডিয়াক অ্যারেস্টের শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম! আমা’র হার্ট ফেইলিওরের কাছাকাছি ছিল। কিন্তু কেন? কার দোষে? কোন কারণে? জ্ঞান যখন মোটামুটি ফিরল, সিসিইউর চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এমনটি অনেকের হয়। ওই পাইপ/বড় ক্যানোলা খুলতে গেলে প্রেশার কমে যায়। তাই এমন পরিস্থিতি হয়। এটা তেমন কিছু না! আমি সন্তুষ্ট হলাম না। আসলেই কি তাই? আসলেই কি তেমন কিছু না? নাকি ওই দুই লোকের খামখেয়ালিপনার বলি হতে যাচ্ছিলাম আমি? তারা কি ভুলভাবে রিমুভ করছিলেন? তারা কি ভুলভাবে লোকাল এনেস্থিসিয়া দিয়েছেন? নাকি এনেস্থিসিয়া দেওয়ার পর বড্ড তাড়াহুড়ো করছিলেন? কারণ, এনেস্থিসিয়া দেওয়ার পরও আমি খুব ব্যথা পেয়েছিলাম। এমনকি প্লাস্টার রিমুভ করবার সময় উরুর পুরো জায়গাটা জ্বলে-পুড়ে যাচ্ছিল! এটি কি তাদের অদক্ষতা? রোগীর প্রতি চরম অমনোযোগিতা? আমি ‘উহ!’ বলে উঠলে তারা বলেছিলেন, লোকাল এনেস্থিসিয়া দিয়েছেন ব্যথা লাগবে না! তখন তারা আমা’র দিকে মনোযোগ দেওয়ার চেয়ে খোশগল্পে বেশি ব্যস্ত ছিলেন। এত বড় একটি সেন্সেটিভ কাজে তারা এতটাই বিন্দাস ছিলেন, তার মানে আমা’র জীবনের মূল্য তাদের কাছে একেবারেই ছিল না। সালমান ফরিদ নামে কেউ একজন তাদের অমন খামখেয়ালির কারণে ওদিন মা’রা গেলে আসলেই তাদের কিছু যেতে-আসতো না। তাদের হয়ে হাসপাতা’লের সুনাম রক্ষার স্বার্থে কর্তৃপক্ষ মেডিকেলের কোনো একটা অজুহাত দিয়ে পার পাইয়ে দিতেন। কিন্তু আমাকে হারাতো আমা’র পরিবার। মা-বাবা তাদের সন্তান হারাতো। আমা’র সন্তান তার বাবা হারাতো। আমা’র স্ত্রী’ তার জীবনসঙ্গী হারাতো। আমা’র ভাই-বোন তাদের বড় ভাইকে হারাতো। কিন্তু এদের কিছুই হতো না। কিছুই হারাতো না। অনুশোচনাও হতো না। হয়ত একটা বিবৃতি আসতো হাসপাতাল থেকে ‘সিনিয়র সাংবাদিক, কবি-লেখক ও কলেজ শিক্ষক সালমান ফরিদের মৃ’ত্যু আসলে ইচ্ছাকৃত নয়, এটি একটি দুর্ঘ’টনা মাত্র! আম’রা এ ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী! আম’রা তার রুহের মাগফেরাত কা’মনা করছি!’এই ঘটনার পর আমি কি কারও কাছে নালিশ দিতে পারি? কারও কাছে বিচার চাইতে পারি? চারদিক অন্ধকার। ধোঁয়াশা। কোথাও শোনার কেউ নেই। দেখার কেউ নেই। সবাই ফাঁদ পেতে বসে আছে শুধু শিকার ধরবে বলে! আকাশের মালিক ছাড়া আমাদের এখন কেউ নেই। তাই চুপচাপ! তবে লাখো শুকরিয়া সেই মহান রাব্বে কারিমের দরবারে। যিনি সব বিপদ থেকে তার মায়ার ছায়ায় রেখে উ’দ্ধার করে এনে আমাকে আপন নীড়ে পৌঁছে দিয়েছেন। তা না হলে আজ আমি কবরবাসী হয়ে থাকতাম! এ ব্যাপারে তার সাথে কলা হলে বাংলানিউজকে তিনি বলেন, মানুষের সচেতনতার জন্যই মূলত আমা’র এ পোস্ট দেওয়া। তারা যাতে কারও সঙ্গে খামখেয়ালিপনা না করে, জীবন নিয়ে ছিনিমিনি না করে সে লক্ষ্যে আমি পোস্টটি করেছি। এ ছাড়া বিশেষ কিছু নয়। তবে সালমানের স্ত্রী’ উম্মে সুমাইয়া তানজিব নীলা বলেন, যখন আমা’র স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আমি নামাজের যাই। তখন হাসপাতা’লের নিরাপত্তা কর্মীরা আমা’র সঙ্গে দুর্ব্যবহার করে। নামাজের কক্ষ থেকে আমাকে বের করে দেয়। এসব ব্যাপারে তারা অ’ভিযোগ করবেন কিনা জানতে চাইলে এমন কোনো ধারণা দেননি। তবে সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়েছেন, যাতে করে আর কেউ হয়’রানির শিকার না হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতা’লের ট্রেজারার আবু তা’লেব মুরাদকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে বাংলানিউজকে তিনি বলেন, আম’রা বিষয়টি দেখছি। আম’রা প্রধান নির্বাহীর (সিইও) সঙ্গে কথা বলেছি। এ ছাড়া প্রফেসর ডা. খালেদ মহসিনের সঙ্গেও কথা বলেছি। দুজনকেই সাংবাদিক সালমানের ফেসবুক পোস্টের কপি দেওয়া হয়েছে। খামখেয়ালিপনার ব্যাপারে যে দুজন চিকিৎসক ও দুর্ব্যবহারের জন্য যে নার্সদের বি’রুদ্ধে অ’ভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২॥সোমবার॥১৯:৫৪

সূত্র : বাংলানিউজ

সিসিকের ১০৪০ কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষণাস্কাই নিউজবিডি: ২০২২-২৩ অর্থবছরে ১০৪০ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা...
19/09/2022

সিসিকের ১০৪০ কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

স্কাই নিউজবিডি: ২০২২-২৩ অর্থবছরে ১০৪০ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে সিলেট সিটি কর্পোরেশন। তৃতীয়বারের মতো এবারো আয় ও ব্যয় সমপরিমাণ দেখিয়ে এই বাজেট প্রনয়ণ করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর একটি কনফারেন্স হলে সাংবাদিক ও সুধী সমাজের উপস্থিতিতে এই বাজেট পেশ করেন।
বাজেটে হোল্ডিং ট্যাক্স থেকে ৪৫ কোটি ২ লক্ষ ২৮ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ১৬ কোটি টাকা, পেশা ব্যবসার ওপর কর ৮ কোটি ৫০ পঞ্চাশ লক্ষ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ ৪ কোটি ৫০ হাজার টাকা, পানির সংযোগের মাসিক চার্জ বাবদ ৬ কোটি ৫০ লক্ষ টাকাসহ বিভিন্ন খাতে সর্বমোট ১০১ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা সিসিকের উল্লেখযোগ্য প্রাক্কলিত আয় ধরা হয়েছে।
বাজেটে উল্লেখযোগ্য ব্যয়ের খাত হিসেবে মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প উল্লেখ করা হয়েছে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৪৮০ কোটি টাকা। এছাড়া রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৯০ কোটির টাকারও বেশি।
নাগরিকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এই বাজেট পেশ করেছেন বলে উল্লেখ করেন মেয়র আরিফ।

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২॥সোমবার॥১৭:০২

সালমান শাহ’র ৫১তম জন্মদিন আজস্কাই নিউজবিডি: বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। মৃত্যুর দুই যুগ পরেও আকাশচুম্বী জনপ্র...
19/09/2022

সালমান শাহ’র ৫১তম জন্মদিন আজ

স্কাই নিউজবিডি: বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। মৃত্যুর দুই যুগ পরেও আকাশচুম্বী জনপ্রিয়তা তার। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহের ৫১ তম জন্মদিন। বেঁচে থাকলে ৫২ বছরে পা দিতেন অসংখ্য ভক্তের এই স্বপ্নের নায়ক।

১৯৭১ সালের আজকের দিনেই সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবার নাম কমরউদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে সালমানের জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ নামেই পরিচিত ছিলেন।

মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে অন্যতম অন্তরে অন্তরে, সুজন সখী, স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া পাওয়া, জীবন সংসার, প্রেম প্রিয়াসী, সত্যের মৃত্যু নেই, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, তোমাকে চাই, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন ইত্যাদি। এখনও টিভি পর্দায় তার অভিনীত সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন।

সালমান শাহের সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সেরা জুটিও বলেন অনেকে। এই জুটির প্রতিটি ছবিই সুপারহিট। তাদের পর্দার রসায়ন ছিল নজরকাড়া। বাস্তব জীবনের রসায়ন নিয়েও তুমুল আলোচনা হতো। সালমান শাহের সঙ্গে শাবনূরের সে সময়কার সম্পর্ক নিয়ে এখনো কম-বেশি চর্চা হয়।

সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন, সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস।

অনেকে মনে করেন, অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন সালমান, কেটে গেছেন দাগ। যে দাগ তার প্রস্থানের টানা এতো বছর পরেও সমুজ্জ্বল। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে বাঙালির মন। তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক।

প্রসঙ্গত, চলচ্চিত্রে অভিষেকের আগের বছর অর্থাৎ ১৯৯২ সালের ১২ আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। সামিরা ছিলেন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের দু’টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবেও কাজ করেন। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎই সালমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এদিন ঢাকার ইস্কাটনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে।

প্রকাশ: ১৯সেপ্টেম্বর ২০২২॥সোমবার॥১০:৪৮

গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারে পুতিনকে বাইডেনের সতর্কীকরণ: করবেন না, করবেন না, করবেন নাস্কাই নিউজবিডি: প্রেসিডেন্ট জো বাইডেন...
19/09/2022

গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারে পুতিনকে বাইডেনের সতর্কীকরণ: করবেন না, করবেন না, করবেন না

স্কাই নিউজবিডি: প্রেসিডেন্ট জো বাইডেন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে গণবিধ্বংসী অস্ত্র (ডাব্লুএমডি) ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন।

রবিবার রাতে প্রচার হবার কথা সিবিএস নিউজের সাথে তিনি এমন একটি সাক্ষাত্কারে বলেন, "করবেন না। করবেন না। করবেন না। যদি করেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আপনি যুদ্ধের চেহারা পরিবর্তন করে ফেলবেন।"

রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে, বাইডেন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিক্রিয়া সম্পর্কে কোন মন্তব্য করেননি। ।

এটি পুতিনের প্রতি বাইডেনের প্রথম সতর্ক বার্তা ছিল না: গত মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন এবং জি-৭ অংশীদার এবং নেটো মিত্রদের সাথে বৈঠকের পরে, বাইডেন বলেছিলেন, নেটো ইউক্রেনে ডাব্লুএমডিগুলির যে কোনও ব্যবহারের জন্য "যে কোনো ধরণের " প্রতিক্রিয়া জানাবে।

এর আগে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছিলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি "বিবেচ্য"। তার এই মন্তব্যের এক মাস পর, বাইডেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে "দায়িত্বজ্ঞানহীন" বলে অভিহিত করেন।

বাইডেন বলেন, "পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা সেগুলি ব্যবহারের প্রয়োজনীয়তার সম্ভাবনা সম্পর্কে কারও অনাবশ্যক মন্তব্য করা উচিত নয়।"

ইউক্রেনে তার আক্রমণের মাত্র কয়েক দিন আগে, পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবারের মতো রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। ,

২০০০ সালে, রাশিয়া তার সামরিক মতবাদ হালনাগাদ করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ এসোসিয়েশনের মতে "রাশিয়ান ফেডারেশনের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে প্রচলিত অস্ত্র ব্যবহার করে বৃহৎ আকারের আগ্রাসনের প্রতিক্রিয়ায়" পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহারের অনুমতি দেয়। মতবাদের ১৯৯৭ সংস্করণটি শুধুমাত্র "রাশিয়ান ফেডারেশনের অস্তিত্বের জন্য হুমকির ক্ষেত্রে" পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহারের অনুমতি দিয়েছিল।

নতুন সংস্করণটি প্রথমবারের মতো বলেছে, “গণবধ্বংসী অস্ত্র” দিয়ে আক্রমণের প্রতিক্রিয়া জানাতে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে।

এদিকে, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রকে রাশিয়ার লক্ষ্যবস্তু করায় ইউরোপ জুড়ে নতুন করে পারমাণবিক উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শনিবার জানিয়েছেন, ইউরোপের বৃহত্তম প্ল্যান্টটি আবারও জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পাচ্ছে।

গ্রসি সতর্ক করে দিয়ে বলেন, যতক্ষণ রাশিয়ার বাহিনী জাপোরিজহিয়ার আশেপাশের বিস্তৃত অঞ্চলে গোলাবর্ষণ করছে, প্লান্টটির সাধারণ পরিস্থিতি অবশ্যই অনিশ্চিত।

আইএইএ বলেছে, পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, তবে ইউক্রেনীয়রা এর কার্যক্রম পরিচালনা করছে।

প্রকাশ: ১৯সেপ্টেম্বর ২০২২॥সোমবার॥১০:৪১

সূত্র : VOA বাংলা

Address

316, 3rd Floor, Kakoli Shopping Center, Zindabazar
Sylhet
3100

Telephone

+8801676315912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sky Newsbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Newsbd:

Videos

Share

Nearby media companies



You may also like